11/02/2024
Central Asia (Uzbekistan, Tajikistan, Kazakhstan, Kyrgyzstan, Turkmenistan) দেশ গুলোর ভিসা, ভিসা ফী, কত সময় লাগে ভিসা হতে এবং কোথায় কিভাবে ভিসা করবেনঃ
🇺🇿 Uzbekistan (উজবেকিস্তান) এর ৩ ধরনের টুরিস্ট ভিসা আপনি করতে পারবেন -সিঙ্গেল এন্ট্রি ($20), ডাবল এন্ট্রি ($35), মাল্টিপল এন্ট্রি ($50), ভিসা হতে সময় লাগে ৩-১০ দিন। ভিসার ধরণ- ই ভিসা। ঘরে বসে Uzbekistan এর সরকারী অফিশিয়াল ইলেকট্রনিক ভিসা পোর্টাল ওয়েবসাইট থেকে শুধু পাসপোর্ট এর ইনফরমেশন পেইজ এর স্ক্যান কপি এবং ১ কপি ছবি দিয়ে ভিসা এপ্লাই করতে পারবেন। আমাদের মাধ্যমে চাইলে ভিসা করাতে পারেন, আমাদের প্রসেসিং ফী ১০০০ টাকা।
ফ্রেস পাসপোর্টে উজবেকিস্তান এর ভিসা হয় কিন্তু ৯৮% সম্ভবনা আপনাকে এয়ারপোর্টে আটকে দিবে তাই আমাদের পরামর্শ Uzbekistan ভ্রমণের পূর্বে ২-১ দেশ ভিসিট করে নেয়া।
🇹🇯 Tajikistan (তাজিকিস্তান) এর ই-ভিসা বাংলাদেশ থেকে অনেক এক্সপেন্সিভ, বাংলা টাকায় প্রায় ৩৮০০০ পরে যায় এবং প্রসেসিং টাইম ৫-৭ কর্ম দিবস কিন্তু গেরান্টেড ভিসা। তাই আমাদের পরামর্শ দিল্লি অথবা উজবেকিস্তান থেকে স্টিকার ভিসা করিয়ে নেয়া। উজবেকিস্তান থেকে ১৬০ ডলারে মাত্র ৩-৫ ঘণ্টায় আপনি স্টিকার ভিসা করিয়ে নিতে পারবেন, ১ মাসের সিঙ্গেল এন্ট্রি । প্রয়োজনীয় ডকুমেন্ট অবশ্যই পাসপোর্ট (মেইন কপি), ২ কপি পাসপোর্ট সাইজ ছবি, হোটেল বুকিং কপি, ট্র্যাভেল আইটেনারি, Tajikistan থেকে বাংলাদেশে ব্যাক করলে রিটার্ন এয়ার টিকেটের কপি। খুবি ইজি প্রসেস।
🇰🇿 Kazakhstan (কাজাখস্তান) এর ই-ভিসা এবং স্টিকার ভিসা আপনি ঘরে বসে বা দিল্লি এবং Uzbekistan যেখান থেকেই করুন না কেন আপনার ইনভাইটেশন লাগবে। ইনভাইটেশন আপনি আমাদের মাধ্যমে করাতে পারবেন সে ক্ষেত্রে ইনভাইটেশন ফী ১৫,০০০ টাকা সময় লাগবে ১৫ কর্ম দিবস। আপনি চাইলে ৭ দিনেও আমরা আপনাকে ইনভাইটেশন এনে দিতে পারব সে ক্ষেত্রে ফী বাড়বে। ৩ মাসের সিঙ্গেল এন্ট্রি ই-ভিসা ফী ৬০ ডলার, ইনভাইটেশন পাওয়ার পর ভিসা করতে সময় লাগে ১০-৩০ মিনিট। আমাদের প্রসেসিং ফী ২০০০ টাকা। ইনভাইটেশন চলে আসলে ভিসা অলমোস্ট ১০০% কনফার্ম। মিনিমান ৩-৪ টা দেশ ভিসিট থাকতে হবে।
🇰🇬 Kyrgyzstan (কিরগিজস্তান) এর ই-ভিসা এবং স্টিকার ভিসার প্রসেসটা অনেকটা Kazakhstan এর মতই যদিনা আপনার দুবাই রেসিডেন্সি কার্ড বা Uzbekistan এর ওয়ার্ক পারমিট না থাকে। দুবাই রেসিডেন্সি কার্ড বা Uzbekistan এর ওয়ার্ক পারমিট থাকলে আপনি Uzbekistan থেকে Kyrgyzstan এর ভিসা করাতে পারবেন। Kyrgyzstan ইনভাইটেশন এর জন্য আপনার মিনিমাম ৩-৪ দেশ ভ্রমণ থাকতে হবে। আমাদের Kyrgyzstan ইনভাইটেশন ফী ১০,০০০ টাকা এবং সময় লাগবে ৩-৫ কর্ম দিবস। ইনভাইটেশন পাওয়ার পর আপনি ঘরে বসে ই-ভিসা করতে পারবেন। ১ মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসার জন্য আপনার খরচ হবে ৫২ ডলার এবং ২ মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসার জন্য আপনার খরচ হবে ৬২ ডলার। আমাদের প্রসেসিং ফী ২০০০ টাকা। Kyrgyzstan এর ভিসা আমাদের মত অভিজ্ঞ এজেন্সি দিয়ে করানোর চেষ্টা করবেন কারন Kyrgyzstan এর ভিসা এক বার রিজেক্ট হলে ১ বছরেও আর ভিসা আবেদন করতে পারবেন না।
🇹🇲 Turkmenistan (তুর্কমেনিস্তান) এই মুহূর্তে বাংলাদেশীদের ভিসা দিচ্ছে না। তবে প্রসেস অনেকটাই Kazakhstan এবং Kyrgyzstan এর মত। ইনভাইটেশন নিয়ে ই-ভিসা এপ্লাই করতে হয় বা ইস্টিকার নেয়া যায়। তবে আপনার পাসপোর্ট অনেক দেশ ভ্রমণ থাকলে বা ফাস্ট ওয়ার্ল্ড কান্ট্রির ভিসা থাকলে চেষ্টা করে দেখতে পারেন, অথবা আমাদের থেকে পরামর্শ নিতে পারেন।
😍 পোস্ট পড়ে ভালো লাগলে সেন্ট্রাল এশিয়া ভ্রমণ পিপাসুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। Uzbekistan, Tajikistan, Kazakhstan, Kyrgyzstan এর ইনভাইটেশন, ভিসা, এয়ার টিকেট, হোটেল বুকিং, ট্রান্সপোর্ট বা যে কোন হেল্পের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের থেকে কম প্রাইজ মনে হয় না অন্য কেও দিতে পারবে, ইন শা আল্লাহ্। 😍
🙂এস, এম, রিজিভী সরকার
✈️অনিওন ট্র্যাভেল এজেন্সি
📞 01722-260455
📞+8801826666522
🚪House-24, Road-7, Senpara, Mirpur-10, Dhaka