Faiyaz Travels & Study Abroad Consultancy

Faiyaz Travels & Study Abroad Consultancy We work for study abroad, air ticket, passport & visa service worldwide.

DENMARK VISIT VISA ভিজিট ভিসা হবে যদি 𝙋𝙧𝙤𝙘𝙚𝙨𝙨𝙞𝙣𝙜ঠিক থাকে ইনশাআল্লাহ।সুবিধাবলী:🍁দ্রুত ভিসা প্রসেস🍁ফ্যামিলিসহ যাওয়ার সুযো...
16/09/2024

DENMARK VISIT VISA ভিজিট ভিসা হবে যদি 𝙋𝙧𝙤𝙘𝙚𝙨𝙨𝙞𝙣𝙜
ঠিক থাকে ইনশাআল্লাহ।
সুবিধাবলী:
🍁দ্রুত ভিসা প্রসেস
🍁ফ্যামিলিসহ যাওয়ার সুযোগ
🍁কানাডা রিফিজ ফাইল ও Apply করা যাবে
🍁ডকুমেন্টস কি কি লাগবে নির্ভর করবে আপনার বয়স, পেশা আর যোগ্যতার উপর
🍁ফাইল প্রসেস এর জন্য A টু Z সব ধরনের সাপোর্ট দিয়ে থাকি, যাতে ভিসা পাওয়ার সম্ভবনা অনেক বেশি
𝗙𝗼𝗿 𝗠𝗼𝗿𝗲 𝗗𝗲𝘁𝗮𝗶𝗹𝘀 𝗖𝗼𝗻𝘁𝗮𝗰𝘁 𝗪𝗶𝘁𝗵 𝗨𝘀:
Visit Our Office Haji formuj ali market, upazila road, uttarbazar,kulaura,moulvibazar.
📞 WhatsApp & Phone: 01725-703708
📧Email: [email protected]

06/09/2024

বাংলাদেশিদের ভিসা দেয়ার বিষয়ে যা জানাল ভারত
শুক্রবার (৩০ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল জানিয়েছেন, আপাতত বাংলাদেশিদের শুধুমাত্র চিকিৎসা ও এবং জরুরি প্রয়োজনীয় ভিসা দেয়া হচ্ছে। তাদের কার্যক্রম চলছে সীমিত পরিসরে। যখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে তখন পূর্ণমাত্রায় কাজ শুরু হবে এবং ভিসা দেয়া স্বাভাবিক হবে।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আমরা সীমিত পরিসরে চিকিৎসা ও জরুরি প্রয়োজনীয় ভিসা প্রদান করছি। যখন পরিস্থিতি স্বাভাবিক হবে, আইন ও শাসন ফিরে আসবে, তখন আমরা ভিসা নিয়ে পরিপূর্ণ কাজ শুরু করব।’

এদিকে ৫ আগস্ট হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির পর অনির্দিষ্টকালের জন্য ভিসা প্রক্রিয়াকরণ কার্যক্রম স্থগিত করে ভারত। ১৩ আগস্ট ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভেক) থেকে জানানো হয়, তারা সীমিত পরিসরে পুনরায় বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে। এ অবস্থায় ভিসা না পাওয়ায় গত ২৬ আগস্ট রাজধানী ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারে অসংখ্য ভিসাপ্রত্যাশী বিক্ষোভ করেন।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন বলছে, শুক্রবারের ব্রিফিংয়ে বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে ভারতকে জড়িয়ে সিএনএনের করা এক প্রতিবেদনের বিষয়েও কথা বলেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

তিনি সিএনএনের প্রতিবেদনকে ‘বিভ্রান্তিকর ও অসত্য’ বলে অভিহিত করেছেন।

রণধীর জসওয়াল বলেন, ‘বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে সিএনএনের প্রতিবেদন আমরা দেখেছি। এটি বিভ্রান্তিকর এবং বাস্তবে সত্য নয়। বন্যা পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছিল, সেটির বক্তব্য এই প্রতিবেদনে উপেক্ষা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এছাড়া যৌথ পানি ব্যবস্থাপনায় বিদ্যমান যৌথ প্রক্রিয়ার মাধ্যমে আমরা যে (বাংলাদেশের সঙ্গে) নিয়মিত এবং সময়মতো তথ্য আদান-প্রদান করি সেটিও প্রতিবেদনে বলা হয়নি।’

