02/07/2022
সতর্কতা মুলক পোস্টঃ
কাশ্মীর সংক্রান্ত 💣💣
কুরবানির ঈদে অনেকেরই অফিস ছুটি এবং স্কুল বন্ধ হওয়ায়, স্বপ্নের কাশ্মীরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু সঠিক তথ্য না জেনে গেলে ভূস্বর্গ দোযখের মতো মনে হবে। তাই সঠিক তথ্য জেনে ডিসিশন নিন--
--- আগামী ১ লা জুলাই থেকে, অমরনাথ যাত্রা শুরু হচ্ছে, থাকবে ৪০ দিন। এই অমরনাথ যাত্রা ৪ বছর পর হচ্ছে, তাই এবার আয়োজন অনেক বেশী। প্রায় ১২ লাখ লোক এই যাত্রায় যাবে। অনেকটা আমাদের হজ্বের মতো। অমরনাথ যাত্রা পথ সোনমার্গ এর রাস্তা দিয়ে বালতাল হয়ে পিছন থেকে এবং সামনে থেকে পেহেলগাম এর চন্দনওয়ারি হয়ে। অমরনাথ যাত্রায় যারা আসে, তারা ২ মাস আগে রেজিষ্ট্রেশন করে, কার্ড করে, এই রাস্তায় চলাচল করে। অমরনাথ যাত্রার জন্য আসন্ন ভোগান্তি ---
১. কার্ড সাথে না থাকলে পুরো কাশ্মীরের বিভিন্ন রাস্তায় চলাচল করতে দিবে না। পুরো রাস্তা BSF এবং army, Police পাহারায় আছে, দেখলে মনে হবে যুদ্ধ লেগেছে।
২. পেহেলগাম এবং সোনমার্গে রাস্তা ট্যুরিস্টদের জন্য সময় বেধে দেয়া হয়েছে। ভোর ৬-৯ এবং আবার সন্ধ্যায়। অর্থাৎ বাকি সময় চলাচল করতে দিবে না।
৩. ১২ লাখ লোকের ৭০% থাকবে শ্রীনগর এবং ৩০% থাকবে পেহেলগাম। তাই এই সময় প্রচন্ড ভীড়, খাওয়ার দাম বেশী, হোটেল খরচ বেশী এবং সহজে পাওয়া যাবে না।
৪. গাড়ি বেশীর ভাগ আজ থেকে অমরনাথ যাত্রায় ব্যবহৃত হবে, তাই টুরিস্ট দের গাড়ি ভাড়া করতে জীবন শেষ হয়ে যাবে।
-- কাশ্মীরে ১ লা জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত Monsoon, এই সময়টা গড়ে ১৮ দিন মাসে বৃষ্টি হয় (যদিও বৃষ্টি পরিমাণে কমই হয়)। বৃষ্টি হলে তাপমাত্রা সহনীয় থাকে, তবে অনেক জায়গায় যাওয়া না। যেমন-- বাইসারান এ যেতে কাদা মাড়িয়ে ঘোড়ারই অনেক কষ্ট হয়, ইয়া নাফসি ইয়া নাফসি পড়তে পড়তে যাওয়া লাগবে। বৃষ্টি কম হলে, তাপমাত্রা অসহনীয়। দিনে ৩৫-৩৬ এবং রাতে ২০-২২। এত রোদ যে মাথা ব্যাথা করে। কোথাও গিয়ে শাম্তি পাবেন না।
-- ১ লা জুলাই থেকে গুলমার্গে কোনো বরফ পাবেন না। আর বৃষ্টি হলে গন্ডোলা বন্ধ থাকে। সামান্য বরফ সিনথান টপ, ক্রিসতোয়ারে পাবেন। সোনমার্গে গ্লেসিয়ার হাজার বছর ধরে একি রকম, তাই সেখানে কিছু পাবেন।
-- যারা বাই রোড এসে ইন্ডিয়ান বর্ডার পার হবেন, তাদের হেলথ ডিক্লেয়ারেশন এর ফর্মের লাইনে ৫-৬ ঘন্টা কাটিয়ে দেয়া লাগবে। এটা মারাত্মক অসহনীয়।