Maruf 's Travel Show

Maruf 's Travel Show Digital creator

08/11/2023
দিল্লি
08/11/2023

দিল্লি

আহমেদাবাদ, গুজরাটের বৃহত্তম বানিজ্যিক সিটি।মহাত্মা গান্ধীর শহর।এখানে মাছ,মাংস খাওয়া নিষেধ, এমনকি ডিমও না।এখানকার লোকজন ব...
08/11/2023

আহমেদাবাদ, গুজরাটের বৃহত্তম বানিজ্যিক সিটি।মহাত্মা গান্ধীর শহর।
এখানে মাছ,মাংস খাওয়া নিষেধ, এমনকি ডিমও না।এখানকার লোকজন বলে " নো কিলিং "। রুটি বা ভাতের সাথে শুধু সবজি ও ডাল। ফলমুল ও বিভিন্ন রকমের মিষ্টি প্রচুর। নিচের ছবিটি সব্জীর নীল বিরিয়ানি। খুব বাজে।কিন্তু দেখতে সুন্দর।

জ্যাম।পেছনের গাড়িগুলোর ধারনাই নাই,যে সামনের রাস্তা ফাঁকা।
19/10/2023

জ্যাম।
পেছনের গাড়িগুলোর ধারনাই নাই,যে সামনের রাস্তা ফাঁকা।

১ লা নভেম্বর থেকে ঢাকা-কক্সবাজার -ঢাকা  রুটে একটি নতুন আন্তঃনগর ট্রেন দিয়ে ট্রেন চলাচল শুরু হবে।ঢাকা থেকে ছাড়বে রাত ১১:১...
16/10/2023

১ লা নভেম্বর থেকে ঢাকা-কক্সবাজার -ঢাকা রুটে একটি নতুন আন্তঃনগর ট্রেন দিয়ে ট্রেন চলাচল শুরু হবে।
ঢাকা থেকে ছাড়বে রাত ১১:১৫, কক্সবাজার পৌঁছাবে সকাল ৭:১৫।
কক্সবাজার থেকে ছাড়বে দুপুর ১টায়, ঢাকা পৌঁছাবে রাত ৯ টায়।
এছাড়াও চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ও ঢাকাগামী তূর্ণা এক্সপ্রেস ট্রেনের রুট বর্ধিত করে কক্সবাজার-চট্টগ্রাম-ঢাকা রুটে চলাচল করবে। সকাল ৭:৪৫ এ ঢাকা ছেড়ে কক্সবাজার পৌঁছাবে বিকাল ৪টায়। ফিরতিযাত্রায় কক্সবাজার থেকে রাত ৮:৪৫ ছেড়ে ঢাকা পৌছাবে সকাল ৬টায়।

নিচের ছবিটি কক্সবাজার নব নির্মিত রেল স্টেশনের।

Mission Impossible without you.Happy anniversary ❤️
29/09/2023

Mission Impossible without you.
Happy anniversary ❤️

24/09/2023

বাংলাদেশের সবচেয়ে উঁচু রাস্তা।
Highest Motorable Road Bangladesh.




Maruf Hossain
Maruf 's Travel Show


আলিকদম টু থানচি
23/09/2023

আলিকদম টু থানচি

22/09/2023

মেরিন ড্রাইভ রোডে কক্সবাজার থেকে টেকনাফ।
রাতে এই রোডে প্রচুর পুলিশি তল্লাশি চলে।
প্রয়োজন ছড়া রাতে এই রোডে না যাওয়াই ভালো।
Maruf Hossain
Maruf 's Travel Show
Everyone


পরিবার হলো প্রকৃতির সেরা শিল্পকর্ম।
22/09/2023

পরিবার হলো প্রকৃতির সেরা শিল্পকর্ম।

Mount Everest এর আজকের ছবি।N⭕  Risk  N⭕  History.......
10/09/2023

Mount Everest এর আজকের ছবি।
N⭕ Risk
N⭕ History.......

https://youtu.be/qJZ9NKuDyNk?feature=shared
08/09/2023

https://youtu.be/qJZ9NKuDyNk?feature=shared

এক নজরে খাদিম নগর |Maruf's Travel Diary| Amir Parvez's Guest Hub #খাদিম_নগর ্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট। এখা...

