Mahabubr Rahaman

Mahabubr Rahaman one word one market one company DXN.

12/10/2023

যে রব গাছের ডালের ঘুমন্ত পাখি কেউ পড়তে দেয় না।
আপনি কি করে ভাবলেন আল্লাহ আপনাকে একা ছেড়ে দিবে। সুতরাং ধৈর্য ধরুন শেষ টা ভালো হবে ইনশাল্লাহ।

12/10/2023
thank you so much friend
12/10/2023

thank you so much friend

আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া।
10/10/2023

আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া।

10/10/2023

আল্লাহ তাআলা ইনশাল্লাহ হকের পথে যারা যুদ্ধ করে তাদেরকে কাফেরের উপর বিজয় দান করে।

10/10/2023

আল্লাহ কাফেরদের উপর মুসলিমদের বিজয় ঘোষনা কর।

ঘুম নামের মৃত্যু থেকে আল্লাহ আবার সকাল দেখালো আলহামদুলিল্লাহ।
10/10/2023

ঘুম নামের মৃত্যু থেকে আল্লাহ আবার সকাল দেখালো আলহামদুলিল্লাহ।

রাতে আলোকিত প্রজাপতি রাস্তা।
09/10/2023

রাতে আলোকিত প্রজাপতি রাস্তা।

09/10/2023

গোলাপ দেখতে সুন্দর গায়ে থাকে কাটা। সফলতা আনতে কষ্ট পাওয়ার পর কষ্ট থাকে না।

08/10/2023

আযানের সাথে সাথে মসজিদে যাই আল্লাহকে সেজদা করি।
অনেক কে আল্লাহ এ সুযোগ দেয়নি।

শুভ সকাল, আজকের দিনটা যেন আল্লাহর রহমতে সবার ভালো হয়।
08/10/2023

শুভ সকাল, আজকের দিনটা যেন আল্লাহর রহমতে সবার ভালো হয়।

08/10/2023

রাজশাহী ডিএক্সএন অফিসে

আলোকিত রাজশাহী।
07/10/2023

আলোকিত রাজশাহী।

পরিষ্কার নগর রাজশাহী কি সুন্দর রাস্তা।
07/10/2023

পরিষ্কার নগর রাজশাহী কি সুন্দর রাস্তা।

আল্লাহ আমাদের সবাইকে এই কথার উপর আমল করার তৌফিক দান করো।
06/10/2023

আল্লাহ আমাদের সবাইকে এই কথার উপর আমল করার তৌফিক দান করো।

30/09/2023

একদিন এই পৃথিবীর পরিস্থিতি তোমাকে শিখিয়ে দিবে,
একমাত্র আল্লাহ তায়ালা ছাড়া সবাই পর।

30/09/2023

উপদেশ না চাইলেও হাজার জন দায়িত্ব নিয়ে দিয়ে থাকে।
আর সাহায্য হাজার জনের কাছে চেয়েও একজনের কাছে পাওয়া যায় না।

30/09/2023

আফসোস এই পৃথিবীর মানুষগুলো অর্থের পেছনে থাকতে থাকতে পৃথিবী থেকেই চলে গেছে। পৃথিবীর অর্থ পৃথিবীতেই থেকে গেছে ইতিহাসের মানুষগুলো চলে গেছে

30/09/2023

তুমি যে জিনিসটার জন্য সবসময় প্রার্থনা করো আল্লাহর কাছে, সঠিক সময় আল্লাহ তায়ালা তা তোমাকে দিয়ে দিবে যা তোমার কল্পনার বাহিরে।

30/09/2023

আল্লাহ তুমি আমাকে হেফাজত করো রক্ষা করো যেভাবে তুমি চাও।

good morning friends. good morning dxnall. এ পৃথিবীতে সবাই তোমাকে উপকারের গল্প শোনাবে কিন্তু কেউ সাহায্য করে তোমার উপকার...
30/09/2023

good morning friends.
good morning dxnall.
এ পৃথিবীতে সবাই তোমাকে উপকারের গল্প শোনাবে কিন্তু কেউ সাহায্য করে তোমার উপকার করবে না।

