বাংলাবান্ধা এক্সপ্রেস - Banglabandha Express

  • Home
  • Bangladesh
  • Patgram
  • বাংলাবান্ধা এক্সপ্রেস - Banglabandha Express

বাংলাবান্ধা এক্সপ্রেস - Banglabandha Express ৮০৩ - রাজশাহী থেকে পঞ্চগড় (রাত ৯:১৫, অফডে: শুক্রবার)
৮০৪ - পঞ্চগড় থেকে রাজশাহী (সকাল ৮:৩০, শানিবার)
(1)

 #ব্রেকিং_নিউজজয়পুরহাট ও পাঁচবিবিতে ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় ৩ জন গ্রেফতার।গত ০৪.১২.২০২৩ তারিখ ভোর ০৪:১৫ ঘটিকার সময় প...
22/12/2023

#ব্রেকিং_নিউজ

জয়পুরহাট ও পাঁচবিবিতে ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় ৩ জন গ্রেফতার।

গত ০৪.১২.২০২৩ তারিখ ভোর ০৪:১৫ ঘটিকার সময় পাঁচবিবি রেলস্টেশনে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে ও ১৫.১২.২০২৩ তারিখ রাত্র ২৩:৩৮ ঘটিকায় জয়পুরহাটে রেলওয়ে স্টেশনে উত্তরা মেইল ট্রেনে অগ্নি সংযোগকারী আসামি আদ্য ভোরে জয়পুরহাট থেকে গ্রেফতার করা হয়েছে। ধন্যবাদ ওসি, জিআরপি, সান্তাহার ও অন্যান্য যারা সংশ্লিষ্ট।

শাহ সুফী নূর মোহাম্মদ
ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার, লালমনিরহাট।

 #ব্রেকিং_নিউজকিছুক্ষণ পূর্বে আবারও আগুন দেওয়া হয়েছে ট্রেনে। দেওয়ানগঞ্জ বাজারগামী ৭৪৩ ব্রহ্মপুত্র এক্সপ্রেসে ক্যান্টম...
20/12/2023

#ব্রেকিং_নিউজ

কিছুক্ষণ পূর্বে আবারও আগুন দেওয়া হয়েছে ট্রেনে। দেওয়ানগঞ্জ বাজারগামী ৭৪৩ ব্রহ্মপুত্র এক্সপ্রেসে ক্যান্টমমেন্ট এরিয়াতে আগুন লাগে। সাথে সাথে আগুন নিভিয়ে ফেলা হয়েছে, ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ক্যান্টমেন্ট ছেড়েছে।

শর্ট সার্কিট থেকে আগুন লাগে।

শেষ কয়েকদিনে রেলে এতোগুলো নাশকতার ঘটনা ঘটে গেলো এবং যাচ্ছে, এই মুহূর্তে দেশের গোয়েন্দা সংস্থাগুলোর রেল নিয়ে তৎপর হওয়া উচিত। যারা দেশের সরকারি প্রতিষ্ঠানে এরূপ নাশকতা করছে, তাদের মধ্যে তো দেশপ্রেমের ছিটেফোঁটাও নেই, বরং দেশদ্রোহী বললে ভুল হবে না। এভাবে নিরীহ মানুষ হত্যা করে কি লাভ করছে তারা ?

ছবি : সংগৃহীত

 #ব্রেকিং_নিউজচিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী ৭৪৮ সীমান্ত এক্সপ্রেস বিরামপুর ছাড়ার পরে হার্ড ব্রেক করে থেমে যায়। পরব...
19/12/2023

#ব্রেকিং_নিউজ

চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী ৭৪৮ সীমান্ত এক্সপ্রেস বিরামপুর ছাড়ার পরে হার্ড ব্রেক করে থেমে যায়। পরবর্তীতে কর্তব্যরত পুলিশ সদস্য বিভিন্ন কোচে গিয়ে যাত্রীদের সাবধান করেন এবং বলেন আন্দোলনকারীরা রেল লাইনের উপর বড় বড় পাথর ফেলে ও রেলের স্লিপারে আগুন লাগিয়ে দেয়।

লোকোমাস্টারের ( ইঞ্জিন চালক ) দক্ষতায় ট্রেনটি বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে। যেহেতু রেল একটি সরকারি সেবা দান মূলক প্রতিষ্ঠান এবং জনগণের ভরসার বাহন তাই দেশের বর্তমান পরিস্থিতিতে আন্দোলনকারীদের টার্গেটে পরিণত হয়েছে ট্রেন। চেষ্টা করুন রাতে ট্রেন ভ্রমণ এড়িয়ে চলতে।

০১. পাঁচ দিন আগে লাইন তুলে ফেলাম মোহনগঞ্জ এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে একব্যক্তি মারা গিয়েছে, নষ্ট হয়েছে কোটি কোটি টাকার কোচ ও রেল ট্র্যাক।
০২. দুই/তিন দিন আগে জয়পুরহাট রেলওয়ে স্টেশনে উত্তরা মেইল ট্রেনে রাতে আগুন লাগিয়ে দেয়।
০৩. আজকে ভোরে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন লাগানো হয় যাতে এক শিশুসহ মোট ০৫ জন মারা গিয়েছেন এবং ০৩ টি কোচ পুড়ে গিয়েছে।
০৪. আজ রাতে তিস্তা এক্সপ্রেস বিমানবন্দর স্টেশন ছাড়ার পরে পাথর নিক্ষেপে আহত হয় একাধিক মানুষ। ধারণা করা হচ্ছে ভোরের মোহনগঞ্জ এক্সপ্রেস আগুন দেওয়ার স্থান থেকেই পাথর নিক্ষেপ করা হয়েছে।
০৫. কিছুক্ষণ পূর্বে বিরামপুরে লাইনে পাথর ফেলে ও স্লিপারে আগুন দিয়ে রাখা হয়।

