Ghurbaz Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ghurbaz, HOUSE NO # 03, ROAD NO # 15 HOUSING Estate MAIJDEE, NOAKHALI, Noakhali Sadar Upazila.

20/03/2024

আসসালামু আলাইকুম। গতকাল আমার জন্মদিনে যারা আমাকে ইউশ করে ভালবাসা দিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা। আসলে এই ভালবাসার জন্যই হয়ত ভালোভাবে বেঁচে থাকার ইচ্ছে জাগে। সময়ের অভাবে অনেক এর উইশ এর উত্তর দিতে পারি নি ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন অনেক দোয়া রইলো।

নেপাল ভ্রমন প্যাকেজঃ ৫৯,৯০০ টাকা (কাঠমুন্ডু এবং পোখারা)বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ  ⁨01712-369343⁩ - 01724-184826 - 0...
04/01/2024

নেপাল ভ্রমন প্যাকেজঃ ৫৯,৯০০ টাকা (কাঠমুন্ডু এবং পোখারা)
বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ ⁨01712-369343⁩ - 01724-184826 - 09649-001111
******************
প্যাকেজে অন্তর্ভুক্
******************
# ইন্টারন্যাশনাল এয়ারটিকিট।
# ৩ তারকা রাত হোটেলে থাকার ব্যবস্থা ।
# সব ধরনের এয়ারপোর্ট রিসিভ ড্রপ ।
# সাইট সিইং ।
# সকল সার্ভিস চার্জ ।
*******************
প্যাকেজে অন্তর্ভুক্ত নয়
*******************
#দুপুর এবং রাতের খাবার।
# ভিসা ফি।
# সাইট সিইং এন্ট্রি ফি।
# টিপস।
# যেকোন ব্যক্তিগত কার্যক্রম।
# কোভিড-১৯ পরীক্ষা (যদি থাকে)।

নেপাল ভ্রমন প্যাকেজঃ ৫৯,৯০০ টাকা (কাঠমুন্ডু এবং পোখারা)
বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ 01712-369343 - 01724-184826 - 09649-001111
******************
প্যাকেজে অন্তর্ভুক্
******************
# ইন্টারন্যাশনাল এয়ারটিকিট।
# ৩ তারকা রাত হোটেলে থাকার ব্যবস্থা ।
# সব ধরনের এয়ারপোর্ট রিসিভ ড্রপ ।
# সাইট সিইং ।
# সকল সার্ভিস চার্জ ।
*******************
প্যাকেজে অন্তর্ভুক্ত নয়
*******************
#দুপুর এবং রাতের খাবার।
# ভিসা ফি।
# সাইট সিইং এন্ট্রি ফি।
# টিপস।
# যেকোন ব্যক্তিগত কার্যক্রম।
# কোভিড-১৯ পরীক্ষা (যদি থাকে)।

06/12/2023

কিভাবে ঢাকা থেকে মিশরের কায়রো চলে গেলাম
নতুন নতুন ট্রাভেল ভ্লগ পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন

link on comments box....

17/05/2023

বাংলাদেশি যাত্রীদের আফ্রিকার বিভিন্ন দেশে আনা-নেওয়ার টার্গেট নিয়ে ঢাকা থেকে ফ্লাইট চালু করার প্রস্তুতি নিচ্ছে .....

✈️✈️✈️প্রথমবারের মতো ঢাকা থেকে কায়রোর পথে উড়ল মিশরের জাতীয় পতাকাবাহী এয়ারলাইন ইজিপ্ট এয়ার। রোববার (১৪ মে) রাতে উদ্বোধ...
15/05/2023

✈️✈️✈️প্রথমবারের মতো ঢাকা থেকে কায়রোর পথে উড়ল মিশরের জাতীয় পতাকাবাহী এয়ারলাইন ইজিপ্ট এয়ার। রোববার (১৪ মে) রাতে উদ্বোধনী ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৭৯ যাত্রী নিয়ে রওনা হয় ফ্লাইটটি।

