নবদল ট্রাভেলার্স

নবদল ট্রাভেলার্স প্রকৃতির লীলা অপার!
পরিবেশ রাখিব পরিপ? রেখে আসো পদচিহ্ন, নিয়ে এসো মায়া
(6)

💙💙💙💙
25/10/2024

💙💙💙💙

আন্ধারমানিক অভিযানে নবদল ট্রাভেলার্স,,,বান্দরবানের লুকায়িত সৌন্দর্য দেখতে নবদল ট্রাভেলার্স আগামী ৭ তারিখ যাচ্ছে আন্ধারম...
25/10/2024

আন্ধারমানিক অভিযানে নবদল ট্রাভেলার্স,,,
বান্দরবানের লুকায়িত সৌন্দর্য দেখতে নবদল ট্রাভেলার্স আগামী ৭ তারিখ যাচ্ছে আন্ধারমানিক অভিযানে,শীতের শুরুর সময় কে বলা যায় আন্দার মানিক ভ্রমণের জন্য উপযুক্ত সময়।

বিস্তারিত জানতে ইনবক্স করুন অথবা কল করুন
সম্রাট:- 01680139540
জুনায়েদ :- 01972689596

দেশের সবচেয়ে বড় ডিসকাউন্ট বাজেটে নবদল ট্রাভেলার্স এর হয়ে আমারা যাচ্ছি চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ চূড়া ক্রিসতং, রুংরাং ...
23/09/2024

দেশের সবচেয়ে বড় ডিসকাউন্ট বাজেটে নবদল ট্রাভেলার্স এর হয়ে আমারা যাচ্ছি চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ চূড়া ক্রিসতং, রুংরাং ও বহুলকাঙ্ক্ষিত ভয়ংকর সাইংপ্রা অভিযানে ।
ছুটিতে যারা একটু কম ট্রেকিং ইভেন্ট চাচ্ছেন তাদের জন্যে আমাদের এই ৪ দিনের প্ল্যান

❑ সম্ভাব্য দর্শনীয় স্থানসমূহঃ
> খেমচং পাড়া
> ক্রিস্তং/জঙ্গল পাহাড় সামিট
> রুংরাং পাহাড় সামিট
>সাইংপ্রা ঝর্ণা
> মিনিয়াং পাড়া
> শামুক ঝর্ণা
> ম্যানকিউপাড়া

প্যাকেজে এর মধ্যে থাকছেঃ
> ঢাকা - আলিকদম ও আলিকদম - ঢাকা বাস টিকেট (নন এসি)
> চান্দের গাড়ীর খরচ
> গাইড খরচ
> নৌকা ভাড়া
> সকল এট্রি ফি
> ৪দিনের ৮ বেলা ভারী খাবার ও দুপুরে শুকনা খাবার ( যেহেতু আমরা ট্রেকে থাকবো তাই)
> তিন রাত থাকার খরচ

প্যাকেজে যা যা থাকছে নাঃ
> আসা-যাওয়ার পথে বাসের যাত্রা বিরতিতে কোন খাবার
> কোন প্রকার পানির খরচ
> যে কোন বাক্তিগত খরচ
> ঔষধ

ভ্রমণ খরচঃ (রেগুলার ফি)৭৫০০/- টাকা জন প্রতি।( ঢাকা টু ঢাকা)
(ডিসকাউন্ট ফি) ৬৫০০/- টাকা জন প্রতি।( ঢাকা টু ঢাকা)

বুকিংয়ের শেষ তারিখঃ ১ অক্টোবর

>

❑ ট্যুর ইনফরমেশন :
যাত্রা শুরু : [ ৮ অক্টোবর ২০২৪ইং ]
যাত্রা শেষ : [১৩ সেপ্টেম্বর ভোর ৬ টায় ]

📌এই ট্যুর মিড ট্রেকিং, সো নিরদ্বিধায় বুকিং করুন।

বিস্তারিতঃ
01972689596 ( জুনায়েদ)
01821660066 (সম্রাট)

