Latest IT

Latest IT Travel Visa, Air Ticket (Domestic & International) Hotel Train Ticket Latest Travel Info

06/09/2024

এয়ারপোর্টে নতুন ভাবে ফ্রী যে সকল সুযোগ সুবিধা পাবেন-
১. ফ্রি টেলিফোন।
২. ফ্রি ওয়াইফাই।
৩. হেল্প ডেক্স, কাষ্টমার সার্ভিস।
৪. দ্রুত ল্যাগেজ প্রদান।
৫. ভালো ব্যবহার।
৬. ল্যাগেজ ভাঙ্গলে বা কোনো কিছু চুরি হলে, কর্মিদের বেতন থেকে #টাকা কাটা হবে।

06/09/2024

#সীম্যান/ #নাবিক (রেটিং) কোর্সে ভর্তির আবেদন-
আবেদন করতে সরাসরি আমাদের অফিসে চলে আসুন।
আমাদের অফিসের ঠিকানা: সিউর ট্রাভেল-Sure Travel #বন্দরটিলা সিটি কর্পোরেশন ভবন ৩য় তলায় _01866166443
4/9/24 থেকে 30/9/24

03/08/2024

#বাংলাদেশের কোন #বিমানবন্দর কখনও বন্ধ ছিলো না, বন্ধ হবার কোন ঘোষণা দেয়নি সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব থেকে সতর্ক থাকুন। 🙏

#ফ্লাইট শিডিউল পরিবর্তন বা বাতিলের বিষয়টি এয়ারলাইনের নিজস্ব সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।

আপনি যে #ফ্লাইটের #টিকিট কেটেছেন, তা বাতিল বা সময় পরিবর্তন হয়েছে কী না তা আপনাকে নিশ্চিত করতে পারবে এয়ারলাইন। তাই ফ্লাইট সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আপনি যে এয়ারলাইনের টিকিট কেটেছেন, সেই এয়ারলাইনের সাথে যোগাযোগ করুন।

18/07/2024
10/06/2024

🍁 Almond (আঃমনড) -- বাদাম
🍁 Amla (আমলা)-- আমলকী
🍁 Apple (অ্যাপল) -- আপেল
🍁 Black Berry (ব্ল্যাক বেরি) -- কালজাম
🍁 Banana (ব্যানানা) -- কলা
🍁 Berry (বেরি) -- জাম
🍁 Bokhara Plum ( বোখরা প্লাম) -- আলু বোখারা
🍁 Cashew Nut (ক্যাসুনাট) -- কাজুবাদাম
🍁 Citron (সাইট্রন) -- কাগজী লেবু
🍁 Coconut (কোকোনাট) -- নারিকেল
🍁 Cucumber (কিউকাম্বার) -- শসা
🍁 Custard Apple (কাস্টার্ড অ্যাপল) -- আতা
🍁 Date (ডেট) -- খেজুর
🍁 Fig (ফিগ) -- ডুমুর.
🍁 Grape (গ্রেপ) -- আঙ্গুর
🍁 Green Coconut (গ্রাউন্ড কোকোনাট) -- ডাব
🍁 Ground Nut (গ্রাউন্ড নাট) -- চীনা বাদাম
🍁 Guava (গোয়াবা) -- পেয়ারা
🍁 Jack Fruit (জ্যাক ফ্রুট) -- কাঁঠাল
🍁 Lemon ( লেমন) -- লেবু
🍁 Lime (লাইম) -- বাতাবী লেবু
🍁 Lychee (লিচি) -- লিচু
🍁 Mango (ম্যাংগো) – আম

09/06/2024

শাক সবজির ইংরেজী নাম:

শাক সবজি (Vegetables)
গোল আলু – Potato (পটেটো)
টমেটো – Tomato (টম্যাটো)
গোল/তাল বেগুন – Brinjal (ব্রিনজাল)
লম্বা বেগুন – Eggplant (এগপ্লান্ট)
করলা – Balsam Apple (বোলসাম এ্যাপেল)
পটল – Pointed gourd (পয়েন্টেড গোর্ড)
লাউ/কদু – Bottle Gourd (বটল গোর্ড)
মটর শুঁটি – Green Pea(গ্রীন পী)
কাঁচা পেঁপে – Green Papaya (গ্রীন পাপ্যায়া)
কাঁকরোল – Sweet Bitter Gourd (সুইট বিটার গোর্ড)
শসা – Cucumber (কিউকাম্বার)
গাঁজর – Carrot (ক্যারট)
ফুলকপি – Cauliflower (কলি ফ্লাওয়ার)
মুলা – Radish (র‍্যাডিস)
ঝিংগে – Rige Gourd (রিজ গোর্ড)
চাল কুমড়া – Green Cucumber (গ্রীন কিউকাম্বার)
মিষ্টি আলু – Sweet Potato (সুইট পটেটো)
সাজনা – Drum Stick (ড্রাম স্টিক)
বরবটি – Asparagus Bean (অ্যাস্প্যারাগাস বিন)
চিচিংগা/চিচিংগা – Snake Gourd (স্নেক গোর্ড)
মিষ্টি কুমড়া – Pumpkin (পামকিন)
কাঁচা কলা – Green Banana (গ্রীন ব্যানানা)
পুঁই শাক – Basil (বেসিল)
পালং শাক – Spinach (স্পিনাজ)
কচু – Arum (অ্যারাম)
কচুর লতি – Arum (অ্যারাম)
Arum-lobe কচুর লতি।
সিম – Bean (বিন)
ঢেঁড়স – Lady’s Finger (লেডিস ফিংগার)
কচুর ছড়া – Arum (অ্যারাম)
কলার মোচা – Plantain Flower (প্লান্টেইন ফ্লাওয়ার)
কলমি শাক – Bindweed (বাইন্ডউইড)
শালগম – Turnip (টারনিপ)
লাল শাক – Read Leafy (রেড লিফি)
Cress হেলেঞ্চা শাক।
বাঁধাকপি – Cabbage (ক্যাবেজ)
মাশরুম – Mushroom (মাশরুম)
ভূট্টা – Maize (মেইজ)
শিমলা মরিচ – Capsicum (ক্যাপ্সিকাম)
পেঁয়াজ – Onion (অনিয়ন)
রসুন – Garlic (গার্লিক)
আদা – Zinger (জিনজার)
হলুদ – Turmeric (টার্মারিক)
মরিচ – Red Chili (রেড চিলি)
ধনে পাতা – Coriander (করিয়্যান্ডার)
পুদিনা পাতা – Mint (মিন্ট)
লেবু – Lemon (লেমন)
কাঁচা মরিচ – Green Chili (গ্রীন চিলি)
Zucchini ধুন্দুল।
Leek পেঁয়াজ পাতা।
Grum ছোলা।
Lentils মসুর ডাল।
Lettuce লেটুসপাতা।
Drum-stick সজনে।
Eggplant সাদা বেগুন।

