Pirojpur Tourism

Pirojpur Tourism Pirojpur Tourism is a communit based tourism model in Pirojpur which focus on the Pirojpur District. Hello Tourist!

There are many people who never
Didn't see the village, didn't see the river, didn't swim in the river, didn't see the fishermen fishing in the river! Many people say, "I will visit your village in Pirojpur, I will see the open sky, I will see fishermen fishing in the river, I will visit the floating market of Pirojpur or I will visit the 100-year-old traditional wooden Momin Mosque." Thinking of

them Tour to Pirojpur & Amar Pirojpur .Com is bringing you some wonderful tourism based travel packages of Pirojpur district.

হ্যালো ট্যুরিস্ট!
অনেকেই আছেন যারা কখনো
গ্রাম দেখেনি, নদী দেখেনি,নদীতে সাঁতার কাটেনি, নদীতে নৌকা নিয়ে জেলেদের মাছ ধরা দেখেনি!
অনেকেই বলে, "পিরোজপুরে ঘুরতে যাবো, খোলা আকাশ দেখবো,নদীতে জেলেদের মাছ ধরা দেখবো,পিরোজপুরের ভাসমান বাজার ঘুরতে যাবো কিংবা ১০০ বছরের ঐতিহ্যবাহী কাঠের তৈরি মমিন মসজিদ দেখতে যাবো।"
তাদের কথা চিন্তা করে ট্যুর টু পিরোজপুর এবং আমার পিরোজপুর.কম যৌথ উদ্যোগে নিয়ে এসেছে পিরোজপুর জেলার পর্যটন ভিত্তিক চমৎকার কিছু ভ্রমণ প্যাকেজ।

26/10/2024

নদীর ঢেউ কূলে আঁছড়ে পড়ার শব্দ |
প্রকৃতি কত সুন্দর।

📌স্থান: কাটাখাল
বলেশ্বর নদীর পাড়

আমরাজুরী ফেরিঘাট। ❣️📌 কাউখালি পিরোজপুর
17/07/2024

আমরাজুরী ফেরিঘাট। ❣️

📌 কাউখালি পিরোজপুর

আটঘর-কুড়িয়ানা, নেছারাবাদ। পিরোজপুর জেলারভাসমান পেয়ারা বাজার 😊
13/07/2024

আটঘর-কুড়িয়ানা, নেছারাবাদ। পিরোজপুর জেলার
ভাসমান পেয়ারা বাজার 😊

শুরু হয়ে গেল বাংলার আপেল খ্যাত পেয়ারার ভাসমান বাজার।বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) থানার আটঘর কুড়ি...
13/07/2024

শুরু হয়ে গেল বাংলার আপেল খ্যাত পেয়ারার ভাসমান বাজার।

বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) থানার আটঘর কুড়িয়ানার পেয়ারা বাজারে উঠতে শুরু করেছে এবং এখানে প্রতিদিন ভাসমান ভাবে পেয়ারা ও আমড়ার হাট বসে।
এছাড়াও ঝালকাঠির ভীমরুলীতেও বড় বাজার আছে ভাসমান পেয়ারা বাজারের।
আগষ্টের মাঝামাঝি জমজমাট বেচাকেনা থাকবে পেয়ারার।

বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে বরিশাল নতুল্লাবাদ বাসস্ট্যান্ড এসে সেখান থেকে স্বরূপকাঠী গামী বাসে ১ ঘন্টা ১৫/২০ মিনিটে পৌঁছে যাবেন স্বরূপকাঠী বাসস্ট্যান্ডে। সেখান থেকে সরাসরি অটোরিকশা বা ট্রলার রিজার্ভ করে চলে যেতে পারবেন আটঘর কুড়িয়ানা।

তাছাড়া বরিশাল রূপাতলী থেকেও সরাসরি আটঘর কুড়িয়ানা মিশুক গাড়ী চলাচল করে।

ট্রলার ভ্রমণ আনন্দের, যেতে যেতে বাংলার ভ্যানিস খ্যাত বরিশালের নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবেন খালের দুপাশে।

খুব ভোর থেকেই বেচাকেনার ধুম পড়ে,তাই কুড়িয়ানা পৌছাতে হবে খুব সকালে।

কুড়িয়ানা বাজার এবং পেয়ারার ভাসমান বাজারের পাশে নাস্তা ও দুপুরের মানসম্মত খাবারের হোটেল আছে।

ঢাকার সায়দাবাদ থেকে প্রায় ১০/১২ টি কোম্পানির গাড়ী সরাসরি স্বরূপকাঠী যায় ৪ ঘন্টা ৩০ মিনিটে। ভাড়া ৫০০-৬০০ টাকা।

