11/02/2024
Crisis Tour - ক্রাইসিস ট্যুর এর এবারের ভ্রমণে আমরা যাচ্ছি, বিখ্যাত পঞ্চগড় জেলার।
পঞ্চগড় বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি প্রাচীন জনপদ।
পঞ্চগড় জেলার পূর্বে নীলফামারী জেলা,
পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ,
উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ ও
দক্ষিণে ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলা।
এই প্রাচীন জনপদে রয়েছে ইতিহাসের নানা সাক্ষী নিয়ে ঠিকে থাকা দর্শনীয় নিদর্শন।
প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই পঞ্চগড় জেলার নানা দর্শনীয় স্থান ভ্রমণপিপাসু মানুষদের কাছে টেনে নেয়।
ঐতিহাসিক ও দর্শনীয় স্থানের মধ্যে উল্লেখযোগ্য হলোঃ
১. কাঞ্চনজঙ্ঘা,
২.চা বাগান,
৩.শাহী মসজিদ,
৪.ভিতরগড়,
৫.মিরগড়,
৬.রকস মিউজিয়াম,
৭.জিরো পয়েন্ট,
৮.মহানন্দা নদী,
৯. বারো আউলিয়া মাজার
১০. ময়নামতি চর
১১. দেবীগঞ্জ চিন বাংলাদেশ মৈত্রী সেতু
১২. করতোয়া নদী
১৩. মহানন্দ নদী
১৪. মহারাজার দীঘি
১৫. এশিয়ান হাইওয়ে
১৬. বাংলাবান্ধা স্থলবন্দর
১৭. তেতুলিয়া পিকনিক কর্নার।
সহ মোট ২২ টি স্পট ঘুরে আশার প্ল্যান রয়েছে।
আমাদের এবারের ট্যুরে সর্বমোট ১০ জনের টিম হবে। ট্যুর ডেট হবে ২৫/০২/২০২৪ ইং
যারা যাওয়ার ইচ্ছুক তারা Shoriful Islam এর সাথে যোগাযোগ করার অনুরোধ রইল।
ভ্রমন করুণ, সতেজ থাকুন❤️❤️