S B Travels & Tours

S B Travels & Tours এস বি ট্রাভেলস্ এন্ড ট্যুরস্
পাটগ্রাম,লালমনিরহাট
+8801727821212 Passport & Visa Processing, Air & Rail Ticket
Hotel Booking, Tour Package
(6)

ঢাকায় গ্রিসের ভিসাকেন্দ্র চালু ❤️ ঢাকায় এবার ইউরোপের দেশ গ্রিসের ভিসাকেন্দ্র চালু হয়েছে। ভ্রমণ, কর্মসংস্থান, ফ্যামিলি, ...
29/12/2023

ঢাকায় গ্রিসের ভিসাকেন্দ্র চালু ❤️

ঢাকায় এবার ইউরোপের দেশ গ্রিসের ভিসাকেন্দ্র চালু হয়েছে। ভ্রমণ, কর্মসংস্থান, ফ্যামিলি, শিক্ষার্থী ও ডিজিটাল যাযাবরের (নোম্যাড) মতো সব ধরনের ক্যাটাগরিতে বাংলাদেশের নাগরিকরা ঢাকায় এ ভিসা কেন্দ্রে আবেদন করতে পারবেন।

এর আগে গ্রিসে যেতে চাইলে বাংলাদেশিদের ভারতের গ্রিক দূতাবাসে গিয়ে ভিসার জন্য আবেদন করতে হতো, যা বেশ সময়সাপেক্ষ।

ভিএফএস গ্লোবালের সঙ্গে অংশীদারত্বে গ্রিসের কূটনৈতিক ও কনস্যুলার কর্তৃপক্ষের বহিরাগত সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রিস ভিসা ওয়ার্ল্ড সেন্টার (জিভিসিডব্লিউ) ঢাকায় এ ডেডিকেটেড ভিসা কেন্দ্রে চালু করে।

ঢাকার বোরাক মেহনুর (৮ম তলা), ৫১/বি, কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের ভিএফএস গ্লোবাল জয়েন্ট ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (জেভিএসি) গ্রিসের ভিসা আবেদন জমা দিতে এবং সেখানে বায়োমেট্রিক নিবন্ধন করতে হবে।

তার আগে অনলাইনে (লিংক: https://bd-gr.gvcworld.eu/en/online-visa-application) অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।

অত্যাধুনিক নতুন ভিএসি নিয়মিত আবেদনকারীদের জন্য ডেডিকেটেড সাবমিশন কাউন্টারের পাশাপাশি নির্বিঘ্ন ভিসা অভিজ্ঞতা খুঁজছেন এমন ভ্রমণকারীদের জন্য ঐচ্ছিক প্রিমিয়াম লাউঞ্জ পরিষেবা দিয়ে সজ্জিত থাকবে।

Courtesy: The Daily Star

খুশির খবর!!! ইনশা আল্লাহ্ ১২ই নভেম্বর থেকে ঢাকা-কক্সবাজার রুটে উদ্বোধন হবে স্বপ্নের ট্রেন। ঢাকা ছাড়বে রাত ১১:১৫, কক্সবাজ...
18/10/2023

খুশির খবর!!!
ইনশা আল্লাহ্ ১২ই নভেম্বর থেকে ঢাকা-কক্সবাজার রুটে উদ্বোধন হবে স্বপ্নের ট্রেন।

ঢাকা ছাড়বে রাত ১১:১৫,
কক্সবাজার পৌঁছাবে সকাল ৭:১৫।
কক্সবাজার ছাড়বে দুপুর ১টায়,
ঢাকা পৌঁছাবে রাত ৯ টায়।

ওয়াশপিট ও অফডে সার্ভিসিং হবে কক্সবাজারে।

কল্পনা করুন আপনি ভ্রমণ করবেন এবং বিমানবন্দরে আপনার পাসপোর্ট খুলছেন এবং এই অবস্থা কি হতে পারে?তাই বাচ্চাদের থেকে সাবধান 🏴...
13/10/2023

কল্পনা করুন আপনি ভ্রমণ করবেন এবং বিমানবন্দরে আপনার পাসপোর্ট খুলছেন এবং এই অবস্থা কি হতে পারে?
তাই বাচ্চাদের থেকে সাবধান 🏴‍☠️🏴‍☠️🏴‍☠️🏴‍☠️🏴‍☠️

*সু খবর   সু খবর  সু খবর* আবারো বিমান বাংলাদেশ এর সৈয়দপুর- কক্সবাজার-সৈয়দপুর রুটের সরাসরি ফ্লাইট শুরু হয়েছে।মাত্র-৬১০০ ট...
04/08/2023

*সু খবর সু খবর সু খবর*
আবারো বিমান বাংলাদেশ এর সৈয়দপুর- কক্সবাজার-সৈয়দপুর রুটের সরাসরি ফ্লাইট শুরু হয়েছে।
মাত্র-৬১০০ টাকা টিকিট

*ফ্লাইট সূচিঃ*
সৈয়দপুর টু কক্সবাজার - *সপ্তাহে প্রতি সোমবার, শুক্রবার 12:25PM.*
কক্সবাজার টু সৈয়দপুর *-সপ্তাহে প্রতি শনিবার, বুধবার 12:40 PM*