পৃথিবীতে এমন ও মানুষ আছে সফলতার চাবিকাঠি তোমাকে দেখাবে কিন্তু কখনো সে সফল হয় নি।

আবার,
এমনও মানুষ তুমি পৃথিবীতে পাবে যারা সফল হয়েছে সফলতা অর্জনের গল্প তোমাকে বলবে কিন্তু কখনো সে চাইবে না তুমি সফল হও।

সমস্ত কিছুকে ছুড়ে ফেলো নিজের স্বপ্নকে বাস্তবায়ন কর, নিজের দুইটি পা ছাড়া যেমন তুমি পৃথিবীতে অসহায় ঠিক তেমনি নিজের পরিশ্রম ছাড়া কখনো সফলতা আশা করা যায় না।

তাই বলি,
আসেন আমরা আসল জিনিসকে বেছে নেই বাস্তবে যেই যে ব্যক্তি অন্যের উপকারের জন্য নিজে পরিশ্রম করে, অন্যদের সফলতা দেখলে নিজে আনন্দ পায়।
অন্যকে সুস্থ রাখার জন্য পরিকল্পনা তৈরি করে।

এরকম ব্যক্তির কাছে গিয়ে আমরা সফলতা খুঁজি তাহলে যদি আমরা সফল হতে পারি।

এরকম একটি প্ল্যাটফর্ম dxn আপনার জন্য সর্বদায় উপকার করার জন্য তৈরি আছে।

আসেন খুজেন তার পর ভালোভাবে বুঝেন,এর পরে dxnপরিবারে জয়েন করেন।

যদি আগ্রহ থাকে তাহলে ইনবক্সে যোগাযোগ করবেন। ্

29/09/2023

অনেক মেধাবীকে হারতে দেখেছি আমি,
কিন্তু কোন পরিশ্রমি কে হারতে দেখিনি।

29/09/2023

শূন্য থেকে শুরু করো,, লক্ষ্য স্থির করে কাজকে ভালোবেসে নিজেকে একটু একটু করে ডেভলপ করার মাধ্যমে অসাধারণ কিছু জীবনে অর্জন করে নাও।

29/09/2023

আজকে জুমার দিন সাপতাহিক ঈদের দিন।

সবাইকে জুমা মোবারক

জীবনে বড় সফলতার জন্য বড় পুঁজি দরকার হয় না,,,,,,দরকার হলো নিজের ঘুমন্ত প্রতিভাকে জাগ্রত করা।
28/09/2023

জীবনে বড় সফলতার জন্য বড় পুঁজি দরকার হয় না,,,,,,
দরকার হলো নিজের ঘুমন্ত প্রতিভাকে জাগ্রত করা।

28/09/2023

রাজশাহী প্রোগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলি জাহাঙ্গীর স্যারের কাছ থেকে মনোযোগ দিয়ে শুনেন।

কেন আপনি dxn করবেন।
dxnকরলে কি লাভ।
বাংলাদেশে বসে জাহাঙ্গীর স্যার কতটি দেশে বিজনেস করে।

27/09/2023

মানুষকে ভয় পাই বেশি কারণ, মানুষ দুই রূপে থাকে।
এক রূপ মুখে আরেক রূপ মুখোশে।

27/09/2023

আমরা কেন dxn করবো, dxn করলে কি হবে।

good morning dxn. good morning friends. আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া আলহামদুলিল্লাহ আমরা স্টার সেটআপ হয়েছে। ...
27/09/2023

good morning dxn. good morning friends.

আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া আলহামদুলিল্লাহ আমরা স্টার সেটআপ হয়েছে।

পরিশ্রম করলে আর আশা রাখলে কখনো নিরাশ হয় না।

26/09/2023

dxn রিশি গ্যানো চা।প্রথম বাংলাদেশে মাশরুম চা।

23/09/2023

হে আল্লাহ তোমার কাছে আমি নিরাপত্তা ও সুস্থতা কামনা করছি।

তুমি অবশ্যই অনেক ভালো কিছু পাবে যদি তুমি চেষ্টা করো। পড়ে যাও, আবার উঠে দাঁড়াও এবং চলতে থাকো। বলবে তুমি নির্বোধ। অহেতুক ...
23/09/2023

তুমি অবশ্যই অনেক ভালো কিছু পাবে যদি তুমি চেষ্টা করো। পড়ে যাও, আবার উঠে দাঁড়াও এবং চলতে থাকো। বলবে তুমি নির্বোধ। অহেতুক ছুটছ। কিন্তু তুমি পার্থক্যটা টের পাবে, যখন তুমি তোমার স্বপ্নচূড়ায় উঠে দাঁড়াবে। বিশ্বাস করো, স্বপ্নের চূড়ায় উঠে দাঁড়ানোর অনুভূতিটা অসাধারণ!
www dxn2u. Com

21/09/2023

উচ্চ শিক্ষা মূল্যহীন যদি তোমার ব্যবহার ভালো না হয়। ❤️🌹🥀

রাজশাহীর সৌন্দর্য।আল্লাহ আমাদের রাজশাহীকে সর্বদাই এরকম সুন্দর্য্যে ভরপুর রাখে।
20/09/2023

রাজশাহীর সৌন্দর্য।আল্লাহ আমাদের রাজশাহীকে সর্বদাই এরকম সুন্দর্য্যে ভরপুর রাখে।

আলহামদুলিল্লাহ...আল্লাহ্ তায়ালার অশেষ রহমতে DXN চাঁপাই নবাবগঞ্জ অফিসের বিজনেস বিষয়ক সেমিনার ও ইফতার প্রোগ্রাম আজ অনুষ্...
22/04/2022

আলহামদুলিল্লাহ...
আল্লাহ্ তায়ালার অশেষ রহমতে DXN চাঁপাই নবাবগঞ্জ অফিসের বিজনেস বিষয়ক সেমিনার ও ইফতার প্রোগ্রাম আজ অনুষ্ঠিত হয়।

REISHI GANO(RG) & GANOCELIUM (GL)যদি রোগমুক্ত থাকতে চান তবে নিয়মিত DXN এর RG এবং GL খান।DXN এর RG এবং GL এর উপকারী দিকগ...
12/04/2022

REISHI GANO(RG) & GANOCELIUM (GL)
যদি রোগমুক্ত থাকতে চান তবে নিয়মিত DXN এর RG এবং GL খান।
DXN এর RG এবং GL এর উপকারী দিকগুলো সম্পর্কে নিচে বর্ননা করা হল :
*DXN এর RG এবং GL দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
*ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে।
*হৃদরোগ ও উচ্চ রক্তচাপ প্রতিরোধ করে।
*ক্যান্সার ও টিউমার প্রতিরোধ করে।
*হেপাটাইটিস বি ও জন্ডিস প্রতিরোধ করে। এনিমিয়া বা রক্ত স্বল্পতা থেকে রেহাই পাওয়া যায়।
*হাঁড় ও দাত গঠনে কারযকরী।
*খাদ্য হজম করতে সাহায্য করে।
*আমাশয় নিরাময় করে।
*কিডনি রোগ প্রতিরোধ করে।
*ডেঙ্গু জ্বরের প্রতিষেধক হিসাবে কাজ করে।
*যৌন শক্তি বৃদ্ধি করে এবং শক্তিবর্ধক হিসাবে কাজ করে।
*স্থুলতা বা মেদভুড়ি নিয়স্ত্রন করে।
*দৃষ্টি শক্তি বৃদ্ধি করে।
*চর্মরোগ প্রতিরোধ করে।
*ভাইরাস জনিত রোগের প্রতিরোধক হিসেবে কাজ করে।
*হাইপার টেসশন দূর হয়।
*মেরুদন্ড দৃঢ় হয় এবং ব্রেইন সুস্থ থাকে।
*যক্ষা রোগীর রাতের ঘাম বন্ধ করতে এটি উপকারী।
*এছাড়াও গায়ের রং সুন্দর করার জন্য উপকারী।
*টক্সিন মুক্ত করে দেহ কোষকে উজ্জিবিত করার
মাধ্যমে এটি আভ্যন্তরিন অঙ্গসমুহকে সঠিক প্রক্রিয়া বজায় রাখতে সহায়তা করে।
*রক্ত সঞ্চালন প্রক্রিয়ার উন্নতি ঘটায় এবং প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে।
বিস্তারিত জানতে বা পণ্যটি অর্ডার করতে আমাদের পেইজে ম্যাসেজ করুন অথবা,
কল করুন এই নম্বরেঃ
01796538961

