01/05/2020
# ইউরোপ এর ভিসা সম্পকিত কিছু গুরুত্তপূর্ণ প্রশ্ন ও উত্তর ;
১ #প্রশ্ন - ভাই আমি স্টুডেন্টস ভিসায় আসতে চাই ইউরোপে কিন্তু ভিসা কত দিনের দিবে ?
উত্তর - স্টুডেন্টস ভিসা নরমালি ন্যাশনাল ভিসা বা D-Visa বা Long term visa নামে পরিচিত. সেটা এন্ট্রি পারমিট (ইউকে তে) হিসাবেও পরিচিত । ৯০ দিন থেকে ১৮০ দিন মাক্সিমাম মেয়াদ হয়ে থাকে ।
২ #প্রশ্ন- আমি সেঞ্জেন ভিসা নিয়ে ইউরোপে যেতে চাই আর সেখানে গিয়ে কি থাকা যাবে বা ভিসার মেয়াদ বাড়ানো যাবে ? মেয়াদ কত দিনের হয়ে থাকে এই ভিসার ?
উত্তর - সেঞ্জেন ভিসা ইউরোপের ভ্রমন ভিসা নামে পরিচিত । এতার মেয়াদ ১ সপ্তাহ থেকে ৯০ দিন বিশেষ অবস্থায় ১৮০ দিন পর্যন্ত হয়ে থাকে তবে নরমালি ৯০ ই মাক্সিমাম । আর এই ভিসা কোন ভাবেই মেয়াদ বাড়াতে পারবেন না । ইউরোপের একদেশের সেঞ্জেন ভিসা পেলে সব কয়টা সেঞ্জেন দেশে বিনা বাধায় বর্ডার ক্রস করতে পারবেন।
৩ # ভাই আমার ইতালির এক বছরের রেসিডেন্স কার্ড আছে আমি কি অন্য দেশে কাজ করতে পারব ? আর আমি এই কার্ড দিয়ে অন্য দেশে যেমন ফিনল্যান্ড, জার্মান , ডেনমার্ক চাইলে কতদিন থাকতে পারব ?
উত্তর - না আপনি ইতালির বাহিরে অন্য দেশে কাজ করতে পারবেন না । হ্যাঁ তবে চাইলে আপনি অন্য কোন দেশে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত যেকোনো দেশে ( আয়ারল্যান্ড, ইউকে ছাড়া ) ৩ মাস অর্থাৎ ৯০ দিন আইনগত ভাবে অবস্থান করতে পারবেন ।
৪ # আমি স্পেনে 5/6বছর যাবত আছি কিন্তু পাসপোর্ট পাই নাই , আমার স্পেনের লং টার্ম রেসিডেন্স পারমিট কার্ড বা পি আর আছে আমি কি নরওয়েতে কাজ করতে পারব ?
উত্তর - আইনগত ভাবে আপনি লিগালভাবে কাজ করতে চাইলে অন্নদেশে আপনাকে ওই দেশের ইমিগ্রেশনের সাথে যোগাযোগ করে ওই দেশের রেসিডেন্স কার্ড এ পরিবর্তন করে নিতে হবে ।
৫ # আমার বউ সুইডেনে মাস্টার্স করতেছে , সে কি আমাকে নিয়ে যেতে পারবে? আমি গেলে কি কাজ করার অনুমতি পাব?
উত্তর - জি সে স্পাউস হিসাবে আপনাকে নিয়ে যেতে পারবে এবং আপনি ফুল টাইম জব করার অনুমতি পাবেন।
৬ # আমার পর্তুগালের ২ বছরের রেসিডেন্স পারমিট আছে আমি অন্য দেশে বা পর্তুগালের বাহিরে কত দিন থাকতে পারব ?
উত্তর- ইউরোপের যেকোনো দেশের রেসিডেন্স পারমিট দিয়ে নরমালি ৯০ দিনের বেশি থাকা যায় না , ক্ষেত্র বিশেষে ১৮০ দিন থাকা যায় সেটা আপনার রেসিডেন্স পারমিট এর উপর নির্ভর করে।
উদাহরন স্বরূপ নরওয়ের কথা বলি আপনি PR আবেদন করতে চাইলে ৩ বছরের মধ্যে ৬ মাস অর্থাৎ ১৮০ দিনের বাহিরে কনভাবেই থাকতে পারবেন না , তবে গরিব দেশ গুলোতে একটু একটু ফাক ফুকুর থেকেই যায় ।
কারন আপনার টোটাল তাদের দেশে থাকা সময়টা গননা করে আপনাকে ওই দেশের স্থায়ী বসবাসের পারমিট বা পি.আর দেয়া হবে ।
৭ # স্টুডেন্টস হিসাবে কয় বছর থাকলে ইউরোপে পি. আর পাওয়া যাবে ? আমি যদি ৫ বছর স্টুডেন্টস থাকি তাহলে কি তাহলে কি আবেদন করতে পারব?
উত্তর - এটা দেশ ভেদে ভিন্ন হয়ে থাকে । আপনার রেসিডেন্স পারমিট যদি পার্মানেন্ট বেসিস হয়ে থাকে যেমন স্কিল্লড ওয়ার্ক পারমিট, অ্যাসাইলাম পারমিট, ইত্যাদি ইত্যাদি ( স্টুডেন্ট এই আওতায় পড়ে না দুঃখিত ) আপনি ৩ বছর পর আবেদন করতে পারবেন, যেমন নরওয়েতে আপনি পড়াশুনা শেষে সাবজেক্ট রিলেটেড জব পেলে ৩ বছর পর পি.আর আবেদন করতে পারবেন, ভিন্নতা দেখা জাচ্ছে পর্তুগালে, ডেনমার্ক এ । আপনি ৫ বছর বৈধ ভাবে সেটা স্টুডেন্টস হন আর বিজনেস্মা হন আর ওয়ার্ক পারমিট এ থাকে আপনি পি আর আবেদন করতে পারবেন । সাথে লাঙ্গুয়াজ সার্টিফিকেট লাগবে।।
আবার ফিনল্যান্ডের ক্ষেত্রে আরেও বাতিক্রাম যেমন স্টুডেন্টস থাকা অবস্থার টোটাল সময় গুলোকে হাফ ধরে (B Permit ) এর সময় যেমন ৪ বছর স্টুডেন্টস ছিলেন পি। আর আবেদনের সময় সেটাকে ২ বছর গননা করা হবে আর ওয়ার্ক পারমিটে ইন করার সময় গুলোকে ফুল ধরে টোটাল ৪ বছর পর আপনি পি আর বা পাসপোর্ট এর জন্য আবেদন করতে পারবেন।