ভার্সিটি এক্সপ্রেস :: Varsity Xpress

ভার্সিটি এক্সপ্রেস :: Varsity  Xpress বৃহত্তর ময়মনসিংহ থেকে দূরবর্তী সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীদের যাতায়াতের সবচেয়ে অভিজ্ঞ, বিশ্বস্ত ও জনপ্রিয় মাধ্যম...

Spelling is important for a competitive exam. 🤣
09/05/2024

Spelling is important for a competitive exam. 🤣

বিশ্ব রেকর্ডটা গাছ রোপণ করেও হতে পারতো।
22/04/2024

বিশ্ব রেকর্ডটা গাছ রোপণ করেও হতে পারতো।

16/04/2024

মিয়ামিতে করে ঢাকা আসছিলাম। পাশের সিটে এক ভাই বসা। ভীষণ মন খারাপ করে বাইরে তাকিয়ে আছেন।

'ভাইয়ের মনে হয় মন-টন খারাপ?'

'না, না। তেমন না।'

ভদ্রলোকের সাথে আলাপ জমলাে৷ নাম আরিফ জামান।
ঢাকায় থাকেন, পারিবারিক এক ঝামেলায় এসেছেন গ্রামের বাড়িতে৷ জাহাঙ্গীরনগর থেকে পড়াশোনা শেষ করে প্রথম শ্রেণীর সরকারি চাকুরি করেন। উচ্চাকাঙক্ষা নেই, তাই বেতন যা পান, কোনােমতে চলে যায়। জীবন নিয়ে তেমন দু:খ বা আক্ষেপ নেই তার, একটু অভিমান আছে বটে।

বুঝলেন ভাই, চাকুরি করে সংসারই চালানো যায়, আয়- উন্নতি সম্ভব না। বাড়তি কিছু পাওয়ার ইচ্ছে জাগলেই মনকে বোঝাতে হয়, না না থাক,এটা না হলেও চলবে৷ আসলে কোত্থেকে আসবে টাকা? জামান ভাই মনে হয় গল্প করতে ভালোবাসেন। আমি তার গল্প শুনছি৷ তিনি বলছেন--

বছরে তিন থেকে চারবার গ্রামের বাড়ি যাই। সরকারি চাকরি করি, লোকে ভাবে না জানি কত টাকা- পয়সা আমার! পরিবারের লোকেরা, সমাজের লোকেরা, ছোটরা- বড়রা নানারকম আবদার নিয়ে আসে৷ গ্রামের ছেলেরা ক্লাব খুলে বসে আছে- মাস শেষ হতেই ফোন, ' একটু যদি আমাদের দিকে তাকাতেন!' এলাকার ছোট ভাইয়েরা দূরে কোথাও
পিকনিক করবে, তাদের কিছু খরচা- পাতি দিতে হবে। উপজেলা ছাত্রকল্যাণ সমিতি থেকে ইফতারের দাওয়াত দেয়, ইনবক্সে একটা বিকাশ নম্বরও দিয়ে দেয়৷ আবার পাড়ার মসজিদ কমিটি, ঈদগাহ কমিটি - সেখানেও তো কিছু না কিছু দিতে হবে!

এরপর মা- বাবা, ভাই- বোন, ভাগনে - ভাতিজারা আছে৷ বছরে দুটা ঈদ, আছে পহেলা বৈশাখ৷ এর- ওর নতুন জামা চাই, শপিং করা চাই । বোনের বাড়ির পানির মটরটা নষ্ট হয়ে গেছে, আরেকজনের ইটের দেয়ালে জঙ ধরেছে, রং মারতে হবে, তারও টাকা চাই৷ পাশের বাড়ির কুদ্দুস চাচা খুবই গরীব লোক। ভ্যান চালিয়ে কোনো রকমে সংসার চালাতেন, সেটা নষ্ট হয়ে গেছে৷ হাজার টাকা লাগবে ঠিক করতে৷ কে দেবে টাকা? সেদিন ফোন করে ভীষণ কান্না- কাটি। বললাম, চিন্তা কইরেন না, পাঠাই দেবো। আমি কি ভাই টাকার মেশিন? কীভাবে জীবন চলবে? .... জামান সাবের গল্প শেষ হয় না৷

জামান ভাই এর প্রশ্ন, যা বেতন পাই তা দিয়ে কিছু হয় ভাই? সামনের বার মা- বাবা হজ্বে যেতে চান। বারবার চাপ দিচ্ছেন। সংসার চালিয়ে তো কিচ্ছু থাকে না। কতদিন চাকরি করলে এই বেতনে ১০- ১৫ লাখ টাকা জমানো সম্ভব?
-------------------------------
আহারে মানুষের সাথে যত বেশি মেলামেশা করি, ততই নিজেকে তুলনামূলক সুখী মনে হয়। যার সবচেয়ে ভালো থাকার কথা; অভাব, হতাশা আর দুশ্চিন্তা তার পিছু ছাড়ে না।

