Bagha Tours and Travels by Ashik

Bagha Tours and Travels by Ashik Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bagha Tours and Travels by Ashik, Travel Company, Bagha Tours and Travels, Near Banglalink Tower, East side from Musa Market and Bagha Bazar, Bagha, Rajshahi, Baghai, Rajshahi.

😊 রাজশাহীর বাঘার প্রাণকেন্দ্রে ০১ সেপ্টেম্বর ২০১৯ সালে প্রতিষ্ঠিত পাসপোর্ট, ভিসা প্রসেসিং, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের বিমান টিকেট সরবরাহকারী একটি বিশ্বস্ত ট্রাভেল এজেন্সী।

প্রতিনিয়ত সিঙ্গাপুর, কাতার, ওমানের ম্যানপাওয়ার - ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড এর কাজ করা হয়।✈️ প্রিয় বাঘাবাসী, ঝামেলাহীন ...
01/11/2024

প্রতিনিয়ত সিঙ্গাপুর, কাতার, ওমানের ম্যানপাওয়ার - ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড এর কাজ করা হয়।

✈️ প্রিয় বাঘাবাসী, ঝামেলাহীন পাসপোর্ট, ভারতের ভিসা প্রসেস, দেশ বিদেশের বিমান টিকেট ও ভারতের ট্রেন টিকিট এর এজেন্ট #বাঘা_ট্যুরস_এন্ড_ট্রাভেলস -এ ননস্টপ বিশ্বস্ততার সাথে ট্যুরিজম সংক্রান্ত সকল সেবা পাওয়া যায়। 😎 রয়েছে যেকোনো লেনদেনে মানি রিসিটের সুবিধা।
ঠিকানা:
🏠 বাংলালিংক টাওয়ার সংলগ্ন, বাঘা বাজার ও মুসা মার্কেটের পূর্বে, বাঘা, রাজশাহী।
মোবাইল: 01723-634806 (WhatsApp, Imo)

ঝামেলাহীন পাসপোর্ট, ভিসা প্রসেস, বিমান ও ভারতের ট্রেন টিকেটের জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান #বাঘা_ট্যুরস_এন্ড_ট্রাভেলস ।
প্রতিষ্ঠাকাল: সেপ্টেম্বর ২০১৯ ইং।
পরিচালনায়: মোঃ আশিক।

✈ সিঙ্গাপুর, মালোয়েশিয়া, কাতার, দুবাই, সৌদি আরব, ওমান সহ সকল দেশের বিমান টিকেট, ই-পাসপোর্ট ফুল কন্টাক, ভারতের ট্যুরিস্ট ও মেডীকেল ভিসার ফুল প্রসেসিং, ইন্ডিয়ার সকল রুটের জেনারেল/ ততকাল কৌটার ট্রেন টিকেট এর এজেন্ট আপনার এলাকা বাঘায়,
এছাড়া সকল দেশের বিমান টিকেটের ডেট চেঞ্জ করা হয় বাঘা ট্যুরস এন্ড ট্রাভেলস থেকে,
পরিচালক- মো: আশিক,
ফেসবুক আইডীতে রিকুয়েস্ট দিয়ে সাথে থাকুন:
Ashik Mahmud

WhatsApp: 01723-634806 (10AM to 10PM)
😱 ভারতের কোলকাতা, চেন্নাই, ব্যাঙ্গালোর, দিল্লি, হাইদ্রাবাদ সহ বিমান টিকেট করা হয়।

😱 আরো উল্লেখ্য যে, বাঘা ট্যুরস এন্ড ট্রাভেলস এয়ারলাইন্স এজেন্ট হওয়ায় সরাসরি ও ইন্সট্যান্ট যেকোনো রুটের বিমান টিকেট ইস্যু করতে পারে, অন্য কোনো ট্রাভেল এজেন্ট বা থার্ড পার্টি কারো থেকে ক্রয় করে বিমান টিকেট সেবা দেয়না।।

😊 পাসপোর্ট, ভিসা প্রসেসিং, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের বিমান টিকেট সহ সকল প্রকার ট্যুরিজম সেবা নিশ্চিতে যোগাযোগ করতে পারেন:

# #বাঘা_ট্যুরস_এন্ড_ট্রাভেলস
# বাংলালিংক টাওয়ার সংলগ্ন, মুসা মার্কেট ও বাঘা বাজারের পূর্ব পার্শ্বে, বাঘা, রাজশাহী।।
# শনি-বৃহস্পতি সকাল ১০ টা থেকে রাত ১০টা।
# শুক্রবার: বিকেল ৪টা থেকে রাত ১০টা।

📱 01723-634806 (WhatsApp, Imo),
☎ 09696-634806 (9AM to 10PM),

, ,

খরচ কমিয়ে ২০২৫ সালের হজ প্যাকেজ ঘোষণা।সাধারণ হজ প্যাকেজ ১ এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা। সাধারণ হ...
30/10/2024

খরচ কমিয়ে ২০২৫ সালের হজ প্যাকেজ ঘোষণা।
সাধারণ হজ প্যাকেজ ১ এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা। সাধারণ হজ প্যাকেজ ২ এর মূল্য নির্ধারণ করা হয়েছে পাঁচ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা।

গতবারের তুলনায় ১ লাখ ৯ হাজার ১৪৫ টাকা কমে সরকারিভাবে সাধারণ হজ প্যাকেজের ১ এর মূল্য ৪ লাখ ৭৮ হাজার ২শ ৪২ টাকা নির্ধারণ। হজ ব্যববস্থাপনায় যুক্ত নয় এমন কাউকে সরকারি টাকায় হজে নেয়া হবে না।

লালন শাহ, ফকির, সঙ্গীতশিল্পী যায় বলি না কেন, আসলে সে মুসলিম না অমুসলিম তা জানা আছে??? কমেন্টে জানাবেন।
19/10/2024

লালন শাহ, ফকির, সঙ্গীতশিল্পী যায় বলি না কেন, আসলে সে মুসলিম না অমুসলিম তা জানা আছে???
কমেন্টে জানাবেন।

যত দিন যাচ্ছে ট্রাভেল করার জন্য আমাদের আর কোন দেশ ভিসা দিবে কিনা সন্দেহ😔🇧🇩বাংলাদেশের পাসপোর্ট হোল্ডারদের জন্য এখন সব থেক...
15/10/2024

যত দিন যাচ্ছে ট্রাভেল করার জন্য আমাদের আর কোন দেশ ভিসা দিবে কিনা সন্দেহ😔

🇧🇩বাংলাদেশের পাসপোর্ট হোল্ডারদের জন্য এখন সব থেকে সহজ ভিসা কোনটা! আসলে কোন ভিসাই সহজ না।
১: ইন্ডিয়া যাবেন। ৬ মাসের ভিসা পেতে জীবন ক্ষয় হবে, পেলেও আপনার সময় লাগবে ৪ মাস। বর্তমানে তো টোটালি বন্ধ আছে টুরিস্ট ভিসা।অন্যান্য ভিসা পেতেও অনেক হ্যাসেল পোহাতে হচ্ছে।
২: মিডলইস্টের সব দেশের টুরিস্ট ভিসা বন্ধ। মানে আপনি টুরিস্ট ভিসা নিয়া সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, ওমান, জর্ডান যেতে পারবেন না।