ইজিপ্ট এয়ার জানায়, এর আগে ইজিপ্ট থেকে ৫০ যাত্রী নিয়ে বোয়িং ৭৮৭-৯০০ উড়োজাহাজ দিয়ে পরিচালিত ফ্লাইটটি সন্ধ্যায় ঢাকায় অবতরণ করে। জলকামান স্যালুটের মাধ্যমে উদ্বোধনী ফ্লাইটটিকে বিমানবন্দরের রানওয়েতে স্বাগত জানানো হয়। ফিরতি ফ্লাইট ১৭৯ জন যাত্রী নিয়ে রাত সাড়ে ৮টায় ঢাকা ত্যাগ করে।

উদ্বোধনী ফ্লাইটের আগমন উপলক্ষ্যে বিমানবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ইজিপ্ট এয়ারের সরাসরি ফ্লাইটকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ-মিশর দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সত্যিকার অর্থেই এটি ঐতিহাসিক মুহূর্ত। আমার দৃঢ় বিশ্বাস, দুই দেশের মধ্যে সরাসরি আকাশ যোগাযোগ স্থাপনের ফলে উভয় দেশের পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে ব্যাপক প্রাণ সঞ্চার হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার বাংলাদেশকে একটি আঞ্চলিক হাব হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা বাস্তবায়ন করছে। এ কারণে আমরা অন্যান্য বিদেশি এয়ারলাইন্সগুলোকে বাংলাদেশে ফ্লাইট চালু করতে উৎসাহিত করছি।

এসময় ইজিপ্ট এয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন ইহার আল তাহতাওয়ে বলেন, বাংলাদেশে ফ্লাইট শুরু করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। আমাদের জন্য বাংলাদেশের এভিয়েশন খাত অনেক সম্ভাবনাপূর্ণ। আমি আশা করি, সম্মানিত বাংলাদেশি যাত্রীরা ফ্লাইটে এবং গ্রাউন্ডে আমাদের বিশ্বমানের সেবা উপভোগ করবেন।

তিনি জানান, বাংলাদেশ থেকে ভ্রমণকারী যাত্রীরা কায়রো হয়ে মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা এবং এশিয়ার ৮০টির অধিক গন্তব্যে ভ্রমণের ক্ষেত্রে সুবিধাজনক সংযোগ পাবেন।

প্রাথমিকভাবে ঢাকা-কায়রো-ঢাকা রুটে সপ্তাহে দুই দিন রোববার ও বুধবার নিয়মিত ফ্লাইট পরিচালিত হবে। ফ্লাইট পরিচালনায় ব্যবহৃত হবে সুপরিসর বোয়িং ৭৮৭-৯০০ উড়োজাহাজ, যার ইকোনমি শ্রেণিতে ২৭৯টি এবং বিজনেস শ্রেণিতে ৩০টি আসন রয়েছে।

"জরুরী বার্তা"যারা নিয়মিত ভারত ভ্রমণ করেন তারা নিয়ম বুঝে ভারতে যাতায়াত করুন, পর্যাপ্ত কারণ ছাড়া টুরিষ্ট ভিসায় ঘনঘন ভারত ...
10/05/2023

"জরুরী বার্তা"

যারা নিয়মিত ভারত ভ্রমণ করেন তারা নিয়ম বুঝে ভারতে যাতায়াত করুন, পর্যাপ্ত কারণ ছাড়া টুরিষ্ট ভিসায় ঘনঘন ভারত ভ্রমণ থেকে বিরত থাকুন। নিয়ম না মেনে যাতায়াতের কারণে ভারতীয় ইমিগ্রেশন এন্টি রিফিউজ সিল করে ব্যাক করে দিচ্ছে। এন্টি রিফিউজ সিল পাসপোর্টে থাকা মানে আপনার পুনরায় ভিসা পেতে হিমশিম খেতে হবে।

এন্ট্রি রিফিউজের অনেক কারণ সমূহঃ

১) টুরিস্ট ভিসায় ইন্ডিয়া থেকে বের হবার ১ মাসের আগে আবার প্রবেশ করতে চাইলে তাকে এন্ট্রি রিফিউজ সিল করে ব্যাক দেওয়া হয়।

