Hotelmotelbd.com

Hotelmotelbd.com আপনার ভ্রমণ সহজ ও সুন্দর করার দ্বায়িত?

The Superior Premium Room is the perfect choice for people who have families with children or groups of friends ! There ...
02/12/2020

The Superior Premium Room is the perfect choice for people who have families with children or groups of friends ! There are two Double beds, each having 6’*7’ area and the room has a total area of 400 SFT with an attached balcony and washroom ! The guests will enjoy complimentary buffet breakfast, airport/bus station pickup/drop, fruit basket, free WiFi, welcome drinks and many more, with every room !

Couple Premium Room is a 300 SFT thoughtfully designed room for couples. It has a hill facing balcony and the washroom h...
02/12/2020

Couple Premium Room is a 300 SFT thoughtfully designed room for couples. It has a hill facing balcony and the washroom has shower enclosure with a dressing corner alongside. A comfortable seating option when you are not feeling like being on the bed and enough room space to walk around and accommodate guest belongings, Couple Premium Room is sweet on the pocket, too !

শীতকাল ☃️ভ্রমনের জন্য আরামদায়ক একটি ঋতু বলা হয় যাকে। 🤩আবার এই সময়টাকে সিজনের সময় ও বলা হয়, যে সময় অনেক অনেক পর্যটক ভ্রমন...
14/11/2020

শীতকাল ☃️
ভ্রমনের জন্য আরামদায়ক একটি ঋতু বলা হয় যাকে। 🤩
আবার এই সময়টাকে সিজনের সময় ও বলা হয়, যে সময় অনেক অনেক পর্যটক ভ্রমন করেন৷ 🤩
এই সময় প্রচুর রুমের চাহিদা থাকার কারণে রুমের ভাড়া এবং রুমের প্রাপ্তি প্রসঙ্গে পর্যটকরা হিমসিমে পরে যায়। 🙄
তাই Hotelmotebd.com দিচ্ছে ন্যায্য মূল্যে হোটেল বুকিং এর নিশ্চয়তা 🥰 এইবার আপনি সিজন/অফ সিজন যেকোন সময়ের নির্ভয়ে ভ্রমন করতে পারেন। এবং আমরা আপনাকে দিচ্ছি ২৪ ঘন্টা সকল প্রকার সাপর্ট। 🤩
আপনার ভ্রমণ শুভ হোক। ধন্যবাদ 🙏

Hotel Golden Inn Chattogram.Book Your Desire Room From Hotelmotel Bd.  For reservations, please call 01701069706Chittago...
28/10/2020

Hotel Golden Inn Chattogram.
Book Your Desire Room From Hotelmotel Bd.

For reservations, please call 01701069706
Chittagong Office - 01889826564
Catch Your Own Happiness.

Make your Cox's Bazar tour more memorable by availing our "Weekdays Extravaganza" package.Package Price BDT -7,777/= for...
26/10/2020

Make your Cox's Bazar tour more memorable by availing our "Weekdays Extravaganza" package.
Package Price BDT -7,777/= for 2 Nights 3 Days Stay.
Service Includes:
• Buffet Breakfast for 2 person
• Welcome drinks upon arrival.
• Two 500 ml Bottles of Mineral Water in room daily.
• Swimming Pool & Gymnasium Usage.
• High-speed Wi-Fi Internet access throughout the hotel premises.
• In-room Tea and Coffee making facilities.
This offer valid till 15 November 2020
(Condition Apply)
For reservations, please call 01701069706
Chittagong Office - 01701069706

HotelmotelBD.com দিচ্ছে সুপার সেভার অফার।আপনারা কে কে আসছেন? 🥰
08/10/2020

HotelmotelBD.com দিচ্ছে সুপার সেভার অফার।
আপনারা কে কে আসছেন? 🥰

বন্ধু মানেই একটু বাড়তি আনন্দ,একটু বাড়তি মজা,আর একটু বাড়তি আড্ডা,তাই বন্ধুদের কথা মাথায় রেখে আমরা *HotelMotelbd* নিয়...
02/10/2020

বন্ধু মানেই
একটু বাড়তি আনন্দ,একটু বাড়তি মজা,আর একটু বাড়তি আড্ডা,তাই বন্ধুদের কথা মাথায় রেখে আমরা *HotelMotelbd* নিয়ে এলাম একটু বেশি সাশ্রয়ী মূল্যের প্যাকেজ।
তো বন্ধুরা সব কোথায়!!!!
তাই বুকিং করতে আজই কল করুন-
01821111378/01889826564..

Which One Best????Silver/Gold.Choice Ur Own Packages. আপনার প্যাকেজ আপনি পছন্দ করুন। আপনার   সাধ্য অনুযায়ী।
30/09/2020

Which One Best????
Silver/Gold.
Choice Ur Own Packages.
আপনার প্যাকেজ আপনি পছন্দ করুন।
আপনার সাধ্য অনুযায়ী।

আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি,এখন থেকে চট্টগ্রাম একে খান মোড় আয়োজন রেস্তোরা শাখায় আমাদের সম্মানিত গ্রাহকদের জন্য র...
30/09/2020

আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি,এখন থেকে চট্টগ্রাম একে খান মোড় আয়োজন রেস্তোরা শাখায় আমাদের সম্মানিত গ্রাহকদের জন্য রয়েছে সর্বোচ্চ ১০-১৫% ডিসকাউন্ট। (সম্পূর্ণ খাবার বিলের উপর)
Grab Your 10-15% Discount From Ayozon Restora.
Call: 01821111378/01889826564

আমরা ট্রাভেল এজেন্সি এবং ট্যুরিজম জগতে বাংলাদেশ সরকারের পর্যটন মন্ত্রণালয়ের অনুমোদিত কোম্পানি তাই হোটেল-মোটেল বিডি'র সা...
30/09/2020

আমরা ট্রাভেল এজেন্সি এবং ট্যুরিজম জগতে বাংলাদেশ সরকারের পর্যটন মন্ত্রণালয়ের অনুমোদিত কোম্পানি তাই হোটেল-মোটেল বিডি'র সাথে থাকুন।
হোটেল,মোটেল,কটেজ,রিসোর্ট এবং পরিবহন সেবা পেতে আজই কল করুন
০১৮২১১১১৩৭৮/০১৮৮৯৮২৬৫৬৪

28/09/2020
Enjoy Upto 70% DiscountOn Hotels & Resorts10% Discount On Travel.10% Discount Upon Food Bill.10% Discount On Shopping.Ho...
28/09/2020

Enjoy Upto 70% Discount
On Hotels & Resorts
10% Discount On Travel.
10% Discount Upon Food Bill.
10% Discount On Shopping.
HotelMotel Bd- Catch You Happiness....

