Noor TraveLs

Noor TraveLs Ticketing / Visa Process / Hotel Booking /Umrah and Perfect Travel Service in Kishoreganj .

কলকাতায় ঘুরতে গেলে কাজে লাগবে, গুরুত্বপূর্ণ বিষয়টি শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন ►  #কলকাতা মেট্রো রেলের A to Z...
22/06/2024

কলকাতায় ঘুরতে গেলে কাজে লাগবে, গুরুত্বপূর্ণ বিষয়টি শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন

► #কলকাতা মেট্রো রেলের A to Z ◄

কলকাতা ঘুরতে গিয়ে সঠিক গাইড লাইনের অভাবে অনেকেই ট্যাক্সি বা ক্যাবের পিছনে অনেক টাকা খরছ করছেন । যারা ওই অতিরিক্ত খরছ কমিয়ে সুন্দর ভাবে ঘুরতে চাচ্ছেন তাদের ভরসার অন্য নাম হতে পারে কলকাতা মেট্রো রেল । এ সম্পর্কে আপনাদের কিছু বিষয় জানাচ্ছি । মেট্রো রেল গুলো প্রতি ৪ মিনিট পর পর সকাল থেকে রাত ১০.২০ মিনিট পর্যন্ত পাওয়া যায় । আপনি যদি টাকা কে পাইলটের মত উড়াতে ভালোবাসেন তবে আমার এই পোস্ট টি আপনাদের জন্য নয় 🙂
অনেকেই বনগাঁ থেকে সরাসরি শিয়ালদাহ স্টেশনে চলে আসেন । এর পর ক্যাবে ১০০ - ১৫০ রুপি দিয়ে পার্ক স্ট্রিট বা মির্জা গালিব স্ট্রীটে । আপনারা সরাসরি বনগাঁ থেকে দমদম জং এ এসে নামবেন ( দম দম জং এবং দম দম ক্যান্টনমেন্ট স্টেশনের মধ্যে প্যাঁচ লাগাবেন না ) । এখান থেকে মাত্র ১০ রুপি দিয়ে মেট্রো রেলে করে পার্ক স্ট্রীট চলে আসতে পারবেন ।

কলকাতা মেট্রো রেলের রুট
=====================
দম দম > বেল গাছি > শ্যাম বাজার > শোভা বাজার > গিরিশ পার্ক > M.G রোড > সেন্ট্রাল > চাঁদনী চক > স্প্লানেড > পার্ক স্ট্রীট > মায়দান > রবিন্দ্র সনদ > নেতাজী ভবন > জতিন দাস পার্ক > কালীঘাট > রবিন্দ্র সরোবর > টলিগঞ্জ > নেতাজি >মাস্টার দা সুর্যসেন > গীতাঞ্জলী > কবি নজরুল > শহীদ ক্ষুদিরাম > কবি সুভাস