এছাড়া সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকা এবং বাংলাদেশ সরকারের তাকে ফেরত চাওয়ার ব্যাপারেও কথা বলেছেন রণধীর জসওয়াল। তিনি বলেন, হাসিনা খুবই স্বল্প সময়ের নোটিশে ভারতে এসেছিলেন। এর বাইরে এ বিষয়ে তার বলার কিছু নেই।

02/08/2024

ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসা স্বল্প সময়ের মধ্যে পাওয়া সম্ভব।

𝐂𝐚𝐧𝐚𝐝𝐚, 𝐔𝐊, 𝐀𝐮𝐬𝐭𝐫𝐚𝐥𝐢𝐚, UAE, MALAYSIA, INDIA 𝐕𝐢𝐬𝐢𝐭 𝐕𝐢𝐬𝐚 𝐏𝐫𝐨𝐜𝐞𝐬𝐬𝐢𝐧𝐠আমরা অত্যন্ত কম সময়ে, সহজ ও নির্ভুল ভাবে ভিজিট ভিসার ফা...
06/04/2024

𝐂𝐚𝐧𝐚𝐝𝐚, 𝐔𝐊, 𝐀𝐮𝐬𝐭𝐫𝐚𝐥𝐢𝐚, UAE, MALAYSIA, INDIA
𝐕𝐢𝐬𝐢𝐭 𝐕𝐢𝐬𝐚 𝐏𝐫𝐨𝐜𝐞𝐬𝐬𝐢𝐧𝐠

আমরা অত্যন্ত কম সময়ে, সহজ ও নির্ভুল ভাবে ভিজিট ভিসার ফাইল প্রসেসিং এর কাজ করে থাকি।
📌দ্রুততম সময়ে ফাইল প্রসেসিং
📌নির্ভুলভাবে যাবতীয় ডকুমেন্টস তৈরিতে সহায়তা।
📌ফ্যামিলিসহ যাওয়ার সুযোগ।
#যেকোনো দেশ থেকে আমরা কাজ করে দিতে পারবো, ইনশাআল্লাহ।
ভিজিট ভিসা সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের অফিস ভিসিট করুন অথবা যোগাযোগ করুন: 01725-703708

অফিসের ঠিকানা -ঃ
🏠 Faiyaz Travels & Study Abroad Consultancy
Commissioner market, upazila road, uttar bazar, kulaura, moulvibazar.
Phone:+8801725-703708

💥 মালয়েশিয়া ভিসার সহজ পদ্ধতিঃএক দেশ থেকে অন্য দেশে ভ্রমণের জন্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভিসা। ভিসা হল যে কোনো দেশে এ...
19/03/2024

💥 মালয়েশিয়া ভিসার সহজ পদ্ধতিঃ

এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণের জন্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভিসা। ভিসা হল যে কোনো দেশে এন্ট্রির পারমিশন। অনেক দেশেই এখন e Visa সিস্টেম। মালয়েশিয়াতে বর্তমানে e Visa চালু আছে। মালয়েশিয়া embassy তে ভিসার জন্য এপ্লাই করলে, আপনাকে ৩ মাসের
single entry ভিসা দিবে। এই তিন মাসের single entry ই ভিসার জন্য, আপনাকে দিতে হবে অনেক ডকুমেন্ট। তবে মালয়েশিয়াতে ভিসার জন্য এপ্লাই করলে, দুই একটা কান্ট্রি ভিজিট থাকা ভালো, তা না হলে ভিসা রিজেকশনের সম্ভাবনা আছে। তাই যারা মালয়েশিয়ার টুরিস্ট ভিসা করতে চান, তারা এই ব্যাপারগুলা খেয়াল রাখবেন।

আলহামদুলিল্লাহ মালয়েশিয়া ভিসা, এয়ার টিকেট ও যেকোনো ধরনের ট্যুর প্যাকেজ নিয়ে সফলতার সাথে কাজ করছি আমরা।

মালয়েশিয়া সংক্রান্ত যেকোনো সার্ভিসের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

যোগাযোগঃ 01725-703708,01918-881088

Only five days processing to embassy.
19/03/2024

Only five days processing to embassy.

ছাতলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হেড মাস্টারনি মোছা সালেহা খানম (মেম) ইন্ডিয়া ৬ মাসের মাল্টিপল ভিসা পেলেন।ধন্যবাদ Fai...
09/10/2023

ছাতলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হেড মাস্টারনি মোছা সালেহা খানম (মেম) ইন্ডিয়া ৬ মাসের মাল্টিপল ভিসা পেলেন।
ধন্যবাদ Faiyaz Travels & Study Abroad Consultancy এর সাথে থাকার জন্য।

ধন্যবাদ Shahajan Ahmed, Rezaul korim & Abu Sayeed.Faiyaz Travels & Study Abroad Consultancy   এর সাথে থেকে ভিসা প্রসেসিং...
03/10/2023

ধন্যবাদ Shahajan Ahmed, Rezaul korim & Abu Sayeed.
Faiyaz Travels & Study Abroad Consultancy এর সাথে থেকে ভিসা প্রসেসিং ও টিকেট ইস্যু করার জন্য।

22/09/2023
দেশ থেকে এবং দেশের বাহির থেকে যেকোন রুটের এয়ার টিকেট স্বল্পমূল্যে পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। Office Address :-...
27/08/2023

দেশ থেকে এবং দেশের বাহির থেকে যেকোন রুটের এয়ার টিকেট স্বল্পমূল্যে পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
Office Address :-
Faiyaz Travels & Study Abroad Consultancy
Haji Formuj Ali Market,Upazila Road, KUlaura. ( shabek commissioner market)
what’s app 01725-703708
01918-881088

🇨🇦 কানাডায় চাকুরীর সেরা সুযোগ।প্রায় ১২ লাখ এরও অধিক লোক চলতি বছর ও আগামী দুইবছর ইমিগ্রেন্ট হয়ে  🇨🇦 কানাডায় স্থায়ীভাবে বস...
15/07/2023

🇨🇦 কানাডায় চাকুরীর সেরা সুযোগ।

প্রায় ১২ লাখ এরও অধিক লোক চলতি বছর ও আগামী দুইবছর ইমিগ্রেন্ট হয়ে 🇨🇦 কানাডায় স্থায়ীভাবে বসবাস ও চাকরি করার সুযোগ পাবে।

আরও বিস্তারিত জানতে ফ্রি পরামর্শের জন্য সরাসরি আমাদের অফিসে কিংবা কল করুন 01725-703708

************************
🔯সুবিধা সমূহঃ
আমাদের সাথে কাজের সুবিধা সমূহঃ
★এডভান্স ছাড়া কাজ করা হবে।
★ভি*সার পর পেমেন্ট করার সুবিধা।
★প্রত্যেক দেশের আইনজীবী দিয়ে কাজ করা হয়।
★পুরুষ / মহিলা উভয় আবেদন করতে পারবে ।
************************
🔯প্রয়োজনীয় ডকুমেন্টস্ঃ-
👉*পাসপোর্ট (1st page) এর কালার স্ক্যান ২ কপি
👉ফটোগ্রাফ
👉শিক্ষাতগত যোগ্যতাঃ সনদপত্র।
👉বয়সসীমাঃ ১৮-৫৫
👉 কারিগারি দক্ষতা / অভিজ্ঞতার সনদ (যদি থাকে)
************************
Office Address :-
Faiyaz Travels & Study Abroad Consultancy
Haji Formuj Ali Market,Upazila Road, KUlaura. ( shabek commissioner market)
Whatsapp 01725-703708
01918-881088

Study in Armenia  ১০০% ভি সা -ভি সার পর পে মেন্ট  আপনি ইটালি,স্পেন,জার্মানি, ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড ও...
05/07/2023

