টোটো ট্রাভেলস

টোটো ট্রাভেলস লাইক দিয়ে সাথে থাকুন

আসসালামু আলাইকুম । আমি রাজু মোল্লা টো টো ট‍্যুর এন্ড ট্রাভেলস এর প্রতিষ্ঠাতা । টো টো ট‍্যুর এন্ড ট্রাভেলস- হচ্ছে একটি বাংলাদেশের অন্যতম ট্রাভেল এজেন্সি ।


* আমরা ভ্রমন কেনো করি?

শত ব্যস্ততার মাঝেও কার না ভালো লাগে একটু ঘুরে বেড়াতে । শরীর এবং মনের প্রফুল্লতা অর্জনের জন্যও। যেহেতু রোমাঞ্চকর স্থানে সময় কাটানো ভালোলাগার বিষয়। মনে স্বস্তিও আনে। কেননা ভ্রমণেও আছে নানান রকমের উপকারিতা। সেটা স্বাস্থ্

যের জন্যও।

ভ্রমনের আরো কিছু উপকারিতা রয়েছে যেমন -
১. মানসিক চাপ কমানো

ভ্রমণ মানসিক চাপ কমানো এবং নিজেকে পুনরুজ্জীবিত করার জন্য ভালো উপায়। ছুটির সময়টা বাড়ির বাইরে গিয়ে কাটান। দেখবেন আপনি দৈনন্দিন ঝামেলা থেকে দূরে থাকবেন। ছুটি শেষে যখন ঘরে ফিরবেন; তখন একটা সতেজ বোধ এবং অনুপ্রেরণা কাজ করবে।

২. সামাজিক দক্ষতা
ভ্রমণে বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে মেশার সুযোগ হয়। আপনার পাশে বসা মানুষটির সঙ্গে আলাপ হতে পারে। এতে আপনার সামাজিক দক্ষতা বাড়বে। অনেকেই আবার নতুন পরিবেশে উদ্বিগ্ন হয়ে ওঠেন। এমন সমস্যায় ভ্রমণ হতে পারে ভালো সমাধান।

৩. ধৈর্যশীলতা
ঘোরাঘুরি করতে গেলে আপনাকে আরো বেশি ধৈর্যশীল হতে হবে। চাওয়ামাত্রই সব হয়তো হাতের কাছে চলে আসবে না। কেননা বের হলেই দেখবেন, কোনো কিছুর জন্য অপেক্ষা করতে হচ্ছে। খাবারের জন্য রেস্টুরেন্টে অপেক্ষা করতে হচ্ছে। এসব পরিস্থিতি আপনাকে সামাল দিতে হবে।

৪. ইতিবাচক চিন্তা
ভ্রমণ আপনাকে লক্ষ্য অর্জনেও সাহায্য করবে। ভ্রমণ করলে আপনি কিছুটা ইতিবাচক চিন্তার অধিকারী হবেন। মনে করুন, পাহাড়ে ওঠার লক্ষ্য অর্জন করলে আপনি হয়তো আবার একটি লক্ষ্য ঠিক করে নিবেন। এভাবে লক্ষ্য অর্জন আপনাকে দিতে পারে আত্মবিশ্বাস এবং সফলতা।

৫. মানসিকতা
বেড়াতে গেলে মানসিকতা বাড়ে। খারাপ আবহাওয়ায় তারিখ পরিবর্তন হতে পারে। তখন নতুন কোনো সিদ্ধান্ত নিতে হয়। এসবই আপনাকে অনেক নমনীয় করে তুলবে। আরো বেশি মুক্তমন তৈরি করে দেবে। এসবই আপনার দৈনন্দিন জীবনে কাজে লাগবে।



* আপনি কেনো টো টো ট‍্যুর এন্ড ট্রাভেলস সাথে ঘুরতে যাবেন?


