10/04/2024
অমুক-তমুক আউল-ফাউল দিবসে জায়েয-নাজায়েয আনন্দ খুঁজে আসা একদল বঙ্গীয় সন্তান ঈদ এলেই ম্যাড়ম্যাড়ে হতাশামূলক পোস্ট দেওয়া শুরু করে; "ঈদটা ঘুমিয়ে কাটিয়ে দিলাম", "আমার ঈদের প্ল্যান নামাজ পড়ে এসে ঘুমানো", ইত্যাদি। যেন ঈদের মতো অপ্রাসঙ্গিক উৎসব আর একটিও নেই। অথচ, অমুক-তমুক দিবস নিয়ে বাঙালির প্ল্যানিংয়ের অভাব নেই। এরা নিজের ঈদ যেমন নষ্ট করে, অন্যের ঈদও নষ্ট করে। দ্বীনদার শ্রেণির মধ্যেও বুঝে-না-বুঝে এই ধরনের মানুষের অভাব নেই।
ঈদ সম্পর্কে এই ম্যাড়ম্যাড়ে মনোভাব কাটাতে এখন থেকেই ঈদের প্ল্যান করুন। সুড়সুড়ি দিয়ে জাগানোর জন্য হলেও এখন থেকে নিয়মিত আপডেট দিন। আল্লাহ এবং তাঁর রাসূল বলেছেন আনন্দ-উৎসব করতে, অথচ আপনার আনন্দ-উৎসবের কোনো পরিকল্পনা নেই। আপনি কেমন মুসলমান?
- নামাজ পড়ুন।
- কাছাকাছি আত্মীয়-স্বজনের বাসায় ঘুরতে যান।
- যেতে না পারলে ফোন করে ঈদের আনন্দ ও শুভেচ্ছা বিনিময় করুন।
- বন্ধুবান্ধবের বাসায় ঘুরতে যান।
- দল ধরে ঘুরতে বের হোন।
- সুবিধাবঞ্চিত মানুষদের সাথে কিছু সময় আনন্দ ভাগাভাগি করুন।
- ছোটদের ঈদ-সালামি দেন।
- আপনার ছোট সন্তান, ছোট ভাইবোন ও ভাতিজা-ভাতিজিকে বাইরে ঘুরাতে নিয়ে যান। নানা কিছু কিনে দেন। ওর মনের মধ্যে উৎসবের বীজ বুনে দেন।
- ঘরের আনন্দ ও বাইরের আনন্দের জন্য আলাদা সময় ভাগ করুন। মা-বোন, স্ত্রী, মেয়ের জন্য সময় বরাদ্দ দেন।
- ঈদের দিনে আনন্দ-উৎসবের আইডিয়া খুঁজে না পেলে ঘাড়ের ওপর নিশ্বাস ফেলা দেশটির মোল্লাদের ভিডিও দেখে শেখেন।
একদম কিছু না পারলে একা-একা ভালো জামাকাপড় পরে ঘুরেন, ফুচকা খান। এরপর ফেইসবুকে আপডেট দেন। তাও "ঈদের বয়স শেষ" টাইপের ম্যাড়ম্যাড়ে পোস্ট দিয়েন না। দেখতে খারাপ লাগে ভাই। আপনি ম্যাড়ম্যাড়ে হতে পারেন, ঈদ ম্যাড়মেড়ে না।
।
©