Panchagarh tourist management centre

Panchagarh  tourist management centre আল্লাহর সৃষ্টি কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে?
(4)

(আর রহমান)সৃষ্টি কুলের অপার সৌন্দর্য উপভোগ করতে আসুন বিশ্ব ঘুরি।বাংলাদেশ ও ভারতের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে -ব্যাচ ট্যুর,গ্রুপ /ফ্যামিলির জন্য আমরা ট্যুর বিমান/বাস/হোটেল/খাবার/গাইডার সেবা দিয়ে থাকি।

নিজেকে উজাড় করে ভালোবেসো,উপভোগ করে নিও 🍀কেননা এ মায়া কেবল নিজেকে জড়িয়ে রাখতে চায় 😇 মুক্তির পথ ভুলিয়ে দিতে চায়🍁এমন একটি ...
23/11/2024

নিজেকে উজাড় করে ভালোবেসো,উপভোগ করে নিও 🍀
কেননা এ মায়া কেবল নিজেকে জড়িয়ে রাখতে চায় 😇 মুক্তির পথ ভুলিয়ে দিতে চায়🍁
এমন একটি রাত নিজেকে নিয়ে মিলিয়ে গেলে কেমন হবে! ওই দূর আকাশে 🏔️

আসুন পরিচিত হই   #দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী কিছু দর্শনীয় স্থানের সাথে 🍁🍁আরো কিছু জায়গা থেকে থাকলে কমেন্টে জানাবেন 🥰ধন্যব...
20/11/2024

আসুন পরিচিত হই #দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী কিছু দর্শনীয় স্থানের সাথে 🍁🍁
আরো কিছু জায়গা থেকে থাকলে কমেন্টে জানাবেন 🥰
ধন্যবাদ।
Panchagarh tourist management centre


আজকের আপডেট  ২০/১১/২০২৪ দেখা দিয়েছে! আবারো দেখা দিয়েছে  #কাঞ্চনজঙ্ঘা 🥹অজস্র নয়নের প্রশান্তি আর প্রতীক্ষার নয়নাভিরাম  র...
20/11/2024

আজকের আপডেট ২০/১১/২০২৪

দেখা দিয়েছে! আবারো দেখা দিয়েছে #কাঞ্চনজঙ্ঘা 🥹
অজস্র নয়নের প্রশান্তি আর প্রতীক্ষার নয়নাভিরাম রুপ নিয়ে নতুন সাজে সেজেছে আবারো 🏔️🏜️



#পঞ্চগড়

সকল সৌন্দর্যের সমাপ্তি আমার দেশের সীমানা অব্দি 😐
19/11/2024

সকল সৌন্দর্যের সমাপ্তি আমার দেশের সীমানা অব্দি 😐




মন খারাপের দিনে🏔️ মানসিক  রিফ্রেশমেন্ট পেতে  চলুন  ঘুরে আসি  পঞ্চগড়ে। (বাংলার ইউরোপ খ্যাত) সত্যিই মনমুগ্ধকর সবুজের সমার...
18/11/2024

মন খারাপের দিনে🏔️ মানসিক রিফ্রেশমেন্ট পেতে চলুন ঘুরে আসি পঞ্চগড়ে। (বাংলার ইউরোপ খ্যাত) সত্যিই মনমুগ্ধকর সবুজের সমারোহ আর প্রাকৃতিক শীতলতার ছোয়া 🥹
একটুখানি মানসিক প্রশান্তির জন্য এমন একটি রাত ,কিছু কাছের বন্ধু 🥹🫠আর কি চাই🏜️

বন্ধু চল...... কবে যাবি বল?
ওহ হ্যাঁ ,ছ্যাকা আর প্যাল্কা কিন্তু জ্বিভে না লাগালে.. সত্যি ই ছ্যাঁকা খাবেন 😉😀


🎉 Facebook recognised me as a top rising creator this week!
18/11/2024

🎉 Facebook recognised me as a top rising creator this week!