৩: আগে আমিরাতের রেসিডেন্সি কার্ড হোল্ডারা কিছু দেশের অন এরাইভাল ভিসা পেত যেমন কিরগিস্থান, জর্জিয়া, আজারবাইজান সহ আরো কিছু দেশ। কিন্তু বাংলাদেশের পাসপোর্ট নিয়ে গেলে ঢুকতে দিচ্ছে না।

৪: ২০২৩ সালে সেন্ট্রাল এশিয়ার কিছু দেশ আমাদের স্বাগতম জানায়। কিন্তু আমরা এমনভাবে আমন্ত্রন গ্রহন করে তাতে ছেড়ে দে মা কেদে বাচি অবস্থা এইসব দেশের। ফলাফল কাজাখস্তান, কিরগিস্থান ভিসা অফ। বাকি আছে উজবেকিস্তান। এর ই ভিসা পোর্টাল আজকে ৬ দিন যাবত ডাউন। কোন খারাপ খবর আসতে যাচ্ছে।

৫: ২০২৩ এর সালে ভিসার গনজোয়ার বসানো কানাডা ভালভাবেই দরজা বন্ধ করেছে। ভিসা পাওয়ার মত ফাইল ও রিফিউস। ক্যান + এর আন্ডারে যাদের ৭ দিনে ভিসা হইত তাদেরকেও রিফিউস করে দিচ্ছে।
৬: ইউরোপের দেশ গুলা যাছাই বাছাই করে ১৫% ভিসা দেয়। এর মধ্য ৫% আর ব্যাক করে না।

৭ মালয়েশিয়া, কম্বোডিয়া, লাউস, ইন্দোনেশিয়া তে এখন ভিসা হয়। কিন্তু বাংলাদেশের ৮০% মানুষকে আলাদাভাবে ভিতরের কাউন্টারে নিয়া যায় অথবা আলাদাভাবে ইমিগ্রেশন করে।
৮: নেপাল গিয়েও কিছু মানুষ আকাম করে। ওই দেশের পাসপোর্ট বানাইয়া নাকি ইউরোপে আবেদন করে! ( আমি ১০০% সিউর না)
৯: অস্ট্রেলিয়ায় চলছে গন রিজেকশন। ৯৫% এপ্লিকেশন কমন রিজনে রিফিউস করতেছে।

১০: ইউকে ভিসা পাবার জন্য যে রকম ব্যাংক স্টেটমেন্ট দরকার আমাদের দেশের ৯০% মানুষ তেমনভাবে করতে পারে না।
১১: সার্বিয়া, বসনিয়ার জংগলে, জাতিসংঘের ক্যাম্পে হাজার হাজার বাংলাদেশি বছরের পর বছর আটকা পরে আছে।
১২: পানামার জংগলে অনেক ব্যাংগালির লাশ পচে মাটির সাথে মিশে গেছে।

১৩: ব্রাজিল, আর্জেন্টিনায় ও মেক্সিকোতে দেখবেন অনেক ব্যাংগালি বসবাস করে কিন্তু তাদের মধ্য ৯৯% আমেরিকা যাবার ধান্দায় আটকা পরা বাংলাদেশি।
১৪: লিবিয়া থেকে ইতালির কথা আমরা সবাই জানি। এইটা না বললাম।

১৫:বাংগালিদের জন্য সব খোলা আছে আফ্রিকার ভিসা। কিন্তু আমার মনে হয় অইখানে গিয়েও আমরা কিছু না কিছু অকাজ করবই। যেমন মরক্কোর সাথে স্পেনের বর্ডার আছে।এইটা বাংগালিরা জানলেই দেখবেন সবাই মরক্কো লাভার হয়ে যাব আমরা।

আমাদের দেশে অনেকেই মোজাম্বিক নামক দেশের নাম জানে না। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে আফ্রিকার এই দেশের প্রায় ৩০,০০০ বাংলাদেশি আছে।

সর্বশেষে একটা সুখের খবর শুনাই, যেই শ্রীলংকাকে বাংগালীরা দেউলিয়া হয়ে গেছে বলে উপহাস করতো, সেই শ্রীলংকাও বাংলাদেশীদের জন্যে অনএরাইভাল ভিসা বন্ধ করে দিয়েছে।
(Collected)

কলকাতা থেকে দুবাই - ১১ হাজার রুপী।ঢাকা থেকে দুবাই - ৬২ হাজার টাকা।কলকাতা থেকে ব্যাংকক - ৯ হাজার রুপী। ঢাকা থেকে ব্যাংকক ...
12/10/2024

কলকাতা থেকে দুবাই - ১১ হাজার রুপী।
ঢাকা থেকে দুবাই - ৬২ হাজার টাকা।

কলকাতা থেকে ব্যাংকক - ৯ হাজার রুপী।
ঢাকা থেকে ব্যাংকক - ৩৮ হাজার টাকা।

যাদেরকে রেমিট্যান্স যোদ্ধা বলেন, এই রেমিটেন্স যোদ্ধাদের সাথে পরিবারের একটা বড় দুরত্ব তৈরী করছে আমাদের দেশের বিমানভাড়া।

লস্ট পাসপোর্টে ভারতীয় ভিসা রিজেক্ট হবার কারণ ও লস্ট পাসপোর্ট বা পুরাতন পাসপোর্ট হারিয়ে গেলে করনীয় :১.জিডি কপি২.ট্রান্...
03/10/2024

লস্ট পাসপোর্টে ভারতীয় ভিসা রিজেক্ট হবার কারণ ও
লস্ট পাসপোর্ট বা পুরাতন পাসপোর্ট হারিয়ে গেলে করনীয় :

১.জিডি কপি
২.ট্রান্সলেট
৩.নোটারি
৪.লস্ট সার্কুলার (পাসপোর্ট অফিস থেকে নিতে হবে)
৫.এফিডেভিট
৬.এ্যাটেস্টেশন ফ্রম মিনিস্টারি(সচিবালয় থেকে নিতে হবে)

ভিসা জমা দেওয়ার সময় কাগজপত্রের সাথে এই গুলোর ফটোকপি জমা দিতে হবে।
ধন্যবাদ 🙏

03/10/2024

পাসপোর্ট, ভিসা প্রসেসিং, বিমান টিকেট সব সেবার ভরসার জায়গা বাঘা ট্যুরস এন্ড ট্রাভেলস।



সাশ্রয়ী মূল্যে এয়ার টিকিট করুন। ঢাকা টু মালয়েশিয়া   ✈️    ২৪,০০০  টাকা ঢাক টু পেনাং           ✈️     ১৯,০০০ টাকা ঢাক...
02/10/2024

