Maruf 's Travel Show

Maruf 's Travel Show Digital creator

হাল ছেড়ো না বন্ধু। যে কোনো সময় আঁধার কেটে যেতে পারে,যা তুমি কল্পনাও করো নাই।জুম্মা মোবারক।
22/11/2024

হাল ছেড়ো না বন্ধু। যে কোনো সময় আঁধার কেটে যেতে পারে,যা তুমি কল্পনাও করো নাই।
জুম্মা মোবারক।

09/11/2024

শাহপরীর দ্বীপ
নভেম্বর'২৪

📸 রিয়াজ ভাই

fans

Maruf Hossain

যেখানে যাওয়া যতো কঠিন,মানুষের সেইখানে যাওয়ার প্রবনতা ততো বেশী।  fans
25/10/2024

যেখানে যাওয়া যতো কঠিন,
মানুষের সেইখানে যাওয়ার প্রবনতা ততো বেশী।


fans


সময় হলে পড়ে দেখতে পারেন।ই প্রথম আলোর বেড়ানো পাতায়।
22/10/2024

সময় হলে পড়ে দেখতে পারেন।
ই প্রথম আলোর বেড়ানো পাতায়।

ঠান্ডায় জমে যাচ্ছি। সবাই দৌড়ে তাঁবুতে ঢুকলাম। তাঁবুর ওপরে ইয়াকের পশম লাগানো। ১১ জন এক তাঁবুতেই। সারা দিনের ক্লান...

" #হিমালয়ের_গল্প_বলি "তখন বিকেল,সন্ধ্যা নামতে আর কিছু সময় বাকী। সকালের পরিকল্পনা অনুযায়ী আমরা রাতে যেখানে থাকবো সেখানে ...
17/10/2024

" #হিমালয়ের_গল্প_বলি "
তখন বিকেল,সন্ধ্যা নামতে আর কিছু সময় বাকী।
সকালের পরিকল্পনা অনুযায়ী আমরা রাতে যেখানে থাকবো সেখানে পৌছাতে হয়ত আর ৩০ মিনিট মত সময় লাগবে।সন্ধ্যার সাথে সাথে অন্ধকার নেমে আসে।সবাই একটু দ্রুত যাচ্ছি। আমাদের সাথে থাকা শেরপা বেশ খানিকটা এগিয়ে আছে।তখন আমরা ১৫০০০ ফুট উপরে আছি।চারপাশে গাছপালা হীন ধুসর পাহাড়।

রাতে যেখানে থাকবো সেটা একটা ইয়াক চাষির গৃহস্থ ঘর।এই পথের পরিব্রাজকরা সাধারণত টাকার বিনিময়ে এই বাড়িতেই থাকে।বাড়ির কাছাকাছি আসতেই হঠাৎ আমার ভিষণ মাথা ব্যাথা শুরু হলো।যদিও কয়েকদিন থেকে মাথা ব্যাথা হচ্ছিল, এখন ব্যাপক আকার ধারণ করলো।সাথে বমিও হলো। এগিয়ে থাকা শেরপা দ্রুত দৌড়ে কাছ এলো।আমি পাথুরে পথে বসে পরলাম।পাশে থাকা বন্ধু কবীর ও সবাই মিলে ধরে বাড়ির ভিতরে নিয়ে গেলো।১০ মিনিটের ব্যাবধানে কয়েকবার বমিও হলো।শেরপা পকেট থেকে পালস অক্সিমিটার বের করে শরীরের অক্সিজেন লেবেল মাপলো।আমার কানে অস্পষ্ট ভেসে আসলো " oh sixty five "।সবার চোখ দেখি বড় বড় হয়ে গেছে। আমিও কিছুটা ঘাবড়ে গেলাম।বুকে ভিষন চাপ অনুভব করছি। #তবে_কি_আমি_মারা_যাচ্ছি। সাথে সাথে বন্ধু কবীর ব্যাগ থেকে কয়েকটা অক্সিজেন বোতল বের করে মাক্সসহ আমার মুখে ধরলো।১০ মিনিট,২০ মিনিট,৩০ মিনিট।সবাই নিস্তব্ধ, কারো মুখে কথা নেই।সবাই আমার চারদিকে দারিয়ে। পুরো ব্যাগভর্তি পোর্টেবল অক্সিজেন বোতল।পর পর ৩টা বোতল শেষ। আস্তে আস্তে স্বাভাবিক হতে লাগলো বুকের চাপ।আমি নিজে আরো কিছুক্ষণ আরো ২ বোতল নিলাম। তারাতাড়ি গৃহানি ইয়াকের স্যুপ সাথে আলু দিয়ে তৈরি করে জোর করে খাওয়ালো।আহ।মাথা টিপে দিলো।মনে হলো এ যাত্রায় বেচে গেলাম।