ধন্যবাদান্তে,
এস বি ট্রাভেলস এন্ড ট্যুরস

বাংলাদেশ থেকে ভিসা ছাড়া  ৪১ টি দেশে যেতে পারবেন।* তবে পাসপোর্ট এর মেয়াদ কমপক্ষে ৬ মাস থাকতে হবে।* এগুলা সব পোর্ট এন্টি।...
03/08/2023

বাংলাদেশ থেকে ভিসা ছাড়া ৪১ টি দেশে যেতে পারবেন।
* তবে পাসপোর্ট এর মেয়াদ কমপক্ষে ৬ মাস থাকতে হবে।
* এগুলা সব পোর্ট এন্টি।

#এশিয়ার মধ্যে রয়েছে-৫ টি
১। ভুটান ২। মালদ্বীপ ৩।নেপাল ৪। শ্রীলঙ্কা ৫। পূর্ব তিমুর।
#আফ্রিকার মধ্যে রয়েছে-১৬ টি
৭। বেনিন ৮। কেপ ভার্দ ৯। কমোরো দ্বীপপুঞ্জ ১০। জিবুতি ১১। গাম্বিয়া ১২। গিনি বিসাউ ১৩। কেনিয়া ১৪। লেসোথো ১৫। মাদাগাস্কার ১৬। মৌরিতানিয়া ১৭। মোজাম্বিক ১৮। রুয়ান্ডা ১৯। সিসিলি ২০। সোমালিয়া ২১। টোগো ২২। উগান্ডা।
#আমেরিকার মধ্যে রয়েছে-১ টি
২৩। বলিভিয়া
#ওশেনিয়া অঞ্চলের মধ্যে রয়েছে-৭ টি
২৪। কুক আইল্যান্ডস ২৫। ফিজি ২৬। মাইক্রোনেশিয়া ২৭। নিউই ২৮। সামাউ ২৯। ত্রিভালু ৩০। ভানুয়াতু।
#ক্যারিবীয় অঞ্চলের মধ্যে রয়েছে-১২ টি
৩১। বাহামা ৩২। বার্বাডোজ ৩৩। ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ডস ৩৪। ডোমিনিকা ৩৫। গ্রেনাডা ৩৬। হাইতি ৩৭। জামাইকা ৩৮। মন্টসেরাত ৩৯। সেন্ট কিটস অ্যান্ড নেভিস ৪০। সেন্ট ভিনসেন্ট
৪১। ত্রিনিদাদ ৪২। টোব্যাগো।

*সু খবর   সু খবর  সু খবর* আবারো অগাস্ট থেকে *বিমান বাংলাদেশ* এর সৈয়দপুর- কক্সবাজার-সৈয়দপুর রুটের সরাসরি ফ্লাইট শুরু হতে ...
21/07/2023

*সু খবর সু খবর সু খবর*
আবারো অগাস্ট থেকে *বিমান বাংলাদেশ* এর সৈয়দপুর- কক্সবাজার-সৈয়দপুর রুটের সরাসরি ফ্লাইট শুরু হতে যাচ্ছে।
*ফ্লাইট সূচিঃ*
সৈয়দপুর টু কক্সবাজার - *সপ্তাহে প্রতি সোমবার, শুক্রবার 12:25 PM.*
কক্সবাজার টু সৈয়দপুর *-সপ্তাহে প্রতি শনিবার, বুধবার 12:40 PM*

ধন্যবাদান্তে,
এস বি ট্রাভেলস এন্ড ট্যুরস
টি এন স্কুল অ্যান্ড কলেজ মার্কেট
পাটগ্রাম,লালমনিরহাট

Urgent notice:ইন্ডিয়ান ভিসা পদ্ধতিকে আরও সহজ করতে এবং দীর্ঘ লাইনের কারণে ভিসা আবেদনকারীগণের অসুবিধা কমানোর লক্ষ্যে, গত  ...
12/07/2023

Urgent notice:

ইন্ডিয়ান ভিসা পদ্ধতিকে আরও সহজ করতে এবং দীর্ঘ লাইনের কারণে ভিসা আবেদনকারীগণের অসুবিধা কমানোর লক্ষ্যে, গত ১১ জুলাই ২০২৩ থেকে নিম্নলিখিত ব্যবস্থাসমূহ চালু করতে হয়েছে:

(১) যে সকল আবেদনকারী তাঁদের ভিসা আবেদন হাই কমিশন কর্তৃক প্রক্রিয়াকরণ চলাকালে অন্য কাজে ব্যবহার করার জন্য নিজেদের পাসপোর্ট ফেরত পেতে চান, তাঁদের জন্য এখন আইভ্যাক-এ ভিসা আবেদন জমা দেওয়ার সময় পাসপোর্ট ফেরত নেওয়ার সুবিধা থাকবে। ভিসা টোকেনে প্রদর্শিত সম্ভাব্য ডেলিভারির তারিখের ০৭ দিন আগে আইভ্যাক-এ তাঁদের পাসপোর্ট পুনরায় জমা দিতে হবে।

(২) ভিসা প্রসেসিং ফি অনলাইনে পরিশোধ করার সময় আবেদনকারীগণ এখন আইভ্যাক-এ তাঁদের ভিসা আবেদন জমা দেওয়ার জন্য সুনির্দিষ্ট টাইম স্লট আগে থেকে বেছে নেওয়ার সুযোগও পাবেন। এটি আবেদনকারীগণকে আবেদন জমা দেওয়ার সময় আইভ্যাক-এ দীর্ঘসময় অপেক্ষা করা থেকে মুক্তি দেবে।

