Visa-Air Ticket Info BD -ভিসা ও টিকেট তথ্যবাংলাদেশ

  • Home
  • Bangladesh
  • Mirpur
  • Visa-Air Ticket Info BD -ভিসা ও টিকেট তথ্যবাংলাদেশ

Visa-Air Ticket Info BD -ভিসা ও টিকেট তথ্যবাংলাদেশ Visa Ticket Passport Hajj Umrah helping centre in Bangladesh

ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চালাতে পাকিস্তানি এয়ারলাইন্স 'ফ্লাই জিন্নাহ' কে অনুমোদন দিয়েছে সিভিল অ্যাভিয়েশন!. Raha Hajj Tou...
03/02/2025

ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চালাতে পাকিস্তানি এয়ারলাইন্স 'ফ্লাই জিন্নাহ' কে অনুমোদন দিয়েছে সিভিল অ্যাভিয়েশন!. Raha Hajj Tours & Travels

📣ইতিকাফ বিষয়ক তথ্য ও পরামর্শঃলিখেছেনঃ ইবনে সাইফই'তিকাফের গুরুত্ব ও ফযিলত আমরা সবাই জানি। অনেকেরই আল্লাহর ঘরে ই'তিকাফ করা...
03/02/2025

📣ইতিকাফ বিষয়ক তথ্য ও পরামর্শঃ
লিখেছেনঃ ইবনে সাইফ
ই'তিকাফের গুরুত্ব ও ফযিলত আমরা সবাই জানি। অনেকেরই আল্লাহর ঘরে ই'তিকাফ করার ইচ্ছা থাকে তবে সামর্থ্য থাকে না। অনেকের সামর্থ্য থাকে তবে তথ্যের অভাবে ই'তিকাফ করতে পারে না বা বসলেও খুবই কষ্টের মধ্যে থাকে। এছাড়া অনেকেই ই'তিকাফ সম্পর্কে বিভিন্ন পরামর্শ চান। এই সব কিছু চিন্তা করে নিজের গত বছরের অভিজ্ঞতার আলোকে কিছু লেখা লিখছি। এই লেখা থেকে কোন মুসলিম ভাই উপকার পেলে সেটাই আনন্দের হবে।
মক্কায় রামাদানের শেষ ১০ দিনে বিভিন্ন জায়গায় অনেক বেশি রেস্ট্রিকশন থাকে। চলাচলের জায়গা বন্ধ করে দেয়া হয়। আপনি এতে বিরক্ত হতে পারেন। তবে ২০-২৫ লাখের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেন্ট্রাল সিস্টেম থেকে প্রতিটা এলাকা আলাদা করে সাজানো হয়। এগুলোর এন্ট্রি ও এক্সিট মানুষের ফ্লো অনুযায়ী ব্যালেন্স করা হয়। এগুলো যদি উন্মুক্ত করে দিত তবে হাজারো লোক পদদলিত হয়ে মারা যেত।
এখানে গতবছর গড়ে প্রতিদিন দেড় হাজারের বেশি মানুষ ইমার্জেন্সি চিকিৎসা সেবা পেয়েছে। ইমার্জেন্সি সেবা নিশ্চিতের জন্যও বেশ কিছু জায়গা খালি রাখা হয়।
গতবার ২৬ এর রাতে তারাবীহের পর দারুত তাওহীদ থেকে সাফা টাওয়ার পর্যন্ত গিয়ে আবার ফেরত আসতে কিয়ামুল লাইল শুরু হয়ে দু'রাক'আত মিস করতে হয়েছে আমার।
শুধুমাত্র ভীড়ের জন্য।
আর দয়া করে রামাদানের শেষ দশকে উমরাহ ছাড়া অবৈধ উপায়ে মুহরিম না হয়ে ইহরাম পরে তাওয়াফ করতে যাবেন না। এইসব প্রতারণার মাধ্যমে মানুষকে দেয়া কষ্ট আপনার সিয়াম ও কিয়াম দুইটাই বরবাদ করে দিতে পারে। আল্লাহ বুঝ দিক আমাদের।
গত বছরের অভিজ্ঞতায়-