স্বরূপকাঠী বাজারে রাত যাপনের মত রয়েছে কিছু আবাসিক হোটেল।

আর হ্যাঁ সন্ধ্যা নদীর তাজা ইলিশের স্বাদ নিতে কিন্তু ভুলবেন না।
সাথে ঘুরে আসতে পারেন ছারছীনা মাদ্রাসায়(মেয়ে প্রবেশ নিষেধ)

কারো কোন তথ্যর প্রয়োজন হলে আমাকেও নক করতে পারেন।

লেখাঃ Md Kaowsar Mahamud

রিজার্ভ পুকুর 📌ভান্ডারিয়া, পিরোজপুর।
30/06/2024

রিজার্ভ পুকুর
📌ভান্ডারিয়া, পিরোজপুর।

পিরোজপুরে ঐতিহ্যবাহী  রায়েরকাঠি জমিদার বাড়ি।পিরোজপুর।
30/06/2024

পিরোজপুরে ঐতিহ্যবাহী রায়েরকাঠি জমিদার বাড়ি।
পিরোজপুর।

ছবিটি পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) থানার আটঘর-কুড়িয়ানার ভাসমান পেয়ারা বাজারের।
29/06/2024

ছবিটি পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) থানার আটঘর-কুড়িয়ানার ভাসমান পেয়ারা বাজারের।

মিয়ারহাট বাজারMd Eusuf
27/06/2024

মিয়ারহাট বাজার
Md Eusuf

রিজার্ভ পুকুর📌ভান্ডারিয়া,পিরোজপুর। 📷Md.Tariqul Islam
27/06/2024

রিজার্ভ পুকুর
📌ভান্ডারিয়া,পিরোজপুর।
📷Md.Tariqul Islam

জীবন বয়ে চলা নদী📷Md Mamun Faragi
26/06/2024

জীবন বয়ে চলা নদী
📷Md Mamun Faragi

বৈঠাঘাটা ভাসমান বাজার📌নাজিরপুর,পিরেজপুর
24/06/2024

বৈঠাঘাটা ভাসমান বাজার
📌নাজিরপুর,পিরেজপুর

তিন উপজেলার মোহনা (বেলুয়া নদী)📌নাজিরপুর,পিরোজপুর 📷Md.Shariful Islam
24/06/2024

তিন উপজেলার মোহনা (বেলুয়া নদী)
📌নাজিরপুর,পিরোজপুর
📷Md.Shariful Islam

রায়েরকাঠী জমিদার বাড়ি মন্দির সমূহ।রায়েরকাঠী,পিরোজপুর।এখানে রয়েছে প্রায় ২৫ মন ওজনের শিব লিঙ্গ। এটি উপমহাদেশের সর্ববৃহৎ শি...
23/06/2024

রায়েরকাঠী জমিদার বাড়ি মন্দির সমূহ।
রায়েরকাঠী,পিরোজপুর।

এখানে রয়েছে প্রায় ২৫ মন ওজনের শিব লিঙ্গ। এটি উপমহাদেশের সর্ববৃহৎ শিবলিঙ্গের একটি।এছাড়া এখানে বর্তমানে শিব মন্দির রয়েছে ১০ টির মত।

জিনুহার বাজার, পিরোজপুর।📷Ameen Al Rasheed
23/06/2024

জিনুহার বাজার, পিরোজপুর।
📷Ameen Al Rasheed

দক্ষিণ বঙ্গের ঐতিহ্যবাহী হুলারহাট বন্দর,পিরোজপুর।
23/06/2024

দক্ষিণ বঙ্গের ঐতিহ্যবাহী হুলারহাট বন্দর,পিরোজপুর।

হরিণের পাল।📍হরিণপালা,ভান্ডারিয়া,পিরোজপুর।📷Md Yusuf
23/06/2024

হরিণের পাল।

📍হরিণপালা,ভান্ডারিয়া,পিরোজপুর।
📷Md Yusuf

প্রশান্তির খোঁজে। 📍পশ্চিম গোলবুনিয়ামঠবাড়িয়া,পিরোজপুর।📷 Md.Yusuf
22/06/2024

প্রশান্তির খোঁজে।

📍পশ্চিম গোলবুনিয়া
মঠবাড়িয়া,পিরোজপুর।
📷 Md.Yusuf

ছারছীনা মাদরাসার সামনে, সন্ধ্যা নদীর পাড়।স্বরুপকাঠী,পিরোজপুর
21/06/2024

ছারছীনা মাদরাসার সামনে, সন্ধ্যা নদীর পাড়।
স্বরুপকাঠী,পিরোজপুর

Address

Pirojpur
8500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pirojpur Tourism posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category