Himkuri - হিমকুঁড়ি বনবাংলো

Himkuri - হিমকুঁড়ি বনবাংলো চায়ের দেশ শ্রীমঙ্গলের রাধানগরে এক ছোট্ট বনবাংলো " হিমকুঁড়ি "। This is a joint venture company of Kismet Pharmazeutica GmbH , Lippstadt Germany

Kismet-Himkuri Bungalow Limited ,a limited company registered by Joint Stock Companies & Firms Bangladesh in the year 2021 .

প্রিয় শর্মিষ্ঠা,পৌষের কুয়াশামাখা সকালের মুগ্ধতা তোমার সাথে ভাগ করে নিতে ইচ্ছা হলো। সকালবেলা কুয়াশার চাদরে সবকিছু ঢাকা। এ...
03/01/2025

প্রিয় শর্মিষ্ঠা,
পৌষের কুয়াশামাখা সকালের মুগ্ধতা তোমার সাথে ভাগ করে নিতে ইচ্ছা হলো। সকালবেলা কুয়াশার চাদরে সবকিছু ঢাকা। এই সময়টা আমার খুব প্রিয়। প্রকৃতি যেন এক শান্ত নীরবতা নিয়ে আসে। এবার আমি আর মা শ্রীমঙ্গলে এসে রাধানগরে হিমকুড়ি বনবাংলোতে উঠেছি। একটু হাঁটলেই চা বাগান, আর সরু পথ ধরে একটু এগোলেই গ্রাম, যেখানে আদিবাসী ও স্থানীয় লোকজন বাস করে।

এখানকার সকালগুলো একেবারে অন্যরকম। বারান্দায় দাঁড়িয়ে কুয়াশা ভেজা ভোর দেখি, শিশিরের আওয়াজ শুনি, বসন্তবৌরির ডাক শুনি। শহরের কোলাহল থেকে অনেক দূরে চলে এসেছি। কিন্তু এই নীরবতার মধ্যেও তোমার জন্য এক গভীর শুন্যতা অনুভব করি।

রোদ, পাখির ডাক, চা বাগানের ওপর দিয়ে বয়ে যাওয়া বাতাস, সকালের আলোছায়ার খেলা, আর মেঘের লুকোচুরি—সবকিছু মিলিয়ে এক অন্যরকম মুগ্ধতা ছড়াচ্ছে। চা বাগানের পথে শিশিরে ভেজা পাতা, দিগন্ত জুড়ে ঝুলে থাকা কুয়াশা, আর দূরের কুঁড়েঘরের চিমনি থেকে ওঠা ধোঁয়া; শ্রীমঙ্গলের এই নীরবতা আমাকে অন্য এক জগতে নিয়ে যায়। আমার মনে রবীন্দ্রনাথের কিছু গান বাজছে, যেমন “তুই ফেলে এসেছিস কারে মন, মনরে আমার” এবং “চোখের আলোয় দেখেছিলেম, চোখের বাহিরে। অন্তরে আজ দেখব, যখন আলোক নাহি রে।”

পাহাড়ের ঢালে দাঁড়িয়ে সবুজ দিগন্ত দেখি, রোদে ঝলমল করা চা পাতা দেখি, আর পাখিদের হঠাৎ উড়ে যাওয়া দেখি। পুকুরের পাশে দাঁড়িয়ে জলের ওপর শিমুল গাছের প্রতিচ্ছবি দেখি। প্রকৃতির এই সৌন্দর্য, দুদন্ডের এই অবসরে মনকে শীতল করতে জানে, একটু শান্তি দিতে জানে, হোকনা সে ক্ষনিকের জন্য!
ঢাকা থেকে আসার সময় আমি “The Things You Can See Only When You Slow Down” বইটি এনেছি। কয়েকটা পাতা পড়লাম বইটার। বইটিতে ধীরে চলার কথা, নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার কথা, এবং অন্তর্দৃষ্টির কথা বলা হয়েছে। মা সাথে করে এনেছে সমরেশ মজুমদারের সাতকাহন, চা বাগানে বসে সাতকাহন পড়তে সত্যিই ভালো লাগবে। আমি আরন্যক বইটা মোবাইল দিয়ে পড়ছি, তুমি জানো এই বইয়ের কেন্দ্রীয় চরিত্র প্রকৃতি। আহা এই নির্জন প্রকৃতির সাথে ভীষন মিলে যাচ্ছে। এবার যেখানে আছি তুমি প্রকৃতির অনুষঙ্গের সুর ছাড়া অন্য কোনো আওয়াজ পাবেনা।

