MHR_Vlogs

MHR_Vlogs ভ্রমণ পাগল

01/12/2021
30/11/2021

📢বাইক ট্যুর এর৷ খুটিনাটি

📌যাওয়ার আগে যা যা করবেনঃ
*বাইকের কোনো ছোটখাটো সমস্যা থাকলেও তা ঠিক করিয়ে নিবেন। হয়তো ভাবতে পারেন সমস্যা হলে রাস্তায় কোনো গ্যারেজে দাঁড়িয়ে ঠিক করিয়ে নিবো। কিন্তু আমার মনে হয় এই চিন্তাটা বোকামি হবে।
*মোবিল চেঞ্জ এর সময় হয়ে থাকলে মোবিল চেঞ্জ করে নিন।
*ক্লাসপ্লেট, চেনেই টেনশন ব্রেক দেখে নিবেন।
*হেডলাইট / হর্ন/ সিগনাল লাইট/ ব্রেক লাইট চেক করে নিবেন।
*টাকা নিয়ে সমস্যা না হলে অবশ্যই ট্যাংক ফুল করে নিবেন।
*হ্যান্ড গ্লভস, গার্ড থাকলে অবশ্যাই নিবেন।
*ফুল ফেস হেলমেট নিবেন।
*উইন্ড শিল্ড থাকলে পরে নিবেন।
*রেইনকোর্ট থাকলে নিবেন।
*হাইড্রলিক লক নিবেন।

📌যাওয়ার সময় যা যা করবেনঃ
*ব্যাগপ্যাক থাকলে আপনার পিঠে অথবা বুকের সামনে নিবেন। বুকের সামনে নিলে বাতাসটা কম লাগবে বুকে।
*আর যদি কাপড়ের অন্য কোনো ব্যাগ বা লাগেজ থাকে তবে পেছনের ছিটের উপর বেধে নিবেন রাবার স্ট্রিপ দিয়ে। সাইডে কোনো ব্যাগ ঝুলাবেন না।

সতর্কতামূলক পোস্টঃ📌👹বান্দরবান - কাপ্তাই সড়ক👹*******যারা এই শীতের সিজনে বাইক নিয়ে ঘুরতে যাবেন দয়া করে রাতের বেলা "কেরানীহ...
30/11/2021

সতর্কতামূলক পোস্টঃ

📌👹বান্দরবান - কাপ্তাই সড়ক👹

*******
যারা এই শীতের সিজনে বাইক নিয়ে ঘুরতে যাবেন দয়া করে রাতের বেলা "কেরানীহাট - বান্দরবান - কাপ্তাই - রাঙামাটি - খাগড়াছড়ি" এই রুট টি ভূলেও রাইড করবেন না। ভয় তো নরমালি লাগবেই তারপরও খুবই রিস্কি। আমি রাত ১০ঃ০২ মিনিটে বান্দরবানের তাজিংডং রেস্টুরেন্ট থেকে রাতের খাবার শেষ করে কাপ্তাইয়ের জন্য রওনা দেই। খানিকটা দূর যাওয়ার পর কেমন যেন একটা খারাপ লাগছিলো। গা ছম ছম করছিলো। পাহাড়ি রাস্তা, রাতে প্রচন্ড কুয়াশা, কোনো আলো ই নাই।
পুলিশের চেকপোস্ট আছে কিন্তু কোনো পুলিশ নেই। ১১ কিলোমিটার যাওয়ার পর হঠাৎ বাইকের লাইট হাই দিয়ে দেখি রাস্তা বাশ দিয়ে আটকানো। কেমন যেন হয়ে উঠলো পুরা শরীরের ভিতর বলে বোঝাতে পারবো না। তারপরও সাহস নিয়ে লাইট হাই রেখে বাশের কাছ পর্যন্ত গেলাম। তারপর দেখি সেনাবাহিনীর এই ভাই টর্চ জালাচ্ছে। আমাকে ভিতরে ডাকলো একটা ছাউনির নিচে। বাইক রেখে বাশের নিচে দিয়েই গেলাম, যেয়ে সবকিছু বললাম, তারপর ওনারা বললো, আপনি যদি যেতে চান আমরা আপনাকে ছেড়ে দিবো, কিন্তু আপনি কাপ্তাই লেক পর্যন্ত এই পুরো রাস্তায় আর একটাও কোনো চেকপোস্ট পাবেন না, আর এই শীতের সিজনে এই রুট টা তে অনেক বিপদ হয় ( বিপদ বলতে ওনারা শান্তি বাহিনীর নাম বললো+ আরো অনেক কিছুই আছে নাকি পাহাড়ি সংগঠন বা এক কথায় ডাকাত যারা, সুযোগ পেলে ডাকাতি করে এমনকি আটকে মুক্তিপণ দাবি করে), এখন আপনি যদি যেতে চান তবে যেতে পারেন। আমি তাদের অসংখ্য ধন্যবাদ দিলাম আর বাইক নিয়ে বান্দরবান ফিরে আসলাম।

আমরা যখন গুগলে বা ইউটিউবে কোনো দরকারী বিষয়ে সার্চ করি আমরা সঠিক ইনফো গুলো পাই না। আমি অনেক গুলো ব্লগ পড়েছি কোথাও দেখি নাই যে কেউ বলেছে রাতের বেলা এই রোড টা দিয়ে না যাওয়ার জন্য।

দয়া করে বাইকার ভাই যারা ট্যুর প্লান করতেছেন, এই রুট টা রাতের বেলা রাইড না করাই ভালো হবে।

সবাই ভালো থাকবেন।
ধন্যবাদ।

#ভয়ংকর_বান্দরবান_কাপ্তাই_বাইক_রাইড

30/11/2021

Address

Narail
7500

Website

Alerts

Be the first to know and let us send you an email when MHR_Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MHR_Vlogs:

Videos

Share


Other Tourist Information Centers in Narail

Show All