TechZone International

TechZone International সরকার অনুমোদিত ও ইঞ্জিঃ জোবায়ের আহমদ পরিচালিত লাইসেন্স নং ০০১২৩৯৬ টেক-জোন এয়ার ট্রাভেলস।

ভারতীয় হাই কমিশন, ঢাকা বাংলাদেশী নাগরিকদের জন্য অনলাইন ভিসা আবেদন পরিষেবা পুনরায় চালু করার ঘোষণা করছে-বর্তমানে অনুমোদিত...
09/10/2020

ভারতীয় হাই কমিশন, ঢাকা বাংলাদেশী নাগরিকদের জন্য অনলাইন ভিসা আবেদন পরিষেবা পুনরায় চালু করার ঘোষণা করছে-
বর্তমানে অনুমোদিত ভিসাসমূহ:
➡ মেডিকেল
➡ ব্যবসা
➡ কর্মসংস্থান
➡ এন্ট্রি
➡ সাংবাদিক
➡ কূটনৈতিক
➡ সরকারী
➡ জাতিসংঘ কর্মকর্তা
➡ জাতিসংঘ কূটনীতিক
অন্যান্য ভিসাগুলি শীঘ্রই চালু করা হবে।

HCI Dhaka pleased to announce resumption of Online Visa application services for Bangladesh citizens.

Visa Categories currently allowed:
➡ Medical
➡ Business
➡ Employment
➡ Entry
➡ Journalist
➡ Diplomatic
➡ Official
➡ UN Official
➡ UN Diplomatic

Other Categories to be resumed soon.

Visit : https://indianvisa-bangladesh.nic.in/visa/

❤️❤️একটি জরুরী ঘোষণা❤️❤️যাদের আকামার মেয়াদ অথবা ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের ছুটির মেয়াদ অটোমেটিক বৃদ্ধি হবে না। তাই ...
09/10/2020

❤️❤️একটি জরুরী ঘোষণা❤️❤️

যাদের আকামার মেয়াদ অথবা ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের ছুটির মেয়াদ অটোমেটিক বৃদ্ধি হবে না।
তাই আর দেরি না করে ছুটির মেয়াদ বাড়ানোর জন্য আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন।

ভিসা ও আকামার মেয়াদ বাড়ানোর জন্য যা যা লাগবে
১.অরিজিনাল পাসপোর্ট
২.দুই কপি ছবি
৩.মেয়াদ শেষ হওয়া ছুটির কাগজ।
৪.আকামার ফটোকপি।
কলঃ +8801611-242420
+8801708-597979

নতুন আপডেট সৌদি- আরবে নিয়োগ বাকালা/ দোকান এ ডিউটিবেতন- ১৫০০ রিয়াল।সময় - ২ মাস।
06/10/2020

নতুন আপডেট
সৌদি- আরবে নিয়োগ
বাকালা/ দোকান এ ডিউটি
বেতন- ১৫০০ রিয়াল।
সময় - ২ মাস।

ট্যুরিষ্ট ভিসার জন্য যারা অপেক্ষা করছিলেন তাদের জন্য সুখবর। ✅ ইজিপ্ট ✅ তুরস্ক ✅UK ✅দুবাই ট্যুরিষ্ট ভিসা এখন পাচ্ছেন মাত্...
05/10/2020

ট্যুরিষ্ট ভিসার জন্য যারা অপেক্ষা করছিলেন তাদের জন্য সুখবর।

✅ ইজিপ্ট
✅ তুরস্ক
✅UK
✅দুবাই ট্যুরিষ্ট ভিসা এখন পাচ্ছেন মাত্র ৩ দিনে ।।

এই দেশগুলো ভিসা দেয়া শুরু করেছে , যে কোন তথ্যের জন্য Call :01708-597979

 #সৌদি_প্রবাসিদের_ভিসার_মেয়াদ_বাড়ানোর_প্রয়োজনিও_কাগজপত্রের_লিষ্ট
29/09/2020

#সৌদি_প্রবাসিদের_ভিসার_মেয়াদ_বাড়ানোর_প্রয়োজনিও_কাগজপত্রের_লিষ্ট

সুখবর!আজ থেকে চালু হয়ে গেলো সৌদির রি-এন্ট্রি ভিসার মেয়াদ নবায়নের কাজ। আমরা সৌদি আরবের Re-Entry ভিসা এর মেয়াদ বাড়ানো, Vis...
28/09/2020