২) ইমিগ্রেশন অফিসারকে সাথে খারাপ ব্যবহার করলে।

৩) ভ্রমনের সময় ইমিগ্রেশন যদি কোনো প্রশ্ন বা কোনো পেপার দেখতে চাই তখন না দেখাতে পারলে।

৪) আপনি বৈধ পথে ভারতে প্রবেশ করে অবৈধ ভাবে দেশে ফিরে পুনরায় ভিসা নিয়ে ভারত প্রবেশ করতে চাইলে তাদের সার্ভারে রেকর্ড অনুযায়ী আপনি ধরা খাবেন, সে জন্য আপনাকে এন্ট্রি রিফিউজ সিল আর পাসপোর্ট ব্লক করে ব্যাক দিবে আপনি আর কোনদিন ভারতে প্রবেশ করতে পারবেন না।

৫) ভারতে কোনো ক্রাইম করে মামলা খেলে আপনাকে এন্ট্রি রিফিউজি সিল+পাসপোর্ট ব্লক করে ব্যাক দিবে।

৬) তাদের বিভিন্ন সময় জারিকৃত রুলস ভঙ্গ করলে।

ইত্যাদি...…

05/05/2023

ঢাকা: বাংলাদেশের নাগরিকদের জন্য ই-ভিসা চালু করেছে সৌদি আরব। সে কারণে এখন থেকে সৌদি আরবে যেতে আর স্টিকার ভিসার প্রয়...

04/05/2023

ইউরোপের 'শেনজেন ভিসা' স্টাইলে ভিসা চালু হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। পর্যটকদের ভ্রমণ সহজ করতে আপাতত আরব আ...

18/03/2023
ঘুরতে গেলেই মিলবে নগদ টাকা!বিস্তারিতঃ
27/02/2023

ঘুরতে গেলেই মিলবে নগদ টাকা!

বিস্তারিতঃ

সেখানে ঘুরতে গেলে একজন পর্যটক ১৬৫ মার্কিন ডলার পাবেন, যা বাংলাদেশি ‍হিসাবে প্রায় সাড়ে ১৭ হাজার টাকা। এমনকি কেউ যদ....

𝐓𝐑𝐀𝐕𝐄𝐋 𝐍𝐎𝐓𝐈𝐂𝐄13th, 14th & 15th January 2023Heavy traffic on 𝐃𝐡𝐚𝐤𝐚 𝐀𝐢𝐫𝐩𝐨𝐫𝐭 𝐑𝐨𝐚𝐝 Being expected due to ''𝐓𝐡𝐞 𝐁𝐢𝐬𝐰𝐚 𝐈𝐣𝐭𝐞𝐦𝐚'...
12/01/2023

𝐓𝐑𝐀𝐕𝐄𝐋 𝐍𝐎𝐓𝐈𝐂𝐄

13th, 14th & 15th January 2023

Heavy traffic on 𝐃𝐡𝐚𝐤𝐚 𝐀𝐢𝐫𝐩𝐨𝐫𝐭 𝐑𝐨𝐚𝐝
Being expected due to ''𝐓𝐡𝐞 𝐁𝐢𝐬𝐰𝐚 𝐈𝐣𝐭𝐞𝐦𝐚''

𝐀𝐥𝐥 𝐏𝐚𝐬𝐬𝐞𝐧𝐠𝐞𝐫𝐬 𝐚𝐫𝐞 𝐫𝐞𝐪𝐮𝐞𝐬𝐭𝐞𝐝 𝐭𝐨
𝐓𝐨 𝐥𝐞𝐚𝐯𝐞 𝐞𝐚𝐫𝐥𝐲 𝐟𝐨𝐫 𝐀𝐢𝐫𝐩𝐨𝐫𝐭

06/10/2022

কক্সবাজার: প্রথমবারের মতো কক্সবাজার-সেন্টমার্টিন নৌ রুটে সীমিত পরিসরে শুরু হয়েছে পর্যটকবাহী জাহাজ চলাচল।  বৃহস....