ভাড়া ৫, ১০ , ১৫ , ২০ । আপনি যদি দমদম থেকে পার্ক স্ট্রীট আসেন তবে ভাড়া ১০ রুপি আবার পার্ক স্ট্রীট থেকে চাঁদনী চক যান তবে ভাড়া ৫ রুপির মত । চিন্তা করার কোন কারন নেই এই দ্রুত গামী মেট্রো রেলের প্রতিটি স্টেশনে সে স্টেশন থেকে যে স্টেশনে যাবেন সেখানকার ভাড়া লিখা আছে । আপনি টিকিট কেটে উপরের সাইনবোর্ড দেখে বাম বা ডান দিকের প্লাটফর্মের ট্রেনের জন্য অপেক্ষা করবেন ।
এবার আসুন আলোচনা করি কোন মেট্রো রেলওয়ে স্টেশনের পাশে কি কি আছে ।
=====================================================
╚►ভিক্টরিয়াল মেমোরিয়ালঃ ময়দান মেট্রো স্টেশন
╚►গড়ের মাঠঃ ময়দান মেট্রো স্টেশন
╚►হাওড়া ব্রিজঃ মহত্মা গান্ধী মেট্রো স্টেশন
╚►ইন্ডিয়ান মিউজিয়ামঃ পার্ক স্ট্রীট অথবা ময়দান মেট্রো স্টেশন
╚►জোড়া সাঁকোর ঠাকুর বাড়িঃ গিরিশ পার্ক মেট্রো স্টেশন
╚►রাম মন্দিরঃ মহত্মা গান্ধী মেট্রো স্টেশন
╚►মার্বেল প্লেসঃ মহত্মা গান্ধী মেট্রো স্টেশন
╚►ময়দানঃ ময়দান মেট্রো স্টেশন
╚►কালীঘাট কালী মন্দিরঃ কালীঘাট মেট্রো স্টেশন
╚►ইডেন গার্ডেনঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►কার্জন পার্কঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►নেতাজী সুভাস স্টেডিয়ামঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►মিনেলিয়াম পার্কঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►দ্বিতীয় হুগলী ব্রিজঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►কলকাতা হাইকোর্টঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►বাবুঘাট কলকাতাঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►প্রিন্সেপ ঘাটঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►ফোর্ট উইলিয়ামঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►শহীদ মিনারঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►সেন্ট পল চার্চঃ রবীন্দ্র সদন মেট্রো স্টেশন
╚►চাঁদনী চকঃ চাঁদনী চক মেট্রো
╚►নিউমার্কেটঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►বড় বাজারঃ মহত্মা গান্ধী মেট্রো স্টেশন
╚►রবীন্দ্র সরোবরঃ রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন
╚►লায়ন সাফারি পার্কঃ রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন

আমরা অনেকেই নিউমার্কেট এরিয়ায় অনেক সময় হোটেল সংকটের কারনে বেশি দামে হোটেল ভাড়া দিয়ে থাকি । আপনারা ইচ্ছে করলেই দমদম বা শোভা বাজার এদিকের হোটেলে থাকতে পারেন । সেক্ষেত্রে মাত্র ১০ বা ৫ রুপি দিয়ে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে চলে আসুন । এখান থেকে মিনিট ২ হাটলেই নিউমার্কেট এরিয়া ।

নোটঃ মেট্রো রেলওয়ে স্টেশন গুলো থেকে ভ্রমনের স্থান গুলো খুব বেশি হলে ১ কিঃ মিঃ এর মধ্যে অবস্থিত, যারা ট্রাভেলার তাদের জন্য এটা কিছুই না 🙂 মেট্রো রেলের স্টেশন গুলোতে ছবি তুলা নিষিদ্ধ এবং এই ট্রেন গুলো তে আপনি বড় বড় বস্তা ক্যারি করতে পারবেন না । সাধারন ব্যাগ , হ্যান্ড ব্যাগ , অফিস ব্যাগ , শপিং ব্যাগ ইত্যাদি বহন করতে পারবেন । ভালো থাকবেন ..... Happy Travelling
সুত্র: সংগ্রহ।

বাংলাদেশে পাসপোর্ট করার পুরো প্রক্রিয়া নিম্নরূপ: # # # ১. আবেদন ফরম পূরণ ✍️- **অনলাইনে আবেদন ফরম পূরণ**: প্রথমে পাসপোর্ট...
21/06/2024

বাংলাদেশে পাসপোর্ট করার পুরো প্রক্রিয়া নিম্নরূপ:

# # # ১. আবেদন ফরম পূরণ ✍️
- **অনলাইনে আবেদন ফরম পূরণ**: প্রথমে পাসপোর্ট বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে (e-passport.gov.bd) গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে।
- **আবেদন ফরম প্রিন্ট**: ফরম পূরণের পর আবেদন ফরম প্রিন্ট করতে হবে।

# # # ২. প্রয়োজনীয় কাগজপত্র 📄
- **জাতীয় পরিচয়পত্রের ফটোকপি**: ভোটার আইডি কার্ডের ফটোকপি।
- **জন্ম নিবন্ধন সনদের ফটোকপি**: জন্ম নিবন্ধন সনদের ফটোকপি।
- **পাসপোর্ট সাইজ ছবি**: ৪ কপি পাসপোর্ট সাইজ ছবি।
- **পূর্বের পাসপোর্টের ফটোকপি** (যদি থাকে)।
- **অন্যান্য ডকুমেন্ট**: যদি আবেদনকারী সরকারী চাকুরিজীবী হন, তবে এনওসি (NOC) প্রয়োজন হতে পারে।