 #সাবধান_এদের_থেকে.বাংলাদেশের ট্যুরিজম এরিয়া গুলোতে যে যেখানেই ভ্রমন করতে যাবেন সবসময় কিছু ব্যাক্তিদের থেকে সাবধানে থাকব...
28/09/2020

#সাবধান_এদের_থেকে.

বাংলাদেশের ট্যুরিজম এরিয়া গুলোতে যে যেখানেই ভ্রমন করতে যাবেন সবসময় কিছু ব্যাক্তিদের থেকে সাবধানে থাকবেন।

১)সস্তা ফটোগ্রাফার...

এরা সবসময় আপনাকে ভুলিয়ে ভালিয়ে আন্দাজে ছবি তুলতেই থাকবে,যখনি শেষ হবে তখন শুরু হবে তাদের আসল রূপ।আপনার হিসাবে যেখানে 50 টা ছবিও আসেনা সেখানে তারা সর্বনিম্ন 500 ছবি কোন দিক দিয়ে উঠাবে টেরও পাবেন না,তারপর শুরু হবে তাদের সংঘবদ্ধ চাদাবাজি তখন আপনার মনে হবে আপ্নি ছবি তুলে জিবনে সবচেয়ে বড় অন্যায় করেছেন।

এসব ক্ষেত্রে অবশ্যই নিজের ক্যামেরা দিয়ে তুলবেন নতুবা তাদের সাথে চুক্তি করে নিবেন যে এত ছবি এত টাকা।

২)অটোওয়ালা,ভ্যান ওয়ালা,সিএন জি ওয়ালা ট্যাক্সিওয়ালা ইত্যাদি...

এরাও আরেক বড় ধরনের বাটপাড় কারন এরা আপনাকে 2 মিনিটের রাস্তা 30 মিনিট ঘুরিয়ে বলবে 500 দেন ভাড়া,তাই ট্রান্সপোর্ট এর ক্ষেত্রে সবসময় অনলাইন রাইড শেয়ারিং এপ্স গুলো হেপ্লফুল।
বা সবসময় অপরিচিত যায়গাতে গুগলম্যাপ এর সাহায্য নিয়ে চলাফেরা করুন অনেক বেচে যাবেন।
আবার অনেক সময় এরা হোটেল যদি আপনাকে কোন হোটেল সাজেস্ট করে নিয়ে যায় তাহলে হোটেল এর ভাড়া বেশি রাখবে আপ্নার কাছ থেকে কারন হোটেল থেকে তাকে কমিশন দিতে বাধ্য,সো হোটেল তো নিজের পকেট থেকে দিবেনা দিবে হচ্ছে আপ্নার আমার পকেট থেকে নিয়ে।

৩)হোটেল বা কটেজ এর দালাল..

এরা আপনাকে ট্যুরিষ্ট এরিয়াতে গেলে মাথা খেয়ে ফেলবে,আর এদের মাধ্যমে যদি কোন হোটেকে যান তাহলে হোটেল এর ভাড়া বেশি রাখবে আপ্নার কাছ থেকে কারন হোটেল থেকে তাকে কমিশন দিতে বাধ্য,সো হোটেল তো নিজের পকেট থেকে দিবেনা দিবে হচ্ছে আপ্নার আমার পকেট থেকে নিয়ে।
তাই চেষ্টা করবেন অনলাইন বুক করে যাওয়ার নতুবা নিজে খুজে তারপর হোটেলে উঠবেন।

৪)সুমিষ্টভাষী হোটেলবয় কিংবা লোকাল ব্যাক্তি..

আপনি দেশে কিংবা বিদেশে হোটেলবয় কিংবা লোকালদের প্ররোচনায় এমন কোন কাজে লিপ্ত হবেন না যেটা সেই দেশের আইনানুগ অপরাধ,এটার জন্যে ঘটে যেতে পারে আপ্নার জিবনে র সবচেয়ে বড় কোন দুর্ঘটনা।
তাই ঘুরতে যাবেন ঘুরবেন তবে এসব থেকে সাবধান থাকবেন...

৫)ট্যুরিষ্ট গাইড...

সবসময় ট্যুরিষ্ট গাইড এর ব্যাপারে খুবই সচেতন থাকবেন এবং অবশ্যই তার ব্যাপারে পর্যাপ্ত খোজ খবর নিয়ে তারপর তাকে নিবেন।
এক্ষেত্রে বিভিন্ন নির্ভরযোগ্য বড় ট্রাভেল এজেন্সি রয়েছে তাদের সাহায্য নিতে পারেন,তবে অবশ্যই ভালো সুনামধন্য কোন এজেন্সির সহায়তা নেবেন।
আর ট্যুরিষ্ট গাইড কোন নতুন প্লেসের কথা বললে অবশ্যই গুগল করে জেনে নিবেন।

৬)বাস ট্রেন কিংবা লোকাল ট্রান্সপোর্টেশন...

ভ্রমনের ক্ষেত্রে দুইটাকা বেশি হলেও চেষ্টা করবেন যেগুলো ব্রান্ডেড কম্পানি সেগুলোতে ভ্রমন করার,কারন ননব্রেন্ড গুলো খুবই বাজে সার্ভিস দিয়ে থাকে।
যা আপনার ভ্রমনকেই পেইনফুল করে তোলার জন্য যথেষ্ট।

আপনাদের প্রতিটা ভ্রমন আনন্দময় এবং নিরাপদ হোক এই কামনা রইলো।

ধন্যবাদ এত সময় নিয়ে পড়ার জন্য...