সাশ্রয়ী মূল্যে এয়ার টিকিট করুন।

ঢাকা টু মালয়েশিয়া ✈️ ২৪,০০০ টাকা
ঢাক টু পেনাং ✈️ ১৯,০০০ টাকা
ঢাকা টু সিঙ্গাপুর ✈️ ২৭,৫০০ টাকা
ঢাকা টু ভিয়েতনাম ✈️ ২৩,০০০ টাকা
ঢাকা টু আবুধাবি ✈️ ২৫,৬০০ টাকা
ঢাকা টু দুবাই ✈️ ৩০,৯০০ টাকা
ঢাকা টু শারজা ✈️ ৩২,৯০০ টাকা
ঢাকা টু মাস্কাট ✈️ ৩৩,৫০০ টাকা
ঢাকা টু কুয়েত ✈️ ৩৯,০০০ টাকা
ঢাকা টু বাহরাইন ✈️ ৪২,০০০ টাকা
ঢাকা টু সালালা ✈️ ৪০,০০০ টাকা
ঢাকা টু দাম্মাম ✈️ ৪০,০০০ টাকা
ঢাকা টু দোহা ✈️ ৪৪,০০০ টাকা
ঢাকা টু জেদ্দা ✈️ ৪৪,৫০০ টাকা
ঢাকা টু মদিনা ✈️ ৪৬,৫০০ টাকা
ঢাকা টু আবহা ✈️ ৫১,০০০ টাকা
ঢাকা টু জিজান ✈️ ৫১,০০০ টাকা
ঢাকা টু রিয়াদ ✈️ ৫০,০০০ টাকা
ঢাকা টু আলজউফ ✈️ ৫১,৫০০ টাকা
ঢাকা টু তাইফ ✈️ ৫০,০০০ টাকা
ঢাকা টু হাইল ✈️ ৫০,০০০ টাকা
ঢাকা টু নাজরান ✈️ ৫৪,৫০০ টাকা
ঢাকা টু কাসিম ✈️ ৪৯,৫০০ টাকা
ঢাকা টু তাবুক ✈️ ৪৯,৫০০ টাকা
ঢাকা টু কলকাতা ✈️ ৮,৫০০ টাকা
ঢাকা টু চেন্নাই ✈️ ১২,০০০ টাকা
ঢাকা টু রাজশাহি ✈️ ৪,২০০ টাকা
ঢাকা টু যশোর ✈️ ৪,২০০ টাকা
ঢাকা টু কক্সবাজার ✈️ ৫,৩০০ টাকা

♻ বিমান বাংলাদেশ, নভোএয়ার, ইউ এস বাংলা এয়ারলাইন্সের রাজশাহী ঢাকা রুটে বিমান টিকেট বর্তমানে ৪২০০ টাকা, দেশ বিদেশের যেকোনো...
29/09/2024

♻ বিমান বাংলাদেশ, নভোএয়ার, ইউ এস বাংলা এয়ারলাইন্সের রাজশাহী ঢাকা রুটে বিমান টিকেট বর্তমানে ৪২০০ টাকা, দেশ বিদেশের যেকোনো বিমান টিকেট নিতে এখনি যোগাযোগ করুন বাঘা ট্যুরস এন্ড ট্রাভেলসে।

✈️ প্রিয় বাঘাবাসী, ঝামেলাহীন পাসপোর্ট, ভারতের ভিসা প্রসেস, দেশ বিদেশের বিমান টিকেট ও ভারতের ট্রেন টিকিট এর এজেন্ট #বাঘা_ট্যুরস_এন্ড_ট্রাভেলস -এ ননস্টপ বিশ্বস্ততার সাথে ট্যুরিজম সংক্রান্ত সকল সেবা পাওয়া যায়। 😎 রয়েছে যেকোনো লেনদেনে মানি রিসিটের সুবিধা।
ঠিকানা:
🏠 বাংলালিংক টাওয়ার সংলগ্ন, বাঘা বাজার ও মুসা মার্কেটের পূর্বে, বাঘা, রাজশাহী।
মোবাইল: 01723-634806 (WhatsApp, Imo)

ঝামেলাহীন পাসপোর্ট, ভিসা প্রসেস, বিমান ও ভারতের ট্রেন টিকেটের জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান #বাঘা_ট্যুরস_এন্ড_ট্রাভেলস ।
প্রতিষ্ঠাকাল: সেপ্টেম্বর ২০১৯ ইং।
পরিচালনায়: মোঃ আশিক।

✈ সিঙ্গাপুর, মালোয়েশিয়া, কাতার, দুবাই, সৌদি আরব, ওমান সহ সকল দেশের বিমান টিকেট, ই-পাসপোর্ট ফুল কন্টাক, ভারতের ট্যুরিস্ট ও মেডীকেল ভিসার ফুল প্রসেসিং, ইন্ডিয়ার সকল রুটের জেনারেল/ ততকাল কৌটার ট্রেন টিকেট এর এজেন্ট আপনার এলাকা বাঘায়,
এছাড়া সকল দেশের বিমান টিকেটের ডেট চেঞ্জ করা হয় বাঘা ট্যুরস এন্ড ট্রাভেলস থেকে,
পরিচালক- মো: আশিক,
ফেসবুক আইডীতে রিকুয়েস্ট দিয়ে সাথে থাকুন:
Ashik Mahmud

WhatsApp: 01723-634806 (10AM to 10PM)
😱 ভারতের কোলকাতা, চেন্নাই, ব্যাঙ্গালোর, দিল্লি, হাইদ্রাবাদ সহ বিমান টিকেট করা হয়।

😱 আরো উল্লেখ্য যে, বাঘা ট্যুরস এন্ড ট্রাভেলস এয়ারলাইন্স এজেন্ট হওয়ায় সরাসরি ও ইন্সট্যান্ট যেকোনো রুটের বিমান টিকেট ইস্যু করতে পারে, অন্য কোনো ট্রাভেল এজেন্ট বা থার্ড পার্টি কারো থেকে ক্রয় করে বিমান টিকেট সেবা দেয়না।।

😊 পাসপোর্ট, ভিসা প্রসেসিং, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের বিমান টিকেট সহ সকল প্রকার ট্যুরিজম সেবা নিশ্চিতে যোগাযোগ করতে পারেন:

# #বাঘা_ট্যুরস_এন্ড_ট্রাভেলস
# বাংলালিংক টাওয়ার সংলগ্ন, মুসা মার্কেট ও বাঘা বাজারের পূর্ব পার্শ্বে, বাঘা, রাজশাহী।।
# শনি-বৃহস্পতি সকাল ১০ টা থেকে রাত ১০টা।
# শুক্রবার: বিকেল ৪টা থেকে রাত ১০টা।

📱 01723-634806 (WhatsApp, Imo),
☎ 09696-634806 (9AM to 10PM),

, ,

মেনিলা থেকে কুয়ালালামপুর। দূরত্ব চার ঘন্টার ফ্লাইং টাইম।ভাড়া ৫০০০-৫৫০০ টাকাঢাকা থেকে কুয়ালালামপুর। দুরত্ব চার ঘন্টার ফ্ল...
28/09/2024

মেনিলা থেকে কুয়ালালামপুর।
দূরত্ব চার ঘন্টার ফ্লাইং টাইম।
ভাড়া ৫০০০-৫৫০০ টাকা

ঢাকা থেকে কুয়ালালামপুর।
দুরত্ব চার ঘন্টার ফ্লাইং টাইম।
ভাড়া ২৫,০০০ - ৩০,০০০ টাকা।