(৩) যারা ১০ই জুলাই ২০২৩ পর্যন্ত সুনির্দিষ্ট তারিখ এবং সময় বিহীন ভিসা প্রসেসিং ফি অনলাইনে জমা দিয়েছেন তাদেরকে আগামী ২০ই জুলাই ২০২৩ এরমধ্যে অতিসত্তর আইভ্যাক এ ভিসা আবেদনপত্র জমা দেয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
(৪) সুনির্দিষ্ট তারিখ এবং সময় সম্বলিত ভিসা প্রসেসিং ফি অনলাইনে জমা দেয়ার রিসিপ্ট ভিসা আবেদন এর সাথে অবশ্যই প্রিন্ট করে আনতে হবে।
(৫) আবেদনকারী যে এপয়েন্টমেন্ট তারিখ ও সময় নির্ধারণ করে ভিসা প্রসেসিং ফি অনলাইনে জমা দিয়ে যে তারিখ ও সময় পাবেন, আবেদনকারীকে অবশ্যই সেই তারিখ ও সময় অনুযায়ী আইভ্যাক এ আসতে হবে।

ইন্ডিয়ান ভিসা প্রোসেসিং ও ই-পাসপোর্ট সংক্রান্ত যে কোন তথ্য জানতে যোগাযোগ করুন

এস বি ট্রাভেলস এন্ড ট্যুরস
টি এন স্কুল অ্যান্ড কলেজ মার্কেট
পাটগ্রাম,লালমনিরহাট
01727821212

এখন ঘরে বসেই খুবই সহজে এবং সাশ্রয়ী মূল্যে ঢাকা-কলকাতা-ঢাকা, বাগডোগরা-চেন্নাই- কলকাতা এবং ইন্ডিয়ান অভ্যন্তরীণ বিভিন্ন রুট...
02/12/2022

এখন ঘরে বসেই খুবই সহজে এবং সাশ্রয়ী মূল্যে ঢাকা-কলকাতা-ঢাকা, বাগডোগরা-চেন্নাই- কলকাতা এবং ইন্ডিয়ান অভ্যন্তরীণ বিভিন্ন রুটের এয়ার এবং রেল টিকিট কিনুন ফোন কলে এস বি ট্যুরস এন্ড ট্রাভেলস্ থেকে। পেমেন্ট করুন ব্যাংক, বিকাশ অথবা রকেটে।

যোগাযোগ করুনঃ 01727821212 (IMO, WhatsApp)-01913080060
**********************************************************************
👉ইন্ডিয়ান অভ্যন্তরীণ বিমান টিকিটঃ
=========================
✈️বাগডোগরা-নিউ দিল্লি
✈️বাগডোগরা-চেন্নাই
✈️বাগডোগরা-কলকাতা
✈️বাগডোগরা-বেঙ্গালুরু
✈️বাগডোগরা-হায়দ্রাবাদ
======================
👉 ইন্টারন্যাশনাল এয়ার টিকিট:
======================
✈️ঢাকা-কলকাতা- ঢাকা
✈️ঢাকা-নিউ দিল্লি- ঢাকা
✈️ঢাকা-চেন্নাই- ঢাকা
✈️ঢাকা-বাগডোগরা- ঢাকা
✈️ঢাকা-গোয়া- ঢাকা
✈️ঢাকা-বেঙ্গালুরু- ঢাকা
✈️ঢাকা-হায়দ্রাবাদ- ঢাকা
✈️ঢাকা-গুয়াহাটি- ঢাকা
==============
কিভাবে টিকেট পাবেন?
==============
আপনি সাধারণত দুই ভাবে আমাদের কাছ থেকে টিকেট নিতে পারবেন"
০১. সরাসরি (অফিসে এসে Printed Copy)
০২. ইমেইলের মাধ্যমে (By Email)

টিকেটের জন্য কি কি Documents লাগবে?
===========================
💥. Domestic /অভ্যন্তরীণ-NID কপি এবং যোগাযোগের মোবাইল নম্বর।
💥. International /আন্তর্জাতিক- Passport কপি, ক্ষেত্র বিশেষে VISA কপি এবং যোগাযোগের মোবাইল নম্বর।
*************************************************************************
💸Payment Option
============
নগদ /বিকাশ /ব্যাংক
********************************************************************
✔আমাদের সেবা সমুহঃ
********************************************************************
❐ বিমান টিকেট
❐ ইন্ডিয়ান ভিসা সহযোগিতা
❐ হোটেল বুকিং
❐ ট্যুর প্যাকেজ
❐ হোটেল বুকিং
❐ ইন্ডিয়ান রেল টিকিট
❐ পাসপোর্ট সহযগিতা

সহ আরও অন্যান্য সেবা।

**********************************************************************

সর্বোত্তম সেবা প্রদানের অঙ্গীকারে।

*********************************************************************
ইন্ডিয়ান ভিসা প্রসেসিং সেন্টার
এস বি ট্যুরস এন্ড ট্রাভেলস্
টি এন স্কুল অ্যান্ড কলেজ মার্কেট
পাটগ্রাম,লালমনিরহাট
কলঃ+8801727821212
ইমেলঃ[email protected]

30/11/2022
16/12/2021
11/11/2021

২০২২ সালের জানুয়ারি থেকে ইন্ডিয়ান টুরিস্ট ভিসায় বাই রোডে ভ্রমণ করা যাবে।ধন্যবাদ...