আগে আমাদের মুরুব্বিরা সততার গল্প শোনাতেন। ঘুষ, দুর্নীতি, অনিয়মে না জড়াতে কাছে ডেকে নিয়ে পরামর্শ দিতেন। এখন দুনিয়া পাল্টেছে, মুরুব্বিরাও পাল্টে গেছেন৷ রাস্তায়, বাজারে, চায়ের দোকানে এখন আর সততার গল্প হয় না। বরং প্রতিযোাগিতা চলে অর্থ- বিত্তে অন্যকে ছাড়িয়ে যাবার৷ ঘরের মুরুব্বি লােকটা জানে ৩৫ হাজার টাকা বেতনে সংসার চালিয়ে ৩৫ বছরেও একটা ছাদপাকা বিল্ডিং দেওয়া সম্ভব না৷ কিন্তু তার ছেলে আলাদিনের চেরাগ পেয়েছেন৷
এই বেতন নিয়েই চাকরির দুই বছরে ঢাকায় ফ্লাট,প্লট কিনে ফেলেছে৷ মুরুব্বি লােকটি তার ছেলেকে প্রশ্ন করে না, বাবা এই টাকা তুমি কোথায় পেলে? উল্টো ছেলের সামনে পাশের বাড়ির নজু মিয়ার উদাহরণ দেয়- দেখো, ওর পাঁচতলা বাড়ি, গত বছর দুই একর জমি কিনেছে, গাড়িও কিনেছে৷ আর তুমি? কী লাভ হলাে তোমাকে সরকারি অফিসার বানিয়ে?

© সোহেল রানা

ঈদের আনন্দে আপনাদের জীবন হোক আলোকিত, সুখে-শান্তিতে ভরে উঠুক আপনার প্রতিটি মুহূর্ত।                            ❤️ঈদ মোবার...
10/04/2024

ঈদের আনন্দে আপনাদের জীবন হোক আলোকিত, সুখে-শান্তিতে ভরে উঠুক আপনার প্রতিটি মুহূর্ত।
❤️ঈদ মোবারক❤️

07/04/2024

সৌরবর্ষ অনুযায়ী সৌদি আরব থেকে বাংলাদেশ ৩ ঘণ্টা এগিয়ে। এতে বাংলাদেশ ৩ ঘণ্টা আগে চাঁদ দেখার কথা। কিন্তু তা তো হয়ই না, উল্টো সৌদি আরবে একদিন আগে রমজান, ঈদ শুরু হয়ে যায় । এর কারণ হল সৌর হিসেবে সৌদি আরবের সাথে আমাদের পার্থক্য মাত্র ৩ ঘণ্টা হলেও চন্দ্রের হিসেবে সৌদি আরব ও আমাদের পার্থক্য ২১ ঘণ্টার!

প্রশ্ন আসতে পারে যে এটা কিভাবে সম্ভব! আসলে পৃথিবীর গতির কথা তো জানিই। পৃথিবী নিজের অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রতিনিয়ত ঘুরে চলেছে, যাকে আমরা আহ্নিক গতি বলি। গতিটা সহজে বোঝা যাবে ঘড়ির কাঁটার বিপরীত দিক বা অ্যান্টি ক্লকওয়াইজ (Anti Clockwise) বললে। ঘড়ির কাঁটা পূর্বদিক থেকে পশ্চিমদিকে ঘুরে, আর পৃথিবী নিজ অক্ষে পশ্চিম থেকে পূর্বদিকে ঘুরে। মূলত সে কারণে আমরা প্রতিদিন সূর্যকে পূর্বদিকে উদিত হয়ে পশ্চিমদিকে অস্ত যেতে দেখি।

এখন চাঁদ বেশ ধীরে নিজ অক্ষে আবর্তনরত। চাঁদের আহ্নিক গতি ও বার্ষিক গতি সমান ২৭-২৯ দিন। ফলে প্রতিদিন পশ্চিমের দেশসমূহ সবার আগে চাঁদের উন্মোচন দেখতে পায়। আমরা তো জানিই, সূর্যোদয় হয় পূর্ব থেকে,তবে চাঁদের ক্ষেত্রে উল্টো। যদিও চাঁদও পূর্বে উদিত হয়ে পশ্চিমে অস্ত যায়, তবুও পশ্চিমারা চাঁদের আলো সবার আগে পায়।

কেন এক দেশে চাঁদ দেখা গেলেও অন্য দেশে দেখা যেতে দেরি হতে পারে। কেননা খালি চোখে চাঁদকে দেখতে হলে চন্দ্র আর সূর্যের মাঝে ১০.৫ ডিগ্রি কোণ থাকতেই হবে, এবং যে পরিমাণ দূরত্ব অর্জন করলে এই কোণ তৈরি হবে, সে পরিমাণ যেতে যেতে চাঁদের ১৭ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত সময় লেগে যায়। এ কারণেই আজ আমেরিকাতে চাঁদ দেখে গেলেই যে বাংলাদেশেও দেখা যাবে, সেটা ভুল ধারণা। যতক্ষণ না পর্যন্ত সেই কোণ অর্থাৎ ১০.৫ ডিগ্রি অর্জন না হবে, ততক্ষণ পর্যন্ত দেখা যাবে না। একই বিষয় সৌদি আরব ও বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য। এই সংকট কোণকে ইলঙ্গেশন (Elongation) বলে। তাই চাঁদের বয়স কত সেটা আদৌ আসল কথা নয়, সেই কোণ হয়েছে কিনা সেটার উপর নির্ভর করে চাঁদ দেখা যাবে কিনা। ফলে আমরা সৌদি আরব থেকে ৩ ঘণ্টা সূর্যের হিসেবে এগিয়ে থাকলেও, চাঁদের হিসেবে ২১ (২৪-৩=২১) ঘণ্টা পিছিয়ে আছি। ২১ ঘণ্টা প্রায় ১ দিন। অর্থাৎ আমরা প্রায় একদিন পিছিয়ে আছি। সেজন্যই সৌর বছরের হিসেবে বাংলাদেশে আমরা সৌদি আরবের একদিন পরে চাঁদ দেখি, আর একদিন পরে ঈদ উদযাপিত হয়।