আবারও নিরাপদে পাহাড়, ঝর্ণায় ফিরতে চাই
11/08/2024

আবারও নিরাপদে পাহাড়, ঝর্ণায় ফিরতে চাই

06/08/2024

আপনাদের যাদের কাছে ভিডিও আছে মন্দির পাহারার, দ্রুত আমাকে দিন দয়া করে। আমি আন্তর্জাতিক মিডিয়াতে ইমেইল করছি। সেই সাথে দেশভক্ত চ্যানেলকে।

05/08/2024

বাসায়/মন্দিরে/পূজা মন্ডপে/ধর্মীয় উপাসনালয়ে হামলা হলে যোগাযোগ করবেন।

⛔সেনাবাহিনী ক্যাপ্টেন ⛔

1. Dinajpur
20 BIR
CO Lt Col Raushanul Islam, 57 LC
01769682454
2. Mymensingh
21 EB
Capt Faisal
01769208174
3. Sirajganj
40 Fd
Capt Shudipto
01769510524
4. Rampura-7RE Bn,
CO- Lt Col Rehgir Al Shahid,
57 LC, 01769053150
5. Rangpur
30 EB
Capt Ashraf
01615332446
6. Rangpur
34EB (Mech)
Capt Ma-ariz
01745207469
7. Kishorganj (Bhairab)
4 Fd Regt Arty
CO: 01769202354
Capt Raihan
Adjt: 01769202366
8. Jashore
14 BIR
Capt Sabbir
+880 1886-910514
9. Rajbari
2 EB
Capt Enam
+880 1795-615950
10. Dhaka (Jatrabari)
5 BIR (sp bn)
Capt Hemel, 01766162077
11. Uttara , airport, Diabari
CO: 01769024280
Adjt: 01769024284
Capt Sazzad (Parvez):01769510457
12. Cox’s Bazar
9 EB
Capt Muztahid: 01769119988
13. Thakurgaon (7bir)
Lt Faiz -01769510866
Capt Mohtashim -01769009855
14. Mirpur Area (25 AD)
Capt Mahomud : 01833585736
01769024256
Adjt: 01769024254

সবাই এটা শেয়ার/কপি করে রাখুন।

29/06/2024

অনেকদিন মেঘ পাহাড়ের কাছে যাই না। আগামী ১২ই জুলাই রাতের বাসে রওনা হবো। বাজেট ঠিকঠাক করি নাই। আলোচনা করে ঠিক করে নিবো। হাটাহাটির ট্যুর না। কেউ সঙ্গী হলে জানায়েন। দুই/তিন দিনের ট্রিপ হবে।

সম্ভাব্য লোকেশনঃ মিরিঞ্জা ভ্যালী

পাহাড় আর ঝিড়ি ,এইতো আমাদের জীবন
15/04/2024

পাহাড় আর ঝিড়ি ,এইতো আমাদের জীবন

আপনি ব্যস্ত নগরী ছেড়ে শুনশান কোন পাহাড়ি জুমঘরে বসে যখন জীবনের অংক কষবেন... বেশির ভাগ ক্ষেত্রেই আমি খেয়াল করেছি ঋণাত্বকের...
25/03/2024

আপনি ব্যস্ত নগরী ছেড়ে শুনশান কোন পাহাড়ি জুমঘরে বসে যখন জীবনের অংক কষবেন... বেশির ভাগ ক্ষেত্রেই আমি খেয়াল করেছি ঋণাত্বকের চাইতে ধণাত্বক চিন্তা ভাবনা বেশি কাজ করে।

বিশেষ করে, কোন একটা পরিকল্পনার যতগুলো ডালপালা আপনার মাথায় আনা সম্ভব, তার প্রায় সবই আপনার মাথায় আসবে। তার ভালো মন্দ আপনি চিন্তা করতে পারবেন খুব মনোযোগীভাবে। কারণ, তখন আপনার হাতে থাকবে না কোন ডিভাইস। যার ফলে মনোযোগটা ধরে রাখা অনেক অনেক সহজ।

তেমনই একটা পরিকল্পনার ফল স্বরূপ আমি এখন পাহাড়েই যাই না। পুরোপুরি ভাবে কর্মব্যস্ত আমার আইটি প্রতিষ্ঠান নিয়ে...