🔘 বাদশাহ আব্দুল্লাহ এক্সটেনশনে ই'তিকাফ করা সহজ এবং সুবিধাজনক।
🟢 সুবিধা বলার কারণ,
১। এটার বিল্ডিংয়ে ওযুর ব্যবস্থা রয়েছে।
২। ওয়াশরুম খুবই কাছে তুলনামূলকভাবে। সালাতের সময় ছাড়া ওয়াশরুম খালিই থাকে।
৩। সালাতের সময় ছাড়া চলাচল উন্মুক্ত রাখা হয়।
৪। উমরাহকারীদের ভীড় এদিকে নেই।
৫। হাসপাতাল কাছেই আছে। জরুরী প্রয়োজনে দ্রুত যাওয়া যায়।
৬। বিশাল কম্প্লেক্স। বড় কর্মকর্তারা পুরোটা ঘুরে না।
৭। ওয়াশরুমের জন্য বের হলে ভিতরে ঢুকা তুলনামূলকভাবে সহজ।
৮। বাহিরে বড় চত্ত্বরে খাবার খেতে পারবেন।
🔺 অসুবিধা,
১। বাঙালি খাবার স্থান দূরে।
২। ইবরাহীম খলিল রোডের হোটেল অনেক দূরে। আজয়াদেরগুলো কিছুটা কাছে। (জারওয়াল বা তাইসীরে রুম রাখতে হবে)
৩। বাথরুমে গোসলের জায়গা নেই। আলাদা ব্যবস্থাগুলো খুলেছে কিনা জানি না।
৪। খাবার পানি সবসময় ঠান্ডা থাকে। নরমাল পানি দেয় না।
৫। ভিতরের এসি অনেক বাড়ানো থাকে। শীতের কাপড় লাগে মাঝে মাঝে।
৬। কিছু কিছু জায়গায় গতবার ইফতার পৌছেনি। এবার এই সমস্যা থাকবে না। এরপরও বুঝে শুনে জায়গা নির্ধারণ করতে হবে।
৭। ই'তিকাফ অবস্থায় তাওয়াফ করতে গেলে আপনাকে বাদশাহ ফাহাদ এক্সটেনশনে যেতে হবে। এই দিক থেকে যাওয়ার পথ খোলা থাকে খুবই কম সময়। রামাদানে খোলার রাখার সম্ভাবনা নাই বলা চলে। তাওয়াফ করা যাবে নাকি যাবে না সেটা আলেমদের জিজ্ঞেস করে নিবেন।
🔘 বাদশাহ ফাহাদ এক্সটেনশনের সমস্যা,
১। ওযুর জন্যও বাহিরে যেতে হয়।
২। ওয়াশরুম দূরে এবং একই ওয়াশরুম অনেক মানুষ ২৪ ঘন্টা ব্যবহার করে। ফলে ভীড় ২৪ঘন্টা লেগে থাকে।
৩। উমরাহকারীদের ও বাহির থেকে আগত মুসল্লিদের ভীড় বেশি থাকে। ফলে চলাচলের অনেক জায়গায় নিরাপত্তার কারণে বিভিন্ন সময় বন্ধ করে দেয়া হয়।
৪। বিভিন্ন ভিআইপিদের যাতায়াত থাকে ফলে প্রোটকল জনিত সমস্যাও তৈরী হয়।
৫। একটু পর পর পুলিশরা এসে ঘুম থেকে উঠায় দিবে।
৬। ওয়াশরুমের জন্য বের হলে ভিতরে ঢুকা অনেক কঠিন।
🔺 সুবিধা,
১। বাঙালি খাবার হোটেল কাছে।
২। আজয়াদ ও ইবরাহীম খলিল রোড কাছে।
৩। সহজে তাওয়াফের জন্য যাওয়া যায়। (বৈধভাবে যাবেন গেলে)
৪। নরমাল পানি পাওয়া যায়।
৫। সালাতের সময় ভিতরে থেকে জায়গা বদলিয়ে কা'বা ভিউতে গিয়ে সালাত পড়া যেতে পারে সহজে।
✳️ যারা ই'তিকাফে বসবেন তাদের জন্য পরামর্শ,
১। শুকনা খাবার খাওয়ার মানসিক প্রস্তুতি নিতে হবে।
২। প্রস্রাব পায়খানার ক্ষেত্রে নিজের কন্ট্রোল থাকতে হবে। একটু পরপর প্রস্রাবের সমস্যা বা পায়খানার সমস্যা থাকলে আপনি হারামের হুদুদে অন্য কোথাও ই'তিকাফ করাই ভালো।
