17/10/2024
" #হিমালয়ের_গল্প_বলি "
তখন বিকেল,সন্ধ্যা নামতে আর কিছু সময় বাকী।
সকালের পরিকল্পনা অনুযায়ী আমরা রাতে যেখানে থাকবো সেখানে পৌছাতে হয়ত আর ৩০ মিনিট মত সময় লাগবে।সন্ধ্যার সাথে সাথে অন্ধকার নেমে আসে।সবাই একটু দ্রুত যাচ্ছি। আমাদের সাথে থাকা শেরপা বেশ খানিকটা এগিয়ে আছে।তখন আমরা ১৫০০০ ফুট উপরে আছি।চারপাশে গাছপালা হীন ধুসর পাহাড়।
রাতে যেখানে থাকবো সেটা একটা ইয়াক চাষির গৃহস্থ ঘর।এই পথের পরিব্রাজকরা সাধারণত টাকার বিনিময়ে এই বাড়িতেই থাকে।বাড়ির কাছাকাছি আসতেই হঠাৎ আমার ভিষণ মাথা ব্যাথা শুরু হলো।যদিও কয়েকদিন থেকে মাথা ব্যাথা হচ্ছিল, এখন ব্যাপক আকার ধারণ করলো।সাথে বমিও হলো। এগিয়ে থাকা শেরপা দ্রুত দৌড়ে কাছ এলো।আমি পাথুরে পথে বসে পরলাম।পাশে থাকা বন্ধু কবীর ও সবাই মিলে ধরে বাড়ির ভিতরে নিয়ে গেলো।১০ মিনিটের ব্যাবধানে কয়েকবার বমিও হলো।শেরপা পকেট থেকে পালস অক্সিমিটার বের করে শরীরের অক্সিজেন লেবেল মাপলো।আমার কানে অস্পষ্ট ভেসে আসলো " oh sixty five "।সবার চোখ দেখি বড় বড় হয়ে গেছে। আমিও কিছুটা ঘাবড়ে গেলাম।বুকে ভিষন চাপ অনুভব করছি। #তবে_কি_আমি_মারা_যাচ্ছি। সাথে সাথে বন্ধু কবীর ব্যাগ থেকে কয়েকটা অক্সিজেন বোতল বের করে মাক্সসহ আমার মুখে ধরলো।১০ মিনিট,২০ মিনিট,৩০ মিনিট।সবাই নিস্তব্ধ, কারো মুখে কথা নেই।সবাই আমার চারদিকে দারিয়ে। পুরো ব্যাগভর্তি পোর্টেবল অক্সিজেন বোতল।পর পর ৩টা বোতল শেষ। আস্তে আস্তে স্বাভাবিক হতে লাগলো বুকের চাপ।আমি নিজে আরো কিছুক্ষণ আরো ২ বোতল নিলাম। তারাতাড়ি গৃহানি ইয়াকের স্যুপ সাথে আলু দিয়ে তৈরি করে জোর করে খাওয়ালো।আহ।মাথা টিপে দিলো।মনে হলো এ যাত্রায় বেচে গেলাম।
সুন্দর পরিপাটি গৃহস্তের আাবাস।কিন্তু টয়লেটের অবস্থা বেমানান।ইয়াকের গোবর জমিয়ে রাখে রান্নার জন্য। এই গহীন গ্রামেও বিদ্যুৎ আছে।
বিস্তারিত আসছে শীঘ্রই..........
fans
Maruf Hossain