07/02/2021
সাজেক ভ্রমন প্যাকেজঃ
বসন্তের হিমেল হাওয়ায় মেঘের সাথে আপনার মিতালিটা হোক খুব কাছ থেকে।
বাংলাদেশের বড় ট্যুর অর্গানাইজার "চলো বহুদূর"এর সাথে। দেশে অসংখ্য প্রতিষ্ঠান সাজেক ভ্যালি ভ্রমণ প্যাকেজ অফার করছে। কিন্তু চলো বহুদূর এর বিশেষত্ব হলো- ফ্যামিলি ট্যুর। নারীদের ছোটখাটো সুবিধা অসুবিধা বিবেচনায় রেখেই আমরা ট্যুর ডিজাইন করে থাকি। কর্পোরেট ফ্যামিলি ট্যুরের ক্ষেত্রেও দেশের শীর্ষস্থানীয় মাল্টিন্যাশনাল হাউজগুলো ভরসা রেখেছে আমাদের উপর।
গন্তব্যঃ সাজেক ৩ রাত ২ দিন।
বি:দ্র- আমাদের যাত্রা কেবল লক্ষ্মিপুর সদর থেকে শুরু,
তাই লক্ষ্মিপুর সহ আশে পাশের সবাই লক্ষ্মিপুর সদর এসে মিলিত হবেন।
❑ যাত্রার তারিখ :
🚌 যাত্রার তারিখঃ ১৯-২১ফেব্রুয়ারী ২০২১।
সরকারি ছুটির আমেজে সাজেকের সৌন্দর্যের খোঁজে।
❑ ভ্রমণের স্থান সমুহ :
⦿সাজেক ভ্যালি ⦿রিসাং ঝর্ণা ⦿তারেং ⦿রুই লুই পাড়া ⦿কংলাক পাহাড় ⦿স্টোন গার্ডেন ⦿হ্যালিপ্যাড ⦿আলুটিলা গুহা ⦿ঝুলন্ত ব্রিজ
❑ স্পেশাল ফিচার:
⦿ সবার অংশ গ্রহনে বার-বি-কিউ পার্টি।
❑ সাজেক ভ্রমণ খরচঃ
৪০০০/- টাকা প্রতি জন। (Non-AC Bus)
❑ কাপল প্যকেজ
ননএসি বাস + স্ট্যান্ডার্ড কাপল রুমঃ ১০০০০ টাকা
ভ্রমণের বর্ণনাঃ
আমাদের রিসোর্ট এর লিংক:
https://www.facebook.com/NilPahariEcoResort/
প্রথমদিন রাতে রওনা দিয়ে পরদিন ভোরে খাগড়াছড়ি পৌঁছাবো। এরপর উপজেলা পরিষদ ঝুলন্ত ব্রিজ ঘেষে ঘড়ে উঠা লেক ভিউ রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করে নিবো।
তারপর সাজেকের উদ্দেশ্যে রওনা করবো। পথে দীঘি নালা আর্মি ক্যাম্পের যাবতীয় কার্যক্রম সেরে আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে দুপুরের মধ্যে সাজেকের বুকে পৌঁছাবো। সাজেক আসার পর রিসোর্টে চেক-ইন।
- ফ্রেশ হয়ে সবাই দুপুরের খাবার শেষে খানিকটা বিশ্রাম শেষে বের হবো সাজেকের সুপরিচিত কংলাক পাহাড়ের পাদদেশস্থ কংলাক গ্রাম এবং পাহাড়ের সৌন্দর্য দেখতে।
সারাদিন সাজেক এবং তার আশেপাশের স্পট ভ্রমন এবং রাতে সাজেকের বিখ্যাত ব্যেম্বো চিকেন পার্টি।
যথাসময়ে সন্ধ্যা ঘনিয়ে সবাই সারা দিনের ক্লান্তি শেষে রাতে রিসোর্টে ফিরবো।
বি:দ্র- সন্ধ্যা বা রাতে খাবার পরে কেউ চাইলে তার/তাদের একান্ত সময় পাহাড়ের পথ ধরে হেটে খানিকটা সময় কাটাতে পারবে এবং যথা নিয়মে রির্সোটে ফিরবেন।
পরদিন সকালে ভোর ৫ টায় উঠেবো সবাই, আস্তে আস্তে তৈরী হয়ে চলে যাবো হেলিপেডে সূর্য উদয় দেখতে, সাথে সাজেকের জিরো পয়েন্ট সহ আসপাশ ঘুরার আনন্দ।
-ঠিক সকাল ৮টা নাগাদ আমরা ফিরবো রিসোর্টে, এসে সবাই ফ্রেশ হয়ে নাস্তা করে ব্যাগপত্র ঘুছিয়ে চাঁদের গাড়ি যোগে ফিরবো খাগড়াছড়ির উদ্দেশ্য।
ঘুরবো রিসাং ঝর্ণা, আলুটিলা গুহা, তারেং ও ঝুলন্ত ব্রিজ। সন্ধ্যায় খাগড়াছড়ির হোটেলে ফ্রেশ হয়ে রাতের খাবার। এরপর রাতের বাসে রওনা দিয়ে ভোরে ঢাকায় থাকবো।
খাবার : সকালের খাবারে থাকবে পরোটা, ডিমভাজি, ডাল, চা। দুপুরে মুরগীর মাংস, ভর্তা, ডাল, সবজি। রাতে বার-বি-কিউ পার্টি। ২য় দিন দুপুরে লাঞ্চ। রাতে খাবো খাগড়াছড়ির সুস্বাদু খাবারের আরেক নাম মনটানা-য়।
❑ কনফার্ম করার ডেডলাই