৩। খেজুর, টক দই, রুটি, পনির খাওয়ার অভ্যাস থাকতে হবে ১০ দিনের জন্য।
৪। প্রচুর হাটার অভ্যাস তৈরী করুন। দৈনিক ১০-১৫ কি.মি. 🙂
৫। বিভিন্ন সময় চলাচলের জায়গা নিরাপত্তার জন্য বন্ধ করা হবে। তখন ধৈর্যের দরকার হবে।
৬। মক্কার হারামের কোনদিকে কি আছে, কোন দিকে গেলে আপনার বসার স্থান, এগুলো সব চিনে রাখতে হবে। অধিকাংশ কর্তব্যরত পুলিশরা এগুলো চিনে না।
৭। কারো সাথে সাক্ষাতের জন্য মাসজিদের বাহিরে জায়গা নির্ধারণ করবেন। ভিতরে নির্ধারণ করলে আপনি কোন দিনও সেই জায়গা খুজে পাবেন না।
৮। প্রয়োজনীয় ওষুধ, কাগজ, কিছু টাকা, ভিসার কপি, পাসপোর্ট কপি, কলম, মিসওয়াক, ট্রাভেল সাবান, টিস্যু এগুলো ছোট্ট একটা হ্যান্ড ব্যাগে রাখবেন। পিঠের ব্যাগ না। সাথে একটা জায়নামাজও রাখতে পারেন। এওএবারে পাতলাগুলো।
৯। সিভিট জাতীয় ট্যাবলেট রাখবেন সাথে।
১০। পাওয়ার ব্যাংক ২০ হাজার এমএইচের রাখবেন সাথে অন্তত একটা। এই চিন্তা করবেন না যে আমি ফোন চালাব না তাই লাগবে না।
১১। সাউদিতে থ্রি পিনের সব চার্জিং পোর্ট। তাই থ্রী পিনের এডাপ্টার আনবেন অবশ্যই। ১০ রিয়ালের বাজে কনভার্টার দিয়ে বহুকাল লেগে যাবে চার্জ হতে।
১২। মোটা জায়নামাজ ও ইহরামের কাপড় নিয়ে ঢুকবেন। জায়নামাজ নিচে বিছিয়ে রাখবেন ও শুবেন এতে। ইহরাম গায়ে দিবেন। সালাতের জন্য পাতলা জায়নামাজকে মাথার বালিশ বানাবেন। পুরাই ভি আইপি ঘুম! 😊
১৩। কাপড়চোপড় ও ব্যাগ রাখার জন্য কয়েকজন মিলে একটা রুম ভাড়া নিয়ে রাখবেন।
১৪। ঈদের চাঁদ উঠলেই বের করে দিবে। দ্রুত বের হয়ে ঈদের সালাতের প্রস্তুতি কিভাবে নিবেন সেই পরিকল্পনা করবেন।
১৫। রেজিস্ট্রেশন না পেলে আপনাকে ১৯ বা ২০ তারিখ রাতেই জায়গা দখল করতে হবে।
১৬। ফজরের পর থেকে ৭টা পর্যন্ত এরপর ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এরপর যোহর পর্যন্ত ঘুমাতে পারবেন। এই রেজিস্ট্রেশন না থাকলে এই তিনবার ডেকে উঠায় দেয়া হবে। এরপর আপনি যোহরের পর বা আসরের পর বিশ্রাম নিতে পারবেন।
১৭। হালকা কাপড় রাখবেন। নরমাল স্যান্ডেল রাখবেন তবে মোজা পড়া যায় এমন।
১৮। স্পঞ্জের নরম স্যান্ডেল ব্যবহার করবেন। ভীড়ের হাটার মধ্যে কারো পায়ে চাপ পড়লেও যেন সে ব্যাথা কম পায়।
১৯। খাবার স্যালাইন রাখবেন।
রামাদানে ই'তিকাফ করার জন্য দরকার মানসিক শক্তি ও আল্লাহর তাওফিক। তাই আল্লাহর কাছে তাওফিক কামনা করুন।
আপডেট: বাদশাহ ফাহাদ এক্সটেনশনেও এখন নরমাল পানি পাওয়া যায় না। অর্থাৎ পুরো হারামে কোথাও নরমাল পানি নেই বলা যায়।
আপডেট: ১৭ মার্চ বা সাউদির ৭ রামাদান ১৪৪৫ এ নুসুক থেকে ই'তিকাফের রেজিস্ট্রেশন শুরু হবে ইনশাআল্লাহ।