সুন্দর পরিপাটি গৃহস্তের আাবাস।কিন্তু টয়লেটের অবস্থা বেমানান।ইয়াকের গোবর জমিয়ে রাখে রান্নার জন্য। এই গহীন গ্রামেও বিদ্যুৎ আছে।

বিস্তারিত আসছে শীঘ্রই..........


fans


Maruf Hossain

01/10/2024

স্পেশাল ডিনার বন্ধুর নিমন্ত্রণে।

Finally We Reached at LHASA..Lhasa is the highest  Altitude capital in the world 11,995 feet.Lhasa is The capital of Mag...
01/10/2024

Finally We Reached at LHASA..
Lhasa is the highest Altitude capital in the world 11,995 feet.
Lhasa is The capital of Magistracy TIBET.


fans



01/10/2024

এই প্রথম আমি চালক বিহীন গাড়িতে চড়লাম।
দারুণভাবে ট্রাফিক সিগন্যাল মেইনটেইন করছে।
জ্যামে পরলে দারিয়ে যাচ্ছে।

01/10/2024

এই প্রথম আমি চালক বিহীন গাড়িতে চড়লাম।
ট্রাফিক সিগন্যাল মেইনটেইন করে দারুণভাবে চলছে।

29/09/2024

আমরা এই ছয় দিনে দুটো হোটেল চেঞ্জ করেছি,সবগুলোই পাঁচ তারকা বিশিষ্ট এবং একই অবস্থা,সব গুলোর ভাড়া সারে সাত'শ আরএমবি'র উপরে।
কি আর করা সিচুয়েশন মেনে নিয়ে বিকল্প অবস্থায় দিন পার করছি।

28/09/2024

বুলেট ট্রেনে পঞ্চগড় থেকে কক্সবাজার যাচ্ছি।১০০০ কিলোমিটার যাবো ৩ ঘন্টায়।
মাঝে বগুড়া, ঢাকা,কুমিল্লা ও চট্টগ্রামে স্টপেজ আছে ।

Expectations From New Bangladesh 🇧🇩 ❤️

27/09/2024

এভারেস্ট বেস ক্যাম্প (১৮০০০ ফুট) যাওয়ার প্রস্তুতি স্বরূপ আজ Wudang Mountain ২০০০ মিটার বা ৬০০০ ফুট সামিট করলাম।

Wudang Mountains (Hubei Province ,China)

আমরা দুএক দিনের মধ্যেই তিব্বতের উদ্দেশ্য উড়াল দিবো।

 অবশেষে আমরা যাচ্ছি। তিব্বত হয়ে এভারেস্টের বেস ক্যাম্প ১৮০০০ ফুট পর্যন্ত পৌছানোর উদ্দেশ্যে।China Southern Airlines এর এয়...
23/09/2024


অবশেষে আমরা যাচ্ছি।
তিব্বত হয়ে এভারেস্টের বেস ক্যাম্প ১৮০০০ ফুট পর্যন্ত পৌছানোর উদ্দেশ্যে।
China Southern Airlines এর এয়ার বাসে করে গোয়াংজো এর উদ্দেশ্য রওনা দিলাম।

বিসমিল্লাহি মাজরে-হা ওয়া মুরসা-হা, ইন্না রব্বি লা গাফুরুর রহিম।

 Mission Everest Base Camp (18000 ft)  from Tibet side.Maruf 's Travel Show  #কৃতজ্ঞতা দৈনিক ইছামতি দৈনিক বিবৃতি দৈনিক স...
22/09/2024


Mission Everest Base Camp (18000 ft) from Tibet side.
Maruf 's Travel Show

#কৃতজ্ঞতা
দৈনিক ইছামতি
দৈনিক বিবৃতি
দৈনিক সিনসা
দৈনিক জোড় বাংলা
দৈনিক জীবনকথা


.

fans


Address

Pabna
6600

Telephone

+8801761788235

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maruf 's Travel Show posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Maruf 's Travel Show:

Share

Category


Other Tour Guides in Pabna

Show All