❤️ হৃদয় শীতল করা সংবাদ।যে সংবাদটির জন্য দীর্ঘদিন যাবত বায়তুল্লাহর মেহমানরা চাতক পাখির ন্যায় অপেক্ষায় ছিলেন, আশা করি ...
19/10/2021

❤️ হৃদয় শীতল করা সংবাদ।
যে সংবাদটির জন্য দীর্ঘদিন যাবত বায়তুল্লাহর মেহমানরা চাতক পাখির ন্যায় অপেক্ষায় ছিলেন, আশা করি এ সংবাদটি কিছুটা হলেও তাদের হৃদয়ে প্রশান্তির প্রলেপ বুলিয়ে দিবে।

💗 আলহামদুলিল্লাহ, এতোদিন একবার উমরাহ্ আদায়ের পর ১৫ দিনের মধ্যে দ্বিতীয়বার উমরাহ্ এবং রিয়াযুল জান্নাতে একবার নামায আদায়ের পর ৩০ দিনের মধ্যে দ্বিতীয়বার নামায আদায়ের পারমিট পাওয়া যেতো না।

আজ একটু আগে হারামাইন শরিফাইন কর্তৃপক্ষ এ দুটি নিয়ম তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে। যার ফলে এখন চাইলে প্রতিদিন উমরাহ্ আদায়ের পারমিট পাবেন এবং রিয়াযুল জান্নাতেও বারবার নামায আদায়ের পারমিট নিতে পারবেন।
আলহামদুলিল্লাহ্ - ওয়াশ-শুকরু লিল্লাহ্।

ভারতে ভ্রমনের সময় পাসপোর্ট হারিয়ে গেলে করনীয় কি ?! জানুন।প্রথমেই লোকাল থানায় একটি জিডি করতে হবে,পাসপোর্ট হারিয়ে গেছে এই ...
29/09/2021

ভারতে ভ্রমনের সময় পাসপোর্ট হারিয়ে গেলে করনীয় কি ?! জানুন।
প্রথমেই লোকাল থানায় একটি জিডি করতে হবে,
পাসপোর্ট হারিয়ে গেছে এই মর্মে একটি দরখাস্ত লিখতে হবে ট্রাভেল পারমিট ইস্যু করার জন্য
তারপর আপনি বাংলাদেশ দূতাবাস হতে প্রাপ্ত ট্রাভেল পারমিট ও ট্রাভেল ইন্সুরেন্স নিয়ে ইন্ডিয়ার অবস্থিত Foreign Regional Registration Office (FRRO) তে গিয়ে এক্সিট পারমিট নিতে হবে।
FRRO যেদিন শুধু একজিট এর তারিখ নির্ধারণ করবে ঐ দিন ই দেশে ফিরতে হবে।
এক্সিট পারমিটের জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন করতে হলে আপনার -
হারানো পাসপোর্টের ফটোকপি
হারানো পাসপোর্টের ভিসা ও এরাইভাল হওয়ার কপি
কয়েক কপি ছবি
জিডি কপি
C Form/সি ফর্ম লাগবে।
যদি আপনি C Form ছাড়া আবেদন করতে যান তাহলে আপনাকে ফেরত আসতে হবে।
তাই মনে রাখবেন আপনাকে অবশ্যই C Form ফর্ম নিতে হবে আপনি যে হোটেলে থাকেন সে হোটেল থেকে।
আর যাদের C Form ফর্ম নাই তারা যে বাড়িতে আছেন তার আধার কার্ড ও বিলের কপি নিবেন।
সব কাগজ দিয়ে অনলাইনে আবেদন করে ফেলুন।
আবেদন সম্পন্ন করে FRRO অফিসের এর ভিতরে গিয়ে আপনার সমস্যা গুলো খুলে বলুন।
আশা করি একদিন বা দুইদিনের মধ্যেই আপনি এক্সিট পারমিট নিয়ে দেশে চলে আসতে পারবেন।
Noted With Thanks
ভারত থেকে বাংলাদেশে আশা যাত্রীদের ২ ডোজ টিকা সম্পন্ন না হলে ৭২ ঘণ্টা মেয়াদি RT-PCR নেগেটিভ কোভিড রিপোর্ট প্রদর্শন করতে হবে
এ ছাড়াও ২ ডোজ টিকা সম্পন্ন না হলে যাত্রীদের ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নিজের খরচে RT-PCR টেস্ট সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
RT-PCR টেস্ট এর ফলাফল আসা পর্যন্ত যাত্রীদের নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।
Thank you Stay Safe & stay with us...

