Flyair BD Holidays

Flyair BD Holidays Managing reservations for Air, Hotel, Car Rental, Airport Limousine Car Transfers, Tour Packages.

আমাদের অন্নান্য সেবা সমূহঃ
�ভিসা সার্ভিস
�হজ্ ও ওমরা
�ইন্ডিয়ান ডাক্তারের এপয়েন্টমেন্ট (বিশেষ ক্ষেত্রে কোনো চার্জ
নেওয়া হয়না )

🇮🇳🇮🇳🇮🇳 ভারত ভ্রমনের প্রধান শর্ত হল আপনার ভারতে প্রবেশের জন্য আপনার পাসপোর্টে ভিসা থাকতে হবে। এখন ভিসা পেতে হলে সঠিক পদ্ধ...
21/11/2023

🇮🇳🇮🇳🇮🇳 ভারত ভ্রমনের প্রধান শর্ত হল আপনার ভারতে প্রবেশের জন্য আপনার পাসপোর্টে ভিসা থাকতে হবে। এখন ভিসা পেতে হলে সঠিক পদ্ধতিতে ভিসার জন্য আবেদন করতে হবে ও প্রয়োজনীয় ডকুমেন্ট প্রদান করতে হবে। অন্যথায় ভারতীয় ভিসা পাওয়া যাবেন না।
অনেক সময় ভুল কিছু তথ্যের জন্য বা আবেদনে ভুল হলে আপনার পাসপোর্ট এ No Entry সীল মোহর ও লেগে যেতে পারে।

এ সকল সমস্যার সমাধান হল আপনাকে অবশ্যই অভিজ্ঞদের পরামর্শ নিয়ে ভিসার জন্য আবেদন করা। আমরা খুবই দক্ষতার সাথে ভারতীয়:-
ইন্ডিয়ান টুরিস্ট ভিসার জন্য আপনার যা যা লাগবেঃ-
০১। পাসপোর্ট (সকল)।
০২। 2x2 ছবি ২ কপি।
০৩। জাতীয় পরিচয় পত্র অথবা জন্মনিবন্ধন।
০৪। ব্যাংক স্টেটমেন্ট।
০৫। ট্রেড লাইসেন্স অথবা যে কোম্পানিতে চাকরী
করেন সেই কোম্পানির ছুটির লেটার।
০৬। বিৎদুত বিলের কপি বা মিটারের প্রিপেইড কার্ড।
০৭। লাস্ট ভিসার কপি।

25/10/2023

আমি ব্যক্তিগতভাবে প্রতিশোধ নেওয়া পছন্দ করি না,,,
আমি গুরুত্ব কমিয়ে দূরত্ব বাড়িয়ে দেই।

তামিলনাড়ু ও কর্নাটক রাজ্যে রয়েছে  বিখ্যাত কিছু হাসপাতাল। এদের যেকোনো একটিতে চিকিৎসা করাতেই পারেন। কিন্তু কোন হাসপাতালে আ...
22/10/2023

তামিলনাড়ু ও কর্নাটক রাজ্যে রয়েছে বিখ্যাত কিছু হাসপাতাল। এদের যেকোনো একটিতে চিকিৎসা করাতেই পারেন। কিন্তু কোন হাসপাতালে আপনার যাওয়া সঠিক হবে তা জানবেন কিভাবে? এটা জানতে পুরো প্রতিবেদনটি পড়ুন। এর পর আপনি নিজেই ঠিক করে নিতে পারবেন কোন হাসপাতালে চিকিৎসা করাবেন।

