সদ্য উদ্বোধন হওয়া ৮১৩/৮১৪ কক্সবাজার এক্সপ্রেসের নন-এসি অর্থাৎ শোভন চেয়ার (S_Chair) কোচে যারা ভ্রমণের কথা ভাবছেন তাদের জন্য ভিডিওটি।
নতুন সেকশনর জন্য প্রচুর ধূলাবালি, বলা চলে এক প্রকার ধূলিঝড় হয় যখন ট্রেন ভালো গতিতে চলে। বেশ কিছুদিন না গেলে এই রুটের অবস্থা এমনই থাকবে, বৃষ্টি হলে হয়তো কিছুটা স্বস্তি পাওয়া যাবে।
ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি মাক্স, ক্যাপ, সানগ্লাস পড়েও রক্ষা মেলেনি। পুরো কোচের সব জানালায় বন্ধ করে দিতে হয় বাধ্য হয়ে।
এছাড়াও কোরিয়ান নন-এসি বা এসি চেয়ার কোন সিটই ০৯ ঘন্টা যাত্রার জন্য উপযুক্ত না, শক্ত সিট, ফোল্ড হয়না। চার্জিং পোর্টেও উদ্ভট প্রত্যাবর্তন, চাইনিজ চ্যাপটা পিনের এডাপ্টার তো চলবেই না, সব গ্লোবাল রাউন্ড পিনের এডাপ্টারও সকেটে প্রবেশ করবে না। পিনের পরেও যে সকল এডাপ্টারে ডাবল লেয়ার আছে সেগুলোই শুধুমাত্র সেট হবে।
Better View : https://
আবারও চলন্ত ট্রেনে বাচ্চা প্রসব, সুস্থ আছে মা ও নবজাতক :
গতকাল রাতে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী ৭৫১ লালমনি এক্সপ্রেস টাঙ্গাইল অতিক্রম করার পরে স্নিগ্ধা 'গ' কোচে থাকা এক গর্ভবতী মায়ের ভেলিভারি হয়। সেই সময় উক্ত কোচে ভ্রমণরত একজন ডাক্তার সাহায্যের জন্য এগিয়ে আসেন ও সকল জটিলতা সমাধান করেন। ৯৯৯ এ কল দিয়ে সাহায্য চাওয়ায়, বঙ্গবন্ধু সেতু পশ্চিমে ট্রেনটি আসলে অ্যাম্বুলেন্স যোগে মা ও বাচ্চাকে হাসপাতালে পাঠানো হয়।
📸 Md Ashikur Rahman Shawon
চাকার ঘর্ষণজনিত ক্ষয় ব্যালেন্স করতে যাত্রী নামিয়ে বাংলাবান্ধা এক্সপ্রেস আমনুরা গেল রেক ঘুরাতে।
১৮.৫০
ভিডিও Mohammad Rafiu Al Akash
আজ বৃষ্টি ভেজা বাংলাবান্ধা এক্সপ্রেস - Banglabandha Express
বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন, পঞ্চগড়
রক্ষক যখন ভক্ষক :
ট্রেনের রানিং ক্রুদের মাঝে ইলেকট্রিশিয়ানদের কাজ কি বিনাটিকিটের যাত্রীদের থেকে টাকা তোলা ? লালমনিরহাট ডিভিশনের ( লালমনিরহাট রেল স্টেশন) ইলেকট্রিশিয়ান মো: মান্নান সাহেবের রমরমা ব্যাবসা।
© Nadim Islam
বড় বিপদ থেকে রক্ষা পেলো এক ছাত্র :
আজ কিছুক্ষণ পূর্বে, স্কুল ব্যাগের সাথে ধাক্কা লেগে রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশনে এক ছাত্র রেললাইনের নিচে চলে যায়। এমন সময় ট্রেন চলে আসায় সে লাইনের মাঝে শুয়ে পড়ে এবং তাকে নীচে নড়াচড়া করতে মানা করা হয়, সে লাইনের মাঝামাঝি থাকায় কোন বিপদ হয়নি। ট্রেন থামার পর তাকে সুস্থ ভাবে ট্রেনের নীচ থেকে বের করা হয়।
