Naser travel blog

Naser travel blog This is the page of travel information of visa process, tourist guidelines, air ticket, to help to the travel hunter.

14/02/2024

ভ্যালেন্টাইন্স ডে’র পরের দিন ম্যারেজ ডে রাখা উচিত ছিল। তাহলেই বোঝা যেত কার মনে কত প্রেম।

সমকামী এক জাতি ধ্বংসের ইতিকথা।
29/01/2024

সমকামী এক জাতি ধ্বংসের ইতিকথা।

পুরুষ মানুষের পুরুষত্ব হলো টাকায়।আমার টাকা আছে আমার কদর আছে,সন্মান আছে। টাকা নেই কদরও নেই, সন্মানও নেই। পুরুষ মানুষের সৌ...
11/01/2024

পুরুষ মানুষের পুরুষত্ব হলো টাকায়।আমার টাকা আছে আমার কদর আছে,সন্মান আছে। টাকা নেই কদরও নেই, সন্মানও নেই। পুরুষ মানুষের সৌন্দর্য প্রেম কিংবা এক মাত্র প্রেমিকা টাকা। যে পুরুষের টাকার পাহাড়ে ঘুমায় তার গায়ের তলায় ভালবাসা জেগে থাকে। টাকাই আপনার ভালবাসাকে রাতের অন্ধকারে পাহারা দেয়।

আপনি পুরুষের টাকা আছে, সমাজ, পরিবার, আত্মীয় স্বজন,বন্ধুবান্ধব, এমনকি রাষ্ট্রও আপনার মাথায় হাত বুলাবে। আপনি যত টাকার মালিক আপনার বীরত্বের জায়গাটা ততো উঁচু।

পুরুষ মানুষ টাকা দিয়ে ভালবাসা কিনতে পারে। পৃথিবীতে মায়ের ভালবাসার সাথে কারো তুলনা হয় না, সেখানেও টাকাই দামী কাগজ। ধরুন আপনারা দুই ভাই এক ভাইয়ের কোন রকম সংসার চলে যায়,আর আপনি টাকার বিছানায় ঘুমান। তখন দেখবেন ভালবাসার ভাগ দুই ভাইয়ের মাঝে এমননি কম বেশি হয়ে যাবে।

ধরুন আপনি একটা মেয়েকে প্রচন্ড ভালবাসেন,মেয়েটাও আপনাকে ভালবাসে। মেয়েটার পরিবার সবই জানে।আপনি মেয়েটাকে ছাড়া বেঁচে থাকলেও লাশ হয়ে বাঁচবেন৷ মেয়েটাকে বিয়ের জন্য প্রস্তাব দেন তখন দেখবেন সেখানেও আপনি পুরুষ টাকায় দামী। টাকা থাকলে আপনার ভালবাসার মানুষকে হাসি মুখে ঘরে তুলে নিতে পারবেন। আর টাকা পয়সা না থাকলে, আপনাকে ব্যর্থতার বোঝা মাথায় করে চোখের জল দিয়ে অন্য কারো সঙ্গে, প্রিয়তমার উজ্জ্বল ভবিষ্যৎ চেয়ে চেয়ে দেখতেই হবে।।

আপনার কোন আত্মীয় বাড়িতে বেড়াতে যান, আপনার পকেটের টাকা দেখেই চেয়ারের ধুলো মুছে বসতে দিবে। তারপর মিষ্টি কথার আসর জমিয়ে দিয়ে।আপনার জন্য মোরগ পোলাও রান্না হবে।আর আপনার পকেটে টাকা নেই, আপনি দাঁড়িয়ে থাকার উপর দেখবেন আপনার বাড়ি ফেরার টিকিট ধরিয়ে দিবে।।

যে বন্ধুটার পিছনে আপনি টাকা খরচ করছেন,কিছুদিন টাকা খরচ করা বন্ধ করে দেন, তখন দেখবেন সেই বন্ধুটা আপনার নোটিশেও আর পাত্তা দিচ্ছে না।