# # # ৩. ফি জমা 💰
- **ফি**: পাসপোর্ট ফি অনলাইনে বা নির্দিষ্ট ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে।
- **ফি রসিদ**: ফি জমা দেওয়ার পর রসিদটি সংরক্ষণ করতে হবে।

# # # ৪. আবেদন জমা 📬
- **আবেদন জমা**: নিকটস্থ পাসপোর্ট অফিসে নির্দিষ্ট সময়ে গিয়ে আবেদন ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

# # # ৫. বায়োমেট্রিক তথ্য প্রদান 🖐️
- **ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি**: পাসপোর্ট অফিসে গিয়ে আঙ্গুলের ছাপ এবং ছবি তোলা হবে।

# # # ৬. পাসপোর্ট সংগ্রহ 🛂
- **এসএমএস বা ইমেইল**: আবেদন গৃহীত হলে এবং পাসপোর্ট প্রস্তুত হলে এসএমএস বা ইমেইল পাওয়া যাবে।
- **সংগ্রহ**: নির্দিষ্ট পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করতে হবে।

এছাড়া আরও বিস্তারিত তথ্যের জন্য পাসপোর্ট অফিসের ওয়েবসাইট দেখতে পারেন অথবা সরাসরি পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে পারেন।

Eid_Ul_Adha_Mubarak 10 Zulhijjah 1445HMay Allah swt accept our sacrifice and bless you with his mercy.
16/06/2024

Eid_Ul_Adha_Mubarak
10 Zulhijjah 1445H
May Allah swt accept our sacrifice and bless you with his mercy.

যারা সৌদি আরব ছিলেন! যারা দীর্ঘ দিন আগে সৌদি আরব থেকে ধরা খেয়ে দেশে গেছেন বা কোম্পানি পাঠিয়ে দিয়েছে আপনাকে।আপনি নতুন করে...
03/06/2024

যারা সৌদি আরব ছিলেন!
যারা দীর্ঘ দিন আগে সৌদি আরব থেকে ধরা খেয়ে দেশে গেছেন বা কোম্পানি পাঠিয়ে দিয়েছে আপনাকে।
আপনি নতুন করে আবার আসতে চাচ্ছেন কিন্তু জানেন না যে, আপনি সৌদিতে ঢুকতে পারবেন কি না তাদের সুবিধার জন্য এই পোস্ট।
আপনার পাসপোর্টটি নিয়ে সৌদি এম্বাসি বারিধারায় গিয়ে চেক করাতে পারবেন। অবশ্যই নিজে যেতে হবে পাসপোর্ট সাথে নিয়ে।। এম্বাসির গেটে গিয়ে দারোয়ানকে বলতে হবে সৌদি যেতে পারবো কি না চেক করাতে আসছি। তখন আপনাকে উনারাই দেখায় দিবে কোন রুমে যেতে হবে। কোনো টাকা লাগবে না চেক করতে ।
বিঃদ্রঃ বিষয়টা অনেকেই জানেন আবার বেশির ভাগ মানুষ জানেন না তাই পোস্ট করলাম।। হয়তো কারো উপকার হবে। এবং নিজে সচেতন থাকুন অন্য জন কে সচেতন করুন!!
সংগৃহিত
#আমিরাত_সংবাদ

25/05/2024
25/05/2024
দুবাইয়ে  ভ্রমণেচ্ছু ভিজিট ভিসাধারীদেরকে নগদ বা ক্রেডিট কার্ডে ৩০০০ দিরহাম সমপরিমাণ অর্থ, রিটার্ন এয়ার টিকিট, দুবাইয়ে অবস...
25/05/2024

দুবাইয়ে ভ্রমণেচ্ছু ভিজিট ভিসাধারীদেরকে নগদ বা ক্রেডিট কার্ডে ৩০০০ দিরহাম সমপরিমাণ অর্থ, রিটার্ন এয়ার টিকিট, দুবাইয়ে অবস্থানের প্রমাণপত্র সাথে রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে।
যাত্রীদের অনেকেই যারা এসব প্রয়োজনীয়তা পূরণ করতে ব্যর্থ হচ্ছেন তাদেরকে যাত্রারম্ভের ফ্লাইটে উঠতে বাধা দেয়া হচ্ছে আবার কেউ কেউ আমিরাতের এয়ারপোর্টে এসে আটকা পড়ছেন বলে জানিয়েছেন।
★সূত্র:খালিজ টাইমস লিংকঃ
https://www.khaleejtimes.com/uae/dubai-visit-visa-holders-told-to-carry-dh3000-in-cash-or-credit-return-tickets-proof-of-stay?_refresh=

