Crisis Tour - ক্রাইসিস ট্যুর

Crisis Tour - ক্রাইসিস ট্যুর পাহাড়- সমুদ্র ভ্রমণ গাইড

11/02/2024

Crisis Tour - ক্রাইসিস ট্যুর এর এবারের ভ্রমণে আমরা যাচ্ছি, বিখ্যাত পঞ্চগড় জেলার।
পঞ্চগড় বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি প্রাচীন জনপদ।
পঞ্চগড় জেলার পূর্বে নীলফামারী জেলা,
পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ,
উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ ও
দক্ষিণে ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলা।
এই প্রাচীন জনপদে রয়েছে ইতিহাসের নানা সাক্ষী নিয়ে ঠিকে থাকা দর্শনীয় নিদর্শন।
প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই পঞ্চগড় জেলার নানা দর্শনীয় স্থান ভ্রমণপিপাসু মানুষদের কাছে টেনে নেয়।
ঐতিহাসিক ও দর্শনীয় স্থানের মধ্যে উল্লেখযোগ্য হলোঃ
১. কাঞ্চনজঙ্ঘা,
২.চা বাগান,
৩.শাহী মসজিদ,
৪.ভিতরগড়,
৫.মিরগড়,
৬.রকস মিউজিয়াম,
৭.জিরো পয়েন্ট,
৮.মহানন্দা নদী,
৯. বারো আউলিয়া মাজার
১০. ময়নামতি চর
১১. দেবীগঞ্জ চিন বাংলাদেশ মৈত্রী সেতু
১২. করতোয়া নদী
১৩. মহানন্দ নদী
১৪. মহারাজার দীঘি
১৫. এশিয়ান হাইওয়ে
১৬. বাংলাবান্ধা স্থলবন্দর
১৭. তেতুলিয়া পিকনিক কর্নার।
সহ মোট ২২ টি স্পট ঘুরে আশার প্ল্যান রয়েছে।

আমাদের এবারের ট্যুরে সর্বমোট ১০ জনের টিম হবে। ট্যুর ডেট হবে ২৫/০২/২০২৪ ইং

যারা যাওয়ার ইচ্ছুক তারা Shoriful Islam এর সাথে যোগাযোগ করার অনুরোধ রইল।

ভ্রমন করুণ, সতেজ থাকুন❤️❤️

11/02/2024
02/02/2024

তেঁতুল চা




02/09/2023

মিঠামাইন

কিশোরগঞ্জ

31/08/2023

প্রকৃতির এই অপরুপ সৌন্দর্য মনোমুগ্ধকর 🥰
দেখতে হলে আপনাকে অবশ্যই ভ্রমন করতে হবে লালমাই চা বাগানে।
চারদিকে নিরবতা মধ্যখানে পাহাড়, তার উপরে সবুজের কি সুন্দর মিশ্রণ হৃদয় জুড়িয়ে যায়।

লালমাই চা বাগান

29/08/2023

আমি প্রকৃতি প্রেমি, তবে ফুল আমার হৃদয় কাড়ে,
ফুলের গন্ধ আমায় প্রশান্তি দেয়🎋🎋
Crisis Tour - ক্রাইসিস ট্যুর

29/08/2023

লাকসাম টু ঢাকা। পকেটে টাকা থাক বা না থাক আজকে হেলোতে করেই যাবো

“Smell the sea and feel the sky. Let your soul and spirit fly.”– Van Morrison এমন পরিবেশে নিজেকে উজাড় করে দেয়া যায়,  সমু...
26/08/2023

“Smell the sea and feel the sky. Let your soul and spirit fly.”
– Van Morrison

এমন পরিবেশে নিজেকে উজাড় করে দেয়া যায়, সমুদ্রের পাড়ে বসে জলরাশির আর ঢেউয়ের খেলায় মন কে উচ্ছসিত করে যায়। আনন্দ আর উপভোগে দিন পার করে দেয়া যায়।
শত কষ্ট নিমিষেই হারিয়ে পেলার এক অন্যতমস্থান সমুদ্র। সমুদ্রের বাতাসে প্রাণ জুড়িয়ে যায়।
সেই সাথে যদি প্রকৃতির এমন সৌন্দর্য বিদ্যমান। জোয়ারবাটায় কি মনোরম দৃশ্য।
এক কথায় অসাধারণ ❤️❤️

সমুদ্র উপভোগ করতে হলে এমন একটা প্রকৃতি বেঁচে নেয়া দরকার।

এমন দৃশ্য দেখতে হলে চলে আসুন,
গুলিয়াখালী সী-বিচ, সীতাকুণ্ড 🥰🥰

ভ্রমণ বিষয়ক পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন: Crisis Tour - ক্রাইসিস ট্যুর সব সময় কম খরচে আপনার ভ্রমন আনন্দময় করে তুলতে আপনাকে তথ্য দিয়ে সহযোগিতা করবে। ❤️❤️

বৃষ্টির দিনে জনপ্রিয় এবং মজাদার খাবার 🥘🥘@ 1st আপনাকে খাওয়াবে 🙃🙃
25/08/2023

বৃষ্টির দিনে জনপ্রিয় এবং মজাদার খাবার 🥘🥘

@ 1st আপনাকে খাওয়াবে 🙃🙃

18/08/2023

ক্রাইসিস ট্যুর এ আপনাকে স্বাগতম।
আমাদের আজকের ট্যুর..
খেয়াঘাট, শাহরাস্তি,চাঁদপুর

14/08/2023

আজকের ভ্রমন কুমিল্লায়

13/08/2023

টাকা শূন্যতায় আছি বলে গাড়ীর জানেলার গেইট নাই

13/08/2023

আমরা অভাবি চলে যাচ্ছি চট্টগ্রাম, পানি কমাতে

Address

Laksam
Laksham
3570

Telephone

+8801317630230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Crisis Tour - ক্রাইসিস ট্যুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Laksham travel agencies

Show All