Sweet Home Rajshahi

Sweet Home Rajshahi Travel & Tourism Business in Rajshahi

05/03/2024

এটাকে বলে
"মার্চেন্ট ম্যারেজ বিজনেস ডিপ্লোম্যাসি বাই আম্বানী ফর ইন্ডিয়া"।

25/02/2024

মানুষ মুখ ফুটে সুখ বলে, নিজেকে সুখী দেখায়।

কিন্তু মানুষ মুখ ফুটে দুঃখ বলে না, যতক্ষণ না কেউ তা ভীষণ বায়না করে জানতে চায়।

নিজেকে সুখী দেখানো খুব সহজ। তাই মানুষ তার চোখ-মুখ, কাজ, লেখা ও বাস্তবে কিংবা ভার্চুয়ালে সব কিছুতে নিজেকে ফ্লেক্সিবল দেখায়, স্ট্রং দেখায় এবং সবাই এটাই দেখে।

কিন্তু দুঃখ দেখানো কঠিন, দুঃখ জানানোও কঠিন।

দুঃখ সবাইকে বলা যায় না, মন খারাপের কারণ সবাইকে বলা যায় না। কেমন আছির জবাবেー"সত্যি ভালো নেই"-এটাও লেখা যায় না।

দুঃখ বলার জায়গাটা কমফোর্টজোন হতে হয়,
শোনার আকুতি থাকতে হয়,
হাতে সময় থাকতে হয়,
ধৈর্য থাকতে হয়,
চোখের শীতলতা থাকতে হয়।

যার এই কমফোর্ট জোন আছে, সে ব্লেসিং। আর যার নেই সে মূলত একা, ভীষণ একা।

টপিক: কমফোর্ট জোন
(নাম না জানা বইয়ের পাতা থেকে সংগৃহীত)

13/02/2024

"survive,
stick to
And try patiently"
🤖

22/01/2024

রাজশাহীতে আজ তাপমাত্রা ১০ ডিগ্রির আশেপাশে, বাতাসের আদ্রতা ৮৭ শতাংশ
তবে অনূভুত শীত মাইনাসের দিকে😴

13/01/2024

আজ ১৩ জানুয়ারি আন্তর্জাতিক সন্দেহবাদী দিবস।
😎
"সন্দেহ থেকে ধংস"
এমন একটা উদাহরণ দেবেন কি?

28/06/2023
14/10/2022

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (মেডিসিন) ডা. প্রবীর মোহন বসাক‘কে সভাপতি ও রাজশাহী মেট্র....

British Council কতৃক আয়োজিত Women Of the world -wow festival . আগামী ২৮ জুলাই বিকাল ৩টায় রাজশাহী কলেজ মাঠে অনুষ্ঠিত হতে ...
25/07/2022

British Council কতৃক আয়োজিত Women Of the world -wow festival .

আগামী ২৮ জুলাই বিকাল ৩টায় রাজশাহী কলেজ মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়াও বাংলাদেশ রাজশাহী চ্যাপ্টার।
(WOW-Women of the world festival.,British Council)
আয়োজনে থাকছে- আলকাপ,কনসার্ট,ওয়ার্কশপ,প্যানেল ডিসকাশনসহ অনেক কিছু। আপনি আমন্ত্রিত। (বিঃদ্রঃ প্রোগ্রাম টিতে নারী -পুরুষ সবাই অংশগ্রহণ করতে পারবেন। এইজন্য আপনাদের রেজিষ্ট্রেশন ফর্মটি পূরণ করতে হবে ।)

কোটেক বাংলাদেশ এই আয়োজনে লিড দিচ্ছে ৫টি সেগমেন্ট। আপনি অবশ্যই আসবেন।

আর আয়োজনে যোগ দিতে নিবন্ধন করুন এখনই।
https://mongoldeep.org/WOW-registration/
স্থান - কলেজ মাঠ, রাজশাহী কলেজ
সময় - দুপুর ৩:০০ - সন্ধ্যা ৮:০০
তারিখ - বৃহস্পতিবার ২৮ জুলাই ২০২২

(আমরা নারী ও পুরুষের সমাধিকার ও ভারসাম্য নিয়েই পৃথিবীতে বাস করি। অথচ বিভিন্ন সময়ে পৃথিবীজুড়ে নারী বৈষম্যের শিকার হচ্ছেন। এমন পরিস্থিতিতে জুড কেলি, সি বি ই, ২০১০ সালে প্রথমবারের মত চালু করেছিলেন WOW Festival যাকে Women of The World Festival হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। নারীর এগিয়ে চলা, নানা প্রতিকূলতা থেকে উঠে আসা আবার নারীর জয়গানকে তুলে ধরতে এবং নারীদের প্রতি বৈষম্যভাব দূর করতে পৃথিবীব্যাপী বিভিন্ন দেশের মতো বাংলাদেশের বিভিন্ন শহরেও আয়োজন হচ্ছে ওয়াও ফেস্টিভ্যাল। আগামী ২৮ জুলাই, বৃহস্পতিবার রাজশাহী কলেজ মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়াও বাংলাদেশ রাজশাহী চ্যাপ্টার। কোটেক বাংলাদেশ ০৫ টি সেগমেন্টের লিড দিচ্ছে। আর সহযোগিতায় থাকছে British Council , সিসিডি বাংলাদেশ এবং মঙ্গলদীপ ফাউন্ডেশন।

Address

Rajshahi
6000

Alerts

Be the first to know and let us send you an email when Sweet Home Rajshahi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category