ভিডিও : আসাদুজ্জামান আসাদ
বি.দ্র. : রেললাইন অতিক্রম করার সময় অথবা রেললাইনের আশেপাশে হাঁটাহাঁটি করার সময় সব সময় সতর্ক থাকবেন, সময় নিয়ে রেল ক্রসিং পার হবেন। ছোট একটি ভুলের জন্য অনেক বড় বিপদ ঘটতে পারে, সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি।
রাজশাহী উদ্দেশ্যে ছেড়ে গেল সান্তাহার থেকে বাংলাবান্ধা এক্সপ্রেস।
সময় দুপুর ১৪:৫০মিনিট।
৬৬০৬ নিয়ে ৭৫ মিনিট বিলম্বে ৮০৪ বাংলাবান্ধা এক্সপ্রেসের রাজশাহী প্রবেশ। দিন দিন যাত্রী বেড়েই চলেছে। শুধু রেল কর্তৃপক্ষের একটু নজরে এসে টাইম টেবিলের পরিবর্তনই পারে ট্রেনটার সর্বোচ্চ যাত্রী সেবা দেওয়ার পথে আরেক ধাপ এগিয়ে দিতে।
আজ থেকে ট্রেনটি রিপেয়ারে যাওয়া এসি কেবিন কোচ নিয়ে চলাচল করছে। সেই সাথে রয়েছে নন এসি কেবিনও।
বর্তমান লোড ৮/১৬
ভিডিওটি আজ গভির রাতের।
সারাদেশে এখন ভারি কুয়াশা বিদ্যমান। যার দরুন ট্রেন অপারেট করাও কঠিন। কারন হাই ভোল্টেজ হেডলাইট দিয়েও সামান্য দুরের জিনিসই দেখা সম্ভব নয়।
আমরা জানি ট্রেন সিগনাল মেনে অপারেট করা হয়। কুয়াশায় সিগনাল না দেখলে বা ভুল বুঝলে বড় বিপদ হতে পারে। তাই ঘন কুয়াশায় ট্রেন চালকদের অতিরিক্ত সতর্কতা ও অভিজ্ঞতা অবলম্বন করে ট্রেন চালাতে হয়। যার দরুক ট্রেনের স্বাভাবিক গতির বিঘ্ন ঘটে। এর ফলে শত চেষ্টা করেও ট্রেনের সিডিউল স্বাভাবিক রাখা সম্ভব নয়। তাছাড়া দিনের বেলাতেও সিংগেল রেকের লং রুটের ট্রেন গুলোকে লেট কমাতে ক্রসিং প্রেফারেন্স দেয়া হয়। যার দরুন কিছু ট্রেনের লেট কমলেও দিন শেষে প্রায় সব ট্রেনই বিলম্বে চলতে হয়। তাই আমরা স্টেশন থেকে দূরে অবস্থানরত যাত্রীদের ট্রেনের খবর নিয়েই বাসা থেকে বের হবার পরামর্শ দেই।
আশাকরি বর্তমানে ট্রেনগুলোর অতিরিক্ত লেট
রাজশাহী গামী বাংলাবান্ধা এক্সপ্রস রুহিয়া ঢুকার মুহূর্তে।
রাজশাহী গামী বাংলাবান্ধা এক্সপ্রস রুহিয়া ঢুকার মুহূর্তে।
লাইভ রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ☑️
রাজশাহী অভিমুখী আগত ৮০৪ বাংলাবান্ধা এক্সপ্রেস - Banglabandha Express প্রথমবারের মতো রাজশাহী এসে প্রবেশ করছে।
সএই ঐতিহাসিক মূহুর্তটাকে আমরা বাংলাবান্ধা এক্সপ্রেস ফ্যানপেজ থেকে সবাইকে লাইভে স্বাগতম জানাচ্ছি।