Rayhan jakaria

Rayhan jakaria Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rayhan jakaria, Tourist Information Center, Narayanganj.

কি দেখছেন? মরুভূমিতে জাহাজ পড়ে আছে?ছবিটি কাজাকিস্তানের। এক সময় এখানে বিশাল সাগর (হ্রদ) ছিলো, নাম অ্যারাল সাগর (বিশালতার ...
15/05/2023

কি দেখছেন? মরুভূমিতে জাহাজ পড়ে আছে?

ছবিটি কাজাকিস্তানের। এক সময় এখানে বিশাল সাগর (হ্রদ) ছিলো, নাম অ্যারাল সাগর (বিশালতার কারণে সাগর বলা হতো)। যার আয়তন ছিলো ৬০ হাজার বর্গ কিলোমিটার। আর এখন সেটা বিস্তৃত মরুভূমি।

আমরা যারা নিজের অবস্থান নিয়ে প্রচন্ড আত্মবিশ্বাসী এবং সেটাকে অহংকারের পর্যায়ে নিয়ে যাই তাদের জন্য এই ছবিটি প্রতীকী।

সময় যখন বদলায় সাগরও শুকিয়ে বিলীন হয়। সমাজ ব্যবস্থার সাথে এমন কিছু প্রাণি আছে যারা দেখতে স্মার্ট, সুন্দর ও ভদ্র কিন্তু অন্যের ক্ষতি করার চেষ্টায় মেতে উঠে। কখনো কখনো দল বেঁধে নামে। ধরেই নেয় তাদের বিনাশ নেই, ভেবেই নেয় কে পারবে তার বা তাদের সাথে। সব দখল করে, সব। সমাজের উচ্চে বসে হুংকার দেয় প্রচন্ড দাম্ভিকতায়। উদ্দাম নাচে, গলা ছেড়ে গায় প্রচন্ড নিশ্চিন্ত অহংকারের শক্তিতে বলীয়ান হয়ে।

তাদেরও মনে রাখা প্রয়োজন যে, তাদেরও সময় ফুরিয়ে আসবে এক সময়। আসতে হয়, আসতেই হয় …

পাওয়া লেখা 🌿

আলহামদুলিল্লাহ বাইকারদের জয়।আগামী ২০ এপ্রিল সকাল ৬টা থেকে পদ্মা সেতুর বাম পাশের সার্ভিস লেন‌ দিয়ে চলবে মোটরসাইকেল।সর্ব...
19/04/2023

আলহামদুলিল্লাহ বাইকারদের জয়।
আগামী ২০ এপ্রিল সকাল ৬টা থেকে পদ্মা সেতুর বাম পাশের সার্ভিস লেন‌ দিয়ে চলবে মোটরসাইকেল।
সর্বোচ্চ গতিসীমা ৬০,
নিজেদের দুর্ভাগ্য আবার নিজেরাই যেন বয়ে না আনি।

কিশোরগঞ্জ
09/04/2023

কিশোরগঞ্জ

01/04/2023

#ব্যাপক_বিনোদন 🤣🤣🤣🤣

২য় রোজার দোয়া অর্থসহ যা পড়তেন মহানবী (সা.)
24/03/2023

২য় রোজার দোয়া অর্থসহ
যা পড়তেন মহানবী (সা.)

একটা বাজপাখি সাউথ-আফ্রিকা থেকে ফিনল্যান্ডে উড়ে যাওয়ার সময় তার শরীরে কিছু ইকুইপমেন্ট বসানো হয়, আর এই ছবিতে দেখা যাচ্ছে স্...
16/03/2023

একটা বাজপাখি সাউথ-আফ্রিকা থেকে ফিনল্যান্ডে উড়ে যাওয়ার সময় তার শরীরে কিছু ইকুইপমেন্ট বসানো হয়, আর এই ছবিতে দেখা যাচ্ছে স্যাটেলাইট থেকে তার যাত্রাপথ।