06/04/2024

মক্কাতে হোটেল থেকে আয়শা মসজিদ যাবো। আমি আম্মু আর যুফার। যুফার টেক্সি একটা ভাড়া করলো অর্ধেক হিন্দিতে আর অর্ধেক ইংলিশে কথা বলে।

গাড়িতে উঠার পর আমরা সবাই চুপচাপ। শুধু ড্রাইভারের সাথে হিন্দি আর ইংলিশে কিছু কথা হলো। সব কথাই বুঝলাম।

হঠাৎ ড্রাইভার জিজ্ঞাস করলো, আপ ইন্ডিয়ান হো?

বললাম, নেহি বাংলাদেশ সে হু।

ড্রাইভার তারপর বলল, আঁর বাড়ি সট্টগ্রামত। অনে থাহো হন্ডে? অনে কি গরন। জব গরন না পরালেহা গরন। সাথে চট্টগ্রামের ভাষায় আরো অনেক কিছু....

আমি ওনার কথা কিছু বুঝতে না পেরে বললাম, আপকে সাথ মজাক কাররাহাথা। হাম ইন্ডিয়ান হে..

© Collected

Funbox 😜
05/04/2024

Funbox 😜

28/03/2024

আজকে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় এর প্রতিটি ইউনিটের রেজাল্ট দিয়েছে। যারা যারা ভালো পজিশনে আছ তাদের সবাইকে আমাদের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন। বাকীদের জন্যও রইল শুভকামনা।

24/03/2024

কিছু সিন্ডিকেট শয়তানের কাছে ওয়াদা বদ্ধ।
নিজেরা তো ভালো কিছু করবেইনা, অন্যকেও করতে দিবেনা।
সেবা নয়, এদের শুধু পয়সা দরকার, অনেক টাকা পয়সার দরকার। মরার পরে বস্তা ভরে নিয়ে যাবে।

"নিজে এতগুলো টায়ার বহন করেও তার বিপদের সময় একটি টায়ারও কাজে আসতেছে না তার।ঠিক তেমনি জীবনে চলার পথে আত্মীয়-স্বজন, বন্...
21/03/2024

"নিজে এতগুলো টায়ার বহন করেও তার বিপদের সময় একটি টায়ারও কাজে আসতেছে না তার।

ঠিক তেমনি জীবনে চলার পথে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব অনেক থাকবে কিন্তু খারাপ সময়ে খুব কম মানুষকেই কাছে পাবেন।
আপনার অবদান কী ছিল তা কেউ মনে রাখবে না, বরং আপনি তাদের থেকে কী নিয়েছেন, সেটা বিভিন্ন ভাবে ফেরত নেয়ার চেষ্টা করবে মানুষ।

তেমনি পৃথিবীতে মানুষ চিনতে পারা অনেক কঠিন।

জীবন নাটকের চেয়ে নাটকীয়।

এটাই বাস্তব 🥺

21/03/2024

ভাই গো ভাই/ আপা গো আপা,পুরাই কপি মার*লেন, পেজের অফার থেকে শুরু করে সব পলিসি।কিন্তু আমাদের রিজিক তো কপি করতে পারলেন না,তাইনা???🥱

20/03/2024

ভাগ্য ও প্রকৃতি সাহসী যোদ্ধাদের পক্ষে থাকে।

আল হামদু লিল্লাহ
বিভিন্ন কারনে প্রচার - প্রচারনায় পিছিয়ে থেকেও বৃহত্তর ময়মনসিংহ থেকে ২০২৩-২৪ সেশনেও সর্বোচ্চ সংখ্যক (৬৭ টি) বাস দিয়ে ভর্তি পরীক্ষার্থীদের যাতায়াত সেবাদানকারী সবচেয়ে জনপ্রিয় প্রতিষ্ঠান #ভার্সিটি_এক্সপ্রেস।
এত এত নামী-বেনামী এজেন্সির ভীরেও আপনারা ভার্সিটি এক্সপ্রেসের প্রতি আস্থা রেখেছিলেন, এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আপনাদের ভালবাসা আছে বলেই টুকটুক করে ১০ বছর সেবা দিতে পারলাম। আমরা হলফ করে বলতে পারি বিগত ১০ বছরে স্টূডেন্ট আনার জন্য কোন অবৈধ পন্থা (যেমন- কোন কোচিং ফিটিং দেয়া/অর্থের বিনিময়ে প্রাইভেট টিচারদের প্রলুব্ধ করা/নতুন এসেই সাফল্যের ৭/৮/৯ম বছরে পদার্পণ ইত্যাদি) অবলম্বন করতে হয়নি আমাদের।
আমরা আমাদের সার্ভিস দিয়েই প্রতিযোগিতার এই মার্কেট এ খুব ভালোভাবেই টিকে রয়েছি। আমরা বিশ্বাস করি, সার্ভিস এর মান বজায় রাখলে অবৈধ কোন পথের দরকার পরে না। দোয়া করবেন যাতে সৎ ভাবে আপনাদের পাশে থাকতে পারি।
সব কিছুর জন্যই আল হামদু লিল্লাহ।
ভাল কিছুর জন্য সব সময় আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করি।
মনে রাখবেন, ভার্সিটি এক্সপ্রেস ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠা কোন প্রতিষ্ঠান নয়। দীর্ঘ সময় সার্ভিস দেয়া একটি প্রতিষ্ঠিত নাম।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিটের (১৬ মার্চ)  পরীক্ষায় যাদের ঢাকা অঞ্চল ও রাজশাহী অঞ্চলে সিট পড়েছে তাদের যাতায়াতের জন্য...
12/03/2024