The Kingdom of Bhutan is Open from Today for Tourist. There will be weekly flights available from Dhaka to Paro to Dhaka...
23/09/2022

The Kingdom of Bhutan is Open from Today for Tourist. There will be weekly flights available from Dhaka to Paro to Dhaka.

06/09/2022

Travel date : 21 August 2022আমাদের ভ্রমণ শুরু হয়েছিল নোয়াখালী মাইজদী থেকে। সফর এ সাথে ছিলো নিপু এবং নাফিস। বিকেলে রওনা হয়ে যাই আমা.....

বাংলাদেশিদের জন্য মিশরে On arrival visa 🇪🇬🇪🇬মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গত ...
19/08/2022

বাংলাদেশিদের জন্য মিশরে On arrival visa 🇪🇬🇪🇬
মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গত ১৫ আগস্ট কায়রোর বাংলাদেশ দূতাবাসের এক বৈঠক হয়। সেই বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বাংলাদেশ দূতাবাস জানায়, এখন থেকে বাংলাদেশিরা শর্ত সাপেক্ষে অন অ্যারাইভাল ভিসা সুবিধা পাবেন। যেসব বাংলাদেশি নাগরিক জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা সেনজেনভুক্ত দেশ এর ভ্যালিড ভিসা আছে, তারা মিশরে অন অ্যারাইভাল ভিসা পাবেন।

আগামী এক বছরের জন্য এ নিয়ম প্রযোজ্য থাকবে। তবে মিশর ভ্রমণে আগ্রহীদের এ সার্কুলার সঙ্গে রাখারও অনুরোধ জানানো হয়েছে।
মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পরে উভয় পক্ষের আলোচনার মাধ্যমে পুনরায় এর মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে।

27/07/2022

চীনের দুই বাণিজ্যিক শহর কুনমিং ও গুয়াংজুতে ফ্লাইট চালু করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ছাড়পত্র দিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএসি)।

সোমবার (২৫ জুলাই) বাংলাদেশে চীনা দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন হুয়ালং ইয়ান তার ফেসবুকে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান।
তবে এখনো চীনের পক্ষ থেকে আনুষ্ঠানিক চিঠি পায়নি বিমান।

15/06/2022

১৬ জুন ২০২২ থেকে মালয়েশিয়ার সকল
প্রকার স্টিকার ভিসা বন্ধ ।

শুধু মাএ ইভিসা দেয়া হবে।

১৮ সেকেন্ডে ইমিগ্রেশন ভেরিফিকেশনদেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনি ও বহির্গমন ইমিগ্রেশনে এই ই-গেটগুলো স্থাপন করা...
10/06/2022

১৮ সেকেন্ডে ইমিগ্রেশন ভেরিফিকেশন

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনি ও বহির্গমন ইমিগ্রেশনে এই ই-গেটগুলো স্থাপন করা হয়েছে। ই-গেটের মাধ্যমে ১৮ সেকেন্ডে ই-পাসপোর্ট এবং ই-পাসপোর্টধারী ভেরিফিকেশন শেষে করতে পারছেন।

আনুষ্ঠানিক উদ্বোধনের প্রায় এক বছর পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু করা হলো ই-গেট। দেশের অন্য দুই আন্তর্জাতিক বিমানবন্দর শাহ আমানত ও ওসমানীতেও একই সাথে ই-গেট চালু হয়েছে।

ই-পাসপোর্টধারীরা মঙ্গলবার থেকে এই গেট ব্যবহার করতে পারবেন। এর ফলে একজন যাত্রী মাত্র ১৮ সেকেন্ডের মধ্যে তার ইমিগ্রেশন ভেরিফিকেশন শেষ করতে পারবেন বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

