Nabinagar Launch Ghat

Nabinagar Launch Ghat Nabinagar Launch ghat. located at Nabinagar Brahmanbaria

30/01/2025
01/01/2025
27/10/2024

Page Admin

06/10/2024

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং তার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় কেন গণ...

আল্লাহ কারীম।
05/08/2024

আল্লাহ কারীম।

ভৈরব লঞ্চঘাট
31/05/2024

ভৈরব লঞ্চঘাট

20/05/2024
নবীনগরের মিষ্টির সুখ্যাতি ছড়াচ্ছে দেশব্যাপী হাজী মো. কাউছার আহমেদ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:কথাসাহিত্যিক হুমায়ু...
19/04/2024

নবীনগরের মিষ্টির সুখ্যাতি ছড়াচ্ছে দেশব্যাপী

হাজী মো. কাউছার আহমেদ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের "ঘেটু পুত্র কমলা" বাংলা চলচিত্রে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বাতাসার প্রশংসা করতে দেখা গেছে। এক সময় জনশ্রুতি ও পুঁথিতে নবীনগরের বাতাসা ও সন্দেশের জনপ্রিয়তা ও শ্রেষ্ঠত্বের সুনাম থাকলেও এখন হাট-বাজারে তেমন একটা দেখা মেলে না নামকরা এ মিষ্টি জাতীয় মুখরোচক বাতাসা ও সন্দেশের।

বাঙলাদেশে আধুনিক মিষ্টির ইতিহাস ২শ থেকে ৩শ বছরের হলেও মিষ্টি জাতীয় খাদ্য সামগ্রীর ইতিহাস ২ হাজার বছরেরও পুরনো বলে জানা যায়। যা পৌরাণিক কল্পকাহিনী ও ধর্ম গ্রন্থ গুলোতে লিপিবদ্ধ আছে। বৃটিশ ভারতের ভাইসরয় লর্ড ক্যানিং এর স্ত্রী লেডিক্যানির নামেও এদেশে মিষ্টির নামকরণ করা হয়েছে। যা আদতে লালমোহন ভোগ জাতীয় মিষ্টি। হিন্দুদের দেবতা শ্রীকৃষ্ণের প্রিয় খাবার ছিল মিষ্টি জাতীয় খাদ্য বিশেষ করে দই, ক্ষীর, মাখন ও ঘি।

বর্তমানে নবীনগরের মিষ্টির সুনাম ছড়িয়ে পড়েছে দেশব্যাপী। উপজেলার নবীনগর টু কোম্পানিগঞ্জ সড়কের ইব্রাহিমপুর বাঁশবাজার, ভোলাচং, কোনাঘাট, নবীনগর সদর বাজার, নবীনগর টু আড়াইহাজার ফেরিঘাট সড়কের শ্যামগ্রাম ইউপির শ্যামগ্রাম, ছলিমগঞ্জ টু বাঞ্ছারামপুর সড়কের বড়িকান্দি ইউপির ছলিমগঞ্জ, লাউর ফতেহপুর ইউপির বাশারুক, ফতেহপুর, শিবপুর ইউপির শিবপুর বাজারসহ উপজেলার বিভিন্ন হাট-বাজারের মিষ্টি এনে দিয়েছে সুখ্যাতি। এ যেন মিষ্টির নগরী। তবে মিষ্টি তৈরিতে সবচেয়ে বেশি সুনাম কেড়েছেন সলিমগঞ্জ বাজারের রাধাকৃষ্ণের দোকান ও শ্যামগ্রাম বাজারের লেবার দোকানের মিষ্টি।

স্থানিয় উদোক্তাদের খামার ও চাষীদের পালিত গাভীর দুধ বাড়ি ও বাজার থেকে সংগ্রহ করে এ সব দোকানে তৈরিকৃত প্রতি কেজি রসগোল্লা নরমাল ২৪০ টাকা, সাদা চমচম ২৮০, লাল চমচম ২৮০, মাওয়া স্পেশাল চমচম ৩২০, কালো জাম ২৪০, সাদা নরমাল মিষ্টি ২৫০, জাফরান ভোগ ৫০০, বেবি আঙ্গুরি ৩৫০, কাঁচা ছানা বরফি ৫০০, ছানা আমৃত্তি স্পেশাল ৫০০, ছানামুখি ৫০০, ছানা মিষ্টি ৩২০, রাজভোগ স্পেশাল ৪৫০, কাঁচাগোল্লা ৫৫০, স্পেশাল রসমালাই ৩২০ক্ষীরপেরা সন্দেশ ৬০০, সাদা সন্দেশ ২৫০, গজা ২২০, ক্ষীর দধি ১ গ্লাস ৩০, লালমোহন ২৮০, লালমোহন স্পেশাল ঘি ভাঁড় ৪৫০, নিমকি ২২০, জিলাপি (চিনি) ১৪০, মাষের আমৃত্তি ১৮০, সরমলাই ৫০০ টাকা দরে সুস্বাদু মজার বাহারি নামের মিষ্টি বিক্রি করা হয়ে থাকে।