Some passengers who failed to meet the requirements said they were barred from boarding their flights, while others reported being stranded at airports

বাংলাদেশ থেকে হজ ফ্লাইট উদ্বোধন হয়েছে। প্রথম ফ্লাইটের বাংলাদেশি হজ যাত্রীদের সৌদি আরবে স্বাগত জানানো হচ্ছে
10/05/2024

বাংলাদেশ থেকে হজ ফ্লাইট উদ্বোধন হয়েছে। প্রথম ফ্লাইটের বাংলাদেশি হজ যাত্রীদের সৌদি আরবে স্বাগত জানানো হচ্ছে

ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদন প্রসেসিং:প্রয়োজনীয় ডকুমেন্টস:1. মূল পাসপোর্ট2. ২/২ ইঞ্চি রঙিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড)3. এন...
12/04/2024

ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদন প্রসেসিং:
প্রয়োজনীয় ডকুমেন্টস:
1. মূল পাসপোর্ট
2. ২/২ ইঞ্চি রঙিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড)
3. এন আইডি কপি
4. বর্তমান ঠিকানার বিদ্যুৎ বিল
5. ব্যাংক স্টেটমেন্ট (সর্বশেষ ৬ মাস)
6. চাকরি হলে এনওসি, ব্যবসা হলে ট্রেড লাইসেন্স

ইন্ডিয়ান টুরিস্ট ভিসা।
দেখে নিন টুরিস্ট ভিসা করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন ⤵️
ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা করতে যা যা প্রয়োজনঃ
১। ২*২ ল্যাব প্রিন্ট ছবি
২। এন আই ডি / স্মার্ট কার্ড / জন্ম নিবন্ধন কপি
৩। বর্তমান ঠিকানা অনুযায়ী আপডেট ইউটিলিটি/ বিদ্যুৎ বিলের কপি।
৪। লাস্ট ১ মাসের ব্যাংক স্টেটমেন্ট (মিনিমাম ব্যালেন্স ২০০০০৳) / ডলার এনডোর্সমেন্ট।
৫। পেশাগত প্রমাণপত্র (NOC/ট্রেড লাইসেন্স ইত্যাদি)
৬। লাস্ট ভিসা কপি (যদি থাকে)।
৭। পাসপোর্ট কপি
৮। নতুন এবং পুরাতন পাসপোর্ট (একসাথে পিনাপ করে দিবেন)
---------------------------------------------------------------
দেখে নিন আপনি কোথায় যেতে চাইলে কোন পোর্ট দিয়ে ভিসা করবেন??
সিক্কিম/দার্জিলিং/শিলিগুড়ি/ডুয়ার্স/সান্দাকফু/গোচেলা ট্রেক ইত্যাদি যেতে চাইলেঃ
চ্যাংড়াবান্ধা অথবা ফুলবাড়ি দিতে হবে। ফুলবাড়ি দিলে আপনি খুব সহজেই শিলিগুড়ি পৌঁছে যাবেন। তবে এই পোর্টে সুযোগ সুবিধা কম থাকায় বেশির ভাগ ট্যুরিস্ট চ্যাংড়াবান্ধা দিয়ে প্রবেশ করে। চ্যাংড়াবান্ধা দিয়ে প্রবেশ করলে আপনাকে ২ ঘণ্টার মত জার্নি করে শিলিগুড়ি যেতে হবে।
মেঘালয়/নাগাল্যান্ড/অরুণাচল প্রদেশ যেতে চাইলেঃ
আপনাকে ডাউকি পোর্ট দিয়ে ভিসা করতে হবে। যা আমাদের সিলেটের তামাবিল দিয়ে প্রবেশ করতে হয়।
ত্রিপুরা যেতে চাইলেঃ
আপনাকে আগরতলা পোর্ট দিয়ে ভিসা করতে হবে।
আগের নিয়মে উপরের যে কোন পোর্ট নিলে এডিশোনাল পোর্ট হিসেবে (বেনাপোল+গেদে+ট্রেন+এয়ার) পাওয়া যায় বিধায় আলাদা করে শুধু বেনাপোল পোর্ট নেওয়া লস।
বিঃদ্রঃ এছাড়া আপনি ভিসা করার পর মাত্র ৪০০ টাকা দিয়ে আরও ২টি পোর্ট সংযুক্ত করতে পারবেন ৭ দিন সময় এর মধ্যে।

