The Arvil Gallery

The Arvil Gallery This page is for Photo & Video lovers. Here you will fine Photography or videos. Follow this page.

10/07/2024

L130 color Printer বিক্রি হবে। L 380 All in One বিক্রি হবে। কারো যদি প্রয়োজন হয় প্রয়োজনে যোগাযোগ করবেন।

তাল গাছের মত লম্বা হয়ে গেছে মেয়েটা।
10/07/2024

তাল গাছের মত লম্বা হয়ে গেছে মেয়েটা।

10/07/2024

এই যে, আমরা ফেইসবুক বদৌলতে অনেক কিছু দেখি শুনি। গুনিদের আদেশ, উপদেশ মোবাইল চাপলেই চলে আসে। এত জ্ঞান, এত কিছু আদেশ উপদেশ কি শিক্ষা নিচ্ছি? আদৌ কি আমাদের জীবনের কাজে ব্যবহার করছি? না করছিনা, বরংচ যা দেখি যা ভাল লাগে ফেইসবুক টাইমলাইনে শেয়ার করে মনের ভাব প্রকাশ করি এতটুকুই। কি শিখছি? সারাটা দিন, অর্ধেক রাত কেটে যায় মোবাইল স্ক্রলিং করতে করতে। তারপরও শেখা হয়না কোন কিছু। অযথা টাইমপাস, ঘুম নষ্ট করা। চোখটাকে ব্যথা দেয়া ছাড়া আর কিছু নয়। জগত হাতের মুঠোর মধ্যে থাকলেও আমরা দ্বারের কাছে যেতে পারছিনা।

গ্রেস ও সেংমী এক ফ্রেমে ❤❤❤❤
07/07/2024

গ্রেস ও সেংমী এক ফ্রেমে ❤❤❤❤

প্রকৃতির সাথে এলেক্স-
07/07/2024

প্রকৃতির সাথে এলেক্স-

শুভ জন্মদিন মামা! Debashis Emmanuel Rema
06/07/2024

শুভ জন্মদিন মামা! Debashis Emmanuel Rema

সন্তানদের ভালবাসা ও আন্তরিকতার একটি অংশ বিশেষ।
03/07/2024

সন্তানদের ভালবাসা ও আন্তরিকতার একটি অংশ বিশেষ।

12/05/2024

১২ই মে নার্স দিবস, বিশ্ব মা দিবস হিসেবে পালিত হয় হয় এই দিনটি। আমি কনফিউজ হয়ে যায় দিবসটি কার? একই দিনে কিভাবে হল? ১৯০৭ সালে ১২ই মে, মা দিবস প্রথম পালিত হয়। ১৯৭৪ সালের জানুয়ারি মাসে, ১২ মে দিনটি উদযাপনের জন্য নির্বাচিত হয় এই হিসাবটা ঠিক বুঝলামনা। কারো জানা থাকলে একটু কনফিউজ দূর করে দেন।

ময়মনসিংহ বিশিষ্ট আচিক মান্দি শিল্পী গোষ্ঠির সাথে সেলফি । তাঁদের নাচে, গানে আতিথিয়েতায় মুগ্ধ। তাঁদের সুন্দর জীবন ও সাফল্য...
11/05/2024

ময়মনসিংহ বিশিষ্ট আচিক মান্দি শিল্পী গোষ্ঠির সাথে সেলফি । তাঁদের নাচে, গানে আতিথিয়েতায় মুগ্ধ। তাঁদের সুন্দর জীবন ও সাফল্য কামনা করছি।
ভাল থেকো ননোরাং
থিগিদি স্নিগ্ধা Choity Mankhin

আমার অতীব প্রিয় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুহেল ম্রং দাদার সাথে এক যুগেরো বেশি সময়ের পর দেখা । আচিক নিউজ এর সাথে সম্প...
11/05/2024

আমার অতীব প্রিয় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুহেল ম্রং দাদার সাথে এক যুগেরো বেশি সময়ের পর দেখা । আচিক নিউজ এর সাথে সম্পৃক্ত ছিলাম এক সময়। মুটামুটি সিলেট থেকে অনেক নিউজ কাভার করতাম। উনার আচিক নিউজ দায়িত্ব হস্তান্তরের পর এখন সেই সময় বা লেখা হয়ে উঠেনা। দাদা একজন সাদামাটা মানুষ । খুব কম দেখা হয় দাদার সাথে আমার, তাই ছবি তুলে স্মৃতি করে রাখলাম।
ধন্যবাদ দাদা, আপনার কাছে আইনি পরামর্শ পেয়েছি , পাচ্ছি। ভাল থাকবেন।
Shuhel Mrong

06/05/2024

কঠিন একটা গান, তবে পছন্দেরো গাওয়ার চেষ্টা করলাম।

05/05/2024

খাসিয়া নাচে,গানে বরণ করে নেওয়া হচ্ছে নব-নির্বাচিত এমপি মহোদয় জনাব, শফিউল আলম চৌধুরী নাদেল ভাইকে।
Hilight

25/04/2024

Happy Birthday Alex

ঘুরতে গিয়েছিলাম জীবনে প্রথমবার সাদা পাথর দেখতে। রাস্তার দ্বারে শুধু লাল পাথর আর ইট পাথরের কারখানা।
17/03/2024

ঘুরতে গিয়েছিলাম জীবনে প্রথমবার সাদা পাথর দেখতে। রাস্তার দ্বারে শুধু লাল পাথর আর ইট পাথরের কারখানা।

কালা চশমা......
15/03/2024

কালা চশমা......

গায়ে হলুদের দিনে...... ১২/০৩/২০২৪ ইং।
15/03/2024

গায়ে হলুদের দিনে...... ১২/০৩/২০২৪ ইং।

গতকাল দাদু দাদীর সাথে রাত কাটিয়েছিল। শূন্যতা অনুভব করেছি। তারো ভাল লাগেনি মনে পড়েছিলো, হয়তো বলতে পারেনি।একটা রাত কাটিয়ে ...
15/03/2024

গতকাল দাদু দাদীর সাথে রাত কাটিয়েছিল। শূন্যতা অনুভব করেছি। তারো ভাল লাগেনি মনে পড়েছিলো, হয়তো বলতে পারেনি।
একটা রাত কাটিয়ে দেয়া ছেলেটা এসে মনের আনন্দে খেলা করছিলো নাচতে ছিল।

Address

Kulaura, Moulvibazar
Kulaura
3230

Alerts

Be the first to know and let us send you an email when The Arvil Gallery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Arvil Gallery:

Videos

Share