16/11/2024
পঞ্চগড় আসার আগে একবার পরিচিত হয়ে নিন জেলাটির সাথে 🍀🏜️ এবং কোন কোন জায়গা গুলো ঘুরে দেখা প্র্যয়োজন জেনে নিন🍀
জেলা-পঞ্চগড়।
বিভাগ- রংপুর।
পঞ্চগড় জেলার যেসব উপজেলা-
আটোয়ারী উপজেলা,
তেতুলিয়া উপজেলা,
দেবীগঞ্জ উপজেলা,
পঞ্চগড় সদর উপজেলা
বোদা উপজেলা
কেউ কেউ মনে করে থাকেন যে, প্রাচীনকালে পুণ্ড্রবর্ধন রাজ্যের অর্ন্তগত ‘পঞ্চনগরী’ নামে একটি অঞ্চল ছিল। কালক্রমে পঞ্চনগরী ‘পঞ্চগড়’ নামে আত্মপ্রকাশ করে। ‘পঞ্চ’ (পাঁচ) গড়ের সমাহার ‘পঞ্চগড়’ নামটির অপভ্রংশ ‘পঞ্চগড়’ দীর্ঘকাল এই জনপদে প্রচলিত ছিল। কিন্তু এই অঞ্চলের নাম যে পঞ্চগড়-ই ছিল সে ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত হওয়া যায় না। পঞ্চগৌড়ের একটি অংশ হিসেবে প্রাকৃত ভাষার বৈশিষ্ট্য অনুযায়ী পঞ্চগড়ের নামকরণের সম্ভাবনা থেকে যায়। অর্থাৎ পঞ্চগৌড় > পঞ্চগোড় > পঞ্চগড়। অবশ্য আরেকটি বহুল প্রচলিত ধারণা মতে, এই অঞ্চলের পাঁচটি গড়ের সুস্পষ্ট অবস্থানের কারণেই "পঞ্চগড়" নামটির উৎপত্তি। গড়গুলো হলো:
ভিতরগড়
মিরগড়
রাজনগড়
হোসেনগড়
দেবনগড়
আবার কিছুটা ভিন্ন মতে ‘পঞ্চ’ শব্দের অর্থ 'পাঁচ', আর ‘গড়’ শব্দের অর্থ 'বন বা জঙ্গল'। ভারত বিভাগের আগে এই অঞ্চল জঙ্গলাকীর্ণ থাকায়, তা থেকেও এলাকার নাম হতে পারে 'পঞ্চগড়'। যদিও বর্তমানে জনবসতি গড়ে ওঠায় বনভূমি প্রায় নেই বললেই চলে।
পঞ্চগড়ে আমি মোট ৪ বার গিয়েছি। আমি ছুটে চলেছি বাংলাদেশের পথে প্রান্তরে।বাংলার ইতিহাস, ঐতিহ্য ,মাটি এবং মানুষের সাথে মেশার চেষ্টা করেছি।
ইতিহাস ঐতিহ্য এবং ঐতিহাসিক স্থাপনা ছিলো আমার ভ্রমণের মূল কেন্দ্রবিন্দু। আমি ভ্রমণ করি জানার জন্য এবং তা জানানোর জন্য।আমার ভ্রমণের প্রত্যেকটা গল্প এই পেইজে লেখা আছে খুজলেই পেয়ে যাবেন।ঐতিহাসিক স্থাপনা আমার ভ্রমণের মূল আকর্ষণ।বাংলাদেশ ইতিহাস সমৃদ্ধ একটা জনপদ এর রয়েছে হাজার বছরের ইতিহাস এবং দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রায় তিন হাজারের মত ঐতিহাসিক স্থাপনা।
সবুজ শ্যামল এই বাংলার পথে প্রান্তরে আমার পায়ের ছাপ পরে থাকুক, বাংলার অনেক পথ এখনো আমার অচেনা, অনেক দেখা বাকি আমৃত্যু চলুক এই পথচলা।
Bohemian Faisal-বোহেমিয়ান ফয়সাল ভাইয়া অসাধারণ একটি লেখনি যা আমাদের জেলাকে আমাদের সাথে নতুন করে পরিচয় করিয়ে দিতে সাহায্য করেছেন ।ধন্যবাদ ভাইয়া😇🍀
#আমারদেখাবাংলাদেশ #কাঞ্চনজঙ্ঘা Panchagarh tourist management centre