ছবি : তূর্য

৮০৩ বাংলাবান্ধা নাটোর ছাড়লো ২২.৪৬।
19/12/2023

৮০৩ বাংলাবান্ধা নাটোর ছাড়লো ২২.৪৬।

 #রেল_দূর্ঘটনামাত্র ০৫ দিনের মাথায় আবারও দূর্ঘটনার স্বীকার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ৭৯০ মোহনগঞ্জ এক্সপ্রেস। আনু...
19/12/2023

#রেল_দূর্ঘটনা

মাত্র ০৫ দিনের মাথায় আবারও দূর্ঘটনার স্বীকার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ৭৯০ মোহনগঞ্জ এক্সপ্রেস। আনুমানিক ভোর ০৫ টা নাগাদ তেজগাঁও স্টেশনে অবস্থানরত সময় হঠাৎ আগুন লেগে যায়, যা পরবর্তীতে ছড়িয়ে পরে একে একে ৩ টি কোচে।

একই পরিবারের মা ও ছেলেসহ মোট ০৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে একজন শিশু রয়েছে। আগুন সূত্রপাত এখনও জানা যায়নি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

ছবি - সংগৃহীত

৮০৪ বাংলাবান্ধা ১ ঘন্টা ৯ মিনিট লেটে নাটোর ইন ১৬.৪৭।৮০৪ বাংলাবান্ধাকে বসিয়ে ৭০৫ একতা নাটোর আসবে।৮০৪ বাংলাবান্ধাকে ডাবল ব...
14/12/2023

৮০৪ বাংলাবান্ধা ১ ঘন্টা ৯ মিনিট লেটে নাটোর ইন ১৬.৪৭।

৮০৪ বাংলাবান্ধাকে বসিয়ে ৭০৫ একতা নাটোর আসবে।

৮০৪ বাংলাবান্ধাকে ডাবল বসিয়ে ৭৩১ বরেন্দ্রও নাটোর আসার সম্ভাবনা প্রবল।

© Tariq Dipto

৮০৪ বাংলাবান্ধাকে ৭ মিনিট লুপ লাইনে বসিয়ে ৭৭১ রংপুর আত্রাই থ্রু ১৬.১০.৮০৪ বাংলাবান্ধা আরও ৫ মিনিট পর লাইন ক্লেয়ার পেয়ে আ...
14/12/2023

৮০৪ বাংলাবান্ধাকে ৭ মিনিট লুপ লাইনে বসিয়ে ৭৭১ রংপুর আত্রাই থ্রু ১৬.১০.

৮০৪ বাংলাবান্ধা আরও ৫ মিনিট পর লাইন ক্লেয়ার পেয়ে আত্রাই ছাড়লো ১৬.১৫ এবং আহসানগঞ্জ স্টপেজে প্রবেশ করছে।

© Tariq Dipto

৮০৪ বাংলাবান্ধা ৫২ মিনিট লেটে সান্তাহার ছাড়লো ১৫.২৭। লোকো ৬৬৩৩। ৭৫২ লালমনির কোচ রিপেয়ারের কারণে প্রায় ১৫ মিনিট আউটসাইড ছ...
14/12/2023

৮০৪ বাংলাবান্ধা ৫২ মিনিট লেটে সান্তাহার ছাড়লো ১৫.২৭। লোকো ৬৬৩৩। ৭৫২ লালমনির কোচ রিপেয়ারের কারণে প্রায় ১৫ মিনিট আউটসাইড ছিল।

২৪ রকেট ১৪.৫২ থেকে সান্তাহার বসা, বাংলাবান্ধা পিআরসি করলো।

© Tariq Dipto

 #রেল_দূর্ঘটনাদুষ্কৃতিকারীরা প্রায় ২০ ফুট রেললাইন কেটে ফেলায় ভোর ০৪:১৫ নাগাদ মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ৭৯০ মোহন...
13/12/2023

#রেল_দূর্ঘটনা

দুষ্কৃতিকারীরা প্রায় ২০ ফুট রেললাইন কেটে ফেলায় ভোর ০৪:১৫ নাগাদ মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ৭৯০ মোহনগঞ্জ এক্সপ্রেস ভাওল গাজীপুর স্টেশনের কাছে লোকোমোটিভসহ ০৭ টি কোচ লাইনচ্যুত হয়।

২৯০৭ লোকোমোটিভের অবস্থা বেশ খারাপ, লোকোর ভিতরে ৭ জন মুরগী ব্যাবসায়ীসহ একজন লোকো মাস্টার ও একজন সহকারী লোকোমাস্টার ছিলো। উল্টিয়ে পড়ার কারনে এর ভিতরে একজন সেখানেই মৃত্যুবরণ করেন এবং একজনের অবস্থা আশাংকাজনক তাকে সদরে পাঠানো হয়েছে। এলএম সাহেব ভালো ব্যাথা পেয়েছে।

