Tahmid Hajj and Umrah Services

Tahmid Hajj and Umrah Services A Hajj & Umrah service provider.

আলহামদুলিল্লাহ !! আমরা ২০২৪-২০২৫ সনের ওমরাহ্ কার্যক্রম শুরু করেছি। আমাদের প্যাকেজ এর সম্ভাব্য তারিখ ১৫ ও ২৫ জুলাই এবং আগ...
24/06/2024

আলহামদুলিল্লাহ !! আমরা ২০২৪-২০২৫ সনের ওমরাহ্ কার্যক্রম শুরু করেছি।

আমাদের প্যাকেজ এর সম্ভাব্য তারিখ ১৫ ও ২৫ জুলাই এবং আগস্ট মাসের ০৭,১৫,২৫ তারিখ যাবে ইনশাআল্লাহ।

🔘১৪ দিনের ওমরাহ প্যাকেজে আপনি যা পাবেন:
১/ মক্কা মুকাররামায় ১ জুমা ও মদিনা মুনাওয়ারায় ১জুমা।
(মক্কা মুকাররামায় ৮ দিন, মদিনা মুনাওয়ারায় ৫ দিন)
২/ ভিসা ও ইন্সুরেন্স
৩/ আপ-ডাউন টিকেট ( ট্রানজিট )
৪/ থ্রী-স্টার মানের হোটেল (৪ বেডের রুম)
৫/ তিন বেলা মানসম্মত খাবারের ব্যবস্থা।
৬/ ট্রান্সপোর্ট
৭/ মক্কা ও মদিনার ঐতিহাসিক স্থানসমূহ জিয়ারাহ।
৮/ অভিজ্ঞ আলেমের তত্ত্বাবধান।

🔘 প্যাকেজ রেট
A প্যাকেজ: ১,৪০,০০০, (হোটেলের দুরত্ব প্রায় ৩০০ মি. ”সম্ভাব্য” )
B প্যাকেজ: ১,৩০,০০০৳, (হোটেলের দুরত্ব প্রায় ৬০০ মি. “সম্ভাব্য”)

(উমরাহ্ সংক্রান্ত যে কোন তথ্যের জন্য যোগাযোগ করুন।)

+880 01715568687 (Whatsapp)

*সম্মানিত মোয়াল্লেমগনের জন্য বিশেষ প্যাকেজ এর ব্যবস্থা রয়েছে।

যেভাবে ১৫০০ বছর ধরে একই বংশের কাছে আছে কাবা ঘরের চাবি...
24/06/2024

যেভাবে ১৫০০ বছর ধরে একই বংশের কাছে আছে কাবা ঘরের চাবি...

» Subscribe to Watch more Rtv News: https://www.youtube.com/RtvNews» Read more Rtv news: www.rtvonline.com Rtv News is a collecti...

22/06/2024
এখন আমরা ৯ হাজার সদস্যের একটি পরিবার। আপনাদের সকলকে ধন্যবাদ পাশে থাকার জন্য।❤️
21/06/2024

এখন আমরা ৯ হাজার সদস্যের একটি পরিবার। আপনাদের সকলকে ধন্যবাদ পাশে থাকার জন্য।❤️

Please be informed that UMRAH season for *2024-2025* will be started from  *20 th of June 2024 & will continue till 22 n...
20/06/2024

Please be informed that UMRAH season for *2024-2025* will be started from *20 th of June 2024 & will continue till 22 nd of May 2025*.

Eid Mubarak to you and your family! May Allah accept your sacrifice and bless you with His mercy. Have a safe and happy ...
17/06/2024

Eid Mubarak to you and your family!
May Allah accept your sacrifice and bless you with His mercy. Have a safe and happy Eid day!

