19/07/2023
বৈকালিক বিষন্নতায় বৃটিশ ভারতের "গেটওয়ে অব আসাম"
-----------------------
রেলওয়ে জংশন লালমণিরহাট স্টেশন।
এই রেল-জংশন ছিল অবিভক্ত ভারতবর্ষের 'সারা-ভারতের' মানুষের আসাম এবং হিমালয়ের পাদদেশ "তরাই অঞ্চল"-এর "ডুয়ার্স" এলাকায় ঢুকার একমাত্র প্রবেশপথ।
এজন্যই লালমণিরহাটকে বলা হত "গেটওয়ে টু আসাম" কিংবা "মাউথ অব আসাম"- "আসামের মুখ"।
ভারত ভাগের ফলে সেই ঐতিহ্যময় জংশন আজ যেন এক মৃতপুরী।
বিডিআর বা "বেঙ্গল ডুয়ার্স রেলওয়ে" Bengal Doors Railway (BDR) আজ এক অপহৃত ঐতিহ্যের নাম।
সেই অতীত গৌরবকে হৃদয়ে ধারণ করে লালমণিরহাট শহরকে দুভাগে বিভক্ত করে আজও জেগে আছে "বিডিআর লাইন" এবং "বিডিআর গেট"।
আর মৃত্যুর কোলে ঢলে পড়েছে ভারতের গীদালদহ-কুচবিহার হয়ে আসামে প্রবেশের সেই বিখ্যাত "মোগলহাট লাইন" - 'মাউথ অব আসাম'"....
---------
---------------