22/01/2024
Cmc হাসপাতালে এসেছি গত ১৭/০১/২০২৪ তারিখে। আমি ট্রাভেল এজেন্সি ব্যবসার সাথে দীর্ঘ ১২ বছর যাবৎ জড়িত আমার ট্রাভেল এজেন্সির নাম "বাঘা ট্রাভেলস" অসংখ্য রুগী পাঠিয়েছি এই সি এম সি হাসপাতালে তাদের সাথেও ঠিক এই একই ব্যবহার হয়েছে আমাদের সাথে এখন যা হচ্ছে, অত্যান্ত দুঃখ্যের সাথে জানাচ্ছি এখানে মানুষের সাথে এত দূর ব্যবহার করে যা বলার মত নয়, বাংলাদেশ হলে এরা প্রতিদিন মার খাইতো রুগির লোকের হাতে। আর কত যে চিটারি করছে আমাদের সাথে প্রাইভেট ডাক্তারের এপয়েন্টমেন্ট নিচ্ছে ৮০০ ইন্ডিয়ান রুপি অথচ ডাক্তার গুলো মেক্সিমাম জুনিয়র ডাক্তার। এদের হাতে এপয়েন্টমেন্ট থাকলেও তারা চেষ্টা করে কত দেরি করে এপয়েন্টমেন্ট দেওয়া যায়। আজকে আমাদের একটা এপয়েন্টমেন্ট নিতে বলল ডাক্তার গেলাম MRO তে এপয়েন্টমেন্ট এর কথা বল্লাম তিনি জানালেন আগামি এক সপ্তাহে কোনো এপয়েন্টমেন্ট নাই আমি বল্লাম এখানে আর চিকিৎসা করাবো না আমাদের ২৩/২৪ তারিখে যে এপয়েন্টমেন্ট আছে সেগুলা বাতিল করুন আমরা আর সি এম সিতে চিকিৎসা করাবো না তারপর ঠিক ২৪ তারিখ সে এপয়েন্টমেন্ট করে দিলো অবাক হয়ে গেলাম আমি যে ভাইকে এখানে নিয়ে এসেছি তাকে বলেছিলাম কোনো কিছুর বিনিময়ে এদের অনিয়ম করানো যাবেনা কিন্তু তার চোখের সামনে হাজারো অনিয়ম চলতেছে একটা একটা করে সে আমাকে দেখালো। যেমন আজ আমাদের ENT ডাক্তারের এপয়েন্টমেন্ট ছিলো গেলাম ডাক্তারের কাছে ডাক্তার বললো ৩১১ গিয়ে টেষ্টের টাকা জমা দিয়ে আসেন গেলাম টাকা জমা দিতে আমরা লাইন ধরে প্রায় ৩০ মিনিট দারিয়ে আছি ওনারা সাইডের গেট দিয়ে টাকা নিয়ে অন্যদের কাজ করে দিচ্ছে অথচ আমরা দারিয়ে আছি আমি বল্লাম এইটা কি আপনারা ঠিক করছেন সিকিউরিটি গার্ড কিজে বাজে ব্যবহার করলো সেটা আর বলার মত নয়। এখানকার একেকটা সিকিউরিটি গার্ড নিজেকে মনে করে আমরা ওদের গোলাম যা খুশি তাই করবে আমরা কিছু বলতে পারবো না। একটা আল্টাসোনোগ্রাম করতে সময় লাগে সর্বোচ্চ ১০ মিনিট আমাদের আল্টাসোনো করাতে বলেছে ১৮ তারিখ আর এই আল্ট্রাসোনো ডেট দিয়েছে ২৪ তারিখ, একটা আল্ট্রা করতে যদি ৫ দিন অপেক্ষা করতে হয় তাহলে আরো বড় বড় টেষ্ট করতে কতদিন অপেক্ষা করা লাগতে পারে! একটু খরচ কমের আসায় এখানে অনেক মানুষ আসে চিকিৎসা করাতে হসপিটালে খরচ কম হলেও এদের যে চিকিৎসা ব্যবস্থা তাতে এখানে হোটেল ভাড়া আর খাওয়া খরচ হিসাব করলে চিকিৎসা খরচ অনেক বেশি হয়ে যায়, আর নিজের দেশের কাজ কাম ফেলে এদের চক্করে দিনের পর দিন ঘুরতে হয়। তার থেকে ভালো অন্যান্য যে কোনো হসপিটালে চিকিৎসা করলে এর থেকে কম সময়ে কম খরচে চিকিৎসা করা সম্ভব। এর আগে আরেক বার আমি সি এম সিতে এসেছিলাম দেখেছিলাম অনেক বড় বড় ডাক্তার এখানে ছিলো এইবার এসে দেখি সেই সকল মেক্সিমাম ডাক্তার নেই। আর ডাক্তাররা রুগি বসিয়ে রেখে মোবাইল নিয়ে ব্যস্ত বেশি থাকছে। এমন কি ইন্টারনি ডাক্তার দিয়েও এখন রুগি দেখাচ্ছে। এই ভেলোরে আরো অনেক হাসপাতাল আছে সি এম সির থেকে ভালো মানের চিকিৎসা সেবা প্রদান করছে এমন কি সি এম সি হাসপাতালের আগের যে বড় বড় ডাক্তার তারা এখন ভেলোরের অন্যান্য হাসপাতালে রুগি দেখছেন। চেন্নাই, বেঙ্গালুরু, দিল্লি, হায়দ্রাবাদ, সালেম, মুম্বাই অনেক ভালো মানের হসপিটাল আছে সেখানে চিকিৎসা করুন চিকিৎসাএ ভালো খরও কম। একটু গুগল সার্চ করে দেখেন অনেক হসপিটাল পাবেন আমি সাজেষ্ট করবো সি এম সি পরিহার করুন।