যাত্রীরা অনেকেই ব্যাথা পেয়েছে, তবে তার সংখ্যা কেউ আসলে বলতে পারছেনা।

জনগণ ও রাষ্ট্রীয় সম্পদের যারা ক্ষতি করে তাদের কি কোন অনুভূতি নেই ? আবারও অনিরাপদ হয়ে উঠেছে রেল।

নতুন টাইমটেবিল-৫৩ অনুযায়ী, বাংলাদেশের ব্রডগেজ রেলপথের আন্তঃনগর ট্রেনের কোচ বন্টন যেমন হবে :নতুন চাইনিজ-ইন্দোনেশিয়ান মিক...
09/12/2023

নতুন টাইমটেবিল-৫৩ অনুযায়ী, বাংলাদেশের ব্রডগেজ রেলপথের আন্তঃনগর ট্রেনের কোচ বন্টন যেমন হবে :

নতুন চাইনিজ-ইন্দোনেশিয়ান মিক্সড রেকের ট্রেন :
০১. নীলসাগর এক্সপ্রেস (লোড ১৩/২৬)
০২. বেনাপোল এক্সপ্রেস (লোড ১৩/২৬)
০৩. চিলাহাটী এক্সপ্রেস (লোড ১৩/২৬)
০৪. সুন্দরবন এক্সপ্রেস (লোড ১৩/২৬)
০৫. চিত্রা এক্সপ্রেস (লোড ১৩/২৬)
০৬. বনলতা এক্সপ্রেস (লোড ১৪/২৮)
০৭. সিল্কসিটি এক্সপ্রেস (লোড ১৪/২৮)
০৮. পদ্মা এক্সপ্রেস (লোড ১৪/২৮)
০৯. ধূমকেতু এক্সপ্রেস (লোড ১৪/২৮)
১০. ঢাকা-পাবনা নতুন ট্রেন (লোড ১০/২০)

ভারতীয় এলএইচবি কোচ :
০১. কপোতাক্ষ এক্সপ্রেস (লোড ১১/২২)
০২. মৈত্রী এক্সপ্রেস (লোড ১০/২০)
০৩. একতা এক্সপ্রেস (লোড ১৫/৩০)
০৪. দ্রুতযান এক্সপ্রেস (লোড ১৫/৩০)
০৫. পঞ্চগড় এক্সপ্রেস (লোড ১৫/৩০)
০৬. সাগরদাঁড়ি এক্সপ্রেস (লোড ১১/২২)

ইন্দোনেশিয়ান ইনকা-১৬ কোচ :
০১. রুপসা এক্সপ্রেস (লোড ১৩/২৬)
০২. সীমান্ত এক্সপ্রেস (লোড ১৩/২৬)
০৩. মধুমতি এক্সপ্রেস (লোড ১২/২৪)

ইন্দোনেশিয়ান ইনকা-০৬ ( সাদা ইনকা ) কোচ :
০১. তিতুমীর এক্সপ্রেস (লোড ১৩/২৬)
০২. বাংলাবান্ধা এক্সপ্রেস (লোড ১১/২২)
০৩. টুঙ্গিপাড়া এক্সপ্রেস (লোড ১১/২২)

ভ্যাকুয়াম কোচ :
০১. সিরাজগঞ্জ এক্সপ্রেস (লোড ১২/২৪)
০২. বরেন্দ্র এক্সপ্রেস (লোড ১৫/৩০)
০৩. ঢালারচর এক্সপ্রেস (লোড ১৪/২৮)

তথ্যগুলো টিটি-৫৩ এর অন্তর্ভুক্ত। যেহেতু টিটি-৫৩ আংশিক পরিবর্তিত/সংশোধিত হতে পারে। তাই বন্টনটি পরিবর্তনশীল।

লেখাঃ MD Shahria Khandakar Joy

ঢাকা অভিমুখী ৩৫-তিতাস কমিউটার, নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনকে ধাক্কা দেওয়ায় ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত হয়েছে তেজ...
07/12/2023

ঢাকা অভিমুখী ৩৫-তিতাস কমিউটার, নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনকে ধাক্কা দেওয়ায় ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত হয়েছে তেজগাঁও আউটারে।

রাজশাহী গামী ৮০৪/ডাউন বাংলাবান্ধা এক্সপ্রেস ০৯ঃ৩৫ এ এম রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে গেল।
06/12/2023

রাজশাহী গামী ৮০৪/ডাউন বাংলাবান্ধা এক্সপ্রেস ০৯ঃ৩৫ এ এম রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে গেল।

৮০৩ বাংলাবান্ধা নাটোর ছাড়লো ২৩.১০।© Tariq Dipto
02/12/2023

৮০৩ বাংলাবান্ধা নাটোর ছাড়লো ২৩.১০।

© Tariq Dipto

02/12/2023

সদ্য উদ্বোধন হওয়া ৮১৩/৮১৪ কক্সবাজার এক্সপ্রেসের নন-এসি অর্থাৎ শোভন চেয়ার (S_Chair) কোচে যারা ভ্রমণের কথা ভাবছেন তাদের জন্য ভিডিওটি।

