01/05/2022
জেনে রাখুন উপকারে আসবে -
মৃত্যু চিরন্তন সত্য -
যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় চিকিৎসা করতে যায়, তাঁরা ইন্ডিয়ায় মৃত্যু বরণ করলে, মৃতদেহ দেশে আনার প্রক্রিয়াটা জেনে রাখা প্রয়োজন।
ইন্ডিয়া থেকে মৃতদেহ নেয়ার জন্য আপনাকে একটা লম্বা রাস্তা পারি দিতে হবে, বেশ কয়েকটা অফিস ঘুরে প্রমান করতে হবে মৃতদেহ টি আপনার আত্মীয়ের এবং সে এখানে কোন বিধি বর্হিভূত কিছু করেন নি৷
প্রতিটি ধাপ নিয়ে নিচে,
বিস্তারিত দেওয়া হল -
ধাপ১(death certificate
প্রথমে-ই হাসপাতাল থেকে ডেথ সার্টিফিকেট, খুব সিম্পল কাজ ।যে ডাক্তার এর আন্ডার এ ছিলেন সেই এই কাজটি করে দিবে। হাসপাতালের এডমিনেস্ট্রেশন থেকে এটা কালেক্ট করে প্রথমেই ১০ টা কপি করে নিবেন৷
ধাপ২( police N.O.C)
ডেথ সার্টিফিকেট( অরজিনাল+ জেরক্স) এবং পেশেন্ট +তার যে কোন একজন এটেন্ডেন্ট (যে বডিটা ক্যারি করে দেশে নিয়ে যাবে) এর পাসপোর্ট (original+xerox) নিয়ে নিকটস্থ পুলিশ স্টেশন এ যান এবং সেখানে কথা বলে Entry করে N.O.C কালেক্ট করুন।
বলে রাখা ভালো, এতে কোন টাকা পয়সার দরকার নেই।
ধাপ ৩( passport cancellation+NOC
উপরের পেপার + পাসপোর্ট ( অরজিনাল+জেরক্স) নিয়ে এবার চলে যাবেন নিকটস্থ হাই কমিশন এ (এর ২৪ ঘন্টা খোলা থাকে, যদিও সন্ধ্যা ৬ টার পর কল করলে বলবে এখন আইসেন না বন্ধ) গিয়ে প্যাশন্ট এর মূল পাসপোর্ট টা ক্যান্সেল করে সিল মেরে সেখান থেকে আরো একটি N.O.C collect করবেন৷
ধাপ ৪-( FRO)
এবার উপরের সব পেপার নিয়ে চলে যাবেন FRO তে, সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করলেই মোটামুটি কাজ শেষ। (বলে রাখা ভালো, FRO সকাল ১০ টার আগে খুলে না সো এর আগে যাবেন না)৷
ধাপ ৫- ( embalming Certificat)
অনেক অরগানাইজেশান আছে যারা বডি preservation এর কাজ করে, peace heaven ইন্ডিয়ার সবচেয়ে পূরন অর্গানাইজেশন গুলোর মধ্যে ১ টা যারা লাস্ট ৭০ বছর ধরে এই কাজ অনেক স্বল্প মূল্যে করে যাচ্ছে ৷ এরকম যেকোন একটি অর্গানাইজেশন এর সাথে কথা বলে সব ফার্মালিটিস (মূলত উপরের চারটি ধাপের পেপার দেখাতে হবে) শেষ করে embalming Certificate collect করবেন।
বাংলাদেশে বডি নেয়ার জন্য এই ৫ টি পেপার মাস্ট থাকা লাগবে, উপরের সবগুলো পেপার এর ৭ টি করে জেরক্স করে ৭ টি আলাদা সেট করে রাখবেন।
আপনি যদি বাই-রোড যান, তাহলে এম্বুলেন্স এর সাথে কন্টাক্ট করে অবশ্যই বিকাল ৫টার আগে বর্ডার পৌছাবেন, অন্যথায় ইমিগ্রেশন শেষ করে ৬ টার আগে বের হওয়া খুব টাফ হয়ে যাবে।
আর বাই এয়ার গেলে, যে এয়ার ওয়েজ এ যাবেন তার টিকেট কেটে টিকেটের একটা প্রিন্ট কপি+ উপরের সব পেপার নিয়ে এয়ারপোর্ট এর কার্গো ডিপার্টমেন্টএ চলে যাবেন এবং সে এয়ারোয়েজ এর কার্গো অফিসে গিয়ে কথা বলে বডি ডেসপ্যাচ করার পেপার কালেক্ট করে নিবেন৷ বাকি কখন কি করতে হবে ওরা ই করে দিবে৷
#বি. #দ্রঃ উপরের কোথাও কোন খরচ নেই জাস্ট বডি প্রিসারভেশন এর জন্য একটা চার্জ ধরা হয়, পিস হ্যাভেন ৭২ ঘন্টা বডি প্রিসার্ভ+ কফিন+১ দিন মর্গে রাখার জন্য ১৬২০০ টাকা নেয়৷ আর কোথাও কোন খরচ নেই৷
বডি কার্গোতে আনতে কোন টাকা লাগে না, জাস্ট এটেন্ডেন্ট এর এয়ার টিকেট লাগে৷ কাস্টস+ইমিগ্রেশন এ বডির জন্য কিছু টাকা লাগে বাট এয়ার ওয়েজ ও কোন টাকা লাগবে না।
কলকাতা থেকে বাংলাদেশে বডি নিতে কাস্টমস এ ৯০০০ রুপির মতো নেয়৷
ধন্যবাদ
Dreamy Tours and Travels