সুখবর!
আজ থেকে চালু হয়ে গেলো সৌদির রি-এন্ট্রি ভিসার মেয়াদ নবায়নের কাজ। আমরা সৌদি আরবের Re-Entry ভিসা এর মেয়াদ বাড়ানো, Visit ভিসা, ফ্যামিলি ভিসা, Business ভিসা, Attestation সহ যাবতীয় সকল ধরনের ভিসা সার্ভিস প্রদান করে থাকি।

যোগাযোগঃটেক-জোন এয়ার ট্রাভেলস এন্ড ট্যুরিজম।
ফোন- 01611242420, 01708597979

05/09/2020
ভারতে প্রবেশের জন্য নতুন নিয়ম চালু হয়েছে। কি কি নিয়ম একবার চোখ বুলিয়ে নিন। #রুলসসমুহ√ যাদের ভিসা জুলাই মাসের পর থেকে নেও...
14/08/2020

ভারতে প্রবেশের জন্য নতুন নিয়ম চালু হয়েছে। কি কি নিয়ম একবার চোখ বুলিয়ে নিন।

#রুলসসমুহ

√ যাদের ভিসা জুলাই মাসের পর থেকে নেওয়া হয়েছে বা পরে নিবেন তাদেরকে অবশ্যই ভারতীয় হাইকমিশন থেকে বিশেষ অনুমতি নিতে হবে নতুবা যেতে পারবেন না।

√ ট্যুরিস্ট/মেডিকেল/বিজনেস এই ৩ ক্যাটাগরির ভিসা আপাতত দেওয়া হবে। পরবর্তীতে সমস্ত ক্যাটাগরিতে ভিসা দেওয়া শুরু করবে।

√ ভ্রমণ শুরুর ৭২ ঘন্টা আগে কোভিড -১৯ টেস্ট রিপোর্ট নেগেটিভ হতে হবে এবং সার্টিফিকেট সাথে রাখতে হবে।

√ কোন অবস্থাতেই ভ্রমণ করার ৫/৬/৭ দিন আগের টেস্ট করা রিপোর্ট গ্রহনযোগ্য নহে অর্থাৎ এমন সময়ে টেস্ট করার জন্য স্যাম্পল দিবেন যাতে ভ্রমণ শুরু হওয়ার ৭২ ঘণ্টা/৩ দিনের মধ্যে পেয়ে যান।

√ যাদের ভিসার মেয়াদ শেষ তারা নতুন করে যমুনা ফিউচার পার্ক ভিসা এম্বাসিতে ভিসার জন্য এপ্লাই করতে পারবেন তবে এপ্লাই করার ৩/৪ দিন আগে মেইল করে অনুমতি নিতে হবে।

√ নতুন করে মেডিকেল ভিসার জন্য অবশ্যই ভারতীয় হাসপাতাল এর ইনভাইটেশন লেটার অথবা ডাঃ আ্যপয়েন্টমেন্ট লেটার কপি থাকা বাধ্যতামূলক অর্থাৎ এই লেটার + মেডিকেলের পেপারস (ডাঃ প্রেস্ক্রিপশন, কিছু টেস্ট রিপোর্ট ও পাসপোর্ট কপি স্ক্যান কপি) সহ মেইলে বিস্তারিত লিখে দিবেন অর্থাৎ কেন যাওয়া জরুরী।

ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে নিচের ইমেইলে পাসপোর্ট কপি স্ক্যান + পূর্বে যদি ভিসা থাকে সেটার কপি দিয়ে বিস্তারিত লিখবেন অর্থাৎ কেন এখন ভারতে ঘুরতে যাবেন এবং এপ্লাই করার পর ৩/৪ দিন অপেক্ষা করুন ফিরতি রিপ্লাইয়ের জন্য। পেলে ভালো, না পেলে কিছুই করার নেই।

√ যাদের অলরেডি মেডিকেল ভিসা আছে অর্থাৎ মেয়াদ আছে এই বছর বা ২০২১ সালের মার্চ পর্যন্ত তারাও যেতে পারবেন কিন্তু নিচের ইমেইলে বিস্তারিত লিখে বিশেষ অনুমতি নিতে হবে। অনুমতি পেলেই যেতে পারবেন।