মসজিদে নামিরা ঐতিহাসিক আরাফাতে অবস্থিত একটি মসজিদ, এই মসজিদে হজ্বের দিন যোহর ও আসর নামাজ একসাথে পড়ে হজ্বের খুতবা প্রদান...
01/06/2024

মসজিদে নামিরা ঐতিহাসিক আরাফাতে অবস্থিত একটি মসজিদ, এই মসজিদে হজ্বের দিন যোহর ও আসর নামাজ একসাথে পড়ে হজ্বের খুতবা প্রদান করেন থাকেন হজ্বের খতিব সাহেব।

10/04/2024

تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْ
#তাকাব্বালাল্লাহু_মিন্না_ওয়া_মিনকুম
‘আল্লাহ তাআলা আমাদের ও আপনার নেক আমল তথা ভাল কাজগুলো কবুল করুন’।

"ঈদ মোবারক"

হজ্জ ও উমরাহ যাত্রীদের জন্য অতীব জরুরি।।সকল এজেন্সির জ্ঞাতার্থে... বায়োমেট্রিক রেজিষ্ট্রেশন সর্তকতাঃভুলে হোক আর জ্ঞাতসার...
09/03/2024

হজ্জ ও উমরাহ যাত্রীদের জন্য অতীব জরুরি।।
সকল এজেন্সির জ্ঞাতার্থে...
বায়োমেট্রিক রেজিষ্ট্রেশন সর্তকতাঃ
ভুলে হোক আর জ্ঞাতসারেই হোক তথ্যের অমীল হইলে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।।
বায়োমেট্রিক সিস্টেমে কোন রকম একজন আর একজনের ফিঙ্গার বা ফেস ব্যবহার করতে পারবেন না।

সঙ্গে থাকুন।।

জানুয়ারি ২০২৪ এর উমরাহ গ্রুপ প্যাকেজ !! আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা?  আপনি কি আপনার ফ্যামেলি / বন্ধু বা পরিচিত জন...
23/12/2023

জানুয়ারি ২০২৪ এর উমরাহ গ্রুপ প্যাকেজ !!

আসসালামু আলাইকুম।
কেমন আছেন আপনারা?

আপনি কি আপনার ফ্যামেলি / বন্ধু বা পরিচিত জন দের সাথে নিয়ে অথবা একা উমরাহ পালন করার জন্য নিয়ত করেছেন?! অথবা নিজের বাবা মা /আপনজনকে উমরাহ করাবেন কিন্তু ভালো এজেন্সি / উমরাহ গ্রুপ খুজছেন??

তাহলে আমাদের জানুয়ারী এর উমরাহ গ্রুপটি হতে পারে আপনার জন্য বেশ পছন্দের!!

আমাদের পরবর্তী উমরাহ গ্রুপ ইনশাআল্লাহ জানুয়ারী ২৫ তারিখের দিকে রওনা করবে।

অল রেডি হাজি সাহেবরা পাসপোর্ট, টাকা জমা দিচ্ছেন।
নাম লিখাচ্ছেন। আলহামদুলিল্লাহ।

আপনারা যারা আমাদের সাথে এই গ্রুপে যেতে চান
অথবা আপনার বাবা মা কে পাঠাতে চান। প্লিজ দ্রুত আমার সাথে যোগাযোগ করুন। অফিসে আসুন।

বিভিন্ন প্যাকেজ রয়েছে ,যেটা আপনার বাজেট অনুযায়ী মিলে সেই প্যাকেজ নিয়ে আল্লাহর ঘরে চলুন।

একটু আগের থেকে প্লানিং করলে সুন্দরভাবে আপনি আপনার উমরাহ মনমতো করতে পারেন। দেখা গেছে শেষ সময় তারাহুরো করে ভাল কিছু করা যায়না।

আল্লাহ তায়ালা আমাদের উমরাহকে life changing উমরাহ হিসাবে কবুল করুন,
আমিন।

✅️ প্রিমিয়াম প্যাকেজ
মুল্য - ১,৬০,০০০/
১* টিকেট। ডিরেক্ট ফ্লাইট।
ঢাকা জেদ্দা মাদিনা ঢাকা।
২* ভিসা।
৩* হোটেল - মক্কা - মাদিনা ৩০০/৪০০ মিটার।
৪* মক্কা মাদিনা সিটি ট্যুর।
৫* ফুল ট্রান্সপোর্ট।
৬* ৩ বেলা দেশি খাবার।
৭* ফুল গ্রাউন্ড সাপোর্ট।