কুয়ালালামপুর টু ঢাকা
দুরত্ব চার ঘন্টার ফ্লাইং টাইম।
ভাড়া ১৩,০০০টাকা।

কি সিস্টেম। কি সিন্ডিকেট 🥴

24/09/2024

প্রবাসীরা অনেক বোকা টাইপের হয়। নিজে পরিবার সংসার ছেড়ে বিদেশে থাকে বছরের পর বছর। অথচ তারা তাদের রক্ত ঘামানো অর্থ সঠিকভাবে সঞ্চয় করতে পারেনা।
আবেগে উদারতা দেখিয়ে স্ত্রী ছেলে মেয়ে ভাইদের দিয়ে দেয়। শেষে দেখা যায় প্রবাসীরা নি:স্ব।
টাকা ছাড়া কারো কোনো মুল্য নাই। প্রবাসী ভাইয়েরা কষ্টে উপার্জিত অর্থ সঠিক জায়গায় সঞ্চয় করুন। নিজ নামের ব্যাংক একাউন্টে জমান, চেক বা কার্ড কারো হাতে দিবেনা। ফ্যামিলির প্রয়োজন এ অর্থ অন্য মাধ্যমে তাদের দিবেন।

মোঃ আশিক, পরিচালক, বাঘা ট্যুরস এন্ড ট্রাভেলস।🇧🇩Ten Unknown Facts About  1. Founding and History: BMW, Bayerische Motoren...
20/09/2024

মোঃ আশিক,
পরিচালক, বাঘা ট্যুরস এন্ড ট্রাভেলস।

🇧🇩Ten Unknown Facts About

1. Founding and History: BMW, Bayerische Motoren Werke AG, was founded in 1916 in Munich, Germany, initially producing aircraft engines. The company transitioned to motorcycle production in the 1920s and eventually to automobiles in the 1930s.

2. Iconic Logo: The BMW logo, often referred to as the "roundel," consists of a black ring intersecting with four quadrants of blue and white. It represents the company's origins in aviation, with the blue and white symbolizing a spinning propeller against a clear blue sky.

3. Innovation in Technology: BMW is renowned for its innovations in automotive technology. It introduced the world's first electric car, the BMW i3, in 2013, and has been a leader in developing advanced driving assistance systems (ADAS) and hybrid powertrains.

4. Performance and Motorsport Heritage: BMW has a strong heritage in motorsport, particularly in touring car and Formula 1 racing. The brand's M division produces high-performance variants of their regular models, known for their precision engineering and exhilarating driving dynamics.

5. Global Presence: BMW is a global automotive Company

6. Luxury and Design: BMW is synonymous with luxury and distinctive design, crafting vehicles that blend elegance with cutting-edge technology and comfort.

7. Sustainable Practices: BMW has committed to sustainability, incorporating eco-friendly materials and manufacturing processes into its vehicles, as well as advancing electric vehicle technology with models like the BMW i4 and iX.

8. Global Manufacturing: BMW operates numerous production facilities worldwide, including in Germany, the United States, China, and other countries, ensuring a global reach and localized production.

9. Brand Portfolio: In addition to its renowned BMW brand, the company also owns MINI and Rolls-Royce, catering to a diverse range of automotive tastes and luxury segments.

10. Cultural Impact: BMW's vehicles often become cultural icons, featured in films, music videos, and celebrated for their design and engineering excellence worldwide.

ট্রাভেল এজেন্ট মিট আপ রাজশাহী।
19/09/2024

ট্রাভেল এজেন্ট মিট আপ রাজশাহী।

বাংলাদেশী পাসপোর্ট দিয়ে কোনও ভিসা ছাড়াই যেতে পারবেন যে দেশগুলিতে (NO VISA REQUIRED or NVR Countries with Bangladeshi Pas...
14/09/2024

বাংলাদেশী পাসপোর্ট দিয়ে কোনও ভিসা ছাড়াই যেতে পারবেন যে দেশগুলিতে (NO VISA REQUIRED or NVR Countries with Bangladeshi Passport)

ভিসা ছাড়াও যে বিশ্বের অনেকগুলো দেশে যাওয়া যায়, তা হয়তো অনেকেই জানেন। তবে বাংলাদেশী পাসপোর্ট থাকলেই আপনি কোনো ধরনের ভিসার ছাড়াই ভ্রমণের সুযোগ পাবেন ২০টি চমৎকার দেশে আর এটি অবশ্যই যেকোনো ট্রাভেলারের জন্য দারুণ সুখবর। তবে ভিসা ছাড়াই তালিকায় থাকা ৪২টি দেশের যেকোনো একটিতে যেতে হলে আপনাকে শুধুমাত্র কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে, যেমনঃ

আপনার পাসপোর্টটি অবশ্যই বৈধ হতে হবে। সাধারণত, বেশিরভাগ দেশের ক্ষেত্রেই বাংলাদেশী পাসপোর্টটি ডেস্টিনেশন থেকে এক্সিটের তারিখ , অর্থাৎ দেশটি ছেড়ে আসার তারিখের পর থেকে ৬ মাসের জন্য বৈধ হতে হয় এবং
ট্রাভেল করার আগে যে দেশে যাচ্ছেন সেটির জন্য সঠিক স্বাস্থ্য বীমা (Health Insurance) কিনে রাখা জরুরি। আপনি কোথায় যাচ্ছেন তার উপর নির্ভর করে বীমার ধরন এবং মূল্য ভিন্ন হতে পারে।
সব রিকোয়ারমেন্ট জেনে নেওয়ার পর বাংলাদেশি পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়া যে ৪২টি দেশে খুব সহজেই যেতে পারেন


এশিয়া - ৬টি দেশ - ভুটান, কম্বোডিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, পূর্ব তিমুর।
দক্ষিণ আমেরিকা - ১টি দেশ - বলিভিয়া।
উত্তর আমেরিকা (ক্যারাবিয়ান অঞ্চল) - ১১ টি দেশ - বাহামাস, বার্বাডোস, ব্রিটিশ ভার্জিন দ্বীপসমূহ, ডোমিনিকা, গ্রেনাডা, হাইতি, জামাইকা, মন্টসেরাট, সেন্ট কিটস এবং নেভিস, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, ট্রিনিডাড ও টোব্যাগো।
ওশিয়ানিয়া - ৮টি দেশ - কুক দ্বীপপুঞ্জ, ফিজি, কিরিবাস বা কিরিবাটি, মাইক্রোনেশিয়া, নিউয়ে, সামোয়া, ভানুয়াটু, টুভালু।
আফ্রিকা - ১৬টি দেশ - লেসোথো, গাম্বিয়া, বুরুন্ডি, কেপ ভার্দে, কমোরো দ্বীপপুঞ্জ, জিবুতি, গিনি-বিসাউ, লেসোথো, মাদাগাস্কার, মৌরিতানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, সেশেল, সিয়েরা লিওন, সোমালিয়া, টোগো।