নতুন সেকশনর জন্য প্রচুর ধূলাবালি, বলা চলে এক প্রকার ধূলিঝড় হয় যখন ট্রেন ভালো গতিতে চলে। বেশ কিছুদিন না গেলে এই রুটের অবস্থা এমনই থাকবে, বৃষ্টি হলে হয়তো কিছুটা স্বস্তি পাওয়া যাবে।

ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি মাক্স, ক্যাপ, সানগ্লাস পড়েও রক্ষা মেলেনি। পুরো কোচের সব জানালায় বন্ধ করে দিতে হয় বাধ্য হয়ে।

এছাড়াও কোরিয়ান নন-এসি বা এসি চেয়ার কোন সিটই ০৯ ঘন্টা যাত্রার জন্য উপযুক্ত না, শক্ত সিট, ফোল্ড হয়না। চার্জিং পোর্টেও উদ্ভট প্রত্যাবর্তন, চাইনিজ চ্যাপটা পিনের এডাপ্টার তো চলবেই না, সব গ্লোবাল রাউন্ড পিনের এডাপ্টারও সকেটে প্রবেশ করবে না। পিনের পরেও যে সকল এডাপ্টারে ডাবল লেয়ার আছে সেগুলোই শুধুমাত্র সেট হবে।

Better View : https://youtu.be/HNDEERk8_-g?si=NyajSdp0W5Wp2Faz

ঢাকাগামী ৮১৩ কক্সবাজার এক্সপ্রেস তাঁর প্রথম বানিজ্যিক যাত্রায় রাইট টাইম ১২:৩০ মিনিটে কক্সবাজার ছেড়ে গেলো।লোকোমোটি : ৩০...
01/12/2023

ঢাকাগামী ৮১৩ কক্সবাজার এক্সপ্রেস তাঁর প্রথম বানিজ্যিক যাত্রায় রাইট টাইম ১২:৩০ মিনিটে কক্সবাজার ছেড়ে গেলো।
লোকোমোটি : ৩০২৫
লোড : ২১/৪২

এরই মাধ্যমে বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা রেলওয়ে সাথে সংযুক্ত হলো, ধন্যবাদ বাংলাদেশ রেলওয়ে 💚

শুভ সকাল কক্সবাজার ❣️
01/12/2023

শুভ সকাল কক্সবাজার ❣️

০৮ মিনিট লেটে রাজশহাীগামী ৮০৪ বাংলাবান্ধা এক্সপ্রেস  পার্বতীপুর জংশন ছাড়লো ১১.৫৮© Aktaruzzaman Ripon
28/11/2023

০৮ মিনিট লেটে রাজশহাীগামী ৮০৪ বাংলাবান্ধা এক্সপ্রেস পার্বতীপুর জংশন ছাড়লো ১১.৫৮

© Aktaruzzaman Ripon

রাজশাহীগামী ৮০৪ বাংলাবান্ধা এক্সপ্রেস পার্বতীপুর প্রবেশ ১১:৩৭ মিনিটে।© Aktaruzzaman Ripon
28/11/2023

রাজশাহীগামী ৮০৪ বাংলাবান্ধা এক্সপ্রেস পার্বতীপুর প্রবেশ ১১:৩৭ মিনিটে।

© Aktaruzzaman Ripon

28/11/2023

আবারও চলন্ত ট্রেনে বাচ্চা প্রসব, সুস্থ আছে মা ও নবজাতক :

গতকাল রাতে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী ৭৫১ লালমনি এক্সপ্রেস টাঙ্গাইল অতিক্রম করার পরে স্নিগ্ধা 'গ' কোচে থাকা এক গর্ভবতী মায়ের ভেলিভারি হয়। সেই সময় উক্ত কোচে ভ্রমণরত একজন ডাক্তার সাহায্যের জন্য এগিয়ে আসেন ও সকল জটিলতা সমাধান করেন। ৯৯৯ এ কল দিয়ে সাহায্য চাওয়ায়, বঙ্গবন্ধু সেতু পশ্চিমে ট্রেনটি আসলে অ্যাম্বুলেন্স যোগে মা ও বাচ্চাকে হাসপাতালে পাঠানো হয়।

📸 Md Ashikur Rahman Shawon

৮০৫ চিলাহাটি নাটোর ছাড়লো ২৩.১১।ইন রিপোর্টে ৮০৩ বাংলাবান্ধা নাটোর খবর হল।© Tariq Dipto
27/11/2023

৮০৫ চিলাহাটি নাটোর ছাড়লো ২৩.১১।
ইন রিপোর্টে ৮০৩ বাংলাবান্ধা নাটোর খবর হল।

© Tariq Dipto

পঞ্চগড় গামী ৮০৩/আপ বাংলাবান্ধা এক্সপ্রেস, ০২ ঘন্টা ২০ মিনিট বিলম্বে পীরগঞ্জ থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে গেল।সময়ঃ- ০৬ঃ১...
26/11/2023

পঞ্চগড় গামী ৮০৩/আপ বাংলাবান্ধা এক্সপ্রেস, ০২ ঘন্টা ২০ মিনিট বিলম্বে পীরগঞ্জ থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে গেল।

সময়ঃ- ০৬ঃ১৭ এ এম।

পরের যাত্রা বিরতি ঠাকুরগাঁও রোড স্টেশন।

রাজশাহীগামী ৮০৪ বাংলাবান্ধা এক্সপ্রেস প্রায় ০৪ ঘন্টা বিলম্বে পঞ্চগড় ছেড়ে এসেছে ১২:৩৫ মিনিটে।
23/11/2023