0১. অ্যাপোলো হাসপাতাল – Apollo Hospital, Chennai
অ্যাপোলো হাসপাতাল চেন্নাইয়ের মধ্যে সবচেয়ে ভালো। এখানে রয়েছে সবচেয়ে উন্নত যন্ত্রপাতি এবং বিশ্বমানের ডাক্তার। কিন্তু এখানে খরচ দক্ষিন ভারতের মধ্যে সবচেয়ে বেশি। এখানে চিকিৎসা করাতে সময় লাগে দক্ষিন ভারতের অন্যান্য হাসপাতালের তুলনায় অনেক কম। সুতরাং কম সময়ে ভালো চিকিৎসা করাতে চাইলে এখানে আসতেপারেন। তবে চিকিৎসার খরচ অন্য দাতব্য হাসপাতালের থেকে অনেক বেশি।
অবস্থান –
অ্যাপোলো হাসপাতাল চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশান থেকে মাত্র ৪ কিমি এবং চেন্নাই এগমোর রেল স্টেশান থেকে ৩ কিমি দূরে অবস্থিত এবং চেন্নাই এয়ারপোর্ট থেকে ১৫ কিমি দূরে অবস্থিত।
ঠিকানা –
Apollo Hospitals, Greams Road, ,21 Greams Lane, Off Greams Road, Chennai
চেন্নাই থাকা ও খাওয়া –
চেন্নাইয়ের অ্যাপোলোতে গেলে ভাষা নিয়ে একটু সমস্যা হলেও খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না। ঠিক অ্যাপোলো হাসপাতালের পাশেই রয়েছে অনেকগুলি বাঙালী হোটেল। তবে নিজেরা রান্না করেও খেতে পারবেন। তাঁর জন্য আলাদা হোটেল আছে। সেখানে থাকতে হবে। ভাষা নিয়েও খুব একটা সমস্যা হবে না। সমান্য হিন্দি বা ইংরাজীতে জ্ঞান থাকলেই চলে যাবে। থাকার জন্য রয়েছে দামী, কমদামী অনেক হোটেল। চেষ্টা করবেন হাসপাতালের সবচেয়ে কাছে থাকার। তাহলে প্রতিদিন হাসপাতালে যাওয়ার খরচ বেঁচে যাবে।
সময় –
• ডক্টর চেক আপ এর জন্য গেলে ৮ থেকে ১০ দিনের প্ল্যান করলেই চলবে।
• বড় মাপের চিকিৎসা অথবা অপারেশানের জন্য কমপক্ষে ২০ দিনের মতো সময় নিয়ে যেতে হবে।
রেজিস্ট্রেশন :
এ্যাপোলো হাসপাতালে ঢোকার মুখেই ডান দিকে প্রথমে যে বিল্ডিংটা রয়েছে সেখানেই হয় রেজিস্ট্রেশান।

0২. মানিপাল হাসপাতাল (Manipal Hospital) –
মনিপাল হাসপাতাল বেঙ্গালুরুর একটি প্রধান হাসপাতাল। এটি একটি ৬০০ বেড বিশিষ্ট একটি হাসপাতাল। আরো ৩০০ বেড এখানে শিগ্রই যুক্ত করার পরিকল্পনা চলছে। এখানে চিকিৎসার খরচ চেন্নাইএর অ্যাপোলোর তুলনায় অনেকটা কম।
এই হাসপাতালের অনেকগুলি ইউনিট আছে যেমন মনিপাল হার্ট ইনস্টিটিউট, মিনিপাল ইনস্টিটিউট অব নেফ্রোলজি অ্যান্ড ইউরোলজি, মনিপাল ইনস্টিটিউট অব নিউরোলজিকাল ডিসঅর্ডার, মনিপাল কম্পিভেনশিয়াল ক্যান্সার সেন্টার এবং মনিপাল ইনস্টিটিউট অব ক্যান্সার সেন্টার। এই সব সেন্টার গুলি সাফল্যের সাথে কাজ করে চলেছে।
ঠিকানা –
Manipal Hospital HAL Airport road, Manipal Hospital, 98, HAL Airport road, Bangalore – 560 017



0৩. ভেলোরের সি.এম.সি হাসপাতাল, CMC Hospital, Vellore
কম খরচে ভালো মানের চিকিৎসার চিকিৎসার জন্য বিখ্যাত দক্ষিন ভারত। দক্ষিন ভারতের তামিলনাডু রাজ্যের ছোট এক জেলা শহর ভেলোর। সি.এম.সি হল ভারতের একেবারে প্রথম শ্রেনীর হাসপাতাল। এই হাসপাতাল ঘিরে গড়ে উঠেছে অসংখ্য হোটেল ও লজ। রুম ভাড়াও তুলনামূলক ভাবে অনেক কম। কম খরচে চিকিৎসা করাতে চাইলে সি.এম.সি সবচেয়ে ভালো। তবে অত্যধিক ভিড়ের জন্য এখানে চিকিৎসা করাতে সময় লাগে অনেক বেশি।
কেন ভেলোরে চিকিৎসা করবেন?
ভেলোরে রয়েছে ভারতের বিখ্যাত সিএমসি হাসপাতাল। এই হাসপাতালে পাবেন বিশ্বমানের চিকিৎসা তুলনামূলক ভাবে অনেক কম খরচে। কারণ এটি খ্রিস্টান মিশনারী পরিচালিত একটি অলাভজনক হাসপাতাল।
ঠিকানা –
এই হাসপাতেলে যেতে গেলে আপনাকে নামতে হবে কাটপাটি স্টেশনে। কোলকাতা থেকে কাটপাটি স্টেশনে অনেকগুলি ট্রেন দাঁড়ায়। কাটপাটি স্টেশন থেকে অনেক গাড়ি পেয়ে যাবেন।
Ida Scudder Road, Vellore, Tamil Nadu 632004
কোথায় থাকবেন?
সিএমসি এর আশে পাশেই অসংখ্য হোটেল, লজ পাবেন। লজগুলোতে পাবেন রান্নার সুবিধা এবং রুম ভাড়াও তুলনামূলক ভাবে কম।