২০২০ সালের ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থার উদ্বোধন করেন। এর প্রায় দেড় বছর পর ২০২১ সালের ৩০ জুন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ই-গেট উদ্বোধন করেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনি ও বহির্গমন ইমিগ্রেশনে এই ই-গেটগুলো স্থাপন করেছে ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদপ্তর (ডিআইপি) ।
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ‘ডিপারচার এলাকায় ১২টি এবং অ্যারাইভাল এলাকায় তিনটি– মোট ১৫টি ই-গেট স্থাপন করা হয়েছে। এ ছাড়া শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ছয়টি এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ছয়টি ই-গেট স্থাপন করা হয়েছে।

‘গত ৬ জুন পরীক্ষামূলকভাবে ই-গেটের মাধ্যমে কিছু যাত্রীর সফলভাবে ইমিগ্রেশন সম্পন্ন করা হয় এবং ৭ জুন যাত্রীদের জন্য পুরোপুরি ই-গেট চালুর ব্যাপারে ব্যবস্থা নেয়া হয়েছে। ই-গেটের মাধ্যমে ১৮ সেকেন্ডে ই-পাসপোর্ট এবং ই-পাসপোর্টধারী ভেরিফিকেশন শেষে ই-গেট অতিক্রম করতে পারছেন।’

আলহামদুলিল্লাহ ......সৌদিতে ওমরাহ ব্যবস্থাপনা সহজ হচ্ছে:১/ ওমরাহ করার জন্য কোনো এজেন্সি লাগবেনা। অনলাইনে আবেদনের মাধ্যমে...
03/06/2022

আলহামদুলিল্লাহ ......

সৌদিতে ওমরাহ ব্যবস্থাপনা সহজ হচ্ছে:
১/ ওমরাহ করার জন্য কোনো এজেন্সি লাগবেনা। অনলাইনে আবেদনের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে যাত্রী নিজেই ভিসা বের করতে পারবেন।
২/ ওমরাহ ভিসার মেয়াদ (এক মাসের পরিবর্তে) হবে ৩ মাস।
৩/ হাজী সাহেব নির্দ্বিধায় সৌদি আরবের যেকোনো অঞ্চলে কোনো বাধা ছাড়া যাতায়াত করতে পারবেন।
সুত্র: সৌদি গেজেট.কম

***  ট্রাভেল আপডেট  ***COVID-19 এর সবগুলো ডোজ দেওয়া থাকলে বাংলাদেশ থেকে যে সব দেশে ভ্রমণ করতে  পিসিআর পরীক্ষার প্রয়োজন...
21/03/2022

*** ট্রাভেল আপডেট ***
COVID-19 এর সবগুলো ডোজ দেওয়া থাকলে বাংলাদেশ থেকে যে সব দেশে ভ্রমণ করতে পিসিআর পরীক্ষার প্রয়োজন নেই তা হলঃ
- তুরস্ক
- ভারত
- মালদ্বীপ
- শ্রীলংকা
- নেপাল
- কেএসএ
- মিশর
- ওমান
- সংযুক্ত আরব আমিরাত
- পাকিস্তান
- যুক্তরাজ্য
- জার্মানি
- স্পেন
- ফ্রান্স
- ডেনমার্ক
- নরওয়ে
- ফিনল্যান্ড
- ইতালি
- সুইজারল্যান্ড
- বেলজিয়াম
- আয়ারল্যান্ড
- রোমানিয়া
- মেক্সিকো
- কম্বোডিয়া

সে সাথে বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রেও আর লাগছে না পি সি আর টেস্ট।

***********************************************************************


# # # ভ্রমণ এর তারিখ অবশ্যই শেষ ডোজ থেকে 6 মাসের মধ্যে হতে হবে।
# # # # যাত্রীদের অবশ্যই COVID-19 এর সম্পূর্ণ টিকা দেওয়ার সার্টিফিকেট জমা দিতে হবে। যে সমস্ত যাত্রী জমা দিতে ব্যর্থ হবেন তাদের যাত্রা শুরুর ৪৮ ঘন্টার মধ্যে কোভিড -19 পরীক্ষার নেতিবাচক রিপোর্ট এর সার্টিফিকেট জমা দিতে হবে।
# # # # সংশ্লিষ্ট এয়ারলাইন্স থেকে তাদের যাত্রীদের গন্তব্য দেশের COVID-19 সম্পর্কিত স্বাস্থ্য সম্পর্কে জেনে নিতে হবে এবং বিধিনিষেধ মানতে হবে।