রাজশাহীগামী ৮০৪ বাংলাবান্ধা এক্সপ্রেস প্রায় ০৪ ঘন্টা বিলম্বে পঞ্চগড় ছেড়ে এসেছে ১২:৩৫ মিনিটে।

১. পঞ্চগড় গামী ৭৫৭ দ্রুতযান ৭ ঘন্টা ২০ মিনিট বিলম্বে আব্দুলপুর ছাড়ল।২. পঞ্চগড় গামী ৮০৩ বাংলাবান্ধা ৫ ঘন্টা ৩০ মিনিট বি...
23/11/2023

১. পঞ্চগড় গামী ৭৫৭ দ্রুতযান ৭ ঘন্টা ২০ মিনিট বিলম্বে আব্দুলপুর ছাড়ল।
২. পঞ্চগড় গামী ৮০৩ বাংলাবান্ধা ৫ ঘন্টা ৩০ মিনিট বিলম্বে পার্বতীপুর ঢুকে।
৩. পঞ্চগড় গামী ৭৯৩ পঞ্চগড় এক্সপ্রেস ৭ ঘন্টা ২০ মিনিট বিলম্বে হাইটেক অতিক্রম করে গেছে।
সময় ০৭:৩৫
*ঢাকা গামী ৭৫৮ দ্রুতযান রাইট টাইমে পঞ্চগড় ছাড়বে।
*ঢাকা গামী ৭৯৪ পঞ্চগড় এক্সপ্রেস ঘন্টা খানেক লেট স্টার্ট হবে।
*রাজশাহী গামী ৮০৪ বাংলাবান্ধা প্রায় ৩ ঘন্টা লেট স্টার্ট এর সম্ভাবনা রয়েছে।

কি হয়েছে বাংলাদেশ রেলওয়ের ?দিনে রাতে ট্রেন লাইনচ্যুত হচ্ছে।‌ শায়েস্তাগঞ্জ-রশিদপুর সেকশনে ৯৫১ আপ তেলের গাড়ি লাইনচ্যুত।ঢ...
22/11/2023

কি হয়েছে বাংলাদেশ রেলওয়ের ?

দিনে রাতে ট্রেন লাইনচ্যুত হচ্ছে।‌ শায়েস্তাগঞ্জ-রশিদপুর সেকশনে ৯৫১ আপ তেলের গাড়ি লাইনচ্যুত।

ঢাকা ও চট্টগ্রামের সাথে বন্ধ হলো সিলেটের রেল যোগাযোগ।

 #ব্রেকিং_নিউজগতকালের টাঙ্গাইল ও আলমডাঙ্গার রেশ কাটতে না কাটতেই আবারও লাইন ব্লক। কিছুক্ষণ পূর্বে আব্দুলপুরে মালবাহী মিটা...
22/11/2023

#ব্রেকিং_নিউজ

গতকালের টাঙ্গাইল ও আলমডাঙ্গার রেশ কাটতে না কাটতেই আবারও লাইন ব্লক। কিছুক্ষণ পূর্বে আব্দুলপুরে মালবাহী মিটারগেজ ট্রেন লাইনচ্যুত হয়েছে। আপ-ডাউন লাইন ব্লক, উত্তরবঙ্গের সাথে ঢাকা,খুলনা ও রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ।

যাদের গন্তব্য পৌঁছানোর তাড়া আছে, তাঁরা বিকল্প ব্যবস্থা গ্রহণ করুন। ইতিমধ্যে অনেক ট্রেন ৮/১০ ঘন্টা বিলম্ব নিয়ে চলছে, এরমধ্যে আবার এই দূর্ঘটনায় একাধিক ট্রেনের যাত্রা বাতিল হতে পারে।

রাজশাহীগামী ৭৩২ বরেন্দ্র এক্সপ্রেস ০২ ঘন্টা ০১ মিনিট বিলম্বে বাগজানা ঢুকছে।রাজশাহীগামী ৮০৪ বাংলাবান্ধা এক্সপ্রেস ০৪ মিনি...
22/11/2023

রাজশাহীগামী ৭৩২ বরেন্দ্র এক্সপ্রেস ০২ ঘন্টা ০১ মিনিট বিলম্বে বাগজানা ঢুকছে।

রাজশাহীগামী ৮০৪ বাংলাবান্ধা এক্সপ্রেস ০৪ মিনিট বিলম্বে পীরগঞ্জ ঢুকছে।

৭৩৩/৭৩৪ তিতুমীর এক্সপ্রেস আজকে বন্ধের দিন।

খুলনাগামী ৭২৮ রূপসা এক্সপ্রেস ৫০ মিনিট বিলম্বে তরণীবাড়ী অতিক্রম করছে।
চিলাহাটিগামী ৭২৭ রূপসা এক্সপ্রেস এখনও খুলনা ছাড়েনি।

ঢাকাগামী ৭৬৬ নীলসাগর এক্সপ্রেস ০৮ ঘন্টা ২৯ মিনিট বিলম্বে চাটমোহর ঢুকছে।
চিলাহাটিগামী ৭৬৫ নীলসাগর এক্সপ্রেস মহাবিলম্বে ঢাকা ছাড়বে।

