Ghurte Tourte

Ghurte Tourte ঘুরতে Tourতে - Ghurte Tourte
Adventure Life

01/08/2023

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে আগত পর্যটক ও পর্যটকবাহী নৌযানের নিরাপত্তায় ১০ দফা নির্দেশনা জারি করেছে মধ্যনগর থানা পুলিশ প্রশাসন। হাওরের পরিবেশ রক্ষা, নৌ-দুর্ঘটনা এড়ানো, গণউপদ্রব রোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে এ ১০ দফা নির্দেশনা জারি করা হয়েছে।

সোমবার (৩১ জুলাই) ২০২৩ বিষয়টি নিশ্চিত করেছেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক।

এ বিষয়ে তিনি বলেন, টাঙ্গুয়ার হাওরে আগত পর্যটকদের নিরাপত্তার স্বার্থে আমরা এই নির্দেশনা দিয়েছি। আশা করছি নৌযান চালক ও পর্যটকেরা এই নির্দেশনা মেনে চলে নিজেদের নিরাপত্তার পাশাপাশি প্রাকৃতি সুন্দর্য মন্ডিত টাঙ্গুয়ার হাওরের পরিবেশকে ঠিক রাখবেন। এ লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

নির্দেশনাগুলো হলো:

১. কোন নৌযানে ধারন ক্ষমতার অতিরিক্ত পর্যটক বা যাত্রী পরিবহন করা যাবে না।
২. নৌযান চলাচলের সময় কিংবা পানিতে নামার সময় প্রত্যেক পর্যটক এবং নৌচালক আবশ্যিকভাবে লাইফ জ্যাকেট পরিধান করবেন।
৩. বিরূপ আবহাওয়া থাকলে নদীতে কিংবা হাওরে ভ্রমণ করা যাবে না।
৪. প্রতিটি নৌযানকে হাওর বাননদীতে যাত্রা শুরুর অন্তত ৬ ঘণ্টা পূর্বে নির্ধারিত ফরমে মধ্যনগর থানার ডিউটি অফিসারকে (মোবাইল নম্বর-০১৩২০-১২১০৫৫) অবহিত করতে হবে।
৫. পর্যটকগণকে ও নৌচালকগণকে নৌযানে এবং স্থলভাগে চলাচলের সময় মাঙ্ক পরিধান করা, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
৬. প্রতিটি নৌযানে এবং নৌঘাটে ময়লা আবর্জনা ফেলার জন্য নির্ধারিত ডাস্টবিন এর ব্যবস্থা রাখতে হবে। নৌযান মালিক সমিতি এবং নৌচালকগণ বিষয়টি নিশ্চিত করবেন।
৭. নির্ধারিত স্থান ছাড়া হাওর বা নদীর পানিতে বা স্থলভাগের কোথাও কোন ধরনের ময়লা আবর্জনা ফেলা যাবে না।
৮. পর্যটকবাহী নৌযান যেকোন স্থলভাগের কাছাকাছি অবস্থানকালে উচ্চশব্দে কোন ধরনের মাইক বা লাউড স্পীকার বাজাতে পারবে না।
৯. প্রতিটি নৌযান, পর্যটকদের জন্য মানসম্মত পরিবেশ তথা পরিষ্কার পরিচ্ছন্নতা ও পর্যাপ্ত সুবিধাদি নিশ্চিত করবে। পর্যটকগণকে তাদের সার্বক্ষণিক নিজস্ব দায়িত্বে সংরক্ষণ করতে হবে।
১০. নোঙরের স্থানে দুষ্কৃতিকারীরা থাকতে পারে। তাদের থেকে পর্যটকগণকে সাবধান থাকার জন্য অনুরোধ করা হলো।