08/06/2024

সন্তানের জন্য বাবার লেখা অসাধারন এক চিঠি।ভালো লাগলে আপনার সন্তানদেরও পড়তে দিন❤

প্রিয় সন্তান,,
আমি তোমাকে ৩ টি কারনে এই চিঠিটি লিখছি...

১। জীবন, ভাগ্য এবং দুর্ঘটনার কোন নিশ্চয়তা নেই, কেউ জানে না সে কতদিন বাঁচবে।

২। আমি তোমার বাবা, যদি আমি তোমাকে এই কথা না বলি, অন্য কেউ বলবে না।

৩। যা লিখলাম, তা আমার নিজের ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতা- এটা হয়তো তোমাকে অনেক অপ্রয়োজনীয় কষ্ট পাওয়া থেকে রক্ষা করতে পারে।

জীবনে চলার পথে এগুলো মনে রাখার চেষ্টা কোরো:

১। যারা তোমার প্রতি সদয় ছিল না, তাঁদের উপর অসন্তোষ পুষে রেখোনা। কারন, তোমার মা এবং আমি ছাড়া, তোমার প্রতি সুবিচার করা কারো দায়িত্বের মধ্যে পড়েনা। আর যারা তোমার সাথে ভালো ব্যবহার করেছে - তোমার উচিত সেটার সঠিক মূল্যায়ন করা এবং কৃতজ্ঞ থাকা। তবে তোমার সতর্ক থাকতে হবে এজন্য যে, প্রতিটি মানুষেরই প্রতি পদক্ষেপের নিজ নিজ উদ্দেশ্য থাকতে পারে। একজন মানুষ আজ তোমার সাথে ভালো- তার মানে এই নয় যে সে সবসময়ই ভালো থাকবে। কাজেই খুব দ্রুত কাউকে প্রকৃত বন্ধু ভেবোনা। ♦

২। জীবনে কিছুই কিংবা কেউই "অপরিহার্য" নয়, যা তোমার পেতেই হবে। একবার যখন তুমি এ কথাটির গভীরতা অনুধাবন করবে, তখন জীবনের পথ চলা অনেক সহজ হবে - বিশেষ করে যখন বহুল প্রত্যাশিত কিছু হারাবে, কিংবা তোমার তথাকথিত আত্মীয়-স্বজনকে তোমার পাশে পাবেনা। ♦

3. জীবন সংক্ষিপ্ত।
আজ তুমি জীবনকে অবহেলা করলে, কাল জীবন তোমাকে ছেড়ে চলে যাবে। কাজেই জীবনকে তুমি যতো তাড়াতাড়ি মূল্যায়ন করতে শিখবে, ততোই বেশী উপভোগ করতে পারবে। ♦

৪. ভালবাসা একটি ক্ষণস্থায়ী অনুভূতি ছাড়া কিছুই নয়। মানুষের মেজাজ আর সময়ের সাথে সাথে এই অনুভূতি বিবর্ণ হবে। যদি তোমার তথাকথিত কাছের মানুষ তোমাকে ছেড়ে চলে যায়, ধৈর্য ধরো, সময় তোমার সব ব্যথা-বিষন্নতা কে ধুয়ে-মুছে দেবে। কখনো প্রেম-ভালবাসার মিষ্টতা এবং সৌন্দর্যকে নিয়ে বাড়াবাড়ি করবেনা, আবার ভালবাসা হারিয়ে বিষণ্ণতায়ও অতিরঞ্জিত হবে না।♦

৫. অনেক সফল লোক আছেন যাদের হয়তো উচ্চশিক্ষা ছিলনা- এর অর্থ এই নয় যে তুমিও কঠোর পরিশ্রম বা শিক্ষালাভ ছাড়াই সফল হতে পারবে! তুমি যতোটুকু জ্ঞানই অর্জন করোনা কেন, তাই হলো তোমার জীবনের অস্ত্র। কেউ ছেঁড়া কাঁথা থেকে লাখ টাকার অধিকারী হতেই পারে, তবে এজন্য তাকে অবশ্যই পরিশ্রম করতে হবে।♦

৬. আমি আশা করি না যে, আমার বার্ধক্যে তুমি আমাকে আর্থিক সহায়তা দিবে। আবার আমিও তোমার সারাজীবন ধরে তোমাকে অর্থ সহায়তা দিয়ে যাবনা। যখনি তুমি প্রাপ্তবয়স্ক হবে, তখনি বাবা হিসেবে আমার অর্থ-সহায়তা দেবার দিন শেষ। তারপর, তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে- তুমি কি পাবলিক পরিবহনে যাতায়াত করবে, নাকি নিজস্ব লিমুজিন হাঁকাবে; গরীব থাকবে নাকি ধনী হবে। ♦

৭. তুমি তোমার কথার মর্যাদা রাখবে, কিন্তু অন্যদের কাছে তা আশা করোনা। মানুষের সাথে ভালো আচরন করবে, তবে অন্যরাও তোমার সাথে ভালো থাকবে- তা প্রত্যাশা করবেনা। যদি তুমি এটি না বুঝতে পারো, তবে শুধু অপ্রয়োজনীয় যন্ত্রণাই পাবে। ♦

৮. আমি অনেক বছর ধরে লটারি কিনেছি, কিন্তু কখনও কোন পুরষ্কার পাইনি। তার মানে হলো এই যে- যদি তুমি সমৃদ্ধি চাও তবে কঠোর পরিশ্রম করতে হবে। বিনামূল্যে কোথাও কিছু জুটবে না। ♦

৯. তোমার সাথে আমি কতোটা সময় থাকবো- সেটা কোন ব্যাপার না। বরং চলো আমরা আমাদের একসাথে কাটানো মুহুর্তগুলো উপভোগ করি ...মূল্যায়ন করি। ♦

——————
ভালোবাসা সহ,
তোমার বাবা......