Study in Armenia
১০০% ভি সা -ভি সার পর পে মেন্ট
আপনি ইটালি,স্পেন,জার্মানি, ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড ও ফ্রান্স যেতে চাচ্ছেন,যেতে পারছেন না-অথবা সময় বেশি লাগছে
তুর্কি,জর্জিয়া পাশ্ববর্তী দেশ আর্মেনিয়া ইউরোপ/ এশিয়া অত্যন্ত সুন্দর এবং আর্কষণীয় একটা দেশ।
৬০-৯০ দিনে ফ্লাইট এবং TRC নিয়ে সেনজেন ভুক্ত দেশে যাওয়া সুযোগ রয়েছে, সেক্ষেত্রে আমরা সহযোগিতা এবং প্রসেস করে থাকি।
ওয়ার্ল্ড Ranking সরকারি বিশ্ববিদ্যালয়ের পড়াশুনা সুযোগ রয়েছে।
টিউশন ফি খুবই কম এবং -IELTS ছাড়া ভর্তি ও ভিসা শত*ভাগ নিশ্চয়তা।
ইন্ডিয়া যাওয়ার প্রয়োজন হয় না-তাই অ তি রিক্ত অ র্থ এবং সময় ব্যয় হয় না।
আমরা জব,থাকা,খাওয়া ক্ষেত্রে সবোচ্চ সহযোগীতা করা হবে।
এসএসসি পাশ করা ছাত্র ছাত্রীদের আবেদন করার সুযোগ রয়েছে।
স্ট্যাডি গ্যাপ গ্রহণযোগ্য এবং IELTS লাগবে না।।
কম জিপিএ 2.00 নিয়ে আবেদন এর সুযোগ রয়েছে।
মাদ্রাসার শিক্ষার্থীদের আবেদনের সুযোগ রয়েছে।
প্রতিমাসে ৫০০/৭০০ ডলার (৫০-৭০ হাজার) আ য়ের সুযোগ রয়েছে।
ইন্ডিয়া যেতে হবে নাহ।
@ ডকুমেন্টস সমূহ যা যা লাগবে--
১/পাসপোর্ট,
২/একাডেমিক সকল সনদ সত্যয়িত,
৩/ ছবি (৩৫*৪৫)
৪/Birth Certificate .
For more info n details
Please Contract:
-----------------------------
Office Address :-

Faiyaz Travels & Study Abroad Consultancy
Haji Formuj Ali Market,Upazila Road, KUlaura.
Whatsapp 01725-703708
01918-881088

🇲🇹 Study in Malta without IELTS Embassy Appointment Available in Dhaka #মাল্টাস্টুডেন্টভিসা #সেপ্টেম্বর_ইনটেক!৭২ ঘন্টার ...
22/06/2023

🇲🇹 Study in Malta without IELTS
Embassy Appointment Available in Dhaka
#মাল্টাস্টুডেন্টভিসা
#সেপ্টেম্বর_ইনটেক!
৭২ ঘন্টার মধ্যে ইউনিভার্সিটি স্বীকৃতি লেটার প্রদান।

স্বীকৃতি লেটার আসার পর ইউনিভার্সিটির ইন্টারভিউয়ের জন্য স্টুডেন্টকে ট্রেনিং দেওয়া হবে।

ট্রেনিংয়ের মাধ্যমে দক্ষ করে ৭ থেকে ১০ দিনের মধ্যে স্টুডেন্টকে সরাসরি ইউনিভার্সিটির সাথে ইন্টারভিউ ফেইস করানো হবে।।
ইউনিভার্সিটির ইন্টারভিউয়ে ঠিকে গেলে ইউনিভার্সিটি অফার লেটার দিয়ে দিবে। অফার লেটার আসার আগ পর্যন্ত স্টুডেন্টকে কোনো ফি দিতে হবে না। বলে রাখা আবশ্যক যে, ইন্টারভিউয়ে না ঠিকলেও কোনো ক্ষতিপূরণ দিতে হবে না। অফার লেটার আসার আগ পর্যন্ত আমাদের খরচ।
ইউনিভার্সিটির অফার লেটার পাওয়ার পর রেজিষ্ট্রেন ফি (১২০-১৫০) ইউরো প্রদান করতে হবে। রেজিষ্ট্রেন ফি দেওয়ার পর এম্বাসি ডেইট আমরা নিয়ে দিবো।