সূত্র_আরটিভি নিউজ

31/07/2023

িলে_দুই_পাখি
#মেঘের_রাজ্য_সাজেক_ভ্যালী_রূপের_রাণী_রাঙ্গামাটি_ভ্রমণ
#মাত্র_৫৫৫০/- টাকায়, ৪-রাত ৩-দিন, ঘুরতে Tour'তে(GT) ''র সাথে..
💠 ০৯ - ১০ - ১১ ও ১২ - ই আগস্ট , ২০২৩ ইং
_________-------------------------------___________
❣️ সুবর্ণ সুযোগ ❣️
🍗( ট্রেডিশনাল ফুড ও ফানুস উৎসব )🍗
💠গন্তব্যঃ সাজেক,খাগড়াছড়ি, কাপ্তাই লেক, রাঙ্গামাটি ভ্রমন
🔰ইভেন্ট ফিঃ- সিঙ্গেল ৫৫৫০/- টাকা (১ রূমে ৩/৪ জন)
👩‍❤️‍👩 কাপলপ্যাকেজ ১১৮৫০/-টাকা (দুইজনের জন্য)
💠ভ্রমণের স্থান সমুহঃ
* সাজেক ভ্যালী√
* রুই লুই পাড়া√
* কংলাক পাহাড়√
* কংলাক পাড়া √
* লুসাই গ্রাম √
* হ্যালিপ্যাড√
* আলুটিলা গুহা√
* রিসাং ঝর্ণা √ (সময়সাপেক্ষে)
* হা‌র্টিকালচার পার্ক ( ঝুলন্ত ব্রিজ ) √
* কাপ্তাই লেক
* রাঙ্গামাটি
------★----------*----------★-----------*--------★-------
◾মিডিয়াম টাইপ রিসোর্ট।
◾ইকোনমি ননএসি চেয়ার কোচ এ আপ-ডাউন, (৪০ আসন)।
◾বার-বি-কিউ পার্টি।
◾৮ বেলা খাবার।
◾ফানুস উৎসব। (অনুমতি সাপেক্ষে)
🌏 ভ্রমণ শুরু হবেঃ- ০৯-ই আগস্ট , বুধবার রাত ১০ঃ৩০টা,(ঢাকার উত্তরা আজমপুর থেকে)
🌍ঢাকার উদ্দেশ্যে রওনাঃ- ১২-ই আগস্ট ,
শনিবার রাত ০৯ঃ০০ টা,( রাঙ্গামাটি থেকে রওনা )
[ইনশাআল্লাহ ১৩-ই আগস্ট , ( রবিবার ) সকাল ০৫ঃ৩০ টার মধ্যে ঢাকা থাকবো।]
বুকিং হটলাইনঃ 🔰
📞 ০১৮৪২৩৩১০১০
📞 ০১৭৫৫৬২৬১৫৩

🚌🚌 বাসের সিটগুলো অবশ্যই বুকিং ভিত্তিতে দেওয়া হবে, এব্যাপারে কোনো প্রকার অনুরোধ করা যাবে না।
👩‍👩‍👧‍👦 ফ্যামিলি বা ফিমেল ফ্রেন্ডলি ট্যুর অর্গানাইজার এমন'কি সিংগেল আপুরাও নিঃসংকোচে এই ইভেন্টে যেতে পারেন, ইনশাআল্লাহ,,,
👨‍👨‍👦>> ০ থেকে ৩ বছরের বাচ্চাদের ক্ষেত্রে কোন ফি লাগবে না এবং ৩ বছরের বেশি বয়সি বাচ্চাদের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে।

🌏 প্যাকেজের অন্তর্ভুক্তঃ 🔰
★ ঢাকা- খাগড়াছড়ি- রাঙ্গামাটি-ঢাকা বাস টিকেট,
★ ৮ বেলার মূল খাবার,
★ রিসোর্ট ভাড়া,
★ গাইডের খরচ,
★ চান্দের গাড়ি ভাড়া,
★ দিঘীনালা থেকে লংগদু লঞ্চ ঘাট সিএনজি ভাড়া,
★ লংগদু থেকে কাপ্তাই লেক হয়ে রাঙ্গামাটি লঞ্চ ভাড়া,

🌎 প্যাকেজের অন্তর্ভুক্ত নয়ঃ 🔰
★ হাইওয়ের খাবার,
★ সকল প্রকার টিকিট এন্ট্রি ফ্রী
★ প্যাকেজে দেয়া হয় নি এমন খরচ,

🍝🍜 প্রথম দিনের খাবার মেন্যুঃ 🔰
🔹সকালের নাস্তা -- পরটা, ডিম, সবজি/ডাল, চা / ডিম খিচুরি।
🔸দুপুরের খাবার -- সাজেক ভ্যালীর ঐতিহ্যবাহী বেম্বো চিকেন, সাথে ভাত, ভর্তা, ডাল, সবজি,,
🔹রাতের খাবার -- বারবি কিউ চিকেন, সাথে পরটা, সালাদ,।

🍜🍜 দ্বিতীয় দিনের খাবার মেন্যুঃ 🔰
🔸সকালের নাস্তা -- খিচুরি, সাথে ডিম, চাটনি,,
🔹দুপুরের খাবার -- মুরগি/মাছ, সবজি, ভাত, ডাল, ভর্তা,,
🔸রাতের খাবার -- মুরগি/মাছ, সবজি, ডাল, ভর্তা,সালাদ,।

🍜 🍜 তৃতীয় দিনের খাবার মেন্যুঃ 🔰
🔸সকালের নাস্তা -- পরোটা, সাথে ডিম, সবজি/ডাল,চা
🔹দুপুরের খাবার -- মুরগি/মাছ, সবজি, ভাত, ডাল, ভর্তা,,