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে। আজকে আমি আপনাদের একটি নতুন খ...
31/03/2022

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই।
আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে।

আজকে আমি আপনাদের একটি নতুন খাবারের কথা বলবো যা আগে কখনো হয়তো বা সুনেননি।
আর সামনে দুই দিন পর মাহে রমজান শুরু। আমাদের বাড়িতে অনেকে আছে রজা করতে কষ্ট হয় বা পায়।
তাদের জন্য এ খাবারটা অনেক ভালো উপকার দিবে।
পুষ্টি ঘাটতি পুরোণ করবে সাথে তার রজা করতে যে কষ্ট হয় তা আর হবে না ইনশাআল্লাহ

স্পিরুলিনা নামটি শুনেই ভ্রু কুচকে গেল তাই না? এটি আবার কী জিনিস? স্পিরুলিনা আসলে সামুদ্রিক শৈবালের নাম। আসুন তাহলে জেনে নেই স্পিরুলিনা সম্পর্কে। স্পিরুলিনার গুণাগুন সম্পর্কে আজকের এই পোষ্ট!

পরিচয়: স্পিরুলিনা একটি নীলাভ-সবুজ শৈবাল। এটি সাধারণত পানিতে জন্মে। তবে সামুদ্রিক শৈবাল হিসেবেই এটি বেশি পরিচিত। স্পিরুলিনা নামটি নেয়া হয়েছে মূলত ল্যাটিন শব্দ Spira থেকে। যার অর্থ সর্পিলাকার বা পাকানো। কারণ স্পিরুলিনা দেখতে সর্পিলাকারের হয়ে থাকে। এটি সাধারণত সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন করে থাকে।

ব্যবহার: স্পিরুলিনা সাধারণত সবজি হিসেবে খাওয়া হয়। নামটি অপরিচিত হলেও এতে প্রায় সব ধরনের নিউট্রিয়েন্ট রয়েছে।

উপাদান: এরমধ্যে প্রোটিন ৬০-৭০%। যার বেশিরভাগই ইসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত। কার্বোহাইড্রেট ১৫% হিসেবে থাকে গ্লাইকোজেন, ফ্যাট ৫-৮% মূলত ইসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড যেমন গামা লিনোলেয়িক অ্যাসিড বেশি থাকে। এছাড়াও মিনারেলসের মধ্যে রয়েছে আয়রন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাসিয়াম ও সেলেনিয়াম। ভিটামিনের মধ্যে রয়েছে ভিটামিন বি১, বি২, বি৩, বি৬, বি১২, ভিটমিন-ই ও ভিটমিন-কে। আর ন্যাচারাল পিগমেন্টের মধ্যে উল্লেখযোগ্য হলো ক্লোরোফিল, জ্যান্থোফিল, বিটা ক্যারোটিন ও ফাইটোসায়ানিন।

সুপার ফুড: এতে সব ধরনের পুষ্টি উপাদান বিদ্যমান থাকায় একে ‘সুপার ফুড’ বলা হয়। সুপার ফুড বলার আরও কয়েকটি কারণ আছে। এতে মাছ ও গরুর মাংসের তুলনায় ৩ গুণ এবং ডিমের তুলনায় ৬ গুণ বেশি প্রোটিন রয়েছে। সয়াবিনের তুলনায় ২ গুণ বেশি মিনারেল রয়েছে। আটার চেয়ে ৪ গুণ বেশি ফাইবার বা খাদ্য আঁশ রয়েছে। এতে গাজরের তুলনায় ৫ গুণ ও পালং শাকের তুলনায় ৪০ গুণ বেশি ক্যারোটিন রয়েছে। দুধের তুলনায় ১০ গুণ বেশি ক্যালসিয়াম রয়েছে। এতে পালং শাকের তুলনায় ৬৫ গুণ বেশি এবং গরুর মাংসের তুলনায় ৩০ গুণ বেশি আয়রন থাকে। এটি পুষ্টিসমৃদ্ধ একটি সবজি।