✅️ এফরডেবল প্যকেজ
মূল্য - ১,৪০,০০০/
১* টিকেট। ডিরেক্ট ফ্লাইট।
২* ভিসা।
৩* হোটেল - মক্কা - মাদিনা ৬০০/৭০০মিটার।
৪* মক্কা মাদিনা সিটি ট্যুর।
৫* ফুল ট্রান্সপোর্ট।
৬* ৩ বেলা দেশি খাবার।
৭* ফুল গ্রাউন্ড সাপোর্ট।

এছাড়াও আসা যাওয়া ঠিক রেখে,আপনার মনমতো হোটেল নিয়ে আপনি কাস্টমাইজড সুবিধা ভোগ করতে পারেন।

২৫ জানুয়ারী আমাদের সাথে উমরাহ করতে দ্রুত পাসপোর্ট জমা দিন। আগে আগে আপনার যাত্রা কনফার্ম করুন।

🗯আমাদের সাথে যোগাযোগের ঠিকানাঃ তাসনিয়া ট্রাভেলস বিডি 🌿🌿
🏪 ভারতীয় ভিসা অফিসের উত্তরে,
বর্ণালী মোড়, রাজশাহী ।
🏪 আরডিএ মার্কেট, সাহেব বাজার, রাজশাহী ।
☎️ +88 01715568687 (whatsapp)
☎️ +88 01794668916 (whatsapp)
☎️ +88 01866121155 (whatsapp)


হজ্জ যাত্রীদের জন্য জরুরী
07/06/2022

হজ্জ যাত্রীদের জন্য জরুরী

উমরাহর ভিসা এখন দারুণ সহজ হয়ে গেলো!! উমরাহ ভিসাকে কিছুটা ট্যুরিস্ট ভিসার আদলে করা হয়েছে।যাত্রী নিজে নিজেই অনলাইনে আবেদন ...
05/06/2022

উমরাহর ভিসা এখন দারুণ সহজ হয়ে গেলো!!
উমরাহ ভিসাকে কিছুটা ট্যুরিস্ট ভিসার আদলে করা হয়েছে।

যাত্রী নিজে নিজেই অনলাইনে আবেদন করতে পারবেন। মাত্র ২৪ ঘন্টার মধ্যেই ভিসা ইস্যু হয়ে যাবে। তাও আবার কোন এজেন্সির সহযোগিতা ছাড়াই!!

আরো সুখবর আছে:
আগে জেদ্দা, মক্কা আর মদীনা ছাড়া উমরাহ যাত্রীগণ অন্য কোথাও যেতে পারতেন না। এখন সৌদি আরবের যে কোন স্থানই উমরাহর যাত্রীগণের জন্য উন্মুক্ত!

এখানেই শেষ নয়।

আগে ইস্যু হতো ১ মাসের ভিসা। এখন ইস্যু হবে ৩ মাসের উমরাহ ভিসা!
বিস্তারিত জানতে যোগাযোগ করুন।
☎️ +8801794 668916
☎ +88 01306 383843
☎️ +88 01866 121155
☎️ +88 017155 68687
☎ +88 01306 383846
🌐 www.tasniatravelsbd.com
🏢 🏠অফিস:🏠
তাহমিদ হজ এন্ড ওমরা সার্ভিস
তাসনিয়া ট্রাভেলস বিডি🌿🌿
রাজশাহী, বাংলাদেশ।

সূত্রঃ সময় নিউজ

আলহামদুলিল্লাহ.... সৌদিতে করোনা বিধিনিষেধ প্রত্যাহার  গতকাল শনিবার (০৫/০৩/২০২২) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিত...
06/03/2022

আলহামদুলিল্লাহ....

