17/08/2024
মাত্র ৩ টা শব্দ পালটে দিতে পারে জীবন ধারা...
আসুন চেষ্টা করে দেখি...
আলহামদুলিল্লাহ্ :-
সকল ক্ষেত্রে বিশেষত কেমন আছেন, কাজ হয়েছে কিনা, খেয়েছেন, করেছেন, বলেছেন ইত্যাদি সকল ক্ষেত্রে অন্তত বলুন, আলহামদুলিল্লাহ্। এতে আল্লাহ্ খুশি হোন।
ইনশাআল্লাহ্:-
ভবিষ্যতে করা, হওয়া, ঘটা, খাওয়া যাওয়া ইত্যাদি ভবিষ্যতগত ক্ষেত্রে সবসময় বলি ইনশাআল্লাহ্। এতে আল্লাহ্র বরকত থাকে ঐ কাজে।
আল্লাহুম্মাগফিরলি অথবা আস্তাগফিরুলাহ:-
যে কোনো ছোট খাট বা বড় ভুল হয়ে গেলে সাথে সাথে বলি, আল্লাহুম্মাগফিরলি অথবা আস্তাগফিরুলাহ। অর্থাৎ ভুল করে ফেলেছেন তাই আল্লাহ্র কাছে ক্ষমে চাচ্ছেন।
"ক্ষমাপ্রার্থনা কর, তোমার ক্রটির জন্যে" (৪৭ : ১৯)
"আল্লাহ্র কাছে ক্ষমা প্রার্থনা কর। নিশ্চয় আল্লাহ্ ক্ষমাশীল, দয়ালু।" (৪ : ১০৬)
সম্মানিত ভ্রাতৃবৃন্দ, ইসলাম আসলে অনেক সহজ।পালন করতে ভয় পাই তাই কঠিন লাগে। একবার চেষ্টা করে কিছু দিন চালিয়ে যান দেখবেন আপনার কাছে সহজ লাগছে। আল্লাহ্ রাব্বুল আমিন আমাদের সহায় হোন।
আমিন।