Billah Travels

Billah Travels Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Billah Travels, Travel Agency, Sadar Road, Nutan Bazar, Patuakhali.

We are not only a travel agent but also a helping hand for patient who wants to go to India for better treatment.We provide cheap air ticket, Indian domestic train ticket, Indian doctors appointment, medical tourism service and many more.

সবচেয়ে কম মূল্যে ভিসা প্রসেস করুন । দ্রুত ও কম সময়ে ভিসা পেতে আমাদের সাথে আজই যোগাযোগ করুনঃ 01300403121***বিশ্বের সমস্ত ...
10/10/2024

সবচেয়ে কম মূল্যে ভিসা প্রসেস করুন । দ্রুত ও কম সময়ে ভিসা পেতে আমাদের সাথে আজই যোগাযোগ করুনঃ 01300403121
***বিশ্বের সমস্ত রুটের বিমানের টিকিটের জন্য ফোন করুন:- 01300403121
-
❐ ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
১. ৬ মাস মেয়াদের পাসপোর্ট।
২. জাতীয় পরিচয় পত্র- এর ফটোকপি (বাচ্চাদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ-এর ফটোকপি।
৩. ২ কপি সদ্য তোলা রঙ্গিন ছবি (পাসপোর্ট সাইজ, সাদা ব্যাকগ্রাউন্ড, ম্যাট পেপার ল্যাব প্রিন্ট) (৩৫ বাই ৪৫ মিমি ) (৪৫ বাই ৫০ মিমি )(পাসপোর্ট সাইজ) সাদা ব্যাকগ্রাউন্ড, ম্যাট পেপার ল্যাব প্রিন্ট) ।
৪. ৬ মাস ব্যাংক স্টেটমেন্ট ও ব্যাংক সল্ভেন্সি সার্টিফিকেট (ব্যাংকের সীল ও স্বাক্ষর সহ অরিজিনাল কপি ও ১ সেট ফটোকপি) ।
৫. ট্রেড লাইসেন্স –এর ফটোকপি সহ ইংরেজি অনুবাদ ও নোটারাইজড এর অরিজিনাল কপি (ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রযোজ্য) ।
৬. কোম্পানির দুই কপি ইংরেজি অনুবাদ ও নোটারাইজড এর অরিজিনাল কপি ( ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রযোজ্য) ।
৭. N.O.C –নো অবজেকশন সার্টিফিকেট এর অরিজিনাল কপি ও ১ সেট ফটোকপি (বেসরকারি চাকুরিজীবীদের ক্ষেত্রে প্রযোজ্য) ।
৮. ইংরেজী অক্ষরে ছাপা দুই কপি ভিজিটিং কার্ড ( ব্যবসায়ী ও চাকুরিজীবি উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য ।
৯. অবসরের কাগজ এর ফটোকপি ইংরেজী অনুবাদ ও নোটারাইজড এর অরিজিনাল কপি (অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তার ক্ষেত্রে প্রযোজ্য ।
১০. স্টুডেন্ট আইডি কার্ড অথবা সর্বশেষ বেতন রশিদের ফটোকপি (ছাত্র/ ছাত্রীদের ক্ষেত্রে প্রযোজ্য) ।
১১. পাসপোর্টের ১ ও ২ নং পাতার ফটোকপি (পুরানো পাসপোর্ট থাকলে অবশ্যই তা সাথে নিতে হবে) ।
১২. সদ্য বিবাহিত ক্ষেত্রে নিকাহ নামা এর ফটোকপি সহ ইংরেজী অনুবাদ ও নোটারাইজড এর অরিজিনাল কপি।
-

পাকিস্তান ট্যুরের নিয়মাবলী🇧🇩 ✈️ 🇵🇰  ভিসা আবেদন:প্রথম ধাপেই অনলাইনে পাকিস্তানের ভিসা আবেদন করতে হবে। সহজেই ঘরে বসে বা কাছ...
08/09/2024