©Copied.

হোটেলে কি করবেন এবং করবেন না।ভ্রমণের নেশায় ঘর ছেড়ে দূর দূরান্তে বের হলেও একসময় মাথা গোঁজার একটা ঠাঁইয়ের প্রয়োজন হয়। আর ঘ...
27/09/2020

হোটেলে কি করবেন এবং করবেন না।
ভ্রমণের নেশায় ঘর ছেড়ে দূর দূরান্তে বের হলেও একসময় মাথা গোঁজার একটা ঠাঁইয়ের প্রয়োজন হয়। আর ঘরের বাইরে স্বল্প সময়ের জন্য থাকার ঠিকানা হলো আধুনিক যুগের হোটেল, ইন, মোটেল, ব্যকপ্যাক হোস্টেল ইত্যাদি। কিন্তু গাটের পয়সা খরচ করে হোটেলে থাকছেন বলে নিজের বাড়ির মতো যেমন ইচ্ছে তেমন আচরণ করা যাবেনা। হোটেলে থাকার কিছু সভ্য আদবকেতা রয়েছে। হোটেল এটিকেট জানা ও মান্য করা মানুষের রুচির পরিচয় দেয় তাই চলুন জেনে নেই হোটেলে কি কি করা যাবে আর কি কি যাবেনা।

১। সততা বজায় রাখা: দুইজন মানুষের জন্য ডাবল বেডের রুম বুক করে সেখানে ৮ জনের পরিবার নিয়ে উঠবেন না। হোটেলের রুম বুক করবার সময় বা পরে রিসিপশনে সবসময় সৎ থাকুন। কোন কারণে ভ্রমণে সঙ্গীর সংখ্যা বেড়ে গেলে তা চেক ইনের সময় আগে থেকেই হোটেলের রিসেপশনে জানান।

২। হট্টগোল কে না বলুন: যখন কোন হোটেলে থাকছেন তখন মনে রাখবেন আপনার আশেপাশের রুমে অনেক মানুষ আছে যারা নানা কাজে একই জায়গায় আছেন এবং সবার প্রাইভেসি রক্ষার অধিকার আছে। তাই নিজের আড্ডার আনন্দ বা ছুটির মজার প্রকাশ সীমিত রাখুন এবং হোটেলের রুমে, করিডোরে হট্টগোল করা থেকে বিরত থাকুন।

৩। পরিচ্ছনতা বজায় রাখুন: প্রায় সমস্ত হোটেলই হাউজকিপিংয়ের সার্ভিস দেয় তারমানে এই নয় যে আপনি ইচ্ছেমতো রুম অগোছালো করে বা ময়লা করে তাদের সার্ভিসের সুবিধা নিবেন। পাব্লিক প্রপার্টির প্রতি শ্রদ্ধাশীল থেকে হোটেল রুম নিজে যতটা সম্ভব পরিষ্কার রাখুন। রুমের যত্রতত্র ময়লা না ফেলে ট্র্যাশ ক্যান ব্যবহার করুন, ভেজা তোয়ালে বা গ্লাস আসবাবপত্রের উপর না রেখে ট্রে বা র‍্যাকে রাখুন। এ সমস্ত ছোট ছোট কাজ দিন শেষে বাইরের মানুষের কাছে আপনার রুচির পরিচয় দিবে।
৪। পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তুলুন: টাকা দিয়ে থাকছেন বলে হোটেলের ইলেক্ট্রিসিটি, গ্যাস অন্যান্য ইউটিলিটি আজেবাজে ভাবে খরচ না করে নিজের পরিবেশ ও ভবিষ্যতের কথা ভাবুন। সকালে রুম থেকে সারাদিনের জন্য বের হবার সময় অবশ্যই মনে করে রুমের লাইট, ফ্যান, এসি, টিভি, হেয়ার ড্রায়ার ইত্যাদি যন্ত্রের মেইন সুইচ বন্ধ করে যান। এতে অযথা বিদ্যুৎ অপচয় রোধ হবার সাথে সাথে পরিবেশ দূষিত কম হবে।

৫। বুফে ব্রেকফাস্ট খাবার নষ্ট করবার জায়গা নয়: আজকাল অনেক হোটেলে সকালে বুফে নাস্তার ব্যবস্থা থাকে। নানারকম খাবার আয়োজন দেখে চোখ ও মনের তৃপ্তির জন্য আমরা অনেক সময় নিজের ধারণ ক্ষমতার বেশি খাবার প্লেটে তুলে নেই এবং অধিকাংশ খাবার খেতে পেরে নষ্ট করি। ভদ্রতা বজায় রেখে যতটুকু খেতে পারবেন ততটুকু খাবার প্লেটে নিন। খাবার নষ্ট করা মানে আপনি কোন না কোন ভাবে আরেকজনের মুখের খাবার কেড়ে আস্তাকুড়ে ফেলছেন।

৬। সময়কে অনুসরণ করুন: প্রতিটা হোটেলের চেক ইন, চেক আউট, ডাইনিং ইত্যাদির জন্য নিজস্ব সময় রয়েছে। গেস্ট হিসেবে এসমস্ত নিয়মের প্রতি শ্রদ্ধাশীল থাকা জরুরী। চেক আউটের দেরি হলে বা চেক ইনের নির্ধারিত সময়ের আগেই আপনি রুমে যেতে চাইলে হোটেল রিসেপশনে সে বেপারে কথা বলে ঠিক করে নিন। আবার সব হোটেলে খাবার পরিবেশনের নির্ধারিত সময় থাকে, তার আগে বা পরে ডাইনিংয়ে গিয়ে খাবারের আশা না করে তাদের রুটিন অনুযায়ী নিজের দিনের প্ল্যান করুন।

