Nursing Review

Nursing Review Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nursing Review, Tourist Information Center, Rajshahi.

17/01/2023

__শিক্ষণীয় পোস্ট
১মিনিট সময় নিয়ে পড়ুন 🙏

স্বামী-স্ত্রী আর তাদের তিন মাস বয়সের একটি
বাচ্চা রাতে বিছানায় ঘুমাচ্ছে।
:হটাৎ
:তিন মাসের বাচ্চা রাত তিনটার সময় জোরে
জোরে কান্না করতে লাগলো।
:বাচ্চার কান্না শুনে মা বাবা দুজনেরই
ঘুম ভেঙ্গে গেলো।
,,
স্বামী বললেন,
ওকে একটু থামাও.....!
আর মা বাচ্চাটিকে বুকে জরিয়ে
নিয়ে এদিক-ওদিক হাঁটতে লাগলেন।
:
কিছুক্ষন পর ,
বাচ্চাটির বাবা বিছানা থেকে
উঠে ঘর থেকে
বের হয়ে গেলেন।
:
কিছুক্ষন পর বাচ্চাটির বাবা ঘরে
ফিরে এলেন
আর
বাচ্চাটির মা তাকে জিজ্ঞাস
করলেন,
কোথায় গেছিলে ?
:
তিনি বললেন ,
:
মায়ের কবরটা দেখতে
গিয়েছিলাম।
:
বাচ্চাটির মা জিজ্ঞেস করলেন,
:
এত রাতে কেন ?
:
সে উত্তর দিল ,
আমাদের বাচ্চাটি যখন
কাঁদতেছিলো
তখন আমার খুব বিরক্ত লাগছিল।
:
কিন্তূ
:
তুমি ওকে কাঁধে নিয়ে আদর করতে
করতে
হাটতেছ।
কারন,
তুমি তার মা।
:
তখনি মনে পরে গেলো।
:
হয়তো , আমি যখন ছোট ছিলাম
তখন
আমার মা ও আমাকে এভাবেই যত্ন
করেছিলেন।
:
তাই মাকে দেখতে গেছিলাম।
:
আজ আমি মায়ের যত্নে এত বড়
হয়েছি। কিন্তু
জানি না মা আমার সেখানে
কতটুকু যত্নে
আছেন।
:
পৃথিবীতে মা একমাত্র আপন।
:
হে আল্লাহ্ আপনি আমাদের মা
বাবার
সেবা করার তৌফিক দিন।
যাদের মা বাবা পৃথিবী তে নেই
তাঁদের কে জান্নাত বাসি করুন।।(আমিন)🤲🤲

16/01/2023

সেকেন্ড টাইমার হয়েও নাসায় ইমরান! 🎉✨

আপনি অতীতে কী পারেননি বা কী ভুল করেছিলেন তা ভেবে নিজেকে ছোট করার দরকার নেই। বর্তমানেও যদি ভাল কিছু হচ্ছে না মনে করেন, তবুও হতাশ হওয়া যাবে না। চেষ্টা অব্যহত রাখতে পারলে ভবিষ্যত আপনার।

নরসিংদীর ইমরান যুক্তরাষ্ট্রের নাসায় যোগ দেওয়ায় সবাই বাহবা দিচ্ছি। কিন্তু এক সময় অনেকেই তাকে কটুক্তি করেছে। ইমরান বুয়েটে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাননি। ঢাবিতেও প্রথমে চান্স হয়নি। পরে জগন্নাথে ভর্তি হন। কিন্তু ক্লাস না করে আবার ঢাবির জন্য প্রস্তুতি নেন। পরের বার ঢাবির ভূগোলে চান্স পান। এ পর্যন্ত কিন্তু তাকে চান্স না পাওয়ার যন্ত্রণা ও পরিচিতদের কটুক্তি সইতে হয়েছে। ঢাবিতে অনার্স ও মাস্টার্সে প্রথম হন। চেয়েছিলেন ঢাবির শিক্ষক হতে। কিন্তু নেয়া হয়নি। এটাও কিন্তু তার জন্য বিরাট যন্ত্রণার ছিল। তবে ঢাবি না নিলেও তাকে নাসা নিয়েছে।

মনে রাখা দরকার, ইমরানের মাথায় কেউ সার্জারি করে কোনো বিশেষ যন্ত্র বসিয়ে দেয়নি। পুরোটা নিজের চেষ্টা আর পড়াশোনা দিয়ে নিজের ভবিষ্যত নির্মাণ করেছেন। নিশ্চই তার অনেক বন্ধু আছে যারা তার চেয়েও মেধাবী। কিন্তু তাদের চেয়ে ইমরানের চেষ্টাটা বেশি। চেষ্টা, সফলতা, ভবিষ্যত....

15/01/2023

আপনারা কে কে ২০২৩ সালে নার্সিং এডমিশন পরীক্ষা দিবেন এবং কোন কোর্সে এক্সাম দিবেন??

ক) বিএসসি নার্সিং
খ) ডিপ্লোমা নার্সিং

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nursing Review posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share


Other Tourist Information Centers in Rajshahi

Show All