√ আপনার প্রয়োজনীয় কাগজপত্রগুলোর স্ক্যানকপি ইমেইল করবেন [email protected] (অবশ্যই এম্বাসিতে যাওয়ার ৩/৪ দিন আগে ইমেইল করবেন)। আপনাকে যদি অনুমতি দেই অর্থাৎ মেইলে রিপ্লাই করে জানিয়ে দিবে তবেই ভিসা এম্বাসিতে যেতে পারবেন সেটা #মেডিকেল/ট্যুরিস্ট/বিজনেস ভিসার জন্য প্রযোজ্য।

যদি অনুমতি না পান তাহলে নেক্সট আবার মেইল করুন অথবা করোনা স্বাভাবিক হলে তখন স্বাভাবিক নিয়মে এপ্লাই করে যাবেন কারণ এখানে একমাত্র ভারতীয় এম্বাসি ঠিক করবে অর্থাৎ কাকে ভিসা দিবে আর কাকে দিবে না। এক্ষেত্রে কোন পরামর্শ দেওয়ার কিছু নেই।

#বিঃদ্রঃ

√ ভারতের ডমেস্টিক ফ্লাইট পুরোদমে ৩১ আগস্ট পর্যন্ত বন্ধ রাখা হয়েছে, কবে চালু হবে সেটা ২৭/২৮ আগষ্ট জানিয়ে দেওয়া হবে।

√ এখন বিশেষ ভাবে মাত্র ২৩০ টি ট্রেন চালু আছে এবং বাকি ৭৫০০+ ট্রেন আপাতত বন্ধ আছে এবং কবে চালু হবে সেটাও পরে জানিয়ে দেওয়া হবে।

আপনি এখন ভারতে যাবেন কি যাবেন না, বা এখন গেলে সমস্যা হবে কিনা বা ভালো ডাক্তার পাবো কিনা সে বিষয়ে কারো মতামত নেওয়ার আগে বাংলাদেশের চিত্রের সাথে তুলনা করলেই উত্তর পেয়ে যাবেন।

উপরের নিয়মগুলো মনযোগ দিয়ে পড়ুন তবেই বুঝবেন
ভ্রমণ হবে সহজে।

সংগৃহীত

Malaysia তে যাওয়ার জন্য যারা অপেক্ষা করতেছিলেন তাদের জন্য সুখবর ☺️☺️☺️ কিছুদিনের মধ্যেই ট্যুরিষ্ট ভিসা চালু হয়ে যাবে, ...
11/08/2020

Malaysia তে যাওয়ার জন্য যারা অপেক্ষা করতেছিলেন তাদের জন্য সুখবর ☺️☺️☺️

কিছুদিনের মধ্যেই ট্যুরিষ্ট ভিসা চালু হয়ে যাবে, ইনশাআল্লাহ 🥰

Cheapest rate এ টিকেট কাটতে যোগাযোগ করুন Tech zone air travels
01708597979

ত্যাগ ও মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন। পরিবারের সাথে আপনার ঈদ কাটুক আনন্দে। সবাইকে ঈদ-উল-আযহার শুভেচ্ছা।
01/08/2020

ত্যাগ ও মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন। পরিবারের সাথে আপনার ঈদ কাটুক আনন্দে। সবাইকে ঈদ-উল-আযহার শুভেচ্ছা।

 #বিদেশগামী_ব্যক্তিদের_করোনা_টেস্ট_করার_নিয়মাবলীঃবহুদিন পর আন্তর্জাতিক বিমান খুলে দেয়ার পর অনেকেই দেশের বাহিরে যাওয়ার কথ...
27/07/2020

#বিদেশগামী_ব্যক্তিদের_করোনা_টেস্ট_করার_নিয়মাবলীঃ

বহুদিন পর আন্তর্জাতিক বিমান খুলে দেয়ার পর অনেকেই দেশের বাহিরে যাওয়ার কথা ভাবছেন। কিন্তু সে ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনে করোনা টেস্ট করে তার রিপোর্ট নিয়ে তবেই যেতে পারবেন। আমি কতগুলো কমন প্রশ্নের উত্তর দিচ্ছি।