------------------------------------------

বাংলাদেশি পাসপোর্ট থাকলে ভিসা অন-অ্যারাইভাল (Visa on Arrival বা VoA) নিয়ে ঘুরে আসতে পারবেন যেসব দেশে

আগে থেকে কোনও প্রকার ভিসা আবেদন ছাড়াই বাংলাদেশী পাসপোর্ট দিয়ে উপভোগ করতে পারবেন অসাধারণ কিছু স্পট- এটা হয়তো অনেক ভ্রমণপ্রেমীরই শুধু কল্পনায় ছিল। ব্যাপারটা এখন পুরোপুরি সত্যি আর তা হয়তো অনেকে জেনেও থাকবেন। কিন্তু বাংলাদেশিদের জন্য অন এরাইভাল ভিসা ঠিক কোন কোন দেশে আছে তা নিয়ে বিভ্রান্তি থাকতে পারে। আজকে একনজরেই দেখে নিতে পারবেন সেই দেশগুলোর তালিকা আর চট করে প্ল্যান করে ফেলতে পারবেন আপনার পরবর্তি ট্রিপ।

বাংলাদেশী পাসপোর্ট থাকলে ভিসা অন-অ্যারাইভাল (VoA) পাবেন যেসব দেশে -

এশিয়া - মালদ্বীপ, ভুটান, নেপাল, টিমর-লেস্টে, শ্রীলঙ্কা
আফ্রিকা - কাবো ভার্দে, মৌরিতানিয়া, বুরুন্ডি, কমোরোস, গিনি-বিসাউ, মাদাগাস্কার, রুয়ান্ডা, সিশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া
দক্ষিণ আমেরিকা - বলিভিয়া
ওশিয়ানিয়া - টুভালু

-------------------------------------------

ভিসা অন-অ্যারাইভাল এমন এক ধরনের ভিসা যেটির মাধ্যমে ডেস্টিনেশনে পৌঁছানোর আগে আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে না। অর্থাৎ, আপনাকে আগে থেকে কোনো ডকুমেন্ট সংগ্রহ করার দরকার নেই। আপনি যেই দেশে যাচ্ছেন সেখানে পৌঁছে একটি অনুমোদিত পয়েন্টে প্রয়োজনীয় ফি দিয়েই আপনি আপনার ভিসাটি কালেক্ট করে নিতে পারবেন। এই সম্পূর্ণ প্রসেসটি দেশভেদে কিছুটা পরিবর্তিত হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই আপনি আপনার আবেদন জমা দেওয়ার ১০ মিনিটের মধ্যে আপনার ভিসা হাতে পেয়ে যাবেন। ভিসা অন-অ্যারাইভাল সাধারণত ট্যুরিস্টরাই ব্যবহার করে থাকেন এবং এর মেয়াদ থাকে ১৪ থেকে ৩০ দিন পর্যন্ত। তবে ভিসা অন-অ্যারাইভালের যেকোনো শর্ত উক্ত দেশগুলোর সিধান্ত অনুযায়ী চেঞ্জ হতে পারে।

বাংলাদেশী পাসপোর্ট দিয়ে ভিসা অন-অ্যারাইভালের জন্য আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন?

একটি বৈধ পাসপোর্ট
রিসেন্ট ছবি (সাধারণত ৩ মাসের বেশি পুরানো নয়)। ছবির সাইজ নির্ভর করবে যেই দেশে যাচ্ছেন সেখানকার রিকোয়ারমেন্ট অনুযায়ী
ভিসা আবেদনপত্র (Visa Application Form)
প্রয়োজনীয় ফি দিতে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড কিংবা ক্যাশ
ফ্লাইট টিকিট এবং হোটেল রিজার্ভেশনের কপি
ভ্রমণসূচী (Travel Itinerary) ইত্যাদি।
বাংলাদেশী পাসপোর্ট দিয়ে ই-ভিসায় ঘুরে আসতে পারবেন যে দেশগুলো থেকে।

বর্তমান সময়ে প্রায় সব ট্রাভেলারদের মধ্যেই ই-ভিসা বেশ পরিচিত। ই-ভিসা মূলত সাধারণ ভিসার একটি ইলেক্ট্রনিক ভার্সন। এটি একটি নিয়মিত ভিসার মতোই কাজ করে তবে নিয়মিত ভিসার তুলনায় কিছু এটির সুযোগ-সুবিধা কিছুটা বেশি, কেননা ই-ভিসার আবেদনের জন্য আপনাকে এম্বাসির লম্বা লাইনে মোটেই দাঁড়িয়ে থাকতে হবে না। যেই দেশে যেতে চান, সেখানের এম্বাসির পোর্টালে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করলেই আপনার কাজ শেষ। অর্থাৎ, আপনাকে আর এম্বাসিতে সশরীরে উপস্থিত থাকতে হবে না বা ডকুমেন্টের কোনো হার্ড কপিও জমা দিতে হবে না। তাই বুঝতেই পারছেন, ই-ভিসা প্রক্রিয়াটি কতটা ঝামেলামুক্ত, সহজ এবং সময় সাশ্রয়ী!

বাংলাদেশী পাসপোর্টে ই-ভিসা অনুমোদনকারী দেশের তালিকা-


এশিয়া: বাহরাইন, কাজাখস্তান, কিরগিজস্তান, মালয়েশিয়া, মায়ানমার, কাতার, তাজিকিস্তান, ভিয়েতনাম
ইউরোপ: আলবেনিয়া
আফ্রিকা: বেনিন, বটসোয়ানা, বুর্কিনা ফাসো, ক্যামেরুন, কঙ্গো জাতীয় প্রজাতন্ত্র, আইভরি কোস্ট (কোট ডিভোয়ার), জিবুটি, ইকুয়েটোরিয়াল গিনি, ইথিওপিয়া, গাবন, গিনি, কেনিয়া, মালাউই, মোজাম্বিক, নাইজেরিয়া, সাও টোমে এবং প্রিন্সিপে, দক্ষিণ সুদান, টোগো, উগান্ডা, জাম্বিয়া, জিম্বাবুয়ে
উত্তর আমেরিকা (ক্যারাইবিয়ান অঞ্চল): অ্যান্টিগুয়া এবং বারবুডা
দক্ষিণ আমেরিকা: সুরিনাম

----------------------------------------------

বাংলাদেশী পাসপোর্ট থাকলেও যেসব দেশ ভ্রমণ করতে আপনাকে ট্যুরিস্ট ভিসা নিতে হবে

নো-ভিসা, ই-ভিসা এবং ভিসা অন-অ্যারাইভাল নিয়ে সব প্রয়োজনীয় তথ্য জানার পর এবার পালা ভিসাসহ ট্রাভেল নিয়ে জানার। আপনার যদি একটি বৈধ বাংলাদেশী পাসপোর্ট এবং একটি ভিসা থাকে, তাহলে আপনি ঘুরে দেখতে পারেন পৃথিবীর অনন্য ১৬১টি দেশ! প্রকৃতির ভিন্ন ভিন্ন রূপ, চোখ ধাঁধানো আর্কিটেকচারসহ বিভিন্ন জনপ্রিয় স্পটের ছবিগুলো মডার্ন ডিভাইসটিতে ক্যাপচার করতে বেশ ভালোই লাগবে! চলুন তবে জেনে নেওয়া যাক এই নিয়ে সব গুরুত্বপূর্ণ তথ্য।

বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসা আবেদনের জন্য কিছু বেসিক ডকুমেন্ট


ভিসা আবেদনপত্র (Visa Application Form)
একটি বৈধ পাসপোর্ট (অন্তত ছয় মাসের বৈধতা) যেখানে পরিদর্শনকারী দেশটির জন্য প্রয়োজনীয় কয়েকটি ফাঁকা পৃষ্ঠা রয়েছে।
পুরানো পাসপোর্ট (যদি থাকে)
রিসেন্ট ছবি (সাধারণত ৩ মাসের বেশি পুরানো নয়)। ছবির সাইজ নির্ভর করবে যেই দেশে যাচ্ছেন সেখানকার রিকোয়ারমেন্ট অনুযায়ী
ফ্লাইট টিকিট এবং হোটেল রিজার্ভেশনের কপি
ভ্রমণসূচী (Travel Itinerary) ইত্যাদি
আর্থিক স্বচ্ছলতার প্রমাণ (সাধারণত লাস্ট ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট)
ম্যারেজ সার্টিফিকেট।

সুইডেন এম্বাসি এখন ঢাকায় 🇧🇩✈️🇪🇺 সহজে সেনজেন ভিসা করার এখনই সুযোগ..সুইডেন এম্বাসি ঢাকা নতুন করে একটি অসাধারণ সুযোগ দিচ্ছে...
13/09/2024

সুইডেন এম্বাসি এখন ঢাকায় 🇧🇩✈️🇪🇺 সহজে সেনজেন ভিসা করার এখনই সুযোগ..

সুইডেন এম্বাসি ঢাকা নতুন করে একটি অসাধারণ সুযোগ দিচ্ছে যেখানে ইন্টারভিউ এবং অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই খুব কম সময়ে সেনজেন ভিসার জন্য আবেদন করতে পারবেন। সুইডেন, সেনজেন কান্ট্রির সদস্য হিসেবে, আরও ৮টি সেনজেন দেশের প্রতিনিধিত্ব করে। এই দেশগুলো হলো: ফিনল্যান্ড, আইসল্যান্ড, বেলজিয়াম, স্লোভেনিয়া, পোল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ এবং নেদারল্যান্ডস। এই ৮টি দেশের যে কোনো একটিতে ভ্রমণের জন্য আপনাকে সুইডেন এম্বাসির মাধ্যমে ভিসার আবেদন করতে হবে।

আবেদন প্রক্রিয়া সহজীকরণ:
এই নতুন সুবিধা ইন্টারভিউ এবং অ্যাপয়েন্টমেন্টের ঝামেলা ছাড়াই দ্রুত ভিসা পাওয়ার সুযোগ করে দিচ্ছে। যেকোনো সময় আপনি আবেদন করতে পারবেন এবং এতে সময়ের সাশ্রয় হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস:
সেনজেন ভিসার জন্য আবেদন করতে হলে কিছু নির্দিষ্ট ডকুমেন্টস প্রয়োজন হয়। এই ডকুমেন্টসগুলো হলো:
- পূর্ণাঙ্গভাবে পূরণকৃত ভিসা আবেদন ফর্ম।
- দুই কপি পাসপোর্ট সাইজ ছবি।
- বর্তমান পাসপোর্ট এবং পূর্বের সব পাসপোর্ট।
- ভ্রমণের উদ্দেশ্য সম্পর্কিত বিবরণ এবং স্পন্সর লেটার (যদি থাকে)।
- ভ্রমণ স্বাস্থ্য বীমা যা সেনজেন এলাকায় বৈধ।
- ব্যাংক স্টেটমেন্ট (সর্বশেষ ৬ মাসের)।
- কর্মসংস্থান প্রমাণপত্র বা শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।

ভ্রমণ ইতিহাস:
সেনজেন ভিসার জন্য আবেদন করতে হলে সাধারণত পূর্বে কিছু দেশের ভ্রমণ ইতিহাস থাকতে হয়। এতে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তবে প্রথমবারের আবেদনকারীরাও আবেদন করতে পারেন, কেবল যথাযথ ডকুমেন্টস প্রদান নিশ্চিত করতে হবে।

সময়সীমা:
সুইডেন এম্বাসি ঢাকা থেকে নতুন সুবিধার আওতায় এই প্রক্রিয়া সময়সিমা কম লাগবে..

12/09/2024
নামেই বা কি যায় আসে বুঝিনা। 😎
10/09/2024

নামেই বা কি যায় আসে বুঝিনা। 😎

বিমান টিকেট মুল্য সব রুটেই কমানো হোক।
09/09/2024

বিমান টিকেট মুল্য সব রুটেই কমানো হোক।

ফ্লাইট ছাড়ার মিনিমাম তিন ঘন্টা আগে এয়ারপোর্ট পৌঁছাবেন কেন ???** বাড়ি থেকে আপনার পাসপোর্ট, টিকিটসহ ভ্রমণের জন্য প্রয়োজন...
06/09/2024

ফ্লাইট ছাড়ার মিনিমাম তিন ঘন্টা আগে এয়ারপোর্ট পৌঁছাবেন কেন ???

** বাড়ি থেকে আপনার পাসপোর্ট, টিকিটসহ ভ্রমণের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস চেক করে নিন।

** যানজটের বিষয়টি মাথায় রেখে হাতে সময় নিয়ে যাত্রা করুন।

** ফ্লাইটের ৩ ঘন্টার সময় হাতে নিয়ে বিমানবন্দরে উপস্থিত হোন।

** চেক ইন কাউন্টার খুঁজে পেতে বিমানবন্দরের ভেতরে বিভিন্ন স্থানে থাকা নির্দেশনা মনিটরে নজর রাখুন।

** বিমানবন্দরের ভেতরে প্রবেশ করে আপনার নির্ধারিত এয়ারলাইনে চেক ইন সম্পন্ন করুন।

** ফ্লাইটের ১ ঘন্টা আগে এয়ারলাইনের বোর্ডিং কাউন্টার বন্ধ হয়ে যায়। এরপর আসলে আপনি আর চেক ইন করতে পারবেন না।

** চেক ইন করার সময় যে কয়টি লাগেজ জমা দিবেন, ততটি লাগেজ ট্যাগ বুঝে নিন।

** পাসপোর্ট, বোর্ডিং কার্ড, লাগেজ ট্যাগ বুঝে নিয়ে চেক ইন কাউন্টার ত্যাগ করুন।

** চেকইন সম্পন্ন করার পর অযথা ঘোরাফেরা না করে ইমিগ্রেশন সম্পন্ন করুন।

** ইমিগ্রেশন করা পর পুনরায় বিমানবন্দরের ভেতরে বিভিন্ন স্থানে থাকা নির্দেশনা মনিটরে নজর রাখুন। আপনার বোর্ডিং কার্ডে অথবা মনিটরে প্রদর্শিত গেট ব্যবহার করে উড়োজাহাজে উঠুন।