 #চরকুকরিমুকরি চলুন ঘুরি  পুরো বাংলা জুড়ি🍀       উত্তর টু দক্ষিণ🏜️কুকরি-মুকরি হচ্ছে বাংলাদেশের, ভোলা জেলার চরফ্যাশন উপজে...
17/11/2024

#চরকুকরিমুকরি চলুন ঘুরি পুরো বাংলা জুড়ি🍀
উত্তর টু দক্ষিণ🏜️

কুকরি-মুকরি হচ্ছে বাংলাদেশের, ভোলা জেলার চরফ্যাশন উপজেলা কুকরী মুকরী ইউনিয়ন অবস্থিত একটি দ্বীপ (চর)।এটি ভোলা জেলার সর্ব দক্ষিণে অবস্থিত এক অপরুপ লীলাভূমি 🥹🥹
আমাদের সাথে যেতে চান ?
তবে চলুন গ্রুপে জয়েন করি...
বিস্তারিত জানতে ইনবক্সে যোগাযোগ করি 😍
ধন্যবাদ।



আজকের আপডেট ১৭/১১/২০২৪ ঘন কুয়াশায় ছেয়ে গেছে  #পঞ্চগড়।  #কাঞ্চনজঙ্ঘা দেখা দেয়নি আজও 😇হাড় হিম শীতল অনূভুতি নিয়ে সেজেছে নতু...
17/11/2024

আজকের আপডেট ১৭/১১/২০২৪
ঘন কুয়াশায় ছেয়ে গেছে #পঞ্চগড়। #কাঞ্চনজঙ্ঘা দেখা দেয়নি আজও 😇
হাড় হিম শীতল অনূভুতি নিয়ে সেজেছে নতুন সাজে উত্তরের শেষ এই জনদপ 🍀শীত প্রেমিদের দিচ্ছে ডাক 😋বাকিরা দূরে থাক 🏔️😉

16/11/2024

হামার কাথা কিছু কি বুঝিলেন? না বুঝিলে শিখে লেন 😉🥰
#পঞ্চগড়

পঞ্চগড় আসার আগে একবার পরিচিত হয়ে নিন জেলাটির সাথে 🍀🏜️ এবং কোন কোন জায়গা গুলো ঘুরে দেখা প্র‍্যয়োজন জেনে নিন🍀জেলা-পঞ্চগড়।ব...
16/11/2024

পঞ্চগড় আসার আগে একবার পরিচিত হয়ে নিন জেলাটির সাথে 🍀🏜️ এবং কোন কোন জায়গা গুলো ঘুরে দেখা প্র‍্যয়োজন জেনে নিন🍀

জেলা-পঞ্চগড়।
বিভাগ- রংপুর।

পঞ্চগড় জেলার যেসব উপজেলা-

আটোয়ারী উপজেলা,
তেতুলিয়া উপজেলা,
দেবীগঞ্জ উপজেলা,
পঞ্চগড় সদর উপজেলা
বোদা উপজেলা

কেউ কেউ মনে করে থাকেন যে, প্রাচীনকালে পুণ্ড্রবর্ধন রাজ্যের অর্ন্তগত ‘পঞ্চনগরী’ নামে একটি অঞ্চল ছিল। কালক্রমে পঞ্চনগরী ‘পঞ্চগড়’ নামে আত্মপ্রকাশ করে। ‘পঞ্চ’ (পাঁচ) গড়ের সমাহার ‘পঞ্চগড়’ নামটির অপভ্রংশ ‘পঞ্চগড়’ দীর্ঘকাল এই জনপদে প্রচলিত ছিল। কিন্তু এই অঞ্চলের নাম যে পঞ্চগড়-ই ছিল সে ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত হওয়া যায় না। পঞ্চগৌড়ের একটি অংশ হিসেবে প্রাকৃত ভাষার বৈশিষ্ট্য অনুযায়ী পঞ্চগড়ের নামকরণের সম্ভাবনা থেকে যায়। অর্থাৎ পঞ্চগৌড় > পঞ্চগোড় > পঞ্চগড়। অবশ্য আরেকটি বহুল প্রচলিত ধারণা মতে, এই অঞ্চলের পাঁচটি গড়ের সুস্পষ্ট অবস্থানের কারণেই "পঞ্চগড়" নামটির উৎপত্তি। গড়গুলো হলো:

ভিতরগড়
মিরগড়
রাজনগড়
হোসেনগড়
দেবনগড়

আবার কিছুটা ভিন্ন মতে ‘পঞ্চ’ শব্দের অর্থ 'পাঁচ', আর ‘গড়’ শব্দের অর্থ 'বন বা জঙ্গল'। ভারত বিভাগের আগে এই অঞ্চল জঙ্গলাকীর্ণ থাকায়, তা থেকেও এলাকার নাম হতে পারে 'পঞ্চগড়'। যদিও বর্তমানে জনবসতি গড়ে ওঠায় বনভূমি প্রায় নেই বললেই চলে।

পঞ্চগড়ে আমি মোট ৪ বার গিয়েছি। আমি ছুটে চলেছি বাংলাদেশের পথে প্রান্তরে।বাংলার ইতিহাস, ঐতিহ্য ,মাটি এবং মানুষের সাথে মেশার চেষ্টা করেছি।

ইতিহাস ঐতিহ্য এবং ঐতিহাসিক স্থাপনা ছিলো আমার ভ্রমণের মূল কেন্দ্রবিন্দু। আমি ভ্রমণ করি জানার জন্য এবং তা জানানোর জন্য।আমার ভ্রমণের প্রত্যেকটা গল্প এই পেইজে লেখা আছে খুজলেই পেয়ে যাবেন।ঐতিহাসিক স্থাপনা আমার ভ্রমণের মূল আকর্ষণ।বাংলাদেশ ইতিহাস সমৃদ্ধ একটা জনপদ এর রয়েছে হাজার বছরের ইতিহাস এবং দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রায় তিন হাজারের মত ঐতিহাসিক স্থাপনা।

সবুজ শ্যামল এই বাংলার পথে প্রান্তরে আমার পায়ের ছাপ পরে থাকুক, বাংলার অনেক পথ এখনো আমার অচেনা, অনেক দেখা বাকি আমৃত্যু চলুক এই পথচলা।

Bohemian Faisal-বোহেমিয়ান ফয়সাল ভাইয়া অসাধারণ একটি লেখনি যা আমাদের জেলাকে আমাদের সাথে নতুন করে পরিচয় করিয়ে দিতে সাহায্য করেছেন ।ধন্যবাদ ভাইয়া😇🍀



#আমারদেখাবাংলাদেশ #কাঞ্চনজঙ্ঘা Panchagarh tourist management centre

আজকের আপডেট ১৬\১১\২০২৪আকাশ মেঘলা থাকায় আজও দেখা দেয়নি  #কাঞ্চনজঙ্ঘা 😇তবে শীতের ছোয়া লেগেছে উত্তরের এই নগরীতে। হাড় হিম কর...
16/11/2024

আজকের আপডেট
১৬\১১\২০২৪
আকাশ মেঘলা থাকায় আজও দেখা দেয়নি #কাঞ্চনজঙ্ঘা 😇তবে শীতের ছোয়া লেগেছে উত্তরের এই নগরীতে। হাড় হিম করা ঠান্ডার যে কি অনূভুতি!! গায়ে না মাখলে বুঝতেই পারবেন না 🥶🥶 সাথে মিরগড়ের টোপা🥹😋 আর রক্স মিউজিয়াম ।
প্রতিদিনের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।
ধন্যবাদ🌱