**** সবার আগে ট্র্যাভেল আপডেট জানতে আমাদের পেজে লাইক এবং ফোলো দিয়ে রাখুন।

***********************************************************************

নেপাল ভ্রমণের জন্য নেপাল সরকার কিছু বিধিনিষেধ এর মাধ্যমে নেপাল টুরিজম ওপেন করে দিয়েছে। ১.দুই ডোজ ভ্যাকসিন নেওয়া থাকতে হব...
26/09/2021

নেপাল ভ্রমণের জন্য নেপাল সরকার কিছু বিধিনিষেধ এর মাধ্যমে নেপাল টুরিজম ওপেন করে দিয়েছে।

১.দুই ডোজ ভ্যাকসিন নেওয়া থাকতে হবে।
২. যাবার ৭২ ঘন্টা আগে করোনা টেস্ট করতে হবে।
৩.বাংলাদেশীরা আগের মতোই নেপাল ইমিগ্রেশন থেকে অন এরাইভাল ভিসা পাবে।

নেপাল এবং বাংলাদেশের মধ্যে চলাচল করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
এখনো ফ্লাইট চালুর ব্যাপারে কোন সংবাদ আসেনি।
ফ্লাইট চালু হলেই আমাদের নেপাল ভ্রমণ আবার আগের মতোই শুরু হয়ে যাবে।

18/09/2021

England has decided to move Bangladesh and seven other countries off the COVID-19 red list as it announces a major relaxing of travel rules for people coming in and out of the country.

30/08/2021

করোনাভাইরাসের টিকা নেওয়া ব্যক্তিদের পর্যটন ভিসা দেবে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ৩০ আগস্ট সোমবার থেকে নতুন এ নিয়ম ....

25/07/2021
06/07/2021

Sofia, Aya Sophia or Hagia Sophia officially known as Turkish: Ayasofya-i Kebir Cami-i Şerifi, literally Holy Mosque...

বিদেশগামী অভিবাসী ভাইবোনদের করোনার টিকা নিতে  করণীয় সম্পর্কে  বিএমইটির বিজ্ঞপ্তিটি দেখুন।অনেক প্রবাসী ভাই বোনের জাতীয় পর...
05/07/2021

বিদেশগামী অভিবাসী ভাইবোনদের করোনার টিকা নিতে করণীয় সম্পর্কে বিএমইটির বিজ্ঞপ্তিটি দেখুন।
অনেক প্রবাসী ভাই বোনের জাতীয় পরিচয় পত্র না থাকলেও এবং ৪০ বছরের কম বয়ষ্করাও টিকা নিতে পারবেন।
করোনার টিকা রেজিস্ট্রেশনের জন‍্য করণীয়ঃ
ধাপ-১ঃ
আপনার মোবাইলে Play Store এর মাধ‍্যমে Ami Probashi এপটি ডাউনলোড করুন। ডাউনলোড করে বিএমইটি রেজিস্ট্রেশন ফরমটি ফিল আপ করে আপনার পাসপোর্টের ২য় পৃষ্ঠার ছবি তুলে আপলোড করবেন। ফরমটি ফিল আপ করার সময় আপনার যে ফোন নম্বরটি দিবেন সেই নম্বরে একটি ভেরিফিকেশন কোড যাবে ফরম ফিল আপ করার সময় এ নম্বরটি ফরমে দিতে হবে।
আবেদন করার ৭২ ঘন্টা অথবা তার পূর্বেই আপনার পাসপোর্ট যাচাইয়ের (Validation) পর আপনার আবেদন সম্পূর্ণ হয়েছে মর্মে মেসেজ পেলে আপনাকে একটি নম্বর দেয়া হবে সে নম্বরে ৩০০ টাকা বিকাশ বা রকেটের মাধ্যমে পাঠাতে হবে। টাকা পাঠানোর পর আপনি বিএমইটি রেজিস্ট্রেশন নম্বর পাবেন।