পাকিস্তান ট্যুরের নিয়মাবলী
🇧🇩 ✈️ 🇵🇰 ভিসা আবেদন:
প্রথম ধাপেই অনলাইনে পাকিস্তানের ভিসা আবেদন করতে হবে। সহজেই ঘরে বসে বা কাছের কোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করা যাবে। বর্তমানে ভিসা ফ্রি হওয়ায় কোন টাকা পয়সার প্রয়োজন নেই। আবেদন সম্পন্ন করার পর আপনি ই-ভিসা পেয়ে যাবেন।
★টিকেট বুকিং:
ভিসা পাওয়ার পরেই টিকেট কনফার্ম করতে হবে। উত্তরাঞ্চল ঘুরতে চাইলে লাহোরকে বেছে নিন, কারণ ইসলামাবাদ বা করাচীর তুলনায় লাহোরের টিকেটের দাম তুলনামূলক কম। ঢাকা থেকে লাহোর রাউন্ড ট্রিপের টিকেটের দাম ৫৫ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত ওঠানামা করতে পারে। তাই নিজের সুবিধা অনুযায়ী কম খরচের একটি এয়ারলাইন্সের টিকেট বুক করুন।
★লাহোর থেকে ইসলামাবাদ:
লাহোর এয়ারপোর্টে পৌঁছে সিটি বাস স্টেশনে যেতে হবে। এখান থেকে কোনো একটি বাসে উঠে ৫ ঘণ্টার জার্নি শেষে পৌঁছাবেন ইসলামাবাদে। বাস ভাড়া প্রায় ১ হাজার টাকা।
★ইসলামাবাদে থাকা:
ইসলামাবাদে বিভিন্ন ক্যাটাগরির হোটেল রয়েছে, আপনার বাজেট অনুযায়ী একটি হোটেল বেছে নিন। ইসলামাবাদকে বিশ্বের অন্যতম সুন্দরতম রাজধানী হিসেবে বিবেচনা করা হয়, তাই এখানে কিছুদিন অবস্থান করে শহরটি ঘুরে দেখা দারুণ অভিজ্ঞতা হতে পারে।
★কারেন্সি চেঞ্জিং:
লাহোরে পৌঁছানোর পর প্রথম কাজ হবে বাংলাদেশি টাকাকে রুপিতে কনভার্ট করা। ১০০ টাকা সাধারণত ১৯০ রুপি সমান, তবে কনভার্টের সময় কিছুটা কম পাওয়া যেতে পারে।
★প্রাথমিক থাকা/হোটেল বুকিং:
পাকিস্তানে যাওয়ার আগে বা পৌঁছে প্রথমে ১-২ দিন লাহোর বা ইসলামাবাদে থাকতে হবে। আপনি চাইলে আগেই অনলাইনে হোটেল বুক করতে পারেন, তবে অনলাইন বুকিং করা হোটেলগুলো সাধারণত ব্যয়বহুল হয়। পরিবারের সাথে থাকলে আগে থেকে হোটেল বুকিং করে রাখুন।
★মূল ট্যুর:
ইসলামাবাদ থেকে শুরু হবে আপনার মূল ট্যুর। খাইবার পাখতুনখা, গিলগিট-বাল্টিস্তান এবং আজাদ কাশ্মীরের যেকোনো অঞ্চল থেকে ঘুরতে পারবেন।
★ট্যুরের পদ্ধতি:
1. স্বাধীনভাবে: নিজের ইচ্ছামতো ট্যুর করতে পারেন, তবে খরচ কম হবে।
2. ট্রাভেল এজেন্সি: একাধিক এজেন্সি আপনার জন্য গাইডসহ জিপ গাড়ির ব্যবস্থা করে দেবে। এতে খরচ কিছুটা বেশি হলেও সুবিধা বেশি।
খরচ বিবরণ:
পাকিস্তানে থাকা-খাওয়া ও অভ্যন্তরীণ যাতায়াত খরচ বাংলাদেশের মতো বা তার চেয়ে কম হতে পারে। তবে মূল খরচ হবে বিমান ভাড়া। অনুমান করা খরচ:
• ভিসা: ফ্রি
• ঢাকা-লাহোর বিমান ভাড়া: ৫৫ হাজার থেকে ১ লাখ টাকা
• লাহোর-ইসলামাবাদ বাস ভাড়া: প্রায় ২/৩ হাজার টাকা
• ১৫-২০ দিন অবস্থানের জন্য আনুমানিক খরচ: ১৫-২৫ হাজার টাকা (হোটেল, খাবার, যাতায়াত ও ঘোরাঘুরি)
ভ্রমণস্থল:
নর্থ পাকিস্তানে পর্যটন স্থানের অভাব নেই। কয়েকটি আকর্ষণীয় স্থানের মধ্যে:
1. সোয়াত: কামরাট ভ্যালি, কালাম ভ্যালি, মহোদন্ড লেক
2. হুনজা: হুনজা ভ্যালি, আতাবাদ লেক, বালতিত ফোর্ট
3. স্কার্দু: সার্ফারাঙ্গা কোল্ড ডেজার্ট, কাচুরা লেক
4. আজাদ কাশ্মীর: মুজাফফরাবাদ সিটি, নীলাম ভ্যালী
★থাকা/হোটেল:
সব প্রধান পর্যটন অঞ্চলে আবাসিক হোটেল আছে, বিশেষ করে হুনজা এবং সোয়াতে হোটেলের পরিমাণ বেশি। স্কার্দুতে হোটেল কম। বড় হোটেলের লোকেশন অনলাইনেই পাওয়া যায়। আপনি চাইলে পোর্টেবল তাবু নিয়ে নিরিবিলি স্থানে থাকতে পারেন।
★অতিরিক্ত অভিজ্ঞতা:
• কারাকোরাম হাইওয়ে: পৃথিবীর সবচেয়ে সুন্দর সড়কগুলোর মধ্যে অন্যতম।
• বাবুসর পাস: বিশ্বের সবচেয়ে উঁচু সড়ক, যেখানে মেঘও আপনার নিচে দিয়ে বইবে।
সুইজারল্যান্ডের মতো জায়গা ঘোরার খরচের তুলনায় পাকিস্তান ট্যুর অনেক সস্তা।
ধন্যবাদ সবাইকে, আশাকরি এই নির্দেশনা আপনার ট্যুরকে আরো সহজ ও আনন্দময় করে তুলবে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, এই সপ্তাহে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস পুনরায় কনস্যুলার সেবা চালু করছে, যা ভিসা প্রসেসিং দ্রুত ক...
08/09/2024

সর্বশেষ তথ্য অনুযায়ী, এই সপ্তাহে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস পুনরায় কনস্যুলার সেবা চালু করছে, যা ভিসা প্রসেসিং দ্রুত করতে সহায়ক হবে। ১৩ আগস্ট দূতাবাসের রুটিন কনস্যুলার এই সেবা স্থগিত করা হয়েছিল।

সর্বশেষ তথ্য অনুযায়ী, মেডিকেল ও স্টুডেন্ট ভিসার জন্য সীমিত আকারে আবেদন পত্র গ্রহণ করছে ভারতীয় ভিসা সেন্টার। ঢাকা, চট্ট...
08/09/2024

সর্বশেষ তথ্য অনুযায়ী, মেডিকেল ও স্টুডেন্ট ভিসার জন্য সীমিত আকারে আবেদন পত্র গ্রহণ করছে ভারতীয় ভিসা সেন্টার। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার ভিসা আবেদন কেন্দ্রে এখন থেকে জরুরি মেডিকেল ও স্টুডেন্ট ভিসার অ্যাপয়েন্টমেন্ট নেয়া যাবে। তবে সশরীরে আবেদন জমা দেয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নেয়া বাধ্যতামূলক।

বন্যা পরিস্থিতিতে টিকেটের মূল্যহ্রাস সহ কোনরকম চার্জ ব্যতিরেকে টিকেটের তারিখ পরিবর্তন ও রিইস্যু সেবা দিচ্ছে বিমান
27/08/2024