আলহামদুলিল্লাহ! প্রিয় আরিফ ভাই ও ভাবি ৩০ জনের আরেকটি ওমরাহ হজ কাফেলার সাথে আজকে  ( ৩ ফেব্রুয়ারি  ২০২৫) বাইতুল্লাহ উদ্দেশ...
03/02/2025

আলহামদুলিল্লাহ! প্রিয় আরিফ ভাই ও ভাবি ৩০ জনের আরেকটি ওমরাহ হজ কাফেলার সাথে আজকে ( ৩ ফেব্রুয়ারি ২০২৫) বাইতুল্লাহ উদ্দেশ্যে রওনা হয়েছেন। আল্লাহ যেন এই সফরকে সহজ করেন কবুল করুন। আমিন। আমাদের পরবর্তী রমজান মাসে ও রমজানের আগে পরে অনেক গুলো উমরাহ কাফেলা যাবে ইন শা আল্লাহ আপনিও আমাদের সাথে সফর সংি হতে চাইলে যোগাযোগ করতে পারেন 01911-636055 Raha Hajj Tours & Travels

১৪তারিখ সুন্দর একটা উমরাহ পাকেজ সৌদি এয়ারে ৩টা সিট খালি আছে। মক্কা হোটেল ৫০০মিটারমদীনা ২০০মিটার 01911-636055.  Raha Hajj...
02/02/2025

১৪তারিখ সুন্দর একটা উমরাহ পাকেজ সৌদি এয়ারে ৩টা সিট খালি আছে।
মক্কা হোটেল ৫০০মিটার
মদীনা ২০০মিটার 01911-636055. Raha Hajj Tours & Travels

বাংলাদেশসহ ১৪ টি দেশের ১ বছরের জিয়ারা ভিসা বন্ধ। 😭😭😭শুধু মাএ ১ মাসের ভিসা দিচ্ছে।। Raha Hajj Tours & Travels
02/02/2025

বাংলাদেশসহ ১৪ টি দেশের ১ বছরের জিয়ারা ভিসা বন্ধ। 😭😭😭
শুধু মাএ ১ মাসের ভিসা দিচ্ছে।। Raha Hajj Tours & Travels