আজ থেকে সকল কেন্দ্রের কার্যক্রম নিয়মিত অফিস সময় সূচি অনুসারে চলবে।                                 বিজ্ঞপ্তিবর্তমানে করো...
29/09/2021

আজ থেকে সকল কেন্দ্রের কার্যক্রম নিয়মিত অফিস সময় সূচি অনুসারে চলবে।
বিজ্ঞপ্তি
বর্তমানে করোনা ভাইরাস এর পরিস্থিতি উন্নতি হওয়ার কারণে আগামী ২৯ সেপ্টেম্বর ২০২১ থেকে সকল ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম পূর্ববর্তী সময় অনুসারে চলবে
লকডাউন নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে, বাংলাদেশ জুড়ে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলি (আইভিএসি) পর্যটক ভিসা ব্যাতিত বাকি সকল আবেদনপত্র গ্রহণ করা হবে।
নিয়মিত অফিস সময় সূচি :-
আইভেক ঢাকা (যমুনা ফিউচার পার্ক)
পাসপোর্ট জমা সকাল ০৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত।
পাসপোর্ট বিতরণ-দুপুর ০২.০০ টা থেকে বিকাল ০৫:০০ টা
আইভেক সিলেট
পাসপোর্ট জমা-সকাল ৮.০০ টা থেকে দুপুর ১২.০০ টা
পাসপোর্ট বিতরণ- দুপুর ১ টা থেকে বিকাল ৪ টা
আইভেক বরিশাল
পাসপোর্ট জমা- সকাল ৮.০০ টা থেকে দুপুর ১২ টা।
পাসপোর্ট বিতরণ-দুপুর ০১ টা থেকে বিকাল ৪ টা।
আইভেক যশোর
পাসপোর্ট জমা-সকাল ৮.০০ টা থেকে দুপুর ১২ টা।
পাসপোর্ট বিতরণ- দুপুর ০১ টা থেকে বিকাল ৪ টা।
আইভেক সাতক্ষীরা
পাসপোর্ট জমা-সকাল ৮.০০ টা থেকে দুপুর ১২ টা
পাসপোর্ট বিতরণ--- দুপুর ০১ টা থেকে বিকাল ৪ টা
আইভেক চট্টগ্রাম
পাসপোর্ট জমা সকাল ৮.০০ টা থেকে দুপুর ১২.০০ টা।
পাসপোর্ট বিতরণ- দুপুর ০১ টা থেকে বিকাল ৪ টা
আইভেক রাজশাহী
পাসপোর্ট জমা-সকাল ৮.০০ টা থেকে দুপুর ১২.০০ টা
পাসপোর্ট বিতরণ-দুপুর ১ টা থেকে বিকাল ৪ টা।
আইভেক খুলনা
পাসপোর্ট জমা-সকাল ৮.০০ টা থেকে দুপুর ১২.০০ টা
পাসপোর্ট বিতরণ- দুপুর ১ টা থেকে বিকাল ৪ টা
আইভেক ময়মনসিংহ
পাসপোর্ট জমা- সকাল ৮.০০ টা থেকে দুপুর ১২.০০ টা
পাসপোর্ট বিতরণ-দুপুর ১ টা থেকে বিকাল ৪ টা
আইভেক ঠাকুরগাঁও
পাসপোর্ট জমা-সকাল ৮.০০ টা থেকে দুপুর ১২.০০ টা
পাসপোর্ট বিতরণ-দুপুর ১ টা থেকে বিকাল ৪ টা
আইভেক বগুড়া
পাসপোর্ট জমা-সকাল ৮.০০ টা থেকে দুপুর ১২.০০ টা
পাসপোর্ট বিতরণ-দুপুর ১ টা থেকে বিকাল ৪ টা
আইভেক রংপুর
পাসপোর্ট জমা-সকাল ৮.০০ টা থেকে দুপুর ১২.০০ টা
পাসপোর্ট বিতরণ- দুপুর ১ টা থেকে বিকাল ৪ টা
আইভেক নোয়াখালী
পাসপোর্ট জমা-সকাল ৮.০০ টা থেকে দুপুর ১২.০০ টা
পাসপোর্ট বিতরণ-দুপুর ১ টা থেকে বিকাল ৪ টা
আইভেক ব্রাহ্মণবাড়িয়া
পাসপোর্ট জমা-সকাল ৮.০০ টা থেকে দুপুর ১২.০০ টা
পাসপোর্ট বিতরণ-দুপুর ১ টা থেকে বিকাল ৪ টা
আইভেক কুমিল্লা
পাসপোর্ট জমা-সকাল ৮.০০ টা থেকে দুপুর ১২.০০ টা
পাসপোর্ট বিতরণ-দুপুর ১ টা থেকে বিকাল ৪ টা

আপনার প্রয়োজন মতো জেনে নিন ইন্ডিয়ান ভিসার ধরনঃ↪ট্যুরিস্ট ভিসাভারত ভ্রমণেচ্ছু বাংলাদেশী নাগরিকরা আত্মীয়-স্বজন, বন্ধু-বান্...
24/09/2021