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিটের (১৬ মার্চ) পরীক্ষায় যাদের ঢাকা অঞ্চল ও রাজশাহী অঞ্চলে সিট পড়েছে তাদের যাতায়াতের জন্য আপ ডাউন প্যাকেজ বুকিং চলছে।

🟦 ময়মনসিংহ টু ঢাকা বিশ্ববিদ্যালয় ( ৮০০/- টাকা)
🟩 ময়মনসিংহ টু রাজশাহী বিশ্ববিদ্যালয় (১৫০০/- টাকা)

যোগাযোগ :
মফিজ উদ্দিন ইনডেক্স প্লাজা (নীচতলা)
নতুন বাজার, ময়মনসিংহ

মোবাইল :
01714636323
01647686600
01307274094

 #বিশ্ববিদ্যালয়_ভর্তি_পরীক্ষা #সীট_বুকিং_চলছে।আসসালামু আলাইকুম, পরীক্ষার আর মাত্র কিছুদিন বাকি আছে, চলছে শেষ সময়ের প্রস্...
02/03/2024

#বিশ্ববিদ্যালয়_ভর্তি_পরীক্ষা
#সীট_বুকিং_চলছে।

আসসালামু আলাইকুম,
পরীক্ষার আর মাত্র কিছুদিন বাকি আছে, চলছে শেষ সময়ের প্রস্তুতি। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার্থী ও অভিভাবকরা পরীক্ষা কেন্দ্রে যাতায়াত এবং আবাসন নিয়ে ভীষণ দুশ্চিন্তায় ভোগেন। আপনাদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে বিগত ১০ বছরের মতো এবারও #ভার্সিটি_এক্সপ্রেস থাকছে আপনাদের পাশে। দ্রুত আপনার আসন নিশ্চিত করুন এবং নিশ্চিন্তে পরীক্ষার প্রস্তুতি নিন। আপনাদের সর্বোচ্চ সেবাদানে আমরা অঙ্গীকারবদ্ধ।

🌍 ঘরে বসে মোবাইলের মাধ্যমে এবং অনলাইনে যাওয়া আসার প্যাকেজ বুকিং করতে পারবেন।

👉জামালপুর টু রাজশাহী বিশ্ববিদ্যালয় (আসা যাওয়া)

আমাদের সার্ভিসসমূহ:
✅একই টিকিটে যাওয়া-আসার ব্যাবস্থা
✅ছাত্র /ছাত্রী ও অভিভাবকদের সার্বক্ষণিক সেবা প্রদানের নিশ্চয়তা ও আমাদের নিজস্ব গাইড দ্বারা সার্বিক তত্বাবধান।
✅সর্বোচ্চ মানের চেয়ার কোচ নিশ্চিত করা।
✅সঠিক সময়ে গাড়ি ছাড়া ও গন্তব্যে পৌঁছানো।
✅ভার্সিটি ক্যাম্পাসে পৌছানোর পর সকালে স্বাস্থ্যসম্মত নাস্তা ও বিশুদ্ধ বোতলজাত খাবার পানীয় সরবারাহ করা
✅বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র/ ছাত্রীদের সিট প্লানিং খোঁজা থেকে শুরু করে যাবতীয় কাজে সহযোগিতা করা।
✅বিশেষ প্রয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফ্রেশ হওয়া এবং বিশ্রাম নেওয়ার ব্যবস্থা করা। (বিশ্ববিদ্যালয় অথরিটি এই ব্যবস্থা সকল পরীক্ষার্থীর জন্য নিশ্চিত করে থাকেন)
✅যাত্রা পথে ভালো মানের রেষ্টুরেন্টে যাত্রা বিরতি নিশ্চিত করা।
✅পরীক্ষা শেষে সবাইকে নিরাপদে ময়মনসিংহ পৌঁছে দেওয়া।
✅নির্দিষ্ট স্থান অর্থাৎ মোক্তারপাড়া মাঠ থেকে গাড়ি ছেড়ে পরীক্ষা শেষ করে আবার একই স্থানে নামিয়ে দেওয়া।

🔲 টিকেট প্রাপ্তির স্থানঃ
◽ বিন্যাস কম্পিউটার সেন্টার
মির্জা আজম সাহেবের বাসা সংলগ্ন, বকুলতলা, জামালপুর
◽শাহীন কম্পিউটার
মির্জা আজম অডিটোরিয়াম গেটের বিপরীতে, জামালপুর পৌরসভা
◽ই এস এন্টারপ্রাইজ
কালেক্টরেট স্কুল সংলগ্ন, বকুলতলা, জামালপুর