** আপনার বোর্ডিং কার্ডে লেখা নির্ধারিত সিটে বসুন। খালি থাকলেও অন্য সিটে বসবেন না।

©

আব্দুল মজিদ চাচার ফ্লাইট রাত ১২টায়। তিনি বিমানববন্দরে ঢুকলেন পৌনে ১২টায়। তিনি ভেবেছেন বাসের কাউন্টারের মতো ১০/১৫ মিনিট আ...
04/09/2024

আব্দুল মজিদ চাচার ফ্লাইট রাত ১২টায়। তিনি বিমানববন্দরে ঢুকলেন পৌনে ১২টায়। তিনি ভেবেছেন বাসের কাউন্টারের মতো ১০/১৫ মিনিট আগে গেলেই ফ্লাইট ধরতে পারবেন।কিন্তু তিনি তা পারলেন না।এমন পরিস্থিতিতে পড়তে না চাইলে সতর্ক হোন।

বাংলা এভিয়েশনের পরামর্শ

** বাড়ি থেকে আপনার পাসপোর্ট, টিকিটসহ ভ্রমণের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস চেক করে নিন।

** যানজটের বিষয়টি মাথায় রেখে হাতে সময় নিয়ে যাত্রা করুন।

** ফ্লাইটের ৩ ঘন্টার সময় হাতে নিয়ে বিমানবন্দরে উপস্থিত হোন।

** চেক ইন কাউন্টার খুঁজে পেতে বিমানবন্দরের ভেতরে বিভিন্ন স্থানে থাকা নির্দেশনা মনিটরে নজর রাখুন।

** বিমানবন্দরের ভেতরে প্রবেশ করে আপনার নির্ধারিত এয়ারলাইনে চেক ইন সম্পন্ন করুন।

** ফ্লাইটের ১ ঘন্টা আগে এয়ারলাইনের বোর্ডিং কাউন্টার বন্ধ হয়ে যায়। এরপর আসলে আপনি আর চেক ইন করতে পারবেন না।

** চেক ইন করার সময় যে কয়টি লাগেজ জমা দিবেন, ততটি লাগেজ ট্যাগ বুঝে নিন।

** পাসপোর্ট, বোর্ডিং কার্ড, লাগেজ ট্যাগ বুঝে নিয়ে চেক ইন কাউন্টার ত্যাগ করুন।

** চেকইন সম্পন্ন করার পর অযথা ঘোরাফেরা না করে ইমিগ্রেশন সম্পন্ন করুন।

** ইমিগ্রেশন করা পর পুনরায় বিমানবন্দরের ভেতরে বিভিন্ন স্থানে থাকা নির্দেশনা মনিটরে নজর রাখুন। আপনার বোর্ডিং কার্ডে অথবা মনিটরে প্রদর্শিত গেট ব্যবহার করে উড়োজাহাজে উঠুন।

** আপনার বোর্ডিং কার্ডে লেখা নির্ধারিত সিটে বসুন। খালি থাকলেও অন্য সিটে বসবেন না।

#বাংলা_এভিয়েশন #বাংলা_প্রবাস

ভ্রমণ শুরু হোক এখনই! US-Bangla Airlines-এ পছন্দের ডোমেস্টিক ফ্লাইট বুক করুন আকর্ষণীয় রেটে বাঘা ট্যুরস এন্ড ট্রাভেলস -এর ...
02/09/2024

ভ্রমণ শুরু হোক এখনই! US-Bangla Airlines-এ পছন্দের ডোমেস্টিক ফ্লাইট বুক করুন আকর্ষণীয় রেটে বাঘা ট্যুরস এন্ড ট্রাভেলস -এর সাথে।

*শর্ত প্রযোজ্য।

বিস্তারিত জানতে:
🏠 বাঘা ট্যুরস এন্ড ট্রাভেলস, বাঘা বাজার ও মুছা মার্কেটের পূর্বে, বাঘা, রাজশাহী।।
☎️ কল করুন: +8801723634806 (WhatsApp, Imo)
📧 ইমেইল করুন: [email protected]
💬 মেসেজ দিন WhatsApp এ: wa.me/8801723634806

পাসপোর্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক লেনদেন না করতে অনুরোধ জানিয়েছে পুলিশের বিশেষ শাখা (এসবি)। কেউ টাকা দাবি...
26/08/2024

পাসপোর্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক লেনদেন না করতে অনুরোধ জানিয়েছে পুলিশের বিশেষ শাখা (এসবি)। কেউ টাকা দাবি করলে ‘Hello SB’ অ্যাপসের মাধ্যমে বা হটলাইন নম্বরে ফোন করে অভিযোগ জানাতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি প্রতারক চক্র পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য পুলিশ পরিচয়ে বিকাশ/নগদ/রকেটে পাসপোর্ট আবেদনকারীর নিকট টাকা দাবী করছে। অনেকে দ্রুত ভেরিফিকেশন সম্পন্ন করার আশ্বাসে আশ্বস্ত হয়ে টাকা প্রদান করে প্রতারিত হচ্ছেন। পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্তে যে কোন প্রকার আর্থিক লেনদেন হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। এ ধরণের কার্যকলাপে জনমনে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

এতে আরও বলা হয়, পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্তে কোনো অভিযোগ থাকলে “Hello SB” অ্যাপসের মাধ্যমে অথবা মোবাইল নম্বর ০১৩২০০০৫৯২১ বা ০১৩২০০০5922 বা ০১৩২০৫৩৯৩ বা ০১৩২০০০৬৩৭৮-এ জানানো যাবে।

দেশের চলমান বন্যা পরিস্থিতির কারণে অনেক যাত্রী ফ্লাইটের টিকিট কেটেও আসতে পারেননি, ফ্লাইট মিস করছেন। সেসব যাত্রীর ফ্লাইটে...
24/08/2024

দেশের চলমান বন্যা পরিস্থিতির কারণে অনেক যাত্রী ফ্লাইটের টিকিট কেটেও আসতে পারেননি, ফ্লাইট মিস করছেন। সেসব যাত্রীর ফ্লাইটের টিকিট পরবর্তী তারিখে বিনামূল্যে রি-ইস্যু বা রি-বুক করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগষ্ট ২০২৪) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চলাচলকারী ৩৩টি এয়ারলাইন্সকে এ নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম।

ই-পাসপোর্ট ফরম পূরণের নির্দেশাবলী:১। ই-পাসপোর্টের আবেদনপত্র অনলাইনে পূরণ করা যাবে।২। ই-পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে কোন কাগ...
22/08/2024

ই-পাসপোর্ট ফরম পূরণের নির্দেশাবলী:

১। ই-পাসপোর্টের আবেদনপত্র অনলাইনে পূরণ করা যাবে।

২। ই-পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে কোন কাগজপত্র সত্যায়ন করার প্রয়োজন হবে না।

৩। ই-পাসপোর্ট ফরমে কোন ছবি সংযোজন এবং তা সত্যায়নের প্রয়োজন হবে না।

৪। জাতীয় ‍পরিচয়পত্র (NID) অথবা অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version) অনুযায়ী আবেদন পত্র পূরণ করতে হবে।

৫। অপ্রাপ্ত বয়স্ক (১৮ বছরের কম) আবেদনকারী যার জাতীয় পরিচয়পত্র (NID) নাই, তার পিতা অথবা মাতার জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।

৬। জাতীয় ‍পরিচয়পত্র (NID) অথবা অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version) নিম্নোক্ত বয়স অনুসারে দাখিল করতে হবে-

(ক) ১৮ বছরের নিম্নে হলে অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version).

