21/05/2024
বাজারে আম ৭০ টাকা, অনলাইনে কত?
একটু খেয়াল করলেই দেখা যায়, আমের সিজনে যেদিকে তাকাই সেদিকেই আম আর আম। বাসা থেকে নিচে নামলেই ভ্যান গাড়িতে আম, গলির মোড়ে মোড়ে আম সয়লাব, দামেও সস্তা, দেখতেও বেশ টসটসে, আকর্ষণীয়।
আর অনলাইনে কত?
অনলাইনের সেলাররা বলেন সরাসরি বাগান থেকে আম দিচ্ছে, তারপরেও তাদের দাম বাজারের থেকে বেশি। কিন্তু কেন?
কারণ - অনলাইন সেলাররা ক্রেতাকে আম দেন বাছাইকৃত সেরাটা। বাছাইকৃত সেরা আমের দাম একটু বেশিই। এর সাথে যোগ হয় ক্যারেটের দাম, প্যাকিং খরচ, পেপার, লেবার, কুরিয়ার চার্জ সহ আরও অন্যান্য খরচ। সবকিছু মিলিয়ে বাজারের আমের চাইতে অনলাইনে আম কিনতে দাম একটু বেশিই লাগে।
তারপরও কেন অনলাইন থেকে কিনবেন?
বাজারের আম আড়তদার বাগানীদের থেকে একসাথে কিনে নেন, বাগানীও পরিপক্ক অপরিপক্ক আমের হিসাব না করে সব একসাথে পেড়ে আড়তে বিক্রি করেন।
আড়তদার অপরিপক্ক আম পাকাতে আমে দেন ক্ষতিকর কেমিক্যাল ফলে সব আম একবারে পেকে যায়। আম অপরিপক্ক হওয়ায় আসল স্বাদ পাওয়া যায় না। সেইসাথে, কার্বাইড দেয়া আম খাওয়ার ফলে স্বাস্থ্য ঝুঁকি তো আছেই। এছাড়া এক আমের নাম বলে অন্য আম সেল করা তো চলেই।
অনলাইন সেলাররা কখনো আমে কার্বাইড দেয় না, তারা আম যেদিন গাছ থেকে পাড়ে সেদিনই কুরিয়ার করে। বাছাই করা সেরা আম ক্রেতাদের দেয় যেনো খারাপ রিভিউ না আসে। অনলাইন বিজনেসে ক্রেতার রিভিউ অনেক গুরুত্বপূর্ণ। একবার খারাপ আম দিলে সেই সেলার আর কখনো অনলাইন ব্যবসায় ভালো করতে পারবেনা।
আমের প্যাকেজ -
🥭ছোট ক্যারেট ১০কেজি
🥭 ছোট ক্যারেট - ১২ কেজি
🥭🥭 বড় ক্যারেট - ২০কেজি
আম অডার জন্য যোগাযোগ করুন
কল করুন : 01600356892 (was app)