🔻প্রধান কার্যালয়:
মফিজ উদ্দিন ইনডেক্স প্লাজা (নীচতলা)
নতুন বাজার, ময়মনসিংহ

📳 হটলাইন:
01714636323
01647686600
01730867666

 #বিশ্ববিদ্যালয়_ভর্তি_পরীক্ষা #সীট_বুকিং_চলছে।আসসালামু আলাইকুম 😊পরীক্ষার আর মাত্র কিছুদিন বাকি আছে, চলছে শেষ সময়ের প্রস্...
02/03/2024

#বিশ্ববিদ্যালয়_ভর্তি_পরীক্ষা
#সীট_বুকিং_চলছে।

আসসালামু আলাইকুম 😊
পরীক্ষার আর মাত্র কিছুদিন বাকি আছে, চলছে শেষ সময়ের প্রস্তুতি। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার্থী ও অভিভাবকরা পরীক্ষা কেন্দ্রে যাতায়াত এবং আবাসন নিয়ে ভীষণ দুশ্চিন্তায় ভোগেন। আপনাদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে বিগত ১০ বছরের মতো এবারও #ভার্সিটি_এক্সপ্রেস থাকছে আপনাদের পাশে। দ্রুত আপনার আসন নিশ্চিত করুন এবং নিশ্চিন্তে পরীক্ষার প্রস্তুতি নিন। আপনাদের সর্বোচ্চ সেবাদানে আমরা অঙ্গীকারবদ্ধ।

🌍 ঘরে বসে মোবাইলের মাধ্যমে এবং অনলাইনে যাওয়া আসার প্যাকেজ বুকিং করতে পারবেন।

👉নেত্রকোনা টু রাজশাহী বিশ্ববিদ্যালয় (আসা যাওয়া)

আমাদের সার্ভিসসমূহ:
✅একই টিকিটে যাওয়া-আসার ব্যাবস্থা
✅ছাত্র /ছাত্রী ও অভিভাবকদের সার্বক্ষণিক সেবা প্রদানের নিশ্চয়তা ও আমাদের নিজস্ব গাইড দ্বারা সার্বিক তত্বাবধান।
✅সর্বোচ্চ মানের চেয়ার কোচ নিশ্চিত করা।
✅সঠিক সময়ে গাড়ি ছাড়া ও গন্তব্যে পৌঁছানো।
✅ভার্সিটি ক্যাম্পাসে পৌছানোর পর সকালে স্বাস্থ্যসম্মত নাস্তা ও বিশুদ্ধ বোতলজাত খাবার পানীয় সরবারাহ করা
✅বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র/ ছাত্রীদের সিট প্লানিং খোঁজা থেকে শুরু করে যাবতীয় কাজে সহযোগিতা করা।
✅বিশেষ প্রয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফ্রেশ হওয়া এবং বিশ্রাম নেওয়ার ব্যবস্থা করা। (বিশ্ববিদ্যালয় অথরিটি এই ব্যবস্থা সকল পরীক্ষার্থীর জন্য নিশ্চিত করে থাকেন)
✅যাত্রা পথে ভালো মানের রেষ্টুরেন্টে যাত্রা বিরতি নিশ্চিত করা।
✅পরীক্ষা শেষে সবাইকে নিরাপদে ময়মনসিংহ পৌঁছে দেওয়া।
✅নির্দিষ্ট স্থান অর্থাৎ মোক্তারপাড়া মাঠ থেকে গাড়ি ছেড়ে পরীক্ষা শেষ করে আবার একই স্থানে নামিয়ে দেওয়া।

🔲 টিকেট প্রাপ্তির স্থানঃ
◽ ব্রাদার্স টেলিকম/ সাজিদ কম্পিউটার
মোক্তারপাড়া মাঠের বিপরীতে, নেত্রকোনা
◽তরিকুল ফটোস্ট্যাট
সরকারী কলেজের বিপরীতে, সাতপাই, নেত্রকোনা
◽সুবল ফটোস্ট্যাট
বড় স্টেশন মোড়, সাতপাই, নেত্রকোনা

🔻প্রধান কার্যালয়:
মফিজ উদ্দিন ইনডেক্স প্লাজা (নীচতলা)
নতুন বাজার, ময়মনসিংহ

📳 হটলাইন:
01714636323
01647686600
01730867666

রাবির ভর্তি পরীক্ষা উপলক্ষে আগামী ৫, ৬, ৭ ও ৮ মার্চ বিমান বাংলাদেশ বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস...
01/03/2024

রাবির ভর্তি পরীক্ষা উপলক্ষে আগামী ৫, ৬, ৭ ও ৮ মার্চ বিমান বাংলাদেশ বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী দুই একদিনের মধ্যে শিডিউল পাবলিশ হবে।

 #বিশ্ববিদ্যালয়_ভর্তি_পরীক্ষা #সীট_বুকিং_চলছে।আসসালামু আলাইকুম 😊পরীক্ষার আর মাত্র কিছুদিন বাকি আছে, চলছে শেষ সময়ের প্রস্...
29/02/2024