পাখিটি ৪২ দিনে এই ১০,০০০কিলোমিটার পথ উড়ে পারি দিয়েছে, গড়ে প্রতিদিন ২৩০ কিমি উড়েছে প্রায় সমান্তরালভাবে।

স্যাটেলাইটে তার রুটে ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে, বড় জলাশয় বা সমুদ্র সামনে আসলে সে সেখান থেকে পথ পরিবর্তন করেছে যেন বিশ্রাম নিতে চাইলে স্থলভুমি পায়।

আবার, মিশর-সুদানের মরুভূমিকেও পাশ কাটিয়ে গিয়েছে যেন তৃষ্ণা পেলে পানির অভাবে না পরতে হয়।

কঠিন কঠিন এসব ম্যাপিং, রাউটিং, আল্টিটিঊড নলেজ সায়েন্টিস্টরা যুগের পর যুগ ধরে যেখানে ডেভেলপ করে, পাইলটদের এসব শিখতে যেখানে বছরের পর বছর লেগে যায়,
এই ছোট্ট পাখিকে তাহলে কে শেখালো এতকিছু?

আরও মজার কথা হল, হাই আল্টিটিঊডে উড়ার সময় এদের ১% এনার্জিও খরচ হয়না, শুধু ভেসে ভেসে, অনেক সময় ঘুমিয়ে ঘুমিয়েও এরা শত শত মাইল পাড়ি দিতে পারে। এই নিখুঁত টেকনোলজি কিভাবেই বা এদের শরীরে এলো?
সুবহানাল্লাহ, মহান রবের কুদরত অপরিসীম।

তথ্য ইন্ডিয়া টাইমস।
সংগৃহীত

15/03/2023

মন না চাইলেও একবার শুনে দেখুন💞

12/03/2023

আমারে আসিবার কথা কইয়া.....

11/03/2023

আলহামদুলিল্লাহ ইসলামই একমাত্র সত্য ধর্ম

মুক্তাগাছা ময়মনসিংহ
06/03/2023

মুক্তাগাছা ময়মনসিংহ

04/03/2023
10 April 2017Singapore airport.
03/03/2023

10 April 2017
Singapore airport.

18 March 2018inchin International Airport in South Korea Rayhan jakaria
02/03/2023

18 March 2018
inchin International Airport in South Korea
Rayhan jakaria

Delicious breakfast 🍽️🥂
28/02/2023

Delicious breakfast 🍽️🥂

সুবাহানআল্লাহ্,,,,,,,!!!আমাদের দেহে যে DNA আছে তার মোট দৈর্ঘ্য ২০০০০০০০০০০ কি.মি.। পৃথিবী থেকে সূর্য পর্যন্ত ৫০ বারেরও ব...
27/02/2023

সুবাহানআল্লাহ্,,,,,,,!!!

আমাদের দেহে যে DNA আছে তার মোট দৈর্ঘ্য ২০০০০০০০০০০ কি.মি.। পৃথিবী থেকে সূর্য পর্যন্ত ৫০ বারেরও বেশি আসা যাওয়া করলে যে দূরত্ব অতিক্রান্ত হবে, তার সমান। আর DNA তে যে ইনফরমেশন আছে তা যদি লিপিবদ্ধ করা হয়, তবে তা হবে ৯০০ খণ্ডের বিশালাকার এনসাইক্লোপিডিয়ার সমান। যেখানে প্রতিটি খণ্ডের পৃষ্টা সংখ্যা হবে ৫০০। আমাদের দেহে মোট কোষের সংখ্যা হলো ৩৭.২ ট্রিলিয়ন। সেন্সরি রিসেপ্টর আছে ১১০ মিলিয়ন। লৌহিত রক্ত কণিকা (RBC) আছে ৩০ ট্রিলিয়ন। শুধুমাত্র মস্তিষ্কেই নিউরন সংখ্যা ১০০ বিলিয়ন। দেহে মোট ব্লাড ভেসেল আছে ৪২ বিলিয়ন, যা ৯৭০০০ কি.মি. লম্বা।

একটু চিন্তা করুন তো! এক হাত লম্বা একটা হেডফোন অতি যত্ন করে রেখে দিলেও জট পাকিয়ে যায়। কিন্তু আপনার দেহের ৯৭০০০ কি.মি. ব্লাড ভেসেল কখনোই জট পাকিয়ে যায় নি।

"এভাবে আমি আমার নিদর্শনগুলোকে বিশদভাবে বর্ণনা করি ঐ সম্প্রদায়ের জন্যে, যারা চিন্তাভাবনা করে"
(সূরা ইউনুস, আয়াতঃ ২৪)সংগৃহিত...