কিন্তু যাদের সময় ও ধৈয্য আছে তারা চিকিৎসা করাবেন সি.এম.সি তে। সিএমসিতে চিকিৎসা বিশ্বমানের কিন্তু রোগীর আধিক্যের কারনে ডাক্তারের এ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে সব কিছুতেই সময় লাগবে বেশি। এখানে লাইনে দাড়াতে হবে, ওয়েটিং রুমে দীর্ঘ সময় বসে থাকতে হবে। যাদের সময় কিংবা ধৈয্য কম কিন্তু অ্যাফোর্ড আছে তাদের সাজেস্ট করব চেন্নাই এ্যাপোলোতে অথবা মনিপাল হাসপাতাল বেঙ্গালুরুর চিকিৎসা করতে।

আগামী ০১ নভেম্বর ২০২৩ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে ‘ন্যাশনাল ডেবিট কার্ড’। প্রাথমিকভাবে ৮টি ব্যাংক নিয়ে ন্যাশনাল ডে...
22/10/2023

আগামী ০১ নভেম্বর ২০২৩ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে ‘ন্যাশনাল ডেবিট কার্ড’। প্রাথমিকভাবে ৮টি ব্যাংক নিয়ে ন্যাশনাল ডেবিট কার্ডের পাইলটিং কার্যক্রম শুরু হবে।

ব্যাংকগুলোর মধ্যে রয়েছে- ব্র্যাক ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, সিটি ব্যাংক, সোনালী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ইসলামী ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। দেশের মধ্যেও এ কার্ড দিয়ে লেনদেন করা যাবে। দেশ থেকে ভারতে গেলে ভ্রমণকারীর ১২ হাজার ডলারের ভ্রমণ কোটার সম পরিমাণ অর্থ তিনি রুপিতে কেনাকাটা করতে পারবেন। এতে মুদ্রার বিনিময়ে বাড়তি ঝামেলায় পড়তে হবে না। কার্ডে লেনদেনে প্রায় ৬ শতাংশ অপচয় কমবে। এতে ডলারও বাঁচবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক জানান, আগামী ১ নভেম্বর ন্যাশনাল ডেবিট কার্ড আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে। বাংলাদেশ ব্যাংক কার্ডের জন্য যেসব সেবা দেবে তা হবে সাশ্রয়ী। এ কারণে জাতীয় পর্যায়ে ব্যবহার হলে গ্রাহকের খরচ কমবে। একই সঙ্গে আন্তর্জাতিক কার্ড স্কিমগুলোর সঙ্গে প্রতিযোগিতাও হবে। সুত্র: বাংলা নিউজ

17/10/2023

ব্যবহারই বলে দিবে,আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষা আর পারিবারিক শিক্ষা কতটুকু!

12/10/2023

শুধুমাত্র একটি নাম যুক্ত পাসপোর্টে আরব আমিরাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

২৯ শে অক্টোবর থেকে ইতিহাদ এয়ারওয়েজ বাংলাদেশে আর ফ্লাইট পরিচালনা করবে না।যারা এরইমধ্যে এই রুটের জন্য টিকেট কেটে ফেলেছেন দ...
03/10/2023

২৯ শে অক্টোবর থেকে ইতিহাদ এয়ারওয়েজ বাংলাদেশে আর ফ্লাইট পরিচালনা করবে না।
যারা এরইমধ্যে এই রুটের জন্য টিকেট কেটে ফেলেছেন দ্রুত রিফান্ড আবেদন করুন। আর টিকিট আংশিক মানে ওয়ান ওয়ে ব্যবহার করেছেন তারাও বাকি অংশের টাকা রিফান্ড পাবেন।

22/09/2023
নির্ভুল ভাবে ইন্ডিয়ান ভিসা এর আবেদন ফর্ম পূরনের জন্য আমাদের “ফ্লাইএয়ার বিডি” ( শাজাহান সেন্টার -১, ইন্ডিয়ান ভিসা অফিসের ...
12/09/2023

নির্ভুল ভাবে ইন্ডিয়ান ভিসা এর আবেদন ফর্ম পূরনের জন্য আমাদের “ফ্লাইএয়ার বিডি” ( শাজাহান সেন্টার -১, ইন্ডিয়ান ভিসা অফিসের পাশে, পাটগুদাম, ময়মনসিংহ ) এর সাহায্য নিতে পারবেন

সময় = সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত
(শুক্রবার বন্ধ)

