Cafe7040 Broadband Service

Cafe7040 Broadband Service Cafe7040 Cyber Cafe and Broadband Internet Services Make You Feel Better Online Experience.
(7)

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ক্যাফে ৭০৪০ পরিবারের পক্ষ থেকে  সবাইকে জানাই ঈদ এর শুভেচ্ছা, ঈদ মোবারক।
16/06/2024

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ক্যাফে ৭০৪০ পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ এর শুভেচ্ছা, ঈদ মোবারক।

বজ্রপাতের কারনে অনেকের কম্পিউটার, টিভিসহ নানা প্রজুক্তিপন্যের ক্ষতি হয়ে যায়। তবে কিছু কৌশল এবং সতর্কতা বজ্রপাতের কবল থেক...
26/05/2024

বজ্রপাতের কারনে অনেকের কম্পিউটার, টিভিসহ নানা প্রজুক্তিপন্যের ক্ষতি হয়ে যায়। তবে কিছু কৌশল এবং সতর্কতা বজ্রপাতের কবল থেকে প্রজুক্তিপন্যকে রক্ষা করা যায়।
১) বজ্রপাতের আভাস পেলেই কম্পিউটার, রাউটার, টেলিভিশন, ফ্রিজসহ বৈদ্যুতিক যন্ত্রপাতির সুইচ অফ রাখতে হবে। বাসার বাইরে থাকার সময়ও ব্জ্রপাত হতে পারে। সে ক্ষেত্রে বাইরে জাওয়ার আগেই কম্পিউটার, রাউটার, টেলিভিশন, ফ্রিজসহ সকল বৈদ্যুতিক যন্ত্রপাতির সুইচ অফ করে বাহিরে যেতে হবে।
২) বজ্রপাতে সব থেকে বেশি ক্ষতি হয় রাউটার ডিভাইসগুলোর।বজ্রপাতের আভাস পেলে শুধু রাউটার বন্ধ করলে হবে না। রাউটার থেকে ইন্টারনেটের
ল্যান ক্যাবলটা খুলে রাখতে হবে।
তবে যদি আপনার ইন্টারনেট সংযোগটি অপ্টিক্যাল ফাইবার ব্যাবহার করা তাহলে বজ্রপাতের ক্ষতির আশংকা কম থাকে।কেননা এসব ক্যাবলে ধাতব তারের ব্যাবহার হয় না।
৩) ভালোমানের মাল্টিপ্লাগ ব্যাবহার করতে হবে। যে মাল্টিপ্লাগ গু্লো সেলফ কন্ট্রোল অটোমেটিক সিস্টেমে বিদ্যুত প্রবাহ নিয়ন্ত্রন করে, সেগুলো ব্যাবহার করাই ভালো ফলে হাই ভোল্টেজ বজ্রপাতের সময়ও মাল্টিপ্লাগের সঙ্গে সংযুক্ত থাকা ডিভাইসে প্রভাব পরবে না।

https://www.jagonews24.com/m/technology/news/944079
23/05/2024

https://www.jagonews24.com/m/technology/news/944079

সারাদেশে প্রায় এক মাস ধরে ইন্টারনেটে ধীরগতি পাচ্ছেন গ্রাহকরা। পটুয়াখালীর কুয়াকাটায় স্থাপিত সাবমেরিন ক্যাবল সং....

বি টি আর সি অনুমোদিত ভেড়ামারার স্বনামধন্য ISP ক্যাফে ৭০৪০ ব্রডব্যান্ড সার্ভিসে এ  টেকনিশিয়ান/ জুনিয়র টেকনিশিয়ান  লাগবে। ...
01/05/2024

