Flyair BD Holidays

Flyair BD Holidays Managing reservations for Air, Hotel, Car Rental, Airport Limousine Car Transfers, Tour Packages.

আমাদের অন্নান্য সেবা সমূহঃ
�ভিসা সার্ভিস
�হজ্ ও ওমরা
�ইন্ডিয়ান ডাক্তারের এপয়েন্টমেন্ট (বিশেষ ক্ষেত্রে কোনো চার্জ
নেওয়া হয়না )

26/10/2024

থাইল্যান্ড এর ভিসা আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে :
১। দুই কপি ছবি
২। ট্রড লাইন্স এর ফটোকপি। (NOC চাকুরীজীবিদের জন্য)
৩।ব্যাংক ইষ্টেটমেন্ট গত 6 মাসের (for job person Salary Account statement)
৪।ব্যাংক স্যলভেনসি।
৫।প্যাড ২ কপি।
৬।ভিজিটিং কার্ড
৭। পাসপোর্ট
৮। ছাএদের জন্য স্টুডেন্ট আইডি & লিভ লেটার
Photo size
35×45
2 copy (Mat paper?
আবেদন করতে কল করুন +880 15511582345

04/10/2024

ঢাকার যারা পুরাতন পেমেন্ট এর নতুন ডেট পাচ্ছেন পোস্ট করুন

01/10/2024

-ব্রেকিং নিউজ-
পূজার পর সব ধরনের ইন্ডিয়ান ভিসা আগের মতো চালু হতে যাচ্ছে।

01/10/2024

সেইসব অসাধু এজেন্ট কে চিনেরাখুন যারা ভারতীয় ভিসার সংকট এ অত্যাধিক টাকা রাখে মানুষের থেকে।

18/09/2024

ইন্ডিয়ান ভিসার জন্য তৎকাল ডেট দেয়া কবে বন্ধ হবে ,,,?😔

18/09/2024
15/09/2024

ময়মনসিংহ IVAC এ বন্ধের আগে জমাকৃত সকল পাসপোর্ট ডেলিভারি শেষ প্রায় , কিছুদিন এর মধ্যে নতুন জমা শুরু হবে।

15/09/2024

আকাল পরেছে
🇮🇳🛩 ইন্ডিয়ান 🛩🇧🇩
ভিসা আবেদন জমা দেয়ার এপয়েনমেন্টের...😰

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কিছু সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে। এই সুযোগ সুবিধাগুলো সকল যাত্রীদের জন্য প্র...
05/09/2024

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কিছু সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে। এই সুযোগ সুবিধাগুলো সকল যাত্রীদের জন্য প্রযোজ্য।
১. বিভিন্ন পয়েন্টে টেলিফোন রাখা আছে। আপনি চাইলে যেকোনো নম্বরে কথা বলতে পারবেন। এজন্য আপনাকে কোনো চার্জ দিতে হবে না।
২. সার্বক্ষণিক ফ্রি ওয়াই ফাই সুবিধা।
৩. যাত্রীদের সার্ভিস দেয়ার জন্য হেল্প ডেস্কের ব্যবস্থা। আপনার কোনো কিছু জানার থাকলে হেল্প ডেস্কের যে কাউকে জিজ্ঞাসা করলেই আপনাকে সঠিক পরামর্শ দিবে।
৪. লাগেজ ভাঙলে কমপ্লেইনের ব্যবস্থা আছে। দ্রুত সময়ের মধ্যে আপনার সমস্যা সমাধান করা হবে।তবে যে এয়ারলাইন্সে আসছেন ওই এয়ারলাইন্সের কর্তব্যরত তাদেরকে বলুন । কাজ না হলে এয়ারপোর্টে এপিবিএন আঁচে তাঁদেরকে বলুন দেখবেন খুঁব দ্রুত কাজ হয়ে যাবে ।
৫. লাগেজ চুরির ঘটনা এখন নাই বললেই চলে। তবে কোনো লাগেজ হারিয়ে গেলে/খুঁজে না পেলে Lost and Found নামক একটা অফিস আছে ওখানে কমপ্লেইন করলে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেয়া হয়ে থেকে। এখানেও যে এয়ারলাইন্সে আসছেন ওই এয়ারলাইন্সের কর্তব্যরত কাউকে বলবেন । আরও একটি তথ্য দিয়ে রাখি দুই একটি এয়ারলাইন্স বাদে সব এয়ারলাইন্সের লস্ট এন্ড ফাউন্ড ডিল করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স । তবে যে এয়ারলাইন্সে আসেন না কেন কোন ব্যাগেজ লস্ট হলে ডেফিনেটলি
আগমণী তারিখেই এয়ারলাইন্স অফিস কিংবা লস্ট-এন্ড-ফাউন্ড ডেস্কে কমপ্লেইন করে PIR (Property Irregularity Report) রশিদ বুঝে নিতে হবে।
৬. দেশের সব সিম অপারেটরদের কাস্টমার সার্ভিস সুবিধা (২৪ ঘণ্টা)। আপনি চাইলে সিম কিনতে/রিপ্লেস করতে পারবেন।
৭. কারেন্সি চেঞ্জ করার জন্য বেশকিছু ব্যাংকের বুথ ২৪ ঘণ্টা খোলা থাকে। অতিরিক্ত টাকা ছাড়াই বর্তমান বাজার মূল্যে কারেন্সি চেঞ্জ করতে পারবেন।তবে কেউ যদি সরকারি নির্ধারিত রেইটের কম মূল্য দেয় তাহলে অবশ্যই এপিবিএন কে অবহিত করুন । দেখবেন খেলা কেমন হয় ।
এরপরও আপনি যদি আরও অন্য কোন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তবে আপনার আশে পাশে থাকা বাংলাদেশ বিমান বাহিনী, এনএসআই , ডিজিএফআই, এপিবিএন সহ আরও অনেক গোয়েন্দা সংস্থা রয়েছে তাঁদের যে কোনো সদস্যের মাধ্যমে আপনি সর্বোচ্চ সহযোগিতা নিতে পারবেন ।
মনে রাখবেন এয়ারপোর্টে কর্তব্যরত সকল কিছুই আপনার আমার সেবার জন্য নিয়োজিত । কাউকে ভয় নয় বরং সচেতন থাকুন ।
বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী দেশের সকল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছে।