বন্যা পরিস্থিতিতে টিকেটের মূল্যহ্রাস সহ কোনরকম চার্জ ব্যতিরেকে টিকেটের তারিখ পরিবর্তন ও রিইস্যু সেবা দিচ্ছে বিমান

প্রেস রিলিজ
২৫ আগস্ট ২০২৪

বন্যা পরিস্থিতিতে টিকেটের মূল্যহ্রাস সহ কোনরকম চার্জ ব্যতিরেকে টিকেটের তারিখ পরিবর্তন ও রিইস্যু সেবা দিচ্ছে বিমান

দেশের চলমান ভয়াবহ বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কথা বিবেচনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট এবং ফিরতি ফ্লাইটে ইকোনমি ক্লাসের একমুখি ভাড়া সর্বোচ্চ ৫৪০০.০০ টাকা নির্ধারণ করেছে। বিজনেস ক্লাসের পূর্ব নির্ধারিত সর্বনিম্ন ভাড়া যাত্রী সাধারনের সুবিধার জন্য উন্মুক্ত রাখা হবে।

এছাড়াও বন্যা দুর্গত এলাকার সন্মানীত যাত্রীগন বর্তমান অবস্থায় ভ্রমণ করতে ব্যর্থ হলে পরবর্তীতে কোন রকম চার্জ ব্যতিরেকে সীট ফাকা থাকা সাপেক্ষে ভ্রমণ করতে পারবেন। সেক্ষেত্রে, সম্মানিত যাত্রীগণকে যাত্রা বিলম্ব, টিকিটের তারিখ পরিবর্তন বা রিইস্যু করতে সংশ্লিষ্ট টিকেট ইস্যুয়িং এজেন্সি, বিমানের নিকটস্থ সেলস সেন্টার বা কল সেন্টারে ১৩৬৩৬ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হলো।

বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত যাত্রীগণকে কোনরকম চার্জ ব্যতিরেকে এ সেবা দেয়া হবে।

নিউজিল্যান্ডের টুরিস্ট ভিসা কিভাবে আবেদন করবেন।নিউজিল্যান্ডের ভিসা সম্পূর্ণ অনলাইন। আপনার দূতাবাস অথবা vfs global এ যাওয...
19/05/2024

নিউজিল্যান্ডের টুরিস্ট ভিসা কিভাবে আবেদন করবেন।নিউজিল্যান্ডের ভিসা সম্পূর্ণ অনলাইন।
আপনার দূতাবাস অথবা vfs global এ যাওয়ার প্রয়োজন নেই।
https://www.immigration.govt.nz/.../how-to-create-a...
প্রথমে উপরে দেওয়া লিংকে গিয়ে RealMe account create করুন।তারপর জাস্ট documents submit সাবমিট করুন।নরমালি এক মাসের মধ্যে রেসপন্স হয়।কিছু ক্ষেত্রে কমবেশি হতে পারে।
এবার আসি নিউজিল্যান্ড টুরিস্ট ভিসার প্রয়োজনীয় কাগজপত্র।
প্রথমে বলে রাখি নিউজিল্যান্ড ভিসার জন্য কোন প্রকার ট্রাভেল হিস্ট্রি প্রয়োজন নেই।আপনার ডকুমেন্টস যাই থাকুক।
জাস্ট আপনার তিনটি জিনিস প্রমাণ করতে হবে।তাহলে আপনার ভিসা হবে।
1) Genuine lawful purpose V2.1(a)
আপনি ভ্রমণে কেন যাবেন।অবশ্যই লজিকাল কারণ থাকতে হবে।এবং সাপোর্টিং ডকুমেন্টস।উদাহরণস্বরূপ আপনি শুধুমাত্র ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছেন।আপনি এুর প্ল্যানে যে সমস্ত জায়গা
কথা উল্লেখ করেছেন।অবশ্যই তার যেকোনো একটি
টিকেট অথবা বুকিং স্লিপ মিউজিয়াম হতে পারে
অথবা কোন প্রকার ইভেন্ট ডকুমেন্টসটি অবশ্যই দিবেন।এছাড়া আপনাকে রিজেক্ট করবে।কারণ হিসেবে দেখাবে।আপনার ভ্রমণের উদ্দেশ্যর সাথে
সাপোর্টিং ডকুমেন্টস পায়নি।
We are not satisfied that you have a genuine and lawful purpose to travel to New Zealand.
Note tourist visa অনেকগুলা ক্যাটাগরি আছে।
1)Holidaying
2)Sightseeing
3)family and social visits
4)Amateur sport
5)Business consultation