আপনার প্রয়োজন মতো জেনে নিন ইন্ডিয়ান ভিসার ধরনঃ
↪ট্যুরিস্ট ভিসা
ভারত ভ্রমণেচ্ছু বাংলাদেশী নাগরিকরা আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব অথবা সন্তানদের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে; বেড়ানো, তীর্থযাত্রা বা অন্য যে-কোন উদ্দেশ্যে।
↪ট্রানজিট ভিসা
বাংলাদেশী নাগরিকরা ভারতের ওপর দিয়ে সড়ক, নৌ বা বিমানপথে যাতায়াতে ইচ্ছুক। বিমানবন্দর/সমুদ্রবন্দর দিয়ে সরাসরি যাতায়াতের জন্য কোন ভিসার প্রয়োজন নেই,
↪ডাবল এন্ট্রি ভিসা/ট্রানজিট ভিসা
বাংলাদেশী নাগরিকরা ভারতের ওপর দিয়ে বিমান/ রেল/সড়ক/সমুদ্রপথে তৃতীয় কোন দেশে ভ্রমণেচ্ছু তাৎক্ষণিক বিমান/রেল/সড়ক/সমুদ্রপথের নিশ্চিত টিকেট প্রদর্শন করতে হবে।
↪বিজনেস ভিসা
যথাযথ কর্তৃপক্ষের রেজিস্ট্রিকৃত বা স্পন্সরকৃত বাংলাদেশের প্রকৃত ব্যবসায়ী/বিনিয়োগকারী; বিজনেস ভিসাধারীর স্ত্রী/স্বামী, শিশু সন্তান ও পিতা-মাতা এন্ট্রি (x) ভিসার আবেদন করার যোগ্য।
↪স্টুডেন্ট ভিসা
বাংলাদেশী ছাত্র যারা সরকারি, সরকার-অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলে ভর্তি হয়েছেন।
↪এমপ্লয়মেন্ট ভিসা
ভারত সরকারের নিয়োগকৃত বাংলাদেশী পেশাজীবী; উভয় দেশের খ্যাতনামা সংস্থায় নিয়মিত এসাইনমেন্টপ্রাপ্ত ভারত ভ্রমণেচ্ছু বাংলাদেশী পেশাজীবী; এ ধরনের ভিসা আবেদনকারীর স্ত্রী/স্বামী, শিশু সন্তান ও পিতা-মাতা এন্ট্রি ভিসার আবেদন করার যোগ।
↪মেডিক্যাল ভিসা
স্বীকৃত ডাক্তার/ক্লিনিক/হাসপাতালের অগ্রিম অ্যাপয়েন্টমেন্টসহ বিশেষায়িত চিকিৎসার জন্য ভারত ভ্রমণেচ্ছু বাংলাদেশী নাগরিক।
↪মেডিক্যাল এটেন্ডেন্ট
মেডিক্যাল রেকর্ডে রোগ নির্ণয় ও বিশেষায়িত চিকিৎসার প্রয়োজনীয়তার কথা সুস্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে;আবেদনকারী/রোগীর নিকটতম পারিবারিক সদস্যরা মেডিক্যাল এটেন্ডেন্ট ভিসা পাবার যোগ্য।
↪জার্নালিস্ট ভিসা
খ্যাতিমান মুদ্রণ ও বৈদ্যুতিক মাধ্যমে কর্মরত সাংবাদিক/অন্যান্য প্রতিনিধিরা; ভ্রমণেচ্ছু সাংবাদিক/প্রতিনিধিরা জার্নালিস্ট ভিসা পাবার যোগ্য
↪রিসার্চ ভিসা
ভারতে চাকরি/ফেলোশিপ প্রাপ্ত অথবা আর্কাইভ ও লাইব্রেরিতে বিশেষ গবেষণার জন্য বাংলাদেশী শিক্ষা/প্রতিষ্ঠানে কর্মরত রিসার্চ স্কলার/ফেলোবৃন্দ
↪এন্ট্রি ভিসা
বাংলাদেশী নাগরিক ভারতীয় নাগরিক বা তাদের সন্তানদের বিয়ে করেছেন; ভারতের বিখ্যাত প্রতিষ্ঠানে অলাভজনক/অবাণিজ্যিক পারফরম্যান্সের জন্য ভারত ভ্রমণেচ্ছু শিল্পী/সাংস্কৃতিক ব্যক্তিত্ব/শিক্ষাবিদ/পেশাজীবী; বিজনেস, স্টুডেন্ট ও এমপ্লয়মেন্ট ভিসাধারীদের স্ত্রী/স্বামী, সন্তান ও পিতা-মাতা
↪কনফারেন্স ভিসা
ভারতে অনুষ্ঠেয় সম্মেলন, সেমিনার বা কর্মশালায় যোগদানের জন্য ভ্রমণেচ্ছু বাংলাদেশী নাগরিক।
Thank you stay safe & stay with us

বাংলাদেশী পাসপোর্টধারীদের জন্য ২০ সেপ্টেম্বর থেকে থাইল্যান্ডের পর্যটন ভিসা ওপেন করে দেওয়া হয়েছে।
20/09/2021

বাংলাদেশী পাসপোর্টধারীদের জন্য ২০ সেপ্টেম্বর থেকে থাইল্যান্ডের পর্যটন ভিসা ওপেন করে দেওয়া হয়েছে।

20/04/2021

আগামী কাল থেকে ডোমেস্টিক রুটে বিমান চলাচল স্বাভাবিক হচ্ছে।
কালকে থেকে অভ্যন্তরীন রুটে বিমান নিয়মিত চলবে।

 #দেবতাখুম_ভ্রমণ দেবতাখুম বান্দরবান জেলার একটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত জায়গা। এখানে দুইপাশে উঁচু পাহাড়ের মাঝখানে স্বচ...
11/01/2021