সৌদিতে করোনা বিধিনিষেধ প্রত্যাহার

গতকাল শনিবার (০৫/০৩/২০২২) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে করোনা বিধিনিষেধ প্রত্যাহার করে নিম্নোক্ত নির্দেশনাসমূহ জারি করেছে:
১। পবিত্র মাসজিদুল হারাম, মাসজিদে নববীসহ সকল মসজিদে আর সামাজিক দুরত্ব বজায় রাখতে হবেনা (অর্থাৎ পূর্বের ন্যয় লেগে লেগে নামাজ পরতে পারবে)। তবে মসজিদে মাস্ক পরে থাকতে হবে।
২। উন্মুক্ত বা বদ্ধ সকল স্থানে, সকল ইভেন্ট ও অনুষ্ঠানে সামাজিক দুরত্ব বজায় রাখতে হবেনা।
৩। উন্মুক্ত স্থানে মাস্ক পরতে হবেনা। আবদ্ধ স্থানে (যেমন অফিস আদালতে) মাস্ক পরে থাকতে হবে।
৪। বহির্বিশ্ব থেকে সৌদিআরবে আসার পূর্বে পিসিআরে কোভিড টেস্টের প্রয়োজন নেই।
৫। সৌদিআরবে যেকোন প্রকার ভিজিট ভিসায় আসার ক্ষেত্রে হেলথ ইন্সুরেন্স করা বাধ্যতামূলক যেন কোভিডে আক্রান্ত হলে তার চিকিৎসা ব্যয় মেটানো যায়।
৬। সৌদিতে প্রবেশের ক্ষেত্রে কোন প্রকার প্রাতিষ্ঠানিক কিংবা হাউজ কোয়ারেন্টাইনে থাকার নিয়ম বহাল থাকবেনা।
৭।আফ্রিকার র যেসকল দেশ হতে সরাসরি আসা যাওয়া বন্ধ ছিল সেসকল দেশ হতে সরাসরি আসা যাওয়া করা যাবে।
তবে সৌদিতে প্রবেশের ক্ষেত্রে মুকিমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া এখনো বাতিল করা হয়নি। এছাড়া কোন প্রতিষ্ঠানে প্রবেশে কিংবা উমরা পালনে ইমিউন হওয়ার শর্ত এখনো বাতিল করা হয়নি।
©️

ওমরাহ যাত্রীদের বায়োমেট্রিক সিস্টেম উদ্বোধন অনুষ্ঠান। সউদি হজ ও ওমরাহ মন্ত্রনালয়ের মাননীয় উপমন্ত্রী ড: আহমদ এ আল বিজায়ুই...
21/12/2021

ওমরাহ যাত্রীদের বায়োমেট্রিক সিস্টেম উদ্বোধন অনুষ্ঠান। সউদি হজ ও ওমরাহ মন্ত্রনালয়ের মাননীয় উপমন্ত্রী ড: আহমদ এ আল বিজায়ুই এবং বাংলাদেশস্হ সউদি রাষ্ট্রদূত, সউদি পররাষ্ট্র ও হজ মন্ত্রনালয়ের কর্মকর্তাগন, দূতাবাসের কর্মকর্তাগণসহ সংশ্লিষ্ট সকলে উপস্হিত ছিলেন। বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন মোঃ শাহাদৎ হোসেন তসলিম। ভেন্যূ: লি মেরিডিয়ান, ঢাকা। ২১ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার।

13/12/2021

সম্প্রতি সৌদি আরবের নাগরিকত্ব পেয়েছেন বাংলাদেশি মোক্তার আলম শুকদার যিনি ইসলামের পবিত্র কাবা ঘরের গিলাফের ক্যালিগ্রাফার। কীভাবে তিনি ইসলামের পবিত্র এই স্থানে কাজের সুযোগ পেয়েছেন, কীভাবে সৌদি নাগরিকত্ব লাভ করেছেন এই নিয়ে কথা বলেছেন বিবিসির সাথে 👇
©️

26/11/2021

...