৭। রুম সার্ভিস: বাড়ি এবং হোটেলের পার্থক্য হলো দৈনন্দিন কাজ করবার জন্য এখানে আলাদা লোক ও সার্ভিস রয়েছে। কিন্তু তাই বলে মধ্যরাত বা ভোরবেলায় রুম/লন্ড্রি সার্ভিসের আশা করবেন না। রিসেপশনে কথা বলে রুম সার্ভিসের সময় জেনে নিন। নির্ধারিত রুম সার্ভিসের বাইরে বিশেষ কোন সেবা সময়ে অসময়ে দাবি না করা ভাল। হোটেল রুলস মেনে চলুন। নিজের পছন্দ মতো সেবা নিতে হোটেল স্টাফদেরকে ঘুষ প্রদান করতে যাবেন না। এতে নিজের সম্মান ও হোটেল স্টাফের চাকরিকে আপনি হুমকির মধ্যে ফেলছেন।

৮। শিশুদের সামলে রাখুন: হোটেলে বেবি কেয়ার সার্ভিস বা ন্যানি সেবা না থাকলে আপনার শিশুদের সামলে রাখবার দায়িত্ব একান্তই আপনার। শিশুরা স্বাভাবিক ভাবেই চঞ্চল হয় এবং এরা হৈচৈ ও কোলাহল পছন্দ করে। তাদের চঞ্চলতার ভিড়ে তারা যেন হোটেলের জিনিসপত্র নষ্ট না করতে পারে অথবা কোন দুর্ঘটনা না ঘটে সে খেয়াল রাখুন। এছাড়া আপনার শিশুর জন্য যেন হোটেলের অন্য গেস্টদের সমস্যা না হয় সেটা নিশ্চিত করাও ভদ্রতার পরিচয়।

৯। ধন্যবাদ দিতে ভুলবেন না: আমাদের দেশে ছোটকাল থেকে যে জিনিসটা সব থেকে কম শেখানো হয় তা হলো অন্যকে ধন্যবাদ জানানো। ছোট্ট এই শব্দটি দিন শেষে অন্য আরেকজনের মন ভাল করে দিতে পারে। চেক আউটের সময় অবশ্যই হোটেল স্টাফদের ধন্যবাদ জানান। মনে রাখবেন তারা আপনার ভ্রমণকে আরামদায়ক করবার জন্য তাদের সবটুকু দিয়ে কাজ করছে। হোটেলের ফিডব্যাক নোটে আপনার ভাল লাগা, মন্দ লাগার বিষয়গুলো অল্প কথায় লিখে আসলে ভবিষ্যৎ তাদের সেবার মান বৃদ্ধিতে ভীষণ কাজে দিবে। প্রয়োজনে চেক আউটের সময় হোটেল স্টাফদের কিছু টিপসও দিতে পারেন। সর্বোপরি হোটেলের সেবা ভাল লাগলে তার কথা গল্পে কিংবা সামাজিক মাধ্যমে সবাইকে জানাতে পারেন। আপনার এই ছোট্ট কাজ হয়তো একটা কমিউনিটিকে এগিয়ে নিতে সহায়ক হবে।

জীবনের নানা ধাপে রুচি ও শিক্ষার এক অনন্যতার পরিচয় এই সমস্ত ছোট ছোট কাজের মাধ্যমে দেওয়া সম্ভব। এসকল আদবকেতা যেমন নিজেকে সমৃদ্ধ করে তেমনি ভবিষ্যৎ প্রজন্মের কাছে দায়বদ্ধতা থেকে মুক্তি দেয়।

🏖 ইনানী বিচ প্রায় ১৮ কিলোমিটার দীর্ঘ কক্সবাজার জেলার উখিয়া উপজেলার একটি সমুদ্র সৈকত। এই সৈকতে দুর্দান্ত দর্শন এবং প্রচ...
20/09/2020

🏖 ইনানী বিচ প্রায় ১৮ কিলোমিটার দীর্ঘ কক্সবাজার জেলার উখিয়া উপজেলার একটি সমুদ্র সৈকত। এই সৈকতে দুর্দান্ত দর্শন এবং প্রচুর কোরাল পাথর রয়েছে। এই প্রবাল পাথর গ্রীষ্মে এবং বর্ষাকালে সবুজ আবরণ ধারণ করে।
🏖 এটি একটি খুব সুন্দর সৈকত যা এর শিলা এবং প্রবাল পাথরের জন্য পরিচিত। পাহাড়গুলি একপাশে এবং অন্যদিকে সমুদ্র দেখা যায়, যা সত্যই চিত্তাকর্ষক করে তোলে। এই সৈকতের সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্যটি খুব স্মরণীয় । নীল জল এবং পাথরের রেখাগুলি পর্যটকদের আকর্ষণের প্রধান উৎস। পরিষ্কার নীল এবং হাঙ্গর মুক্ত জল স্নান এবং কোন ভয় ছাড়াই সাঁতার জন্য আদর্শ।
🏖 পাথরের মধ্যে জমে থাকা জলে ছোট ছোট সামুদ্রিক মাছ, কাঁকড়া, শামুক এবং আরও অনেক কিছু রয়েছে। এগুলি আপনাকে সারা দিন ব্যস্ত রাখবে। বেশিরভাগ পর্যটকরা এই জায়গাটিকে তার নীরব প্রকৃতির জন্য বেছে নেন। ইনানী সৈকত স্ফটিক স্বচ্ছ জলের জন্য বিখ্যাত। অবশেষে, সৈকতে সূর্যাস্ত উপভোগ করতে ভুলবেন না। সূর্য ডুবে না যাওয়া পর্যন্ত থাকার চেষ্টা করুন। 🌅 😍
---------------------------------------------------------------------------
✅আপনার ভ্রমণকে আরোও সহজ করতে সাথে আছে Hotelmotelbd.com। কারন আমরাই দিচ্ছি বাংলাদেশের সব পর্যটন নগরীর বেশিরভাগ হোটেল ও মোটেল এর বুকিং সবচেয়ে সুলভে!
✅এখনি যোগাযোগ করুন আমাদের ফেইসবুক পেজে অথবা কল করুন ☎ ০১৮৮৯৮২৬৫৬৪ বা ০১৭০১০৬৯৭০৬

