#ইন্ডিয়া_ভিসা
বাংলাদেশের মানুষের কাছে বিদেশ ভ্রমণ বলতে ভারত সবচেয়ে বেশি প্রিয় যা ভিসা প্রার্থীদের দীর্ঘ লাইন দেখেই বুঝা যায়।
#ভারতের #ভিসার জন্য যা যা প্রয়োজন হবে-
১. পাসপোর্ট (৬ মাস মেয়াদ থাকতে হবে এবং সব পুরনো পাসপোর্ট সাথে দিতে হবে)
২. আবেদন পত্র
৩. জাতীয় পরিচয় পত্র অথবা জম্ম নিবন্ধন
৪.বিদ্যুৎ অথবা গ্যাস বিল কপি
৫.ব্যাংক ষ্ট্যাটম্যান্ট অথবা ডলার এন্ড্রুসমেন্ট
৬.চাকুরীজীবি হলে NOC যদি ব্যবসায়ী হন ট্রেড লাইসেন্স
৭. ভিজিটিং কার্ড
৮.পাসপোর্ট কপি (২ ও ৩নং পাতা)
৯. ফটো ২ ইঞ্চি/২ ইঞ্চি (সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে)
এছাড়াও যারা আগে ভারতে ভ্রমণে গেছেন তাদের শেষ যে ভিসা তার কপি সাথে দিতে পারেন, আবেদন ফরমেও পুর্বের শেষ যে ভিসায় ভ্রমণ করেছেন ভিসা নং উল্লেখ অপশনে তা তারিখ সহ পুরণ করতে হবে।
যমুনা ফিউচার পার্কের বাহিরে রাস্তায় খুব ভোরেই এখন দীর্ঘ লাইন হয় তাই যদি আবেদন পত্
#এক_ভিসায়_২৬_দেশ
একটি ভিসা দিয়ে ঘুরে আসতে পারবেন ২৬ টি দেশে ।
সেনজেন চুক্তির আওতায় ইউরোপের ২৬ টি দেশে আলাদা ভিসা ছাড়াও প্রবেশ করা ও বের হওয়া যাবে।
এই দেশগুলো হচ্ছে সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, স্পেন, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, সুইডেন, ডেনমার্ক, অস্ট্রিয়া, বেলজিয়াম, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, গ্রীস, হাঙ্গেরি, আইসল্যান্ড, ইতালি, লাতভিয়া, লিত্ভা, লাক্সেমবার্গ, মাল্টা, নরওয়ে ও লিচেনস্টাইন
যেসব কাগজপত্র জমা দিতে হয়:
=======================
সঠিকভাবে পূরণকৃত ভিসা এপ্লিকেশন ফর্ম ও ভিসা ফি।
কোম্পানির লেটারহেড প্যাডে একটা আবেদন পত্র। এখানে নিজের সম্পর্কে, কোম্পানির সম্পর্কে, ভ্রমনের উদ্দেশ্য, ভ্রমণের তালিকা ইত্যাদি সম্পর্কে বিবরণী দিতে হয়।
ইনভাইটেশন লেটার ও ইনভাইটেশন সংক্রান্ত প্রমানাদির ডকুমেন্ট।
সঠিক মাপের ১ ক