6)medical treatment
7)Guest of government visits.
অনেকে Holidays and Sightseeing মধ্যে ভুল করে ফেলেন।যদিও এটা জাপান টুরিস্ট ভিসা ক্ষেত্রে বেশি ভুল করি আমরা।দেখবেন জাপান দূতাবাসের ওয়েবসাইটে স্পষ্ট ডকুমেন্টস লিস্ট দেওয়া আছে।প্রত্যেকটা ক্যাটাগরির জন্য আলাদা আলাদা ডকুমেন্টস।
Sightseeing যেকোনো সময় দিয়ে করতে পারেন।
Holidays/Vacation নির্দিষ্ট সময় আছে।যেকোনো সময় দেওয়া যাবে না।যেমন আমি স্টুডেন্ট সামার এবং উইন্টার ভ্যাকেশন ব্যতীত খুব একটা গ্রহণযোগ্য হবে না।যারা জব করেন তাদের ক্ষেত্রে
Holidays ব্যবসায়ীদের ক্ষেত্রে Sightseeing.
2) Family ties এটা আবেদনকারীর উপর ডিপেন্ড করে।আমি স্টুডেন্ট এবং সিঙ্গেল।সেজন্য আমি নিজের পার্সোনাল একাউন্টের সাথে মা বাবার
সেভিং একাউন্ট ইত্যাদি দিয়ে থাকি।
3)Ties in home country/Outside New Zealand ties
অবশ্যই নিজ দেশে আপনি ভাল একটা অবস্থানে আছেন।তা প্রমাণ করতে হবে।এটা আসলে প্রমাণ হয় দুইভাবে।
১)Tax return দেখে বুঝতে পারবে।কারণ সোর্স অফ ইনকাম যদি ভাল হয় আপনার কর এর পরিমান অবশ্যই বেশি থাকবে।
২)ভালো জব অথবা ভালো institute study enrolled.
Note 1 উন্নত দেশের ভিসার জন্য অনেকে
আশেপাশের দেশগুলো ভ্রমণ করেন।এটা আসলে ভুল ধারণা।আপনার professional background
And purpose of travel.উপর বৃত্তি করেই ভিসা ডিসিশন আসবে।
কিছুদিন আগে আমার বন্ধু বাংলাদেশ থেকে
স্টুডেন্ট অবস্থায় 1 year multiple entry ভিসা পেয়েছে।তার Travel history China and Saudi
ছিল।তার কভার লেটার এমন ছিল।সৌদি প্রথম ভ্রমণ করেছিল তার ধর্মীয় কিছু ইস্যু নিয়ে।
চায়না ভ্রমণ ছিল The great walk দেখার জন্য।
এবং নিউজিল্যান্ডের ভ্রমণের জন্য।মিউজিয়ামের চারটি টিকেট ক্রয় করে বাংলাদেশী টাকায়
প্রায় ১ হাজার ৭০০ টাকার মত।সরকারি মিউজিয়াম গুলোর টিকেট অনেক সস্তা।এছাড়া একটি লাইব্রেরীর only থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল সম্পূর্ণ ফ্রিতে।
Note 2
যাদের excellent travel history এক কথায় frequent traveler তাদের ক্ষেত্রে।অনেক কিছু
exempt.
USA,CANADA,AUSTRALIA,New Zealand and UK.আই থিং নিউজিল্যান্ডের ভিসার আবেদন প্রথমে করলে।ভিসা পাওয়ার পর বাকিগুলা।তাহলে রিজেকশনের সম্ভাবনা খুব কম থাকবে।
এমনিতেই উন্নত বিশ্ব বাংলাদেশ থেকে প্রসেসিং ভুলের কারণে অনেকের ভালো প্রোফাইল নষ্ট হয়ে যাচ্ছে।
আরেকটা বিষয়,এখন বর্তমানে আপনি নিউজিল্যান্ডের ভিসা লম্বা সময় নাও পেতে পারেন।
তারপর থেকে কয়েকজনকে দেখলাম মাত্র দুই মাসের ভিসা দিয়েছে।বর্তমানে যুক্তিসঙ্গত কারণ থাকলে ভিসা দিবে ১০০% শিওর কারণ বাংলাদেশের এজেন্সি গুলো এত পরিমান fake ডকুমেন্ট সাবমিট করে।তাই নিজের ভিসার আবেদন নিজেই করুন।এতে ভিসা পাওয়ার পসিবিলিটি ১০০%। কারণ নিজে নিজে লিখলে কিছু ভুল হবে।যা দেখে ইমিগ্রেশন অফিসার বুঝতে পারবে
আপনি নিজে লিখেছেন এবং আপনার আগ্রহ দেশটি সম্পর্কে জানতে যার কারণে ভিজিট করতে চাচ্ছেন।