02/02/2025

"🇧🇩 *২০ ফেব্রুয়ারী ট্রানজিট ফ্লাইটে ওমরাহ গ্রুপ* 🇸🇦

🗓️ *ফ্লাইট শিডিউল*
যাওয়া : 20-FEB=DAC-BOM-JED (২ঘন্টা ট্রানজিট ফ্লাইট- এয়ার ইন্ডিয়া)
আসা : 05-MAR-JED-BOM-DAC (ট্রানজিট ফ্লাইট- এয়ার ইন্ডিয়া)
টাকা ১৫৫০০০/- মাত্র Raha Hajj Tours & Travels

31/01/2025

রেকর্ড সংখ্যক উপস্থিতি নিয়ে আজকের মসজিদে নববীর জুমআর নামাজ !!
হারামের বর্ধিত অংশের খন্ডিত চিত্র!!

30/01/2025

আসসালামু আলাইকুম, আপনি কি রমজানে উমরাহ্‌র জন্য প্রস্তুত? আমরা আছি আপনার পাশে!
Raha Hajj Tours & Travels এর বিশেষ উমরাহ্‌ প্যাকেজে আপনি পাবেন:

✅ মক্কা ও মদিনার নিকটবর্তী হোটেলে থাকার সুবিধা
✅ অভিজ্ঞ মোয়াল্লেমের সার্বক্ষণিক সহযোগিতা
✅ ইতেকাফের বিশেষ ব্যবস্থা

আপনার ইবাদতের সফরকে করুন আরও অর্থবহ ও স্মরণীয় করে তুলতে আজই যোগাযোগ করুন: 01911-636055

মক্কায় অনেক হোটেল বন্ধ হয়ে যাচ্ছে!হোটেল কর্তৃপক্ষের কাগজপত্র ঠিক না থাকায় অনেক হোটেল বন্ধ করে দিয়েছে সৌদি সরকার। এমনকি অ...
30/01/2025

মক্কায় অনেক হোটেল বন্ধ হয়ে যাচ্ছে!

হোটেল কর্তৃপক্ষের কাগজপত্র ঠিক না থাকায় অনেক হোটেল বন্ধ করে দিয়েছে সৌদি সরকার। এমনকি অনেক চালু হোটেল থেকে হাজীদেরকে বের করে দিয়েছে। ট্রাভেল-এজেন্সির মালিকদের বলছি; কম দামের প্যাকেজ করতে বুঝে-শুনে করবেন।

বাংলাদেশের হাজিদের অবস্থা হলো; বাংলাদেশ থেকে উমরাহ করতে আসার সময় কম দামের প্যাকেজ চায়! আর মক্কা-মদিনায় এসে ফাইভ-স্টার হোটেলের সার্ভিস চায়! সুতরাং ভেবেচিন্তে ডিসিশন নিবেন। Raha Hajj Tours & Travels

30/01/2025

ফেব্রুয়ারী মাস জুড়ে ২০২৬ সালের প্রাক-নিবন্ধন-এ বিশাল ডিস্কাউন্ট অফার চলছে।
৩০ হাজার টাকার পরিবর্তে ১০ হাজার টাকা ডিস্কাউন্টে মাত্র ২০ হাজার টাকায় প্রাক-নিবন্ধন করুন!!

আলহামদুলিল্লাহ! ৪০ জনের আরেকটি ওমরাহ হজ্ব কাফেলা (২৭ জানুয়ারি ২০২৫) অনেকেই বিশ্বস্ত হজ্ব এজেন্সি অনুসন্ধান করে থাকেন ৷পব...
27/01/2025