চিলাহাটিগামী ৮০৫ চিলাহাটি এক্সপ্রেস ০৮ ঘন্টা ৪০ মিনিট বিলম্বে পার্বতীপুর।
ঢাকাগামী ৮০৬ চিলাহাটি এক্সপ্রেস মহাবিলম্বে চিলাহাটি ছাড়বে।

ঢাকাগামী ৭০৬ একতা এক্সপ্রেস ০২ ঘন্টা ২৯ মিনিট বিলম্বে ঢাকা ক্যান্টমেন্ট অতিক্রম করছে।
পঞ্চগড়গামী ৭০৫ একতা এক্সপ্রেস ০১ ঘন্টা বিলম্বে ঢাকা ছাড়বে।

পঞ্চগড়গামী ৭৫৭ দ্রুতযান এক্সপ্রেস ০৯ ঘন্টা ৩৭ মিনিট বিলম্বে আব্দুলপুর ঢুকছে।
ঢাকাগামী ৭৫৮ দ্রুতযান এক্সপ্রেস এখনও পঞ্চগড় ছাড়েনি, আরো বিলম্ব হবে।

পঞ্চগড়গামী ৭৯৩ পঞ্চগড় এক্সপ্রেস ০৮ ঘন্টা ২৩ মিনিট বিলম্বে জামতৈল ঢুকছে।
ঢাকাগামী ৭৯৪ পঞ্চগড় এক্সপ্রেস বিলম্বে পঞ্চগড় ছাড়বে।

কুড়িগ্রামগামী ৭৯৭ কুড়িগ্রাম এক্সপ্রেস ০৮ ঘন্টা ২৬ মিনিট বিলম্বে বীরকুটশা।
আজ ঢাকাগামী ৭৯৮ কুড়িগ্রাম এক্সপ্রেস বন্ধের দিন।

সময় - ১০:০০±১০ মিনিট।

সুপ্রিয় যাত্রীসাধারণ,আজ ভোরে বঙ্গবন্ধু সেতু পূর্ব ও টাঙ্গাইলের মাঝে রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ৭৭২ রংপুর এক্সপ্রেসের...
21/11/2023

সুপ্রিয় যাত্রীসাধারণ,

আজ ভোরে বঙ্গবন্ধু সেতু পূর্ব ও টাঙ্গাইলের মাঝে রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ৭৭২ রংপুর এক্সপ্রেসের একটি কোচ লাইন চ্যুত হয়, ফলে লাইন ব্লক রয়েছে। ঢাকার সাথে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধারকাজ চলমান রয়েছে, লাইন কখন ক্লিয়ার হবে এখনো জানা নেই।

অন্যদিকে কিছুক্ষণ পূর্বে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের আউটারে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ৭২৭ রূপসা এক্সপ্রেসের একটি কোচের চাকার স্প্রিং ভেঙ্গে গিয়েছে। আপ-ডাউন সকল ট্রেন লুপ লাইন দিয়ে চলাচল করছে। উদ্ধারকাজ এখনো শুরু হয়নি। খুলনাগামী ৭২৮ সীমান্ত এক্সপ্রেস স্বাভাবিক ভাবেই চলাচল করবে, রাতের চিলাহাটিগামী ৭৪৭ সীমান্ত এক্সপ্রেস সঠিক সময়ে চলাচল করবে। কিন্তু আজকের চিলাহাটিগামী ৭২৭ রূপসা এক্সপ্রেস ও রাতের খুলনাগামী ৭৪৮ সীমান্ত এক্সপ্রেস মহাবিলম্বে চলাচল করবে।

ঢাকার থেকে পঞ্চগড়, চিলাহাটি, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, খুলনা (ভায়া যমুনা সেতু), সিরাজগঞ্জ রুটে চলাচলকারী সকল আন্তঃনগর ও মেইল ট্রেন বিলম্বে চলাচল করবে। এছাড়া অন্যান্য রুটের ট্রেন স্বাভাবিক ভাবেই চলাচল করবে, ৭২৭ রূপসা এক্সপ্রেস ও ৭৪৮ সীমান্ত এক্সপ্রেস ব্যতিত।

চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী ৭২৮ রূপসা এক্সপ্রেস ২২ মিনিট বিলম্বে জয়পুরহাট অবস্থান করছে।কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ...
21/11/2023

চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী ৭২৮ রূপসা এক্সপ্রেস ২২ মিনিট বিলম্বে জয়পুরহাট অবস্থান করছে।

কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ৭৯৮ কুড়িগ্রাম এক্সপ্রেস ০১ ঘন্টা ৩৭ মিনিট বিলম্বে বিরামপুর ঢুকছে। পরবর্তী স্টপেজ জয়পুরহাট ঢুকবে আনুমানিক ১২:৩১ নাগাদ।

পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী ৭৫৮ দ্রুতযান এক্সপ্রেস পার্বতীপুর ছাড়লো ৩২ মিনিট বিলম্বে।

পঞ্চগড় থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ৮০৪ বাংলাবান্ধা এক্সপ্রেস পার্বতীপুর প্রবেশ করলো।

সময় - ১১:৫৫ মিনিট।

🚆 ঢাকাগামী ৮০৬ চিলাহাটি এক্সপ্রেস ৪৪ মিনিট বিলম্বে রানীনগর ঢুকবে।🚆 ঢাকাগামী ৭৯৮ কুড়িগ্রাম এক্সপ্রেস ০২ ঘন্টা ০৪ মিনিট ব...
19/11/2023