Take A Tour 🏖Watch Your Happiness 🥰
18/09/2020

Take A Tour 🏖
Watch Your Happiness 🥰

ওই যুগ আছে নাকি এখন,বেলকনিতে গিয়ে সাগর দেখার? বিছানাতে শুয়ে শুয়ে সাগর দেখবেন।প্রিয় ভ্রমণপিয়াসী বন্ধুরা আপনার সেরা কক্সবা...
18/09/2020

ওই যুগ আছে নাকি এখন,বেলকনিতে গিয়ে সাগর দেখার? বিছানাতে শুয়ে শুয়ে সাগর দেখবেন।
প্রিয় ভ্রমণপিয়াসী বন্ধুরা আপনার সেরা কক্সবাজার ভ্রমণটি করুন বিচ পার্কে বিশাল মূল্যছাড়ে!!!✌✌✌
Hotel Code - 0002.
🏩 Sea view couple Ac room
🏩 Hill view couple Ac room
🏩 Sea view connecting Ac room
🏩 Hill view connecting Ac room
ফুরিয়ে যাওয়ার আগেই আপনার কক্ষটি বুঝে নিন🥰🥰🥰

এখনি যোগাযোগ করুন আমাদের ফেইসবুক পেজে অথবা কল করুন ☎ ০১৮৮৯৮২৬৫৬৪ বা ০১৭০১০৬৯৭০৬ ☎

মেরিন ড্রাইভ রোড 🛣🌴 মেরিন ড্রাইভ নামে খ্যাত এই রাস্তাটি দিয়ে কক্সবাজার শহর থেকে ইনানী বীচ পর্যন্ত যাওয়া যায়। পথে পড়ব...
18/09/2020

মেরিন ড্রাইভ রোড 🛣
🌴 মেরিন ড্রাইভ নামে খ্যাত এই রাস্তাটি দিয়ে কক্সবাজার শহর থেকে ইনানী বীচ পর্যন্ত যাওয়া যায়। পথে পড়বে হিমছড়ি ঝর্ণা । এই রাস্তাটির বিশেষত্ব হল, এই পুরো রাস্তাটির এক পাশে পড়ে পাহাড়ের গড়া প্রাকৃতিক দেয়াল, আর আরেক পাশে পড়বে সুবিস্তৃত বঙ্গোপসাগর সংলগ্ন বেলাভূমি। যার ফলে ভ্রমণকারীদের জন্য এই রাস্তাটি দিয়ে যাতায়াত করা একটি বাড়তি আকর্ষণ হিসেবে দাঁড়ায়। 🏖
_______________
🎉আপনার ভ্রমণকে আরোও সহজ করতে সাথে আছে Hotelmotelbd.com। কারন আমরাই দিচ্ছি বাংলাদেশের সব পর্যটন নগরীর বেশিরভাগ হোটেল ও মোটেল এর বুকিং সবচেয়ে সুলভে! 🎉
এখনি যোগাযোগ করুন আমাদের ফেইসবুক পেজে অথবা কল করুন ☎ ০১৮৮৯৮২৬৫৬৪ বা ০১৭০১০৬৯৭০৬ ☎

কক্সবাজারের দর্শনীয়  স্থান সুমহ:কলাতলী বিচকলাতলী বিচ কক্সবাজারের আরেকটি পর্যটন আকর্ষণ কেন্দ্র। এটা কক্সবাজারের মধ্যে অবস...
18/09/2020