বিস্তারিত -
যারা ইন্ডিয়ার ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন । কিন্তু এপ্লিকেশন কিভাবে করবেন বুঝতে পারছেন না বা এপ্লিকেশন ফর্ম পূরণ করতে গিয়ে ভুল করে ফেলছেন। তারা খুব সহজেই কোনো রকম ঝামেলা ছাড়া আইভেক (IVAC) ময়মনসিংহ সেন্টারের পাশে অবস্থিত “ফ্লাইএয়ার বিডি” এসে এপ্লিকেশন ফর্ম পূরণ করে আবেদন জমা দিতে পারবেন । তবে এপ্লিকেশন ফর্ম পুরণ করতে আসলে সাথে করে ভিসা অবেদনের সকল ডকুমেন্ট নিয়ে আসতে হবে ।
আমাদের সেবা সমূহঃ
✅ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান টিকেট
✅ ইন্ডিয়ান অভ্যন্তরীণ ট্রেন এবং বিমান টিকেট
✅ ইন্ডিয়ান ডাক্তারের এপয়েন্টমেন্ট
✅ ভিসা প্রসেসিং
✅ আমরা বিভিন্ন এয়ারলাইন এ,গ্রুপ ফেয়ার সুবিধা দিয়া থাকি
✅ স্বল্প খরচ এ বিভিন্ন দেশের মেনপাওয়ার এর কার্ড এবং ভিসা প্রসেসিংকরতে সহযোগিতা করা হয়

নেপাল ভ্রমণবাংলাদেশী পাসপোর্ট হোল্ডারদের আন্তর্জাতিক ভ্রমণের জন্য হেসেল মুক্ত গন্তব্য নেপাল।দেশটিতে আপনি দুই ভাবে ভ্রমণ ...
04/09/2023

নেপাল ভ্রমণ
বাংলাদেশী পাসপোর্ট হোল্ডারদের আন্তর্জাতিক ভ্রমণের জন্য হেসেল মুক্ত গন্তব্য নেপাল।দেশটিতে আপনি দুই ভাবে ভ্রমণ করতে পারবেন। ১)বাই এয়ার ২) ল্যান্ড বর্ডার
বাই এয়ার এ গেলে on arrival ভিসা পাবেন।ল্যান্ড বর্ডার এ গেলে eTA নিয়ে যেতে হবে।(আগে যদিও
ভিসা লেবেল দূতাবাস থেকে নেওয়া যেত)এখন বর্তমানে আপডেট করা হয়েছে।ভিসা লেভেলের পরিবর্তে Electronic Travel Authorization (eTA) e-visa/visa approval letter নিতে হবে। প্রথমবার আবেদন ফ্রি।

এছাড়া আপনি যদি বাই এয়ারে যান সে ক্ষেত্রেও আপনি ETA নিয়ে যেতে পারেন।এজন্য একটা সুবিধা পাবেন।পূর্বে যেমন এয়ারপোর্ট ইমিগ্রেশনে আপনাকে on arrival ভিসার জন্য।
এয়ারপোর্টের ভিতর থেকে অনলাইনে আবেদন করে কনফার্ম পেজের ছবি তুলে পাসপোর্ট কন্ট্রোলে নিয়ে যেতে হতো।ETA থাকলে তার কোন প্রয়োজন নেই।
সরাসরি পাসপোর্ট কন্ট্রোলে চলে যাবেন।Arrival card ও লাগবেনা।
ডকুমেন্টস প্রয়োজন
1) ডিজিটাল ছবি
3) পাসপোর্ট স্ক্যান কপি
3) রাউন্ড টিকেট
https://nepaliport.immigration.gov.np/

ইন্ডিয়ান ভিসায় নতুন পোর্ট অ্যাড করার জন্য কোন অ্যাপয়েন্টমেন্ট নেয়া লাগে না।নিচের ডকুমেন্টস গুলো নিয়ে যেতে হবে IVACএ :-...
29/08/2023

ইন্ডিয়ান ভিসায় নতুন পোর্ট অ্যাড করার জন্য কোন অ্যাপয়েন্টমেন্ট নেয়া লাগে না।
নিচের ডকুমেন্টস গুলো নিয়ে যেতে হবে IVACএ :-
১. পাসপোর্ট
২. ২"*২" সাইজের ছবি
৩. পাসপোর্ট ফটোকপি
৪. ইন্ডিয়ান ভিসার ফটোকপি ( ভিসার মেয়াদ ৩(তিন) মাস থাকতে হবে)
৫. পোর্ট অ্যাড করার আবেদন ফর্ম।
৬. পোর্ট অ্যাড ফী, 300 টাকা।
৭. যে IVAC থেকে মূল ভিসা পেয়েছেন সেখানেই পোর্ট অ্যাড করতে হবে।
*** বর্তমানে পোর্ট অ্যাড করার জন্য জমা দিলে ১০ দিন পরে ডেলিভারি ডেট দেয়।
*** ৪১(একচল্লিশ) নং পৃষ্ঠায় সীল দিয়ে পোর্ট অ্যাড করেদিবে

প্রয়োজনে ০১৮৪১৫৮২৩৪৫

বিশাল ডিসকাউন্টে   নিয়ে এসেছে এয়ার  টিকেট  তাই দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে।  +880 1841582345
26/08/2023