🚆 ঢাকাগামী ৮০৬ চিলাহাটি এক্সপ্রেস ৪৪ মিনিট বিলম্বে রানীনগর ঢুকবে।

🚆 ঢাকাগামী ৭৯৮ কুড়িগ্রাম এক্সপ্রেস ০২ ঘন্টা ০৪ মিনিট বিলম্বে কাউনিয়া জংশন ঢুকবে।

🚆 চিলাহাটিগামী ৭৩৩ তিতুমীর এক্সপ্রেস ২৩ মিনিট বিলম্বে জয়পুরহাট স্টপেজ দিচ্ছে।

🚆 খুলনাগামী ৭২৮ রূপসা এক্সপ্রেস দেড় ঘন্টা লেটে এখনও চিলাহাটি ছাড়েনি।

🚆 রাজশাহীগামী ৮০৪ বাংলাবান্ধা এক্সপ্রেস ৪১ মিনিট বিলম্বে শিবগঞ্জ ঢুকছে।

🚆 চিলাহাটিগামী ৭৬৫ নীলসাগর এক্সপ্রেস ০২ ঘন্টা ০৩ মিনিট বিলম্বে মির্জাপুর ঢুকছে।

🚆 পঞ্চগড়গামী ৭০৫ একতা এক্সপ্রেস রাইট টাইম ১১:১০ মিনিটে ঢাকা ছাড়বে বলে আশা করা যায়।

🚫 ৭৩১/৭৩২ বরেন্দ্র আজকে বন্ধের দিন।

⏰ সময় - ১০:০৫ মিনিট।

উদ্বোধনের অপেক্ষায় কক্সবাজার রেলওয়ে স্টেশন ও চট্রগ্রাম - কক্সবাজার রেলপথ 😊রাত পোহালেই দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ...
10/11/2023

উদ্বোধনের অপেক্ষায় কক্সবাজার রেলওয়ে স্টেশন ও চট্রগ্রাম - কক্সবাজার রেলপথ 😊
রাত পোহালেই দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উক্ত সেকশন উদ্বোধন করবেন 😍

ছবি কৃতজ্ঞতায়: শরিফুল ইসলাম

৮০৫ চিলাহাটি নাটোর ছাড়লো ২২.৫২।ইন রিপোর্টে ৮০৩ বাংলাবান্ধা নাটোর খবর হল।© Tariq Dipto
08/11/2023

৮০৫ চিলাহাটি নাটোর ছাড়লো ২২.৫২।
ইন রিপোর্টে ৮০৩ বাংলাবান্ধা নাটোর খবর হল।

© Tariq Dipto

৮০৩ বাংলাবান্ধা ১৩ মিনিট লেটে রাজশাহী ছাড়লো ২১.২৮। লোকো ৬৬০৬।৮০৩ বাংলাবান্ধাকে ১৩ মিনিট বসিয়ে ৭৫৩ সিল্কসিটি রাজশাহী ইন ২...
06/11/2023

৮০৩ বাংলাবান্ধা ১৩ মিনিট লেটে রাজশাহী ছাড়লো ২১.২৮। লোকো ৬৬০৬।

৮০৩ বাংলাবান্ধাকে ১৩ মিনিট বসিয়ে ৭৫৩ সিল্কসিটি রাজশাহী ইন ২১.২৬।

৫৬৪ লোকাল রাজশাহী ইন ২১.১০। ৮০৩ বাংলাবান্ধার ইন রিপোর্টের পর আরও ক্রসিং নিয়ে ছাড়তে পারে।

© Tariq Dipto

🔥 ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ৭০৫ একতা এক্সপ্রেস গুয়াখড়া অতিক্রম করেছে ১৪:১৫ মিনিটে।বিলম্ব - ২৩ মিনিট।পরবর্তী স্টপ...
03/11/2023

🔥 ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ৭০৫ একতা এক্সপ্রেস গুয়াখড়া অতিক্রম করেছে ১৪:১৫ মিনিটে।
বিলম্ব - ২৩ মিনিট।
পরবর্তী স্টপেজ ঈশ্বরদী বাইপাস ঢুকবে আনুমানিক ১৪:৪০ নাগাদ।

🔥 পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী ৭৫৮ দ্রুতযান এক্সপ্রেস নলডাঙ্গারহাট অতিক্রম করেছে ১৪:১৬ মিনিটে।
বিলম্ব - ২৪ মিনিট।
পরবর্তী স্টপেজ নাটোর ঢুকবে আনুমানিক ১৪:২৫ নাগাদ।

🔥 পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী ৭৯৪ এক্সপ্রেস বিনা বিলম্বে বাজনাহার অতিক্রম করেছে ১৪:১৫ মিনিটে।
পরবর্তী স্টপেজ দিনাজপুর ঢুকবে আনুমানিক ১৪:৩০ নাগাদ।

🔥 পঞ্চগড় থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ৮০৪ বাংলাবান্ধা এক্সপ্রেস পাঁচবিবি ঢুকবে ১৪:১৯ নাগাদ।
বিলম্ব - ০১ ঘন্টা ৩৪ মিনিট।
পরবর্তী স্টপেজ জয়পুরহাট।