আপনার সন্তানকে ভালো স্কুলে পড়াশোনা করাতে চান সেখানেও টাকার চেনা মুখ আপনি। চাকরি বাজারে যাবেন সেখানেও আপনার ভালো রেজাল্টের ভারী ডিগ্রির এক পাশে রেখে টাকার ব্যাগ খুজবে।
আপনার পরিবারের যে মানুষটা আপনাকে বেশি জানে, বুঝে, আপনার সেই স্ত্রীকে এক বেলা থেকে দুই বেলা না খাইয়ে রেখে দেখুন, সেও আপনাকে কথার পা দিয়ে লাথি মারবে।

আপনি পুরুষ পৃথিবীতে টাকাতেই দামী। নারী সৌন্দর্য, রুপ তার অলংকারে আর পুরুষ সৌন্দর্য টাকায়। টাকা নেই আপনি পুরুষ পৃথিবীতে শূন্য ফাঁকা এবং ফাপা।

লেখা— মোঃ মেহেদী হাসান

Great Man!!
03/01/2024

Great Man!!

দেশের সব চেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এই বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে আছে সর...
13/09/2023

দেশের সব চেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।
এই বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে আছে সরকারের একাধিক সংস্থা।
এয়ারপোর্টে প্রবেশে আছে আনসার, এর পরেই বডি & লাগেজ চ্যাকিং।এর পরেই আছে বোডিং পাশ সংগ্রহ। তার পরেই ইমিগ্রেশন এর গেটে একজন পুলিশ বোডিং পাশ চ্যাক করে পাঠাবে ইমিগ্রেশন অফিসার এর কাছে।এখানে পাসপোর্ট, ভিসা,বোডিং পাশ ইত্যাদি পরিক্ষা করে তার পরেই দিবে সিল।এর পরে আরেকজন পুলিশ সিল চ্যাক করে ছেড়ে দিবে।
এর পরে যাত্রী তার ফ্লাইটের নিদৃষ্ট গেটে যাবে।সেখানেও পাসপোর্ট, বোডিং পাশ, শরীর তল্লাশী, হ্যান্ড ব্যাগ স্কেন করে ফাইনালি বিমানে উঠার জন্য অনুমতি দিবে।

এইযে এতগুলো নিরাপত্তা বলয় ভেঙে একটা ১২ বছরের শিশু ফ্লাইটে উঠে গেলো।এটা কীভাবে সম্ভব ছিলো?
শিশুটি যে সিটে বসেছিলো যদি সেই সিট অবিক্রীত থাকতো তবে অনায়াসে শিশুটি বিদেশের এয়ারপোর্টে চলে যেতো।
দেশের ভাবমূর্তি কই গিয়ে দাড়াতো?????

06/09/2023

সুইজারল্যান্ডের UNIL ইউনিভার্সিটিতে স্কলারশিপ নিয়ে পড়াশোনা, মাসে দুই লক্ষ টাকা সঙ্গে অন্য সুবিধা! বয়েসের কোনো সীমাবদ্ধতা নাই

18/06/2023

আজ থেকে ১০০ বছর পর আমার বাড়ীতে, আমার ঘরে যারা বসবাস করবে, যারা আমার জায়গা জমি ভোগ করবে আমি তাদের চিনিনা। তারাও আমাকে চিনবেন না।
কারন তাদের জন্মের অনেক আগেই আমি কবরবাসি হয়ে জাব।
আর ততদিনে মুছে যাবে আমার নাম নিশানা।
কবরটাও নিশ্চিহ্ন হয়ে যাবে ।
আমার সন্তানরা যতদিন বেঁচে থাকবে ততদিন তারা হয়ত মনে পড়লে দীর্ঘ নিশ্বাস ফেলবে.!