১) আমি কবে টেস্ট করাব???
উত্তরঃ আপনার যে সময় ঢাকা থেকে ফ্লাইট ছাড়বে তার পূর্বের ৭২ ঘন্টার মধ্যে। সহজ হিসাব এরকম।
- মনে করুন আপনি আজ সকালে স্যাম্পল দিয়েছেন।
- আগামিকাল বিকালে আপনি রিপোর্ট পাবেন।
- পরশুদিন আপনার ফ্লাইট থাকবে।
এই রকম সময় মিলিয়ে চলে আসবেন। তাহলে ৭২ ঘন্টার ঝামেলায় পরবেন না।

২) টেস্ট কোথায় করাব?
উত্তরঃ DNCC করোনা আইসোলেশন সেন্টার,মহাখালী, ঢাকা (মহাখালী বাস স্ট্যান্ড সংলগ্ন)।

৩) টেস্ট করাতে কি কি জিনিস লাগবে?
উত্তরঃ ৪ টি জিনিস
- আপনার পাসপোর্ট এর ফটোকপি
- আপনার এয়ার টিকেটের কপি
- ৩,৫৩৫ টাকা
- পাসপোর্ট (অরিজিনাল)

৪) কখন টেস্ট করাতে আসব?
উত্তরঃ প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ২ টা।

৫) রিপোর্ট কখন পাব?
উত্তরঃ যেদিন স্যাম্পল দিবেন তার পরের দিন দুপুর
২ টা থেকে ৪ টা।

৬) শুক্রবার, ঈদের দিন বা অন্য সরকারি ছুটির দিন খোলা থাকবে?
উত্তরঃ সপ্তাহ ৭ দিনই খোলা থাকবে। কোন প্রকার ছুটিতে বন্ধ থাকবেনা।

৭) পূর্বে এপয়েনমেন্ট দিতে হবে?
উত্তরঃ না। নির্দিষ্ট সময় হিসেব করে সকালে চলে আসবেন। পূর্বে এপয়েনমেন্ট দেয়ার কিছু নেই।

৮) টাকা কি আগে থেকে নগদ এ পাঠাতে হবে?
উত্তরঃ না। ক্যাশ নিয়ে আসলেই হবে। ভিতরে নগদের এজেন্ট আছে। তারা করে দেবে।

৯) আমার বাচ্চা আছে, আমার মা বয়স্ক। যেয়ে কি অনেকক্ষণ তাদের বসে থাকতে হবে?
উত্তরঃ না। তাদের লাইনে আগে দেয়া হয় যাতে কষ্ট কম হয়।

১০) বাসায় থেকে স্যাম্পল নেয়া হয় কি না?
উত্তরঃ না। আপনাকে এসেই স্যাম্পল দিয়ে যেতে হবে।

১১) রিপোর্ট কোথায় পাব?
উত্তরঃ ২ ভাবে পেতে পারেন।
- DNCC করোনা আইসোলেশন সেন্টারে নির্দিষ্ট দিনে দুপুর ২-৪ টা পর্যন্ত রিপোর্ট দেয়া হবে।
- covid19reports.dghs.gov.bd এই ওয়েব পেজে দুপুর ২ টার পর আপনার প্রদত্ত মোবাইল নম্বর দিয়ে পেয়ে যাবেন। শুধু প্রিন্ট করে এয়ারপোর্টে নিয়ে যাবেন।
যেটাতে আপনার সুবিধা।

১২) রিপোর্টে নামের বানান ভুল আসছে, তাহলে কি রিপোর্ট ভুল?
উত্তরঃ না। রিপোর্ট ঠিক আছে। এটা অপারেটরের টাইপিং এ ভুল। আপনার পাসপোর্ট নাম্বার আপনার পরিচয় বহন করে।

১৩) রিপোর্টে কোন ধরনের ভুল থাকলে আমি কি করব?
উত্তরঃ রিপোর্ট নিয়ে DNCC আইসোলেশন সেন্টার এ চলে আসবেন। এখানে correction রুম আছে। আপনাকে দ্রুত কারেকশন করে দেবে।

১৪) আমার রিপোর্ট করোনা পসেটিভ এসেছে। এখন কি করব?
উত্তরঃ আপনি ফ্লাইট চেঞ্জ করবেন। যদি চেঞ্জ না করা যায় তাহলে আপনার টাকা টা নষ্ট হবে। এখানে কিছুই করার নেই।