নোহকালিকাই জলপ্রপাত। এই জলপ্রপাত এর নামকরণের করুন কাহিনি শুনলে চোখে জল আসতে বাধ্য। এর উচ্চতা ১১২০ ফুট। এটা ভারতের অন্যতম...
08/09/2023

নোহকালিকাই জলপ্রপাত।
এই জলপ্রপাত এর নামকরণের করুন কাহিনি শুনলে চোখে জল আসতে বাধ্য।

এর উচ্চতা ১১২০ ফুট। এটা ভারতের অন্যতম উঁচু জলপ্রপাত। মেঘালয় রাজ্যর চেরাপুঞ্জি যাওয়ার পথে দেখা মেলে এই জলপ্রপাতের।

কেউ গিয়েই সাথে সাথে এই ঝর্না দেখে ফেলেছে এমন লোকের সংখ্যা খুব কম।
বর্ষাকালে এটার দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার। সারাক্ষণ মেঘের সাথে লুকোচুরি করে এই ঝর্ণাটি। কখনো কখনো মেঘের চাদর সরিয়ে একটুখানি উকি মেরে যাবে। উকি মেরেই আবার লুকিয়ে যাবে মেঘের চাদরে।

স্থানীয়দের দাবি, শুধু সৌন্দর্যই নয় নোহকালিকাই ঝরনার নামকরণের নেপথ্যে রয়েছে যন্ত্রণার করুন কাহিনি৷ সেই কাহিনি শুনে আনন্দের মাঝেও চোখে জল আসে পর্যটকদের৷
খাসিয়াদের মাতৃতান্ত্রিক সমাজ৷ সমাজের নিয়ম মেনে বেশ সুষ্ঠু জীবন চলছিল রংযাইরতেহ গ্রামের বাসিন্দা লিকাই এর । মাত্র ১৯ বছর বয়সে স্বামীহারা হলেন লিকাই৷ এক সন্তানকে নিয়ে শুরু হল বৈধব্য যাপন৷ জঙ্গলে কাঠ বয়ে নিয়ে যাওয়ার কাজ করেই মা-মেয়ের সংসার চালান লিকাই৷ ইতিমধ্যেই এক যুবকের মনে দাগ কাটলেন লিকাই৷ কিন্তু মেয়ে থাকায় দ্বিতীয়বার আর ঘর বাঁধতে রাজি হননি একলা মা৷ যুবক ও নাছোর বান্দা। বেশ ঘোরাঘুরি শুরু করলেন লিকাই পেছনে।প্রতিনিয়তই প্রেম নিবেদন করতে থাকে যুবকটি। বেশ কয়েকদিন পর রাজি হয়ে যান লিকাই৷ আবারও বিয়ে করলেন তিনি৷খাসীয়াদের মাতৃতান্ত্রিক সামাজিক রীতি অনুযায়ী লিকাইয়ের বাড়িতে এসে সংসার করতে শুরু করল যুবক। দিনে লিকাই কাজ করেন৷ আর ঘরে মেয়েকে সামলান ওই যুবক৷ রাতে বাড়ি ফিরে মেয়েকে নিয়ে সময় কাটতে থাকে লিকাইয়ের৷ প্রথম কয়েকদিন বেশ ভালই লাগছিল তার৷ কিন্তু দীর্ঘদিন ধরে স্ত্রীর সাথে দুরত্বের জন্য লিকাইয়ের মেয়েকে দায়ী করতে থাকে যুবক৷ রীতিমতো আক্রোশ তৈরি হয়ে যায় মেয়েটির উপর৷ লিকাই বাড়ি থেকে বেড়িয়ে গেলেই মেয়েটিকে বেধড়ক মারধর করতে শুরু করত যুবক৷ যদিও তা ঘুণাক্ষরে টের পাননি লিকাই৷
একদিন কাজ সেরে বাড়ি ফিরে মেয়েকে দেখতে পাননি লিকাই৷ক্লান্ত শরীরে খিদে নিয়ে খেতে বসেন লিকাই।যুবকের রান্না করা মাংস দিয়ে ভাতও খেয়ে ফেলেন লিকাই৷ এরপর পান সাজতে বসেন৷ কিন্তু ওই কাজ করতে গিয়ে চক্ষু চড়কগাছ লিকাইয়ের৷ দেখতে পান পানের বাটা থেকে বেরচ্ছে কাটা আঙুল৷ মায়ের মন শিউরে ওঠে৷ এ আঙুল যে মেয়ের ছাড়া কারও নয়, তা বুঝতে এক মুহূর্তই যথেষ্ট৷
ইতিমধ্যেই বাড়ি ছেড়ে চলে গেছে লিকাইয়ের দ্বিতীয় স্বামী।
লিকাইয়ের চিতকার চেচামেচি তে আশেপাশের বাতাশ ভারী হয়ে যায়। তাকে খুঁজে বের করে আনেন গ্রামবাসীরা৷ নিজের মুখে লিকাইয়ের স্বামী স্বীকার করে কেবলমাত্র আক্রোশের বশেই মেয়েকে খুন করে সে হাড় ফেলে দেয় ওই ঝরনায়৷ মেয়ের মাংসই মাকে রান্না করে খাওয়ায় যুবক৷ তবে এত কিছুর মাঝে আঙুলটি ফেলতে ভুলে যায়৷ সে জন্য খুনের কথা টের পেয়ে যায় লিকাই৷ একথা শুনে শোকে পাথর হয়ে যান সন্তানহারা মা লিকাই৷ কারও কথা না শুনে দৌঁড়ে যান ঝরনার কাছে৷ সেখানেই ঝাঁপ দেন তিনি৷ আর কেউই লিকাইকে খুঁজে পাননি৷ তারপর থেকে লিকাইয়ের নাম অনুযায়ী ওই ঝরনার নাম হয়েছে নোহকালিকাই৷ স্থানীয়দের বিশ্বাস, ঝরনার জলেই যেন অমরত্ব লাভ করেছেন লিকাই।