কক্সবাজারের দর্শনীয় স্থান সুমহ:
কলাতলী বিচ
কলাতলী বিচ কক্সবাজারের আরেকটি পর্যটন আকর্ষণ কেন্দ্র। এটা কক্সবাজারের মধ্যে অবস্থিত। বিভিন্ন বয়সের বিভিন্ন মানুষ এখানে ভ্রমণ করতে আসেন, সমুদ্রে গোসল করতে আসেন, আসেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। কলাতলী বিচে নানা ধরনের খাবারের রেস্টুরেন্টসহ আরো অনেক পর্যটন সুবিধা রয়েছে। বিশেষ করে চাঁদনি রাতে বিচে হাঁটা সত্যিই রোমঞ্চকর সকল বয়সী মানুষের জন্যই। সকাল এবং সন্ধ্যাতে এখানে উপভোগের জন্য রয়েছে নানা ধরনের শুকনো মাছ, খাবার
লাবনী বিচ
বাংলাদেশের সমুদ্র সৈকত বললে প্রথমেই চোখে ভেসে ওঠে কক্সবাজারের কলাতলীতে অবস্থিত কক্সবাজার পুরাতন সি-বিচ যা লাবণী পয়েন্ট বা পুরাতন সি-বিচ হিসেবেও পরিচিত। সমুদ্র দেখতে বাঙালি মাত্রই ছুটে যান কক্সবাজারের এই সি-বিচে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে কক্সবাজারগামী বাসে করে কলাতলী সি-বিচ রোডে নেমে রিকশা অথবা পায়ে হাঁটা পথে যেতে পারবেন এই বিচ দুটোতে। কক্সবাজার শহর থেকে নৈকট্যের কারণে লাবণী বিচকে কক্সবাজারের প্রধান সমুদ্র সৈকত বলে বিবেচনা করা হয়। নানারকম জিনিসের পসরা সাজিয়ে সৈকত সংলগ্ন এলাকায় রয়েছে ছোট বড় অনেক দোকান যা পর্যটকদের আকর্ষণ করে। এছাড়া এখানে পর্যটকদের জন্য গড়ে উঠেছে ঝিনুক মার্কেট। সীমান্তপথে মিয়ানমার, থাইল্যান্ড, চীন প্রভৃতি দেশ থেকে আসা বাহারি জিনিসপত্র নিয়ে গড়ে উঠেছে এই মার্কে
হিমছড়ি
কক্সবাজার সমুদ্র সৈকত থেকে মাত্র ১২ কিলোমিটার দক্ষিণে অবস্থিত হিমছড়ি পর্যটন কেন্দ্র। পাহাড়ের কোল ঘেঁষে এ সমুদ্র সৈকতের নাম হিমছড়ি। এখানকার সমুদ্র সৈকতটি কক্সবাজারের চেয়ে অপেক্ষাকৃত নির্জন ও পরিস্কার পরিচ্ছন্ন। এর সৌন্দর্যও কোনো অংশে কম নয়। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো হিমছড়ি যত না সুন্দর তার চাইতে সুন্দর ও রোমাঞ্চকর হল কক্সবাজার থেকে এ সৈকতে যাওয়ার পথটি। একপাশে বিস্তৃর্ণ সমুদ্রের বালুকা বেলা আর এক পাশে সবুজ পাহাড়ের সাড়ি। মাঝে পিচ ঢালা মেরিন ড্র্রাইভ। এমন দৃশ্য সম্ভবত দেশের আর কোথাও পাওয়া যাবে না। কেউ কক্সবাজার এলো অথচ এই পথ ধরে ছুটলো না তার পুরো ভ্রমনই মাটি। পাহাড়ে উঠলে চোখের সামনে ভাসবে নীল দিগন্তে হারিয়ে যাওয়া বিশাল সমুদ্র।
ইনানি বিচ
হিমছড়ি থেকে আরো ০৫ কিলোমিটার গেলেই ইনানী বীচ বা ইনানী সমুদ্র সৈকত। ইনানী বীচে প্রবাল পাথরের ছড়াছড়ি। অনেকটা সেন্টমার্টিনের মতই। কক্সবাজার সমুদ্র সৈকতের মত এখানে বড় বড় ঢেউ আছড়ে পড়ে না সৈকতের বেলাভূমিতে। অনেকটাই শান্ত প্রকৃতির সৈকত এই ইনানী। জোয়ারের সময় এলে প্রবাল পাথরের দেখা পাওয়া যাবে না। ভাটার সময়েই কেবল মাত্র বিশাল এলাকা জুড়ে ভেসে উঠে এই পাথর। প্রবাল পাথরে লেগে থাকে ধারালো শামুক-ঝিনুক। তাই এখানে বেশী লাফালাফি করা বিপদজনক। ইনানী সৈকতের প্রধান আকর্ষণ প্রবাল পাথর। প্রায় প্রতিটা পাথরই নানা আকার আর ধরণের।
সোনাদিয়া
সোনাদিয়া দ্বীপ কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার একটি সুন্দর দ্বীপ। এই দ্বীপটির আয়তন প্রায় ৯ বর্গ কি.মি.। কক্সবাজার জেলা সদর থেকে প্রায় ১৫ কি.মি. উত্তর-পশ্চিমে এবং মহেশখালী দ্বীপের দক্ষিণে সোনাদিয়া দ্বীপটি অবস্থিত। একটি খাল দ্বারা এটি মহেশখালী দ্বীপ থেকে বিচ্ছিন্ন হয়েছে। তিন দিকে সমুদ্র সৈকত, সাগর লতায় ঢাকা বালিয়াড়ি,কেয়া-নিশিন্দার ঝোপ, ছোট-বড় খাল বিশিষ্ট প্যারাবন এবং বিচিত্র প্রজাতির জলচর পাখি দ্বীপটিকে করেছে অনন্য বৈশিষ্ট্যমন্ডিত। কক্সবাজারের বিপরীতে উপকূলীয় ছোট একটি দ্বীপ সোনাদিয়া। এটি পরিযায়ী পাখিদের স্বর্গ। মনোরম এ দ্বীপের পশ্চিমাংশে বালুকাময় ও ঝিনুকের জন্য বিখ্যাত। কক্সবাজার থেকে প্রায় ০৭ কিলোমিটার দূরে মহেশখালী উপজেলায় এর অবস্থান।
রামু
বৌদ্ধ কৃষ্টির জন্য বিখ্যাত কক্সবাজারের রামু থানা। কক্সবাজার থেকে ঢাকার পথে আসতে মাত্র ১৪ কিলোমিটার দূরে অবস্থিত এই প্রসিদ্ধ দর্শণীয়। বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ও পবিত্র স্থান। এখানে রয়েছে বৌদ্ধ মন্দির, প্যাগোডা, ধাতু ও ব্রোঞ্জের তৈরি বৌদ্ধ মূর্তি, ছোট-বড় ১৩টি বৌদ্ধ মূর্তি নিয়ে লাল সিং ও পাশে সাদা সিং নামের বৌদ্ধ বিহার। আরো আছে ১৩ ফুট উচু ব্রোঞ্জের বুদ্ধ মূর্তি যা পর্যটকদের ভীষণভাবে আকর্ষণ করে। এছাড়া রাবার বাগান, স্থানীয় রাখাইন ও বড়–য়া সম্প্রদায়ের জীবনযাত্রা খুব কাছ থেকে দেখার সুযোগ রয়েছে এই এলাকায়।
আদিনাথ মন্দির
আদিনাথ মন্দির সমুদ্র স্তর থেকে ৮৫.৩ মিটার উচুঁ মৈনাক পাহাড় চূড়ায় অবস্থিত। বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত মহেশখালী উপজেলার স্বাধীন গোরখঘাটা ইউনিয়নের ঠাকুরতলা গ্রাম আদিনাথ মন্দির এর অবস্থান। এটি মূলত মহাদেব-এর মন্দির। জনশ্রুতি আছে, কোনো এক কৃষক এই দ্বীপের একটি বনের ভিতর মহেশ (হিন্দু পৌরাণিক দেবতা মহাদেব-এর অপর নাম)-এর মূর্তি পান। এরপর এই দেবতার নামে একটি মন্দির তৈরি করে, সেখানে ওই বিগ্রহটি স্থাপন করেন। পরে এই দেবতার নামের সাথে খালী (খাল অর্থে) শব্দ যুক্ত হয়ে-এই স্থানটি মহেশখালী নামে পরিচিত লাভ করে।
ডুলাহাজারা
ডুলাহাজারা সাফারি পার্কটি কক্সবাজার জেলা সদর থেকে ৪৮ কিলোমিটার উত্তরে এবং চকরিয়া থানা থেকে ১০ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার জেলা সদরের দক্ষিণ বন বিভাগের ফাসিয়াখালি রেঞ্জের ডুলাহাজারা ব্লকে অবস্থিত। মূলত হরিণ প্রজনন কেন্দ্র হিসেবে ১৯৯৯ খ্রিস্টাব্দে বাংলাদেশ বন ও পরিবেশ মন্ত্রণালয় কর্তৃক এই পার্কটি প্রতিষ্ঠিত হয়। এই সাফারি পার্কটি ৯০০ হেক্টর এলাকাজুড়ে বিস্তৃত। ডুলাহাজারা সাফারি পার্ককে কেউ কেউ সাফারি পার্ক বলতে রাজি নন, কারণ এখানে প্রাকৃতিক অবকাঠামোর বদলে অত্যাধুনিক ও কৃত্রিম অবকাঠামো গড়ে তোলা হয়েছে বেশি। আটটি ব্লকে ভাগ করে গড়ে তোলা এ পার্কে মুক্ত পরিবেশে হাঁটাচলা করা যায়, পরিবারের সদস্যদের নিয়ে অনায়াসে বেড়ানো যায়।
টেকনাফ
টেকনাফ বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত একটি উপজেলা। এটি বাংলাদেশের সর্বদক্ষিণ-পূর্ব কোনায় অবস্থিত। কক্সবাজার জেলা সদর থেকে এর দূরত্ব ৮৬ কিলোমিটার। টেকনাফ উপজেলার পূর্ব প্রান্ত দিয়ে বয়ে গেছে নাফ নদ;এই নাফ নদের থেকেই এই অঞ্চলটির নামকরণ হয়েছে। টেকনাফ উপজেলার দর্শণীয় স্থানগুলোর মধ্যে শাহপরীর দ্বীপ, সাবরাং ট্যুরিজম পার্ক, টেকনাফ সমুদ্র সৈকত, পৌরসভার কাছাকাছি থানা প্রাঙ্গণে মাথিনের কূপ, বাংলাদেশ-মায়ানমার ট্রানজিট জেটিঘাট, টেকনাফ নেচার গেম রিজার্ভ, শিলখালী চিরহরিৎ গর্জনগাছ বাগান, মারিশবনিয়া সৈকত, কুদুমগুহা অন্যতম।
সেন্ট মার্টিনস দ্বীপ
সেন্টমার্টিন দ্বীপ বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত একটি প্রবালদ্বীপ। এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় ০৯ কিলোমিটার দক্ষিণে এবং মায়ানমার-এর উপকূল হতে ০৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরাও বলা হয়ে থাকে। প্রচলিত আছে অনেক অনেক বছর আগে প্রতিকূল আবহাওয়ার মধ্যে এখানে দারুচিনি বোঝাই আরবের একটি বাণিজ্যিক জাহাজ পানির নীচে থাকা একটি বিশাল পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে ভেঙ্গে পড়ে, যার ফলে জাহাজে থাকা দারুচিনি এই দ্বীপের সবখানে ছড়িয়ে যায় এবং পরবর্তীতে সেন্টমার্টিন দ্বীপের নাম হয়ে যায় ‘দারুচিনির দ্বীপ’।

