02/07/2021
🇧🇷🇧🇷🇧🇷🇧🇷🇧🇷★★★★★❤❤❤❤❤
কিছু আর্জেন্টিনার সাপোর্টার বলে জার্সির কালার দেখে ব্রাজিল সাপোর্ট করি, কেউ বলে ৫ বার কাপ জিতছে এইজন্য ব্রাজিল করি।
নিম্নে ব্রাজিল সাপোর্ট করার কারণ দর্শানো হলো.
১. ব্রাজিলই একমাত্র দল
যারা ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন।🇧🇷🇧🇷
(১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪, ২০০২)
রানার্স-আপঃ ২বার। (১৯৫০, ১৯৯৮)
তৃতীয় স্থানঃ ২বার। (১৯৩৮ , ১৯৭৮)
চতুর্থ স্থানঃ ১ বার। (১৯৭৪)
২. কনফেডারেশন্স কাপঃ
ব্রাজিলই একমাত্র দল যে, দল সবচেয়ে বেশি
কনফেডারেশন কাপ জিতেছে হ্যাট্রিক সহ ৪ বার!
(১৯৯৭, ২০০৫, ২০০৯, ২০১৩)
রানার্স-আপঃ ১ বার। (১৯৯৯)
কোপা আমেরিকা বিজয়ীঃ ৯ বার।
(১৯১৯, ১৯২২, ১৯৪৯, ১৯৮৯, ১৯৯৭, ১৯৯৯, ২০০৪, ২০০৭,২০১৯)
রানার্স-আপঃ ১১ বার।
(১৯২১, ১৯২৫, ১৯৩৭, ১৯৪৫, ১৯৪৬,
১৯৫৩, ১৯৫৭, ১৯৫৯, ১৯৮৩, ১৯৯১, ১৯৯৫)
৩. ব্রাজিলই একমাত্র দল যে দল
প্রত্যেকটা বিশ্বকাপ খেলেছে। (১৯৩০-২০১৮)
৪. ব্রাজিলই একমাত্র দল যারা সবছেয়ে
বেশি বিশ্বকাপ ফাইনাল খেলছে। মোট ৭ বার।
৫. ব্রাজিলই একমাত্র দল, যে দল পরপর ৩ বার ফাইনালে
উঠে (১৯৯৪, ১৯৯৮, ২০০২) ২ বার বিশ্ব চ্যাম্পিয়ন।
৬. ব্রাজিলই একমাত্র দল, যে দল
সবচেয়ে বেশি গোল দিয়েছে। (২০০০ প্লাস)
ও সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে। (৬০০ প্লাস)
৭) ব্রাজিলই একমাত্র দল যারা
১৯৭০ ও ২০০২ সালের দুটি বিশ্বকাপে
প্রথম ম্যাচ থেকে ফাইনাল পর্যন্ত প্রতিটা ম্যাচ
জিতে অপরাজিত বিশ্ব চ্যাম্পিয়ন।
৮. ব্রাজিলই একমাত্র দল যে, দলে রয়েছে
১০০০ প্লাস গোল করা দুইজন কিংবদন্তি প্লেয়ার
"পেলে (১২৮১ গোল) ও রোমারিও (১০০০ গোল)
রোমারিও সম্পর্কে দিয়েগো ম্যারাডোনা,
তার আত্মজীবনী বই "আমি দিয়েগো বলছি"
(Yo soy El Diego ) তে লিখেছেন,
রোমারিও একজন অবিশ্বাস্য ফিনিশার।
তার মত স্ট্রাইকার আমি কখনও দেখিনি।
সর্বকালের সেরা ফুটবলারদের যে কোন দলেই
অনায়াসে জায়গা পাবেন রোমারিও।
এবার বলেন ম্যারাডোনা মাতাল হয়ে এসব বলছে.
৯. ব্রাজিলই একমাত্র দল যে,
দলে ছিলো সর্ব কনিষ্ঠ ওয়ার্ল্ডকাপ জিতানো
ও ৩ টি বিশ্বকাপ জিতানো প্লেয়ার-পেলে!
ক্যারিয়ারে ৯২ টি হ্যাটট্রিক করার পাশাপাশি ব্রাজিলের সর্বকালের সেরা এই ফুটবলার পেলেকে
ফিফা শতবর্ষের সেরা ফুটবলারের সীকৃতি দেয়।
১০. ব্রাজিলই এমন একটা দল যে, দলে ছিলো
বিশ্বকাপে ২য় সর্বোচ্চ গোল করা প্লেয়ার রোনালদো। (১৫গোল)
১১. ব্রাজিলই একমাত্র দল যে,
দলে ছিলো ফুটবলের শিল্পী রোনালদিনহো।
(হ্যাঁ বর্তমানে সে খেতাব মেসিকে দিতে
আমার কোন আপুত্তি নাই,শুধু ক্লাব লিজেন্ড হিসেবে।
শুধু আমি এস এম ওয়াসীম আহমেদ না
যে কেউ স্বীকার করবে মেসি/রোনাল্ডো গ্রেট প্লেয়ার।
তবে নেইমারের ও গ্রেটদের দলে যাওয়ার সুযোগ আছে) জাতীয় দলে এখনো মেসি থেকে নেইমার এগিয়ে আছে,সবাই মানতে বাধ্য।
১২. ব্রাজিলই একমাত্র দল যে,
দলে ছিলো ছোট পাসের খেলোয়াড় সক্রেটসি!
১৩. ব্রাজিলই একমাত্র দল যে, দলে রয়েছে
সবচেয়ে বেশি ব্যালন ডিঅর পাওয়া প্লেয়ার রা।
১৪. ২০১৪ সাল পর্যন্ত একমাত্র দল হিসেবে ফিফা
Ranking এ সর্বোচ্চ ১৫১ বার শীর্ষে থাকা দল ব্রাজিল।
তার সাথে ফিফা আয়োজিত সর্বোচ্ছ ৭৩ টি ট্রফি
জিতেছে ব্রাজিল।
শুনেন ভাই আমরা এ প্রজন্মের হলেও
ব্রাজিলের অতিত সাফল্য ও ৫ বারের বিশ্ব
চ্যাম্পিয়ন এই ভেবে ব্রাজিল সাপোর্ট করিনা।
ব্রাজিলই একমাত্র দল যে, দলে রয়েছে
শর্ট পাসের এক শৈল্পিক ও নান্দনিক ফুটবলের নমুনা।
প্রিমিয়ার লিগ, ইতালিয়ান সিরিএ, স্পানিশ লা লিগা,
বুন্দেশ লিগা এবং ফ্রেঞ্চ লিগ সহ পুরো বিশ্বের যত নামকরা
পেশাদার লিগ আছে সে সব লিগে সবচেয়ে বেশি খেলোয়ার
রপ্তানিতে শীর্ষে থাকে ফুটবলের শিল্পের দেশ ব্রাজিল।
পাঁচ বারের বিশ্বকাপ জয়ী এই দলটির
ফুটবলার বিশ্বের ব্যাপক ভাবে সমাদৃত।
২০ মে ২০১৮ পর্যন্ত এই দেশটি থেকে বর্তমানে
১২৩৬ জন ফুটবলার বিশ্বের বিভিন্ন লিগে খেলছে।