#বিশ্ববিদ্যালয়_ভর্তি_পরীক্ষা
#সীট_বুকিং_চলছে।

আসসালামু আলাইকুম 😊
পরীক্ষার আর মাত্র কিছুদিন বাকি আছে, চলছে শেষ সময়ের প্রস্তুতি। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার্থী ও অভিভাবকরা পরীক্ষা কেন্দ্রে যাতায়াত এবং আবাসন নিয়ে ভীষণ দুশ্চিন্তায় ভোগেন। আপনাদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে বিগত ১০ বছরের মতো এবারও #ভার্সিটি_এক্সপ্রেস থাকছে আপনাদের পাশে। দ্রুত আপনার আসন নিশ্চিত করুন এবং নিশ্চিন্তে পরীক্ষার প্রস্তুতি নিন। আপনাদের সর্বোচ্চ সেবাদানে আমরা অঙ্গীকারবদ্ধ।

🌍 ঘরে বসে মোবাইলের মাধ্যমে এবং অনলাইনে যাওয়া আসার প্যাকেজ বুকিং করতে পারবেন।

👉ময়মনসিংহ টু রাজশাহী বিশ্ববিদ্যালয় (আসা যাওয়া)
👉ময়মনসিংহ টু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় [ঢা.বি, রা.বি ও চ.বি কেন্দ্র] (আসা যাওয়া)

আমাদের সার্ভিসসমূহ:
✅একই টিকিটে যাওয়া-আসার ব্যাবস্থা
✅ছাত্র /ছাত্রী ও অভিভাবকদের সার্বক্ষণিক সেবা প্রদানের নিশ্চয়তা ও আমাদের নিজস্ব গাইড দ্বারা সার্বিক তত্বাবধান।
✅সর্বোচ্চ মানের চেয়ার কোচ নিশ্চিত করা।
✅সঠিক সময়ে গাড়ি ছাড়া ও গন্তব্যে পৌঁছানো।
✅ভার্সিটি ক্যাম্পাসে পৌছানোর পর সকালে স্বাস্থ্যসম্মত নাস্তা ও বিশুদ্ধ বোতলজাত খাবার পানীয় সরবারাহ করা
✅বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র/ ছাত্রীদের সিট প্লানিং খোঁজা থেকে শুরু করে যাবতীয় কাজে সহযোগিতা করা।
✅বিশেষ প্রয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফ্রেশ হওয়া এবং বিশ্রাম নেওয়ার ব্যবস্থা করা। (বিশ্ববিদ্যালয় অথরিটি এই ব্যবস্থা সকল পরীক্ষার্থীর জন্য নিশ্চিত করে থাকেন)
✅যাত্রা পথে ভালো মানের রেষ্টুরেন্টে যাত্রা বিরতি নিশ্চিত করা।
✅পরীক্ষা শেষে সবাইকে নিরাপদে ময়মনসিংহ পৌঁছে দেওয়া।
✅নির্দিষ্ট স্থান অর্থাৎ নতুন বাজার (শশী লজের সাইড) থেকে গাড়ি ছেড়ে পরীক্ষা শেষ করে আবার একই স্থানে নামিয়ে দেওয়া।

🔻প্রধান কার্যালয়:
মফিজ উদ্দিন ইনডেক্স প্লাজা (নীচতলা)
নতুন বাজার, ময়মনসিংহ

📳 হটলাইন:
01714636323
01647686600
01730867666

 #আপডেটময়মনসিংহ টু  #রুয়েট ভর্তি পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য বুকিং শুরু হয়েছে। যারা রুয়েটের জন্য অপেক্ষায় ছিলা তারা দ্...
28/02/2024

#আপডেট

ময়মনসিংহ টু #রুয়েট ভর্তি পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য বুকিং শুরু হয়েছে। যারা রুয়েটের জন্য অপেক্ষায় ছিলা তারা দ্রুত পছন্দ অনুযায়ী আসনে বুকিং নিশ্চিত কর....

 #ময়মনসিংহ_টু_রাজশাহী_বিশ্ববিদ্যালয়নতুন বাস সংযোজন করা হয়েছে। পছন্দ অনুযায়ী সিটের জন্য দ্রুত যোগাযোগ করুন...01714636323
28/02/2024

#ময়মনসিংহ_টু_রাজশাহী_বিশ্ববিদ্যালয়

নতুন বাস সংযোজন করা হয়েছে।
পছন্দ অনুযায়ী সিটের জন্য দ্রুত যোগাযোগ করুন...01714636323

27/02/2024

একজন যোগ্য প্রার্থী নিজেই পরীক্ষার হলে বসে নির্ণয় করতে পারে কাট মার্কস কত হবে, অন্যের বক্তব্য অনুসরণ করে নয়। মনে রাখবেন, অন্যের observation আপনার সাথে নাও মিলতে পারে। আপনার situationআর অন্যের situation এক না। যোগ্যরা সবসময় নিজের পরিস্থিতি অনুসারে নিজেই সিদ্ধান্ত নিয়ে থাকে, নিতে হয় ।

নিজেকে চিনুন এবং লক্ষ্য স্থির রেখে পরিশ্রম করুন, সফলতা আসবেই ইন শা আল্লাহ।

 #চলমান_বুকিং1️⃣ ময়মনসিংহ টু রাজশাহী বিশ্ববিদ্যালয়  (রা.বি ও চ.বি ভর্তি পরীক্ষা)2️⃣ ময়মনসিংহ টু ঢাকা বিশ্ববিদ্যালয় (চ.বি...
25/02/2024

