ক্যাম্পাসিয়ান ট্রাভেলার্স

ক্যাম্পাসিয়ান ট্রাভেলার্স ময়মনসিংহের বিশ্ববিদ্যালয় ভর্তিপরীক্ষার্থী ও অভিবাবকদের যাতায়তের জন্য স্পেশাল বাস সার্ভিস

05/04/2024


ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কোন ইউনিটের পাসের হার কত?ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ২০২৩-২৪ ...
02/04/2024

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কোন ইউনিটের পাসের হার কত?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সব ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল শ্রেণিকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন উপাচার্য এ এস এম মাকসুদ কামাল।

প্রকাশিত ফলাফলে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে পাসের হার ১০ দশমিক শূন্য ৭ শতাংশ। বিজ্ঞান ইউনিটে এই হার ৮ দশমিক ৮৯ শতাংশ। ব্যবসায় শিক্ষা ইউনিটে পাসের হার ১৩ দশমিক ৩৩ শতাংশ। আর চারুকলা ইউনিটে পাসের হার ১১ দশমিক ৭৫ শতাংশ। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা—তিন শাখা থেকে উচ্চমাধ্যমিক পাস করা শিক্ষার্থীরা এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ইউনিটে পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সব ইউনিটের ফলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় যাঁরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সব ইউনিটের ফলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় যাঁরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের প্রয়াত ডিন এবং কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের সমন্বয়ক জিয়া রহমান গত শনিবার ভোরে মারা গেছেন। তাঁর নেতৃত্বে এই ইউনিটের ফলাফল প্রস্তুতের কাজ চূড়ান্ত পর্যায়ে ছিল। ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের সময় তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছাড়াও দুই সহ-উপাচার্য মুহাম্মদ সামাদ ও সীতেশ চন্দ্র বাছারসহ পদস্থ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

গত ২৩ ফেব্রুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের মধ্য দিয়ে শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষা। এরপর ২৪ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিট ও ১ মার্চ বিজ্ঞান ইউনিটের পরীক্ষা হয়। ৯ মার্চ চারুকলা ইউনিটের পরীক্ষার (সাধারণ জ্ঞান ও অঙ্কন) মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শেষ হয়৷

মাধ্যমিকে কমেছে ১০ লাখের বেশি শিক্ষার্থী
এবারের ভর্তি পরীক্ষায় মোট আসন ৫ হাজার ৯৬৫টি। ৪টি ইউনিটে আবেদন করেছিলেন ২ লাখ ৭৯ হাজারের বেশি শিক্ষার্থী। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪ আসনের বিপরীতে আবেদন করেছিলেন ১ লাখ ১২ হাজার ২২৫ জন (আসনপ্রতি প্রতিযোগী ৩৮ জন)। বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৫১ আসনের বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ২২ হাজার ৮০ জন (আসনপ্রতি ৬৬ জন)। ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০ আসনের বিপরীতে ৩৭ হাজার ৬৬০ জন (প্রতি আসনে ৩৬ জন) আর চারুকলা ইউনিটে ১৩০ আসনের বিপরীতে ৭ হাজার ৩৭ জন আবেদন করেছিলেন (আসনপ্রতি ৫৪ জন)।

ভর্তি পরীক্ষায় চারুকলা ইউনিট ছাড়া অন্য ইউনিটগুলোতে ৬০ নম্বরের বহুনির্বাচনী ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হয়েছে। শুধু চারুকলা ইউনিটের পরীক্ষায় ৪০ নম্বরের বহুনির্বাচনী ও ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা নেওয়া হয়। চারুকলা ইউনিটের বহুনির্বাচনী পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় ছিল। অন্য ইউনিটগুলোতে বহুনির্বাচনী পরীক্ষার জন্য ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় বরাদ্দ ছিল। ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয়েছে। এর মধ্যে মূল পরীক্ষায় ১০০ এবং মাধ্যমিক বা সমমান ও উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে আছে ২০ নম্বর।