- টো টো ট‍্যুর এন্ড ট্রাভেলস এর সাথে ঘুরতে যাওয়ার অনেকগুলো কারণ আছে তারমধ্যে কিছু পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরলাম -

১. টো টো ট‍্যুর এন্ড ট্রাভেলস এর সাথে ভ্রমনের প্রথম কারণ হতে পারে সবচেয়ে নিরাপত্তার ব‍্যাপারে আমরা খুবই গুরুত্ব দেই। আমাদের স্লোগান "আপনাদের নিরাপত্তায় আমরা অঙ্গীকারবদ্ধ" ।

২. আমরা সর্বোচ্চ মানের আরামদায়ক গাড়ি রিজার্ভ নিয়ে থাকি। যেখানে অন্যান্য ইভেন্টের গাড়ির আসন সংখ্যার তুলনায় আমাদের গাড়ির আসন সংখ্যা কম হয়ে থাকে। যাতে ট‍্যুরিস্টরা স্বাচ্ছন্দ্যবোধ করতে পারেন।

৩. ভ্রমনের হ্মেত্রে খাবার একটি গুরুত্বপূর্ণ বিষয়। যেখানে আমরা ট‍্যূরিস্টদেরকে ভালো মানের রেস্টুরেন্টে স্বাস্থ্যকর খাবার প্রদান করে থাকি। তাই স্বাভাবিকভাবেই আমাদের কস্ট অন্যান্যদের তুলনায় কিছুটা বেশি হয়ে থাকে।

৪. থাকার খেত্রে আপনাদের আরামের বিষয়টি চিন্তা করে, আমরা ভিআইপি মানের রিসোর্ট বুকিং করে থাকি।

৫. আমাদের ট‍্যুর ইভেন্টে আপনার কোনো প্রকার অতিরিক্ত বা বাড়তি খরচ বহন করতে হবেনা। সকল খরচ ট‍্যুর ইভেন্ট ফির মধ্যে অন্তর্ভুক্ত। ( শুধু মাত্র পার্সোনাল খরচ ব‍্যাতিত )

৬. সার্বক্ষণিক দায়িত্ববান , শিক্ষিত, ভদ্র গাইড দ্বারা পরিচালিত। তাই আপনাদের যাতে কোনো প্রকার সমস্যা না হয় সেই দিকে খেয়াল রাখতে আমরা অঙ্গীকার বদ্ধ।

৭. আমরা ফ্রেন্ডলি ট্রুর করি। যেখানে একা গেলেও আনন্দের কমতি হয় না। ছেলে মেয়ে বুড়ো সহ যে কেউ আমাদের ইভেন্টে আনন্দ করতে পারেন ফ‍্যামিলির মতো। এবং আমাদের ট‍্যুরে আসলে অবশ্যই ভোটার কার্ডের ফটোকপি লাগে সর্বোচ্চ নিরাপত্তার জন্য ।



* আমরা কোথায় কোথায় ভ্রমন করি?


- আমরা বাংলাদেশের সর্বত্র পর্যটক স্থানে ভ্রমন করি । যেমন -

১. কক্স-বাজার
২, সুন্দরবন
৩. ঢাকা
৪. শ্রীমঙ্গল
৫. চিটাগং
৬. বান্দরবন
৭. রাঙ্গামাটি
৮. সেন্ট মার্টিন
৯. পাহাড়পুর
১০. কুয়াকাটা
১১. সিলেট
১২. বরিশাল
১৩. বাঘেরহাট
১৪. সোনারগাঁও ইত্যাদি ।

* পরিশেষে বলবো, ভ্রমন আমাদের সকলেরই প্রয়োজন । ভ্রমনের আনন্দের অনুভূতি বুঝিয়ে বলার মতো ভাষা নেই । তো আপনি যদি একজন ভ্রমন প্রেমিক হন নিঃসন্দেহে যোগ দিতে পারেন টো টো ট‍্যুর এন্ড ট্রাভেলস এর সাথে । ধন্যবাদ ।

কক্সবাজার ভ্রমণ মাত্র ১৩৯৯ টাকায় টোটো ট্রাভেলস এর সাথে। বিস্তারিত 01917-583665
22/01/2025