যেখানেই ঘুরতে যাননা কেনো, মনে রাখবেন ঘুরতে গিয়ে আপনার দ্বারা যেনো পরিবেশের কোনো ক্ষতি না হয়৷

07/08/2023

,

গানের সাথে দৃশ্যের কোনো মিল নেই,যদি কেউ গানের সাথে দৃশ্যের মিল খুজে পায় তা হবে নিতান্তই কাকতালীয় ব্যাপার।

তপন চৌধুরীর টিনএজ বয়সের সেই বিখ্যাত গান।




Everyone
Maruf 's Travel Show

26/07/2023

প্রায় তেরো হাজার ফুট উপরে ৪৫ ফুট গভীরতায় পাহাড়ের মাঝে চমৎকার একটি লেক সাঙ্গু লেক।
যে লেক বছরের বিভিন্ন সময় বিভিন্ন রুপ ধারন করে।কখনো বরফে ঢেকে থাকে,কখনো মেঘে মেঘে থাকে।

#সোমগোলেক



Send a message to learn more

⭕xygen
20/07/2023

⭕xygen

তিস্তা ব্যারেজভারত থেকে নেমে আসা ঢল এই ব্যারেজের ৪৪ টি গেট দিয়ে ঠেকানোর চেষ্টা করা হয় মাত্র। ৬১৫ মিটার দৈর্ঘ্য এই ব্যারে...
11/07/2023

তিস্তা ব্যারেজ
ভারত থেকে নেমে আসা ঢল এই ব্যারেজের ৪৪ টি গেট দিয়ে ঠেকানোর চেষ্টা করা হয় মাত্র।
৬১৫ মিটার দৈর্ঘ্য এই ব্যারেজটি নিলফামারীর ডালিয়া উপজেলায় ও লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার মধ্যবর্তি তিস্তা নদীর উপর অবস্থিত।
যা নিলফামারী ও লালমনিরহাটের মধ্যে যোগাযোগের অন্যতম মাধ্যম।
এখানে রাত্রি যাপনের জন্য পানি উন্নয়ন বোর্ডের সুন্দর রেস্ট হাউজ আছে।

অবশ্যই পরিপূর্ণ বর্ষায় আসবেন।

02/07/2023

পাহাড়ে বসন্ত আসে বর্ষায়।

EID MUBARAK 🌙🎆
29/06/2023

EID MUBARAK 🌙🎆

Forget your age.If you have dreams to trek on tour.you are still young.
29/05/2023

Forget your age.
If you have dreams to trek on tour.
you are still young.

ট্যুরের জন্য কতো বকা শুনি,বিপদে পরি,নোটিশ খাই,প্রমোশন হয় না,তবুও ট্যুর ছাড়তে পারলাম না।
05/05/2023

ট্যুরের জন্য কতো বকা শুনি,বিপদে পরি,নোটিশ খাই,প্রমোশন হয় না,
তবুও ট্যুর ছাড়তে পারলাম না।

29/04/2023

কুয়াকাটা থেকে সুন্দরবন (পূর্বাংশ)। ভয়ংকর এক সমুদ্র যাত্রা।

climbing...... ❤️
07/04/2023

climbing...... ❤️

24/03/2023
17/02/2023

#টিউলিপ
#তেতুলিয়া

Send a message to learn more

ধন্যবাদ সময় টিভি
29/01/2023

ধন্যবাদ সময় টিভি

ক্ষমতালিপ্সা, নোংরা রাজনীতি আর অর্থের লোভে সংঘঠিত হয়েছিল কারবালার...

28/12/2022

দুর অজানায় যাই হারিয়ে।

09/11/2022

Madhubkundo water fall.
Moulvibazar.

01/11/2022

তেতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা

Address

Pabna
6600

Telephone

+8801761788235

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maruf 's Travel Show posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Maruf 's Travel Show:

Videos

Share

Category


Other Tour Guides in Pabna

Show All