কিন্তু তাদের মৃত্যুর পর তাদের সন্তানরা তাদের যতটুকু মিস করবে আমাকে ততটুকু মিস করবে না।
হয়ত বাবার কবর জেয়ারত করে দোয়া করার সময় দাদার জন্যও একটু করবে।
কিন্তু তার পরে প্রজন্ম আর মনে রাখবেনা।

প্রায় ২০০ বছর পৃর্বে মারা গেছেন আমার দাদার দাদা।

যিনি আমার পৃর্ব পুরুষদের জন্য ঘর-বাড়ী, জায়গা জমি রেখে গেছেন।একিই বাড়ী, একিই জায়গা জমি আমরা এখন ভোগ করছি।
কিন্তু উনার কবরটা কোথায় সেটা আমরা জানি না।
হয়ত আমার দাদার পিতা জানতেন।
কিন্তু দাদার পিতা তো বেঁচে নেই, দাদা ও বেঁচে নেই!!!

তবে সাত পাঁচ করে যে সম্পদের পাহাড় গড়েছেন সেটা কবরে নিয়ে যেতে পারবেননা।

আর যাদের জন্য রেখে যাচ্ছেন তারা ও আপনাকে মনে রাখবেনা এটা নিশ্চিত।

অন্যের সম্পত্তি জবর দখল করে ভাবছেন আপনি জিতে গেছেন..?
তাহলে আপনি আস্ত একটা বোকা?

আমাদের সময় খুব কম! তাই এই সুদ, ঘুষ, দুর্নীতি ক্ষমতার অপব্যবহার,সম্পত্তি নিয়ে বিবাদ ইত্যাদি। কোন লাভ নেই ভাইজান।

আসুন নিজেকে সৎ মানুষ হিসেবে তৈরি করি পরকালের জন্য পূর্নতা জমা করি । ঐটাই আপনার জন্য প্রকৃত সম্পদ।।।
Collected

14/06/2023

গোনাহ পাপ আপনাকে হতাশ করে তুলবে।নিষিদ্ধ জিনিস আপনার শক্তি নষ্ট করে আপনাকে দূর্বল করে তুলবে আর আপনি খুব তাড়াতাড়ি অলস হয়ে পড়বেন। একসময় চরম বিষন্ন হয়ে যাবেন এবং দীর্ঘ বিষন্নতা মানুষকে দুর্বল করে দেয়,অসহায় করে তোলে। বিষন্নতা মানুষকে হতাশাগ্রস্ত,নেশাগ্রস্ত করে তোলে,ক্যারিয়ার নষ্ট করে দেয় ।

বাঁচবেন কিভাবে?

মন খুলে আল্লাহর কাছে কাঁদুন,বারবার, শতবার। মন খুলে অনেক কিছু চাইতেই থাকুন। থামাবেন না, মৃ-ত্যু পর্যন্ত চাইতে থাকুন যা মনে চায়। আল্লাহর সাথে খাঁটি প্রেম করুন এবং অ-বৈধ নারীর প্রেম থেকে দূরে থাকুন আপনার সফলতা নিশ্চিত।

আপনি লেখালেখি শুরু করুন যদিও না পারুন, যা ইচ্ছে তাই, হোক সেটা হিজিবিজি ইত্যাদি। লেখালেখি করলে বিষন্নতা কেটে যাবে। যা মন চায় লিখুন- গল্প, প্রবন্ধ, ভ্রমন কাহিনী অথবা বই,পত্রিকার কলাম রিভিউ।

প্রচুর পড়াশোনা করুন, ইসলামিক বই, বাংলা সাহিত্য, বিশ্বসাহিত্য সব শেষ করে ফেলুন। দেশের সব জেলায়, নিজের জেলায় ভ্রমন করুন,ইসলামিক ডকুমেন্টারি,লেকচার দেখুন। বুদ্ধিমান মানুষদের সাথে আড্ডা দিন। প্রিয় মানুষদের সাথে মোবাইলে কথা বলুন। ক্ষুধার্থ মানুষকে পেট ভরে খাওয়ান,সামাজিক কাজ করুন কমপক্ষে দুইজন বেকারকে চাকরীর ব্যবস্থা করে দিন না পারলে দোআ দিন।
দরিদ্র পিতা মাতার সন্তানের লেখাপড়ার দায়িত্ব নিন বা খোঁজ নিন। ভালো কাজ করুন।মানুষের জন্য কিছু করুন।