বি টি আর সি অনুমোদিত ভেড়ামারার স্বনামধন্য ISP ক্যাফে ৭০৪০ ব্রডব্যান্ড সার্ভিসে এ টেকনিশিয়ান/ জুনিয়র টেকনিশিয়ান লাগবে।
যোগ্যাতাঃ
--- অভিজ্ঞ এবং বাড়ি ভেড়ামারা থানা হলে অগ্রাধিকার দেয়া হবে ।
---ফ্রেশ , কোন কাজ না জানা থাকলেও হবে কিন্তু হার্ড ওয়ার্কার হতে হবে।
-শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান/ অভিজ্ঞতা থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য ।
-বেতন আলোচনা সাপেক্ষ ।
- বছরে ২ টা উৎসব ভাতা প্রদান করা হবে ।
- সাপ্তাহিক ছুটির ব্যবস্থা আছে ।

কাজের ধরন
- ওপটিক্যাল ফাইবার টানানো।
- ⁠ফাইবার জোড়া, স্পিলিটিং।
- সাপোর্ট দেয়া ।

আপনি নিজেকে ফিট মনে করলে বায়োডাটা ইমেইল করুন
[email protected]
call:01820555656
09678250250

সাবমেরিন ক্যাবল কাটা প্রসঙ্গে। আমরা আমাদের এন্ড থেকে ব্যাকআপ চালু করেছি । কিছু কিছু সার্ভিস লেটেন্সি বেশি পেতে পারেন।  এ...
27/04/2024

সাবমেরিন ক্যাবল কাটা প্রসঙ্গে।
আমরা আমাদের এন্ড থেকে ব্যাকআপ চালু করেছি । কিছু কিছু সার্ভিস লেটেন্সি বেশি পেতে পারেন। এছাড়া মেজর কোন সমস্যা নাই । কোন সমস্যা পেলে আমদের জানানোর জন্য অনুরোধ করা হলো ।

সম্মানিত গ্রাহক,SMW5  এখনো জাহাজ পেতে সক্ষম হয়নি। জাহাজ পাওয়ার চেষ্টা করতেছে। আমরা পরবর্তী আপডেট পেলে জানাবো।
21/04/2024

সম্মানিত গ্রাহক,

SMW5 এখনো জাহাজ পেতে সক্ষম হয়নি। জাহাজ পাওয়ার চেষ্টা করতেছে। আমরা পরবর্তী আপডেট পেলে জানাবো।

ইন্দোনেশিয়ার জল সীমায় সাবমেরিন ক্যাবল ব্রেক এর কারনে, ইন্টারনেট এর সমস্যা হচ্ছে ।  অলরেডি মেইন্টেনেন্স শীপ কে ক্যবাল মের...
20/04/2024

ইন্দোনেশিয়ার জল সীমায় সাবমেরিন ক্যাবল ব্রেক এর কারনে, ইন্টারনেট এর সমস্যা হচ্ছে । অলরেডি মেইন্টেনেন্স শীপ কে ক্যবাল মেরামত এর জন্য সকল নির্দেশনা দেয়া হয়েছে । উক্ত সমস্যা সমাধান হতে কমপক্ষে ১-২ দিন সময় লাগতে পারে ।

❤️ Eid Mubarak to you and your family!May Allah open the doors of happiness and prosperity for you. May Allah make it ea...
10/04/2024

❤️ Eid Mubarak to you and your family!
May Allah open the doors of happiness and prosperity for you. May Allah make it easy upon all those who are suffering around the globe. Ameen!

Cafe7040 Broadband Service Family Ifter.
21/03/2024

Cafe7040 Broadband Service Family Ifter.

আগামী 02 মার্চ ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়া প্রসঙ্গে ।
29/02/2024

আগামী 02 মার্চ ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়া প্রসঙ্গে ।

22/02/2024

প্রিয় গ্রাহক,
পাওয়ার ফলট এর কারণে সকাল থেকে কিছু সময়ের জন্য ইন্টারনেট সেবা বিঘ্নিত হয়েছে । সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত । এখন আমাদের সব কিছু ঠিক আছে । আপনারা ইন্টারনেট কানেকশন এখনো যদি না পেয়ে থাকেন তাহলে আপনাদের রাউটার ও অনু বন্ধ করে চালু করেন । তার পরেও যদি চালু না হয় তাহলে আমাদের হটলাইন নাম্বারে জানান ।