কিছু নিয়মাবলীঃ
১। গ্রুপের সকল মেম্বারদের সাথে স্বদব্যবহার বজায় রাখতে হবে।
২। গ্রুপের মেয়ে গেস্টদের সাথে কোনো প্রকার অস্বাদচরণ বা অশালীন মন্তব্য করা যাবে না। অযথা কাওকে বিরক্ত করা যাবে না।
৩। স্হানীয়দের সাথে কোন প্রকার বাকবিতন্ডায় জড়ানো যাবে না।
৪। দলছুট হওয়া যাবে না আর সময় এর ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে।
৫। নিজ দ্বায়িত্বে পাওয়ার ব্যাংক, ছাতা, স্লিপার, ইমার্জেন্সি মেডিসিন ও স্যালাইন বা ইনহেলার (যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে) সাথে রাখলে ভালো হয়।
৬। প্রাকৃতিক যেকোন বিপর্যয় বা পাহাড়ী জনগোষ্ঠীর আকস্মিক কোনো বিশৃঙ্খলা বা নিরাপত্তা জনীত কোন অনাকাঙ্ক্ষিত বিষয় ঘটলে ট্যুর প্লান এ পরিবর্তন হতে পারে। এরকম পরিস্থিতি ঘটলে যে কোন স্বীদ্ধান্ত মেনে নেওয়ার মন মানুষিকতা থাকতে হবে।
৭। রূম শেয়ার করা, গ্রুপ মেম্বারদের সাথে মিলেমিশে চলার মন মানুষিকতা, গ্রুপ লিডার এর সিদ্ধান্তকে স্বাগত জানানো, যেকোন পরিবেশে মানিয়ে চলার মনমানসিকতা এসব যদি আপনার মধ্যে না থাকে তাহলে অনুরোধ করবো এড়িয়ে চলার জন্য। কারণ গ্রুপ ট্যুর তাহলে আপনার জন্য না।

🌎 বুকিং পলিসিঃ
সিট খালি থাকা স্বাপেক্ষে সরাসরি ফোন এ বা পেইজে মেসেজ দিয়ে বুকিং কনফার্ম করতে হবে। বুকিং কনফার্ম করতে জনপ্রতি নু্ন্যতম ১৫৩০/- টাকা (অফেরতযোগ্য) বিকাশ এর মাধ্যমে জমা দিতে হবে।

❌ মৌখিক বুকিং গ্রহণযোগ্য নয় )❌

★ #বিকাশ : (Personal) ০১৮৪২৩৩১০১০
★ #নগদ: (personal) ০১৮৪২৩৩১০১০
★ #রকেট : (personal) ০১৮৪২৩৩১০১০৯

⏩ কর্পোরেট/ফ্যামিলি ট্রিপের জন্য সরাসরি কল করুন, ০১৮৪২৩৩১০১০ এই নাম্বারে।

(বিঃ দ্রঃ যেকোনো পরিস্থিতিতে পরিবেশ ও সময়োপযোগী সিদ্ধান্ত #ঘুরতে_Tour'তে কর্তৃপক্ষ কর্তৃক সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে )।

যেকোন সময় যে কোন ট্যুর আপডেট পেতে চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেইজ এবং গ্রুপে। ৮-১০ জনের একটা গ্রুপ হলেই সারা বছর যে কোন জায়গায় দেশ এবং দেশের বাইরে স্বল্প বাজেটে আমরা ট্যুর অর্গানাইজ করে থাকি।

ঘুরতে Tourতে - Ghurte Tourte
Adventure Life

Thank you Mostafijur Rahman Mohon and your team for choosing us to be your tour organizer. We are also happy to serve yo...
30/07/2023

Thank you Mostafijur Rahman Mohon and your team for choosing us to be your tour organizer. We are also happy to serve you.

We believe we should be the best choice for your upcoming events.

Enjoy with happiness.

সাজেক ভ্যালি ভ্রমণ মাত্র ২৪৯৯ টাকায়!মাত্র ২৪৯৯/- টাকায় ৩ রাত ২ দিন ঘুরে আসুন ঘুরতে Tour'তে এর সাথে মেঘের রাজ্য সাজেক এ। ...
27/07/2023

সাজেক ভ্যালি ভ্রমণ মাত্র ২৪৯৯ টাকায়!

মাত্র ২৪৯৯/- টাকায় ৩ রাত ২ দিন ঘুরে আসুন ঘুরতে Tour'তে এর সাথে মেঘের রাজ্য সাজেক এ।

✳️ ভ্রমণের তারিখঃ
➡️ ১০ই আগষ্ট রাত ০৯ টায় ( ঢাকা থেকে)
➡️ ১২ই আগষ্ট রাত ০৮ টায় ( খাগড়াছড়ি থেকে)
[ ইনশাআল্লাহ ১৩ই আগষ্ট সকালে ৬ টার মধ্যে ঢাকায় থাকবো ]
বুকিং ডেডলাইনঃ ৫ই আগষ্ট ২০২৩।

