Indian Visa Processing - ইন্ডিয়ান ভিসা প্রসেসিং

Indian Visa Processing - ইন্ডিয়ান ভিসা প্রসেসিং Online Indian Visa Processing Here 🇮🇳

(Tourist Visa/Single/Double/Multiple Entry/

Medical Visa)

যেনে রাখুন ,ইন্ডিয়ান ভিসা রিজেক্ট এর সম্ভাব্য কারণ সমূহ --------১)"লস্ট পাসপোর্ট" , সবথেকে বেশি সমস্যা।  ২)NID/ পাসপোর্...
31/05/2024

যেনে রাখুন ,ইন্ডিয়ান ভিসা রিজেক্ট এর সম্ভাব্য কারণ সমূহ --------

১)"লস্ট পাসপোর্ট" , সবথেকে বেশি সমস্যা।
২)NID/ পাসপোর্ট নাম আলাদা বা বানান ভুল।
৩)সিঙ্গেল নামের পাসপোর্ট ।
৪)অন্য দেশ থেকে ডিপর্ট স্ট্যাম্প ।
৫)পূর্বে ভারতে গিয়ে "ওভার স্টে" করা।
৬)এমন কোনো তথ্য যেটা ধারণার উপর দেওয়া ।
৭)এছাড়াও কোন ডিপার্টমেন্ট জব , সেই ডিপার্টমেন্ট ছাড়পত্র দিচ্ছে কিনা।
৮)পুলিশ / আর্মি / জার্নালিস্ট প্রফেশন।
৯) এজেন্ট ব্যাংক স্টেটমেন্ট।
১০ ) অরিজিনাল প্রেসক্রিপশন ও ডাক্তারের রেকোমেন্ডেশন লেটার না দেওয়া ( মেডিক্যাল ভিসা তে প্রয়োজন হয়। )
১১) ডবল এন্ট্রি ভিসার ক্ষেত্রে , VFS Global Appointment ছাড়া সাবমিট করা।
১২) ট্রানজিট ভিসার ক্ষেত্রে হোটেল বুকিং/ অন্য কান্ট্রি কনফার্ম ভিসা / ফ্লাইট টিকিট না দেওয়া।
১৩) মেডিক্যাল ভিসায় রেস্ট্রিকশন আছে এমন স্টেট এন্ট্রি নেওয়া। ( সিকিম / অরুণাচল প্রদেশ, লাদাখ)
১৪) পুরানো ছবি দিলে ও 2 x 2 মাপের ছবি ব্যবহার না করলে।
১৫ ) সব পুরানো পাসপোর্ট ( অ্যানালগ, MRP, E-passport যুক্ত না করলে।
১৬ ) কোনো ধরনের ফেক ডকুমেন্ট ব্যবহার করলে।
১৭) বাংলাদেশের কোর্টে , ক্রিমিনাল মামলা থাকলে।
১৮ ) যে হসপিটালের নাম মেডিক্যাল ভিসায় উল্লেখ আছে FRRO চেঞ্জ অফ্ হসপিটাল না করে অন্য হসপিটালে ট্রিটমেন্ট নিলে, পাসপোর্ট ব্ল্যাক লিস্ট হবে।

মাত্র ১ দিনেই পাবেন ভারতের ভিসা!Indian Visa Processing - ইন্ডিয়ান ভিসা প্রসেসিং
18/05/2024

মাত্র ১ দিনেই পাবেন ভারতের ভিসা!

Indian Visa Processing - ইন্ডিয়ান ভিসা প্রসেসিং

বাংলাদেশ থেকে ভারতের ভিসা পেতে বেশ ঝক্কি-ঝামেলা পোহাতে হয়। এখন থেকে খুব সহজেই মিলবে এই ভিসা। মাত্র ১ দিনেই পাওয়া য...

18/05/2024

একদিনেই পেয়ে যাবেন এ্যাপয়েন্টমেন্ট.......