বিষন্নতা দৌড়ে পালাবে।একটু সময় লাগলেও এগুলো ঠিক হবে তবে তাড়াহুড়ো করবেন।তাড়াহুড়ো শয়তান করে।
আল্লাহ শান্তি দিন,আমিন।


Collected

👉নুডলস কিসের তৈরি?ময়দার তৈরি। 👉নুডলস কত ধরনের হয়?একশোর বেশি👉সব নুডলস শিশুকে দেয়া যায়?না। 👉কোনগুলি শিশুর (বড়দের) জন্যও ক...
14/06/2023

👉নুডলস কিসের তৈরি?
ময়দার তৈরি।
👉নুডলস কত ধরনের হয়?
একশোর বেশি
👉সব নুডলস শিশুকে দেয়া যায়?
না।
👉কোনগুলি শিশুর (বড়দের) জন্যও ক্ষতিকর?
ইনস্ট্যান্ট, রেডিমেইড, টেস্টিং সল্ট ও সোডিয়াম, msg মেশানো নুডলস সবার জন্য ক্ষতিকর। শিশুর ক্ষেত্রে এগুলো মারাত্মক ক্ষতি করে লিভার ও কিডনিতে।
👉কোনগুলি দিব?
যেগুলিকে স্টিক নুডলস বলে। রাঁধতে/সিদ্ধ করতে সময় লাগে। কোনো লবণ, টেস্টিং সল্ট, মশলা বা আর কিছুই নেই
👉ম্যাগি না কোকোলা?
শুধু ম্যাগি বা কোকোলা নয়, সব কোম্পানির স্টিক নুডলস ও ইনস্ট্যান্ট নুডলস দুটোই আছে।
যেহেতু ইনস্ট্যান্ট নুডলস লোকে বেশি খায়, বাজার এখন ইনস্ট্যান্ট নুডলসে ভর্তি। আগে কোকোলা কোম্পানির শুধু স্টিক নুডলস ছিল। এখন কোকোলা ইনস্ট্যান্ট নুডলসও আছে।
👉আমার ছেলে কোন নুডলস খায়?
কোনোটাই না। প্যাকেটের খাবার না দেয়ার চেষ্টা করছি। যতদিন পারি দিব না।
👉স্টিক নুডলস বা শিশুদের নুডলস কিভাবে বুঝবো?
ছবিতে দেখুন। বামপাশে স্টিক নুডলসের ছবি আছে। তবে লম্বা নুডলস মানেই শিশুদের জন্য তা নয়। আপনাকে অবশ্যই গায়ে লেখা উপাদান পড়ে নিতে হবে।
👉নুডলসের গায়ে লেখা আছে শিশুদের জন্য, তাহলে?
না, লেখা থাকা মানেই শিশুর জন্য নিরাপদ না। মনে রাখবেন খাবারের অভ্যাসের ওপর স্বাস্থ্য নির্ভর করে। খাবার যত খারাপ হবে স্বাস্থ্য তত খারাপ হবে, ওষুধ ও হাসপাতাল ব্যবসা জমজমাট হবে। তাই সব দেশেই খাবার ও চিকিৎসা কোম্পানিরা মানুষের সর্বনাশ করার জন্য একজোট। সচেতন আপনাকেই হতে হবে।

কার্টেসীঃ পারমিতার প্রতিদিন

কিছু বলার নাই! টিকটক না আসক্ত হওয়া ভালো।
11/06/2023

কিছু বলার নাই! টিকটক না আসক্ত হওয়া ভালো।

09/06/2023

দুনিয়ায়টা অনেকটাই পরীক্ষাকেন্দ্ররমতই। শিক্ষক সকল ছাত্রের সমান সুযোগসুবিধা দিয়ে থাকেন,ঠিক তেমনিভাবে আল্লাহ পৃথিবীর সকল মানুষকে সমান সুযোগ সুবিধা দিয়ে থাকেন। যেমনি দীর্ঘপ্রতিক্ষার পর আজ ঢাকায় বৃষ্টি হচ্ছে সকল মানুষই সুবিধা পাচ্ছি।কোন ছাত্র কেমন রেজাল্ট দেয়ার পর দুনিয়াতে বুঝা যায় আর আপনি আমি কেমন বুঝা যাবে হাশরের মাঠে যখন আমালনামা হাতে পেয়ে যাব। তাই আসুন প্রথমত শিরকমুক্ত জীবন গড়ি ও নিয়মিত নামাজ পড়ি।