10/04/2024

Eid Mubarak to all of you from us @ Noor Travel

বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ফ্লাইটে যেব কাজ করবেন না**  বোর্ডিং কার্ডে দেয়া নির্ধারিত সিটে বসবেন। খালি থাকলেও অন্য সিটে বসার ...
24/03/2024

বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ফ্লাইটে যেব কাজ করবেন না

** বোর্ডিং কার্ডে দেয়া নির্ধারিত সিটে বসবেন। খালি থাকলেও অন্য সিটে বসার চেষ্টা করবেন না।
** একই পরিবার বা পরিচিত মানুষের পাশে বসতে চাইলে চেক ইন করার সময় কাউন্টারে বলে এক সাথে সিট নিবেন।
** কেবিন ক্রুরা সিট বেল্ট বাঁধতে বললে অবশ্যই সিট বেল্ট বাঁধবেন ।
** ফ্লাইট ছাড়া ও নামার সময় টয়লেটে যাবেন না। এমন কি আকাশে খারাপ আবহাওয়া থাকলে ঘোষণা দেয়া হয়, তখনও টয়লেটে যাবেন না।
** কেবিন ক্রুরা খাবার দেবার সময় সিট ছেড়ে উঠে হাটাহাটি বা টয়লেটে যাবেন না।
** খাবার খাওয়া শেষে কিংবা অন্য যে কোন ময়লা সিটের নিচে ফিলবেন না। কেবিন ক্রুর কাছে দিবেন।
** টয়লেটে যাবার জন্য লাইন ধরবেন না।
** টয়েলেটে যেয়ে দরজা লক করবেন, দরজা লক না করে টয়লেট ব্যবহার করবেন না। টয়লেটের ফ্লোরে টিস্যু ফেলবেন না।

Collected

𝐇𝐚𝐩𝐩𝐲 𝐑𝐚𝐦𝐚𝐝𝐚𝐧 𝐊𝐚𝐫𝐞𝐞𝐦𝖶𝗂𝗌𝗁𝗂𝗇𝗀 𝗒𝗈𝗎 𝖺 𝖻𝗅𝖾𝗌𝗌𝖾𝖽 𝖱𝖺𝗆𝖺𝖽𝖺𝗇 𝖪𝖺𝗋𝖾𝖾𝗆 𝖿𝗂𝗅𝗅𝖾𝖽 𝗐𝗂𝗍𝗁 𝖯𝖾𝖺𝖼𝖾 , 𝖩𝗈𝗒  𝖺𝗇𝖽 𝖲𝗉𝗂𝗋𝗂𝗍𝗎𝖺𝗅 𝖦𝗋𝗈𝗐𝗍𝗁 .𝖬𝖺𝗒 𝖠𝗅𝗅𝖺𝗁 𝗌𝗐𝗍 𝖺𝖼...
11/03/2024

𝐇𝐚𝐩𝐩𝐲 𝐑𝐚𝐦𝐚𝐝𝐚𝐧 𝐊𝐚𝐫𝐞𝐞𝐦

𝖶𝗂𝗌𝗁𝗂𝗇𝗀 𝗒𝗈𝗎 𝖺 𝖻𝗅𝖾𝗌𝗌𝖾𝖽 𝖱𝖺𝗆𝖺𝖽𝖺𝗇 𝖪𝖺𝗋𝖾𝖾𝗆 𝖿𝗂𝗅𝗅𝖾𝖽 𝗐𝗂𝗍𝗁 𝖯𝖾𝖺𝖼𝖾 , 𝖩𝗈𝗒 𝖺𝗇𝖽 𝖲𝗉𝗂𝗋𝗂𝗍𝗎𝖺𝗅 𝖦𝗋𝗈𝗐𝗍𝗁 .
𝖬𝖺𝗒 𝖠𝗅𝗅𝖺𝗁 𝗌𝗐𝗍 𝖺𝖼𝖼𝖾𝗉𝗍 𝗈𝗎𝗋 𝗉𝗋𝖺𝗒𝖾𝗋𝗌 .