⭕Be Alert❗ সতর্ক হোন❗যারা এক হসপিটালের VIL নিয়ে অন্য হসপিটালে চলে যাচ্ছেন তারা সাবধান হোন।
04/05/2024

⭕Be Alert❗ সতর্ক হোন❗
যারা এক হসপিটালের VIL নিয়ে অন্য হসপিটালে চলে যাচ্ছেন তারা সাবধান হোন।

ভাগ্য না থাকলে কিছুই হবে না😪😪
01/04/2024

ভাগ্য না থাকলে কিছুই হবে না😪😪

ভারতের ইমিগ্রেশনে জনজটে প্রাণ গেল আরেক বাংলাদেশির
30/03/2024

ভারতের ইমিগ্রেশনে জনজটে প্রাণ গেল আরেক বাংলাদেশির

ভারতের ইমিগ্রেশনে জনজটে প্রাণ গেল আরেক বাংলাদেশির বাংলাদেশ ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে ভারতে ঢোকার জন্য শূন্যর...

30/03/2024

এখন আগের থেকে একটু বেশি টাইম লাগে....

দালাল হতে সাবধান 🔥
14/03/2024

দালাল হতে সাবধান 🔥

দালাল ও প্রতারক হতে সাবধান Indian Visa Processing - ইন্ডিয়ান ভিসা প্রসেসিং
14/03/2024

দালাল ও প্রতারক হতে সাবধান

Indian Visa Processing - ইন্ডিয়ান ভিসা প্রসেসিং

ই-পাসপোর্টে যেসব সংশোধনী এলো
12/03/2024

ই-পাসপোর্টে যেসব সংশোধনী এলো

Dhaka Daily Online News Portal -ই-পাসপোর্টে স্বামী বা স্ত্রীর নাম অপসারণসহ তিনটি সংশোধন এনেছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর।

কোন কিছু হারিয়ে গেলে অনলাইন জিডি এপ এর মাধ্যমে নিজেই নিজের জিডি করতে পারবেন, সারাদেশের যেকোন স্থান থেকে। অথবা নিকটস্থ থা...
05/03/2024

কোন কিছু হারিয়ে গেলে অনলাইন জিডি এপ এর মাধ্যমে নিজেই নিজের জিডি করতে পারবেন, সারাদেশের যেকোন স্থান থেকে।

অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করেও সাহায্য নিতে পারবেন।

পুরা দমে ফাইল প্রসেসিং চলছে Indian Visa Processing - ইন্ডিয়ান ভিসা প্রসেসিং  আপনিও চলে আসেন দেরি না করে🔰
24/02/2024

পুরা দমে ফাইল প্রসেসিং চলছে Indian Visa Processing - ইন্ডিয়ান ভিসা প্রসেসিং আপনিও চলে আসেন দেরি না করে🔰

24/02/2024

এখন থেকে ইন্ডিয়ান ভিসাতে "বাই রেল জলপাইগুড়ি" by default ভাবে পাওয়া যাবে.

এছাড়া এয়ার, আইসিপি হরিদাসপুর (বেনাপোল), আগরতলা (আখাউড়া), গেদে (দর্শনা), বাই রেল (গেদে) আর আপনার পছন্দের একটি পোর্ট পাবেন.

আজকে ই আপনার ইন্ডিয়া Indian Visa Processing - ইন্ডিয়ান ভিসা প্রসেসিং🔥
24/02/2024

আজকে ই আপনার ইন্ডিয়া Indian Visa Processing - ইন্ডিয়ান ভিসা প্রসেসিং🔥

দক্ষিণ কোরিয়ার লটারি রেজিস্ট্রেশন শুরু ২০২৪🇰🇷🇰🇷যাদের SSC পরিক্ষার সার্টিফিকেট আছে শুধু কেবল তারা আপ্লিকেশন করতে পারবেন।য...
19/02/2024