আবহাওয়ার অফিস ঘোষণার পূর্বে বৃষ্টি শুরু। আলহামদুলিল্লাহ

সমাজে একজন আরেকজনকে তুচ্ছতাচ্ছিল্য করা, ছোট করা ঠিক না যা বড় ধরনের বিপদ ঘটে যাইতে পারে। পড়াশোনা করা লক্ষ্য যদি ঢাকা বিশ্...
08/06/2023

সমাজে একজন আরেকজনকে তুচ্ছতাচ্ছিল্য করা, ছোট করা ঠিক না যা বড় ধরনের বিপদ ঘটে যাইতে পারে। পড়াশোনা করা লক্ষ্য যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া তা বড় ধরনের ক্যান্সারে আক্রান্ত বিরাজ করছে শিক্ষার্থীদের মাঝে, যা লক্ষ্য হওয়া উচিত ছিল আগে ভালো মানুষ হওয়া!

03/06/2023

সত্যিকার অর্থে দুবাই ভিসার দাম কেন বাড়লো??

05/05/2023

তিনিই সূর্যকে তেজস্কর ও চন্দ্রকে জ্যোতির্ময় করিয়াছেন এবং উহার মনজিল নির্দিষ্ট করিয়াছেন যাহাতে তোমরা বৎসর গণনা ও সময়ের হিসাব জানিতে পার। আল্লাহ্ ইহা নিরর্থক সৃষ্টি করেন নাই। জ্ঞানী সম্প্রদায়ের জন্য তিনি এই সমস্ত নিদর্শন বিশদভাবে বিবৃত করেন।

هُوَ الَّذِىْ جَعَلَ الشَّمْسَ ضِيَآءً وَّالْقَمَرَ نُوْرًا وَّقَدَّرَهٗ مَنَازِلَ لِتَعْلَمُوْا عَدَدَ السِّنِيْنَ وَالْحِسَابَ‌ؕ مَا خَلَقَ اللّٰهُ ذٰلِكَ اِلَّا بِالْحَـقِّ‌ۚ يُفَصِّلُ الْاٰيٰتِ لِقَوْمٍ يَّعْلَمُوْنَ

সূরা নম্বরঃ ১০, আয়াত নম্বরঃ ৫

01/05/2023

অনেকেই ওমরাহ ভিসা নিয়ে হজ্জ করার পরিকল্পনার কথা বলেন, তাদের জন্য নিম্নোক্ত বিষয়গুলো মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করা হলো।
👉১৮ জুন ভিসা বাতিল হবে
👉 আপনার উমরাহ এজেন্সি কে ২৫ হাজার রিয়াল জরিমানা করবে
👉 আপনাকে ১০ হাজার রিয়াল ও জেলে দিবে
👉 দেশে ফেরত পাঠালে কমপক্ষে ১০ বছরের জন্য ব্লাক লিস্টে থাকবেন
হজ্ব করার একমাত্র মাধ্যম হজ্ব ভিসা যা বাংলাদেশ থেকেই করতে হবে।
আর সামর্থ না থাকলে হজ্ব ফরজ না, সুতরাং পেরেশান হওয়ার ও দরকার নাই।
বিকল্প সকল পথ ই আপনার জন্য প্রায় অসম্ভব, আবার ফাঁকি দিলে হারাম হওয়ার সম্ভাবণা প্রবল যেহেতু আল্লাহ পাক নির্ধারিত অবিভাবককে ফাঁকি দিচ্ছেন!!
ফি আমানিল্লাহ
Neamul Haque
Collected