08/06/2021

পরলোকগত কুয়েতি লেখক আব্দুল্লাহ যারাল্লাহ র মৃত্যুর আগে লিখে যাওয়া কিছু অনুভূতি -

"মৃত্যু নিয়ে আমি কোনো দুশ্চিন্তা করবো না, আমার মৃতদেহের কি হবে সেটা নিয়ে কোন অযথা আগ্রহ দেখাবো না। আমি জানি আমার মুসলিম ভাইয়েরা করণীয় সবকিছুই যথাযথভাবে করবে।"

يُجَرِّدُونَنِي مِنْ مَلَابِسِي

তারা প্রথমে আমার পরনের পোশাক খুলে আমাকে বিবস্ত্র করবে,

يَغْسِلُونَني

আমাকে গোসল করাবে,

يَكْفِنُونَنِي

(তারপর) আমাকে কাফন পড়াবে,

يُخْرِجُونَنِي مِنْ بَيْتِي

আমাকে আমার বাসগৃহ থেকে বের করবে,

يَذهَبُونَ بِي لِمَسَكِنِي الجَدِيدِ (القَبْرُ)

আমাকে নিয়ে তারা আমার নতুন বাসগৃহের (কবর) দিকে রওনা হবে,

وَسَيَأتِي كَثِيرُونَ لِتَشْيِيْعِ الجَنَازَتِي

আমাকে বিদায় জানাতে বহু মানুষের সমাগম হবে,

بَلْ سَيَلْغِي الكَثِيرُ مِنهُم أَعْمَالَهُ وَمَوَاعِيدَهُ لِأَجْلِي دَفْنِي

অনেক মানুষ আমাকে দাফন দেবার জন্য তাদের প্রাত্যহিক কাজকর্ম কিংবা সভার সময়সূচী বাতিল করবে,

وَقَدْ يَكُونُ الكَثِيرُ مِنهُم لَمْ يَفَكِّرْ في نَصِيحَتِي يَوماً مِنْ الأيّامِ

কিন্তু দুঃখজনকভাবে অধিকাংশ মানুষ এর পরের দিনগুলোতে আমার এই উপদেশগুলো নিয়ে গভীর ভাবে চিন্তা করবে না,

أَشْيَائِي سَيَتِمُّ التَّخَلُّصُ مِنهَا

আমার (ব্যক্তিগত) জিনিষের উপর আমি অধিকার হারাবো,

مَفَاتِيحِي

আমার চাবির গোছাগূলো,

كِتَابِي

আমার বইপত্র,

حَقِيبَتِي

আমার ব্যাগ,

أَحْذِيَتِي

আমার ‍জুতোগুলো,

وإنْ كانَ أَهْلِي مُوَفِّقِينَ فَسَوفَ يَتَصَدِّقُونَ بِها لِتَنْفَعَنِي

হয়তো আমার পরিবারের লোকেরা আমাকে উপকৃত করার জন্য আমার ব্যবহারের জিনিসপত্র দান করে দেবার বিষয়ে একমত হবে,

تَأَكِّدُوا بِأَنَّ الدُّنيا لَنْ تَحْزَنْ عَلَيَّ

এ বিষয়ে তোমরা নিশ্চিত থেকো যে, এই দুনিয়া তোমার জন্য দু:খিত হবে না অপেক্ষাও করবে না,

وَلَنْ تَتَوَقَّفْ حَرَكَةُ العَالَمِ

এই দুনিয়ার ছুটে চলা এক মুহূর্তের জন্যও থেমে যাবে না,

وَالاِقْتِصَادُ سَيَسْتَمِرُ

অর্থনৈতিক কর্মকাণ্ড কিংবা ব্যবসাবাণিজ্য সবকিছু চলতে থাকবে,

وَوَظِيْفَتِي سَيَأتِي غَيرِي لِيَقُومَ بَها

আমার দায়িত্ব (কাজ) অন্য কেউ সম্পাদন করা শুরু করবে,

وَأَمْوَالِي سِيَذْهَبُ حَلَالاً لِلوَرَثِةِ

আমার ধনসম্পদ বিধিসম্মত ভাবে আমার ওয়ারিসদের হাতে চলে যাবে,

بَينَمَا أنا سَأُحَاسِبُ عَليها

অথচ এর মাঝে এই সম্পদের জন্য আমার হিসাব-নিকাশ আরম্ভ হয়ে যাবে,

القَلِيلُ والكَثِيرُ.....النَقِيرُ والقَطمِيرُ......

