25/04/2024
কুষ্টিয়ার পল্লীতে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রাচীন ইসলামী স্থাপত্য স্বস্তিপুর শাহী মসজিদ। কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের কৃষি প্রধান স্বস্তিপুর গ্রামে এই প্রাচীন স্থাপত্যটি কালের সাক্ষীই বটে। নবাব শায়েস্তা খানের আমলে তৈরি মসজিদটি আজও বিদ্যমান।জানা যায়, নবাব শায়েস্তা খানের নামানুসারে গ্রামটির নাম ছিল শায়েস্তাপুর। কালক্রমে অপভ্রংশে এসে শায়েস্তাপুর থেকে স্বস্তিপুর নামকরণ হয়। এখন স্বস্তিপুর হিসাবে গ্রামটি পরিচিত।অভিজ্ঞ মহলের ধারণা, শাহী ফৌজদের বিশ্রামকালে পথিমধ্যে নামায আদায়ের জন্য এই মসজিদটি তারা তৈরি করেছিলেন। স্বস্তিপুর মসজিদে ৩টি গম্বুজ আছে। আর মাঝের গম্বুজটি অন্যগুলোর থেকে অনেকটা বড়। আছে তিনটি দরজা ও চারটি জানালা। মেহরাবে আছে বেশ কারুকাজ। দরজার উপরে আছে আল্লাহু খচিত। কুষ্টিয়া জেলা শহর থেকে ঝিনাইদহগামী সড়ক ধরে ১১ কিলোমিটার এগিয়ে গেলে স্বস্তিপুর গ্রামে মসজিদটি পাওয়া যাবে। শুক্রবার বিভিন্ন স্থান থেকে দর্শকদের আগমনে মুখরিত হয়ে ওঠে এলাকা। অনেকেই পিকনিক বা শিন্নি করতে ছুটে আসে এখানে। মানত, শিন্নির জন্য আলাদা জায়গাও রয়েছে। যারা ভ্রমণ পিয়াাসু, তারা ইচ্ছে করলেই ঘুরে আসতে পারেন ঐতিহাসিক প্রাচীন এই মসজিদটি । কুষ্টিয়া জেলা শহর থেকে ঝিনাইদহগামী সড়ক ধরে ১১ কিলোমিটার এগিয়ে গেলে স্বস্তিপুর গ্রামে মসজিদটি পাওয়া যাবে। শুক্রবার বিভিন্ন স্থান থেকে দর্শকদের আগমনে মুখরিত হয়ে ওঠে এলাকা। অনেকেই পিকনিক বা শিন্নি করতে ছুটে আসে এখানে। মানত, শিন্নির জন্য আলাদা জায়গাও রয়েছে। যারা ভ্রমণ পিয়াাসু, তারা ইচ্ছে করলেই ঘুরে আসতে পারেন ঐতিহাসিক প্রাচীন এই মসজিদটি ।
কুষ্টিয়া- অঞ্চলে ভ্রমণে সকল প্রকার সার্ভিসের জন্য (গাইড, ট্রান্সপোর্ট, আবাসিক, খাওয়া ইত্যাদি) যোগাযোগ করুন: 8801768192586
For hotels: https://fair-bd.org/hotels-in-kushtia/