11/12/2024
অবশেষে ভারতীয় রেলওয়েকে বুঝিয়ে দেওয়া হলো ঢাকা-এনজেপি-ঢাকা রুটে চলাচলকারী মিতালী এক্সপ্রেসের রেক। গত ৫ই আগষ্ট এর পর থেকে বাংলাদেশে আটকে পড়া ভারতীয় এই রেকটি গতকাল রাত ৮ টায় ঢাকা থেকে ছেড়ে আজ সকালে চিলাহাটি-হলদিবাড়ি বর্ডার অতিক্রম করে ভারতের নিউ জলপাইগুড়ি পৌঁছায়।
লোকোমোটিভ দায়িত্ব ছিল WDM 3D 6547
আর কি এপার বাংলায় ফেরা হবে মিতালী এক্সপ্রেস ট্রেনের?
সাফকাত আমিন।