তবে খুব পাহাড়ে যেতে ইচ্ছা করছে... জানি না আমি আবার কবে পাহাড়ে যেতে পারবো।

23/03/2024

23/03/2024

১২ এপ্রিল রাতে নবদল ট্রাভেলার্স যাচ্ছে ক্রিসতং রুংরাং সামিটে। নবদলের সাথে ভ্রমন করতে ইনবক্স করুন।

New Gemini AI... ;)
20/02/2024

New Gemini AI... ;)

এমন সুন্দর একটি সকাল কে কে উপভোগ করতে চান 😍
13/02/2024

এমন সুন্দর একটি সকাল কে কে উপভোগ করতে চান 😍

13/02/2024

২২ ফেব্রুয়ারি নবদল ট্রাভেলার্স যাচ্ছে ক্রিসতং রুংরাং সামিটে।
বিস্তারিত জানতে ইনবক্স করুন।

আমরা যাচ্ছি আগামী ১১ই জানুয়ারী রাতে ঢাকা থেকেবাজেট জনপ্রতি - ১৫৫০ টাকা মাত্রসাথে থাকবে বাইক্কা বিল, মাধবপুর লেক ও চা-বাগ...
03/01/2024

আমরা যাচ্ছি আগামী ১১ই জানুয়ারী রাতে ঢাকা থেকে
বাজেট জনপ্রতি - ১৫৫০ টাকা মাত্র
সাথে থাকবে বাইক্কা বিল, মাধবপুর লেক ও চা-বাগান

বিস্তারিত মাত্র-১৫৫০ টাকায় শ্রীমঙ্গল ও বাইক্কা বিল ভ্রমন নবদল ট্রাভেলার্স এর সাথে

যোগাযোগ - 01968-864875

হবে নাকি আবার একটা ক্যাম্পিং?
06/10/2023

হবে নাকি আবার একটা ক্যাম্পিং?

এই ট্রিপটি পরিবার 👩‍👩‍👦‍👦 বান্ধব, এই ট্রিপে যে কেউ যুক্ত হতে পারবেন। ট্রিপটি পুরোপুরিভাবে আরামদায়ক ভ্রমণ। তাই বাজেট তুলন...
03/10/2023

এই ট্রিপটি পরিবার 👩‍👩‍👦‍👦 বান্ধব, এই ট্রিপে যে কেউ যুক্ত হতে পারবেন। ট্রিপটি পুরোপুরিভাবে আরামদায়ক ভ্রমণ। তাই বাজেট তুলনামূলক ৭০০-১০০০ বেশি হবে। কারণ আমরা ভালো মানের আবাসিক, ভালো খাবার ও ভালো মানের বোট নেওয়া হবে। ট্যুর নিজের মতো করে কাস্টমাইজ করার সুযোগ থাকছে, সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে ট্যুর বাজেট কমতে ও বাড়তে পারে।

📌ভ্রমণের খসড়া পরিকল্পনা
রাতের জার্নি শেষে, রাঙ্গামাটি পৌঁছে আবাসিক রিসোর্টে ব্যাগ রেখে নাস্তা করবো সকালের। এরপর প্রথম দিন কাপ্তাই লেকের বুক চিড়ে যাবো শুভলং বাজার, বাজারের পাশেই শুভলং ঝর্ণা। ঝর্ণায় গোসল সেড়ে এসে কাপ্তাই লেকের গা ঘেঁষে থাকা কোন একটা রেস্তোরায় দুপুরের খাবার খাবো। এরপর আবার নৌকা করে লংগদুর অভিমুখে লেক ধরে কিছুদূর আগাবো। পাহাড় ও কাপ্তাই লেকের সৌন্দর্য উপভোগ করে ফিরবো কাপ্তাইয়ের প্রাণ কেন্দ্রে থাকা ঝুলন্ত ব্রিজের দিকে। সন্ধ্যাটা সেখানে কাটিয়ে চলে আসবো রিসোর্টে। রাতের খাবার খেয়ে সবাই ঘুমাবো।

দ্বিতীয় দিনের ভ্রমণ কর্মসূচিতে থাকবে পলওয়েল পার্ক, বৌদ্ধ বিহার ও তাঁতপল্লী। এদিনও নৌকা নিয়ে কাপ্তাই লেক ধরে ১ম দিনের বিপরীত দিকে যাবো।