কক্সবাজার ভ্রমণ মাত্র ১৩৯৯ টাকায় টোটো ট্রাভেলস এর সাথে। বিস্তারিত 01917-583665

কক্সবাজার 🎉কক্সবাজার🎉 কক্সবাজার কক্সবাজার ডে-ট্যুর মাত্র ১৩৯৯/-৳কক্সবাজার রিল্যাক্স ট্যুর মাত্র ২৯৯৯/-৳রওনা: আগামী ৩০ ই ...
22/01/2025

কক্সবাজার 🎉কক্সবাজার🎉 কক্সবাজার

কক্সবাজার ডে-ট্যুর মাত্র ১৩৯৯/-৳
কক্সবাজার রিল্যাক্স ট্যুর মাত্র ২৯৯৯/-৳

রওনা: আগামী ৩০ ই জানুয়ারি বৃহস্পতিবার রাতে ঢাকা সায়দাবাদ থেকে 🌸

সিঙ্গেল / কাপল/ ফ্যামিলিসহ আমাদের সাথে জয়েন করুন একেবারে নিশ্চিন্তে

👇 যেখানে যেখানে ঘুরবো: ✅

🤘কক্সবাজার
🤘লাবনী পয়েন্ট
🤘সুগন্ধা পয়েন্ট
🤘শৈবাল বিচ
🤘ডলফিন মোর
🤘ঝাউ পয়েন্ট
🤘হিমছড়ি

🔰বিস্তারিত এবং বুকিং এর জন্য ইনবক্স অথবা কল করুন👇
বিকাশ 01917-583665 (parsonal)

MD Mohibullah Islam (এডমিন) 01624583194 (WhatsApp)

Rony Das 01960603559 একাউন্টস
Mohosin Musa 01741826501 মডারেটর
Rayhan Shikder 01406977486 মডারেটর
Saif Uddin 01635159431 মডারেটর
Arham Bin Alif মডারেটর

অভিযোগ ও পরামর্শ: Raju Molla 01814676191 (CEO)

21/01/2025
21/01/2025
সকলের ভালোবাসা চাই ❤️❤️ সবাই দোয়া করবেন টোটো ট্রাভেলস এর জন্য।
20/01/2025

সকলের ভালোবাসা চাই ❤️❤️ সবাই দোয়া করবেন টোটো ট্রাভেলস এর জন্য।

Biggest tourism festival season 2 এর প্রোগ্রাম
20/01/2025

Biggest tourism festival season 2 এর প্রোগ্রাম

হোটেল আল সালাদিয়ায় সকালের নাস্তা সারলাম। বড়ো রেস্টুরেন্ট গুলো থেকে কোনো অংশেই সাধে কম না।
20/01/2025

হোটেল আল সালাদিয়ায় সকালের নাস্তা সারলাম। বড়ো রেস্টুরেন্ট গুলো থেকে কোনো অংশেই সাধে কম না।