দক্ষিণ কোরিয়ার লটারি রেজিস্ট্রেশন শুরু ২০২৪🇰🇷🇰🇷

যাদের SSC পরিক্ষার সার্টিফিকেট আছে শুধু কেবল তারা আপ্লিকেশন করতে পারবেন।

যোগাযোগ করতে পারেন ।

🔰শাওন কম্পিউটার্স এন্ড সলিউশন সেন্টার

কার্সাসফ শপিং সেন্টার চিটাগংরোড সিদ্দিরগঞ্জ নারায়ানগঞ্জ

📲 01912778173

📲 01611448039

আপনার পাসপোর্ট ও এনআইডি কপি মেইল করুন এই ঠিকানায়ঃ
[email protected]

ইন্ডিয়ান ভিসা প্রসেসিং ১। ইন্ডিয়ান টুরিস্ট  ভিসা প্রসেসিং২। মেডিকেল ভিসা প্রসেসিং ৩। ভারতের যেকোন ডাক্তার এপয়েন্টমেন্টইন...
18/02/2024

ইন্ডিয়ান ভিসা প্রসেসিং

১। ইন্ডিয়ান টুরিস্ট ভিসা প্রসেসিং
২। মেডিকেল ভিসা প্রসেসিং
৩। ভারতের যেকোন ডাক্তার এপয়েন্টমেন্ট

ইন্ডিয়ান টুরিস্ট ভিসার জন্য যা প্রয়োজনঃ
========================================
১. পাসপোর্ট এর স্ক্যান/মোবাইল তোলা ছবি।
২. বর্তমান ঠিকানা বা বিদ্যুৎ বিলের স্ক্যান /মোবাইল তোলা ছবি।
৩. ছবি।
৪. পূর্বের ইন্ডিয়ান ভিসা থাকলে সেই পেইজ এর স্ক্যান /মোবাইল তোলা ছবি।
৫. মোবাইল নাম্বার।
৬. পেশা লিখে দিতে হবে।
৭. কোন বর্ডার দিয়ে যাবেন তা লিখে দিতে হবে।

Only what's app :- 01912778173

ইন্ডিয়ান মেডিকেল’ ভিসা প্রসেসিং এর জন্য যা যা প্রয়োজনঃ
১। পাসপোর্ট এর ফটোকপি যার মেয়াদ নুন্যতম ৬ মাস থাকতে হবে।
২। ন্যাশনাল আইডি কার্ড / জন্ম নিবন্ধন সার্টিফিকেট কপি।
৩। বর্তমান ঠিকানার বিদ্যুৎ / পানি / টেলিফোন বিলের কপি।
৪। ট্রেড লাইসেন্স / চাকুরীদাতার কাছ থেকে সনদ / শিক্ষার্থীর ক্ষেত্রে,
শিক্ষা প্রতিষ্ঠান এর আইডি কার্ড এর অনুলিপি ।
৫। ব্যাংক স্টেটমেন্ট ।
৬। ছবি ১ কপি ২/২ সাইজ ও ছবির সফট কপি ।
৭। বাংলাদেশের ডাক্তারের বিগত ৩ মাসের রিপোর্ট।
৮। বাংলাদেশের ডাক্তারের রেফারেন্স লেটার ।
৯। ইন্ডিয়ান ডাক্তারের ইনভাইটেশন লেটার ।
১০। ইন্ডিয়ান ডাঃ এর এপয়েন্টমেন্ট ।

যোগাযোগ
0191277873

খাবারের হোটেল কলকাতা🔥
17/02/2024

খাবারের হোটেল কলকাতা🔥

ভোর ৬:২৩ এ বেনাপোল-পেট্রাপোল বর্ডারের অবস্থা!যাদের সিরিয়াল এর কষ্ট সহ্য করার অভ্যাস নাই কিংবা কষ্ট কম করতে চান এই বর্ডার...
17/02/2024