দীর্ঘ  সময়ের অপেক্ষার পর ২০২২ সালে ট্রেন যাবে কক্সবাজার | 🚊চট্টগ্রাম থেকে রেললাইন নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ২...
18/09/2020

দীর্ঘ সময়ের অপেক্ষার পর ২০২২ সালে ট্রেন যাবে কক্সবাজার | 🚊
চট্টগ্রাম থেকে রেললাইন নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ২০২২সালের মধ্যে লাইন নির্মাণ শেষ হলে, সারাদেশের রেল নেটওয়ার্কের সাথে যুক্ত হবে আমাদের দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজার। তবে ঢাকা থেকে কক্সবাজারগামী ট্রেন চট্টগ্রাম স্টেশনে যাবে না। ষোলশহর হয়ে কক্সবাজার চলে যাবে। পর্যায়ক্রমে রেললাইনটি এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত হবে। রেললাইনটি নির্মাণের কাজ করছে চীনের দুইটি প্রতিষ্ঠান। ট্রেনে ভ্রমণপিয়াসী মানুষদের জন্য ইহা একটি চরম আনন্দের ভ্রমণ হবে। 🚊🚊🚃🚃

রামু: কক্সবাজার থেকে প্রায় 10 কিলোমিটার (6 মাইল), [একটি বিশাল বৌদ্ধ জনসংখ্যার একটি গ্রাম। গ্রামে হস্তশিল্প এবং ঘরে তৈরি...
18/09/2020

রামু: কক্সবাজার থেকে প্রায় 10 কিলোমিটার (6 মাইল), [একটি বিশাল বৌদ্ধ জনসংখ্যার একটি গ্রাম। গ্রামে হস্তশিল্প এবং ঘরে তৈরি সিগার বিক্রি হয়। ব্রোঞ্জ, সোনার এবং অন্যান্য ধাতুতে মূল্যবান পাথরযুক্ত বৌদ্ধের চিত্র সম্বলিত মঠ, খ্যাং এবং প্যাগোডা রয়েছে। বাঘখালী নদীর তীরে একটি মন্দির রয়েছে, সেখানে রয়েছে ধ্বংসাবশেষ এবং বার্মিজ হস্তশিল্প এবং ত্রিশ ফুট উঁচু বুদ্ধের একটি ব্রোঞ্জের একটি বড় মূর্তি যা ছয় ফুট উঁচু স্তম্ভের উপরে অবস্থিত। তাঁতীরা খোলা ওয়ার্কশপগুলিতে তাদের ব্যবসায়ের উপর নির্ভর করে এবং কারিগররা তাদের প্যাগোডায় বাড়ির মতো হস্তনির্মিত সিগার তৈরি করে।

-----------------------------------------------------------------------------

Ramu: about 10 km (6 mi) from Cox's Bazar,[is a village with a sizeable Buddhist population. The village sells handicrafts and homemade ci**rs. There are monasteries, khyangs and pagodas containing images of Buddha in bronze, gold and other metals with precious stones. One of the temples, on the bank of the Baghkhali river, houses relics and Burmese handicrafts, and also a large bronze statue of Buddha measuring thirteen feet high which rests on a six feet high pedestal. Weavers ply their trade in open workshops and craftsmen make handmade ci**rs in their pagoda like houses.