20/08/2024

আজ থেকে ময়মনসিংহ আইভেকে পাসপোর্ট ডেলিভারি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
সকাল ১০টা থেকে দুপুর ২টা।

18/08/2024

IVAC (ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট) সীমিত কার্যক্রম পুনরায় শুরু করেছে

13/08/2024

কিছুদিন আগে ভাবা হচ্ছিল ভারতীয় ই ভিসা আমাদের জন্য খুলে দেওয়া হবে সেখানে পোর্টাল থেকে বাংলাদেশকে সরিয়ে নেওয়া হয়েছে।😟

13/08/2024

খুব শীঘ্রই ময়মনসিংহ IVAC খুলে দেয়া হবে পাসপোর্ট ফেরত দেওয়ার জন্য।🏢

নতুন আপডেট জানতে আমাদের পেজ এ লাইক দিয়ে সঙ্গে থাকুন ।

11/08/2024

শুধুমাত্র IVAC, ঢাকা (যমুনা ফিউচার পার্ক) পাসপোর্ট বিতরণ কার্যক্রম স্বল্প পরিসরে চালু করা হবে।

08/08/2024

ভারত ও বাংলাদেশের নতুন কুটনৈতিক সম্পর্ক ও চুক্তি সম্পন্ন হলে ইন্ডিয়ান ভিসা সেন্টার ( IVAC ) এর কার্যক্রম চালু হবে।
পরবর্তী নোটিশ ও ডিসিশানের জন্যে অপেক্ষা করুন।
ধন্যবাদ।

চাই সাম্প্রদায়েক দাঙ্গা মুক্ত দেশ,,,,,
05/08/2024

চাই সাম্প্রদায়েক দাঙ্গা মুক্ত দেশ,,,,,

18/07/2024

ভূয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করা প্রয়োজন।এরা কখনো ত্যাগ এর মহিমা বুজবেনা, যেটা একজন ত্যাগী মুক্তিযোদ্ধা বুঝবে।
এদের জন্য আজ সকল বীর মুক্তিযোদ্ধারা অসন্মানিত হচ্ছে !
🇧🇩

Address

Shajahan Center/1, Opposite Indian Visa Office, Ralyr More, Patgudam
Mymensingh
2200

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801841582345

Alerts

Be the first to know and let us send you an email when Flyair BD Holidays posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Flyair BD Holidays:

Share

Category

Flyair BD

✈✈✈পর্যটন অথবা চিকিৎসা, যে উদ্দেশ্যেই আপনি বিদেশ ভ্রমণ করুন না কেন আপনার ভ্রমণকে সাশ্রয়ী করতে সকল রুটের বিমান টিকিটে আমরাই দিচ্ছি সবচেয়ে কম মূল্যের নিশ্চয়তা... ঘরে বসেই অথবা সরাসরি আমাদের অফিসে এসে আপনি টিকেট বুকিং দিতেপারবেন। আমাদের অন্নান্য সেবা সমূহঃ ✅ভিসা সার্ভিস ✅হজ্ ও ওমরা ✅টুর প্যাকেজে ✅হোটেল বুকিং ও ইন্ডিয়ান অভ্যন্তরীণ ট্রেন ✅পাসপোর্ট ও ইন্ডিয়ান ভিসার টাকা জমা নেওয়া হয় ✅ইন্ডিয়ান ডাক্তারের এপয়েন্টমেন্ট (বিশেষ ক্ষেত্রে কোনো চার্জ নেওয়া হয়না )

📱 0১৫১১৫৮২৩৪৫

[email protected]