এবার তবে জেনে নেয়া যাক স্পিরুলিনার ওষুধি গুণাগুণ সম্পর্কে-

গর্ভবতীর রক্তাল্পতা প্রতিরোধ: স্পিরুলিনাতে প্রচুর ক্লোরোফিল রয়েছে। যা রক্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হিমোগ্লোবিনে রূপান্তরিত হতে পারে এবং রক্তাল্পতা প্রতিরোধ করতে সাহায্য করে। তাছাড়া স্পিরুলিনাতে ভিটামিন বি১২, ফলিক অ্যাসিড, আয়রন ও অ্যামাইনো অ্যাসিড রয়েছে। যা রক্ত তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আদর্শ খাবার: এতে বেশি পরিমাণে প্রোটিন ও ভিটামিন বি১২ রয়েছে। যা নিরামিষভোজীদের এ দুটি পুষ্টি উপাদানের ঘাটতি কমায়। কারণ তাদের খাদ্য তালিকায় প্রোটিন ও ভিটামিন বি১২ অনুপস্থিত থাকে।

রক্ত পরিষ্কার করে: এতে প্রচুর ক্লোরোফিল ও ম্যাগনেসিয়াম রয়েছে। এই ক্লোরোফিল ও ম্যাগনেসিয়াম মিলিত হয়ে রক্তের দূষক পদার্থসমূহ দূর করে এবং রক্ত পরিষ্কার করতে সহায়তা করে। গবেষণায় দেখা গেছে, প্রতিদিন ৯-১০ গ্রাম করে স্পিরুলিনা খাওয়ালে ৪-৬ মাস পর রোগির আর্সেনিকজনিত চর্মরোগ সম্পূর্ণরূপে উপশম হয়।

হৃদরোগের ঝুঁকি কমায়: এতে উচ্চমাত্রায় গামা লিনোলেয়িক অ্যাসিড রয়েছে। যা দেহের ক্ষতিকারক এলডিএলের মাত্রা কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমায়।

ক্যান্সার থেকে রক্ষা: স্পিরুলিনা ক্যান্সার হওয়া থেকে রক্ষা করে। স্পিরুলিনার নীল-সবুজ রং ক্যান্সার কোষ ধ্বংস করতে সক্ষম হয়। স্পিরুলিনা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যেমন সেলেনিয়াম, বিটা ক্যারোটিন, টোকোফেরল, ফেনলিক অ্যাসিড সমৃদ্ধ। যা বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে।

হজমশক্তি বাড়ায়: ই-কোলাই এবং ক্যান্ডিডার মত ক্ষতিকর ব্যাকটেরিয়ার বৃদ্ধি দমন করে। স্পিরুলিনা পাচনতন্ত্রে বসবাসকারী ব্যাকটেরিয়া lactobacillus ও bifidobacteria এর মত ভালো ব্যাকটেরিয়া তৈরি করে। সুতরাং এটি পুষ্টি শোষণ করে শরীরের ক্ষমতা বৃদ্ধি করে হজমশক্তি বাড়ায়।

কিডনিকে রক্ষা করে: স্পিরুলিনার ক্লোরোফিল একটি উচ্চ ঘনত্ব সম্পন্ন এবং সেরা প্রাকৃতিক detoxifiers; এটি কিডনি থেকে ভারি ধাতু, ক্ষতিকারক রশ্মি এবং দূষণকারী ধাতু সরিয়ে কিডনির বিষাক্ততা কমায়।

ডায়াবেটিস প্রতিরোধে: এটি রক্তে গ্লুকোজের মাত্রা কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনতে সহায়তা করে। কারণ এতে প্রচুর ফাইবার রয়েছে। যা রক্তে গ্লুকোজের মাত্রা সহজে বাড়তি দেয় না!