এছাড়াও দই-মাঠা, লাচ্ছি, সন্দেশ, লুচি, গুড়ের জিলাপি, মাষের ডালের জিলাপি, মন্ডা মিষ্টি, বালিশ মিষ্টি, কাঁচাগোল্লা, পানতোয়া, সাবিত্রী, রসমঞ্জুরি, রসকদম, খন্ডাল, মতিচুর, লাড্ডু, মাখন, ঘি, লেডিকেনি, স্পঞ্জ, প্রাণহরা, লালমোহন, কাঁচা মরিচের মিষ্টি, প্যারাসহ নানা মিষ্টি জাতীয় খাবারের সমাহার থাকে উপজেলার মিষ্টি দোকান গুলোতে।

রাধাকৃষ্ণ মিষ্টি দোকানের মালিক জানান, দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ মিষ্টি খেতে আসে। কেউ কেউ ১ থেকে ২০ কেজিও সঙ্গে করে নিয়ে যায় পরিবার ও আত্মীয়-স্বজনদের জন্য।

লেবার মিষ্টির দোকানের মালিক জানান, দৈনিক গড়ে ভালোই মিষ্টি বিক্রি করি। তবে বিভিন্ন অনুষ্ঠানের সময় বেশি মিষ্টি বিক্রি হয়।

নবীনগরের মিষ্টি খেতে চাইলে চলে আসতে পারেন, সেজন্য বর্তমান প্রযুক্তির জামানায় গুগুল ম্যাপের সাহায্য নিয়ে দেশের যে কোন স্থান থেকে আসতে পারেন খুব সহজে।

ব্রাহ্মণবাড়িয়া সদর, বাঞ্ছারামপুর, মুরাদনগর থানার কোম্পানিগঞ্জ বাস স্টেশন থেকে সিএনজি যোগে আসতে পারেন নবীনগরের রসালো মিষ্টির স্বাদ নিতে। স্থান ভেদে আকার ও মিষ্টির ভিন্নতায় দাম হবে প্রতি কেজিতে ২২০ টাকা থেকে ১,০০০ টাকা কেজি মাত্র। সর্বোচ্চ ১২ টি কিংবা ১ টি মিষ্টিই হতে পারে ১ কেজি ওজনের। চাইলে অর্ডার করে নিজের চাহিদা মতো সাইজ করে নিতে পারেন।

[]আমি  বর্তমানে 9 😁নাম্বারে আছি আপনি এর মধ্যে কোন পেশায় রয়েছেন  : ১। সেনাবাহিনী ২। বিমানবাহিনী ৩। নৌবাহিনী৪। বুদ্ধিজীবী৫...
21/03/2023

[]আমি বর্তমানে 9 😁নাম্বারে আছি
আপনি এর মধ্যে কোন পেশায় রয়েছেন :