বাবাটি হলেন একজন চাইল্ড সাইকোলজিষ্ট এবং হংকং-এর প্রখ্যাত টিভি সম্প্রচারকারী। তার কথাগুলো বয়োজ্যেষ্ঠ, বয়োকনিষ্ঠ, বৃদ্ধ কিংবা তরুন, শিশু, আমাদের সবার জন্যই প্রযোজ্য। ❣️

+সংগৃহীত)

07/06/2024

★জেনে নিন চট্টগ্রাম মহানগরীতে কত নাম্বার বাস কোন রুটে চলে।

🛑১- রুটঃ নিউ মার্কেট - লালদীঘি - আন্দরকিল্লা - সিরাজ উদ দৌলা রোড - চকবাজার - কাপাসগোলা - বাদুড়তলা - বহদ্দারহাট
🛑২- রুটঃ নিউমার্কেট- টাইগারপাস-লালখানবাজার-ওয়াসা-জিইসি-২নং গেইট -মুরাদপুর -বহদ্দারহাট -কালুরঘাট
🛑৩- রুটঃ নিউ মার্কেট - ডি.সি. হিল - কাজীর দেউরী - আলমাস - গোলপাহাড় - প্রবর্তক মোড়- মুরাদপুর - বিবিরহাট - অক্সিজেন - নতুনপাড়া - আমানবাজার - বড়দিগির পাড় - ফতেয়াবাদ - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
🛑৪- রুটঃ নিউ মার্কেট - টাইগারপাস - লালখাঁন বাজার - ওয়াসা মোড় - গরীবুল্লাহ শাহ মাজার/জিইসি - ঝাউতলা - একে খান - কর্ণেল হাট - ফৌজদারহাট - ভাটিয়ারী
🛑৬- রুটঃ লালদীঘি - নিউ মার্কেট - টাইগার পাস - দেওয়ানহাট - বাদামতলী মোড় (আগ্রাবাদ) - বারেক বিল্ডিং - সল্টগোলা - ইপিজেড - বন্দরটিলা - সিমেন্ট ক্রসিং - কাঠগড় - সী বিচ
🛑৭- রুটঃ কোতোয়ালি - নিউ মার্কেট - বিআরটিসি বাস স্ট্যান্ড - কদমতলী - টাইগারপাস - দেওয়ানহাট মোর - চৌমুহনী মোড় - বাদামতলী মোড় - বেপারী পাড়া - মুহুরী পাড়া - শান্তিবাগ - আগ্রাবাদ - আগ্রাবাদ একসেস রোড - এসি মসজিদ - নয়াবাজার - সরাইপাড়া - সাগরিকা - অলংকারমোড় - একে খান
🛑৮- রুটঃ নিউ মার্কেট - টাইগার পাস - লালখান বাজার - জিইসি - ২ নং গেট - বায়েজিদ বোস্তামী - অক্সিজেন
🛑১০- রুটঃ কালুরঘাট - কাপ্তাই রাস্তার মাথা - বহদ্দারহাট - মুরাদপুর - ২ নং গেট - জিইসি - লালখান বাজার - টাইগার পাস - দেওয়ানহাট - বাদামতলী মোড় (আগ্রাবাদ) - বারেক বিল্ডিং - সল্টগোলা - ইপিজেড - বন্দরটিলা - সিমেন্ট ক্রসিং - কাঠগড়
🛑১১- রুটঃ ভাটিয়ারী - কর্ণেল হাট - একে খান - নয়া বাজার - বড়পোল - সল্টগোলা ক্রসিং - ইপিজেড - বন্দরটিলা - কাঠগড় - সী বিচ.........

06/06/2024

AC ব্যবহারকারীদের জন্য বেশ উপকারে আসবে এমন অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিলাম ( যা প্রায় সবাই জানতে চাই )

**ফিল্টার ক্লিন করার পরও এসিতে ঠান্ডা কম দিলে একজন টেকনিশিয়ান দিয়ে এসির গ্যাসের প্রেশার চেক করে নিন।

২২ নং গ্যাসের রানিং প্রেশার (যখন এসি চালু থাকে) ৫৫-৬৫ পিএসআই।

৪১০ নং গ্যাসের রানিং প্রেশার ১৪০-১৫০ পিএসআই।

৩২ নং গ্যাসের রানিং প্রেশার ১২০-১৩০ পিএসআই।

**একটি ইনভার্টার এসি তার সেট টেম্পারেচার থেকে রুম টেম্পারেচারের ৪-৫ ডিগ্রির ব্যবধানে যে কুলিং দেয়, (নন ইনভার্টারের ক্ষেত্রে আউটডোর চালু থাকলেই হবে) তা হলো লো ফ্যান+কুল মোডে ৭-৯ ডিগ্রি।
মিড ফ্যান+কুল মোডে ৯-১১ ডিগ্রি।
হাই ফ্যান+কুল মোডে ১১-১৪ ডিগ্রি।
এয়ার গাইডার/এয়ার ব্লেডের একটু ভেতরে একটি থার্মোমিটার দিয়ে এই কুলিং মাপা হয়। অনেকে ডিজিটাল থার্মোমিটার দিয়ে মেপে থাকে, আমি এনালগ দিয়ে মেপে নিই।