🔹 পজিটিভ থাকুন, পজিটিভ চিন্তা করুন, পজিটিভ চিন্তা ভাবনা নিজেকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে ইনশা আল্লাহ।
আমি
মোঃ মাহবুবুর রহমান
ফেসবুক পেজ Mahbub Islam dxn
বাসা দাস পুকুর
থানা রাজপাড়া
জেলা রাজশাহী
মোবাইল নম্বর 01796538961

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া।  ওজন কমাবেন???সঠিক সিদ্ধান্ত নেওয়া টা আপনারদা...
27/03/2022

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই
আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া।
ওজন কমাবেন???
সঠিক সিদ্ধান্ত নেওয়া টা আপনার
দায়িত্ব
❤️❤️❤️Dxn mycoveggie ❤️❤️❤️
👍২৪ টা হারবাল খাবারের সমন্বয়ে তৈরী খাবার।
এর মাঝে আছে ইশ্ববকুলের ভুষি, ভুট্টার গুড়া,৬ প্রকার মেডিসিনাল মাশরুম,ননি পাতা, স্পিরুলিনা, লবং সহ আরো অনেক খাবার।
উপকারীতাঃ ৷৷৷
# চর্বি কমাবে
# পেট পরিস্কার করবে
# শরীরের ওজন কমবে
# পায়খানা পরিস্কার করবে
# কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করবে
# মেয়েদের পিরিয়ড নিয়মিত করবে
# গ্রোথ বাড়াবে
# শরীরে শক্তি জোগাবে
# নিয়মিত প্রসাব পায়খানা হবে।
# জমে থাকা চর্বি দূর করে শরীর কে হাল্কা রাখবে।
খাবারের নিয়মঃ
প্রতিদিন সকালে এক চামচ মাইকোভিজি পাওডার ১ গ্লাস পানির সাথে মিশিয়ে খাবেন।
তারপর ২ গ্লাস ফ্রেশ পানি খাবেন।
খাওয়ার পর হাটা হাটি করবেন এতে পেটে চাপ পরে প্রসাব পায়খানা ভাল হবে ও টক্সিন বের হবে।
আমি
মোঃ মাহবুবুর রহমান
বাসা রাজশাহী জেলা
বিভাগ রাজশাহী
মোবাইল নম্বর 01796538961

জীবনে কোনদিন কোন পরিস্থিতিতে থেমে দাঁড়াবেন না। ঝড় যত বড় হবে আপনার অভিজ্ঞতা তার চাইতে আরো অনেক বেশি বড় হবে। না পাওয়া...
25/03/2022

জীবনে কোনদিন কোন পরিস্থিতিতে থেমে দাঁড়াবেন না। ঝড় যত বড় হবে আপনার অভিজ্ঞতা তার চাইতে আরো অনেক বেশি বড় হবে। না পাওয়া গুলোকে হেসে বিসর্জন দিন। মনে রাখবেন এর চাইতে অনেক ভাল কিছু আপনার অপেক্ষা করছে। সব সময় নিজের সম্মান কে প্রাধান্য দিবেন। যে মানুষ গুলোর আত্মসম্মানবোধ নেই এবং গীবতকারী তাদের থেকে সবসময় দূরে থাকবেন। কারণ সে আপনাকে কোনদিন সম্মান দিতে পারবে না। এবং এরা অনেক বিপদজনক হয়। মানুষকে অসম্মান করতে তাদের এক মিনিটও সময় লাগে না। কারো জন্য ভালো কিছু না করতে পারলেও। কারো ক্ষতি কোনদিন কামনা করবেন না। কারণ পৃথিবীর নিয়ম সবকিছু আপনাকে ফিরিয়ে দিবে। সেটা ভালো হোক আর মন্দ। সব সময় আল্লাহর উপর ভরসা রাখবেন। পৃথিবীর সবাই আপনাকে ছেড়ে চলে গেলেও আল্লাহ আপনাকে অবশ্যই সাহায্য করবে। ইনশাআল্লাহ।

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Mahabubr Rahaman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share


Other Tourist Information Centers in Rajshahi

Show All