Immigration New Zealand (INZ) has an important role in keeping our borders safe and protecting the integrity of the immigration system.

Our border team recently stopped 25 people from Bangladesh who were trying to get into New Zealand under false pretences.

In this case, INZ staff caught the red flags in this well-organized attempt and stopped them from entering the country unlawfully.

This highlights our commitment to keeping New Zealand's borders safe and our immigration system fair.

Read the full story here:
https://www.immigration.govt.nz/about-us/media-centre/media-releases/immigration-new-zealand-border-interception-thwarts-false-pretences?utm_source=inz_facebook&utm_medium=organic_social&utm_campaign=border_interception

  🇳🇿নিউজিল্যান্ডের টুরিস্ট ভিসা কিভাবে আবেদন করবেন।নিউজিল্যান্ডের ভিসা সম্পূর্ণ অনলাইন। আপনার দূতাবাস অথবা vfs global এ ...
18/05/2024

🇳🇿
নিউজিল্যান্ডের টুরিস্ট ভিসা কিভাবে আবেদন করবেন।নিউজিল্যান্ডের ভিসা সম্পূর্ণ অনলাইন।
আপনার দূতাবাস অথবা vfs global এ যাওয়ার প্রয়োজন নেই।
https://www.immigration.govt.nz/.../how-to-create-a...
প্রথমে উপরে দেওয়া লিংকে গিয়ে RealMe account create করুন।তারপর জাস্ট documents submit সাবমিট করুন।নরমালি এক মাসের মধ্যে রেসপন্স হয়।কিছু ক্ষেত্রে কমবেশি হতে পারে।
এবার আসি নিউজিল্যান্ড টুরিস্ট ভিসার প্রয়োজনীয় কাগজপত্র।
প্রথমে বলে রাখি নিউজিল্যান্ড ভিসার জন্য কোন প্রকার ট্রাভেল হিস্ট্রি প্রয়োজন নেই।আপনার ডকুমেন্টস যাই থাকুক।
জাস্ট আপনার তিনটি জিনিস প্রমাণ করতে হবে।তাহলে আপনার ভিসা হবে।
1) Genuine lawful purpose V2.1(a)
আপনি ভ্রমণে কেন যাবেন।অবশ্যই লজিকাল কারণ থাকতে হবে।এবং সাপোর্টিং ডকুমেন্টস।উদাহরণস্বরূপ আপনি শুধুমাত্র ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছেন।আপনি এুর প্ল্যানে যে সমস্ত জায়গা
কথা উল্লেখ করেছেন।অবশ্যই তার যেকোনো একটি
টিকেট অথবা বুকিং স্লিপ মিউজিয়াম হতে পারে
অথবা কোন প্রকার ইভেন্ট ডকুমেন্টসটি অবশ্যই দিবেন।এছাড়া আপনাকে রিজেক্ট করবে।কারণ হিসেবে দেখাবে।আপনার ভ্রমণের উদ্দেশ্যর সাথে
সাপোর্টিং ডকুমেন্টস পায়নি।
We are not satisfied that you have a genuine and lawful purpose to travel to New Zealand.
Note tourist visa অনেকগুলা ক্যাটাগরি আছে।
1)Holidaying
2)Sightseeing
3)family and social visits
4)Amateur sport
5)Business consultation
6)medical treatment
7)Guest of government visits.
অনেকে Holidays and Sightseeing মধ্যে ভুল করে ফেলেন।যদিও এটা জাপান টুরিস্ট ভিসা ক্ষেত্রে বেশি ভুল করি আমরা।দেখবেন জাপান দূতাবাসের ওয়েবসাইটে স্পষ্ট ডকুমেন্টস লিস্ট দেওয়া আছে।প্রত্যেকটা ক্যাটাগরির জন্য আলাদা আলাদা ডকুমেন্টস।
Sightseeing যেকোনো সময় দিয়ে করতে পারেন।
Holidays/Vacation নির্দিষ্ট সময় আছে।যেকোনো সময় দেওয়া যাবে না।যেমন আমি স্টুডেন্ট সামার এবং উইন্টার ভ্যাকেশন ব্যতীত খুব একটা গ্রহণযোগ্য হবে না।যারা জব করেন তাদের ক্ষেত্রে
Holidays ব্যবসায়ীদের ক্ষেত্রে Sightseeing.
2) Family ties এটা আবেদনকারীর উপর ডিপেন্ড করে।আমি স্টুডেন্ট এবং সিঙ্গেল।সেজন্য আমি নিজের পার্সোনাল একাউন্টের সাথে মা বাবার
সেভিং একাউন্ট ইত্যাদি দিয়ে থাকি।
3)Ties in home country/Outside New Zealand ties
অবশ্যই নিজ দেশে আপনি ভাল একটা অবস্থানে আছেন।তা প্রমাণ করতে হবে।এটা আসলে প্রমাণ হয় দুইভাবে।
১)Tax return দেখে বুঝতে পারবে।কারণ সোর্স অফ ইনকাম যদি ভাল হয় আপনার কর এর পরিমান অবশ্যই বেশি থাকবে।
২)ভালো জব অথবা ভালো institute study enrolled.
Note 1 উন্নত দেশের ভিসার জন্য অনেকে
আশেপাশের দেশগুলো ভ্রমণ করেন।এটা আসলে ভুল ধারণা।আপনার professional background
And purpose of travel.উপর বৃত্তি করেই ভিসা ডিসিশন আসবে।
কিছুদিন আগে আমার বন্ধু বাংলাদেশ থেকে
স্টুডেন্ট অবস্থায় 1 year multiple entry ভিসা পেয়েছে।তার Travel history China and Saudi
ছিল।তার কভার লেটার এমন ছিল।সৌদি প্রথম ভ্রমণ করেছিল তার ধর্মীয় কিছু ইস্যু নিয়ে।
চায়না ভ্রমণ ছিল The great walk দেখার জন্য।
এবং নিউজিল্যান্ডের ভ্রমণের জন্য।মিউজিয়ামের চারটি টিকেট ক্রয় করে বাংলাদেশী টাকায়
প্রায় ১ হাজার ৭০০ টাকার মত।সরকারি মিউজিয়াম গুলোর টিকেট অনেক সস্তা।এছাড়া একটি লাইব্রেরীর only থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল সম্পূর্ণ ফ্রিতে।
Note 2
যাদের excellent travel history এক কথায় frequent traveler তাদের ক্ষেত্রে।অনেক কিছু
exempt.
USA,CANADA,AUSTRALIA,New Zealand and UK.আই থিং নিউজিল্যান্ডের ভিসার আবেদন প্রথমে করলে।ভিসা পাওয়ার পর বাকিগুলা।তাহলে রিজেকশনের সম্ভাবনা খুব কম থাকবে।
এমনিতেই উন্নত বিশ্ব বাংলাদেশ থেকে প্রসেসিং ভুলের কারণে অনেকের ভালো প্রোফাইল নষ্ট হয়ে যাচ্ছে।
আরেকটা বিষয়,এখন বর্তমানে আপনি নিউজিল্যান্ডের ভিসা লম্বা সময় নাও পেতে পারেন।
কিছুদিন আগে ২৫ জন বাংলাদেশি নিয়ে মালয়েশিয়াতে একটা ঝামেলা হয়েছিল।যদিও
New Zealand immigration এর ওয়েবসাইটে দেওয়া হয়েছিল।
https://www.facebook.com/100064556179643/posts/820025893492609/?app=fbl
তারপর থেকে কয়েকজনকে দেখলাম মাত্র দুই মাসের ভিসা দিয়েছে।বর্তমানে যুক্তিসঙ্গত কারণ থাকলে ভিসা দিবে ১০০% শিওর কারণ বাংলাদেশের এজেন্সি গুলো এত পরিমান fake ডকুমেন্ট সাবমিট করে।তাই নিজের ভিসার আবেদন নিজেই করুন।এতে ভিসা পাওয়ার পসিবিলিটি ১০০%। কারণ নিজে নিজে লিখলে কিছু ভুল হবে।যা দেখে ইমিগ্রেশন অফিসার বুঝতে পারবে
আপনি নিজে লিখেছেন এবং আপনার আগ্রহ দেশটি সম্পর্কে জানতে যার কারণে ভিজিট করতে চাচ্ছেন।

Immigration New Zealand (INZ) has an important role in keeping our borders safe and protecting the integrity of the immigration system.