✳️ ভ্রমণের স্থানঃ
◾সাজেক ভ্যালি।
◾রুই লুই পাহাড়।
◾কংলাক পাহাড়।
◾সাজেক জিরো পয়েন্ট।
◾লুসাই গ্রাম।
◾হ্যালিপ্যাড।
◾আলুটিলা গুহা।
◾নন্দকানন পার্ক ।
◾ঝুলন্ত ব্রিজ
◾আলুটিলা পর্যটন কেন্দ্র

➡️➡️ যা যা থাকছেঃ
◾ঢাকা - খাগড়াছড়ি - ঢাকা নন এসি বাসে যাওয়া-আসা।
◾এক রাত রিসোর্টে থাকা (এক রুমে ০৪ জন/ কাপল ০২ জন)।
◾৫ বেলা খাবার।
◾অভিজ্ঞ গাইড সেবা।

✳️ যা যা থাকছে নাঃ
◾সাজেকে কোন প্রকার মিনারেল পানির খরচ।
◾সকল প্রকার এন্ট্রি ফি ও লোকাল ট্রান্সপোর্ট
খরচ।
◾যাওয়া এবং আসার দিন যাত্রা বিরতিতে কোনো খাবার।
◾উল্লেখ করা নেই এমন কোন কিছুর খরচ।

# স্পেশাল ফিচারঃ
🔺 ব্যাম্বো চিকেন।
🔺ফানুস উৎসব (অনুমতি সাপেক্ষে)
🔺24 Hours গাড়ী সুবিধা।
🔺 সার্বক্ষনিক ট্রাভেল গাইড।

👨ইভেন্ট ফি জনপ্রতি - ২৪৯৯/- টাকা।
💏 কাপল প্যাকেজ - ৬৮০০/- টাকা (দুইজনের জন্য)

✌️বুকিং - ১৫৩০/- বিকাশ এ্যাডভান্স পেমেন্ট করে বুকিং কনফার্ম করতে হবে (যাত্রা শুরু করার ৭২ ঘন্টা আগে না জানালে বুকিং মানি অফেরতযোগ্য হবে)

✔️✔️ ভ্রমণের সম্ভাব্য বর্ণনাঃ
★প্রথম_দিনঃ ১ম দিন রাত ০৯ টায় সায়দাবাদ থেকে রওনা দিবো খাগড়াছড়ি উদ্দেশ্য।

★দ্বিতীয়_দিনঃ ভোরে খাগড়াছড়ি শহরে ফ্রেশ হয়ে সকালের নাস্তা খেয়ে রিজার্ভ জীপে করে সাজেকের উদ্দেশ্যে যাত্রা। যাত্রাপথে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে (রুইলুই পাড়া) পোঁছাবো, দুপুর নাগাদ রিসোর্টে চেক-ইন। দুপুরের খাবারের পর নিজেদের মত করে রূইলুই পাড়া, কংলাক পাহাড় ঘুরাঘুরি। রাত ০৯ টায় রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পরবো।

★ তৃতীয়_দিনঃ ভোরে ৫ টায় ঘুম থেকে উঠে হ্যালিপ্যাড এ গিয়ে সূর্যদয় দেখা। এরপর সকালের নাস্তা শেষ করে সকাল ১১ টার মধ্যে হোটেল চেক আউট করে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা। খাগড়াছড়ি পৌঁছে দুপুরের খাবার খেয়ে আলুটিলা গুহা ঘুরে জেলা পরিষদ এ সন্ধ্যা কাটানো। এছাড়াও নন্দকানন পার্ক, ঝুলন্ত ব্রিজ এসব ও দেখব (সময় স্বাপে)

⚠️ গেষ্টদের অবশ্যই NID/Vaccine card/Student ID card/Office ID card অথবা Birth certificate এর কপি সাথে রাখতে হবে অথবা ফোনে রাখতে হবে। (এটা আবশ্যক)

সকল ট্যুর আপডেট,বিস্তারিত এবং সবার মতামত জানতে জয়েন করুন আমাদের পেজে ও ফেসবুক গ্রুপে জয়েন করুন ।

✳️ যা যা সাথে নেওয়া উচিৎঃ
*মাস্ক (বাধ্যতামূলক)।
*মশা থেকে বাঁচার জন্য অডোমাস।
*সানগ্লাস, হ্যাট, সানস্কিন ক্রিম (যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)।
*ব্রাশ, প্রয়োজনীয় ঔষধ।
*মোবাইল চার্জের জন্য পাওয়ার ব্যাংক।

❌সাবধান যেসকল কারনে যেকোন সময় আপনি গ্রুপ থেকে টার্মিনেট হতে পারেনঃ
🚸আপনার দ্বারা গ্রুপের কোন মেয়ে মেম্বার হ্যারেইজমেন্ট এর স্বীকার হলে !
🚸এডমিন - মডারেটর বা ট্যুর কমিটির যেকোন কারো সাথে কোন প্রকার মিস বিহেইভ করলে সাথে সাথে গ্রুপ থেকে বের করে দেওয়া হবে। এ বিষয়ে পরবর্তীতে কোন সুপারিশ বা আপত্তি চলবে না ।
🚭বাসে বা ট্যুর চলাকালিন কেউ নেশাজাত কোন দ্রব্য বহন বা সেবন করার চেষ্টা করলে সাথে সাথে তাকে ট্যুর থেকে বের করে দেয়া হবে ।