১। সেনাবাহিনী
২। বিমানবাহিনী
৩। নৌবাহিনী
৪। বুদ্ধিজীবী
৫। বিজিবি
৬। কোস্ট গার্ড
৭। RAB
৮। আনসার
৯। প্রবাসী
১০। শিক্ষক
১১। বীমাকর্মী
১২। বেকার
১৩। কৃষক
১৪। ক্ষুদ্র উদ্যোগতা
১৫। ব্যবসায়ী
১৬। চাকরিজীবী
১৭। ইমাম
১৮। মোয়াজ্জিন
১৯। রাজনীতিবিদ
২০। চেয়ারম্যান
২১। মেম্বার
২২। হকার
২৩। ফকির
২৪। চোর
২৫। ডাকাত
২৬। মাস্তান
২৭। ছাত্র
২৮। ছাত্রী
২৯। পাইলট
৩০। মালী
৩১। কেয়ারটেকার
৩২। মালিক
৩৩। কর্মচারী
৩৪। রাজমিস্ত্রি
৩৫। কাঠমিস্ত্রি
৩৬। নাপিত
৩৭। মুচি
৩৮। ড্রাইভার
৩৯। হেলপার
৪০। বাড়িওয়ালা
৪১। কন্ডাকটর
৪২। ইঞ্জিনিয়ার
৪৩। ডাক্তার
৪৪। সরকারি চাকরিজীবী
৪৫। কোম্পানি চাকরিজীবী
৪৬। ঝাড়ুদার
৪৭। কম্পিউটার অপারেটর
৪৮। মার্কেটিং অফিসার
৪৯। বিক্রয় প্রতিনিধি
৫০। প্রভাষক
৫১। প্রফেসর
৫২। অধ্যক্ষ
৫৩। প্রধান শিক্ষক
৫৪। নাট্যকার
৫৫। সাহিত্যিক
৫৬। পুলিশ
৫৭। নায়ক
৫৮। অভিনেতা
৫৯। ক্রিকেটার
৬০। ফুটবলার
৬১। ম্যানেজার
৬২। মৎস্যজীবী
৬৩। আইনজীবী
৬৪। কুটিরশিল্প
৬৫। ব্যাংকার
৬৬। দালাল
৬৭। কেরানি
৬৮। দলিল লিখক
৬৯। উকিল
৭০। ঘটক
৭১। নার্স
৭২। গ্রাম্য ডাক্তার
৭৩। ঔষুধ বিক্রেতা
৭৪। দোকানদার
৭৫। রং মিস্ত্রি
৭৬। ইলেকট্রিক মিস্ত্রি
৭৭। ডিজাইনার
৭৮। অনলাইন ব্যবসায়ী
৭৯। ফিল্যান্সার
৮০। কবিরাজ
৮১। নায়িকা
৮২। গায়ক
৮৩। গায়িকা
৮৪। স্বাস্থ্য কর্মী
৮৫। নৃত্য শিল্পী
৮৬। আদা বেপারী
৮৭। মাঝি
৮৮। সর্দার
৮৯। রিক্সা চালক
৯০। লজিং মাস্টার
৯১। কোচিং ব্যবসায়ী
৯২। লেখক
৯৩। সাংবাদিক
৯৪। হোটেল বয়
৯৫। বিমানবালা
৯৬। বুয়া
৯৭। দপ্তরি
৯৮। চৌকিদার
৯৯। দফাদার
১০০। বাবুর্চি
১০১। গৃহিণী
১০২। মেথর
১০৩। রাখাল
১০৪। মেশ পালক
১০৫। চিন্তাইকারী
১০৬। পকেটমার
১০৭। মাওলানা
১০৮। মৌলভী
১০৯। মুফতি
১১০। স্বর্ণকার
১১১। জেলে
১১২। কামার
১১৩। কুমার
১১৪। তাতী
১১৫। দর্জি
১১৬। কারিগর
১১৭। ফার্মাসিস্ট
১১৮। ঠাকুর
১১৯। দারোয়ান
১২০। আদম ব্যবসায়ী
১২১। কারি
১২২। হাফেজ
১২৩। টাইলস মিস্ত্রি
১২৪। মেরিনার
১২৫। প্যাথেলোজিস্ট
১২৬। পেশকার
১২৭। উকিল ......

সুখবর সুখবর সুখবর লঞ্চ  যাত্রী ভাই বোনদের জন্য সুখবর শীঘ্রই চালু হচ্ছে নবীনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া গোকর্ণ ঘাট সরাসরি লঞ্চ...
26/06/2022

সুখবর সুখবর সুখবর
লঞ্চ যাত্রী ভাই বোনদের জন্য সুখবর
শীঘ্রই চালু হচ্ছে নবীনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া গোকর্ণ ঘাট সরাসরি লঞ্চ সার্ভিস, সকল যাত্রী ভাই-বোনদেরকে নির্ধারিত সময় সুচি জানিয়ে দেওয়া হবে,আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য।
যোগাযোগ ফোন নম্বর. ০১৭১৫৯১৯১৭০.০১৭২৭০৪০০০৩.০১৭১১১৬২৪২৩

12/04/2022

Address

Nabinagar B-Baria
Nabinagar
3410

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nabinagar Launch Ghat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category