08/07/2024
★ওমরা প্যাকেজ★
যাওয়া:০৫-০৮-২০২৪
🕋 মক্কা মুকাররমায় অবস্থান🕋
হোটেল:৪০০-৫০০ মিটার দূরত্ব
🕋 মক্কায় জিয়ারাহ:🕋
🚌 গাড়িতে: 🚌
মিনা, মুজদালিফা, আরাফাহ, জামারাত, জাবালে নূর, জাবালে ছুর, জাবালে রহমত, জান্নাতুল মোয়াল্লা, মসজিদে জিন।
🦿 পায়ে হেঁটে: 🦵
মেয়েদের জিন্দা দাফনের কবরস্থান, মসজিদে আবু বকর, মসজিদে ওমর, আবু জাহেলের বাড়ি, রাসূল স. এর জন্মের ঘর, জাবালে আবি কুবাইস।
উল্লেখ্য:
মক্কায় অন্য কোন স্থানে জিয়ারা করতে চাইলে নিজ খরচে করতে হবে।
যেমন: তায়েফ, মক্কা যাদুঘর, ইত্যাদি।
🕌মদিনা মুনাওয়ারায় অবস্থান
হোটেল:৪০০-৫০০ মিটার দূরত্ব
-----------------------------------------------------
🕌 মদীনায় জিয়ারাহ: 🕌
🚌 গাড়িতে: 🚌
মসজিদে কুবা, মসজিদে যু-কিবলাতাইন, সাবআ' মাসাজিদ, খন্দক, ওহুদ, খেজুর বাগান।
🦿 পায়ে হেঁটে:🦵 মসজিদে গামামাহ, মসজিদে আবু বকর, মসজিদে ওমর, মসজিদে আলী, মসজিদে সালমান ফারসি, মসজিদে ওসমান (যেখানে হযরত উসমান রা. কে শহীদ করা হয়েছে) মসজিদে বেলাল, মসজিদে বুখারী, জান্নাতুল বাকী, বাই'য়াতে আবু বকর।
উল্লেখ্য:
# রিয়াজুল জান্নাহ এর পারমিটের জন্য সর্বোচ্চ চেষ্টা ও আন্তরিকতা আমাদের থাকবে,
তবে, এপসে অনুমতি না মিললে এর জন্য ট্রাভেলস দায়বদ্ধ থাকবে না।
# মদীনার অন্য কোন স্থানে জিয়ারা করতে চাইলে নিজ খরচে করতে হবে।
যেমন: সালমান ফারসীর খেজুর বাগান, বীরে গারস, বদর যুদ্ধের স্থান, ওয়াদিয়ে জীন, মিউজিয়াম ইত্যাদি।
বি. দ্র.:
# কাফেলায় কোন মুয়াল্লিম থাকবে , মক্কা ও মদীনায় জিম্মাদার সার্বক্ষণিক তদারকি করবেন ইনশাআল্লাহ।
# বিমানের ফেয়ার বাড়লে খরচ বাড়তে পারে
🛌 হোটেল রুমের বর্ণনা 🛌
👨 পুরুষ: 👨
৪বেডে ১ রুম
👩 মহিলা: 👩
৪ বেডে ১ রুম
বি. দ্র. :
👨👩👦👦 কোন ফ্যামিলি 👨👩👦👦 নিজেরা প্রাইভেট এক রুম নিয়ে নিতে চাইলে বেড প্রতি ১৬ হাজার টাকা করে অতিরিক্ত পরিশোধ করতে হবে।
🍗🍲🍚 খাবার মেন্যু 🍗🍲🍚
খাবার তিনবেলা
সকাল:
রুটি/পরাটা, ডাল/ভাজি
দুপুর:
ভাত, ডাল, ভর্তা/সবজি, গোশত/ মাছ
রাত:
ভাত, ডাল, শাক/সবজি, মাছ/গোশত
--------------------------------------------
✈️ ওমরাহ বুকিং করতে যা কিছু প্রয়োজন ✈️
# পাসপোর্ট এর স্ক্যান কপি
# ভিসার জন্য আঙ্গুলের বায়োমেট্রিক
# বুকিংয়ের সময় অর্ধেক টাকা পেমেন্ট
# যাওয়ার ৭ দিন আগে ফুল টাকা পরিশোধ করতে হবে
# ভিসা ২ দিন আগে পাবেন
# টিকিট ১ দিন আগে পাবেন ইনশাআল্লাহ
ℹ️ যেকোনো তথ্যের জন্য: ℹ️
*মাওলানা মোঃ মিযানুর রহমান
*ডিরেক্টর: আল-মারজান হজ কাফেলা।
প্রয়োজনে: 01970361211, 01963554940
Wakia Travels