08/03/2024
20/02/2024

Biman ticket
Cheap
Contact us : 01611882371

02/01/2024

Apone ki discount Tickets korte issuk ?

14/12/2023

জাতীর শ্রেষ্ঠ সন্তানদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা

10/12/2023

Ticket koron discount rate .

Malaysia Digital Arrival Card (MDAC)Starting on 1 December 2023, the Malaysian Immigration Department requires all Forei...
02/12/2023

Malaysia Digital Arrival Card (MDAC)

Starting on 1 December 2023, the Malaysian Immigration Department requires all
Foreign Citizens to mandatory fill in data on the Malaysia Digital Arrival Card (MDAC) online at the JIM portal

Starting on 1 December 2023, the Malaysian Immigration Department requires all Foreign Citizens to fill in data on the Malaysia Digital Arrival Card (MDAC) online at the JIM portal (https://imigresen-online.imi.gov.my/mdac/main?register). This MDAC data filling can be done as early as 3 days before arrival. However, in order to ensure the smooth management of the arrival of foreign nationals, flexibility in filling MDAC is given until 7 December 2023. This MDAC data filling can be done as early as 3 days before arrival. However, in order to ensure the smooth management of the arrival of foreign nationals, flexibility in filling MDAC is given until 7 December 2023.

PLEASE ADVISE PASSENGER TO FILL UP BEFORE 🛬

01/12/2023

Malaysia Digital Arrival Card online 3 Days Before Fly.

30/11/2023

Airlines Ticket koron cheap rate with Noor Travels.

ভারতের চেন্নাই-এ ফ্লাইট শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ১৬ ডিসেম্বর ঢাকা-চেন্নাই রুটে ফ্লাইট চালু হবে।...
21/11/2023

ভারতের চেন্নাই-এ ফ্লাইট শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ১৬ ডিসেম্বর ঢাকা-চেন্নাই রুটে ফ্লাইট চালু হবে। এই রুটে প্রাথমিকভাবে সপ্তাহে তিন দিন- শনি, সোম ও বৃহস্পতিবার এই ‍রুটে ফ্লাইট চলবে।

ঢাকা-চেন্নাই রুটে সব ধরনের ট্যাক্সসহ ইকোনমি ক্লাসের একমুখি সর্বনিম্ন ভাড়া জনপ্রতি ১৫ হাজার ৫২০ টাকা থেকে শুরু হবে এবং রিটার্ন টিকেটের ভাড়া শুরু হবে ২৬ হাজার ৬৩৫ টাকা থেকে।

ট্যাক্সসহ বিজনেস ক্লাসে একমুখি সর্বনিম্ন ভাড়া ৩৭ হাজার ৬২৪ টাকা এবং রিটার্ন টিকেটের ভাড়া শুরু হবে ৬১ হাজার ৯৯৫ টাকা থেকে।

Ticket : 01611882371

মৃত মানুষের লাশ বিমানবন্দরের টার্মিনালের মাধ্যমে সরবরাহ করা হয় না। বিমানবন্দরের  ৮ নম্বর গেটে  এয়ারওয়ে বিল নিয়ে মরদেহ সং...
19/11/2023

মৃত মানুষের লাশ বিমানবন্দরের টার্মিনালের মাধ্যমে সরবরাহ করা হয় না। বিমানবন্দরের ৮ নম্বর গেটে এয়ারওয়ে বিল নিয়ে মরদেহ সংগ্রহ করতে হবে। লাশ পরিবহণের জন্য সঙ্গে প্রয়োজনী গাড়ি/অ্যাম্বুলেন্স/ফ্রিজিং ভ্যান আনতে হবে, বিমানবন্দরে এ ধরণের ব্যবস্থা নেই।