#অনাকাঙ্ক্ষিত কোনো কারণে ট্যুরে কোনো ব্যাঘাত ঘটিলে GT কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
#বিশেষ করে সড়ক দুর্ঘটনা এবং প্রাকৃতিক দূর্যোগ।

(বিঃ দ্রঃ যেকোনো পরিস্থিতিতে পরিবেশ ও সময়োপযোগী সিদ্ধান্ত - Ghurte Tourte কর্তৃপক্ষ কর্তৃক সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে)

Ghurte Tourte Day long tour 𝗡𝗶𝗸𝗹𝗶 𝗛𝗮𝗼𝗿, 𝗞𝗶𝘀𝗵𝗼𝗿𝗴𝗮𝗻𝗷 Date: 4th August, 2023Time : From 6:30 AM to 10:30 PM (including jour...
21/07/2023

Ghurte Tourte Day long tour 𝗡𝗶𝗸𝗹𝗶 𝗛𝗮𝗼𝗿, 𝗞𝗶𝘀𝗵𝗼𝗿𝗴𝗮𝗻𝗷

Date: 4th August, 2023
Time : From 6:30 AM to 10:30 PM (including journey time)
Cost: 1550 BDT per person
Total Member: 15-20 person max

Package Includes 👇
★ Non AC Inter District Transportation
★ 1 Breakfast (dal, porota) & 1 lunch (bangla rice, 3 different fish, dal)
★ Haor tour
★ Satir Chor tour & Swimming
★ Sightseeing
★ Engine boat ride
★ Sightseeing includes mithamoin, Astragram
★ Time to time to maintain & guide by our team lead
★ Tour plan might be changing as per any traffic jam, road or local incident if happend on that day.
★ We will travel together & understand each other as a team.

Excludes👇
★ Any meals not mentioned above
★ Any personal expenses
★ Life Jacket
★ Any costume for swimming

Pickup Points👇
★ Notun Bazar, Baridhara
★ Khilkhet
★ Uttara, House Building

Advanced needed for booking👇
★ Bkash advanced 560 tk for booking confirmation within 2nd August 2023 at 10pm.
Bkash (personal)
Reza 01842331010
Momin 01719174582

Contact Person👇
Reza Siddiki Mominul Islam

Booking Fast & Enjoying Your Day.

Alhamdulilah.Sh*takunda Day Tour With Team GT❤️❤️❤️
15/07/2023

Alhamdulilah.Sh*takunda Day Tour With Team GT❤️❤️❤️

বান্দরবানের রুমা ও থানচি পর্যটকের জন্য খুলে দেয়া হয়েছে... এখন থেকে বন্দরবন ট্যুরে যেতে পারবেন সাচ্ছন্দে।
15/07/2023

বান্দরবানের রুমা ও থানচি পর্যটকের জন্য খুলে দেয়া হয়েছে... এখন থেকে বন্দরবন ট্যুরে যেতে পারবেন সাচ্ছন্দে।

Alhamdulillah🥰🥰 Another successive tour done by team GT.
05/07/2023

Alhamdulillah🥰🥰 Another successive tour done by team GT.

World Cup 2023 🏆 জিতবে এবার জিতবে বাংলাদেশ ✌️
03/07/2023

World Cup 2023 🏆 জিতবে এবার জিতবে বাংলাদেশ ✌️

ঘুরতে Tour'তের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা ও অভিনন্দন।
28/06/2023

ঘুরতে Tour'তের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা ও অভিনন্দন।

GT Admin & Team outing at wonderful place in Dhaka City. I can't believe that such a awesome place in inside Dhaka. It w...
04/06/2023

GT Admin & Team outing at wonderful place in Dhaka City. I can't believe that such a awesome place in inside Dhaka. It was really ameizing.
Sightseen Turag river beside Tamanna Park. I really enjoy it.