১৫) আমি নেগেটিভ হয়ে গেছি কিনা সেটা দেখার জন্য ১৪ দিন পর কি এখানে আবার টেস্ট করতে পারব কিনা?
উত্তরঃ না। আপনার এটা অন্য কোন হাসপাতাল থেকে করতে হবে। সেখানে নেগেটিভ আসলে আবার এয়ারটিকেট কাটলে তারপর আপনি পূর্বের নিয়মে DNCC করোনা আইসোলেশন সেন্টারে এসে corona free certificate এর জন্য স্যাম্পল দিবেন।

১৬) আমি কি ল্যাবএইড, স্কয়ার থেকে টেস্ট করায়ে বিদেশ যেতে পারব?
উত্তরঃ না।

১৭) সিরিয়াল কি ভাবে দিব?
উত্তরঃ আগে আসলে আগে পাবেন ভিত্তিতে টোকেন দেয়া হচ্ছে। সেই অনুযায়ী সিরিয়াল পাবেন। বসার ব্যবস্থা আছে। সিরিয়াল ধরে ডাকবে। এটি বাংলাদেশ সেনাবাহিনী মেইনটেইন করছে। কোন ঝামেলা হবেনা।

জরুরীঃ ★বাংলাদেশ থেকে যারা আকাশপথে বিদেশে যেতে ইচ্ছুক তাদের জন্য কোভিড ১৯ সনদ গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। ★এ নিয়ম আগামী...
18/07/2020

জরুরীঃ

★বাংলাদেশ থেকে যারা আকাশপথে বিদেশে যেতে ইচ্ছুক তাদের জন্য কোভিড ১৯ সনদ গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।

★এ নিয়ম আগামী ২৩/০৭/২০২০ তারিখ হতে কার্যকর হবে।

★সারা দেশের আট বিভাগের মোট ১৬ টি হাসপাতাল/প্রতিষ্ঠান বিদেশ গমনেচ্ছুক যাত্রীদের কোভিড পরীক্ষার জন্য নির্ধারণ করা হয়েছে (তালিকা সংযুক্ত)।

★ উক্ত হাসপাতাল/প্রতিষ্ঠান যে জেলায় অবস্থিত, সে জেলার সিভিল সার্জনের কার্যালয়ে স্থাপিত বুথে নমুনা প্রদান করতে হবে৷ এজন্য সরকার নির্ধারিত ফি প্রদান করতে হবে৷ এছাড়া নমুনা প্রদানের সময় যাত্রীকে প্লেনের টিকেট ও পাসপোর্ট সাথে করে নিয়ে যেতে হবে।

★বিদেশ যাত্রার জন্য নির্ধারিত সময়ের ৭২ ঘন্টা পূর্বে বা তার কম সময়ের মধ্যে নমুনা দিতে হবে।

মালয়েশিয়ান হাই কমিশন,  ঢাকা,  বাংলাদেশ। চলাচল নিষেধাজ্ঞা কাটিয়ে উঠাকালীন ( RMCO) মালয়েশিয়ায় প্রবেশের নিয়মাবলি ; আপনার সদ...
11/07/2020

মালয়েশিয়ান হাই কমিশন, ঢাকা, বাংলাদেশ।

চলাচল নিষেধাজ্ঞা কাটিয়ে উঠাকালীন ( RMCO) মালয়েশিয়ায় প্রবেশের নিয়মাবলি ;
আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২৪শে জুন ২০২০ হতে নিম্নে উল্লেখিত বেধ ভিসাধারীগণ মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ থেকে কোন পুর্ব অনুমোদন ছাড়াই মালয়েশিয়া যেতে পারবেন
১) এমপ্লয়মেন্ট পাস - CATEGORY-I,
2) রেসিডেন্স পাস - Talent RP-T
3) ডিপেন্ডেন্ট পাস
৪) বিদেশি পরিচারিকা House maid
কোন পারমিশন নিতে হবে না। শুধু মাত্র মালয়েশিয়া প্রবেশের ৩দিন আগে PCR TEST / COVID 19 SWAB test Result NEGATIVE রিপোর্ট থাকতে হবে।

MySejahtera মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করে সকল তথ্য পুরণ করুন

সেখানেও আবার টেস্ট করা হবে

১৪ দিনের হোম কোরেনটাইন মালয়েশিয়ান স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রদত্ত কোরেনটাইন পদ্ধতি মেনে চলতে হবে।

অন্যান্য চাকুরীর ভিসাধারীদের নিয়োগকর্তার মাধ্যমে ইমিগ্রেশন বিভাগে থেকে প্রবেশের অনুমতি নিতে হবে