ক্যাফে ৭০৪০ এর সাথে থাকার জন্য ধন্যবাদ

আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি.....২১ই ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শ...
20/02/2024

আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি.....
২১ই ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি।

18/01/2024

প্রিয় গ্রাহক,
অত্যান্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের সেকেন্ডারি আপ স্ট্রিমের এন টি টি এন (কুষ্টিয়া) ডাউন হওয়ার কারণে , আপনাদের ব্রাউজিং এবং স্ট্রিমিং স্পিড স্লো পাবেন । আনুমানিক তিন ঘণ্টার মতো সময় লাগতে পারে। সাময়িক অসুবিধার জন্য জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
ক্যাফে ৭০৪০ এর সাথে থাকার জন্য
ধন্যবাদ ।

নতুন বছরের আগমনে আপনার জীবন হোক আনন্দময়। শুভ ইংরেজি নববর্ষ।আমাদের জন্য আপনার কোন পরামর্শ বা অভিযোগ থাকলে কমেন্ট এ দেয়া গ...
31/12/2023

নতুন বছরের আগমনে আপনার জীবন হোক আনন্দময়। শুভ ইংরেজি নববর্ষ।

আমাদের জন্য আপনার কোন পরামর্শ বা অভিযোগ থাকলে কমেন্ট এ দেয়া গুগল ফর্ম এ শেয়ার করুন ।

মহান বিজয় দিবস আজ। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন আজ। বীরের জাতি হিসেবে আত্মপ্র...
15/12/2023

মহান বিজয় দিবস আজ। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন আজ। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন আজ। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন আজ।

Happy Birthday to our honorable CEO.
12/12/2023

Happy Birthday to our honorable CEO.

প্রিয় গ্রাহক,বৈদ্যুতিক খুঁটির কাজ চলার কারণে কিছু কিছু জায়গায় ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে সাময়িক অসুবিধার জন্য আ...
04/12/2023

প্রিয় গ্রাহক,
বৈদ্যুতিক খুঁটির কাজ চলার কারণে কিছু কিছু জায়গায় ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। অনুগ্রহপূর্বক কিছুটা সময় দিয়ে সহযোগিতা করবেন । আমাদের দক্ষ টিম সমস্যাটি সমাধানের জন্য কাজ করে যাচ্ছে খুব তাড়াতাড়ি সমস্যাটি সমাধান হবে ইনশাল্লাহ ।

Training Session on going.Cafe7040 Broadband Service  FamilyFor new connection call: 01820555656
28/11/2023

Training Session on going.
Cafe7040 Broadband Service Family
For new connection call: 01820555656

সবমেরিন ক্যবল আপগ্রেডেশন এর কাজের জন্য আজ দিবাগত মধ্যরাত থেকে পরবর্তী দুই দিন দেশে ইন্টারনেট সেবা বিঘ্নিত হবে।তথ্যসূত্রঃ...
30/10/2023

সবমেরিন ক্যবল আপগ্রেডেশন এর কাজের জন্য আজ দিবাগত মধ্যরাত থেকে পরবর্তী দুই দিন দেশে ইন্টারনেট সেবা বিঘ্নিত হবে।
তথ্যসূত্রঃ বিএসসিপিএলসি

প্রিয় গ্রাহকআপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকার মহাখালী খাজা টাউয়ার এ আগুন লাগায় আমাদের সেকেন্ডারি আপস্টিম  ডাউন...
26/10/2023

প্রিয় গ্রাহক
আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকার মহাখালী খাজা টাউয়ার এ আগুন লাগায় আমাদের সেকেন্ডারি আপস্টিম ডাউন রয়েছে, যে কারনে আপনার ব্রাউজ করা সাইট গুলতে স্লো, প্যাকেট লস, উচ্চ লেটেন্সি ইত্যাদি অনুভব করতে পারেন। আমরা আপস্ট্রিম প্রদানকারীর কাছ থেকে পাওয়ার সাথে সাথে আপডেট প্রদান করব।
সাময়িক অসুবিধার জন্য দুঃখিত ।