ছোট এবং বড়….অনুপরিমাণ এবং কিয়দংশ পরিমান, (সবকিছুর হিসাব)

وَإن أَوَّلَ ما مَوتِي هو اِسمِي !!!!

আমার মৃত্যুর পর সর্বপ্রথম যা (হারাতে) হবে, তা আমার নাম!!!

لِذَلكَ عِنْذَما يَمُوتُ سَيَقُولُونَ عَنِّي أَينَ "الجُنَّةُت"...؟

কেননা, যখন আমি মৃত্যুবরণ করবো, তারা আমাকে উদ্দেশ্য করে বলবে, কোথায় “লাশ”?

وَلَن يَنَادُونِي بَاِسمِي....

কেউ আমাকে আমার নাম ধরে সম্বোধন করবে না,

وَعِندَما يُرِيدُونَ الصَّلاةَ عَلَيَّ سِيَقُلُونَ اُحْضُرُوا "الجَنَازَةَ" !!!

যখন তারা আমার জন্য (জানাযার) নামাজ আদায় করবে, বলবে, “জানাযাহ” নিয়ে আসো,

وَلَن يُنَادُونِي يِاسْمِي ....!

তারা আমাকে নাম ধরে সম্বোধন করবে না….!

وَعِندَما يَشْرَعُونَ بِدَفنِي سَيَقُولُونَ قَرِّبُوا المَوتَ وَلَنْ يَذكُرُوا اِسمِي ....!

আর, যখন তারা দাফন শুরু করবে বলবে, মৃতদেহকে কাছে আনো, তারা আমার নাম ধরে ডাকবে না…!

لِذَلِكَ لَن يَغُرَّنِي نَسبِي وَلا قَبِيلَتِي وَلَن يَغُرَّنِي مَنْصَبِي وَلا شَهرَتِي ....

এজন্যই দুনিয়ায় আমার বংশপরিচয়, আমার গোত্র পরিচয়, আমার পদমযার্দা, এবং আমার খ্যাতি কোনকিছুই আমাকে যেন ধোঁকায় না ফেলে,

فَمَا أَتْفَهُ هَذِهِ الدُّنْيَا وَمَا أَعْظَمَ مُقَلِّبُونَ عَليهِ .....

এই দুনিয়ার জীবন কতই না তুচ্ছ, আর, যা কিছু সামনে আসছে তা কতই না গুরুতর বিষয়…

فَيا أَيُّهَا الحَيُّ الآنَ ..... اِعْلَمْ أَنَّ الحُزْنَ عَليكَ سَيَكُونُ على ثَلَاثَةٍ أَنْواعٍ:

অতএব, (শোন) তোমরা যারা এখনো জীবিত আছো,….জেনে রাখো, তোমার (মৃত্যুর পর) তোমার জন্য তিনভাবে দু:খ করা হবে,

1ــ النَّاسُ الَّذِينَ يَعْرِفُونَكَ سَطْحَيّاً سَيَقُولُونَ مِسْكِينٌ

১. যারা তোমাকে বাহ্যিক ভাবে চিনতো, তারা তোমাকে বলবে হতভাগা,

2ــ أَصْدِقَاؤُكَ سَيَحْزُنُونَ سَاعَات أَو أَيَّامَاً ثُمَّ يَعُودُونَ إِلَى حَدِيثِهِم بَلْ وَضَحِكَهُم.....