রাতে বনবাংলোর বারান্দায় বসে আছি। দূরে জঙ্গলে জোনাকি পোকা দেখা যাচ্ছে। বাইরে নেমে দেখি গাছের পাতাগুলো সব ভিজে গেছে, অথচ এখনো রাত ১০ টা বাজেনি। শিশির পড়ার মৃদু আওয়াজ শুনতে পাচ্ছি, কখনো শুনেছো? ঝিঝি পোকার ডাক আর পাখির ডাক শোনা যাচ্ছে। এখানে বসে তোমার জন্য লিখতে ভালো লাগছে।

তোমার দিন কেমন কাটছে? পড়াশোনার চাপে ক্লান্ত লাগলে প্রকৃতির কাছে যেও। প্রকৃতি আমাদের শান্তি দেয়। আচ্ছা, ওখানকার বন-জঙ্গল কি আমাদের মতোই? রাতে কি ঝিঝি পোকা ডাকে? ছবি তুলে পাঠাতে ভুলো না।
ইতি,
দেব

( আমাদের অতিথি দেবব্রত হিমকুঁড়ি এসেছিলেন উনার মাকে নিয়ে। উনার চিঠিটা উনার অনুমতি সাপেক্ষে কিঞ্চিৎ তুলে দিলাম। উনার জন্য ও উনার মায়ের জন্য ভালোবাসা রইলো।

পৌষের হিমে ভেজা নক্ষত্রের রাত্রি গুলো নিয়ে আসে দীর্ঘশ্বাস।যে দীর্ঘশ্বাসেরা বন থেকে বনান্তে ছুটে বেড়ায় অসীমের পানে।।
02/01/2025

পৌষের হিমে ভেজা নক্ষত্রের রাত্রি গুলো নিয়ে আসে দীর্ঘশ্বাস।যে দীর্ঘশ্বাসেরা বন থেকে বনান্তে ছুটে বেড়ায় অসীমের পানে।।

পৃথিবীর মায়াবী বিকেলগুলো কমলালেবুর রঙে ছেয়ে যায় পৌষের হিমে!
29/12/2024

পৃথিবীর মায়াবী বিকেলগুলো কমলালেবুর রঙে ছেয়ে যায় পৌষের হিমে!

তবে এই হোক তীরে জাগুক প্লাবনদিন হোক লাবন্য হৃদয়ে শ্রাবন।।
26/12/2024

তবে এই হোক তীরে জাগুক প্লাবন
দিন হোক লাবন্য হৃদয়ে শ্রাবন।।

ক্যামেলিয়া হাতে এই সন্ধ্যায়ভালোবেসে যত খুশি বলতে পারোএই ফুল আমার।। ফুল শুধু ছড়াবে সৌরভলজ্জায় বলবে কি কিছুইফুল থাকবে নিরব...
25/12/2024

ক্যামেলিয়া হাতে এই সন্ধ্যায়
ভালোবেসে যত খুশি বলতে পারো
এই ফুল আমার।।

ফুল শুধু ছড়াবে সৌরভ
লজ্জায় বলবে কি কিছুই
ফুল থাকবে নিরব।।
আমি তারায় তারায় রটিয়ে দিব....!

....যাঁরা ভালোবেসে এসেছিলেন হিমকুঁড়িতে...!
21/12/2024

....যাঁরা ভালোবেসে এসেছিলেন হিমকুঁড়িতে...!

হিমকুঁড়ি বনবাংলোর জন্মদিনে উপস্থিত ছিলেন আমাদের বিলাভড সিস্টার কর্ণেল তানিয়া ইসলাম ও বিলাভড ব্রাদার গ্রুপ ক্যাপ্টেন মশিউ...
16/12/2024

হিমকুঁড়ি বনবাংলোর জন্মদিনে উপস্থিত ছিলেন আমাদের বিলাভড সিস্টার কর্ণেল তানিয়া ইসলাম ও বিলাভড ব্রাদার গ্রুপ ক্যাপ্টেন মশিউর রহমান ও পরিবারের শ্রদ্ধেয় ফ্লাইট সার্জেন্ট ( অব) আখতার হোসাইন ও পরিবারের অন্য সদস্যবৃন্দ। গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে হিমকুঁড়ি। আপনাদের সকলের দোয়া কাম্য।