Our border team recently stopped 25 people from Bangladesh who were trying to get into New Zealand under false pretences.

In this case, INZ staff caught the red flags in this well-organized attempt and stopped them from entering the country unlawfully.

This highlights our commitment to keeping New Zealand's borders safe and our immigration system fair.

Read the full story here:
https://www.immigration.govt.nz/about-us/media-centre/media-releases/immigration-new-zealand-border-interception-thwarts-false-pretences?utm_source=inz_facebook&utm_medium=organic_social&utm_campaign=border_interception

16/05/2024

কানাডার ১০ বছরের মাল্টিপল এন্ট্রি ভিজিট ভিসা আবেদন করার নিয়ম!!
কিভাবে কানাডার ভিসার জন্য আবেদন করবেন।
প্রথমে আপনাকে Immigration,Refugees and Citizenship Canada(IRCC)
ওয়েবসাইটে গিয়ে GCKey তে একাউন্ট খুলতে হবে।তারপর আপনি আপনার একাউন্টে প্রবেশ করার পর। Start an application
এ যাবেন। Apply to come to Canada
ক্লিক করবেন। অপশন দেখাবে ভিসার ক্যাটাগরি
যেমন:
1)Visitor visa,Study and/Work permit
2)Express Entry(EE)
3)International experience Canada(IEC)
আপনি যে ক্যাটাগরির ভিসার জন্য আবেদন করতে চান সেই অপশনে ক্লিক করুন।
What is your current country/territory of residence? এখানে Bangladesh সিলেক্ট করুন।
তারপর আপনাকে একটা ডকুমেন্টস রিকোয়ারমেন্ট এর তালিকা দেওয়া হবে ভিসার ক্যাটাগরী অনুযায়ী।
ঐ অনুযায়ী আপনাকে আপলোড করতে হবে।
কানাডার ভিসার ক্ষেত্রে অন্যান্য দেশের তুলনায় মোটামুটি সহজ। আবেদন ফরম ফ্যামিলি ইনফর্মেশন ফর্ম। ইলেকট্রনিক সিস্টেম। আবেদন ফরম ডাউনলোড করে। টাইপিং করে ফিলাপ করে আপলোড করে দিন।
1)Application from (IMM5257)
2)Family Information (IMM5245)
3)Schedule 1(IMM5227)
★ Required Documents:
Note It’s depends on visa catagory
1)Application from
2)Travel history visa and Immigration entry exit stamps.
3)Passport copy
4)Bank statement bank solvency.
If student Certificate of enrollment and Student ID card.
Certificate of employee.Satff ID card,NOC
5)Digital photo.
6)Purpose of Travel/flight booking,hotel reservation/Travel itinerary
If invitation or sponsorship
7)family information
8)Schedule 1 from
9)Client information/Cover lettter
সবগুলা ডকুমেন্টস।স্ক্যান কপি আপলোড করতে হবে অরজিনাল কোন ডকুমেন্টস লাগবে না। আপলোড করার পর পেমেন্ট অপশন আসবে।ক্রেডিট কার্ড অথবা ইন্টারন্যাশনাল ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
আবেদন ফি।100 CAD Biometrics fee (VFS) global 85 CAD total 185 CAD
পেমেন্ট করার পর biomimetic request
আসবে। তারপর VFS global এ ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তুলে রাখবে।অরজিনাল পাসপোর্ট বায়োমেট্রিক্স নেওয়ার পর সাথে সাথেই রিটার্ন করবে।
প্রসেসিং টাইম।কারও ক্ষেত্রে দেখা যায় 10 দিনের মধ্যে রেজাল্ট আবার কারো দুই মাস সময় লেগে যায়।মোটামুটি ভাবে তিন সপ্তাহের মত সময় লাগে।
বাংলাদেশ থেকে আবেদন করলে সিঙ্গাপুর অথবা ইন্ডিয়া থেকে ভিসা ইস্যু হয়।যদি Visa Application approved করে তাহলে পাসপোর্ট রিকুয়েস্ট করবে।তখন আবার VFS global এ পাসপোর্ট সাবমিশন করতে হবে। দশ দিন থেকে দুই সপ্তার মধ্যে হাতে ভিসা সহকারে পাসপোর্ট পাবেন।যদি কোন কারণে রিজেক্ট করা হয়।তাহলে GCkey একাউন্টে রিজেকশন লেটার দেওয়া হবে।
ওয়ার্ক পারমিট ভিসা এবং স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে মেডিকেল টেস্টের প্রয়োজন হয়।
তবে আগে থেকে করতে হয় না ircc থেকে যখন মেডিকেল রিকুয়েস্ট করবে তখনই করতে হবে।
একবার বায়োমেট্রিক্স দিলে 10 বছর মেয়াদ থাকে।কোন কারণে যদি রিজেক্ট হন। দ্বিতীয়বার অর্থাৎ reapply এর সময় বায়োমেট্রিক্স ফি দিতে হবে না।