বিস্তারিত কমেন্টে
ক্যাফে ৭০৪০ এর সাথে থাকার জন্য ধন্যবাদ ।

প্রিয় গ্রাহক শাপলা চত্বরে আমাদের ফাইবার কাটা পড়ার কারনে , কিছু কিছু এলাকায় ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে সাময়িক অস...
10/10/2023

প্রিয় গ্রাহক
শাপলা চত্বরে আমাদের ফাইবার কাটা পড়ার কারনে , কিছু কিছু এলাকায় ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে সাময়িক অসুবিধার কারণে আমরা আন্তরিক ভাবে দুঃখিত ।
ক্যাফে 7040 পরিবারের সাথে থাকায় জন্য ধন্যবাদ ।

30/08/2023

প্রায় সময় User রা কমপ্লেইন দেই আমার লাইন স্লো...সমাধান কি?

এর মধ্যে কারণ হতে পারে:

1. আপনার ওয়াই ফাই খারাপ জায়গায় রাখা:
ওয়াই ফাই রাউটারটিকে খোলা জায়গায় রাখার চেষ্টা করুন। দেখবেন এতে ইন্টারনেটের স্পিড বেড়ে গেছে।

2. উইন্ডোজ আপডেট :
আমরা বাসা বাড়িতে Wifi LAN Port থেকে or wifi এর মাধ্যমে ল্যাপটপ use করি..এর ব্যাক এন্ড্ এ উইন্ডোজ আপডেট হচ্ছে কিনা চেক করা ।

3.ফুল ইউসেজ অফ ব্যান্ডউইডথ:
আমরা আপস্ট্রিম থেকে 5Mbps এর প্যাকেজ নেয়ার পর wifi থেকে অনলি একজন ইউসার থাকার পর ও ফেইসবুক,ইউটুবে সমস্যা করে... সমাধান কি?
প্রথমে দেখতে হবে ওই ইউসার এর 5Mbpsপ্যাকেজ ফুল হচ্ছে কিনা তারপর দেখতে হবে ওই ইউসার এর অজান্তেই অন্য কেউ wifiব্যবহার করতেছে কিনা ।

4.আপনার রাউটারটি ভালো না হওয়ায়:
রাউটার ভালো মানের না হলে আপনার কানেকশন স্লো হতে পারে। একটু বেশি দামের এবং বেশি ওজনের রাউটার আসলে আপনাকে ভালো ইন্টারনেট স্পিড দিতে পারে।
রাউটার কেনার সময়ে এদিকে খেয়াল রাখুন।আমরা চেষ্টা করবো ভালো মানের রাউটার use করা ।

5.ডাটা লস: প্যাচ কার্ড,অনু ওর শর্ট ক্যাবল চেক করা লাগবে,ফাইবার পাওয়ার চেক দেয়া লাগবে ।

6.ওয়েবসাইট ঘুরে(Slow):
প্রথমে দেখতে হবে মোবাইল ডাটা দিয়ে ওয়েবসাইট এ ঢুকা যাচ্ছে কিনা তারপর
পিসি থেকে পিং দিয়ে দেখতে হবে পিং কোটো পাওয়া যায় ।

7. ব্যাকগ্রাউন্ড প্রোগ্রাম সমস্যা করছে:
গেমস বা ভিডিও আছে এমন প্রোগ্রামগুলো নেটওয়ার্কের ওপর প্রভাব ফেলতে পারে ও ইন্টারনেট স্লো করে দিতে পারে। অনেকেই এসব প্রোগ্রাম চালিয়ে আবার বন্ধ করতে ভুলে যান। এ কারণেও ইন্টারনেট স্লো হয়ে যায়।

8. ডিভাইস হ্যাং:
Wifi রাউটার এ ভিতরে Memory এন্ড core থাকে, এমতা অবস্থায় রাউটার এর কংকাররেন্স রিসোর্স বেড়ে গেলে wifi রাউটার গরম হয়েযায়..বেশি ডিভাইস এক সঙ্গে যুক্ত থাকলে এমনটা হয় ।
যার ফলে রাউটার ভালো পারফর্ম করতে পারেনা--সমাধান হলো wifi রাউটার টি কে ৫মিন্ট এর জন্য অফ রাখা ।