**একটি ১ টনের এসির জন্য ১.৫/২.৫ আরএমের তার, ১.৫ টনের এসির জন্য ২.৫ আরএমের তার, ২-৩ টনের এসির জন্য ৪ আরএমের তার নিতে হয়।

**১টনের এসির সকেট ১৩ অ্যাম্পিয়ার, ১.৫ টনের এসির সকেট ১৬ অ্যাম্পিয়ার।
২টনের এসির সকেট ১৬ অ্যাম্পিয়ার।

**১ টনের জন্য ডাবল পোলের ব্রেকার ১০ অ্যাম্পিয়ার।
১.৫ টনের জন্য ডাবল পোলের ব্রেকার ১৬ অ্যাম্পিয়ার।
২টনের জন্য ডাবল পোলের ব্রেকার ২০ অ্যাম্পিয়ার।

**এসির আউটডোরের এঙ্গেল ১০০০-১২০০ টাকা।
রেপিং টেপ-১০০ টাকা।
পিভিসি টেপ ২০-২৫ টাকা।
১টি রয়েল প্ল্যাগ+১টি নাট-বোল্ট প্রতি সেট ২০ টাকা।
হোয়াইট সিমেন্ট কেজি ৮০-১০০ টাকা।

**সাধারণত এসির ইনডোর+আউটডোর কানেকটিং পাইপের মিনিমাম লেন্থ হচ্ছে ১০ ফুট, ম্যাক্সিমাম ৩০ ফুট পর্যন্ত দেওয়া যেতে পারে। পাইপের লেন্থ ২০ ফুটের বেশি দিলে প্রতি ফুটের জন্য ৫-১০ গ্রাম গ্যাস দিতে হয়। ২০ ফুট পর্যন্ত গ্যাস দেওয়ার তেমন দরকার হয় না।

**চিকন+মোটা পাইপ ২টিকে একত্রে ১ ফুট ধরা হয়। প্রতি ফুট পাইপ+ইনসুলেশনের দাম ৩৫০-৪০০ টাকা ধরা হয়।

**এসির আউটডোর পাইপে আইস দেখেও এসির সমস্যা ধরা যায়। চিকন+মোটা ২ পাইপে আইস আসা মানে, ইনডোরের ফ্যান খারাপ, ইনডোর ফ্যান বন্ধ। ইনডোরের ফ্যানের বাতাস একেবারে কম।

মোটা পাইপে আইস আসা মানে ইনডোর ফ্যান দূর্বল, ইনডোরে অতিরিক্ত ডাস্ট।

চিকন পাইপে আইস আসা মানে এসিতে গ্যাস কম, এসিতে লিকেজ আছে।

**একটি ৪১০গ্যাসের ১.৫ টনের এসিতে গ্যাস থাকে/লাগে ১ কেজির মতো।
একটি ৩২ গ্যাসের ১.৫টনের এসিতে গ্যাস থাকে/লাগে ৭০০-৮০০ গ্রামের মতো।

**১কেজি ৪১০ গ্যাসের দাম হচ্ছে কোম্পানি ভেদে ৫০০-৬০০ টাকা।
১কেজি ৩২ গ্যাসের দাম হচ্ছে কোম্পানি ভেদে ৭০০-৮০০ টাকা।

** এসি শিফটিংয়ের সময় এসিতে গ্যাস দিতে হয় না, গ্যাস লক করে এসি খোলা যায়। ফিটিংস করার পর আবারও গ্যাসের লক খুলে দেওয়া যায়।

** যাদের এসির রিমোট নষ্ট, তারা দারাজ থেকে কপি কিনতে পারবেন, ৩০০-৪০০ টাকার ভেতরে। কপি নিলে অনেকগুলোতে সুয়িং ফিচার কাজ করে না, বাকি সব ফিচার চলে ঠিকমতো।

** ইনডোরকে হাইড্রোওয়াশের সময় পানির স্পিড বেশি দেওয়া যাবে না, বেশি স্পিডে হাইড্রোওয়াশ করলে সুয়িং ব্লেডে সমস্যা হয়, ব্লেড টাল হয়, পরবর্তীতে এসি থেকে আওয়াজ হতে থাকে।

**যারা বারান্দায় এসির আউটডোর রাখেন, বাচ্চাদের হাতের নাগালে এসি থাকলে একটি Rccb লাগিয়ে নিতে পারেন। এতে করে এসি থেকে বেবিরা শক্ খাবে না। লিকেজ কারেন্ট রেটিং ৩০এমএ-এর গুলো বাসা/বাড়ির জন্য পারফেক্ট।
_সংগৃহীত

05/05/2024

শাক সবজির ইংরেজী নাম:

শাক সবজি (Vegetables)
গোল আলু – Potato (পটেটো)
টমেটো – Tomato (টম্যাটো)
গোল/তাল বেগুন – Brinjal (ব্রিনজাল)
লম্বা বেগুন – Eggplant (এগপ্লান্ট)
করলা – Balsam Apple (বোলসাম এ্যাপেল)
পটল – Pointed gourd (পয়েন্টেড গোর্ড)
লাউ/কদু – Bottle Gourd (বটল গোর্ড)
মটর শুঁটি – Green Pea(গ্রীন পী)
কাঁচা পেঁপে – Green Papaya (গ্রীন পাপ্যায়া)
কাঁকরোল – Sweet Bitter Gourd (সুইট বিটার গোর্ড)
শসা – Cucumber (কিউকাম্বার)
গাঁজর – Carrot (ক্যারট)
ফুলকপি – Cauliflower (কলি ফ্লাওয়ার)
মুলা – Radish (র‍্যাডিস)
ঝিংগে – Rige Gourd (রিজ গোর্ড)
চাল কুমড়া – Green Cucumber (গ্রীন কিউকাম্বার)
মিষ্টি আলু – Sweet Potato (সুইট পটেটো)
সাজনা – Drum Stick (ড্রাম স্টিক)
বরবটি – Asparagus Bean (অ্যাস্প্যারাগাস বিন)
চিচিংগা/চিচিংগা – Snake Gourd (স্নেক গোর্ড)
মিষ্টি কুমড়া – Pumpkin (পামকিন)
কাঁচা কলা – Green Banana (গ্রীন ব্যানানা)
পুঁই শাক – Basil (বেসিল)
পালং শাক – Spinach (স্পিনাজ)
কচু – Arum (অ্যারাম)
কচুর লতি – Arum (অ্যারাম)
Arum-lobe কচুর লতি।
সিম – Bean (বিন)
ঢেঁড়স – Lady’s Finger (লেডিস ফিংগার)
কচুর ছড়া – Arum (অ্যারাম)
কলার মোচা – Plantain Flower (প্লান্টেইন ফ্লাওয়ার)
কলমি শাক – Bindweed (বাইন্ডউইড)
শালগম – Turnip (টারনিপ)
লাল শাক – Read Leafy (রেড লিফি)
Cress হেলেঞ্চা শাক।
বাঁধাকপি – Cabbage (ক্যাবেজ)
মাশরুম – Mushroom (মাশরুম)
ভূট্টা – Maize (মেইজ)
শিমলা মরিচ – Capsicum (ক্যাপ্সিকাম)
পেঁয়াজ – Onion (অনিয়ন)
রসুন – Garlic (গার্লিক)
আদা – Zinger (জিনজার)
হলুদ – Turmeric (টার্মারিক)

 #ডাচবাংলা_ব্যাংকের হযরানির শেষ কোথায়? গার্মেন্টস শ্রমিকদের ঈদের বোনাস  বেতন ৫ তারিখ থেকেই হয়, বেতন তুলতে এটিএম বুথে দ...
10/04/2024

#ডাচবাংলা_ব্যাংকের হযরানির শেষ কোথায়?
গার্মেন্টস শ্রমিকদের ঈদের বোনাস বেতন ৫ তারিখ থেকেই হয়, বেতন তুলতে এটিএম বুথে দীর্ঘ সময় লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয় গার্মেন্টস
নিরিহ শ্রমিকদের ।
# এসব শ্রমিকদের সময়ের মূল্য নাই?
কয়েকদিন যাবত বুথে টাকা থাকে না টাকা থাকলে নেটওয়ার্ক থাকে না,
গার্মেন্টস থেকে বের হয়ে বেতন তুলার জন্য এই বুথ থেকে ঐ বুথে যাওয়া সময় নষ্ট করে শ্রমিকদের কে হয়রানি করা হচ্ছে।
বিশেষ করে #ইপিজেড এলাকায় এই সমস্যা #ফ্রিপোর্ট, #বন্দরটিলা #সিমেন্টক্রসিং, #কাঠগড় পর্যন্ত।
আমরা এই হয়রানি থেকে মুক্তি পাব কবে???

29/03/2024

গাথুনী এবং প্লাস্টারের হিসাব(টাইমলাইনে রেখে দিন)
গ্রুপের সাথেই থাকি প্রয়োজনীয় কিছু শিখি👆
১০” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে।
০৫” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে।
গাথুনী এর প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়।
নিচের ছলিং এ প্রতি ০১’ (স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে।পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়।
০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়।সিএফটি অর্থাৎ ঘনফুট।
এসএফটি অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে।কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়।
ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।* ১ ঘনমিটার ইটের গাথুনীর ওজন ১৯২০ কেজি।
* ১ ব্যাগ সিমেন্টে পানি লাগে ২১ লিটার।
* ১০০ এস,এফ,টি প্লাষ্টারে ১:৪ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।
* গাথুনীর প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়। সিলিং প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়।
* প্রতি এস,এফ,টি নিট ফিনিশিং করতে = ০.০২৩৫ কেজি সিমেন্ট লাগে।
* মসলা ছাড়া ১ টি ইটের মাপ = (৯ ১/২”*৪ ১/২”*২ ৩/৪”)
মসলাসহ = (১০”*৫”৩”)10 mm =1 cm
100 cm = 1 m (মিটার)Convert
1″ = 25.4 mm
1″ = 2.54 cm
39.37″ = 1 m
12″ = 1′ Fit
3′ = 1 Yard (গজ)
1 Yard = 36″
72 Fit = 1 bandil.
রডের পরিমান নির্ণয় করার পদ্ধতি
10 mm = 0.616 kg/m = 3 suta
12 mm = 0.888 kg/m = 4 suta
16 mm = 1.579 kg/m = 5 suta
20 mm = 2.466 kg/m = 6 suta
22 mm = 2.983 kg/m = 7 suta
25 mm = 3.854 kg/m = 8 suta
রডের ওজন
৮ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১২০ কেজি।
১০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১৮৮ কেজি।
১২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.২৭০৬ কেজি।
১৬ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৪৮১২ কেজি।
২০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৭৫১৮ কেজি।
২২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৯০৯৭ কেজি।
২৫ মিলি মিটার এক ফুট রডের ওজন =১.১৭৪৭ কেজি।
উপরে যে কনভার্ট সিস্টেম দেয়া হয়েছে, এর প্রতিটি যদি আপনার জানা থাকে তাহলে বাস্তবে কাজ করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে।যেমন, ইঞ্জিনিয়ারিং সিস্টেমে রডের আন্তর্জাতিক হিসাব করা হয় kg/m এ।আবার বাংলাদেশে সাধারন লেবারদের সাথে কাজ করার সময় এই হিসাব জানা একান্তই জরুরী এছাড়া ও নিম্নোক্ত বিষয় টিও জেনে রাখুন . . . .
8 mm -7 feet -1 kg
10 mm -5 feet -1 kg
12 mm -3.75 feet – 1 kg
16 mm -2.15feet -1kg