বিশাল ডিসকাউন্টে নিয়ে এসেছে এয়ার টিকেট তাই দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে।
+880 1841582345

26/08/2023

ভারতের ভিসা কিভাবে কোথায় আবেদন করবেন এই নিয়ে সংশয়?তাই নির্ভুল ভাবে ভারতের ভিসার আবেদনের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে! ০১৮৪১৫৮২৩৪৫

ময়মনসিংহে বসে আপনি করতে পারেন মালায়শিয়া ভিসা,,,
14/08/2023

ময়মনসিংহে বসে আপনি করতে পারেন মালায়শিয়া ভিসা,,,

ইন্ডিয়ান ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট,,,,,,,ফ্লাই এয়ার বিডিঅফিসঃ ময়মনসিংহ ইন্ডিয়ান ভিসা অফিস সংলগ্ন০১৮৪১ ৫৮২৩৪৫
13/08/2023

ইন্ডিয়ান ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট,,,,,,,
ফ্লাই এয়ার বিডি
অফিসঃ ময়মনসিংহ ইন্ডিয়ান ভিসা অফিস সংলগ্ন
০১৮৪১ ৫৮২৩৪৫

24/07/2023

ইন্ডিয়া এপয়েনটমেনট এর জন্য ই-টোকেন লাগলে ইনবক্স করতে পারেন।

ইন্ডিয়ান ভিসা প্রসেসিং নিয়ে ভাবছেন………? চলে আসুন আমাদের অফিস এ। ঝামেলা বিহীন ভিসা সার্ভিসটি আজই বুঝে নিন আমাদের কাছ থেকে।...
16/07/2023

ইন্ডিয়ান ভিসা প্রসেসিং নিয়ে ভাবছেন………?
চলে আসুন আমাদের অফিস এ।
ঝামেলা বিহীন ভিসা সার্ভিসটি আজই বুঝে নিন আমাদের কাছ থেকে।

যোগাযোগঃ
ফ্লাইএয়ার বিডি
শাজাহান সেন্টার -১, ইন্ডিয়ান ভিসা অফিসেরপাশে, পাটগুদাম, ময়মনসিংহ।
০১৮৪১৫৮২৩৪৫, ০১৫১১৫৮২৩৪৫

নতুন ইন্ডিয়ান ভিসা পদ্ধতিভিসা পদ্ধতিকে আরও সহজ করতে এবং দীর্ঘ লাইনের কারণে ভিসা আবেদনকারীগণের অসুবিধা কমানোর লক্ষ্যে, ইন...
10/07/2023

নতুন ইন্ডিয়ান ভিসা পদ্ধতি

ভিসা পদ্ধতিকে আরও সহজ করতে এবং দীর্ঘ লাইনের কারণে ভিসা আবেদনকারীগণের অসুবিধা কমানোর লক্ষ্যে, ইন্ডিয়ান ভিসা সেন্টারগুলোতে ১১ জুলাই ২০২৩ থেকে নিম্নলিখিত ব্যবস্থাসমূহ চালু করতে যাচ্ছে,,,

(i) যে সকল আবেদনকারী তাঁদের ভিসা আবেদন হাই কমিশন কর্তৃক প্রক্রিয়াকরণ চলাকালে অন্য কাজে ব্যবহার করার জন্য নিজেদের পাসপোর্ট ফেরত পেতে চান, তাঁদের জন্য এখন আইভ্যাকএ ভিসা আবেদন জমা দেওয়ার সময় পাসপোর্ট ফেরত নেওয়ার সুবিধা থাকবে।ভিসা টোকেনে প্রদর্শিত সম্ভাব্য ডেলিভারির তারিখের ০৭ দিন আগে আইভ্যাক এ তাঁদের পাসপোর্ট পুনরায় জমা দিতে হবে।

(ii) ভিসা প্রসেসিং ফি অনলাইনে পরিশোধ করার সময় আবেদনকারীগণ এখন আইভ্যাক-এ তাঁদের ভিসা আবেদন জমা দেওয়ার জন্য সুনির্দিষ্ট টাইম স্লট আগে থেকে বেছে নেওয়ার সুযোগও পাবেন।

যে সকল  যাত্রী ৩০ জুনের পূর্বে এয়ার টিকেট কনফার্ম করেছেন, কিন্তু যাত্রার তারিখ ০১ জুলাই অথবা তার পরে সে সকল যাত্রীদের, ব...
27/06/2023

যে সকল যাত্রী ৩০ জুনের পূর্বে এয়ার টিকেট কনফার্ম করেছেন, কিন্তু যাত্রার তারিখ ০১ জুলাই অথবা তার পরে সে সকল যাত্রীদের, বাংলাদেশ সরকারের নতূন বাজেট এর সিদ্ধান্ত অনুযায়ী অতিরিক্ত ট্রাভেল ইউ টি ট্যাক্স এর টাকা নিদিষ্ট যাত্রার দিন এয়ারলাইন্স এর কাউন্টার এ ক্যাশ জমা দিতে হবে।