৮০৩ বাংলাবান্ধা নাটোর ছাড়লো ২৩.০৭।৮০৫ চিলাহাটি পিছে।© Tariq Dipto
16/10/2023

৮০৩ বাংলাবান্ধা নাটোর ছাড়লো ২৩.০৭।
৮০৫ চিলাহাটি পিছে।

© Tariq Dipto

আগামীকাল আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হচ্ছে পদ্মা রেল সংযোগ প্রকল্প। ❣️সেই ট্রেনে অতিথিদের স্মারক টিকেট৷ 😍
09/10/2023

আগামীকাল আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হচ্ছে পদ্মা রেল সংযোগ প্রকল্প। ❣️

সেই ট্রেনে অতিথিদের স্মারক টিকেট৷ 😍

৬৫৩৮ নিয়ে পঞ্চগড়গামী ৮o৩ বাংলাবান্ধা এক্সপ্রেস রাজশাহী স্টেশনের ২ নাম্বার প্লাটফরমে দাঁড়িয়ে আছে।
07/10/2023

৬৫৩৮ নিয়ে পঞ্চগড়গামী ৮o৩ বাংলাবান্ধা এক্সপ্রেস রাজশাহী স্টেশনের ২ নাম্বার প্লাটফরমে দাঁড়িয়ে আছে।

ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তনগর ৭৯৩ পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে মানুষরূপী কিছু অমানুষের ছোঁড়া পাথরের আঘাতে উক্ত ট্রেনের ঘ বগির...
07/10/2023

ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তনগর ৭৯৩ পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে মানুষরূপী কিছু অমানুষের ছোঁড়া পাথরের আঘাতে উক্ত ট্রেনের ঘ বগির এক যাত্রীর মাথা ফেটে যায় এবং প্রচুর রক্ত পরতে থাকে।

ট্রেনের ভিতরে দায়িত্বে থাকা ট্রেন পরিচালক, জনাব শরীফ হাসান ও পার্বতীপুর এম জি এবং এটেনডেন্ট সাবদুল দ্রুত ঘটনাস্থলে এসে তাকে প্রাথমিক চিকিৎসা দেন। এতে উক্ত যাত্রীর রক্তক্ষরণ বন্ধ হয়ে যায়। পরিচালক সাহেব কিছুক্ষণ পর পর এসে উক্ত যাত্রীর খোজ খবর নিচ্ছেন এবং সার্বিক সহযোগিতা করছেন।

তথ্য ও ছবি : মনির হোসেইন

বাবা ও ছেলে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনকে চালিয়ে নিয়ে এলেন, তবে বাবার চাকরিজীবনের শেষ দিন আর ছেলের আজ শুরু♥️! এরকম বিদায় ক...
05/10/2023

বাবা ও ছেলে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনকে চালিয়ে নিয়ে এলেন, তবে বাবার চাকরিজীবনের শেষ দিন আর ছেলের আজ শুরু♥️! এরকম বিদায় কজনের হয়!☺️
পড়ুন.....👇
রাজশাহী লোকো সেড এর সন্মানিত এল এম গ্রেড১ মোঃ বেল্লাল হোসেন সহকারী হিসেবে
তার সন্তান এ এল এম মো: ইসমাইল হোসেন কে নিয়ে ৭১৫ কপোতাক্ষ এক্সপ্রেস লোকোমোটিভ ৬৬২৫ ট্রেন টি রাজশাহী নিয়ে আসার মধ্যে বর্ণাঢ্য কর্মজীবনের সমাপ্তি করলেন। চাচা একজন ভাগ্যবান মানুষ নিজ সন্তানকে নিয়ে শেষ দিন চাকরি শেষ করলেন!
চাচার দীর্ঘ আয়ু ও সুস্বাস্থ্যে কামনা করছি।

© আসাদুজ্জামান আসাদ

ঢাকাগামী ৭৫৮ দ্রুতযান এক্সপ্রেস জয়পুরহাট ছাড়লো ১২:৫০ মিনিটে।চিলাহাটিগামী ৭৩৩ তিতুমীর এক্সপ্রেস স্টপেজসহ বসে জয়পুরহাট ...
05/10/2023

ঢাকাগামী ৭৫৮ দ্রুতযান এক্সপ্রেস জয়পুরহাট ছাড়লো ১২:৫০ মিনিটে।

চিলাহাটিগামী ৭৩৩ তিতুমীর এক্সপ্রেস স্টপেজসহ বসে জয়পুরহাট ছাড়লো ১২:৫২ মিনিটে।
লোকোমোটিভ - ৬৫০৩

৭৩৩ তিতুমীর এক্সপ্রেস, ৮০৪ বাংলাবান্ধা এক্সপ্রেস ক্রসিং পাঁচবিবি হবে। ২৪ রকেট মেইল, বাংলাবান্ধার পিআরসি খেয়ে পাঁচবিবি ছাড়বে।

রাজশাহী থেকে ছেড়ে আসা ৮০৩ বাংলাবান্ধা এক্সপ্রেস পঞ্চগড় প্রবেশ ০৬:৫৫ মিনিটে।লোকোমোটিভ - ৬৬১৬
05/10/2023

রাজশাহী থেকে ছেড়ে আসা ৮০৩ বাংলাবান্ধা এক্সপ্রেস পঞ্চগড় প্রবেশ ০৬:৫৫ মিনিটে।
লোকোমোটিভ - ৬৬১৬

Address

Patgram

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাবান্ধা এক্সপ্রেস - Banglabandha Express posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Patgram travel agencies

Show All