VISA BANK

VISA BANK Help

16/01/2025

টিকা টিকা টিকা
ফেব্রুয়ারীর ১ তারিখ থেকে সৌদি আরব যেতে হলে লাগতে পারে ভ্যাকসিন। নিচের ঠিকানায় পেতে পারেন ভ্যাকসিন গুলো।

যে সব জয়াগা থেকে ভ্যাকসিন পাওয়া যাচ্ছে

মেনিনজাইটিস (Quadrivalent Neisseria meningitis) এর দুই ধরণের টিকা পাওয়া যায়।

1. ⁠Polysaccharide: মেয়াদ ৩ বছর, Ingovax (ইনসেপ্টা) এর দাম ১০০০ টাকা।
2. ⁠Conjugate: মেয়াদ ৫ বছর / লাইফটাইম, দাম ৪০০০-৪৫০০ টাকা

যেখানে পাওয়া যাচ্ছে :
1. ⁠ইবনে সিনা হসপিটাল (শুধু ধানমন্ডি). ১০০০ টাকা / ৪৫০০ টাকা, দুই মানের আছে। যেকোন দিন সকাল ৭টা থেকে রাত ১০ টা,
2. ⁠ICDDR,B, মহাখালী (৪৮০০ টাকা + ১০০ টাকা রেজিস্ট্রেশন)
3.⁠ স্কয়ার হসপিটাল (৪৫০০ টাকা )
4.⁠ ⁠Bangladesh Specialized Hospital, মিরপুর, (৪৬০০/৪৮০০)
5.⁠ ⁠Praava Health, বনানী (১০০০ টাকা + ৩০০ টাকা সার্ভিস চার্জ )
এর বেশি টাকা দিয়ে প্রতারিত হবেন না।

13/01/2025
08/01/2025

রাশিয়ার কিরগিস্থান এর গার্মেন্টস(অপারেটর)কাজের ভিসায় যারা যেতে ইচ্ছুক তারা যোগাযোগ করে,দেলপাড়া ফ্যানফ্যাক্টরির মোর,জালকুরি,নারায়ণগঞ্জ,মোবা:01332602627

আলহামদুলিল্লাহ, রেজাউল ভাইয়ের ভিসা কপি,পাসপোর্ট,ম্যানপাওয়ার,টিকেট বুঝিয়ে দিলাম,১২জানুয়ারি ২৫,তারিখে ফ্লাইট ইনশাআল্লাহ, ভ...
01/01/2025

আলহামদুলিল্লাহ, রেজাউল ভাইয়ের ভিসা কপি,পাসপোর্ট,ম্যানপাওয়ার,টিকেট বুঝিয়ে দিলাম,১২জানুয়ারি ২৫,তারিখে ফ্লাইট ইনশাআল্লাহ, ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ রেজাউল ভাইয়ের জীবনে সফলতা দান করুক।

ক্রোয়েশিয়ার 🇭🇷 নতুন এপ্লিকেশন নিয়ে কিছু কথাঃ********************************************যারা ২০২৫ সালে ক্রোয়েশিয়া এপ্লাই...
28/12/2024

ক্রোয়েশিয়ার 🇭🇷 নতুন এপ্লিকেশন নিয়ে কিছু কথাঃ
********************************************
যারা ২০২৫ সালে ক্রোয়েশিয়া এপ্লাই করতে চাচ্ছেন, তারা ভেবে নিয়েন না যে এখন এপ্লিকেশন করলেই এখনি পারমিট আসবে বা ভিএফএস এ ফাইল জমা দিতে পারবেন। এই লম্বা সফরের কিছু প্রসেস আছে।