29/04/2023

গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে লেখাপড়া। এখন আর সন্ধ্যার পর এক জনের পড়া শুনে আরেকজন পাল্লা দিয়ে বই পড়ে না। কোন মা-বাবা তার সন্তানকেও বলে না যে অমুক পড়তেছে তুই বসে আছিস! অথচ ৮/১০ বছর আগেও সন্ধ্যার পর চারপাশ থেকে বিভিন্ন স্বর ভঙ্গিতে বই পড়ার আওয়াজ শোনা যেত। পরীক্ষা কাছাকাছি থাকলে তো কথাই নেই। কোন সহপাঠী বন্ধু দিনে ও রাতে কতক্ষণ পড়ালেখা করে গোপনে খোঁজ নিয়ে তাদের সাথে প্রতিযোগিতা করা হতো। সবচেয়ে খারাপ ছাত্রটিও রাত-দিন পড়তো। যে কোন বোর্ড পরীক্ষার আগে গভীর রাতে ঘুম থেকে উঠে পড়ার চর্চাটাও আর নেই। এ চর্চাটার জন্যই অ্যালার্ম ঘড়ির আলাদা একটা কদর ছিল।

বোর্ড পরীক্ষার আগে আল-ফাতাহ, পাঞ্জেরী, পপি গাইড, শিওর সাকসেস, টপ ব্রিলিয়ান্ট সাজেশন্সেরও খুব কদর ছিল। আগের বছর পাশ করা ভাই বোনদের কাছে সাজেশনস নিয়ে চুল ছেঁড়া বিশ্লেষণ চলতো।

মাত্র ৮/১০ বছরের ব্যবধানে সবই প্রায় বিলীন হয়ে গেল। সন্ধ্যার পর ছাত্র-ছাত্রীদের বাজারে তো দূরের কথা ঘরের বাইরে দেখলেই সবাই অবাক হতো, শাসন করতো। আর এখন বাড়ী গেলে দেখি অনেক রাত পর্যন্ত ছেলেরা বাজারে আড্ডা দিচ্ছে, কেউ কিছু বলছে না। সন্ধ্যার পর এখন দল বেঁধে নামধারী ছাত্ররা মোবাইলে ব্যস্ত থাকে। কোথাও কোন পড়ার শব্দ নেই। গ্রুপ চ্যাটিং, অনলাইন/অফলাইন গেমস, পাব্জি, ফ্রী ফায়ার, টিকটক, চুলের বিভিন্ন স্টাইল কার্টিং করে পাড়া-মহল্লায় ও বাজারে আড্ডাবাজি, গ্রুপিং করা, শিক্ষা গুরুর সাথে বেয়াদবী, শিক্ষকের নামে মিথ্যাচার করা, নিয়ম ভাঙ্গা, বেয়াদবী এগুলোই এখন তাদের পছন্দের তালিকা।
Collected

26/04/2023

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটস।
এই বিল গেটসকে কেউ একজন জিজ্ঞাসা করেছিলেন, "পৃথিবীতে আপনার চেয়ে ধনী আর কি কেউ আছে?

বিল গেটস বলেছিলেন "হ্যাঁ এমন একজন আছেন যিনি আমার চেয়েও ধনী।"

এরপরে তিনি একটি গল্পের কথা বর্ণনা করলেন।

“এটা এমন এক সময় ছিল যখন আমি ধনী কিংবা বিখ্যাত ছিলাম না।
একদিন আমি নিউইয়র্কের বিমানবন্দরে গিয়েছিলাম। তখন আমি একজন সংবাদপত্র বিক্রেতাকে দেখেছিলাম। আমি তার থেকে একটি সংবাদপত্র কিনতে চেয়েছিলাম কিন্তু আমার কাছে ভাংতি পয়সা অথবা খুচরা পয়সা ছিল না। তাই আমি কেনার ধারণাটি ছেড়ে সেটা বিক্রেতার কাছে ফিরিয়ে দিয়েছিলাম। আমি তাকে আমার কাছে যথেষ্ট অর্থ না থাকার কথা বলেছিলাম। সে বিক্রেতা আমাকে বলেছিলেন "এটা আমি আপনাকে ফ্রী তে দিচ্ছি।" তার অনুরোধে আমি পত্রিকাটি নিয়েছিলাম।