18/01/2025

✅মাত্র ৪০০০ টাকায় সাজেক ভ্যালি ভ্রমণ✅
👉কোনো হিডেন চার্জ নেই।
🟩আমাদের ৩টি প্যাকেজ রয়েছে।
১। স্ট্যুডেন্টদের জন্য রয়েছে 'লো বাজেট ট্যুর,
২।ফ্যামিলিদের জন্য রয়েছে " প্রিমিয়াম ট্যুর ও লাক্সারি ট্যুর। আপনি যদি উন্নত মানের সার্ভিস পেতে চান তাহলে প্রিমিয়াম ও লাক্সারি প্যাকেজ আপনার জন্য।
👉 নোট: সাজেক ভ্যালি এক রাত স্টে ও ২রাত স্টে করার প্যাকেজ রয়েছে। প্রতি বুধবার ও বৃহস্পতিবার রওনা। প্রিমিয়াম ও লাক্সারি সার্ভিস যে কোনদিন করা যাবে। ________________________________________
👉 প্যাকেজ ধরণ :
🟩🟩🟩৩রাত ২দিনের প্যাকেজ (সাজেক ১রাত থাকা)
🟩বাজেট ফ্রেন্ডলি প্যাকেজ
> এক রুমে ৪/৫ জন জনপ্রতি ৪০০০/-
>এক রুমে ৩জন জনপ্রতি ৪৫০০/-
>এক রুমে ২জন জনপ্রতি ৫৫০০/-
কটেজ : মৌনআভা, মেঘপাহাড়, সাইরু
ইনক্লুডিং :
📎 ঢাকা - দীঘিনালা - ঢাকা ননএসি বাস (৪৫সিট)
📎 দীঘিনালা -সাজেক- দীঘিনালা সবুজ জীপ (১৪জন)
📎কটেজ : মৌনআভা, মেঘপাহাড়, সাইরু
📎 দুই দিনে পাঁচ বেলা খাবার
📎 এন্টি ফি
✍️নো হিডেন চার্জ
_____________________
🟩 প্রিমিয়াম প্যাকেজ :
📎এক রুমে ৪ জন জনপ্রতি ৫০০০
📎এক রুমে ৩জন জনপ্রতি ৫৫০০
📎 এক রুমে ২জন জনপ্রতি ৬৫০০
রিসোর্ট : চাদের বাড়ি, ক্লাউড ভিউ। লাক্সম্যান, শৈলকুঠির, ম্যাডভেঞ্চার, মেঘবাতায়ন সমমানের।
🟩লাক্সারি প্যাকেজ
📎এক রুমে ৪ জন জনপ্রতি ৬৫০০
📎এক রুমে ৩জন জনপ্রতি ৭০০০
📎 এক রুমে ২জন জনপ্রতি ৮৫০০
কটেজ : মেঘপিয়ন, জুমঘর, সাংরাই, হানিমুন,আবকাশ, ইকোভ্যালী সমমানের
________________________________________________
🟩🟩🟩 ইভেন্ট : ৪রাত ৩দিন
প্রিমিয়াম ভ্রমণ খরচ:
📎এক রুমে ৪জন জনপ্রতি ৭০০০
📎এক রুমে ৩জন জনপ্রতি ৮০০০
📎 এক রুমে ২জন জনপ্রতি ৯৫০০
লাক্সারি প্যাকেজ
📎এক রুমে ৪জন জনপ্রতি ৮০০০
📎এক রুমে ৩জন জনপ্রতি ৯৫০০
📎 এক রুমে ২জন জনপ্রতি ১২,০০০
🟩প্রিমিয়াম ও লাক্সারি প্যাকেজে যা যা থাকছে:
☞ ঢাকা থেকে দিঘীনালা যাওয়া আসা ননএসি বাস টিকেট। (হুন্দাই এসি বাসের জন্য জনপ্রতি ১৭০০ টাকা যোগ, আর হিনো এসি বাসের জন্য জনপ্রতি ৫০০ টাকা যোগ হবে।
☞ দিঘীনালা থেকে চাঁদের গাড়ি রিজার্ভ।
☞ভ্রমণ প্যাকেজে চাঁদের গাড়িতে ১৩/১৪জন।
☞ সকল স্পটের এন্টি ফি
☞ দিঘীনালা পৌঁছে ওয়াশরুমের সু-ব্যবস্থা
☞ ৩রাত ২দিনের প্যাকেজে ৫ বেলা খাবার।
☞ ৪রাত ৩দিনের প্যাকেজে ৮বেলা খাবার।
📎কোনো হিডেন চার্জ নাই __________________________________________________
🟩 ভ্রমণ স্পটগুলো
➤সাজেক ☞ কংলাক পাড়া ☞লুসাই গ্রাম > হ্যালিপেড ➤ খাগড়াছড়ি ☞আলুরটিলা ☞রিসাং ঝর্ণা (যদি পানি থাকে☞ ঝুলন্ত ব্রীজ
=====================================
🕘ভ্রমণের সম্ভাব্য বর্ণনাঃ
প্রথমদিন রাতের বাসে রওনা দিয়ে পরদিন ভোরে দিঘীনালা পৌঁছে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিবো।এরপর সকাল ৯:টায় সাজেকের উদ্দেশ্যে রওনা করবো । দুপুরে ১২:৩০/০১:০০টার মধ্যে সাজেকে রিসোর্টে চেক-ইন করবো। দুপুর ০২:০০ মধ্যভোজ শেষে কটেজে বিশ্রাম। বিকাল ০৪:০০ টায় কংলাক পাহাড় যাবো, সন্ধায় হেলিপ্যাডে,। রাত ০৯:৩০ টায় রাতের খাবার। সকাল ০৭:০০ টায় যাবো লুসাইগ্রাম। সকাল ৯টায় সকালের নাস্তা। সকাল ১০টায় কটেজ চেক-আউট। দুপুরে খাগড়াছড়ি উন্নত মানের রেস্টুরেন্টে মধ্যভোজ সেরে বিকাল ৩টায় যাবো
#আলুটিলা_গুহা #ঝুলন্ত_ব্রিজ। রাতের খাবার সেরে ঢাকার উদ্দেশ্যে রওনা।