28/03/2024

Way to Rajshahi University 2K22💥

❣️
22/03/2024

❣️

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিইচ্ছু শিক্ষার্থী ও অভিবাবকদের জন্য ময়মনসিংহ থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পর্যন্ত যাওয়া-আসার ...
19/05/2023

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিইচ্ছু শিক্ষার্থী ও অভিবাবকদের জন্য ময়মনসিংহ থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পর্যন্ত যাওয়া-আসার সবচেয়ে জনপ্রিয় ও বিশ্বস্ত মাধ্যম University Goal প্রতিবারের মতো এবারো সরবরাহ করবে অধুনিক ও মানসম্মত বাস সমূহ|
ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতি MZMMS অনুমোদিত প্রতিষ্ঠানটি ইতিমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পর্ব সফলতার সাথে শেষ করে শিক্ষার্থী ও অভিবাবকদের থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে|

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের তত্বাবধানে পরিচালিত আমাদের প্যাকেজে যা যা থাকবে-

⏭ প্রত্যেক বাসে স্মার্ট ও দক্ষ 2 জন করে গাইড প্রদান|
⏭ সকালবেলা মানসম্মত ব্রেকফাস্ট ও নিরাপদ পানির ব্যাবস্থাকরণ|
⏭ বিশ্রামের জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিষ্ঠানের নিজস্ব ব্যানারে অভিাবক ছাউনি ব্যাবস্থাকরন ও
⏭ যাত্রা পরবর্তী সময়ে শিক্ষার্থী ও অভিবাবকদের ফ্রেশ হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে প্রেরণ সহ নানাবিদ সুযোগ সুবিধা পেতে আমাদের বিকল্প নেই|
⏭ এছাড়াও বিভিন্ন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে 50% পেমেন্ট করে ঘরে বসেই টিকিট কাঁটার সুবিধা রয়েছে|

🚫নোট: মনে রাখবেন আপনার বা আপনার সন্তানের ভ্রমণ আরামদায়ক ও নিরাপদ না হলে তা পরীক্ষায় ব্যাপক প্রভাব ফেলবে|

অগ্রীম বুকিং করতে যোগাযোগ:
01616445430
01682758576
01567831370
01611145231
অথবা ইনবক্স করুন..

09/05/2023
University Goal🔥
03/05/2023

University Goal🔥

বুকিং চলছে...
29/04/2023

বুকিং চলছে...

❤️💙
26/04/2023

❤️💙

ময়মনসিংহ মোটর মালিক সমিতি (MZMMS)কতৃক অনুমোদিতUNIVERSITY GOAL এডমিশন সার্ভিসের রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য ...
14/04/2023

ময়মনসিংহ মোটর মালিক সমিতি (MZMMS)কতৃক অনুমোদিতUNIVERSITY GOAL এডমিশন সার্ভিসের রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত প্যাকেজ মূল্য যথাক্রমে 1600/- ও 2000/-

প্যাকেজের বিবরণ:-
ফ্লেক্সিবল জার্নির জন্য ভালে মানের বাস সরবরাহ করা হবে|
শিক্ষার্থীদের যেই তারিখে পরীক্ষা তার আগের দিন রাতে আনন্দ মোহন কলেজ মাঠ থেকে বাস ছেড়ে যাবে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে| ভোরে বাস পৌঁছাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে| প্রত্যেক বাসে UNIVERSITY GOAL এর নিজস্ব একজন লোক থাকবে গাইডলাইন প্রদানের জন্য|তারপর সকালবেলা বাসে প্রত্যেক শিক্ষার্থী ও অভিবাবককে দেওয়া হবে কম্প্লিমেন্টারি নাস্তা ও পানি| তারপর সারাদিন আলাদা আলাদা শিফটে যার যেই সময় পরীক্ষা হয় পরীক্ষা হলে প্রবেশ করবে| সকলের পরীক্ষা শেষ সন্ধ্যার দিকে(সময়টা বাসে জানিয়ে দেওয়া হবে) সকল শিক্ষার্থীদের নিয়ে আবারো বাস ছাড়বে ময়মনসিংহের উদ্দেশ্যে|
আপনার সুস্থ ও নিরাপদ ভ্রমণ আমাদের অঙ্গিকার|