১. প্রথমে একটি পুলিশ ক্লিয়ারেন্স করতে হবে - সময় লাগে ১-২ সপ্তাহ।
২. পুলিশ ক্লিয়ারেন্স অফিসে জমা দিবেন, দিল্লিতে DHL এর মাধ্যমে যাবে-আসবে এগুলোর হিসাব বাদ দিলাম।
৩. দিল্লিতে অবস্থিত বাংলাদেশ এম্বাসি+ ক্রোয়েশিয়া এম্বাসি থেকে এটাস্টেশন করতে হবে - সময় মিনিমাম ১৫ -২০ দিন।
৪. কোম্পানির ভেকেন্সি অনুযায়ী আপনার ফাইল রেডি করে পাঠানো হবে ক্রোয়েশিয়া।
৫. তাদের আনুষাঙ্গিক কার্যক্রম শেষ করে HZZ অনলাইনের জন্য অন্তত ১ মাস। ফাইল বেশি হলে ২-৩ মাসও লাগতে পারে।
৬. অনলাইনের পর পারমিট ইস্যু হতে ২-৬ মাস। কমবেশি হতে পারে।
৭. পারমিটের পর এম্বাসিতে জমা ও ডেলিভারি সহ ২-৩ মাস।
৮. ভিসা হলে আলহামদুলিল্লাহ। ফ্লাইটের জন্য ম্যানপাওয়ার ট্রেনিং সহ ফ্লাইট পর্যন্ত ১ মাস।
৯. ভিসা না হলে এই পর্যন্ত সময়, পরিশ্রম লস।
১০. খরচকৃত টাকাও লস।

যে সময়ের উল্লেখ করেছি তা সম্পুর্ন কার্যক্রমের ধারনার সময়। আপনাকে ১ বছর সময় নিয়ে কাজ জমা দিতে হবে। এর আগে কাজ সম্পন্ন হয়ে গেলে আলহামদুলিল্লাহ। সুতরাং যারাই নতুন করে ফাইল জমা দিবেন ২০২৫ সাল সময় হাতে নিয়েই দিবেন।

এবার আসুন একই এজেন্সির কিছু মানুষ ৬-৭ মাসে ফ্লাইট হয় আবার অনেকের ১ বছরেও হয়না কেন?

১. কিছু কোম্পানির পারমিট সৌভাগ্যক্রমে দ্রুত চলে আসলে তাদের প্রসেস দ্রুত সম্ভব হয়। এখানে ক্রোয়েশিয়ার কোন কোম্পানি বা বাংলাদেশের এজেন্সির বিন্দুমাত্র হাত নেই।

২. ঠিক একইভাবে দুর্ভাগ্যক্রমে পারমিট দেরিতে ইস্যু হলে সময় চলে যায়। তখন ১ বছরেও কাজ সম্পন্ন হয়না। তবে শহর ভেদেও পারমিট ইস্যুর সময় কম-বেশি দেখতেছি।

ইউরোপের যে দেশেই এপ্লাই করবেন, ১ বছর সময় ধরে করবেন। এজেন্সি বলবে সেই অপেক্ষায় থাকবেন না। ওয়ার্ক পারমিট ইস্যু নাও হতে পারে বা ভিসা নাও হতে পারে এমন মনমানসিকতাও রাখবেন। নেগেটিভ ও লসের হিসাব আগেই করে রাখবেন। তাহলে কাজ না হলে অন্তত কষ্ট পাবেন না।

সুতরাং হুজুগে না চলে ১০ বার ভেবেচিন্তে ফাইল জমা দিবেন। এটা একটা প্রসেস। কাজ হলে যেমন খুশি, না হলে তেমনি লস আছে।

SOHEL KHAN
VISA BANK

14/12/2024

2025 সালের জন্য সার্বিয়ার ১৫০টি ফাইল নিব,০১৩৩২৬০২৬২৭

বাংলাদেশ থেকে...বুলগেরিয়ারোমানিয়া ক্রোয়েশিয়া হাঙ্গেরি কসভো-সার্বিয়া,বসনিয়া, 01332602627
14/12/2024

বাংলাদেশ থেকে...
বুলগেরিয়া
রোমানিয়া
ক্রোয়েশিয়া
হাঙ্গেরি
কসভো-
সার্বিয়া,
বসনিয়া,
01332602627

14/12/2024

সময় হাতে নিয়ে ইউরোপের প্রস্তুতি নিন,তাহলে মানুষিক ভাবে ভাল থাকবেন।

🇷🇺রাশিয়া ওয়ার্ক পারমিট ভিসা৬০ দিনে ভিসা♻️কোম্পানির নাম:VELESSTROY LLC CONSTRUCTION✡️কাজের সেক্টর:-✅১৷ কন্সট্রাকশন ( সকল...
10/12/2024