11/05/2024

সেনজেন ভুক্ত দেশে ভিসা পেতে করণীয়🔹✈️
সেনজেন ভিসা পাওয়া কষ্টসাধ্য হলেও সুবিধাও কম নয়। ইউরোপ ভ্রমণের ইচ্ছা অনেকেরই আছে। কিন্তু সেনজেন ভিসা পাওয়া কষ্টসাধ্য কিছুটা জটিল প্রক্রিয় বলেই ভিসার আবেদন করতে অনেকে গড়িমসি করে থাকেন। তবে একটিু সচেতন হয়ে ভিসার জন্য আবেদন করলে মিলে যেতে পারে সেনজেন ভিসা। তাই এই ভিসার সম্পর্ক কিছু জেনে নিন।
সেনজেন ভিসা কিঃ
অস্ট্রিয়া, আইসল্যান্ড, ইতালি, এস্তোনিয়া, গ্রিস, চেক রিপাবলিক, জার্মানি, ডেনমার্ক, নেদারল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, ফ্রান্স, ফিনল্যান্ড, বেলজিয়াম, মাল্টা, লুক্সেমবার্গ, লাতভিয়া, লিথুয়ানিয়া, স্পেন, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, সুইজারল্যান্ড, সুইডেন, হাঙ্গেরি -এই দেশগুলো সেনজেন দেশ। এসব দেশে সেনজেন ভিসা ব্যবহার করে যাওয়া যায়। ১৯৮৫ সালে লুক্সেমবার্গের সেনজেন শহরে একটি চুক্তি সাক্ষর করে এই ইউরোপীয় দেশগুলো। এটি মূলত ছিলো দেশগুলোকে একীভূত করে নানা উন্নয়ন কার্য সম্পাদন করার উদ্দেশে। এই চুক্তির ধারাবাহিকতায় সৃষ্টি হয় ‘সেনজেন ভিসা’। সেনজেন ভিসার মেয়াদ ৯০ দিনের। অর্থাৎ এ কয়দিনের মধ্যে বেড়ানো বা ব্যবসা সংক্রান্ত প্রয়োজনে ইউরোপ ঘুরে আসা যায়।
সেনজেন ভিসা পাওয়ার উপায়ঃ
সেনজেন ভিসা প্রাপ্তির জন্য অনেক কাগজপত্রের পাশাপাশি প্রয়োজন ধৈর্য ও সচেতনতার।
দূতাবাসে যোগাযোগঃ
ইউরোপের যে সকল দেশের দূতাবাস আমাদের দেশে আছে, সেখানে যোগাযোগ করতে হয়। ফ্রান্সের ওভারসীজ টেরিটরি মনাকো এবং এন্ডোরা এবং বুরকিনা ফাসো, মধ্য আফ্রিকা, ডি জিবুতি, গ্যাবন, আইভরি কোস্ট, মৌরিতানিয়া, সেনেগাল, টগো এসব দেশে যেতে চাইলে ফ্রান্স দূতাবাসের মাধ্যমে আবেদন করতে হবে। চেক রিপাবলিকের ভিসার জন্য দিল্লীতে চেক রিপাবলিকের হাই কমিশনে যোগাযোগ করতে হবে। জার্মানি ভ্রমণের জন্য জার্মান দূতাবাসে যোগাযোগ করতে হবে।
ইতালি, গ্রিস ও মাল্টা ভ্রমণের জন্য ইতালি দূতাবাসে যোগাযোগ করতে হবে। সুইডেন, ডেনমার্ক, আইসল্যান্ড, ফিনল্যান্ড, নরওয়ে, বেলজিয়াম, লুক্সেমবার্গ, পোল্যান্ড, লাটাভিয়া, নেদারল্যান্ড এবং স্লোভেনিয়া ভ্রমণের জন্য সুইডেন দূতাবাসে যোগাযোগ করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্রঃ
সাম্প্রতিক তোলা দুই কপি ছবি। ভ্রমণ শেষ হওয়ার পরও অন্তত ছয় মাস মেয়াদ আছে এমন পাসপোর্ট জমা দিতে হবে।
জমা দেয়া প্রতিটি কাগজের মূলকপির সাথে একটি করে ফটোকপি দিতে হবে। কোন কাগজ বাংলায় থাকলে সেটার সাথে ইংরেজি বা জার্মান অনুবাদ যুক্ত করতে হবে। ভ্রমণ ভিসার ক্ষেত্রে হোটেল বুকিং কনফার্মেশনের প্রমাণ দেখাতে হয়।
ভ্রমণকারী কোন কোন জায়গায় ভ্রমণ করতে চলেছেন তার বিস্তারিত জানাতে হয়। ম্যারেজ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট এবং সন্তান সন্ততির তথ্য প্রদান করতে হয়। ব্যক্তিগত হিসাব বিবরণী দেখাতে হয়। শিশুদের ক্ষেত্রে বাবা-মা বা বৈধ অভিভাবকের অনুমতিপত্র জমা দিতে হবে। এছাড়া শিশুদের ভিসা আবেদনের ক্ষেত্রে বাবা-মা বা অভিভাবকে অবশ্যই দূতাবাসে উপস্থিত থাকতে হবে। বিজনেস ভিসার জন্য অতিরক্তি হিসেবে জমা দিতে হবে কোম্পানির আমন্ত্রণ পত্র, হিসাব বিবরণী, ট্রেড লাইসেন্স ইত্যাদি।
যোগাযোগ : 01306-258763
ভিসা প্রাপ্তির সময়ঃ
সাধারণত ৭-১০ কার্যদিবস, কিন্তু কিছু ক্ষেত্রে এক মাস (বা তারও বেশি) পর্যন্ত সময় লাগতে পারে।
অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ঃ
তবে আবেদন করার আগে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। সেনজেন দেশগুলোর দূতাবাসগুলো প্রতিটি ভিসা অ্যাপ্লিকেশন
পুঙ্খানুপুঙ্খরূপে পরীক্ষা করে এবং আবেদনকারীর সাথে সংশ্লিষ্ট নানা ধরনের অসংখ্য ডকুমেন্টস জমা দিতে হয়। আবেদনকারীর ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থানকে সুস্পষ্ট করা এবং তার ভিসা আবেদনের যৌক্তিকতা তুলে ধরার জন্য তাই সেনজেন দেশগুলোর দূতাবাসগুলো আবেদনকারীর সাথে একটি ব্যক্তিগত সাক্ষাৎকারের ব্যবস্থা করে। এম্বাসিতে এই ইন্টারভিউটা আত্মবিশ্বাসের সাথে সম্পন্ন করা জরুরি। ইংরেজি সহ অন্য কোন ভাষায় দক্ষতা থাকলে ভিসা পাওয়া সুবিধাজনক।
শেষ কথাঃ
আজকে সেনজন ভুক্ত দেশ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করা হয়েছে, আশা করি পোস্ট টা আপনার উপকারে এসেছে। প্রতিদিন নতুন নতুন সব আপডেট জানতে আমাদের সাথেই থাকুন।
ধন্যবাদ