ভোর ৬:২৩ এ বেনাপোল-পেট্রাপোল বর্ডারের অবস্থা!
যাদের সিরিয়াল এর কষ্ট সহ্য করার অভ্যাস নাই কিংবা কষ্ট কম করতে চান এই বর্ডার টা এভোইড করেন। গেদে, ভোমরা এসব বর্ডার থেকে ট্রাই করেন।

দক্ষিণ কোরিয়ার লটারি ২০২৪🔥ফেব্রুয়ারি ১৯ তারিখ থেকে মার্চের ৫ তারিখ একটানা রেজিষ্ট্রেশন। প্রতিটা খাতে আলাদা আলাদা রেজিষ্...
16/02/2024

দক্ষিণ কোরিয়ার লটারি ২০২৪🔥

ফেব্রুয়ারি ১৯ তারিখ থেকে মার্চের ৫ তারিখ একটানা রেজিষ্ট্রেশন।
প্রতিটা খাতে আলাদা আলাদা রেজিষ্ট্রেশন হবে।১জন প্রার্থী যে কোন ১টিতে আবেদন করতে পারবে।

🔰 01912778173

🔰 Shawon Computers & Solution Center

🔰36 No Kassaf Shopping Center, Chittagong Road Siddirganj,Narayanganj 1430

14/02/2024

📒 ইন্ডিয়ান টুরিস্ট ভিসা করতে যে সকল ডকুমেন্টস প্রয়োজনঃ
★ ২x২ ল্যাব প্রিন্ট ছবি
★ এপ্লিকেশন ফর্ম (আমরা দিবো)
★ এন আই ডি / জন্ম নিবন্ধন কপি
★ বর্তমান ঠিকানা অনুযায়ী আপডেট ইউটিলিটি বিলের কপি।
★ বিগত ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট (মিনিমাম ব্যালেন্স ২০০০০৳) অথবা 150 ডলার এনডোর্সমেন্ট।
★ পেশাগত প্রমাণপত্র :
★ চাকুরি হলে প্রতিষ্ঠান থেকে ছুটি -NOC
★ ব্যাবসায়ী হলে ট্রেড লাইসেন্স
★ শিক্ষার্থী হলে শিক্ষা-প্রতিষ্ঠানের ছুটি ও আইডি কার্ড কপি।
★ লাস্ট ভিসা কপি (যদি থাকে)।
★ পাসপোর্ট কপি
★ নতুন এবং পুরাতন পাসপোর্ট (একসাথে পিনাপ করে দিবেন)
★ ইমেইল আইডি

ইন্ডিয়া  ট্যুরিস্ট ভিসা আবেদন প্রসেসিং:প্রয়োজনীয় ডকুমেন্টস:1. মূল পাসপোর্ট2. ২/২ ইঞ্চি রঙিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড)3. এ...
13/02/2024

ইন্ডিয়া ট্যুরিস্ট ভিসা আবেদন প্রসেসিং:

প্রয়োজনীয় ডকুমেন্টস:
1. মূল পাসপোর্ট
2. ২/২ ইঞ্চি রঙিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড)
3. এন আইডি কপি
4. বর্তমান ঠিকানার বিদ্যুৎ,/ পানি/টেলিফোন বিল।
5. ব্যাংক স্টেটমেন্ট (সর্বশেষ ৬ মাস)
6. চাকরি হলে এনওসি, ব্যবসা হলে ট্রেড লাইসেন্স

09/02/2024

ধ্যনবাদ জুবায়ের রহমান হাসিব ভাই কে উনি চেক রিপাব্লিক থেকে ইন্ডিয়া ই-ভিসা আমাদের কাছ থেকে নেয়ার জন্য!!!