্বাসি ফেইস করতে লাগবেঃ
#ব্যাংকস্টেটমেন্ট, এম্বাসি ফি, ইনসুরেন্স ফি যা স্টুডেন্টকে রেডি করতে হবে।
ভিসা স্টাম্পিং হওয়ার পর ইউনিভার্সিটির টিউশন ফি পে করতে হবে।

িঃদ্রঃ স্টুডেন্টকে ইউনিভার্সিটি অফার লেটার দিয়ে দিলে ভিসা গ্যারান্টি। সবচেয়ে বড় সুবিধা অফার লেটার আমরা নিজেদের খরচে স্টুডেন্টকে দিবো। তাছাড়া এম্বাসি ফেইস করার আগে স্টুডেন্টকে টিউশন ফি পে করতে হচ্ছে না। 50% টিউশন ফি আমরা ইউনিভার্সিটিকে আগে পরিশোধ করে দিবো। ভিসা স্টাম্পিং হওয়ার পর টিউশন ফি সহ আমাদের সাভির্স চার্জ পরিশোধ করে ফ্লাই করতে হবে।।।

ুমেন্টসঃ

পাসপোর্ট, এনআইডি কপি, ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং মার্কশীট।।

বিস্তারিত জানতেঃ

Faiyaz Travels & Study Abroad Consultancy
িস: হাজী ফরমুজ আলী মার্কেট, উপজেলা রোড,কুলাউড়া।
মোবাইল : 01725-703708

Want to study abroad for an advanced career and a better lifestyle? Study in the UK 🇬🇧, USA 🇺🇸, Australia🇦🇺, Canada 🇨🇦, ...
19/06/2023

Want to study abroad for an advanced career and a better lifestyle?
Study in the UK 🇬🇧, USA 🇺🇸, Australia🇦🇺, Canada 🇨🇦, Europe🇪🇺

🔸TOP UNIVERSITIES
🔸FREE ASSESSMENT
🔸SCHOLARSHIPS AVAILABILITY
🔸ADMISSION ASSISTANCE

☎ Helpline (Whatsapp):
+880 1725-703708/ 01918-8810888
Haji formuj ali market,upazila road,kulaura,moulovibazar,sylhet.