আরো বিস্তারিত জানতে ইনবক্স করুণ অথবা কাল করুন 01616-445430 এই নাম্বারে|

ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতি (MZMMS) কতৃক অনুমোদিত UNIVERSITY GOAL এডমিশন সার্ভিস এসুন্দর ও নিরাপদ ভ্রমণ এবং বিশ্ববিদ্য...
11/04/2023

ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতি (MZMMS) কতৃক অনুমোদিত UNIVERSITY GOAL এডমিশন সার্ভিস এ
সুন্দর ও নিরাপদ ভ্রমণ এবং বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যাবতীয় গাইডলাইন পেতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন|
প্রি বুকিং চলছে....💙

💚
09/04/2023

💚

1.জবি’র নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত চূড়ান্ত। পরীক্ষা হবে ৩ ইউনিটে। বিভাগ পরিবর্তন করার কোনো ইউনিট থাকবে ন...
07/04/2023

1.জবি’র নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত চূড়ান্ত। পরীক্ষা হবে ৩ ইউনিটে। বিভাগ পরিবর্তন করার কোনো ইউনিট থাকবে না!

2.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ এর এবার গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত। তথ্যসূত্র- বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতি

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সকল আপডেট ও ভর্তি পরীক্ষায় সরাসরি বিশ্ববিদ্যালয় পর্যন্ত যাওয়া আসা প্যাকেজের বিস্ত...
06/04/2023

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সকল আপডেট ও ভর্তি পরীক্ষায় সরাসরি বিশ্ববিদ্যালয় পর্যন্ত যাওয়া আসা প্যাকেজের বিস্তারিত জানতে আজই আমাদের সাথে যোগাযোগ করুণ|

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে মানবিক ও বানিজ্য শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় ICT থাকছে না।
05/04/2023

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে মানবিক ও বানিজ্য শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় ICT থাকছে না।

বিস্তারিত আসছে....
04/04/2023

বিস্তারিত আসছে....

ঢাবি অধিভুক্ত সাত কলেজের ২০২২-২৩ সেশনের ভর্তি বিজ্ঞপ্তি। ✅আবেদন যোগ্যতা: চতুর্থ বিষয়সহবিজ্ঞান বিভাগে ৭,মানবিকে ৬ এবং বাণ...
01/04/2023

ঢাবি অধিভুক্ত সাত কলেজের ২০২২-২৩ সেশনের ভর্তি বিজ্ঞপ্তি।
✅আবেদন যোগ্যতা: চতুর্থ বিষয়সহ
বিজ্ঞান বিভাগে ৭,
মানবিকে ৬ এবং
বাণিজ্যে ৬.৫।

📝আবেদন শুরু- ২ এপ্রিল, ২০২৩
আবেদন শেষ- ৩০ এপ্রিল, ২০২৩

🔰আসন সংখ্যা ২২,৩৪০টি
বি:দ্র: সেকেন্ড টাইম নেই। আবেদন ফি ৬০০ টাকা।

🗓️ভর্তি পরীক্ষার সময়-
➡️কলা ও সামাজিক বিজ্ঞান (মানবিক)ইউনিটঃ ১৬ জুন (সকাল ১১টা থেকে ১২ টা)
➡️বিজ্ঞান ইউনিট ইউনিটঃ ১৭ জুন (সকাল ১১টা থেকে ১২ টা)
➡️ব্যবসায় শিক্ষা ইউনিটঃ ২৪ জুন (সকাল ১১টা থেকে ১২ টা)।

প্রকৃতি সৌন্দর্যময় রাজশাহী বিশ্ববিদ্যালয় 💙এবারো আমরা একদল শিক্ষার্থী নিয়ে ছুটে যাবো রাজশাহীর উদ্দেশ্যে| এডমিশন পরীক্ষার্...
27/03/2023

প্রকৃতি সৌন্দর্যময় রাজশাহী বিশ্ববিদ্যালয় 💙
এবারো আমরা একদল শিক্ষার্থী নিয়ে ছুটে যাবো রাজশাহীর উদ্দেশ্যে| এডমিশন পরীক্ষার্থীরা তৈরী তো?