 #ইন্ডিয়া ভিসা নিয়ে কনফিউজড?  তাহলে যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা অত্যন্ত দক্ষতার সাথে ইন্ডিয়ান ভিসা প্রসেস করে থাকি।ইন...
06/02/2024

#ইন্ডিয়া ভিসা নিয়ে কনফিউজড? তাহলে যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা অত্যন্ত দক্ষতার সাথে ইন্ডিয়ান ভিসা প্রসেস করে থাকি।
ইন্ডিয়া ভিসা প্রসেসিং সম্পর্কিত যেকোন সহায়তায় এখনই কল অথবা WhatsApp করুন নিম্নোক্ত নম্বরেঃ 0191277817 (WhatsApp)

আমাদের সেবাসমূহ :
ভ্রমন ভিসা, মেডিকেল ভিসা,এম্বাসী ফেসের জন্য ডাবল এন্ট্রি ভিসা,বিজনেস ভিসা ,এন্ট্রি ভিসা স্টুডেন্ট ভিসা
#সহ সকল ক্যাটাগরির ভিসা প্রসেসিং এবং ভিসা সংক্রান্ত পরামর্শ ও সহযোগিতা করে থাকি। ভারতে প্রবেশের যেকোন ভিসা জন্য যােগাযােগ করুন।

ইন্ডিয়ান ভিসা পেতে প্রয়োজনীয় ডকুমেন্টসঃ
# পাসপোর্ট (নূন্যতম ৬ মাস মেয়াদ)।
# ছবি ১কপি রঙ্গিন (২x২ সাইজ, ব্যাকগ্রাউন্ড সাদা)।
# বিদ্যুৎ অথবা যেকোনো একটি Utility বিলের কপি।
# ন্যাশনাল আইডি কার্ড অথবা জন্ম সনদ কপি।
# ট্রেড লাইসেন্স (ব্যবসায়ী) / NOC (চাকুরীজীবী)।
# আগে ইন্ডিয়া যাওয়া থাকলে, সে ভিসার কপি।
# ব্যাংক ষ্টেটম্যান্ট অথবা ডলার এন্ড্রোস রশিদ।
# স্টুডেন্ট দের জন্য স্টুডেন্ট আইডি কার্ড।
# সাথে স্পাউস অথবা বাচ্চা থাকলে, তাদের পাসপোর্ট, ছবি, আইডি কার্ড/ জন্ম সনদ ও স্কুল আইডি কার্ডের কপি।
# আগের ডাক্তারের প্রেসক্রিপশন/ মেডিকেল রিপোর্ট (মেডিকেল ভিসার জন্য) |

@ প্রসেসিং: ১ থেকে ২ দিন।
@ ভিসা পেতে সময়ঃ 10 থেকে 12 দিন।

যোগাযোগের ঠিকানাঃ
Call Now ☎️ 01912778173
(What's app available)- 01912778173

Congratulations 🔥MD ABU SAYED VAI❤️২২ তারিখে জমা আজ হাতে পেলাম।
06/02/2024

Congratulations 🔥

MD ABU SAYED VAI❤️

২২ তারিখে জমা আজ হাতে পেলাম।

ভারতীয় ট্যুরিস্ট ভিসা প্রসেসিং এর জন্য ১)মূল পাসপোর্ট ২) ২/২ ইঞ্চি রঙিন ছবি সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে  ৩) এন আইডি কপি ৪...
06/02/2024

ভারতীয় ট্যুরিস্ট ভিসা প্রসেসিং এর জন্য
১)মূল পাসপোর্ট
২) ২/২ ইঞ্চি রঙিন ছবি সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে
৩) এন আইডি কপি
৪) বর্তমান ঠিকানার বিদ্যুৎ বিল
৫) ব্যাংক স্টেটমেন্ট লাষ্ট ৬ মাসের
৬) চাকরি হলে এনওসি,
ব্যাবসা হলে ট্রেড লাইসেন্স,

🔰01912778173

জমা - ২৩-০১-২৪গ্রান্টেড - ২৪-০১-২৪এস এম এস - ২৮-০১-২৪Indian Visa Processing - ইন্ডিয়ান ভিসা প্রসেসিং
31/01/2024

