16/01/2025
টিকা টিকা টিকা
ফেব্রুয়ারীর ১ তারিখ থেকে সৌদি আরব যেতে হলে লাগতে পারে ভ্যাকসিন। নিচের ঠিকানায় পেতে পারেন ভ্যাকসিন গুলো।
যে সব জয়াগা থেকে ভ্যাকসিন পাওয়া যাচ্ছে
মেনিনজাইটিস (Quadrivalent Neisseria meningitis) এর দুই ধরণের টিকা পাওয়া যায়।
1. Polysaccharide: মেয়াদ ৩ বছর, Ingovax (ইনসেপ্টা) এর দাম ১০০০ টাকা।
2. Conjugate: মেয়াদ ৫ বছর / লাইফটাইম, দাম ৪০০০-৪৫০০ টাকা
যেখানে পাওয়া যাচ্ছে :
1. ইবনে সিনা হসপিটাল (শুধু ধানমন্ডি). ১০০০ টাকা / ৪৫০০ টাকা, দুই মানের আছে। যেকোন দিন সকাল ৭টা থেকে রাত ১০ টা,
2. ICDDR,B, মহাখালী (৪৮০০ টাকা + ১০০ টাকা রেজিস্ট্রেশন)
3. স্কয়ার হসপিটাল (৪৫০০ টাকা )
4. Bangladesh Specialized Hospital, মিরপুর, (৪৬০০/৪৮০০)
5. Praava Health, বনানী (১০০০ টাকা + ৩০০ টাকা সার্ভিস চার্জ )
এর বেশি টাকা দিয়ে প্রতারিত হবেন না।