প্রাকৃতিক পাহাড় আর সুবিশাল লেকের পাশে এদিনও আমরা দুপুরের খাবার খাবো। এরপর বিকালে ফিরবো শহরে। সন্ধ্যায় আবার আমরা ফিরতি বাস ধরবো ইন শা আল্লাহ।

📌যা যা দেখবো
* নৈস্বর্গিক কাপ্তাই হ্রদ
* কাপ্তাই ঝুলন্ত ব্রিজ
* শুভলং ঝর্ণা
* পলওয়েল পার্ক
* বৌদ্ধ বিহার
* আদিবাসীদের তাঁতপল্লী

📌অন্যান্য তথ্য
- চন্দ্রা থেকে রাঙামাটি হয়ে আবার চন্দ্রা অবধি বা ঢাকা থেকে রাঙামাটি হয়ে আবার ঢাকা। ব্যক্তিগত খরচ ছাড়া সকল খরচের আমার দেয়া ফি এর ভিতর থাকবে।

📌নিম্নোক্ত বিষয়ের উপর খরচ ধরা হয়েছে-
* যাওয়া আসা নন-এসি বাস ভাড়া (চন্দ্রা থেকে যাতায়াত/ ঢাকা থেকে যাতায়াত)
* সকালের নাস্তা ২ বার
* রাতের খাবার ২ বার
* দুপুরের খাবার ২ বার
* রিসোর্টে থাকার খরচ
* ৩টা এন্ট্রি ফি
* সকল অটোরিকশা, সি এন জি ভাড়া (লোকাল ট্রান্সপোর্ট)
* রিজার্ভ নৌকার খরচ
* নৌকা পার্কিং খরচ
* লাইফ জ্যাকেট খরচ
* গাইড খরচ

📌এইসব বিষয় খরচের বাইরে থাকবে-
* কোন প্রকার ব্যক্তিগত খরচ
* যাওয়া আসার সময় কোন যাত্রা বিরতিতে খাবার খরচ
* কোন প্রকার ব্যক্তিগত ওষুধ
* কোন প্রকার ব্যক্তিগত রাইড বা কায়াকিং করার খরচ

📌বাজেট
চন্দ্রা থেকে চন্দ্রা অবধি - ৬১০০ টাকা
ঢাকা থেকে ঢাকা - ৫৪০০ টাকা

* শিশুদের খরচের বিষয় আলোচনা সাপেক্ষ

📌ভ্রমণ ব্যপ্তি
৩ রাত ২ দিন। ১৯ তারিখ সন্ধ্যা থেকে ২২ তারিখ সকাল অবধি (বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল অবধি)।

(ট্যুরের লোক সংখ্যা ১২ জনের উপরে হলে মোট বাজেট থেকে ৩০০ করে কম নেয়া হবে)

যোগাযোগঃ ০১৮২১- ৬৬ ০০ ৬৬ বা ০১৯৬৮ - ৮৬ ৪৮ ৭৫

#রাঙামাটি #ভ্রমণ #কাপ্তাই #শুভলং

অনেকদিন পর একদিনের ট্যুরে যাচ্ছি, যেতে চাইলে জামাবেন। অনেকের সাথেই দেখা হচ্ছে না আমি টাঙ্গাইল থাকার কারণে।চলে আসুন ট্যুর...
16/09/2023

অনেকদিন পর একদিনের ট্যুরে যাচ্ছি, যেতে চাইলে জামাবেন।
অনেকের সাথেই দেখা হচ্ছে না আমি টাঙ্গাইল থাকার কারণে।
চলে আসুন ট্যুরে, দেখাও হলো আড্ডাও হলো...

Address

Road # 8, House # 1, Block L
Meradia
1213

Alerts

Be the first to know and let us send you an email when নবদল ট্রাভেলার্স posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নবদল ট্রাভেলার্স:

Videos

Share

Category

নবদল ট্রাভেলার্স কি?

বাংলাদেশের বিভিন্ন ভ্রমণ জায়গায় স্বল্প খরচে ভ্রমণ প্যাকেজ ভিত্তিক ভ্রমণকারীদের ভ্রমণ করার সুযোগ করে দেয়াই নবদল ট্রাভেলার্সের কাজ।

Nearby travel agencies


Other Meradia travel agencies

Show All