সুতরাং প্রত্যেক যাত্রীকে ট্যাক্স এর বর্ধিত টাকা সাথে রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে।

17/06/2023

চেন্নাই থেকে আসা US Bangla এয়ারলাইন (ফ্লাইট BS-206) এখন থেকে চেন্নাই এয়ারপোর্ট এর নতুন টার্মিনাল (T2/Gate-D5) ব্যবহার করবে ,,,

10/06/2023

ইন্ডিয়ান ভিসা প্রসেসিং নিয়ে ভাবছেন………?
চলে আসুন আমাদের অফিস এ।
ঝামেলা বিহীন ভিসা সার্ভিসটি আজই বুঝে নিন আমাদের কাছ থেকে।
আপনার সব সময়ের ভ্রমন সঙ্গী হোক “ফ্লাইএয়ার বিডি”।
যোগাযোগঃ
ফ্লাইএয়ার বিডি
শাজাহান সেন্টার -১, ইন্ডিয়ান ভিসা অফিসেরপাশে, পাটগুদাম, ময়মনসিংহ।
০১৮৪১৫৮২৩৪৫, ০১৫১১৫৮২৩৪৫

Managing reservations for Air, Hotel, Car Rental, Airport Limousine Car Transfers, Tour Packages.

ইন্ডিয়া ভিসা পেতে প্রয়োজনীয় ডকুমেন্টস;১। পাসপোর্ট (নূন্যতম ৬ মাস মেয়াদ)।২। ছবি ২ কপি রঙ্গিন (২x২ সাইজ, ব্যাকগ্রাউন্ড সা...
05/06/2023

ইন্ডিয়া ভিসা পেতে প্রয়োজনীয় ডকুমেন্টস;
১। পাসপোর্ট (নূন্যতম ৬ মাস মেয়াদ)।
২। ছবি ২ কপি রঙ্গিন (২x২ সাইজ, ব্যাকগ্রাউন্ড সাদা)।
৩। বিদ্যুৎ অথবা যেকোনো একটি Utility বিলের কপি।
৪। ন্যাশনাল আইডি কার্ড অথবা জন্ম সনদ কপি।
৫। ট্রেড লাইসেন্স (ব্যবসায়ী) / NOC (চাকুরীজীবী)।
৬। আগে ইন্ডিয়া যাওয়া থাকলে, সে ভিসার কপি।
৭। ব্যাংক ষ্টেটম্যান্ট অথবা ডলার এন্ড্রোস রশিদ।
৮। স্টুডেন্ট দের জন্য স্টুডেন্ট আইডি কার্ড।
৯। সাথে স্পাউস অথবা বাচ্চা থাকলে, তাদের পাসপোর্ট, ছবি, আইডি কার্ড/ জন্ম সনদ ও স্কুল আইডি কার্ডের কপি।
১০। আগের ডাক্তারের প্রেসক্রিপশন/ মেডিকেল রিপোর্ট (মেডিকেল ভিসার জন্য) |
১১। ইন্ডিয়ান মেডিকেল এপারমেন্ট
উপরোক্ত ডকুমেন্টস নিয়ে আমাদের অফিসে আসুন
Flyair BD
Address :- Shajahan Center -1, Opposite Indian Visa Office, Ralyr More, Patgudam 2200 Mymensingh, Dhaka Division, Bangladesh
For Detail :- 01511-582345
Only WhatsApp🙂

আগামী ১জুলাই ২০২৩ থেকে ভারত ভ্রমণে স্থলপথে ট্রাভেল ট্যাক্স ১০০০ টাকা ৷
03/06/2023

আগামী ১জুলাই ২০২৩ থেকে ভারত ভ্রমণে স্থলপথে ট্রাভেল ট্যাক্স ১০০০ টাকা ৷

Singapore visa checklist,,,✈️✈️
19/05/2023

Singapore visa checklist,,,✈️✈️

বাংলাদেশী ট্রাভেলারদের জন্য সুখবর-সুদীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে লাদাখ সফরে বাংলাদেশী ট্রাভেলার-রা প্যাংগং লেক, নুব্রা ভ্...
20/04/2023

বাংলাদেশী ট্রাভেলারদের জন্য সুখবর-

সুদীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে লাদাখ সফরে বাংলাদেশী ট্রাভেলার-রা প্যাংগং লেক, নুব্রা ভ্যালি, খাড়দুংলা সহ লাদাখের সব কয়টা ট্যুরিস্ট প্লেসে যেতে পারবে । এটা খুবই রিসেন্ট খবর ।