#চলমান_বুকিং

1️⃣ ময়মনসিংহ টু রাজশাহী বিশ্ববিদ্যালয় (রা.বি ও চ.বি ভর্তি পরীক্ষা)
2️⃣ ময়মনসিংহ টু ঢাকা বিশ্ববিদ্যালয় (চ.বি ভর্তি পরীক্ষা)
3️⃣ ময়মনসিংহ টু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চ.বি ভর্তি পরীক্ষা)
4️⃣ জামালপুর টু রাজশাহী বিশ্ববিদ্যালয় (রা.বি ভর্তি পরীক্ষা)
5️⃣ নেত্রকোনা টু রাজশাহী বিশ্ববিদ্যালয়
6️⃣ ময়মনসিংহ টু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

⭕ দ্রুত আপনার আসন নিশ্চিত করতে 01714636323 এই নাম্বারে কল করুন।
🌍 অনলাইনে বুকিং করতে ভিজিট করুন varsityxpress.shobticket.com

 #নেত্রকোনা_টু_রাজশাহী_বিশ্ববিদ্যালয়_আপডেট🔶 নেত্রকোনা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় গমনেচ্ছু পরীক্ষার্থীদের বাস ইউনিট ভিত্ত...
24/02/2024

#নেত্রকোনা_টু_রাজশাহী_বিশ্ববিদ্যালয়_আপডেট

🔶 নেত্রকোনা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় গমনেচ্ছু পরীক্ষার্থীদের বাস ইউনিট ভিত্তিক বুকিং চলছে।

✅ বাস সমূহ আগামী ৪ ও ৫ মার্চ সন্ধ্যা ৭.০০ টায় মোক্তারপাড়া থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

#নেত্রকোনায়_আমাদের_অনূমোদিত_এজেন্টঃ
🔴 ব্রাদার্স টেলিকম/ সাজিদ কম্পিউটার
মোক্তারপাড়া মাঠের বিপরীতে, নেত্রকোনা

🔵 তরিকুল ফটোস্ট্যাট
সরকারী কলেজের বিপরীতে, সাতপাই, নেত্রকোনা

🟢 সুবল ফটোস্ট্যাট
বড় স্টেশন রোড, সাতপাই, নেত্রকোনা

✴️ আপনার যাতায়াত নির্বিঘ্ন ও আরামদায়ক করতে দ্রুত বুকিং নিশ্চিত করুন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের - কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের স্বতঃস্ফূর্ত ভর্তি পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা
23/02/2024

ঢাকা বিশ্ববিদ্যালয়ের - কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের স্বতঃস্ফূর্ত ভর্তি পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা

22/02/2024

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের A ইউনিটের ফল প্রকাশিত; ছেলেদের মধ্যে সর্বোচ্চ নাম্বার ৯৪.৬০ (পরীক্ষায় ৭৪.৬০) এবং মেয়েদের মধ্যে সর্বোচ্চ নাম্বার ৯০.২০ (পরীক্ষায় ৭০.২০)

 #জামালপুর_টু_রাজশাহী_বিশ্ববিদ্যালয়_আপডেট🔶 জামালপুর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় গমনেচ্ছু পরীক্ষার্থীদের বাস ইউনিট ভিত্তিক...
22/02/2024

#জামালপুর_টু_রাজশাহী_বিশ্ববিদ্যালয়_আপডেট

🔶 জামালপুর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় গমনেচ্ছু পরীক্ষার্থীদের বাস ইউনিট ভিত্তিক বুকিং চলছে।

✅ বাস সমূহ আগামী ৪ ও ৫ মার্চ রাত ৯.৩০ মিনিটে পৌরসভা সংলগ্ন মির্জা আজম অডিটোরিয়াম গেইটের সামনে থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

#জামালপুর_এ_আমাদের_অনূমোদিত_এজেন্টঃ
🔴 বিন্যাস কম্পিউটার
বকুলতলা, মির্জা আজম সাহেবের বাসা সংলগ্ন, জামালপুর

🔵 শাহীন কম্পিউটার
মির্জা আজম অডিটোরিয়াম গেইটের বিপরীতে, জামালপুর পৌরসভা

🟢এস ই এন্টারপ্রাইজ
কালেক্টরেট স্কুল সংলগ্ন, বকুলতলা, জামালপুর

✴️ আপনার যাতায়াত নির্বিঘ্ন ও আরামদায়ক করতে দ্রুত বুকিং নিশ্চিত করুন।

 #ভার্সিটি_এক্সপ্রেস_বাস_আপডেট✅ ময়মনসিংহ থেকে  রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইউনিট ভিত্তিক ও কম্বাইন্ড ইউনিটের বাসে বুকিং চলছে।...
20/02/2024