বিকল্পঃ
আপনি যদি কোন কারণে Ami Probashi এপসের মাধ‍্যমে বিএমইটি রেজিস্ট্রেশন করতে না পারেন, তাহলে আগামীকাল থেকেই আপনার নিজ জেলার জেলা কর্মসংস্থান কার্যালয়/টিটিসি তে গিয়ে ফরম পূরণ করতে পারবেন, সেক্ষেত্রে আপনার পাসপোর্টের ফটোকপি ও ২০০ টাকা ফি নিয়ে যেতে হবে। তবে করোনা ও লকডাউনের মধ‍্যে অফিসে না গিয়ে নিজের বাড়িতে বসে আমি প্রবাসী (Ami Probashi) এপের মাধ‍্যমে করার চেষ্টা করুন। অফিসে গিয়ে রেজিস্ট্রশন করলেও আপনাকে আবার নিম্নোক্ত প্রক্রিয়ায় সুরক্ষা এপসে রেজিস্ট্রেশন করতে হবে।

ধাপ-২ঃ
Ami Probashi এপে অথবা জেলা কর্মসংস্থান কার্যালয় /টিটিসিতে উপরোক্ত রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর আপনি www.surokkha.gov.bd তে রেজিস্ট্রেশন করবেন। এ ওয়েবসাইটে আগামী ২/৩ দিন পর " বিদেশগামী বাংলাদেশী অভিবাসী কর্মী" নামের যে ফিল্ডটি প্রদর্শিত হবে তাতে ক্লিক করে প্রয়োজনীয় তথ‍্যাদি দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর মোবাইলে মেসেজের মাধ‍্যমে টিকা গ্রহণের তারিখ ও স্থান জানতে পারবেন।

বিঃ দ্রঃ (১)সৌদি আরব প্রবাসী যাদের এক ডোজ টিকা দেওয়ার ১৪ দিন বা তার আগেই ফ্লাইট রয়েছে তাদের টিকা নিয়ে কোন লাভ হবে না, কারণ তাদেরকে কোয়ারেন্টাইন করতেই হবে। অর্থাৎ এক ডোজ টিকা দেওয়ার ১৪ দিন পর ফ্লাই করলে আপনার কোয়ারেন্টাইন করতে হবে না, তবে সেক্ষেত্রে সৌদির Tawakkalna এপসে ডাটা এন্ট‍্রি দিতে হবে।
(২) যারা সৌদি আরবে এক ডোজ টিকা নিয়েছেন এবং তাওয়াক্কালনা এপসে তথ‍্য আছে তাদেরও সৌদি আরবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করতে হবে না।
(৩) ইতোমধ‍্যে দেশে যারা অক্সফোর্ড এস্ট্রাজেনেকার ২ ডোজ বা এক ডোজ টিকা নিয়েছেন তাদেরও কোয়ারেন্টাইন লাগবেনা, তবে সেক্ষেত্রে যাওয়ার এক সপ্তাহ পূর্বেই তাওয়াক্কালনা এপসে ডাটা এন্ট্রি করে নিতে হবে।

এই পোর্টালের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র ও সঠিক মোবাইল নম্বর যাচাইপূর্বক অনলাইনে নিবন্ধন সম্পন্ন করবেন। অনলাইনে ...

02/07/2021

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬Documents required for visa- A passport with six months validity on the date of application and it should have at least 2 empty pages.Pass...

Address

HOUSE NO # 03, ROAD NO # 15 HOUSING Estate MAIJDEE, NOAKHALI
Noakhali Sadar Upazila
3800

Telephone

+8801724184826

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ghurbaz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ghurbaz:

Videos

Share


Other Noakhali Sadar Upazila travel agencies

Show All

You may also like