#দেবতাখুম_ভ্রমণ

দেবতাখুম বান্দরবান জেলার একটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত জায়গা। এখানে দুইপাশে উঁচু পাহাড়ের মাঝখানে স্বচ্ছ পানি প্রবাহিত হতে থাকে। এটি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান।

বান্দরবানের স্থানীয়দের মতে এটি প্রায় ৫০ ফুট গভীর এবং প্রায় ৬০০ ফুট দীর্ঘ। এর কাছেই শীলবাঁধা ঝরনা। এই খুমের দুইপাশে রয়েছে বিশাল জঙ্গল। খাড়া পাহাড়ের কারণে খুমের ভিতর সরাসরি সূর্যের আলো পৌঁছায় না। তাই খুমের যত ভিতরে যাওয়া যায় ততই শীতল মনে হয়। জায়গাটি খুব শান্ত এবং কোলাহলমুক্ত। এর পানিও বেশ স্বচ্ছ। বাঁশের ভেলায় চেপে এই খুমের ভিতর যাওয়া পর্যটকদেরকে এক রোমাঞ্চকর অনুভূতি দেয়।

বান্দরবান টাউন থেকে প্রথমে রোয়াংছড়ি আসতে হবে। রোয়াংছড়ি থেকে কচ্ছপতলী বাজার এসে লিরাগাঁও সেনানিবাসে অনুমতি নিতে হয়। সেখান থেকে ঘণ্টাখানেক ট্রেকিং করে শীলবাঁধা পাড়া যাওয়া যায়। শীলবাঁধা পাড়ার কাছেই দেবতাখুম। তবে দেবতাখুমের আগে পং সু আং নামের আরেকটি খুম পার হতে হয়।গাইড অবশ্যই রাখা উচিত।যে কোন সময়ই গাইড ছাড়া এখানে যাওয়া নিরাপদ নয়। সাঁতার না জানা থাকলে খুমের ভিতর যাওয়ার আগে লাইফ জ্যাকেট পরে নেওয়া উচিত।

।।পরিশেষে পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।যেখানে সেখানে প্লাস্টিক পণ্য ত্যাগ করা থেকে বিরত থাকুন।।

30/12/2020

ইনশা আল্লাহ নতুন বছরে থাকছে নতুন ট্যুর প্লান আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ

মাওয়া এক্সপ্রেসওয়ে
28/12/2020

মাওয়া এক্সপ্রেসওয়ে

আলহামদুলিল্লাহ গ্রুপ নিয়ে ঘুরে এলাম সাজেক, খাগড়াছড়ি ও কক্সবাজার থেকে
19/12/2020

আলহামদুলিল্লাহ গ্রুপ নিয়ে ঘুরে এলাম সাজেক, খাগড়াছড়ি ও কক্সবাজার থেকে

এস বি ট্রাভেলস্ এন্ড ট্যুরস্ সাজেক ভ্যালী ভ্রমণ প্যাকেজ Call For Booking:- +01727821212সাজেক ট্যুর  ৩ রাত ৩ দিনের ট্যুর।...
15/11/2020

এস বি ট্রাভেলস্ এন্ড ট্যুরস্ সাজেক ভ্যালী ভ্রমণ প্যাকেজ
Call For Booking:- +01727821212
সাজেক ট্যুর ৩ রাত ৩ দিনের ট্যুর।

বুকিং এর শেষ তারিখ ৩০ নভেম্বর ২০২০
২৫০০টাকা দিয়ে বুকিং কনফার্ম করতে হবে।

প্যাকেজঃ জনপ্রতিঃ- ৭৫০০ টাকা-এক রুমে ৪ জন শেয়ার, নন এসি বাস
🚌◊নন এসি বাসে যাওয়া আসা🚌

বাসে আপনার আসনটি বুকিং এর উপর নির্ভর করছে

◊সব_রুমেই_অ্যাটাস্ট_বাথরুম_ও বারান্দা_আছে।

****এই টাকার ভিতরে যা যা থাকছে****
→রংপুর-ঢাকা ও ঢাকা - খাগড়াছড়ি আপডাউন টিকিট (নন এসি, চেয়ার কোচ),
→প্রতিদিন সকাল,দুপুর ও রাতের খাবার
→🚙অভ্যন্তরীন পরিবহনের জন্য দুই দিনের জন্য গাড়ী🚙
→ সাজেক,আলুটিলা এবং ঝুলন্ত সেতুর এন্ট্রি টিকিট।
→চান্দের গাড়ীর ড্রাইভার ও হেলপারের যাবতীয় খরচ।
→ কটেজে রাত্রি যাপনের ব্যবস্থা।
→ অভিজ্ঞ কো-অর্ডিনেটর

