25/04/2020
আমাদের অনেকের মধ্যেই হয়তো একটা প্রশ্ন থাকতে পারে দেশের বাইরে ঘুরতে হয়তো অনেক টাকা খরচ হয় ?
কত খরচ হয় ? সেটা নিয়ে আজকে আমি একটু কথা বলব,
অনেকেই দেখি শুধুমাত্র ইন্দোনেশিয়া এয়ারটিকেট করেন ৪০ থেকে ৪৫ হাজার টাকা দিয়ে আবার অনেকেই দেখি চায়না টিকেট করেন ৫০ থেকে ৬০ হাজার টাকা দিয়ে, তো আপনি যদি আগে থেকে ভ্রমণের প্ল্যান করে যদি ভ্রমণ করেন তাহলে আশা করি আপনারা কম খরচের মধ্যে কয়েকটি দেশ ভ্রমণ করতে পারবেন, যেমন আপনি ইন্দোনেশিয়া যেতে চান আপনার টিকেট দাম বলা হলো ৪০ হাজার টাকা, তো ৪০ হাজার টাকা দিয়ে আপনি থাইল্যান্ড, মালয়েশিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ভ্রমণ করতে পারেন এজন্য আপনাকে একটা সঠিক পরিকল্পনা করতে হবে ।
আমি ফ্রিকোয়েন্ট ট্রাভেলার তো আমি গত ডিসেম্বর ২০১৯ এ গিয়েছিলাম থাইল্যান্ড, ভিয়েতনাম, মালয়েশিয়া, কম্বোডিয়া, চায়না আমার এই পাঁচটি দেশের এয়ার টিকেট দাম পড়েছিল ৪২,০০০ টাকা তারপর আমার ২০২০ মার্চের ট্রাভেল প্লান ছিল থাইল্যান্ড ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা এই পাঁচটি দেশের এয়ার ফেয়ার ছিল ৩৬,০০০ হাজার টাকার মতো,
তো আমি যতবারই দেশের বাহিরে ট্রাভেল করতে যাই ততোবারই আমার একটা ভালো প্ল্যান থাকে, এজন্য আমার একটা পরামর্শ যখনই আপনারা কোন দেশ ট্রাভেল করবেন চেষ্টা করবেন কয়েকটি দেশ একসাথে ট্রাভেল করার তাহলে এয়ার ফেয়ার কম পড়বে এবং অবশ্যই আপনার একটি সুন্দর ভ্রমণ পরিকল্পনা থাকতে হবে ।
অনেকের কাছে পাসপোর্ট করা একটা ঝামেলা মনে হয় এরপর ভিসা করতে আরেক ঝামেলা, এত ঝামেলার পরে যখন আপনি দেশের বাইরে পা রাখেন তখন এই কষ্টটা বিলীন হয়ে যায়,
তো আমাদের মধ্যে অনেকেই আছেন যারা শুধুমাত্র ইন্ডিয়া ভ্রমণ করেন, ইন্ডিয়া ছাড়া তেমন একটা দেশ ঘোরা হয় না, এর মধ্যে অনেকেই আছে যে ঘনঘন কলকাতাতে যায় এবং কলকাতার বাইরে তেমন একটা ঘোরাঘুরি করা হয় না কিন্তু সঠিক পরিকল্পনা করা হলে ইন্ডিয়াতে আপনি অনেক সুন্দর স্পটগুলোতে খুব অল্প খরচে ঘুরে আসতে পারেন,
দেখা যায় - আমরা যদি কলকাতাতেই ঘুরতে যাই তাহলে বিমান ভাড়া বাবদ ১২,০০০ থেকে ১৫,০০০ টাকা এবং প্রতিদিন খাওয়া দাওয়া হোটেল ভাড়া বাবদ ২,০০০ – ২,২০০ টাকার মত খরচ হয় ।
এখন আমি বলব ইন্ডিয়ার বাহিরের কথা-
আপনি খুব কম খরচে এশিয়ার অনেক দেশ গুলোতে ঘুরে আসতে পারেন যেমন, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, তাইওয়ান, জাপান, কোরিয়া, ফিলিপাইন, ব্রুনাই, চায়না, কম্বোডিয়া, ভিয়েতনাম, মায়ানমার এসব দেশে আপনি যদি ৫ টি দেশে একসাথে ভ্রমণ করতে চান তাহলে আপনার বিমান ভাড়া ৫০,০০০ টাকার মধ্যে হয়ে যাবে এর মধ্যে আপনি যে কোনো পাঁচটি দেশ সিলেক্ট করতে পারেন, আপনি যদি মনে করেন আরো কয়েকটা দেশ আপনার ভ্রমণ লিস্টে সংযুক্ত করবেন তাহলে প্রতিটা দেশের জন্য আপনাকে বিমান ভাড়া বাবদ সর্বোচ্চ ১০ হাজার টাকা বাজেট করলেই হবে। আর প্রতিদিন খাওয়া দাওয়া হোটেল ভাড়া বাবদ ২,০০০ – ২,২০০ টাকার মত খরচ বরাদ্দ রাখতে পারেন ।
আশা করি আমার এই পোস্টটি আপনাদের কাজে দিবে এতে করে আপনারা বেশি করে নতুন কোন দেশ ঘুরতে পারবেন এবং আপনাদের ভ্রমণ লিস্টে নতুন কোন দেশ সংযুক্ত করতে পারেন।
এখানে আমি আপনাদের কে কেনো নির্দিষ্ট স্থান বা নির্দিষ্ট দেশ ঘুরতে নিরুৎসাহিত করতেছি না,
শুধুমাত্র একথা বলা যে, সঠিক পরিকল্পনায় আপনি অনেকগুলি দেশ অল্প খরচে ঘুরতে পারেন ।
@ Md Jahirul Islam
https://www.facebook.com/Jahirul.Biz/