CU Admission ❤️‍🔥
26/03/2023

CU Admission ❤️‍🔥

নবনির্মিত বান্দরবান বিশ্ববিদ্যালয়। 😍কে কে নতুন করে এডমিশন নিতে চান মেঘ পাহাড়ের কোলে। ©Masum Ameer
25/03/2023

নবনির্মিত বান্দরবান বিশ্ববিদ্যালয়। 😍
কে কে নতুন করে এডমিশন নিতে চান মেঘ পাহাড়ের কোলে।

©Masum Ameer

ব্রেকিং...জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু ১৬ জুন
24/03/2023

ব্রেকিং...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু ১৬ জুন

সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন। হে,,, রাব্বুল আলামিন আমাদের সকলকে ৩০ টা রোজা সঠিকভাবে রাখার তৌফিক দান কর...
23/03/2023

সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন। হে,,, রাব্বুল আলামিন আমাদের সকলকে ৩০ টা রোজা সঠিকভাবে রাখার তৌফিক দান করুন।
আমিন

ময়মনসিংহ গৌরীপুর  উপজেলার  শ্যামগঞ্জ বাজার পুরোটা আগুনে পুড়ে শেষ। হে আল্লাহ, দয়া করে আপনি সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক ...
22/03/2023

ময়মনসিংহ গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাজার পুরোটা আগুনে পুড়ে শেষ।
হে আল্লাহ, দয়া করে আপনি সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আপনি সকলকে সাহায্য করুন।আমিন।🙏🙏🙏

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে ২৮ মার্চ। চলবে আগামী ১২ ...
22/03/2023

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে ২৮ মার্চ। চলবে আগামী ১২ এপ্রিল পর্যন্ত। মোট আবেদন ফি ৯৫০ টাকা। মেডিকেলে ভর্তি পরীক্ষার মতো দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার্থীদের প্রাপ্ত মোট নম্বর থেকে ৫ নম্বর কাটা যাবে।

গত বছরের মতো এবারও ৪টি ইউনিট ও ২টি উপ-ইউনিটের মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। এবারও ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউটে ৪ হাজার ৯২৬টি আসনের জন্য শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এর মধ্যে সাধারণ আসন ৪ হাজার ১৮৯টি ও কোটা ৭৩৭টি।

ভর্তির আবেদনের জন্য ইউনিট ও উপ-ইউনিটপ্রতি একজন শিক্ষার্থীকে গুনতে হবে মোট ৯৫০ টাকা, যা গত বছর ছিল ৮৫০ টাকা। এর আগের বছর ছিল ৬৫০ টাকা। অর্থাৎ ২ বছরের ব্যবধানে আবেদন ফি ৩০০ টাকা বেড়েছে। এ ছাড়া পরীক্ষা শুরু হবে আগামী ১৬ মে। শেষ হবে আগামী ২৫ মে। ভর্তি পরীক্ষা বরাবরের মতোই ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে। বহুনির্বাচনী পদ্ধতির এই ভর্তি পরীক্ষায় প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০।

গত বছরের চেয়ে এবার খুব একটা পরিবর্তন নেই। ডি ইউনিটের আসন কিছুটা কমেছে। আবার সি ইউনিটের আসন বেড়েছে। তবে মোট আসনের কোনো পরিবর্তন হয়নি।