16/11/2024

সোনালী কাঞ্চনজঙ্ঘা 🏔️🥰🥹

ভ্রমন পিপাসুদের নতুন গন্তব্য.. 🏔️চুংদার বক রিসোর্ট 🏜️লামা বান্দরবান।
16/11/2024

ভ্রমন পিপাসুদের নতুন গন্তব্য..
🏔️চুংদার বক রিসোর্ট 🏜️লামা বান্দরবান।

ব্রহ্মাণ্ড কে কম্পন থেকে রক্ষা করতেই এই বিশালতার সৃষ্টি।  বিশালতার মাঝে নয়ন মিলালে  মন বড় হয়ে 🍀🌍 #কাঞ্চনজঙ্ঘা
15/11/2024

ব্রহ্মাণ্ড কে কম্পন থেকে রক্ষা করতেই এই বিশালতার সৃষ্টি। বিশালতার মাঝে নয়ন মিলালে মন বড় হয়ে 🍀🌍
#কাঞ্চনজঙ্ঘা

"আজকের পত্রিকায় "১৫/১১/২০২৪ হেমন্তের আগমনী বার্তায় ,হাড় কাপানো ঠান্ডায় 🥶 হিমালয় কন্যায়! দুর্বল হার্টের মানুষ হলে আসবেন ন...
15/11/2024

"আজকের পত্রিকায় "১৫/১১/২০২৪

হেমন্তের আগমনী বার্তায় ,হাড় কাপানো ঠান্ডায় 🥶 হিমালয় কন্যায়! দুর্বল হার্টের মানুষ হলে আসবেন না!!🤭😋
#পঞ্চগড়

কাজী এন্ড কাজী টি স্টেট ( Kazi & Kazi Tea Estate Limited ), পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার রওশনপুর নামক গ্রামে অবস্থিত।...
14/11/2024

কাজী এন্ড কাজী টি স্টেট ( Kazi & Kazi Tea Estate Limited ), পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার রওশনপুর নামক গ্রামে অবস্থিত। শহর থেকে কাজী টি এস্টেট এর দূরত্ব আনুমানিক ৫৫ কিলোমিটার। প্রকৃতি আর আধুনিকতা যখন মিশে যায় তখন এক আদি আর অকৃত্রিম নৈসর্গিক পরিবেশের সৃষ্টি হয়, যার দেখা পাবেন আপনি কাজী এন্ড কাজী টি এস্টেটে গেলে। বাংলাদেশের একমাত্র অর্গানিক চা বাগান এটি। সৌখিনতায় মানুষ কী কী করতে পারে তার এক নিদর্শন হচ্ছে কাজী এন্ড কাজী টি এস্টেটের ব্যক্তিগত বাংলো এবং অফিস কার্যালয়ের পুরো জায়গাটি।

দৃষ্টিনন্দন গেট দিয়ে ভেতরে ঢুকেই হাতের ডান দিকে আপনার জন্যে অপেক্ষা করছে লতাপাতার ছায়ায় অন্ধকারাচ্ছন্ন এক প্রবেশপথ। চারিদিকে সবুজের সমারোহে হারিয়ে যখন আপনি সে পথের শেষ প্রান্তে আসবেন, তখন আধুনিক ধাঁচে গড়া কিছু দৃষ্টিনন্দন কটেজ আপনার দৃষ্টি কাড়বে। ভেতরে একটা লেকও আছে, তার পাশেই কয়েকটা কটেজ এবং লেকের ঠিক মাঝেই ব্রিজ পেরিয়ে যাওয়া যায় দৃষ্টিনন্দন বিশ্রামাগারে।

গাছগাছালির ভিড়ে এরকম দৃষ্টিনন্দন কটেজ আপনাকে মুগ্ধ করবে। ব্রিজ থেকে শুরু করে হাঁটার রাস্তা, লেক, বিশ্রামাগার, বাংলো, কাঠের কটেজ সবকিছুতেই আভিজাত্য আর নান্দনিকতার স্পষ্ট ছাপ পাবেন। খোলা মাঠে কিছু ঘোড়াকে দেখবেন ঘাস খেতে। এছাড়া এখানে সমতল চা বাগানও তো আছেই।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Panchagarh tourist management centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Panchagarh tourist management centre:

Videos

Share

Category

Nearby travel agencies