16/06/2023

স্টুডেন্ট ভিসা রিজেক্ট হবার হাজার তা কারণ আছে
ielts স্কোর ৭.৫ কিন্তু তার পর ও ভিসা রিজেক্ট হয়েসে, এমন বেপার টা খুব বেশি রেয়ার না
যে ফ্যাক্টর গুলো স্টুডেন্ট ভিসার জন্য জরুরি
* ভালো একটা ইউনিভার্সিটি সিলেক্ট করা যেটার টিউশন ফিস ভালো. অল্প টিউশন ফিস হলে ভিসা অটো রিজেক্ট হবে. এটাতে যেটা প্রতীয়মান হয় যে এনারা আমেরিকা যেয়ে আর লেখা পড়া কন্টিনিউ করবে না
* ielts বা duolingo লাগবে. যত ভালো স্কোর হবে তত বেশি সুযোগ থাকবে.
* ব্যাঙ্ক স্টেটমেন্ট এর বেপার তা অনেক জরুরি. একদিন এর ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে এম্বেসী যাওয়া তা কখনো ঠিক হবে না. ব্যাঙ্ক এ আপনার টাকা তিন চার মাস রাখতে হবে. যদি এম্বেসী বা ইউনিভার্সিটি খোঁজ করে তখন তারা এটা ভেরিফাই করতে পারবে. নকল পেপার্স জমা দিলে এম্বেসী আপনাকে ব্ল্যাক লিস্ট ও করতে পারে. তখন আপনার কষ্টের ielts স্কোর কোনো কাজে দেবে না. দেশ থেকে ফ্লাই করবার পর তখন টাকা ব্যাঙ্ক থেকে নিয়ে নেবেন. ভিসা হবার পর ও এম্বেসী ব্যাঙ্ক এর টাকার বেপারে খোঁজ নেবে আর তখন যদি টাকা না দেখে তখন আপনাকে আবার ডেকে এনে ভিসা ক্যানসেল করে দেবে.
* এম্বেসী তে যাবার আগে আপনার ইউনিভার্সিটি, ডিগ্ৰী, সাবজেক্ট, কেন এই সাবজেক্ট পড়বেন, পড়া শেষ করে তারপর কি করবেন-এসব খুব ভালো করে রিসার্চ করবেন. যদি একাধিক ইউনিভার্সিটি থেকে i -20 নিয়ে আসেন, তাহলে কেন আনলেন এবং কেন ওই ভার্সিটি তে না যেয়ে এই ভার্সিটি তে যাচ্ছেন, এসব নিয়ে বিস্তারিত জেনে যাবেন.
* ইংলিশ তা ভালো ভাবে রপ্ত করবেন. যত ভালো ভাবে কথা বলতে পারবেন, ভিসার সম্ভাবনা তত বাড়বে.
* ইন্টারভিউ এর জন্য খুব বেশি সময় পাবেন না. VO মোটামোটি একই রকম প্রশ্ন করেন এবং আপনাকে রেডি থাকতে হবে. সব কাগজ সাথে নিয়ে যাবেন এবং ভালো করে ডকুমেন্ট ফাইলিং করবেন. কোনো ডকুমেন্ট যেন বাকি না থাকে.
ভিসা অফিসার কে আপনার উত্তর 'to the point and precisely ' বলবেন . বাবা কি জব করেন, এটা যেন তিনবার প্রশ্ন করে বের না করা লাগে.
* বডি ল্যাঙ্গুয়েজে যেন পসিটিভ থাকে এবং চেষ্টা করবেন ভিসা অফিসার এর আগে greeting করতে. Good morning officer বলা যেতেই পারে. স্মার্ট, সাবলীল থাকবেন কিন্তু ওভার কনফিডেন্স যেন ভর না করে. সর্বোপরি আপনাকে দেখে যেন মনে হয় যে আপনাকেই আমেরিকা চাইছে
* দেশ থেকে রান্না শিখে তারপর বিদেশ এ পা বাড়াবেন. ড্রাইভিং জানলে সেটা ও অনেক ভালো. কোনটা কখন কাজে লাগে তা বলা যেন আর সেজন্য বেসিক স্কিলস গুলো জানা অনেক জরুরি.
* এক বা দুই semester এর tuition ফিস দেশ থেকে নিতে পারলে ভালো. কাজ করে টিউশন ফিস জোগাড় করাটা খুব বেশি possible হবে না
* আপনি ভিসা পেয়েছেন বলে খুব বেশি ঢাক ঢোল পেটাবেন না. ফেইসবুক এ পোস্ট দেবার খুব বেশি দরকার নেই. আপনার কোথায় কোন শত্রু আছে তা কেউ জানে না. যদি আপনার নাম এ মিথ্যা মামলা করে তাহলে এই নিয়ে অযথা হয়রানির শিকার হবেন.
* " সামনের মাসে ক্যালিফর্নিয়া তে ক্লাস শুরু করবো. ক্যাম্পাস এর বাইরে কোথায় ক্যাশ জব করতে পারি ? " আপনার নাম ওপেন রেখে এ ধরণের কোনো প্রশ্ন করবেন না.
* দেশ বদল করা জীবনের বড় একটা অধ্যায়ে. ভালো করে খোঁজ খবর নিয়ে সামনে এগোন
সবাই ভালো থাকবেন এবং যেখানে সেখানে ময়লা, টিসু, আবর্জনা ফেলবেন না. বিদেশ এ যেয়ে লেখা পড়া করার আগে দেশ কে পরিষ্কার করে যান

Address

Haji Formuj Ali Market, Upazila Road, Kulaura
Kulaura
3230

Telephone

+8801725703708

Website

Alerts

Be the first to know and let us send you an email when Faiyaz Travels & Study Abroad Consultancy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Faiyaz Travels & Study Abroad Consultancy:

Share


Other Passport & Visa Services in Kulaura

Show All