9. অন্যান্য যন্ত্র সমস্যা করছে:

কিছু ইলেকট্রনিক ডিভাইস যেমন রেডিও, টিভি, মনিটর ওয়াই ফাই সিগন্যাল খারাপ করতে পারে। আপনার ল্যাপটপ বা কম্পিউটার থেকে এগুলো দূরে সরিয়ে দেখুন ইন্টারনেটের সমস্যাটি ঠিক হয় কিনা।

বাঁধাহীন ইন্টারনেট ও সাশ্রয়ী প্যাকেজ নিয়ে ক্যাফে ৭০৪০ এখন বাহাদুরপুর, কুচিয়ামোড়া ও পরানখালিতে lনতুন সংযোগ নিতে আজই ক...
11/08/2023

বাঁধাহীন ইন্টারনেট ও সাশ্রয়ী প্যাকেজ নিয়ে ক্যাফে ৭০৪০ এখন বাহাদুরপুর, কুচিয়ামোড়া ও পরানখালিতে l
নতুন সংযোগ নিতে আজই কল করুন : 01820555656, 09678250250

25/07/2023

প্রিয় গ্রাহক,
আপ স্ট্রিম এর কারিগরী ত্রুটির জন্য । কিছু সময়ের জন্য লাইন স্লো হতে পারে ।
সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত ।

ক্যাফে ৭০৪০ এর সাথে থাকার জন্য ধন্যবাদ।

ক্যাফে ৭০৪০ পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা ।
28/06/2023

ক্যাফে ৭০৪০ পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা ।

বাবাই আমাদের প্রথম সুপারহিরো। এক বটবৃক্ষের নাম। আমাদের একটু ভালো থাকার জন্য যিনি হাসিমুখে সারাজীবন বিলিয়ে যান নিজেকে।...
18/06/2023

বাবাই আমাদের প্রথম সুপারহিরো। এক বটবৃক্ষের নাম। আমাদের একটু ভালো থাকার জন্য যিনি হাসিমুখে সারাজীবন বিলিয়ে যান নিজেকে। তাই ‘বাবা’ শব্দটি মনে হলেই সবার চোখে ভেসে ওঠে পরম ভরসার ছবি, বড় মমতার আপন এক মুখ।

আমাদের কত কথা আছে যেগুলো মুখ ফুটে বাবাকে বলা হয় না কখনো। বলা হয় না বাবা, তোমাকে ভালোবাসি।

13/06/2023

আর মাত্র ৭ দিন
১ মাসের বিল সহ সংযোগ ফি মাত্র ১০০০ টাকা।
শর্ত প্রযোজ্য

22/05/2023

ঝড়ো অফার
এক মাসের বিল সহ সংযোগ ফি মাত্র ১০০০ টাকা ।
শর্ত প্রযোজ্য
কল করুন: ০১৮২০৫৫৫৬৫৬

14/05/2023
প্রিয় গ্রাহক,সার্ভিস এর মান উন্নয়ন কল্পে, সার্ভার মেইনটেনেন্স এর জন্য আজ রাত ১ টা হতে ভোর ৪ টা পর্যন্ত ইন্টারনেট সেবা ...
09/05/2023

প্রিয় গ্রাহক,
সার্ভিস এর মান উন্নয়ন কল্পে, সার্ভার মেইনটেনেন্স এর জন্য আজ রাত ১ টা হতে ভোর ৪ টা পর্যন্ত ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে । সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত।

ক্যাফে ৭০৪০ এর সাথে থাকার জন্য
ধন্যবাদ

Address

AK Tower, Bheramara Bazar
Kushtia
7040

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Saturday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00

Telephone

+8809678250250

Alerts

Be the first to know and let us send you an email when Cafe7040 Broadband Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cafe7040 Broadband Service:

Videos

Share