ডি ইউনিটে আসন কমছে, বাড়ছে সি:-

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউটে ৪ হাজার ৯২৬টি আসন রয়েছে। এর মধ্যে সাধারণ আসন ৪ হাজার ১৮৯টি আর কোটা ৭৩৭টি। ইউনিটগুলোর মধ্যে এ ইউনিটে আসন রয়েছে ১ হাজার ২১২টি, বি ইউনিটে ১ হাজার ২২১টি। সি ইউনিটে ৬৪০টি, যা গত বছর ছিল ৪৪১টি। ডি ইউনিটে আসন ৯৬১টি, যা গত বছর ছিল ১ হাজার ১৬০টি। আবার উপ-ইউনিটের মধ্যে বি১ ইউনিটে ১২৫টি ও ডি১ ইউনিটে ৩০টি আসন রয়েছে।

আমাদের ভার্সিটি সার্ভিসে যা যা থাকছে । অনেকেই হয়তো জানেন আমরা প্রতি বছর ময়মনসিংহ থেকে এডমিশন প্রার্থী শিক্ষার্থী ও অভিবা...
21/03/2023

আমাদের ভার্সিটি সার্ভিসে যা যা থাকছে ।
অনেকেই হয়তো জানেন আমরা প্রতি বছর ময়মনসিংহ থেকে এডমিশন প্রার্থী শিক্ষার্থী ও অভিবাবকদের নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাই ।
এবারও তার ব্যাতিক্রম নয়। আমরা প্রতিবারের মতো এবারও একদল শিক্ষার্থী নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাবো । তাই আপনার পরিচিত এডমিশন পরীক্ষার্থী ভাই বোন দের আমাদের এই পেইজে ইনভাইট করে দিবেন আশা করি ।
আপনাদের সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার পাথচলা ।

Have a nice trip with us ....❤️
20/03/2023

Have a nice trip with us ....❤️

গুচ্ছ (বিশ্ববিদ্যালয়)পরীক্ষার খবরাখবর......☑️Application Deedline: ১৫ ই এপ্রিল হতে ৩০ শে এপ্রিল☑️সি ইউনিটের পরীক্ষাঃ২০ ম...
18/03/2023

গুচ্ছ (বিশ্ববিদ্যালয়)পরীক্ষার খবরাখবর......

☑️Application Deedline: ১৫ ই এপ্রিল হতে ৩০ শে এপ্রিল

☑️সি ইউনিটের পরীক্ষাঃ২০ মে

☑️বি ইউনিটের পরীক্ষাঃ২৭ মে

☑️এ ইউনিটের পরীক্ষাঃ৩রা জুন

☑️রেজাল্ট প্রকাশঃ৮-ই জুনের মধ্যে

☑️বিশ্ববিদ্যালয়ে আবেদনঃ২০মে জুন থেকে ৩০ শে জুন

☑️প্র্যাকটিক্যাল পরীক্ষাঃ৮-ই জুলাই থেকে ১০-ই জুলাই(যেগুলাতে দিতে হয়)

☑️১ম রাউন্ড ভর্তিঃ২০শে জুলাই থেকে ২৪ শে জুলাই

☑️২য় রাউন্ড ভর্তিঃ২৮ জুলাই থেকে ৩০ শে জুলাই

☑️৩য় রাউন্ড ভর্তিঃ৩ই আগস্ট থেকে ৬ ই আগস্ট

☑️ক্লাস শুরুঃ১০ই আগস্ট

তিন রাউন্ডে ভর্তি প্রক্রিয়া ও মাইগ্রেশন শেষ হবে।

সোর্সঃঅধ্যাপক নাছিম আখতার
আহবায়ক,গুচ্ছ টেকনিক্যাল কমিটি ও উপাচার্য,চাঁদপুর বিজ্ঞানও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

Stay with us...
17/03/2023

Stay with us...

❤️
16/03/2023

❤️

15/03/2023

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদন শুরু হচ্ছে আজ দুপুর 12.00 টা থেকে| চলবে 27-03-2023 তারিখ দুপুর 12.00 টা পর্যন্ত |

Address

Townhall, Mymensingh Sadar, Mymensingh
Mymensingh

Telephone

+8801976427893

Website

Alerts

Be the first to know and let us send you an email when ক্যাম্পাসিয়ান ট্রাভেলার্স posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby travel agencies



You may also like