🇷🇺রাশিয়া ওয়ার্ক পারমিট ভিসা
৬০ দিনে ভিসা
♻️কোম্পানির নাম:VELESSTROY LLC CONSTRUCTION
✡️কাজের সেক্টর:-
✅১৷ কন্সট্রাকশন ( সকল ট্রেড)।
👉বেতন: ৭০০ - ১০০০ ডলার।
✅২৷ জেনারেল ওয়ার্কার।
👉বেতন: ৬০০ - ৮০০ ডলার।
✅৩৷ বাঙ্গালী বাবুর্চী।
👉বেতন : ৭০০ - ৯০০ ডলার।
✅৪৷ ড্রাইভার ( হালকা ও ভারী )
👉বেতন: ৭০০ - ১০০০ ডলার ✡️সুবিধাসমুহ:
👉*ডিউটি: ১০ ঘন্টা + ওটি।
👉*বাসস্থান + খাবার - কোম্পানির ।
👉*বয়স ২০ - ৪০ বছর ।
☸️বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন 01332602627

আলহামদুলিল্লাহ, রফিকুল ভাইয়ের ভিসা হয়েছে,আল্লাহ তায়ালা তার সহায়ক হোন
02/12/2024

আলহামদুলিল্লাহ, রফিকুল ভাইয়ের ভিসা হয়েছে,আল্লাহ তায়ালা তার সহায়ক হোন

আলহামদুলিল্লাহ! শুরু হয়ে গেল ক্রোয়েশিয়া ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট বাংলাদেশে!দিল্লি নয়, এখন ঢাকাতেই শেনজেন ভিসার আবেদন ক...
02/12/2024

আলহামদুলিল্লাহ! শুরু হয়ে গেল ক্রোয়েশিয়া ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট বাংলাদেশে!

দিল্লি নয়, এখন ঢাকাতেই শেনজেন ভিসার আবেদন করতে পারবেন। 🇪🇺

ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে শেনজেন ভিসা আবেদন কেন্দ্র। এখন থেকে ক্রোয়েশিয়া, অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি, এবং সুইডেনের ভিসা আবেদন করা যাবে সরাসরি ঢাকায়।

✅ আপনার ইউরোপ ভ্রমণের স্বপ্ন এখন আরেক ধাপ সহজ!
• দিল্লি যাওয়ার ঝামেলা শেষ।
• ঢাকায় বসেই দ্রুত এবং সঠিক প্রক্রিয়ায় ভিসা আবেদন করুন।

আল্লাহর দরবারে লাখো শুকরিয়া জানাই আমাদের এই প্রাপ্তির জন্য।
সবাই দোয়া করুন যেন এই প্রক্রিয়া সহজ এবং সুন্দর থাকে।

02/11/2024

শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশে ইউরোপীয় সকল দেশের কমপক্ষে কনসুলেট সার্ভিস চালুর দাবিতে আমরা সবাই সম্মিলিতভাবে একযোগে-একসাথে আগামী ১৫ ই নভেম্বর সকাল ১০টায় বাংলাদেশ "জাতীয় প্রেসক্লাব" অভিমুখে সকলেই সম্মিলিতভাবে অংশগ্রহণ করব।
পরবর্তী পর্যায়ে, গোলটেবিল বৈঠক, সেমিনার-সিম্পোজিয়াম, স্মারকলিপি পেশ করা সহ নানান কর্মসূচি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। আমাদের যৌক্তিক দাবি আদায় হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। আগামী দিনের ইউরোপ প্রত্যাশী সকলেই সম্মিলিতভাবে গণদাবি আদায়ের লক্ষ্যে অংশগ্রহণ করবেন।
আপনাদের সবার সাথে দেখা হবে আগামী ১৫ নভেম্বর সকাল-১০ টায়,ইনশাআল্লাহ।

আলহামদুলিল্লাহ, এই আপুর সৌদি আরবের ভিজিট  ভিসা হয়েছে।
25/10/2024

আলহামদুলিল্লাহ, এই আপুর সৌদি আরবের ভিজিট ভিসা হয়েছে।

Address

Narayanganj
1421

Telephone

+8801628172848

Website

Alerts

Be the first to know and let us send you an email when VISA BANK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share