আলহামদুলিল্লাহ! ৪০ জনের আরেকটি ওমরাহ হজ্ব কাফেলা (২৭ জানুয়ারি ২০২৫)
অনেকেই বিশ্বস্ত হজ্ব এজেন্সি অনুসন্ধান করে থাকেন ৷
পবিত্র হজ্ব ও ওমরাহ পালনে আপনার বিশ্বস্ত সহযোগী আমাদের হজ গ্রুপ বাংলাদেশ এজেন্সি।
আমাদের একটি হজ গ্রুপ বাংলাদেশ প্রায় ১৯ বছর ধরে সততার সাথে কাজ করে আসছেন। আলহামদুলিল্লাহ!!!
তাই নিশ্চিন্তে, নির্দিধায় আমাদের হজ গ্রুপকে আপনার হজ্জ পালনের বিশ্বস্ত সঙ্গী হিসেবে বেছে নিতে পারেন ইনশাহআল্লাহ!!! Raha Hajj Tours & Travels

27/01/2025

৬ ফেব্রুয়ারী এয়ার ইন্ডিয়া ১৬ টি সিট খালি আছে। টিকা লাগবে না। পাকেজ ১৬৫০০০/-

"🇧🇩 *২০ ফেব্রুয়ারী ট্রানজিট ফ্লাইটে ওমরাহ গ্রুপ* 🇸🇦🗓️ *ফ্লাইট শিডিউল*যাওয়া : 20-FEB=DAC-BOM-JED  (২ঘন্টা ট্রানজিট ফ্লাইট...
26/01/2025

"🇧🇩 *২০ ফেব্রুয়ারী ট্রানজিট ফ্লাইটে ওমরাহ গ্রুপ* 🇸🇦
🗓️ *ফ্লাইট শিডিউল*
যাওয়া : 20-FEB=DAC-BOM-JED (২ঘন্টা ট্রানজিট ফ্লাইট- এয়ার ইন্ডিয়া)
আসা : 05-MAR-JED-BOM-DAC (ট্রানজিট ফ্লাইট- এয়ার ইন্ডিয়া) ১০টি সিট খালি আছে। যাদের হাজী আছে দ্রুত কনফার্ম করুন 01911-636055

যারা ২০২৫ সালে হজ্জে যাওয়ার নিয়ত করেছেন এবং বিশেষ কোনো কারনে এখনো নিবন্ধন করতে পারেননি তারা জরুরি ভিত্তিতে যোগাযোগ করত...
25/01/2025

যারা ২০২৫ সালে হজ্জে যাওয়ার নিয়ত করেছেন এবং বিশেষ কোনো কারনে এখনো নিবন্ধন করতে পারেননি তারা জরুরি ভিত্তিতে যোগাযোগ করতে পারেন। কোটা খালি থাকা সাপেক্ষে বিশেষ কোটায় হাজী নেওয়া যাবে ইনশাআল্লাহ। Raha Hajj Tours & Travels

💥বিমানের টিকেট করুন সাশ্রয়ী মূল্যে!! International & Domestic Air Tickets at Affordable Price💥📅 এছাড়াও যেকোনো বিমানের ট...
23/01/2025

💥বিমানের টিকেট করুন সাশ্রয়ী মূল্যে!! International & Domestic Air Tickets at Affordable Price💥
📅 এছাড়াও যেকোনো বিমানের টিকেটের ডেট চেঞ্জ করুন সাশ্রয়ী মূল্যে! Air Ticket Date Change/Reissue at affordable cost!
Raha Air International -এ আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ বিমানের টিকেটে থাকছে মূল্য ছাড়!!
✅যেকোনো সময় যেকোনো দেশের বিমান টিকেট সাশ্রয়ী মূল্যে পেতে আমাদের সাথে যোগাযোগ করুন |
টিকেট বুকিং ও বিস্তারিত তথ্যের জন্য:
যোগাযোগ
Raha Air International
📞 বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন আমাদের অফিস অথবা কল করুন :
🔹01911636055 🔹01620455100 ইমেইল : [email protected]
www.facebook.com/visaticket123
🏢 House- 15, Avenue-2, D Block Mosjid Gate, Pallabi Mirpur Dhaka-1216