জমা - ২৩-০১-২৪
গ্রান্টেড - ২৪-০১-২৪
এস এম এস - ২৮-০১-২৪

Indian Visa Processing - ইন্ডিয়ান ভিসা প্রসেসিং

প্রতিদিন ২০+ ইন্ডিয়ান ভিসা প্রসেসিং করছি। কি পরিমান মানুষ ভারতে যাবার জন্য ভিসা করছে তা হলে বুঝতেই পারছেন৷ আর প্রতিদিন এ...
30/01/2024

প্রতিদিন ২০+ ইন্ডিয়ান ভিসা প্রসেসিং করছি।
কি পরিমান মানুষ ভারতে যাবার জন্য ভিসা করছে তা হলে বুঝতেই পারছেন৷

আর প্রতিদিন এত এত মানুষ আমাদের অফিসে আসছে ভিসা করানোর জন্য তারা সবাই আমাদের রিপিট কাস্টমার বা রেফারেন্স নিয়ে আসা কাস্টমার।

আমরা অনেক দক্ষতার সাথে সময় নিয়ে নির্ভুলভাবে ভিসা প্রসেসিং করে থাকি। কারন একটা মানুষের ভিসা পাবার উপরে তার অনেক দিনের ঘুরার পরিকল্পনা নির্ভর করছে৷ সেই স্বপ্ন কে বাস্তবায়ন করতে সবাই আমাদের উপরে আস্থা রেখে ভিসা করতে দেয়।

আর সেই মানুষের স্বপ্ন যাতে এত সহজেই নষ্ট না হয়ে যায় সেই চিন্তা মাথায় রেখে আমরা ভিসা করে থাকি।

ভারতীয় ট্যুরিস্ট ভিসা:
১)মূল পাসপোর্ট: ( সর্বনিম্ন ৬ মাস মেয়াদ থাকতে হবে ও অন্তত দু'টি সাদা পাতা থাকতে হবে)
২) (২/২ ইঞ্চি রঙিন ছবি সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে ও ৩ মাসের বেশি পুরোনো নয়)
৩) জাতীয় পরিচয় পত্র/ জন্ম নিবন্ধন
৪) ইউটিলিটি বিল: ( বর্তমান ঠিকানার বিদ্যুৎ বিল/গ্যাস/পানি/টেলিফোন বিল ইত্যাদি)
৫) ব্যাংক স্টেটমেন্ট/বৈদেশিক মুদ্রার এনডোর্স্মেন্ট/ আন্তর্জাতিক ক্রেডিট কার্ড(ব্যাংক স্টেটমেন্ট সর্বনিম্ন ৩ মাসের হতে হবে ও ১৫০ মার্কিন ডলার সমমান হতে হবে)
৬) পেশার প্রমাণপত্র: ( চাকরি হলে এনওসি, ব্যাবসা হলে ট্রেড লাইসেন্স, ছাত্র হলে স্টুডেন্ট আইডি কার্ড ইত্যাদি)
---- এই কাগজ গুলো আপনার ঠিকঠাক মত থাকলে আমরা ভিসা প্রসেসিং করে থাকি।
ভিসা পেতে কত সময় লাগে: ভিসা আগে ১৫ দিনে পাওয়া যেতো।

বিস্তারিত জানতে আমাদের অফিসে যোগাযোগ করুন:

🏠36 No Kassaf Shopping Centre, Lavel # 04 Unit #02 Chittagong Road, Siddirganj Narayanganj-1430.

🔰01912-778173....( WhatsApp & Call)

📧[email protected]

🌍www.shawoncomputers.com.bd

Address

Shop : No 36 3rd Floor (Unit-01) Kassaf Shopping Center Chittagang Road
Narayanganj
1430

Alerts

Be the first to know and let us send you an email when Indian Visa Processing - ইন্ডিয়ান ভিসা প্রসেসিং posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Indian Visa Processing - ইন্ডিয়ান ভিসা প্রসেসিং:

Videos

Share