১৬ই ডিসেম্বর ২০২৪ এ হিমকুঁড়ি ৫ এ পা দিল। ২০২০ সালের এই দিন।একদম সীমিত পরিদরে শুরু করেছিলাম নেহাতই গাছ পালাকে ভালোবেসে। উ...
16/12/2024

১৬ই ডিসেম্বর ২০২৪ এ হিমকুঁড়ি ৫ এ পা দিল। ২০২০ সালের এই দিন।একদম সীমিত পরিদরে শুরু করেছিলাম নেহাতই গাছ পালাকে ভালোবেসে। উদ্বোধনের দিন আমার ৪ বন্ধু - ধ্রুব,বাপ্পি,Lieutenant Colonel রাহিদ এবং পাপ্পু সাহস যোগাতে ছুটে আসে ঢাকা থেকে। তাঁদের সেই ভালোবাসার প্রতি আমরা কৃতজ্ঞ।কৃতজ্ঞ এই কবছরে।হিমকুঁড়িতে আগত সকল অতিথিদের প্রতি। আপনাদের ভালোবাসা শুধু কৃতজ্ঞতা দিয়ে শেষ করা যাবে না। শুভ জন্মদিন হিমকুঁড়ি।

অগ্রহায়ণের শেষ আর শীতের শুরুতে আমাদের বন পাহাড়ের দেশে যখন  গাছপালার উপর শেষরাতে শিশির আর সন্ধ্যায় হিম জমে তখন পৃথিবীটাকে...
13/12/2024

অগ্রহায়ণের শেষ আর শীতের শুরুতে আমাদের বন পাহাড়ের দেশে যখন গাছপালার উপর শেষরাতে শিশির আর সন্ধ্যায় হিম জমে তখন পৃথিবীটাকে মায়াবি পাড়ের দেশ বলে মনে হয়। আর নিজেকে মনে হয় বহুদূর থেকে উড়ে আসা এক বালিহাঁস।।

দূর থেকে ভেসে ভেসে আসাঅদ্ভুত সব গান পাহাড়ি ভাষাআমার হারিয়ে যাওয়া ছেলেবেলা কুয়াশা..!
12/12/2024

দূর থেকে ভেসে ভেসে আসা
অদ্ভুত সব গান পাহাড়ি ভাষা
আমার হারিয়ে যাওয়া ছেলেবেলা
কুয়াশা..!

শীতে আমি ছুটি বনের ভেতর একাগাছ পড়ে থাকে, গাছই শুধু পড়ে থাকে মেপল,তুমি কি খাবো বলে দাও দেখা? ফলেছ কি তুমি আমারই মতোন করে?
10/12/2024

শীতে আমি ছুটি বনের ভেতর একা
গাছ পড়ে থাকে, গাছই শুধু পড়ে থাকে
মেপল,তুমি কি খাবো বলে দাও দেখা?
ফলেছ কি তুমি আমারই মতোন করে?

কেউ বোঝে না একটা জীবন ভালোবাসা ছাড়া কি ভীষণ ফাকা....!
08/12/2024

কেউ বোঝে না একটা জীবন
ভালোবাসা ছাড়া কি ভীষণ ফাকা....!

কবে কোন এক গানে রবি ঠাকুর লিখেছিলেন -..  "তবুও মনে রেখো।" তারও বহুদিন পর সাগর পাব্লিশার্স বলতে শুরু করলো -... "তবুও বই প...
07/12/2024

কবে কোন এক গানে রবি ঠাকুর লিখেছিলেন -.. "তবুও মনে রেখো।" তারও বহুদিন পর সাগর পাব্লিশার্স বলতে শুরু করলো -... "তবুও বই পড়ুন"..। তখন ৯০ দশকের প্রায় শেষ। মিলেনিয়াম আসলো বলে।আমি তখন স্কুলে পড়ি। স্কুলের সামনের ফেনলি লাইব্রেরি থেকে সাগর পাব্লিশার্স এর দুইটা বই নিয়ে আসি। তখনকার ডিসেম্বর ছিল অন্যরকম। বার্ষিক পরীক্ষা শেষে লাল রংগের সোয়াটার পড়ে বন্ধুদের সাথে ব্যাডমিন্টন খেলা আর সাইকেল চালিয়ে পুরো পাড়ায় টোটো করে বেড়ানো। ছেলেবেলার সেই দিনগুলো হারিয়ে গেছে বেহালা বাজানো লোকটার মতো। কিন্তু এখনো ডিসেম্বর এলে নিজেই নিজেকে বলি - "তবুও বেড়িতে পড়ুন"। প্রিয়জনের হাত ধরে কিম্বা না ধরে- জাগতিক ব্যস্ততাকে লাগেজে ভরে বেড়িতে পড়ুন সমুদ্র পাহাড় কিম্বা জংগলে। চায়ের শহর শ্রীমংলে আসতে পারেন।হিমকুঁড়িতে থাকতেই হবে এমনটা নয়। আপনার পছন্দ অনুযায়ী জায়গাতেই থাকুন।কিন্তু তবুও বেড়িয়ে পড়ুন।কাধে ব্যাগপ্যাগ,হাতে মোবাইল কিম্বা ক্যামেরা আর চোখে রোদচশমা পড়ে বেডিয়ে পড়ুন।ডিসেম্বর ঘর ছাড়ার মাস!