19/01/2025

যারা বয়স্ক বাবা মাকে উমরাহতে পাঠাতে চান, তাদের প্রতি করজোরে অনুরোধ

অবশ্যই সাথে কমবয়স্ক কাউকে পাঠাবেন। একজন বয়ষ্ক মানুষ মুলত ছোট শিশুর মত। অনেক কিছু বুঝেন না, রাস্তাঘাট চিনেন না। তারা হাটতে চলতে পারে, শক্ত সামর্থ, তারপরও একা পাঠানোর ডিসিশন না নেয়ার অনুরোধ করবো। মুআল্লিম বা গাইডের উপর ভরসা করে পাঠিয়ে দেন অনেকেই, কিন্তু একজন মুআল্লিমের কাঁধে ১০০/১৫০ মানুষের দায়িত্ব থাকে। একজনকে কতক্ষন দেখে রাখা সম্ভব?

দ্বিতীয়ত, বয়ষ্ক কেউ গেলে অবশ্যই ফ্যামিলি রুম নিবেন। প্রয়োজনে এটার জন্য অতিরিক্ত অর্থ পরিশোধ করুন, কিন্তু শেয়ারিং রুমে বয়ষ্কদের রাখবেন না। বয়ষ্ক মানুষেরা টয়লেট চেপে রাখতে পারেন না। এক রুমে তিন/চার জন অন্য ফ্যামিলির লোক থাকলে, ওয়াশরুম ইউস করতে তাদের প্রবলেম হয়। বেশি ঠান্ডাতে তাদের কষ্ট হয়। অন্যান্যরা এসি বাড়িয়ে দিলে তাদের ঠান্ডা লেগে যায়। চক্ষুলজ্জার কারনে হয়তো তখন বলতে পারেন না, কিন্তু তাদের কষ্ট হয় খুব।

আমরা অনেকেই বাবা মার আগ্রহের কথা চিন্তা করে তাদের উমরাহতে পাঠিয়ে তো দেই, কিন্তু তাদের অনেকেই খুব বাজে অভিজ্ঞতা নিয়ে ফেরত আসেন। এবার প্লেনে এক মুরুব্বীর সাথে দেখা। উনি বলেই ফেললেন, আর কোন দিন আসমু না। এত কষ্ট জানলে কি আর আইতাম?

এরকম কথার প্রথম দায়টা কার? ভেবে দেখবেন আশা করি।

লেখক- উমায়ের

আলহামদুলিল্লাহ্ !!! আজ ১৯ জানুয়ারী  প্রিয় হাজি সাহেবা যাচ্ছেন বাইতুল্লাহ সফরে , আপনি যাচ্ছেন কবে ??? !!! পরবর্তী কাফেল...
19/01/2025

আলহামদুলিল্লাহ্ !!! আজ ১৯ জানুয়ারী প্রিয় হাজি সাহেবা যাচ্ছেন বাইতুল্লাহ সফরে , আপনি যাচ্ছেন কবে ??? !!!
পরবর্তী কাফেলা ১২ ফেব্রুয়ারি আসন সংখ্যা সীমিত।।
যোগাযোগ করুন Raha Hajj Tours & Travels 01911-636055

চিল্লা ও রমজানের রহমত উমরাহ  পাকেজ মাত্র ১৭০০০০/-  ফেব্রুয়ারি ১২ তারিখ ১৩৫০০০/- 😊 01911-636055
19/01/2025

চিল্লা ও রমজানের রহমত উমরাহ পাকেজ মাত্র ১৭০০০০/- ফেব্রুয়ারি ১২ তারিখ ১৩৫০০০/- 😊 01911-636055

Address

Mirpur
1236

Alerts

Be the first to know and let us send you an email when Visa-Air Ticket Info BD -ভিসা ও টিকেট তথ্যবাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Visa-Air Ticket Info BD -ভিসা ও টিকেট তথ্যবাংলাদেশ:

Videos

Share