কাঁটা চামচ ব্যবহারের টেবল ম্যানার্স।
29/03/2024

কাঁটা চামচ ব্যবহারের টেবল ম্যানার্স।

28/03/2024

সাবধান*******সাবধান*******সাবধান*********
****ঈদের আগে শপিং করবেন যারা সাবধান****

সম্প্রতি একটা কেমিক্যাল এর ব্যবহার তথ্য প্রযুক্তির কল্যাণে কিছু অসৎ মানুষের হাতে পড়েছে। কেমিক্যাল টার নাম হচ্ছে স্কোপোলামিন। এটা সাধারণত সাড়ে তিন ফিট দূর থেকেও বাতাসের মাধ্যমে একজন মানুষকে আসক্ত করতে পারে। এই কেমিক্যালটা আমাদের ন্যাসাল রুটের মাধ্যমে যখন ভেতরে প্রবেশ করে তখন মানুষের মস্তিষ্কের প্রাইমারি ইনিশিয়াল স্টেজ অফ থিংকিং সহজ বাংলায় বললে মানুষের চিন্তা করার ক্ষমতা নষ্ট করে দেয়। যে কারণে মানুষ তাৎক্ষণিকভাবে সামনে থাকা মানুষের নাচের পুতুলে পরিণত হয়। তখন আপনাকে ওই লোক যা কমান্ড দেবে আপনি সেটাই করবেন। এটা থেকে বাঁচতে আমি কিছু বিষয়ের কথা বলছি এগুলো মাথায় রাখবেন।

১. অপরিচিত কারো থেকে কোন কিছু খাবেন না সে যত ভালই মনে হোক না কেন।

২. সব সময় মাস্ক পরবেন।

৩. আপনার মুখের সামনে অপরিচিত কোন লোকের হাত আনতে দিবেন না হাতটা আপাত দৃষ্টিতে খালি মনে হলেও।

৪. যেন তারা লোকের কাছ থেকে মাস্ক কিনবেন না।

৫. একা যাত্রী হয়ে কোন গাড়িতে উঠবেন না।

৬. সিটে অথবা সিটের আশেপাশে পড়ে থাকা পানি কখনোই চোখে মুখে দিবেন না।

৭. অপরিচিত কোন লোক আপনার এড্রেস জানার জন্য কোন কাগজ হাতে দিতে চাইলে সেটা ধরবেন না।

৮. কোন কাগজ ঠিকানা দেখার বাহানা করে আপনার চোখের সামনে আনতে দেবেন না।

৯. গাড়ির ভেতরে কেউ আপনাকে মুখ দিয়ে বাতাস করার সাথে সাথে চিৎকার করে উঠবেন। আশেপাশে থাকা সবাইকে অবহিত করবেন যে আমি যদি অজ্ঞান হয়ে যাই তার জন্য আমার এই পাশে বসা লোক দায়ী।

১০. দেখতে একেবারে হুজুর, দেখে মনে হবে মৃত্যুর পরে ১০ হাজার ফেরেশতা ওনাকে গার্ডও বনা দেবে এরকম কোন লোক ইফতারের সময় ইফতার অথবা খেজুর দিলে খাবেন না। অনেক সময় মানুষকে বিশ্বাস করানোর জন্য ছোলা এবং মুড়ির ভেতরে কোন কিছু দেওয়া থাকে না। সেটা আগে নিজেরা খেয়ে মানুষকে বিশ্বাস অর্জন করে ওটার মাঝখান দিয়ে হয়তো খেজুর অথবা পানির ভেতরে কিছু দিয়ে দিতে পারে।

১১. গাড়ির ভেতরে কারো সঙ্গে বন্ধুত্ব করবেন না মনে রাখবেন গাড়ি থেকে নেমে গেলেই আপনাদের বন্ধুত্ব শেষ হয়ে যাবে তার চাইতে ভালো গাড়ির ভেতরে বন্ধুত্ব নাই হোক।
১২. মাস্ক বিষয়ে সতর্ক হবেন অবশ্যই কাপড়ের মাস্ক ব্যবহার করবেন

১৩. আমার মোবাইলে ঘড়ির টাইমটা একটু ঠিক করে দেন এ কথা বলে হাতে কোন মোবাইল দিতে চাইলে সেটা নিবেন না। কারন স্কোপোলামিন আপনার হাতে লাগলে আপনি মনের অজান্তেই কখনো মুখের কাছে নেবেন এটা একটা স্বাভাবিক। আর ওটার জন্যই ফাঁদ পেতে ওয়েট করবে ওই লোক।