24/02/2023

😇😇😇

😇😇😇😇
22/02/2023

😇😇😇😇

গরু আমাদের দুধ দেয় না, আমরা কেড়ে নি। গাধাও বোঝা বয় না, ধোপারা এককালে বওয়াতো জোর করে। হিসেব মত সিংহীও দুধ দেয়, সিংহও ...
21/02/2023

গরু আমাদের দুধ দেয় না, আমরা কেড়ে নি। গাধাও বোঝা বয় না, ধোপারা এককালে বওয়াতো জোর করে। হিসেব মত সিংহীও দুধ দেয়, সিংহও ওজন বইতে সক্ষম। কিন্তু সিংহকে দিয়ে ওসব করানো মানুষের অকাতের বাইরে।

ওই জন্য একটু বোকা আর ভালো মানুষদের গরু কিংবা গাধার সাথে তুলনা করা হয়। এই দুটো প্রাণীর নামে কোনো মানুষকে ডাকা মানে সেটা অপমান করা। কিন্তু কাউকে সিংহ বললে সে উল্টে গর্ববোধ করবে। সেই সিংহ, যে আজ অবধি মানুষের উপকার করল না, যার সামনে মানুষ গেলে মুহূর্তের মধ্যে পরপারে চলে যাবে, সেই সিংহ হচ্ছে মানুষের চোখে রাজা। উপকারী গাধা হচ্ছে হাসির বস্তু।

*অতিরিক্ত ভালো হওয়ার সমস্যাই এটা। অতিরিক্ত ভালো মানুষরা কারোর কাছে গুরুত্ব পায় না। তুমি নিঃস্বার্থভাবে ত্যাগ করতে থাকো, ভালো মনে কারোর ক্রমাগত উপকার করতে থাকো, আঘাতের পর আঘাত সহ্য করেও হাসিমুখে কাউকে ভালোবাসতে থাকো, তুমি তার চোখে 'গাধা' ছাড়া আর কিছুই হবে না। যদি মনে করো সে একদিন এগুলোর মূল্য বুঝবে, তাহলে তুমি সত্যিই গাধা। কারুর কাছে নিজের দাম পেতে গেলে একবার অন্তত সিংহের মত হতেই হয়।*

20/02/2023

িনকে_ভয়_করুন_যেদিন_আল্লাহর_সাহায্য_ছাড়া_আর_কারো_সাহায্য_কাজে_আসবে_না।।।

19/02/2023

I've received 200 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
18/02/2023

I've received 200 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

yes, I am a biker 🤘🏍️
18/02/2023

yes, I am a biker 🤘🏍️

জীবন বড়ই বৈচিত্র্যময়...!কারো পথচলা শেষ, আবার কারো পথচলা শুরুলোকেশন : প্রান্থপথ, ঢাকা,সংগ্রহীত
12/02/2023

জীবন বড়ই বৈচিত্র্যময়...!
কারো পথচলা শেষ,
আবার কারো পথচলা শুরু

লোকেশন : প্রান্থপথ, ঢাকা

,সংগ্রহীত

05/02/2023

জীবন যখন সংক্ষিপ্ত হয়ে যায় তখন ৯ মিনিটের ভিডিও ৫৫ সেকেন্ডে চলে আসে।
তাহলে কি হেরে যাচ্ছি!

া_হোক_নিরাপদ।

Address

Narayanganj
1462

Alerts

Be the first to know and let us send you an email when Rayhan jakaria posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rayhan jakaria:

Videos

Share


Other Tourist Information Centers in Narayanganj

Show All