আমাদের গ্ৰুপ লিংক 👇👇
https://www.facebook.com/share/g/19uAQ8umhq/
________________________________
✈️যারা যাবেন আসন নিশ্চিত করার জন্য ২০০০/- টাকা ( অফেরত যোগ্য) অগ্রিম বুকিং মানি হিসেবে বিকাশ করতে হবে।(বিকাশ খরচ সহ) কাপলদের জন্য বুকিং মানি ৩০০০/- টাকা
রাজু মোল্লা।
01917583665 - bKash/ Nagad p
019175836657 - Rocket p
ব্যাংক অ্যাকাউন্ট। রেহানা ট্রেডার্স 0012200000299 উত্তরা ব্যাংক লিমিটেড ইছাপুরা শাখা।
_____________________
★★ শর্ত সমুহ ★★
১✪ভ্রমণ কালে সকলের জাতীয় পরিচয় পত্র সাথে রাখা জরুরি।
২✪ ভ্রমণ কালে গ্রুপের কারো সাথে অশালীন আচরণ করা যাবে না।
৩✪মাদক বা নিষিদ্ধ বস্তু খাওয়া বা সাথে রাখা যাবে না।
৪✪গ্রুপ ছেড়ে একা কোথাও যাওয়া যাবে না।
৫✪প্রয়োজনে এডমিন বা টীম লিডারকে বলে যেতে হবে,
৬✪ট্যুরে আপনার দ্বারা কোনো ক্ষয়-ক্ষতি হলে, তার সম্পর্ণ দায়-ভার আপনার।
৭✪আবহাওয়া, দুর্যোগ ও সড়ক এক্সিডেন্টের কারণ ভ্রমণে কোনো ব্যাঘাত ঘটলে এবং তার ফলে যদি অতিরিক্ত খরচ যুক্ত হয়, তবে সবাইকে উক্ত খরচ বহন করতে হবে।
৮✪ সকলের সৌহার্দপূর্ণ আচরণে ভ্রমণ অধিক আনন্দপ্রিয় উয়ে উঠে, সবার কাছে এমনটাই প্রত্যাশা।
৯✪ গ্রুপ ট্যুর চালাকালীন কোনো সমস্যার সম্মুখিন হলে, রাগান্বিত না হয়ে হোস্টের সাথে বুঝের মধ্যে মীমাংসা করার মানসিকতা থাকতে হবে।
____________________________________________ ✆ সকল শর্ত মেনে বুকিং নিশ্চিত করুন।
অফিসের ঠিকানা কুসুমপুর বউবাজার, সিরাজদিখান, মুন্সিগঞ্জ। যোগাযোগঃ- 01814676191 Raju molla (Owner & admin)
>>মহান রাব্বুল আলামিন আমাদের ভ্রমণ নিরাপদ ও আনন্দময় করিবেন,আমিন

Big shout out to my newest top fans! 💎 MD MD Mohibullah Islamrop a comment to welcome them to our community,
18/01/2025

Big shout out to my newest top fans! 💎 MD MD Mohibullah Islamrop a comment to welcome them to our community,

Address

কুসুমপুর বউবাজার, সিরাজদিখান
Munshiganj
1542

Telephone

+8801814676191

Website

Alerts

Be the first to know and let us send you an email when টোটো ট্রাভেলস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to টোটো ট্রাভেলস:

Videos

Share