“কাকতালীয়ভাবে, দুই থেকে তিন মাস পরে আমি একই বিমানবন্দরে আবার অবতরণ করেছিলাম এবং সেদিনও পত্রিকা কেনার জন্য আমার কাছে ভাংতি ছিল না। বিক্রেতা আবার পত্রিকাটি আমাকে ফ্রী তে অফার করেছিলেন। আমি সেটা প্রত্যাখ্যান করেছিলাম এবং বলেছিলাম যে আমি এটি নিতে পারবো না। কারণ আজও আমার কাছে যথেষ্ট অর্থ নেই। তিনি বলেছিলেন "আপনি পত্রিকাটি নিতে পারেন, আমি এটা আমার লাভ থেকে ভাগ করে দিচ্ছি। এতে আমার কোন ক্ষতি হবে না"। আমি পত্রিকাটি নিয়েছিলাম।

১৯ বছর পরে আমি বিখ্যাত এবং মানুষের কাছে পরিচিত হয়ে উঠি। হঠাৎ করে মনে পরলো সেই বিক্রেতার কথা। আমি তার সন্ধান শুরু করি এবং প্রায় দেড় মাস অনুসন্ধানের পরে আমি তাকে খুঁজে পেয়েছিলাম। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম "আপনি কি আমাকে চেনেন? তিনি বলেছিলেন "হ্যাঁ আপনি বিল গেটস"। আমি তাকে আবার জিজ্ঞাসা করেছিলাম "আপনার মনে আছে আপনি আমাকে বিনা মূল্যে একটি পত্রিকা দিয়েছিলেন? বিক্রেতা বললেন "হ্যাঁ মনে আছে"। "আপনাকে দুই বার আমি পত্রিকা দিয়েছিলাম।"

আমি বলেছিলাম "সে সময় আপনি আমাকে যে সাহায্যটা করেছিলেন তা আমি আজ ফিরিয়ে দিতে চাই। আপনি আপনার জীবনে কি চান বলুন, আমি সেটা পূরণ করবো ’'

বিক্রেতা বললেন "স্যার, আপনি কি করে মনে করেন যে এটা করে আপনি আমার সাহায্যের সাথে মেলাতে পারবেন?"

আমি জিজ্ঞেস করলাম কেন?

তিনি বলেছিলেন" আমি যখন দরিদ্র সংবাদপত্রের বিক্রেতা ছিলাম, তখন আপনাকে সাহায্য করেছিলাম আর আপনি আমাকে সাহায্য করার চেষ্টা করছেন তখনই যখন আপনি বিশ্বের সবচেয়ে বড় ধনী ব্যক্তি হয়ে উঠলেন। তাহলে কীভাবে আপনার সাহায্য আমার সাহায্যের সাথে মিলে?"

বিল গেটস বলেছিলেন "আমি সেদিন বুঝতে পেরেছিলাম যে সংবাদপত্রের বিক্রেতা আমার চেয়ে বেশি ধনী ছিলেন। কারণ তিনি কাউকে সাহায্য করার জন্য ধনী হওয়ার অপেক্ষা করেন নি।"

আমাদের বুঝতে হবে, সত্যিকারের ধনী ব্যক্তি হলো তারা যাদের প্রচুর অর্থের চেয়েও ধনী একটি মন আছে।

দামী একটি মন থাকা, প্রচুর অর্থের চেয়েও প্রয়োজনীয়।

(সংগৃহীত পোষ্ট)

Ramadan offer!! Ramadan offer!! Offer valid 15april.So confirmed your air ticket. Call -01926959755
31/03/2023

Ramadan offer!! Ramadan offer!! Offer valid 15april.So confirmed your air ticket. Call -01926959755

Address

Mirpur

Telephone

+8801926959755

Website

Alerts

Be the first to know and let us send you an email when Naser travel blog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Naser travel blog:

Videos

Share

Category


Other Travel Companies in Mirpur

Show All