28/03/2024

একটি আত্মবিধ্বংসী জাতির ধ্বংসের উপাখ্যানঃ
◑ দুধে: ফরমালিন।
◑ গরুর দুধ বৃদ্ধিতে: পিটুইটারী গ্ল্যান্ড ইনজেকশন।
◑ মাছে: ফরমালিন।
◑ শাকসবজি টাটকা রাখতে: কপার সালফেট।
◑ আম, লিচু জাম পাকাতে: কারবাইড।
◑ আম, লিচু, জাম সংরক্ষণে: ফরমালিন।
◑ ফল গাছে থাকতেই: হরমোন ও কীটনাশক।
◑ তরমুজে সিরিন্জ দিয়ে দেয়: পটাশিয়াম পার ম্যাঙ্গানেট।
◑ কলা পাকানো হয়: ক্যালসিয়াম কারবাইড।
◑ কফি পাউডারে: তেঁতুলের বিচির গুড়া।
◑ মসলায়: ইটের গুড়া।
◑ হলুদে: লেড ক্রোমেট/ লেড আয়োডাইড।
◑ মুড়িকে ধবধবে সাদা ও বড় করতে: হাইড্রোজ ও ইউরিয়া।
◑ দীর্ঘক্ষন মচমচে রাখার জন্য জিলিপি, চানাচুরে: পোড়া মবিল।
◑ আকর্ষণীয় করতে আইসক্রিম, বিস্কুট, সেমাই, নুডলস ও মিষ্টিতে: কাপড় ও চামড়ায় ব্যবহৃত রং।
◑ ফলের রস তৈরী: ক্যামিকেলস দিয়ে।
◑ বিদেশী মেয়াদোত্তীর্ণ খাদ্য/ঔষধ/ক্যামিকেলস: নতুন মেয়াদের স্টিকার লাগিয়ে।
◑ চাল চকচক করতে: ইউরিয়া।
◑ পিয়াজু, জিলাপিতে: এমোনিয়া।
(সূত্র: ইত্তেফাক, পৃষ্ঠা: 2, তারিখ: 26/05/2018)
আরও আছে...
◑ পানি-২০ লিটার (২ টাকা গ্লাস) অধিকাংশই অটোমেশিনে নয় হাতে ঢালা হয়। পারক্সাইড দিয়ে নয় নাম মাত্র পানিতে ধুয়া হয়।
◑ ফলে হরমোন প্রয়োগ করা হয়।
◑ সবুজ ফল ও শাকশব্জিতে কাপড়ের সবুজ রঙ ব্যাবহার হয়, সসেও তাই।
◑ খামারের মুরগিতে বিশাক্ত ক্রোমিয়াম, লেড আর এন্টিবায়োটিক তো আছেই, চাষের মাছেও তাই।
◑ জুস, লাচ্ছি তো উচ্চ মাত্রার প্রিজারভেটিভ।
◑ রুহ আফজাহ আর হরলিক্স তো প্রমানে অপারগ যে এতে আসলে কল্যাণকর কিছু আছে।
◑ মসল্লায় আলাদা রঙ (মেটালিক অক্সাইড)।
◑ সরিষার তেলে ঝাঁজালো ক্যামিকেল।
◑ সয়াবিনে পামওয়েল।
◑ শুটকিতে কিটনাশক।
◑ কসমেটিক্সে ক্যান্সারের উপাদান লেড, মারকারি ও ডাই।
কি খাবেন? কিভাবে খাবেন? একটু ভাবেন! অন্যকেও ভাবতে দিন। বাঙালির আরো অনেক আবিষ্কার আছে যা আমরা হয়তো জানি না। আমরা এক রাতে ধনী হতে চাই এই জাতিকে ধ্বংস করার বিনিময়ে।
আগামিতে অপেক্ষা করছে আমাদের জন্য ভয়ঙ্কর ভবিষ্যৎ! মানেন বা নাই মানেন!!! :

মসলা ছাড়া ১ টি ইটের মাপ = (৯ ১/২” x ৪ ১/২” x ২ ৩/৪”)মসলাসহ = (১০” x ৫” x ৩”)খোয়ার হিসাবঃ-১ টি ইটে = ০.১১ cft খোয়া হয়।১০০...
26/03/2024

মসলা ছাড়া ১ টি ইটের মাপ = (৯ ১/২” x ৪ ১/২” x ২ ৩/৪”)
মসলাসহ = (১০” x ৫” x ৩”)
খোয়ার হিসাবঃ-
১ টি ইটে = ০.১১ cft খোয়া হয়।
১০০ টি ইটে = ১১ cft খোয়া হয়।
১০০০ টি ইটে = ১১১.১১ cft খোয়া হয়।
১m3 ছোট সাইজের খোয়ার জন্য ইটের প্রয়োজন 320 টি এবং বড় সাইজের খোয়ার জন্য 300 টি।
১ ঘনমিটার ইটের গাথুনীর ওজন ১৯২০ কেজি।
ছলিং এর জন্য প্রতি 1sft এর জন্য 3 টি ইট প্রয়োজন।
1cft খোজার জন্য 9টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়।
10” ওয়াল গাথুনীতে প্রতি 1sft গাথুনীতে 10 টি ইট লাগে।
5” ওয়াল গাথুনীতে প্রতি 1sft গাথুনীতে 5 টি ইট লাগে।
1m3 ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন 410 টি।
1cft ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন 11.76 = 12 টি
1m3 ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন 500 টি।
1cft ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন 14.28 টি।
1m2 জায়গায় একস্তর ইটের ফ্লাট সোলিং এর জন্য ইটের প্রয়োজন 31 টি।
1m2 সোলিং এ চিকন বালির প্রয়োজন 0.015m3
1m2 জায়গায় একস্তর ইটের হেরিং বোন বন্ডের জন্য ইটের প্রয়োজন 52 টি।
1m2 হেরিং বোন বন্ডের জন্য চিকন বালির প্রয়োজন 0.03m3
1 Reining miter দৈর্ঘে এন্ড এজিং এ ইটের পরিমাণ=1/.127=8 টি।
ইটের গাঁথুনীর কাজে শুকনা মসল্লা এর পরিমাণ 35%
বালি
বালির হিসাবঃ-
109 f = 12.25cft
100sft 5” গাথুনীতে 1:5 অনুপাতে সিমেন্ট লাগে 2 ব্যাগ।
* 100 sft 10” গাথুনীতে 1:5 অনুপাতে সিমেন্ট লাগে 4 ব্যাগ। বালু লাগে 24 cft।
গাথুনী এবং প্লাস্টারে 1 বস্তা সিমেন্টে 04 বস্তা বালি (সিমেন্টর বস্তায় হিসাব করতে হবে), তবে 05 বস্তাও দেওয়া যায়।
নির্মান কাজে বালির হিসাব cft ধরে করা হয়। গারি থেকে বালি নামানোর পূর্বে গাড়ির ডালা অর্থাৎ যেখানে বালি রাখাহয় তার চার পাশে ফিতা দিয়ে মাপ দিতে হবে। সে সময় ডালার উপরি অংশের বালি সমান করতে হবে।
কোন বালি দিয়ে কাজ করতে হবে সে বিষয় প্লানে উল্লেখ থাকবে।
সিমেন্ট
1m3 সিমেন্ট 30 ব্যাগ
1m2 নীট সিমেন্ট ফিনিশিং এর জন্য(NCF) সিমেন্টের প্রয়োজন= 2.7 – 3 kg
DPC এ পাডলোর পরিমাণ সিমেন্টের ওজনের 5% অর্থাৎ প্রতি ব্যাগ সিমেন্টের জন্য 2.5 কেজি।
1 ব্যাগ হোয়াইট সিমেন্টের ওজন 40kg
এক ব্যাগ সিমেন্টের ওজন 50kg এবং আয়তন= 0.034 m3
1 ব্যাগ সিমেন্টে পানি লাগে 21 L.
100sft প্লাষ্টারে 1:4 অনুপাতে সিমেন্ট লাগে 2 ব্যাগ।
গাথুনীর প্লাষ্টারে 1:5 অনুপাতে সিমেন্ট দিতে হয়। সিলিং প্লাষ্টারে 1:5 অনুপাতে সিমেন্ট দিতে হয়।
প্রতি sft নিট ফিনিশিং করতে 0.0235 kg সিমেন্ট লাগে।
রড
এখনে অবশ্যই রডের ডায়া মিলি মিটারে উল্লেখ করতে হবে।
প্রতি মিটার এম.এস.রড এর ওজন নির্ণয়ের সুত্র = d2/162.2 কেজি।
প্রতি ফুট এম.এস.রড এর ওজন নির্ণয়ের সুত্র = d2/532 কেজি।
প্রতি কেজি এম.এস.রড এর র্দৈঘ্য নির্ণয়ের সুত্র = 162.2/d2 m.
প্রতি কেজি এম.এস.রড এর র্দৈঘ্য নির্ণয়ের সুত্র = 532/d2 ft