২. তোমার বন্ধুরা বড়জোর তোমার জন্য কয়েক ঘন্টা বা কয়েক দিন দু:খ করবে, তারপর, তারা আবার গল্পগুজব বা হাসি ঠাট্টাতে মত্ত হয়ে যাবে,

3ــ الحُزْنُ العَمِيقُ فِي البَيْتِ سَيَحْزُنُ أَهْلِكَ أُسْبُوعاً.... أُيسْبُوعَينِ شَهراً ....شَهرَينِ أَو حَتَّى سَنَةً وَبَعْدَهَا سَيَضْعُونَكَ فِي أَرْشِيفِ الذَّكَرِيّاتِ !!!

৩. যারা খুব গভীর ভাবে দু:খিত হবে, তারা তোমার পরিবারের মানুষ, তারা এক সপ্তাহ, দুই সপ্তাহ, একমাস, দুইমাস কিংবা বড় জোর একবছর দু:খ করবে। এরপর, তারা তোমাকে স্মৃতির মণিকোঠায় যত্ন করে রেখে দেবে!!!

اِنْتَهَتْ قِصَّتُكَ بَينَ النَّاسِ وَبَدَأَتْ قِصَّتُكَ الحَقِيْقِيّةِ وَهِيَ الآخِرةُ ....

মানুষদের মাঝে তোমাকে নিয়ে গল্প শেষ হয়ে যাবে, অত:পর, তোমার জীবনের নতুন গল্প শুরু হবে, আর, তা হবে পরকালের জীবনের বাস্তবতা,

لَقدْ زَالَ عِندَكَ:

তোমার নিকট থেকে নি:শেষ হবে (তোমার):

1ــ الجَمَالُ

১. সৌন্দর্য্য

2ــ والمَالُ

২. ধনসম্পদ

3ــ والصَحَّةُ

৩. সুস্বাস্থ্য

4ــ والوَلَدُ

৪. সন্তান-সন্তদি

5ــ فَارقَت الدَّور

৫. বসতবাড়ি

6ــ القُصُورُ

৬. প্রাসাদসমূহ

7ــ الزَوجُ

৭. জীবনসঙ্গী

وَلَمْ يَبْقِ إِلَّا عَمَلُكَ

তোমার নিকট তোমার ভালো অথবা মন্দ আমল ব্যতীত আর কিছুই অবশিষ্ট থাকবে না,

وَبَدَأَتِ الحَيَاةُ الحَقِيقَيَّةُ

শুরু হবে তোমার নতুন জীবনের বাস্তবতা,

وَالسُّؤَالُ هُنا : ماذا أَعْدَدْتَ لِلقُبَرِكَ وَآخِرَةَكَ مِنَ الآنَ ؟؟؟

আর, সে জীবনের প্রশ্ন হবে: তুমি কবর আর পরকালের জীবনের জন্য এখন কি প্রস্তুত করে এনেছো?

هَذِهِ حَقِيقَةٌ تَحْتَاجُ إلى تَأمَّلٍ

*ব্স্তুত: এই জীবনের বাস্তবতা সম্পর্কে তোমাকে গভীর ভাবে মনোনিবেশ করা প্রয়োজন,*

لِذَلِكَ أحرصُ عَلى :

এজন্য ‍তুমি যত্নবান হও,

1ــ الفَرَائِضِ

১. ফরজ ইবাদতগুলোর প্রতি

2ــ النَّوَافِلِ

২. নফল ইবাদতগুলোর প্রতি

3ــ صَدَقَةُ السِّرِّ

৩. গোপন সাদাকাহ’র প্রতি

4ــ عَمَلُ الصَّلِحِ

৪. ভালো কাজের প্রতি

5ــ صَلاةُ اللَّيلِ

৫. রাতের নামাজের প্রতি

لَعَلَّكَ تَنْجُو....

যেন তুমি নিজেকে রক্ষা করতে পারো….

إِنْ سَاعَدْتَ عَلى تَذْكِيرِ النَّاسِ بِهَذِهِ المُقَالَةِ وَأنتَ حَيُّ الآنَ سَتَجِدُ أَثَرَ تَذكِيرِكَ في مِيزَانِكَ يَومَ القِيامَةِ بِإِذْنِ اللهِ .....