সোর্স: গতদিন এক বাংলাদেশী ভাই লেহ ডিসি অফিস থেকে প্রাপ্ত তাদের অনুমতিপত্রের(১৮/৪/২৩) কপি।

আপনি কি বিদেশগামী যাত্রী?                যে কোন আন্তর্জাতিক গন্তব্যে যেতে ফ্লাইটের নির্ধারিত সময়ের আগে ৩ ঘন্টা সময় হাতে ...
11/04/2023

আপনি কি বিদেশগামী যাত্রী?
যে কোন আন্তর্জাতিক গন্তব্যে যেতে ফ্লাইটের নির্ধারিত সময়ের আগে ৩ ঘন্টা সময় হাতে নিয়ে বিমানবন্দরে প্রবেশ করুন। ফ্লাইট ছাড়ার ১ ঘন্টা আগে এয়ারলাইনের কাউন্টারে চেক ইন বন্ধ হয়ে যায়। আপনার টিকিটে ফ্লাইট নাম্বার লিখা আছে। আপনার কোন কাউন্টারে চেক ইন হবে, তা বিমানবন্দরের নির্দেশনার মনিটরে ফ্লাইট নাম্বারসহ চেক ইন কাউন্টারের নাম্বার উল্লেখ করা আছে। তাই বিমানবন্দরে প্রবেশ করে এয়ারলাইনের কাউন্টারে চেক ইন সম্পন্ন করে বোর্ডিং কার্ড সংগ্রহ করুন।
চেক ইন করার পর ইমিগ্রেশন সম্পন্ন করুন। ইমিগ্রেশন সম্পন্ন করার পর কোন গেট দিয়ে আপনি বিমানে উঠবে তা সেখানে মনিটরে প্রর্দশন করা হয়। আপনার বোর্ডিং কার্ড এ লেখা আছে আপনি কোন গেট দিয়ে বিমানে উঠবেন।
বিমানবন্দরে অবস্থান করার সময় ইনফরমেশন মনিটিরে লক্ষ্য রাখুন। প্রয়োজনে বিমানবন্দরের হেল্প ডেস্কের সহায়তা নিন।
অনেক বেশি সময় আগে বিমানবন্দরের টার্মিনালে প্রবেশের প্রয়োজন নেই, অতিরিক্ত সময় আগে বিমানবন্দরে প্রবেশ করলে অহেতুক ভীড়ের সৃষ্টি হবে। অন্যদিকে দেরিতে টার্মিনালে প্রবেশ করলে আপনি ফ্লাইট মিস করবেন।

During this holy month, may Allah grant all your requests,,,,
26/03/2023

During this holy month, may Allah grant all your requests,,,,

https://www.flyairbdholidays.com.bd/services/medical-tourism/For Visa Invitation Letter ,,,
16/03/2023

https://www.flyairbdholidays.com.bd/services/medical-tourism/
For Visa Invitation Letter ,,,

Medical Tourism Are you feeling limited by the treatment options offered locally? Is the procedure you ’re looking for not available in your country, the waitlist for the surgery times long, or the price far beyond your budget? Are you looking for a nonpublic and discreet way to perform a medical ...

May our lives shine with the new light of the new year.Happy 2023 everyone.
31/12/2022

May our lives shine with the new light of the new year.
Happy 2023 everyone.

FLIGHT - Dhaka to India01. Passengers must carry a Full-dose vaccination certificate with a   proper QR code to verify t...
27/12/2022

FLIGHT - Dhaka to India

01. Passengers must carry a Full-dose vaccination certificate with a proper QR code to verify the certificate.

02. The travelers should be Fully vaccinated. The travel date should be after 14 days of vaccination.

03. A sub-section of 2% of the total passengers in the flight shall undergo random post-arrival testing at the airport on arrival.

04. If the passenger is not vaccinated or a child over 5 years old without vaccination needs to proceed for an RT-PCR COVID-19 test report valid within 72 hours of departure.

05. Wearing a "Mask" and keeping Social Distance mandatory.

NOTE: Quarantine, TN e-Registration, Air Suvidha, and Aarogya Setu App are no more required to travel.

ঘুরতে বা চিকিৎসার জন্য ইন্ডিয়া যাওয়ার প্রয়োজন হয় অনেকের। কলকাতা, চেন্নাই বা দিল্লি- প্রাণবন্ত এই শহর গুলোতে আছে দেশটির চ...
21/12/2022

ঘুরতে বা চিকিৎসার জন্য ইন্ডিয়া যাওয়ার প্রয়োজন হয় অনেকের। কলকাতা, চেন্নাই বা দিল্লি- প্রাণবন্ত এই শহর গুলোতে আছে দেশটির চমৎকার সব আকর্ষণ। তাই দ্রুত বুক করুন আপনার ইন্ডিয়ার ফ্লাইট ।
এখন ঘরে বসেই খুবই সহজে এবং সাশ্রয়ী মূল্য ঢাকা থেকে ইন্ডিয়া অথবা ইন্ডিয়ার অভ্যন্তরীণ বিভিন্ন রুটের এয়ার টিকিট কিনুন Flyair BD Holidays থেকে।
যোগাযোগ করুনঃ 01511-582345