দেশের ৩টি আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক এর মাধ্যমে বিদেশ হতে আগত প্রবাসীর মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর এবং তাৎক্ষণিকভাবে মৃতদেহ পরিবহন ও দাফনের খরচ বহনের জন্য ৩৫ হাজার টাকার চেক প্রদান করা হয়। এজন্য প্রয়োজনী কাগজপত্র সঙ্গে আনতে হবে মৃত প্রবাসীর পরিবারকে। এছাড়া, আর্থিক সাহায্য হিসাবে ৩ লক্ষ টাকা পেতে মৃত প্রবাসীর পরিবারকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এ যোগাযোগ করতে হবে প্রয়োজনী কাগজপত্র নিয়ে।
Collected from

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-টরেন্টো এবং টরেন্টো-ঢাকা রুটের শীতকালীন ফ্লাইট সিডিউল:
27/10/2023

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-টরেন্টো এবং টরেন্টো-ঢাকা রুটের শীতকালীন ফ্লাইট সিডিউল:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল থেকে ট্রলি নিয়ে বিমানবন্দরের উত্তর পাশের বহুতল( ৩ তলা) পার্কিং ভবনে প্র...
18/10/2023

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল থেকে ট্রলি নিয়ে বিমানবন্দরের উত্তর পাশের বহুতল( ৩ তলা) পার্কিং ভবনে প্রবেশ করা যায়। এজন্য বিমানবন্দর থেকে ২ নাম্বার টার্মিনাল দিয়ে বের হবেন।

যাদের সঙ্গে কার্টন, অতিরিক্ত লাগেজ থাকবে তারা বিমানবন্দরের ট্রলিতে মালামাল নিয়ে ২ নাম্বার গেট দিয়ে বের হয়ে সহজে বহুতল কার পার্কিং ভবনে গাড়ি পর্যন্ত যেতে পারবেন। ফলে আপনাকে রিসিভ করতে আসা গাড়ি টার্মিনালের সামনে খোলা আকাশের নিচে পার্কিং না করে বহুতল কার পার্কিং ভবনে রাখতে বলুন আপনার স্বজনদের।

বিমানবন্দরের টার্মিনাল থেকে বের হবার সময় বহুতল কার পার্কিং ভবনের যাবার নির্দেশনা অনুসরণ করুন।

এছাড়া, ক্যানোপি থেকেও আপনি গাড়িতে উঠতে পারবেন। তবে ভারি মালামাল থাকলে এবং ক্যানোপিতে অপেক্ষা করতে না চাইলে বহুতল কার পার্কিং ব্যবহার করুন।
Thank you 🙏

01/10/2023

Buy Airlines Ticket from us to get cheap rate !

29/08/2023

📢 Notice !!! 📢
Nepal's Embassy in Dhaka began issuing the new ETA for Bangladeshi visitors from 27th August 2023

28/08/2023

Special Notice❕

No carton box shall be accepted on Bangladesh flights .

  and go proper line মালয়েশিয়া এয়ারপোর্ট এর নতুন নিয়ম কষ্ট হলেও একটু পড়ে নিনমালায়সিয়াএয়ারপোর্টে একই লাইনে দাঁড়িয়ে অ...
08/05/2023

and go proper line

মালয়েশিয়া এয়ারপোর্ট এর নতুন নিয়ম কষ্ট হলেও একটু পড়ে নিন

মালায়সিয়াএয়ারপোর্টে একই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার দিন শেষ, এখন থেকে সবার জন্য ভিন্ন ভিন্ন লাইন চালো করা হয়েছে।আপনি যদি বিদেশি শ্রমিক, স্টুডেন্ট,কিংবা টুরিস্ট হোন যাচাই করুন আপনার লেনটি কোথায়। যদি ভুল করে অন্য লাইনে চলে যান, তার মানে আপনাকে আবার লাইনে এসে নতুন করে দাঁড়াতে হবে।

Address

Latif Plaza 185, 2nd Floor , Puran Thana Kishoreganj Sadar Kishoreganj
Kishoreganj
2300

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Friday 10:00 - 18:00
Saturday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00

Telephone

+8801611882370

Website

Alerts

Be the first to know and let us send you an email when Noor TraveLs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Noor TraveLs:

Videos

Share

Category