ঘুরতে Tourতে'র সাথে শিলং-চেরাপুঞ্জি, মেঘালয় ভ্রমণ 🤟 🔸যাত্রার তারিখ: ৩০ জুন, ২০২৩ রাতে ঢাকা থেকে।🔹ফেরার তারিখ: ০৫ জুলাই, ...
25/05/2023

ঘুরতে Tourতে'র সাথে শিলং-চেরাপুঞ্জি, মেঘালয় ভ্রমণ 🤟

🔸যাত্রার তারিখ: ৩০ জুন, ২০২৩ রাতে ঢাকা থেকে।
🔹ফেরার তারিখ: ০৫ জুলাই, ২০২৩ সকালে ঢাকায়।

*** ইন্ডিয়ান ভিসায় পোর্ট অবশ্যই ডাউকি থাকতে হবে। না থাকলে দ্রুত ডাউকি পোর্ট এড করে নিতে হবে ভিসায়।

✅ ইভেন্ট ফী:
১৪৩০০ ইন্ডিয়ান রুপি / ১৮৫০০(+/-) টাকা।

✅ বুকিং ফিঃ ৮৫০০ টাকা।

✅ গ্রুপ সাইজ : ৮-১৬ জন।


মেঘ আর ঝর্ণার রাজ্য মেঘালয়। মেঘালয় ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলির মধ্যে অন্যতম। জীবনের এক ঘেয়ামি মুহূর্ত গুলোকে আড়াল করতে ঘুরে আসতে পারেন মেঘ, পাহাড়-পর্বত এবং ঝর্ণা ও জলপ্রপাতের রাজ্য ভারতের স্কটল্যান্ড খ্যাত মেঘালয়ের (Meghalaya) শিলং ও পৃথিবীর সর্বোচ্চ বৃষ্টিপাতের এলাকা চেরাপুঞ্জি থেকে।

✅ আমরা যা যা দেখব:
১। বোরহিল ফলস
২। মাউলিংনং ভিলেজ
৩। লিভিংরুট ব্রিজ
৪। উমক্রেম ফলস
৫। নংরিয়াত ভিলেজ
৬। ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ।
৭। সিঙ্গেল লিভিং রুট ব্রিজ।
৮। রেইনবো ফলস
৯। ন্যাচারাল সুইমিং পুল।
১০। মৌসুমি গুহা
১১। নোহকালিকায় ফলস
১২। সেভেন সিস্টার ফলস
১৩। ডাইন্থেলেন ফলস ( সময়,সুযোগ & পানি থাকলে)
১৪। উই সো ডং ফলস
১৫। মাওসাওয়া ফলস
১৬। চেরাপুঞ্জি ইকোপার্ক
১৭। প্রুট ফলস
১৮। ক্রাংসুরি ফলস
১৯। ফি ফি ফলস (সময় থাকলে চলে যাবো।)
২০। সোনেংপেডেং
২১। কিনরেম ফলস

এছাড়া আমাদের সময় থাকলেই আরও বেশী স্পট অ্যাড করা হবে।

✅ আমাদের প্ল্যান:

দিন ০০:
রাতে নন-এসি বাসে তামাবিল উদ্দেশ্যে রওনা দিবো।

দিন ০১:
খুব ভোরে পৌছে যাবো তামাবিল বর্ডার এ। নাস্তা করে বর্ডার এর আনুষ্ঠানিকতা শেষ করে আমাদের রিজার্ভ গাড়িতে করে মাউলিনং এর পথে রওয়ানা করব। আমরা পথে একে একে বোরহিল ফলস, মাউলিংনং গ্রাম (Cleanest Village in Asia) ,লিভিং রুট ব্রিজ ঘুরে দেখব। রাতে থাকব মাউলিং গ্রামে।

দিন ০২:
এই দিন খুব ভোরে উঠে রওনা দেব চেরাপুঞ্জির উদ্দেশ্যে। যাওয়ার পথে দেখে নেব উমিক্রেন ফলস, আরো দেখব ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ, নংরিয়াত ভিলেজ, ন্যাচারাল সুইমিং পুল ও রেইনবো ফলস দেখবো। তারপর হোটেলে ফিরে আসবো। সময় যদি থাকে তাহলে সেভেন সিস্টার একবার উকি দিব। রাতে থাকবো চেরাপুঞ্জিতে।

দিন ০৩:
সকালে উঠে নাস্তা করে দেখে ফেলবো ভারতের সব চেয়ে উচু ঝর্ণার একটা। তারপর সেভেন সিস্টার তারপর মৌসুমি গুহা, তারপর নোহকালিকায় ফলস,চেরাপুঞ্জি ইকো পার্ক, ডাইন্থেলেন ফলস, উই সো ডং, মাওসাওয়া, প্রুট ফলস দেখে চলে যাবো শিলং। থাকবো শিলংয়ে।

দিন ০৪:
এই দিন আমরা খুব ভোরে ঘুম থেকে উঠে চলে যাবো ফি ফি ফলস-এ এর পর ক্রাং সুরি ফলস দেখতে। এইখানের রাস্তা আপনাকে সুইজারল্যান্ড এর ফিল দিবে। তারপর চলে যাবো সোনেংপেডেং-এ। আসে পাশে দেখে তারপর বিকাল ৪ টার মধ্যে বর্ডার পার হয়ে সিলেট এর উদ্দেশ্যে রওনা দিবো। রাতের খাবার খেয়ে রাতে গাড়িতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবো।