স্বাধীন আকাশ, মুক্ত ডানাউড়তে কোথাও নেইতো মানাসকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা
16/12/2022

স্বাধীন আকাশ, মুক্ত ডানা
উড়তে কোথাও নেইতো মানা

সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা

08/09/2022
C M C Vellore AppermentGeneral/Private Appointment Only 5 Minutes(Lowest B2B Agent Rate Available)★★★বাংলাদেশে একমাত্র আ...
03/08/2022

C M C Vellore Apperment
General/Private Appointment Only 5 Minutes
(Lowest B2B Agent Rate Available)
★★★বাংলাদেশে একমাত্র আমরাই ভেলুর CMC হাসপাতালের এপোয়েন্টমেন্ট দ্রুততম সময়ের মাঝে বুকিং করে থাকি ★★★
জরুরী ডাক্তার এ্যপয়েন্টমেন্ট জন্য যোগাযোগ করতে পারেন
CMC
Fortis
Sankara Nethralaya
Apollo
Narayana Health
আমাদের উপলব্ধ সেবা গুলি:-
Indian Domestic Rail Tickets
Indian Air Ticket in cheap fair
International flights Air tickets
Indian Doctor Appointment
Hotel Booking
Indian Domestic Bus Ticket
24 Hours HOTLINE
Phone01511582345, 01841582345 ( WhatsApp)

01/08/2022

ডমেস্টিক রুটে ইউ এস বাংলা, নভোএয়ার, বিমান বাংলাদেশের এয়ার টিকেট বুক করুন সবচেয়ে কম দামে

বুকিং এর জন্য কল করুন
01511582345

ডমেস্টিক বিমানের টিকিট বুকিং করুন এখন ঘরে বসেই একটি ফোন কলের মাধ্যমে
ঢাকা/ কক্সবাজার/ চট্টগ্রাম/ রাজশাহী/ সিলেট/ সৈয়দপুর/ যশোর/ বরিশাল
টিকিটের জন্য ফোন করুন:
01841582345

হোয়াটসঅ্যাপ করুন কল/ মেসেজ
01511582345

কিভাবে আপনার টিকেট পাবেন ?
০১. সরাসরি অফিসে এসে।
০২. ই - মেইলের মাধ্যমে (By Email).
০৩. মোবাইলে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে।
০৪. মোবাইলে এসএমএসের মাধ্যমে (PNR)।

কিভাবে পেমেন্ট করবেন?
০১. বিকাশের মাধ্যমে।
০২. নগদের মাধ্যমে।
০৩. সরাসরি সাক্ষাতে এসে যোগাযোগের মাধ্যমে।
০৪. ব্যাংক ডিপোজিটের মাধ্যমে।

প্রস্তাবিত বিমান ভাড়া, ভ্রমণ তারিখ, শ্রেণী ও সময়কাল ভেদে বিমানের নীতিমালা অনুযায়ী পরিবর্তন সাপেক্ষ এবং শর্ত প্রযোজ্য।**

Managing reservations for Air, Hotel, Car Rental, Airport Limousine Car Transfers, Tour Packages.

07/04/2022

Address

Shajahan Center/1, Opposite Indian Visa Office, Ralyr More, Patgudam
Mymensingh
2200

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801841582345

Alerts

Be the first to know and let us send you an email when Flyair BD Holidays posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Flyair BD Holidays:

Videos

Share

Category

Flyair BD

✈✈✈পর্যটন অথবা চিকিৎসা, যে উদ্দেশ্যেই আপনি বিদেশ ভ্রমণ করুন না কেন আপনার ভ্রমণকে সাশ্রয়ী করতে সকল রুটের বিমান টিকিটে আমরাই দিচ্ছি সবচেয়ে কম মূল্যের নিশ্চয়তা... ঘরে বসেই অথবা সরাসরি আমাদের অফিসে এসে আপনি টিকেট বুকিং দিতেপারবেন। আমাদের অন্নান্য সেবা সমূহঃ ✅ভিসা সার্ভিস ✅হজ্ ও ওমরা ✅টুর প্যাকেজে ✅হোটেল বুকিং ও ইন্ডিয়ান অভ্যন্তরীণ ট্রেন ✅পাসপোর্ট ও ইন্ডিয়ান ভিসার টাকা জমা নেওয়া হয় ✅ইন্ডিয়ান ডাক্তারের এপয়েন্টমেন্ট (বিশেষ ক্ষেত্রে কোনো চার্জ নেওয়া হয়না )

📱 0১৫১১৫৮২৩৪৫

[email protected]


Other Tour Agencies in Mymensingh

Show All