13/03/2024

জীবনে সফলতার মূলমন্ত্র কী?

♦️প্রচুর বই পরতে হবে। সেসব বই পরবেন যেগুলো বাস্তব জীবনে কাজে লাগবে। সার্টিফিকেট পাওয়ার জন্যেই বই পড়লে চলবে না। বই পড়া উচিৎ জ্ঞান অর্জনের জন্য। আর বিশ্বের বড় বড় ধর্মগ্রন্থগুলো পড়ে ফেলতে হবে, তাহলে আপনি ধর্ম সম্পর্কে বুঝতে পারবেন।

♦️অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে। আমরা জীবনে নানান অভিজ্ঞতার সম্মুখীন হয়, যা থেকে যদি আমরা শিক্ষা নিতে পারি তাহলে আমাদের সফলতা সুনিশ্চিত।

♦️কাউকে অন্ধ বিশ্বাস করবেন না। আমি যাদের সব থেকে বেশি বিশ্বাস করেছি, সব থেকে বেশি ভালোবেসেছি তারাই আমাকে ঠকিয়ে নিজের স্বার্থ হাসিল করে নিয়েছে, যেটা আমি কল্পনাও করতে পারিনি।

♦️ কাউকে এমন কোন গোপন তথ্য শেয়ার করবেন না, যা আপনার ক্ষতি করতে পারে, যে কথাগুলো শেয়ার করলে মানসিক চাপ কমে না বরং বেড়ে যায় কয়েকগুণ।

♦️দূর্বলতাকে শক্তিতে পরিণত করতে হবে। যেমনঃ আসিফ আর আরিফ দুই ভাই। আাসিফ পড়াশুনা না করে ফোনের মাধ্যমে সারাদিন ফ্রী ফায়ার গেম খেলে। কিন্তু আরিফ একই ফোনের মাধ্যমে গেম না খেলে ইংরেজি ভাষা শিখছে।

♦️পরিশ্রম করা। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। পরিশ্রম ছাড়া কেউ উন্নতি করতে পারে না। জীবনে যারা সফল হয় তাদের মূলে ছিলো কঠোর পরিশ্রম। পরিশ্রম ছাড়া ভাগ্যের পরিবর্তন ঘটে না।

আপনিও এই মূলমন্ত্র নিজের জীবনে প্রয়োগ করে দেখুন, জীবন পাল্টে দিতে মাত্র কয়েক মাসের ব্যবধান।

২৪ টি মসলার ইংরেজি ও শুদ্ধ উচ্চারণ! 1. গুড় - JAGGERY (জাগারি)2. জায়ফল - NUTMEG (নাট-মেগ)3. জয়িত্রি - MACE (মেইস)4. এলাচ ...
05/03/2024

২৪ টি মসলার ইংরেজি ও শুদ্ধ উচ্চারণ!

1. গুড় - JAGGERY (জাগারি)
2. জায়ফল - NUTMEG (নাট-মেগ)
3. জয়িত্রি - MACE (মেইস)
4. এলাচ - CARDAMOM(খাডামাম)
5. দারচিনি - CINNAMON (সিনামাম)
6. লবঙ্গ - CLOVES (ক্লৌভস)
7. ধনিয়া / ধনে - CORIANDER (খরি-আনডা)
8. গোলাপ জল - ROSE WATER (রোউয-ওঠা)
9. জিরা - CUMIN SEED (খিউমিন-সিড)
10. কাজু বাদাম - CASHEW NUT (খ্যাশু-নাট)
11. বিট লবন - BLACK SALT (ব্ল্যাক -সোল্ট)
12. গোল মরিচ - BLACK PEPPER(ব্ল্যাক-ফেপা)
13. কালো জিরা - NIGELLA SEED(নাইজেলা-সিড)
14. জাফরান ইংরেজি - SAFFRON (সাফ-রান)
15. পোস্ত ইংরেজি -POPPY SEED (ফপি-সিড)
16. পেঁয়াজ পাতা ইংরেজি - SCALLION (স্ক্যালি-য়ান)
17. সরিষা - MUSTARD SEED (মাসটাড-সিড)
18. মৌরি - FENNEL SEED (ফেনল-সিড)
19. তেজ পাতা ইংরেজি - BAY LEAF (বেই-লিফ)
20. তিল - SESAME SEED (সেসামি -সিড)

Address

Bandartila City Corporation Market
Patenga
4218

Alerts

Be the first to know and let us send you an email when Latest IT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Latest IT:

Videos

Share


Other Patenga travel agencies

Show All