দিন ০৫:
এই দিন খুব ভোরে ঢাকা পৌছে যাবো ইনশাআল্লাহ।

✅ যা যা থাকছে:

১। ৪ দিন ৩ বেলা করে মোট ১২ বেলা খাবার।
২। ঢাকা-তামাবিল-ঢাকা নন এসি বাস।
৩। মেঘালয়ে সকল ট্রান্সপোর্ট ফি।
৪। সকল স্পট এর এন্ট্রি ফি।
৫। হোটেল এ থাকা (১ রুমে ২ জন)।

✅ যা যা থাকছে না:

১। ভিসা ফি
২। ট্রাভেল ট্যাক্স
৩। কোন প্রকার ব্যাক্তিগত খরচ
৪। যাত্রাপথের খাবার
৫। বর্ডারে স্পীড মানি
৬। কিছু স্পটে এক্সট্রা ক্যামেরা চার্জ লাগতে পারে।
৭। যেকোন ধরনের ব্যক্তিগত রাইডিং খরচ।

✅ (( প্রয়োজনীয়ঃ))
১) হালকা ব্যাগ প্যাক
২) যত সম্ভব কম কাপড় নেওয়া যায়।
৩) ছাতা/ রেইনকোট,
৪)পাসপোর্ট ভিসা সহ ফটোকপি ৫ কপি।
৫) ভিসায় ডাউকি মেইন পোর্ট ।
৬) এবং খুবই গুরুত্বপূর্ণ হলো গ্রুপ ট্যুরে সব গ্রুপ মেম্বার দের সাথে ভালো আচরন, রূম শেয়ারিং এবং যেকোন অনাকাঙ্খিত ঘটনায় গ্রুপ মডারেটর/গাইড এর সিদ্ধান্তের প্রতি আন্তরিক মনোভাব।

🔰কিছু কথা:
- আমাদের সবগুলো ট্যুর প্যাকেজ ই ফিমেল এন্ড ফ্যামিলি ফ্রেন্ডলি। আপনারা যে কেউই আমাদের সাথে জয়েন করতে পারবেন।
- ট্যুর চলাকলীন কারো সম্মান নষ্ট হয় এমন কোনো আচরন করা যাবে না।
- স্থানীয়দের সাথে অবশ্যই ভাল ব্যবহার করতে হবে।
- যে কোনো অনাকাঙ্ক্ষিত সমস্যায় সকলের সম্মতিতে হোস্ট সিদ্ধান্তঃ গ্রহন করবেন।
- দূর্যোগপূর্ণ আবহাওয়া ও কোনো অনাকাঙ্ক্ষিত কারনে প্লানে পরিবর্তন আসলে যদি কিছুটা খরচ বৃদ্ধি পায় তবে গ্রুপের সকলে মিলে সমানভাবে সেটা বহন করা হবে।
- মান ও সেবা নিশ্চিতকরনে Ghurte Tourte ফ্যামিলি বদ্ধপরিকর।
***********************************

ভ্রমণ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য সরাসরি যোগাযোগ করতে_
01842331010 (Reza)
01719174582 (Momin)

For quick updates, join to our group: ''ঘুরতে Tourতে'' (Ghurte Tourte)

এছাড়াও যেকোন প্রয়োজনে পেইজ বা গ্রুপ এ ইনবক্স করূন।

Alhamdulillah ❤️❤️
22/05/2023

Alhamdulillah ❤️❤️

" ঘুরতে Tourতে'র সাথে মেঘের রাজ্য সাজেক ভ্রমণ"আসন সংখ্যাঃ ১৮-২০ জন।ভ্রমণ শুরু : ২৫ মে বৃহস্পতিবার ২০২৩ উত্তরা জসিম উদ্দি...
29/04/2023

" ঘুরতে Tourতে'র সাথে মেঘের রাজ্য সাজেক ভ্রমণ"

আসন সংখ্যাঃ ১৮-২০ জন।
ভ্রমণ শুরু : ২৫ মে বৃহস্পতিবার ২০২৩ উত্তরা জসিম উদ্দিন থেকে যাত্রা শুরূ।
ভ্রমণ শেষ: ২৮ মে রবিবার ২০২৩ কমলাপুর।

◼ ভ্রমনের সময়ঃ ঢাকা থেকে ২৫ শে মে, ২০২৩ যাত্রা করে ২৮ শে মে, ২০২৩, রবিবার সকাল ০৬ঃ০০ টার মধ্যে ঢাকায় থাকবো ইনশাআল্লাহ।

◼ ভ্রমণ খরচঃ
🙋‍♂️জনপ্রতি ফিঃ ৪৪৫০/- টাকা
(এক রুমে ২ টি ডাবল বেডে ৪ জন)
👩‍❤️‍👩 কাপল ফি ১০,৯৫০/- টাকা (১ রুমে ২ জন)
বুকিং মানিঃ মাথাপিছু ২৫০০/- টাকা (অফেরতযোগ্য)