#ভার্সিটি_এক্সপ্রেস_বাস_আপডেট

✅ ময়মনসিংহ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইউনিট ভিত্তিক ও কম্বাইন্ড ইউনিটের বাসে বুকিং চলছে।
✅ ময়মনসিংহ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের জন্য বুকিং চলছে।
✅ ময়মনসিংহ থেকে রুয়েট ও কুয়েটের জন্য বুকিং চলমান।
✅ ময়মনসিংহ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩ টি কেন্দ্র অর্থাৎ ঢা.বি, চ.বি ও রা.বি কেন্দ্রে বাস যাবে। বুকিং চলমান..
✅নেত্রকোনা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় গামী বাস সমুহের বুকিং চলছে।
✅ জামালপুর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুকিং ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

🔶🔶 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গামী বাস সমুহ রাত ১২.৩০ ও ভোর ৪.৩০ এ বাউণ্ডারী রোড থেকে ছেড়ে যাবে।

▶️ রাত ১২.৩০ এর বাসসমুহ পরীক্ষা শেষে দুপুর ১২.৩০ এ জা.বি.থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রউনা দিবে।

▶️ ভোর ৪.৩০ এর বাসসমুহ পরীক্ষা শেষে বিকাল ৩.০০ / ৬.০০ টায় জা.বি.থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রউনা দিবে।

🟡🟡 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাস সমুহ এক্সামের আগের দিন রাত ৯ টায় নতুন বাজার আড়ং এর সামনে থেকে ছেড়ে যাবে।

🟩 কুয়েট গামী বাস ০২.০৩.২০২৪ সন্ধ্যা ৬.৩০ টায় নতুন বাজার ত্যাগ করবে
🟦 রুয়েটগামী বাস ০২.০৩.২০২৪ রাত ৯.০০ টায় নতুন বাজার ছেড়ে যাবে।

🟢🟢 নেত্রকোনা থেকে রাজশাহী গামী বাস সমুহ এক্সামের আগের দিন সন্ধ্যা ৭.০০ টায় মোক্তারপাড়া মাঠ থেকে ছেড়ে যাবে।

🔵🔵 জামালপুর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় গামী বাস সমুহ এক্সামের আগের দিন রাত 9.30 টায় মির্জা আজম অডিটোরিয়াম গেট থেকে ছেড়ে যাবে।

⏩ অনলাইন ও অফলাইনে প্যাকেজ বুকিং চলছে....0️⃣1️⃣7️⃣1️⃣4️⃣6️⃣3️⃣6️⃣3️⃣2️⃣3️⃣

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেইন গেট থেকে বিভিন্ন কেন্দ্রের দূরত্ব -▪️কৃষি অনুষদ - ১.২ কি.মি▪️শিল্পাচার্য জয়নুল আবেদীন একাডে...
19/02/2024

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেইন গেট থেকে বিভিন্ন কেন্দ্রের দূরত্ব -

▪️কৃষি অনুষদ - ১.২ কি.মি
▪️শিল্পাচার্য জয়নুল আবেদীন একাডেমিক ভবন -১.২ কি.মি
▪️ড. ওয়াজেদ মিয়া একাডেমিক ভবন - ৫৫০ মিটার
▪️সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবন - ৮২৯ মিটার
▪️কুদরত-ই খুদা একাডেমিক ভবন - ৯৭৫ মিটার
▪️স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন - ১.১ কি.মি
▪️রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবন - ৫০০ মিটার
▪️সৈয়দ ইসমাইল সিরাজি একাডেমিক ভবন - ৬৫০ মিটার
▪️ড. শহীদুল্লাহ একাডেমিক ভবন - ৫৩৭ মিটার
▪️ড. মমতাজ উদ্দিন আহমেদ একাডেমিক ভবন - ৪৭০ মিটার
▪️আইবিএ ভবন - ১.২ কি.মি

সবার জন্য শুভ কামনা ❤️

আল হামদু লিল্লাহ...জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগের বাস গুলো প্রায় ফিলাপ হয়ে যাওয়ায়, ভর্তিচ্ছুদের যাতায়াতের জন্য আরোও বা...
18/02/2024

আল হামদু লিল্লাহ...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগের বাস গুলো প্রায় ফিলাপ হয়ে যাওয়ায়, ভর্তিচ্ছুদের যাতায়াতের জন্য আরোও বাস সংযোজন করা হয়েছে। দ্রুত আপনার আসনটি নিশ্চিত করতে কল কল করুন 01714636323 এই নাম্বারে।

সেরা সার্ভিস আর সেরা বাস মানেই #ভার্সিটি_এক্সপ্রেস
সাথে থাকুন, ভাল কিছুর অপেক্ষায়।

আপনাদের দোয়া ও ভালবাসা ছিল বলেই ভার্সিটি এক্সপ্রেস সেরা সার্ভিস টা দিতে বদ্ধ পরিকর।✅ পুরোদমে চলছে রাজশাহী,  চট্টগ্রাম ও ...
17/02/2024

আপনাদের দোয়া ও ভালবাসা ছিল বলেই ভার্সিটি এক্সপ্রেস সেরা সার্ভিস টা দিতে বদ্ধ পরিকর।

✅ পুরোদমে চলছে রাজশাহী, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বুকিং.....
আপনার আসন নিশ্চিত করতে যোগাযোগ করুন...
01714636323

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের A ইউনিটের OMR স্যাম্পল
16/02/2024

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের A ইউনিটের OMR স্যাম্পল

Address

Mymensingh
২২০০

Alerts

Be the first to know and let us send you an email when ভার্সিটি এক্সপ্রেস :: Varsity Xpress posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category



You may also like