দিন চলে যায় সন্ধ্যা বেলায় বসে একা উদাস হাওয়ায়যতো ভাবি সুর - বন পথ দূর মাঝে ডাকে মহুয়া মেদুল।।
04/12/2024

দিন চলে যায় সন্ধ্যা বেলায়
বসে একা উদাস হাওয়ায়
যতো ভাবি সুর - বন পথ দূর
মাঝে ডাকে মহুয়া মেদুল।।

প্রেমিকার সবটুকু বিশ্বাস বাজি রেখে হেটে চলে যাওয়া যায় এই পথ ধরে !
03/12/2024

প্রেমিকার সবটুকু বিশ্বাস বাজি রেখে হেটে চলে যাওয়া যায় এই পথ ধরে !

হেমন্তের ভোর গুলো হয় কুয়াশা মাখানো । ভোরের  বেলা ঠান্ডা হাওয়া এসে কড়া নাড়ে কাঠের জানালায়।হিম ঝড়ে পড়ে ঘাসে। সাথে পড়ে থাকে...
30/11/2024

হেমন্তের ভোর গুলো হয় কুয়াশা মাখানো । ভোরের বেলা ঠান্ডা হাওয়া এসে কড়া নাড়ে কাঠের জানালায়।হিম ঝড়ে পড়ে ঘাসে। সাথে পড়ে থাকে শিউলি ও। দুপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা শাল আর অর্জুন গাছের পাতা ভেজা থাকে।ইতিওতি পড়ে থাকে নীল কন্ঠ, রক্ত কাঞ্চন, জবা । জঙ্গলের একটা সুবাস ভেসে বেড়ায় বাতাসে। এসবের মাঝেই বন পাহাড়ে শীতকাল আসি আসি করে । শুকনো পাতায় ছেয়ে যায় বনতলী। হলুদ রোদ্দুরে ভর করে উড়ে বেড়ায় পাখিরা। জঙ্গলে কত গল্প, কত রঙ , কত প্রেম!

একেকটা দুপুরে একেকটা পরিপূর্ণ জীবন অতিবাহিত হয়ে যায় যেন - জানালায় জানালায় অনেক্ষন ধরে কথা বলেপৃথিবীকে মায়াবী পাড়ের দেশ ব...
29/11/2024

একেকটা দুপুরে একেকটা পরিপূর্ণ জীবন অতিবাহিত হয়ে যায় যেন -
জানালায় জানালায় অনেক্ষন ধরে কথা বলে
পৃথিবীকে মায়াবী পাড়ের দেশ বলে মনে হয় -
আর নিজেকে মনে হয় ঝিলের উপর ভাসতে থাকা এক সারস পাখি।।

Address

Zareen Road, Radhanagar, Sreemangal
Maulvi Bazar
3210

Alerts

Be the first to know and let us send you an email when Himkuri - হিমকুঁড়ি বনবাংলো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Himkuri - হিমকুঁড়ি বনবাংলো:

Videos

Share

হিমকুঁড়ির ডাকে সাড়া দিয়ে

উত্তরে বিস্তির্ন চা বাগান-বাগান পার হলেই ঘন জঙ্গল। দক্ষিনে পাহাড়ি ছরা । এর ভেতরেই ছোট্ট কিন্তু ছিমছাম এক বন বাংলা " হিমকুঁড়ি। যারা বন-পাহাড় ভালোবাসে,পাখি ভালোবাসে, ফুল ভালবাসে, প্রজাপতি ভালোবাসে, নির্জনতা ভালোবাসে তারা হিমকুঁড়িকেও ভালোবেসে ফেলবেন অনায়াসেই।