এই লিখাটির মাধ্যমে তুমি মানুষকে উপদেশ দিতে পারো, কারণ তুমি এখনো জীবিত আছো, এর ফলাফল আল্লাহ’র ইচ্ছায় তুমি কিয়ামত দিবসে মিজানের পাল্লায় দেখতে পাবে,

قال الله تَعالى : ((فَذَكِّرْ فَإِنَّ الذِّكْرَ تَنْفَعُ المُؤمِنِينَ))

আল্লাহ বলেন: ((আর স্মরণ করিয়ে দাও, নিশ্চয়ই এই স্মরণ মুমিনদের জন্য উপকারী))

لِمَاذَا يَخْتَارُ المَيِّتِ "الصَّدَقَةَ لو رَجَعَ للدُّنيا....

তুমি কি জানো কেন মৃতব্যক্তিরা সাদাকাহ প্রদানের আকাঙ্খা করবে, যদি আর একবার দুনিয়ার জীবনে ফিরতে পারতো?

كَمَا قَالَ تَعَالى: ((رَبِّ لَو لا أَخَّرْتَنِي إلى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ....))

আল্লাহ বলেন: ((হে আমার রব! যদি তুমি আমাকে আর একটু সুযোগ দিতে দুনিয়ার জীবনে ফিরে যাবার, তাহলে আমি অবশ্যই সাদাকাহ প্রদান করতাম….))

ولَمْ يَقُلْ :

তারা বলবে না,

لِأعتَمَرَ

উমরাহ পালন করতাম,

أو لِأُصَلَّي

অথবা, সালাত আদায় করতাম,

أو لِأصُومُ

অথবা, রোজা রাখতাম,

قالَ العُلَماءُ : ما ذَكَرَ المَيِّتُ الصَّدَقَةَ إلا لِعَظِيمِ مَا رَأى مِن أَثَرِها بَعدَ مَوتِهِ

আলেমগণ বলেন: মৃতব্যক্তিরা সাদাকাহ’র কথা বলবে, কারণ তারা সাদাকাহ প্রদানের ফলাফল তাদের মৃত্যুর পর দেখতে পাবে,

فَأَكْثِرُوا مِنَ الصَّدَقَةِ وَمِن أَفضَلِ ما تَتَصَدَّقُ بِهِ الآنَ 10 ثَوَان مِنْ وَقْتِكَ لِنشَرِ هذا الكَلامَ بِنِيَّةِ النَّصْحِ فَالكَلمَةُ الطَّيِّبَةُ صَدَقَةٌ.

আর, গুরুত্ববহ এই সাদাকাহ’র কাজটি তুমি এই কথাগুলো ছড়িয়ে দিয়ে মাত্র ১০ সেকেন্ড সময় ব্যয় করে করতে পারো, যদি তোমার উদ্দেশ্য হয় এর মাধ্যমে মানুষকে উপদেশ প্রদান করা। কারণ, উত্তম কথা হল এক ধরণের সাদাকাহ।।।

-সংগৃহীত

Masjid an Nabawi..Madinaমসজিদ আন নববি.. মদিনা
06/06/2021

Masjid an Nabawi..Madina
মসজিদ আন নববি.. মদিনা

সরাসরি সম্প্রচার LIVE🚦আল-আকসা মসজিদ জেরুজালেম 💝
21/05/2021

সরাসরি সম্প্রচার LIVE🚦
আল-আকসা মসজিদ জেরুজালেম 💝

Ruptly is live from outside Al-Aqsa Mosque in East Jerusalem on Friday, May 21, as worshippers gather for Friday prayers on the morning after a ceasefire was...

27/03/2021
31/12/2020

✈️ সু-খবর ✈️
বিদেশগামী যাত্রীদের
করোনা পরীক্ষার ১৫০০ টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা করা হয়েছে।

26/10/2020
26/10/2020

Address

Bornali Mor
Rajshahi
6000

Telephone

+8801715568687

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tahmid Hajj and Umrah Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tahmid Hajj and Umrah Services:

Videos

Share

Category

Nearby travel agencies



You may also like