**** যেখানে যেখানে ঘুরবো****
→সাজেক → রুইলুই পাড়া → কংলাক পাহাড়, → হেলিপ্যাড→বৌদ্ধ মন্দির → রিসাং ঝর্ণা → তারেং →আলুটিলা গুহা →জেলা পরিষদের ঝুলন্ত ব্রীজ।
**** ট্যুর প্লান****
→১ম দিন ( রবিবার) -দুপর ১২ টায় রংপুর থেকে নন এসি বাসে রওনা
→১ম দিন রাতে যাত্রা পথে হোটেলে খাবার
→২য় দিন-ভোরে খাগড়াছড়ি পৌছাবো ইনশা আল্লাহ।
খাগড়াছড়িতে ফ্রেশ হয়ে সকালের নাস্তা করব, তারপর রিজার্ভ চান্দের গাড়ি করে সাজেকের উদ্দেশ্যে যাত্রা।সাজেক পৌঁছে ফ্রেশহয়ে কিছুক্ষণ বিশ্রাম করব।দুপুরের খাবারের পর সাড়ে তিনটায় সাজেক থেকে কংলাক যাত্রা। শেষ বিকেলে হেলিপ্যাডে আড্ডা,
→২য় রাত-রাতের খাবার শেষে সাজেক ভ্যালিতে রাত্রি যাপন ।
→৩য় দিন -সকালে খাবারের পর ১০ টায় সাজেক ত্যাগ।দুপুরে খাগড়াছড়িতে পৌঁছে, দুপুরের খাবারের পর জেলা পরিষদের ঝুলন্ত ব্রীজ,রিসাং ঝর্ণা,আলুটিলা গুহা ঘুরে
→৩য় রাত – রাতের খাবারের পর রাত ৮:৩০ মিনিটে রংপুরের উদ্দেশ্যে রওনা দিবো ইনশা আল্লাহ।

অংশগ্রহণকালীন যা মেনে চলতে হবে:

#. এটি একটি গ্রুপ ট্যুর, অন্য কেউ কষ্ট পাবে এমন কোন আচরণ গ্রহণযোগ্য নয়।
#. যে কোন পরিস্থিতিতে ভ্রমণ পরিকল্পনার পরিবর্তিত বা পরিমার্জিত হতে পারে।
#. প্রকৃতি ও পরিবেশের ক্ষতি হয় এমন কিছু করা যাবে না।
#. এক চান্দের গাড়িতে ১২/১৩ জন করে বসতে হবে।
#. কটেজের ডাবল রুমে প্রতি ডাবল বেডে ২ জন করে শেয়ারে থাকতে হবে।

যোগাযোগ
এস বি ট্রাভেলস্ এন্ড ট্যুরস্
টি এন স্কুল আন্ড কলেজ মার্কেট
পাটগ্রাম,লালমনিরহাট
+8801727821212
E-mail: [email protected]

10/10/2020

ইন্ডিয়াতে ডক্টর দেখানোর পরে এখন ঔষধ আনা যাবে না এটা কেমন কথা? অনেকে বলেন ঔষধ এর কথা।
যদি কারো খুব বেশি প্রয়োজন হয় তাহলে ইনবক্স করুন

হারামাইন রাষ্ট্রপতি শেখ আব্দুর রহমান আল সুদাইস মসজিদ আল হারামে ওমরা হাজিদের উপহার বিতরণ করেছেন।
06/10/2020

হারামাইন রাষ্ট্রপতি শেখ আব্দুর রহমান আল সুদাইস মসজিদ আল হারামে ওমরা হাজিদের উপহার বিতরণ করেছেন।

🔴 باقي يومين...وتفتح ابواب العمرة..الحمد للهرزقكم الله الحج والعمرهআলহামদুলিল্লাহ উমরাহ'র দরজা খুলতে আর মাত্র দু'দিন বাক...
01/10/2020

🔴 باقي يومين...وتفتح ابواب العمرة..الحمد لله
رزقكم الله الحج والعمره
আলহামদুলিল্লাহ উমরাহ'র দরজা খুলতে আর মাত্র দু'দিন বাকী,
হে আল্লাহ আপনি‌ আমাদের কে হজ্ব এবং উমরাহ করার তৌফিক দান করুন. আমীন।

28/09/2020

মাসজিদুল হারামের গতকালের চিত্র,
আব্দুর রহমান আস সুদাইস তাওয়াফ করছেন।
আশা করছি আমরাও খুব দ্রুত তাওয়াফের সুযোগ পাবো ইনশাআল্লাহ।

রোববার (২৭ সেপ্টেম্বর) হারামাইন প্রেসিডেন্সির প্রধান শায়খ আবদুর রহমান আস সুদাইসের সঙ্গে সৌদি আরবের হজ ও উমরা বিষয়ক মন্ত্...
28/09/2020

রোববার (২৭ সেপ্টেম্বর) হারামাইন প্রেসিডেন্সির প্রধান শায়খ আবদুর রহমান আস সুদাইসের সঙ্গে সৌদি আরবের হজ ও উমরা বিষয়ক মন্ত্রী শেখ সালেহ বেনতেন এবং মসজিদে হারামের নিরাপত্তা কর্মকর্তারা বৈঠক করেছেন। বৈঠকে ৪ অক্টোবর থেকে শুরু হওয়া উমরা যাত্রীদের নিরাপত্তা ও উমরা ব্যবস্থাপনাসহ যাবতীয় প্রস্তুতি বিষয়ে আলাপ-আলোচনা হয়।

Address

Patgram, Rangpur Division
Lalmonirhat
5540

Telephone

+8801727821212

Website

Alerts

Be the first to know and let us send you an email when S B Travels & Tours posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to S B Travels & Tours:

Videos

Share