28/04/2024

ভ্রমণের সময় আপনার ছোট কিন্তু মূল্যবান সামগ্রী যেমন মোবাইল, গয়না, ঘড়ি, ক্যামেরা ইত্যাদি চেক ইন লাগেজে রাখবেন না। নিজের সঙ্গে হাত ব্যাগ রাখুন। সেখানে পাসপোর্ট, টিকিট, টাকা-পয়সা, গহনা, ভ্রমন ও চাকুরী সংক্রান্ত কাগজপত্র রাখবেন।
কাচি, ছুরি, ব্লেড, নেইল কাটারসহ ধারলো কোন বস্তু হাত ব্যাগ, মানিব্যাগ, পকেটে রাখা যাবে না।
১০০ মিলি লিটারের বেশি তরল পদার্থ হাত ব্যাগে করে সঙ্গে রাখা যাবে না। হোক সেটি পানি কিংবা কোমল পানীয়।
আপনার ভ্রমণ নিরাপদ ও আনন্দময় হোক।

02/12/2023
30/11/2023

𝗖𝗵𝗮𝘀𝗲 𝘁𝗵𝗲 𝘄𝗶𝗻𝘁𝗲𝗿 𝗰𝗹𝗼𝘂𝗱𝘀

𝗜𝗻𝘁𝗲𝗿𝗻𝗮𝘁𝗶𝗼𝗻𝗮𝗹 𝗙𝗹𝗶𝗴𝗵𝘁 𝗦𝗰𝗵𝗲𝗱𝘂𝗹𝗲

𝗔𝗽𝗽 𝗟𝗶𝗻𝗸: https://qrco.de/bbbPGz

𝐅𝐨𝐫 𝐟𝐥𝐢𝐠𝐡𝐭 𝐬𝐜𝐡𝐞𝐝𝐮𝐥𝐞𝐬 𝐚𝐧𝐝 𝐭𝐢𝐜𝐤𝐞𝐭 𝐛𝐨𝐨𝐤𝐢𝐧𝐠
https://usbair.com/book-a-flight

𝐔𝐬𝐞 𝐏𝐫𝐨𝐦𝐨-𝐜𝐨𝐝𝐞 & 𝗴𝗲𝘁 𝟭𝟬% 𝗗𝗶𝘀𝗰𝗼𝘂𝗻𝘁:
USBAIN10 (for international)
USBA10 (for domestic)

𝗙𝗼𝗿 𝘁𝗶𝗰𝗸𝗲𝘁 𝗮𝗻𝗱 𝗳𝗹𝗶𝗴𝗵𝘁-𝗿𝗲𝗹𝗮𝘁𝗲𝗱 𝗾𝘂𝗲𝗿𝗶𝗲𝘀 𝗽𝗹𝗲𝗮𝘀𝗲 𝗱𝗶𝗮𝗹:
𝗛𝗼𝘁𝗹𝗶𝗻𝗲:
13605 or +880 1777 777 800-806

INDIGO DIRECT FLIGHT TO MUMBAI
09/11/2023

INDIGO DIRECT FLIGHT TO MUMBAI

10 Countries With On-Arrival Visas from Travellers of BangladeshDid you happen to know? Many countries offer the conveni...
09/11/2023

10 Countries With On-Arrival Visas from Travellers of Bangladesh

Did you happen to know? Many countries offer the convenience of on-arrival visas for Bangladeshi passport holders. These visas can make your travel dreams more accessible and hassle-free.

In this newsletter, we'll help you discover the 10 countries where you can get on-arrival visas from Bangladesh.

But first, what’s an on-arrival visa?

An on-arrival visa, also known as a visa-on-arrival (VOA), is a travel document that you can obtain upon your arrival in a foreign country. It simplifies the visa application process, making it quicker and more convenient for travelers.


Here are 10 exciting destinations you can explore with an on-arrival visa:

1. Nepal

2. Maldives

3. Bhutan

4. Sri Lanka

5. Egypt

6. Tanzania

7. Barbados

8. Fiji

9. Bahamas

10. Cook Islands

হজ্ব সংক্রন্ত তথ্য
08/05/2023

হজ্ব সংক্রন্ত তথ্য

30/04/2023

শেয়ারট্রিপ | ShareTrip | পর্ব-০২ | ২৩ এপ্রিল ২০২৩অতিথি: সাদিয়া হকসহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী, শেয়ারট্রিপWelcome to the Official YouTube Ch...

15/04/2023
31/03/2023

একই ভিসা দিয়েই বাংলাদেশী পাসপোর্টে কানাডাসহ ঘুরে আসুন চমৎকার ১৬টি দেশ। জেনে নিন কোন কোন দেশ থাকছে এই লিস্টে, আর প্...

30/03/2023

বিল্লাহ ট্রাভেলস, সদর রোড, পটুয়াখালী। ফোন/হটসআপ: +8801300403121. ই-মেইল: [email protected].

চার সপ্তাহের জন্য বন্ধ হলো বাংলাদেশ-চীন ফ্লাইট
19/10/2021

চার সপ্তাহের জন্য বন্ধ হলো বাংলাদেশ-চীন ফ্লাইট

ঢাকা থেকে ছেড়ে যাওয়া যাত্রীদের মধ্যে করোনা সংক্রমণ শনাক্ত হওয়ায় কার্যক্রম পরিচালনাকারী এয়ারলাইনসগুলোকে আগামী ....

Address

Sadar Road, Nutan Bazar
Patuakhali
8600

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Telephone

+8801300403121

Website

Alerts

Be the first to know and let us send you an email when Billah Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Billah Travels:

Videos

Share

Category

Billah Travels

যদি কারো প্রয়োজন হয় উল্লেখিত নম্বরে ফোন করতে পারেন।

Nearby travel agencies


Other Travel Agencies in Patuakhali

Show All