কক্সবাজারে পর্যটন স্থান ..অগমেদা খিয়াং: একটি বিশাল বৌদ্ধ বিহার, এবং কক্সবাজারের প্রায় ৪০০,০০০ বৌদ্ধ লোকের দ্বারা শ্রদ্...
18/09/2020

কক্সবাজারে পর্যটন স্থান ..
অগমেদা খিয়াং: একটি বিশাল বৌদ্ধ বিহার, এবং কক্সবাজারের প্রায় ৪০০,০০০ বৌদ্ধ লোকের দ্বারা শ্রদ্ধার স্থান; এবং পার্বত্য চট্টগ্রাম মূল অভয়ারণ্যটি বৃত্তাকার কাঠের কলামগুলির একটি সিরিজে পোস্ট করা হয়েছে। এটিতে একটি প্রার্থনা কক্ষ এবং একটি অ্যাসেম্বলি হল রয়েছে যার সাথে বড় এবং ছোট ব্রোঞ্জ বুদ্ধের মূর্তিগুলির একটি সংগ্রহস্থল এবং বেশ কয়েকটি পুরাতন পাণ্ডুলিপি রয়েছে।

-----------------------------------------------------------------------------

Tourism Places In Cox's Bazar..
Aggmeda Khyang: a large Buddhist monastery, and a place revered by around 400,000 Buddhist people of Cox's Bazar; and the Chittagong Hill Tracts. The main sanctuary is posted on a series of round timber columns. It has a prayer chamber and an assembly hall along with a repository of large and small bronze Buddha images and a number of old manuscripts.

কক্সবাজারে পর্যটন স্থান .কক্সবাজারের সৈকত এই শহরের প্রধান আকর্ষণ যা অবিচ্ছিন্ন দৈর্ঘ্য 155 কিমি (96 মাইল) এছাড়াও বিশ্বে...
18/09/2020

কক্সবাজারে পর্যটন স্থান .
কক্সবাজারের সৈকত এই শহরের প্রধান আকর্ষণ যা অবিচ্ছিন্ন দৈর্ঘ্য 155 কিমি (96 মাইল) এছাড়াও বিশ্বের "দীর্ঘতম প্রাকৃতিক অবারিত সমুদ্র সৈকত" হিসাবে অভিহিত। এখানে বেশ কয়েকটি 3 তারা এবং 5 তারা হোটেল পর্যটকদের জন্য আনুষাঙ্গিক সহ একচেটিয়া সৈকত অঞ্চল সরবরাহ করে। অন্যান্য হোটেলগুলিতে দর্শনার্থীরা লাবনি সৈকত যান যা শহরের নিকটবর্তী সৈকতের ক্ষেত্রফল। সৈকত ছাড়াও শহরের কাছে বেশ কয়েকটি আকর্ষণীয় জায়গা রয়েছে যা সহজেই শহরের কেন্দ্র থেকে দেখা যায়।
হিমছড়ি জাতীয় উদ্যান: কক্সবাজার শহরের ঠিক দক্ষিণে হিমছড়ি অবস্থিত। এটি হিমশীতলীয় গ্রীষ্মমন্ডলীয় বৃষ্টিপাতের বন, তৃণভূমি এবং গাছগুলি নিয়ে গঠিত এবং এতে প্রচুর জলপ্রপাত রয়েছে যার মধ্যে সবচেয়ে বড়টি বালুচর, সূর্য-ভিজে সমুদ্র সৈকতের দিকে ঝাঁকিয়ে পড়েছে। জাতীয় উদ্যানটি 1980 সালে প্রতিষ্ঠিত হয়েছিল।

-----------------------------------------------------------------------------

The beach in Cox's Bazar is the main attraction of the town with an unbroken length of 155 km (96 mi) also termed the "longest natural unbroken sea beach" in the world. There are several 3 stars and 5 star hotels provide the exclusive beachside area with accessories for the tourist. Visitors in other hotels visit Laboni beach which is the area of the beach closest to the town. Other than the beach there are several places of interest near the town which can easily be visited from the town center.
Himchari National Park : Himchari is located just south of the Cox's Bazar town. It consists of lush tropical rain forest, grasslands and trees, and features a number of waterfalls, the biggest of which cascades down toward the sandy, sun-drenched beach. The National Park was established in 1980.

কক্সবাজার দক্ষিণ-পূর্ব বাংলাদেশের একটি শহর, ফিশিং বন্দর, পর্যটন কেন্দ্র এবং জেলা সদর। এটি বেশিরভাগ দীর্ঘ প্রাকৃতিক বালুক...
18/09/2020

কক্সবাজার দক্ষিণ-পূর্ব বাংলাদেশের একটি শহর, ফিশিং বন্দর, পর্যটন কেন্দ্র এবং জেলা সদর। এটি বেশিরভাগ দীর্ঘ প্রাকৃতিক বালুকাময় সৈকত জন্য বিখ্যাত এবং এটি বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরের জন্য কুখ্যাত। এটি বিভাগীয় সদর চট্টগ্রামের দক্ষিণে 150 কিলোমিটার (93 মাইল) দক্ষিণে অবস্থিত। কক্সবাজার পানোভা নামেও পরিচিত, যা আক্ষরিক অর্থে "হলুদ ফুল" হিসাবে অনুবাদ করে। আর একটি পুরাতন নাম ছিল "পালংকি"।

-----------------------------------------------------------------------------

Cox's Bazar is a city, fishing port, tourism centre and district headquarters in southeastern Bangladesh. It is famous mostly for its long natural sandy beach, and it is infamous for the largest refugee camp in the world. It is located 150 km (93 mi) south of the divisional headquarter city of Chittagong. Cox's Bazar is also known by the name Panowa, which translates literally as "yellow flower". Another old name was "Palongkee".

Address

Patenga
4202

Telephone

+8801701069706

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hotelmotelbd.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hotelmotelbd.com:

Share

Category

Nearby travel agencies


Other Patenga travel agencies

Show All