কনফার্ম করার শেষ সময় :
১৫ মে সোমবার ২০২৩ ইং।

বুকিং মানি বিকাশ বা নগদে পেমেন্ট করা যাবে। অথবা বুকিং মানি ব্যাংকে প্রদান করতে চাইলে কমেন্টে অথবা ফোন করে জানাতে হবে।

বিকাশ নম্বর সমূহঃ
০১৮৪২-৩৩১০১০ (বিকাশ ও নগদ- Personal)
০১৭১৯-১৭৪৫৮২ (বিকাশ personal)

বিকাশ বা নগদ পেমেন্ট এর ক্ষেত্রে উল্লেখিত নম্বরসমূহ ছাড়া অন্য কোন নাম্বার এ কোন লেনদেন করে ক্ষতিগ্রস্থ হলে ঘুরতে Tourতে কর্তৃপক্ষ কোন দ্বায়-দ্বায়িত্ব নিবে না। সুতরাং লেনদেনে অবশ্যই সতর্কতা অবলম্বন করূন। প্রয়োজনে উল্লেখিত নাম্বার এ ফোন করে আগে কথা বলে কনফার্ম হয়ে নিন।

◼ যা যা প্যাকেজের আওতাভুক্তঃ
- ঢাকা-খাগড়াছড়ি নন এসি বাসের ভাড়া (আপ-ডাউন)।
- খাগড়াছরি-সাজেক রিজার্ভ চান্দের গাড়ির ভাড়া (খাগড়াছড়ি স্পট ঘুরাসহ)।
- সাজেকে স্টান্ডার্ড ইকো রিসোর্টে রাত্রিযাপন।
- ২ বেলা সকালের নাস্তা।
- ২বেলা দুপুরের খাবার।
- ১ বেলা রাতের খাবার (বার-বি-কিউ)।
- সাইট সিয়িং এ গাইড খরচ।

❎ যা যা থাকছে নাঃ
১। যাত্রা বিরতিতে কোন খাবার খরচ।
২। সকল প্রকার ব্যক্তিগত খরচ।
৩। সকল লোকেশনের এন্ট্রি ফি।
৪। প্যাকেজের মধ্যে উল্লেখ নাই এমন খরচ।
৫। সিগারেট ছাড়া কোন ধরনের মাদকদ্রব্য বহন ও সেবন করা যাবে না।

★ অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার জন্য কোনো বাড়তি খরচ হলে তা সবাইকে মিলেই বহন করতে হবে।

যেকোনো প্রয়োজনেঃ
রেজা- ০১৮৪২-৩৩১০১০
মোমিন- ০১৭১৯-১৭৪৫৮২

** ভ্রমণের জন্য যে কেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
ছেলে/ মেয়ে সকলেই যেতে পারবে। মেয়েদের বাড়তি নিরাপত্তার বিষয়ে আমরা বরাবরই গুরুত্ব দিয়ে থাকি।
তবে গ্রুপ থেকে কাউকে কিছু না বলে লম্বা সময়ের জন্য অন্য কোন দিকে চলে গেলে আর তখন কোনো দূর্ঘটনা ঘটলে সেটার দ্বায়ভার ঘুরতে Tourতে কর্তৃপক্ষ নিবে না।

https://www.facebook.com/109005197464038/posts/803994704631747/?mibextid=ZbWKwL
24/04/2023

https://www.facebook.com/109005197464038/posts/803994704631747/?mibextid=ZbWKwL

খুব শীঘ্রই সার্কেল শপ বিডি আপনাদের জন্য নিয়ে আসতে যাচ্ছে দেশীয় স্বাদের টাটকা টেংরা, কাচকি, চিংড়ি, সরপুঁটি, পাবদা,ইলিশ মাছ। অর্ডার করার সর্বোচ্চ ৩৬ ঘন্টার মধ্যে আমরা ডেলিভারি করবো ইন-শাহ-আল্লাহ। আপাতত শুধুমাত্র ঢাকা সিটিতে মিরপুর, উত্তরা এবং বারিধারা এরিয়াতে থাকবে এই অফার। ৫০০ গ্রাম- ২ কেজি পর্যন্ত অর্ডার এ ডেলিভারি চার্জ ৬০ টাকা। ২ কেজি- ৩.৫ কেজি পর্যন্ত ডেলিভারি চার্জ ৮০ টাকা। আর ৩.৫ কেজি- ৫ কেজি পর্যন্ত ডেলিভারি চার্জ ১০০ টাকা। ৫ কেজির উপরে ডেলিভারি চার্জ ১৫০ টাকা। আমাদের সাথেই থাকুন।

Address

Northern Khan Heights, 34 Road No. 3
Mirpur
1216

Telephone

+8801558986252

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ghurte Tourte posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ghurte Tourte:

Share

Category