29/11/2024
Your Bangla Tour always promoting local cultures and festival through tourism . Contact with us to join a colorful event.
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকঢোলের তালে তালে মুখরিত হয়ে উঠছে আবারও গারো পাড়াগুলোতে।
গারো সম্প্রদায়ে একসময় বড় উৎসব ওয়ানগালার জন্যে চলছে গান আর ঢাকঢোলের তালে তালে নাচের প্রস্তুতি।গারো পাড়াগুলোতে বইছে উৎসবের আনন্দের বন্যা, চলছে নৃত্যের মহড়া।অন্যান্য বছরের মতো এবারও নভেম্বর ২৯ তারিখ থেকে ডিসেম্বর ১ তারিখ অবধি শ্রীমঙ্গল উপজেলা অধীনে ফুলছড়া গারোপাড়ায় আয়োজন করা হবে ওয়ানগালা ' উৎসবের।
জানা যায়,
ওয়ানগালা হলো “নবান্ন উৎসব” গারোদের বিশ্বাস ‘মিসি সালজং’ বা শস্য দেবতার সন্তুষ্টির প্রার্থনায় ফসলের ভালো ফলনকে কেন্দ্র করে এই উৎসব পালিত হয়।
শস্য দেবতাকে ধন্যবাদ জানিয়ে ও নতুন ফসল খাওয়ার অনুমতির পাশাপাশি সব পরিবারের ভালবাসা, আনন্দ এবং মঙ্গল কামনা করে ওয়ানগালা (নবান্ন) উৎসব পালন করবে গারো সম্প্রদায়।
আর, এই উৎসব মূখর পরিবেশে শান্তিবাড়ি আপনাদের সময় গুলোকে আরো আনন্দঘন করতে নিয়ে এলো 'ওয়ানগালা ' প্যাকেজ।
প্যাকেজ এ থাকছে :
• গারোদের ট্রেডিশনাল খাবার -
খারিজাবা, গপ্পা,মে'ওয়াজাবা,
তেলফুরা, দ'অজাবা, নাখা'ম ভর্তা,
না'থকজাবা, মাসু'বেয়েন জাবা
ইত্যাদি।
• গারোদের সাংস্কৃতিক সন্ধ্যায় নাচ,
গান উপভোগ করা।
• শান্তিবাড়ি'তে থাকা এবং খাওয়া
• গারো গ্রাম ঘুড়ে দেখা
• শান্তিবাড়ি থেকে ফুলছড়া গারোদের
গ্রামে যাতায়াত ব্যবস্থা।
• শান্তিবাড়ি'র সবুজ পরিবেশের
স্নিগ্ধতায় মুহুর্ত কাটানো।
তাই,
এই শীতকে আলিঙ্গন করে কিছু সুন্দর মুহুর্ত জমা করতে চলে আসুন শ্রীমঙ্গল শান্তিবাড়ি'তে।