(খ) ১৮-২০ বছর হলে জাতীয় ‍পরিচয়পত্র (NID) অথবা অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version)

(গ) ২০ বছরের উর্ধে হলে জাতীয় ‍পরিচয়পত্র (NID) আবশ্যক । তবে বিদেশস্থ বাংলাদেশ মিশন হতে আবেদনের ক্ষেত্রে অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version) গ্রহণযোগ্য হবে।

৭। তারকা চিহ্নিত ক্রমিক নম্বরগুলো অবশ্যই পূরণীয়।

৮। দত্তক/অভিভাবকত্ব গ্রহণের ক্ষেত্রে পাসপোর্টের আবেদনের সাথে সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে জারিকৃত আদেশ দাখিল করতে হবে।

৯। আবেদন বর্তমান ঠিকানা সংশ্লিষ্ঠ বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস/আঞ্চলিক পাসপোর্ট অফিস/বিদেশস্থ বাংলাদেশ মিশনে দাখিল করতে হবে।

১০। ১৮ বছরের নিম্নের এবং ৬৫ বছরের ‍উর্ধ্বে সকল আবেদনে ই-পাসপোর্টের মেয়াদ হবে ০৫ বছর এবং ৪৮ পৃষ্ঠার।

১১। প্রাসঙ্গিক টেকনিক্যাল সনদসমূহ (যেমন: ডাক্তার, ইঞ্জিনিয়ার, ড্রাইভার ইত্যাদি) আপলোড/সংযোজন করতে হবে।

১২। প্রযোজ্য ক্ষেত্রে প্রাসঙ্গিক জিও (GO)/এনওসি (NOC)/ প্রত্যয়নপত্র/ অবসরোত্তর ছুটির আদেশ (PRL Order)/ পেনশন বই আপলোড/সংযোজন করতে হবে যা ইস্যুকারী কর্তৃপক্ষের নিজ নিজ Website এ আপলোড থাকতে হবে।

১৩। প্রযোজ্য ক্ষেত্রে বিবাহ সনদ/নিকাহনামা এবং বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে তালাকনামা দাখিল করতে হবে।

১৪। দেশের অভ্যন্তরে আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য ফি এর উপর নির্ধারিত হারে ভ্যাট (VAT) সহ অন্যান্য চার্জ (যদি থাকে) অতিরিক্ত হিসাবে প্রদেয় হবে। বিদেশে আবেদনের ক্ষেত্রেও সরকার কর্তৃক নির্ধারিত ফি প্রদেয় হবে।

১৫। কূটনৈতিক পাসপোর্টের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও ওয়েলফেয়ার উইং (Consular and Welfare Wing) অথবা ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের প্রধান কার্যালয় বরাবর আবেদনপত্র দাখিল করতে হবে।

১৬। বৈদেশিক মিশন হতে নতুন পাসপোর্টের জন্য আবেদন করা হলে স্থায়ী ঠিকানার কলামে বাংলাদেশের যোগাযোগের ঠিকানা উল্লেখ করতে হবে।

১৭। অতি জরুরী পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে (নতুন ইস্যু) নিজ উদ্যোগে পুলিশ ক্লিয়ারেন্স সনদ সংগ্রহ পূর্বক আবশ্যিকভাবে আবেদনের সাথে দাখিল করতে হবে।

১৮। (ক) দেশের অভ্যন্তরে অতি জরুরী পাসপোর্ট প্রাপ্তির লক্ষ্যে আবেদনের সাথে পুলিশ ক্লিয়ারেন্স দাখিল করা হলে অন্যান্য সকল তথ্য সঠিক থাকা সাপেক্ষে ২ কর্মদিবসের মধ্যে পাসপোর্ট প্রদান করা হবে।

(খ) দেশের অভ্যন্তরে জরুরী পাসপোর্ট প্রাপ্তির লক্ষ্যে আবেদনের সাথে পুলিশ ক্লিয়ারেন্স দাখিল করা হলে অন্যান্য সকল তথ্য সঠিক থাকা সাপেক্ষে ৭ কর্মদিবসের মধ্যে পাসপোর্ট প্রদান করা হবে।

(গ) দেশের অভ্যন্তরে রেগুলার পাসপোর্ট প্রাপ্তির লক্ষ্যে আবেদনের সাথে পুলিশ ক্লিয়ারেন্স দাখিল করা হলে অন্যান্য সকল তথ্য সঠিক থাকা সাপেক্ষে ১৫ কর্মদিবসের মধ্যে পাসপোর্ট প্রদান করা হবে।

১৯। আবেদনের সময় মূল জাতীয় ‍পরিচয়পত্র (NID), অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version) এবং প্রযোজ্য ক্ষেত্রে টেকনিক্যাল সনদ, সরকারি আদেশ (GO)/অনাপত্তি (NOC) প্রদর্শন/দাখিল করতে হবে।

২০। পাসপোর্ট রি-ইস্যুর ক্ষেত্রে মূল পাসপোর্ট প্রদর্শন করতে হবে।

২১। হারানো পাসপোর্টের ক্ষেত্রে মূল জিডির কপি প্রদর্শন/দাখিল করতে হবে।

২২। ০৬ বছর বয়সের নিম্নের আবেদনের ক্ষেত্রে ৩ আর (3R Size) সাইজের ( ল্যাব প্রিন্ট গ্রে ব্যাকগ্রউন্ড ) ছবি দাখিল করতে হবে।

২৩। পাসপোর্ট হারিয়ে গেলে অথবা চুরি হলে দ্রুত নিকটস্থ থানায় জিডি করতে হবে। পুনরায় পাসপোর্টের জন্য আবেদনের সময় পুরাতন পাসপোর্টের ফটোকপি এবং জিডি কপিসহ আবেদনপত্র দাখিল করতে হবে ।

তথ্য সূত্রঃ

বহিরাগমন শাখা ১ , সুরক্ষা সেবা বিভাগ , স্বরাষ্ট্র মন্ত্রণালয়স্মারক নং ৫৮.০০.০০০০.০৪০.০১.০০৩.১৬-১২৩৪

Address

Bagha Tours And Travels, Near Banglalink Tower, East Side From Musa Market And Bagha Bazar, Bagha, Rajshahi, Baghai
Rājshāhi
6280

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Friday 17:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Telephone

+8801723634806

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bagha Tours and Travels by Ashik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bagha Tours and Travels by Ashik:

Videos

Share

Category


Other Travel Companies in Rājshāhi

Show All