স্টুডেন্ট ভিসাধারীদের বিশ্ববিদ্যালয়ের কতৃপক্ষ এর মাধ্যমে EMGS এর মাধ্যমে প্রবেশের অনুমতি নিতে হবে।

বিস্তারিত
মালয়েশিয়ান হাইকমিশন যোগাযোগ নাম্বার
জেনারেল লাইন +৮৮০২৯৮৪৭৭৫৯/ +৮৮০২৯৮৯১৬৫১/ সকাল ৮ঃ০০ হতে বিকাল ৪ঃ৩০
ডিউটি অফিসার +৮৮ ০১৮৪৭০৮২৫২৮ (২৪ ঘন্টা)
ভিসা মালয়েশিয়া +৮৮০১৭৯২০০০৭৬৬ (২৪ ঘন্টা)
ইমেইল ; [email protected], CC [email protected] -
দয়া করে ইমেইলে দরকারী ডকুমেন্টস, পাসপোর্ট, ভিসা কপি সংযুক্ত করুন।

সুত্র ; মালয়েশিয়ান হাইকমিশন
Tech zone Air Travels.

Malindo Airlines - এর অপারেটিং শুরু হচ্ছে.!!এখন শুধু মাত্র সপ্তাহে একদিন তাদের ফ্লাইট পরিচালনা করবে ।Please note that as...
11/07/2020

Malindo Airlines - এর অপারেটিং শুরু হচ্ছে.!!
এখন শুধু মাত্র সপ্তাহে একদিন তাদের ফ্লাইট পরিচালনা করবে ।

Please note that as of now, following categories of Passengers are eligible to travel with Malindo Air to KUL/DAC vv sector:

Transit Passengers through KLIA to their final destinations
Only Malaysian Nationals, Permanent resident card holders and Malaysia my Second home citizens (MM2H)can be carried as point to point passengers on KUL-DAC v.v sectors. ​


In light of the evolving coronavirus (Covid-19) situation, a number of governments have issued entry restrictions, visa suspensions and quarantine measures for travelers. Passengers should refer to the latest information published by the government of their destination country.​ ​

Book on OD through Tech zone Air Travels the most Customer friendly Air service provider of Bangladesh.

শুভ সকাল ☕☕একটা ভালো সংবাদ দিয়ে দিন শুরু হোক - গরিবের এয়ার লাইন্স  Air Asia back in Dhaka! You can book flights on the...
10/07/2020

শুভ সকাল ☕☕
একটা ভালো সংবাদ দিয়ে দিন শুরু হোক - গরিবের এয়ার লাইন্স Air Asia back in Dhaka!

You can book flights on their website from the 16th of July from KUL for every Wednesday and Friday.

From August their frequency increases to 4 flights a week with the addition of Monday and Thursday to the schedule.

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফের দুবাই ও আবুধাবী রুটে ফ্লাইট পরিচালনার  নতুন সিডিউল ঘোষনা করেছে। নতুন সিডিউল অনুযায়ী আগামী ...
09/07/2020

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফের দুবাই ও আবুধাবী রুটে ফ্লাইট পরিচালনার নতুন সিডিউল ঘোষনা করেছে। নতুন সিডিউল অনুযায়ী আগামী ১৩ জুলাই থেকে দুবাই রুটে এবং ১৪ জুলাই থেকে আবুধাবী রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে।

বিমানের উপ মহা ব্যবস্থাপক তাহেরা খন্দকার বৃহস্পতিবার (৯ জুলাই) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

টিকেটে লাগলে মেসেজ দিন
01709597979

আগামী ০৫ জুলাই হতে ইন্ডিয়ান বিজনেস ভিসা ও মেডিকেল ভিসা ধারীরা ইন্ডিয়াতে যাতায়াতের অনুমতি পাবেন।
23/06/2020

আগামী ০৫ জুলাই হতে ইন্ডিয়ান বিজনেস ভিসা ও মেডিকেল ভিসা ধারীরা ইন্ডিয়াতে যাতায়াতের অনুমতি পাবেন।

Address

Taraguia Kacha Bazar Mosjid Side 2nd Floor, Daulatpur
Kushtia
7051

Alerts

Be the first to know and let us send you an email when TechZone International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TechZone International:

Videos

Share